-
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড এর মুভমেন্ট সম্পর্কে সঠিক ধারণা নিতে পারিনা। তার জন্য মার্কেট সম্পর্কে পুরোপুরি বা আংশিক ধারণা পাওয়ার জন্য আমরা যে টুলস ব্যবহার করে থাকে সেটাই হলো ইন্ডিকেটর। ইনডিকেটরের ফোনে আমরা মার্কেট সম্পর্কে পূর্ব জ্ঞাপন পেয়ে থাকি।
আমরা এমন অনেক বিগেনার লেভেলে ফরেক্স ট্রেডার রয়েছি যারা ইন্ডিকেটর উপর নির্ভর হয়ে ট্রেড করে থাকি। এর ফলাফল পরবর্তীতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের মনে রাখতে হবে ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা যাবে না। মার্কেট এনালাইসিস করে ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করতে হবে।
-
ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর শব্দের অর্থ হল নির্দেশক ফরেক্স মার্কেটে আমরা যারা কাজ করি তারা মার্কেটের গতি বুযার জন্য কয়েক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি যেমন সাপোর্ট লাইন রেজিসট্যান্স লাইন বোযার জন্য আমরা জিগজাগ ইন্ডিকেটর ব্যবহার করে থাকি মার্কেটের আপ নাকি ডাউনে তা বুযার জন্য আমরা সাধারনত মানি ফ্লো ইনডেক্স সংক্ষেপে এম এফ আই সিগনাল ব্যবহার করেথাকি এরকম অনেক সিগনাল আছে যার যার সুবিধা মত ব্যবহার করি
-
ইন্ডিকেটর হল বল যাকে বলা হয় নির্দেশনা কোন বিষয়ের উপর নির্দেশনা দেয়া কে ইন্ডিকেটর বলে তবে নির্দিষ্ট কোন ফরেস্ট এর উপর যে নির্দিষ্ট নির্দেশনা ভাবে কাজ করে এবং সেই মোতাবেক লাভের অংশ আসে এবং নির্দেশনা দিয়ে নিজেকে সচল রাখে এবং হাত থেকে এবং ঝুঁকির হাত থেকে কে ফরেক্স ট্রেড কে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায় এবং যে নির্দেশনা মাধ্যমে স্থানটিকে নিয়ে পরিবর্তন করে তাকে ইন্ডিকেট বলে।
-
ফরেক্স মার্কেটে মার্কেট ট্রেডের পূর্ব নির্ধারণের জন্য যে টুলস ব্যবহার করা হয় বা যে অপশন ইউজ করা হয় সেটি হল ইন্ডিকেটর। এর মাধ্যমে ফরেক্স মার্কেটের পূর্বে আনুমানিক ধারণা করা হয়।
ট্রেড করার জন্য এনালাইসিস সঠিকভাবে জানতে হবে শুধু ইন্ডিকেটর উপর নির্ভর করলে হবেনা। অনুমানের উপর নির্ভর করা উচিত ট্রেড করা সঠিক হবে না। তাই ইন্ডিকেটর সঠিক নির্বাচন করা উচিত
-
ইন্ডিকেটর এক ধরনের নিদের্শক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে। যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সাহায্যে করবে। এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে।
মনে রাখবেন ইন্ডিকেটর কিন্তু কিছু নিদিষ্ট ফর্মুলা *দিয়ে কাজ করে। তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয়। অনেক সময় ভুল সিগন্যাল ও আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে না। তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরণ না করে নিজের আ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন।
আর টেকনিক্যাল এন্যালাইসিসের অন্যতম হাতিয়ার হলো ইন্ডিকেটর
