আমি মনে করি ফরেক্স বৈধ একটা ব্যবসা।আমরা নিজের টাকা দিয়ে ব্যবসা করব।এখানে আবার অবৈধ হওয়ার কোন প্রশ্ন আসতে পারে না।আর আমরাতো লাভ লসের মাধ্যমে ব্যবসা করব।সুতরাং ফরেক্স বৈধ।
Printable View
আমি মনে করি ফরেক্স বৈধ একটা ব্যবসা।আমরা নিজের টাকা দিয়ে ব্যবসা করব।এখানে আবার অবৈধ হওয়ার কোন প্রশ্ন আসতে পারে না।আর আমরাতো লাভ লসের মাধ্যমে ব্যবসা করব।সুতরাং ফরেক্স বৈধ।
ফরেক্স ব্যবসায় বৈধ কি না এ সম্বন্ধে সঠিক কোন দিক নিদেশনা নেই । আপনি যেটা বলছেন ব্যাপারটা সেই রকম না । ব্যাপারটা হচ্ছে বাহির থেকে মুদ্রা বাংলাদেশে আসতে পারবে । কিন্তু বাংলাদেশের টাকা বাইরে যেতে পারবে না । এটাই হচ্ছে বাংলাদেশের মুদ্রানীতির মূল বৈশিষ্ট্য।এভাবেই ফরেক্স ট্রেডিং আমরাদের দেশে চলছে ।
ফরেক্স অবশ্যই বৈধ বাবসায়। এটি পৃথিবীর মধ্যে একটি সর্ববৃহৎ বাবসায় প্লাটফর্ম যেখানে কিনা প্রতিদিন বিলিয়ন ডলারের ওপরে ট্রেড হয়। তাহলে আপনিই বলুন এটি যদি বিশ্বস্ত না হত তাহলে পৃথিবীর এতলোক এত টাকা দিয়ে বাবসায় করত না এবং এটি অনেক আগের প্রতিষ্ঠান। ধন্যবাদ
আমরা যে ফরেক্স ব্যাবসা করছি তা বইধ কারন আমরা সরা সরি ব্যাবসা করছি না । আমরা ব্রকারের প্রতিনিধি ব্রকারের অবস্যই লাইসেন্স আছে । ব্রকারের লাইসেন্সের উপর আমরা ব্যাবসা করছি । তাই আমাদের কোন চিন্তা নাই ।
হ্যা ফরেক্স ট্রেডিং অবশ্যই বৈধ একটি ব্যাবসা আর এটি সারা বিশ্ব ব্যাপি বিস্তৃত। আমাদের বাংলাদেশে ফরেক্স ট্রেডিং ব্যাবসা কয়েক বছর যাবত শুরু হয়েছে কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোতে ফরেক্স ট্রেডিং ব্যাবসা সূদীর্ঘ কাল যাবত পরিচালিত হয়ে আসছে। ফরেক্স ট্রেডিং সকল দেশে জনপ্রিয় এবং গ্রহনযেৌগ্য হওয়ার কারন হল এখান থেকে খুব সহজে অনেক বেশি আয়ের সুযোগ পাওয়া যায় এই কারনে।
আমি মনে করি ফরেক্স একটা বৈধ ব্যবসা । কারন ফরেক্সে কাজ করতে হলে বা ব্যবসা করতে হলে এতে ব্যাংক এর মাধ্যম লাগে । ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসা এখানে ব্যবসা করতে হলে নিজের পরিচয় , ব্যাংক এস্টেটমেন্ট ইত্যাদি প্রয়োজন । ফরেক্সে কাজের মাধ্যমে অনেকে তাদের নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করছে । যদি এটি বৈধ ব্যবসা না হতো তাহলে হয়ত এই ব্যবসা বন্ধ করে দেওয়া হতো বিদেশ সরকারের মাধ্যমে কিন্তু তা হয়নি । তাহলে মনে হয় ফরেক্স কোন অবৈধ ব্যবসা না বৈধ ব্যবসা । তাই অনেকে এই ব্যবসা করে থাকে ।
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন বা নেটওয়ার্কিং ব্যবসা সুতুরাং এটা ১০০ ভাগ সত্যি যে ফরেক্স ব্যবসাটি বৈধ । ফরেক্স ব্যবসার যত কার্যকলাপ রয়েছে তাও বৈধ আমরা নিঃসন্দেহে ব্যবসাটি করতে পারি এবং নিজেকে প্রতিস্টিত করতে পারি ।