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর একটি সাধারণ বিষয়। এর সাহায্যে আমরা খুব সহজে ফরেক্স মার্কেট এর উঠা নামা সম্পর্কে জানতে পারি। আমরা যখন কোন ট্রেড করি তখন এই ইন্ডিকেটর এর সাহায়্য বা দেখে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেটের ইন্ডিকেটর সাধারণত মার্কেট ওঠানামা এবং ট্রেন্ড সম্পর্কে নির্দেশনা দেয় ফরেক্স মার্কেটে বিভিন্ন ইন্ডিকেটর পাওয়া যায় সকল ইনডিকেটরের একটাই কাজ থাকে যে মার্কেট ওঠানামা এবং প্রিন্ট একটা ইন্ডিকেটর অবশ্য একটা কাজ করে তাছাড়া আপনি অনেক মুভিং এভারেজ পেয়ে যাবেন অবশেষে বলতে পারে যে ফরেক্স মার্কেটের ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেটের ওঠানামা এবং ট্রেন সম্পর্কে নির্দেশনার একটা মাধ্যম অনেক অভিজ্ঞতা ছাড়াই ট্রেড পরিচালনা করে থাকেন তবে নতুন এ রায়ের ফলে খুব সহজেই মার্কেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়
-
ফরেক্স ইন্ডিকেটর হলো মার্কেটের গতিবিধি নির্দেশক। ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হলো এক ধরনের নির্দেশক যা দিয়ে ফরেক্স মার্কেটের উঠা নামা সম্পর্কে জানা যায়। যদি মার্কেট এর অবস্থা আপনার অজানা থাকে তাহলে আপনি এই ইন্ডিকেটরের মাধ্যমে সহজেই জানতে পারবেন। তাছাড়াও এটি আপনাকে মার্কেটের ট্রেন্ড বুঝতে সাহায্য করে। ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন পেয়ারের প্রাইস বাড়বে নাকি কমবে। বিভিন্ন জন বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আমার মতে সবসময় একই ইন্ডিকেটর ব্যবহার করা উচিৎ। তাতে করে মার্কেট এনালাইসিস সম্পর্কে একটা ভালো দক্ষতা তৈরি হবে।
-
আমার জানা মতে, ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক ।অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে। যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন। গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন। এছাড়া বিডিপিপসের "ফরেক্স ইন্ডিকেটর" সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।
-
ইনডিকেটর হল মার্কেটের গতিবিধি নির্দেশক, যার দ্বারা মার্কেটের উঠা-নামা বোঝা যায়। আপনি যদি মার্কেট বুঝতে না পারেন তবে ইনডিকেটর এর সাহায্যে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা তিন ধরনের এনালাইসিস করি। ইন্ডিকেটোর ও একটি এনালাইসিস।জার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর অবস্তা সম্পর্কে জানতে পারি। ফরেক্স মার্কেট কি ইঙ্ক্রেচিং হবে না ডিক্রেচিং হবে তা আমাদেরকে জানিয়ে দেই। ফরেক্স মার্কেট এ লাভ লস উভইটী আমরা ইন্ডিকেটোর এর মাধ্যমে কোরতে পারি। তাই আমি ভিবিন্ন ধরনের ইনডিকেটর এর মাধ্যমে এনালাইসিস করে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা তিন ধরনের এনালাইসিস করে থাকি। ইন্ডিকেটোর ও একটি এনালাইসিস।যার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর অবস্থা সম্পর্কে জানতে পারি। ফরেক্স মার্কেট কি ইঙ্ক্রেচিং হবে না ডিক্রেচিং হবে তা আমাদেরকে জানিয়ে দেয়। ফরেক্স মার্কেট এ লাভ লস উভয়টি আমরা ইন্ডিকেটোর এর মাধ্যমে কোরতে পারি। তাই আমি ভিবিন্ন ধরনের ইনডিকেটর এর মাধ্যমে এনালাইসিস করে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করি।কারন এভাবে ট্রেড করলে ভালো কিছু আশা করা যায়।
-
ইন্ডিকেটোর ও একটি এনালাইসিস।জার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর অবস্তা সম্পর্কে জানতে পারি। ফরেক্স মার্কেট কি ইঙ্ক্রেচিং হবে না ডিক্রেচিং হবে তা আমাদেরকে জানিয়ে দেই। ফরেক্স মার্কেট এ লাভ লস উভইটী আমরা ইন্ডিকেটোর এর মাধ্যমে করতে পারি। কোন ক্যারেন্সির দাম বাড়বে নাকি কমবে তা নির্নয় করতে সাহায্য করে ইন্ডিকেটর। আপনাকে মার্কেট সম্পর্কে বিভিন্ন রকমের সিগন্যাল দিবে, যার মাধ্যমে আপনি মার্কেটের ভবিষ্যত মুভমেন্ট নির্নয় করতে পারবেন। এবং সে অনুযায়ী ট্রেড করে আপনি লাভ করতে পারবেন। একেক ধরনের ইন্ডিকেটর একেক ধরনের সিগন্যাল দিয়ে থাকে।
-
ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক,মার্কেট প্রাইস সামনে বাড়বে না কমবে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি খুব সহজেই নির্নয় করতে পারবেন।ইন্ডিকেটর র মাধ্যমে আপনি বুঝতে পারবেন সামনে পেয়ারের প্রাইস বাড়বে কি বাড়বেনা। অধিকাংশ ট্রেডার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আমার মতে সবসময় একমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত না। কেননা ফান্ডামেন্টাল এনালাইসিসের কারনে অনেক সময় ইন্ডিকেটর ভূল ইন্ডিকেট প্রদান করে। যার ফলে অনেক ট্রেডার লসের সম্মূখীন হন। তাই নিজেও এনালাইসিসের মাধ্যমে ট্রেড পরিচালনা করুন।
-
যা দ্বারা নির্দেশ করা হয় তাকে আমরা ইনডিকেটর বলে থাকি।ইন্ডিকেটর শব্দের অর্থ হলো নির্দেশক। মার্কেট প্রাইস সামনে বাড়বে না কমবে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি খুব সহজেই নির্নয় করতে পারবেন।অনেক ধরনের ইন্ডিকেটর আছে। আপনি যদি মার্কেট বুঝতে না পারেন তবে ইনডিকেটর এর সাহায্যে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারবেন।এগুলোর একেকটির কাজ একেক রকম।
-
যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে। এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন। ইন্ডিকেটরের সাহায্যে মার্কেটের গতিবিধি পর্যালোচনা করে সে অনুযায়ি বাই / সেল ট্রেড দেওইয়া যায় । ফরেক্স ব্রোকার গুলোতে অনেক ইন্ডিকেটর পাওয়া যায় । এক্সেমনঃ-বুলিঙ্গার বেন্ডস,মুভিং এভারেজ ইত্যাদি ।
-
ফরেক্স মার্কেট এর বিভিন্ন মুভমেন্ট এর গানিতিক প্রকাশ । ইন্ডিকেটর এর সাহায্যে আমরা সহজেই মার্কেট মুভমেন্টর বিভিন্ন গানিতিক হিসাব চিত্রের মাধ্যেম দেখতে পাই । তবে শুধুমাত্র ইন্ডিকেটর দেখে ট্রেডের সিদ্ধান্ত নেয়া একদমই ঠিক না । এর সাথে সাথে অন্যান েএনালাইসিস ও কাজে লাগাতে হবে ।
-
আমরা সাধারণত ফরেক্স মার্কেট এ তিন ধরনের এনালাইসিস করি।জেমন-টেকনিকেল এনালাইসিস, ফান্ডামেণ্টাল এনালাইসিস, সেন্টীমেটাল এনালাইসিস। আর ইনডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংশ। ইনডিকেটর হচ্ছে দিকনির্দেশন।ফরেক �স মার্কেট এর প্রাইস কমবে না বারবে তা আমাদেরকে ইনডিকেটর জানিয়ে দেই। তাই আমরা ইনডিকেটর ব্যাবহার করি।ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হলো একটা নির্দেশক যা দিয়ে আপনি মারকেট এর মুভমেন্ট বুঝতে পারেন। অনেক সময় আমরা মার্কেট মুভমেন্ট বুঝতে পারি না। তখন আমরা ইন্ডিকেটর এর সাহায্য নিতে পারি। আর তাছারা এই ইন্ডিকেটর দিয়ে আমরা মার্কেট ট্রেন্ড বুঝতে পারি।
-
মার্কেটের গতিবিধি নির্দেশসিত হই ইনডিকেটর দারা, যার দ্বারা মার্কেটের উঠা-নামা বোঝা যায়।অধিকাংশ ট্রেডার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আমার মতে সবসময় একমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত না। কেননা ফান্ডামেন্টাল এনালাইসিসের কারনে অনেক সময় ইন্ডিকেটর ভূল ইন্ডিকেট প্রদান করে। যার ফলে অনেক ট্রেডার লসের সম্মূখীন হন।ইন্ডিকেটর হলো ট্রেডিং এর সরঞ্জাম যার মাধ্যমে আপনি বাজারের ধারণা পেতে পারেন। সাধারণত ইন্ডিকেটর ব্যবহার করা হয় বাজার সম্পর্কে জানার জন্য। কারণ আপনি বাজার সম্পর্কে না জানলে বাজারে ঠিকমত প্রবেশ করতে পারবেন না আর বাজারের ঠিকমত প্রবেশ করতে না পারলে আপনি ঠিকমত মুনাফা করতে পারবেন না। তবে আমার জানামতে সবাই ইন্ডিকেটর ব্যবহার করেন না, কারণ ইন্ডিকেটর এর সাহায্যে সবসময় বাজার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না।
-
ইন্ডিকেটরের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে নির্দেশক । ফরেক্স ট্রেডিং মার্কেটে ইন্ডিকেটর বলতে বুঝায় প্রাইস নির্দেশক । মানে যার মাধ্যমে ফরেক্স মার্কেটের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় মার্কেটে ইন্ডিকেটর বলে থাকে। ইন্ডিকেটর শতভাগ দিকনির্দেশনা দিতে পারে না। ইন্ডিকেটর সাধারণত একটা লম্বা সময় ধরে মার্কেট কি পরিমান মুভ করেছে তার উপরে ভিত্তি করে একটি এভারেজ নির্দেশনা প্রদান করে থাকে। ফরেক্স এনালাইসিস এর জন্য ইন্ডিকেটর ব্যবহার করা ভালো তবে সেটা শুধুই আপনার এনালাইসিস কতখানি সঠিক সেটা নির্ণয়ের জন্য। ইন্ডিকেটরের উপরে শতভাগ নির্ভর করা কখনোই উচিত নয়।
-
ইনডিকেটর হল নির্দেশক ফরেক্স মার্কেট বুঝতে আপনাকে সাহায্য করে। ফরেক্স মার্কেটে সম্পর্কে অতীত বর্তমান জেনে এনালাইসিস করা। আমরা মার্কেট সম্পর্কে স্বাবাভিক ধারনা নিতে হলে বিভিন্ন রকমের ইনডিকেটরের মাধ্যমে আমাকে জানতে হয় কখন বাই বা সেল করব সেটা আমরা বিভিন্ন ইনডিকেটর দেখে করি। আমাদের ইনডিকেটর নিয়ে অনেক এনালাইসিস করতে হয়।ইন্ডিকেটর মানে হলো ফরেক্স মার্কেট যে ক্যান্ডেল এর ধাপ গুলো উঠানামা করে যে ধারনা করা হয় বা পাওয়া যায় তাই ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দ্বারা বোঝা যায় যে মুদ্রার দাম কত উঠানামা করে তা ধারনা করা যায়। এ ইন্ডেকেটর দেখে আমরা ঝুকি নিয়ে ফরেক্স এ ট্টেড করে আয় করতে পারব।
-
ফরেক্স মার্কেট এ তিন প্রকার এর এনালাইসিস রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস।আর টেকনিক্যাল এনালাইসিস এর অন্যতম হাতিয়ার হচ্ছে ইন্ডিকেটর।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর অবস্থা সম্পর্কে জান্তে পারি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট কে এনালাইসিস করে এর ট্রেড করতে পারি।ইনডিকেটর ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়া সম্ভব নই।কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করার অন্যতম হাতিয়ার হচ্ছে ইনডিকেটর।যা মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ইন্ডিকেটর মানে হলো ফরেক্স মার্কেট যে ক্যান্ডেল এর ধাপ গুলো উঠানামা করে যে ধারনা করা হয় বা পাওয়া যায় তাই ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দ্বারা বোঝা যায় যে মুদ্রার দাম কত উঠানামা করে তা ধারনা করা যায়। এ ইন্ডেকেটর দেখে আমরা ঝুকি নিয়ে ফরেক্স এ ট্টেড করে আয় করতে পারব।