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
ফরেক্স অবশ্যই একটা বৈধ ব্যবসায় । সারা বিশ্বব্রাপি ফরেক্স অনেক বেশি পরিমাণে মানুষের কাছে জনপ্রিয় । আর এই জনপ্রিয়তার পরিমাণ দিনে দিনে আকাশচুম্বি হচ্চে । তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার েএখনো ফরেক্সকে অনুমোদন দিতে পারিনি কিংবা ওপেন বাণিজ্যর উপর কেন নিষেধাজ্ঞা দিয়েছে তা আমার এখনো বোধগম্য নয় ।
ফরেক্স হল একটি আন্তর্জাতিক ব্যবসা যা এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা হয়ে থাকে। । এখানে একটি দুটি দেশ মিলে ফরেক্স এ কাজ করে না । পৃথিবীর সারা দেশে এই ব্যবসা প্রচলন আছে। তাই আমার মতে এই ফরেক্স ১০০% বৈধ। আমার মতে অন্যন ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু ফরেক্স বন্ধ হবে না।
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
আমাদের বাংলাদেশেই এই ব্যবসাটার এখনো বৈধতা পাইনাই । যেই সব দেশে এই ফরেক্স ব্যবসার বৈধতা আছে সেই সব দেশে অর্থ নৈতিক অবস্থা অনেক ভালো । আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অন্য দেশের তুলনাই অত ভালো না । আমাদের দেশে ফরেক্স ব্যবসা যদি বৈধতা দেয়া হই তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হবে ।
হা ফরেক্স ব্যবসা ১০০% বৈধ । এই জন্যতো ফরেক্স ব্যবসা এই পৃথিবীতে এতো পরিচিত লাভ করেছে । আমি মনে করি ফরেক্স ব্যবসা দিয়ে এই পৃথিবীতে সকল মানুষের কষ্ট দূর করা সম্ভব । তবে ফরেক্স ব্যবসা বৈধ হলেও ফরেক্স করতে হলে আমাদের ফরেক্স সম্পর্কে অনেক জানতে হবে । তাহলে ফরেক্স ব্যবসা থেকে আমরা অনেক প্রফিট করতে পারবো ।
ব্যক্তাগতভাবে আমি যতটুকু জানি, ফরেক্স বৈধ বাবসা। কারণ, কোন অবৈধ বাবসা খুব বেশি দিন টিকে থাকে না, আর ফরেক্স অনেকদিন যাবত টিকে আছে। শুধু তাই না, এটি একটি আন্তর্জাতিক বাবসা। তাই এটি কোন অবৈধ বাবসা না এবং অবৈধ হতে পারে না।
ধৈর্য ধারন করা ফরেক্স এর একটি মুল ভিত্তি। আপনি যত আপনার ধৈর্য ধারন করতে পারবেন তত আপনি লাভ বান হবেন। ণতুন ট্রেডারা লস করে কার তারা প্টাটফর্ম ওপেন করা মাত্রই ট্রেড দিয়ে বসেন। মার্কেটের অবস্থান ও পরিনতি না ভেবেই ট্রেড ওপেন কোরে দেন। ফলে লস কোরে বসে। কিন্তু একটু ধর্যৈ ধরে ট্রেন্ড ধরে ট্রেড করলেই কিন্তু লসের সম্ভাবনা কমে যায়।
আমি মনে করি ফরেক্স একটি বৈধ ব্যবসা,,, যদি ফরেক্স বৈধ ব্যবসা না হতো তাহলে আমাদের দেশের হাজার হাজার মানুষ ফরেক্স ব্যবসার সাথে জড়িয়ে থাকতো না,,,,, আর ব্যবসা যদি বৈধ না হতো তাহলে অনেক আগেই তা বন্ধ হয়ে যেতো,,, আমি মনে করি বেকার সমস্যা সমাধানের জন্য আমাদের দেশে ফরেক্স অপরসীম ভুমিকা পালন করতেছে। ফরেক্সে কোন প্রকার অবৈধ কাজ নেই। ধন্যবাদ
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য আমাদের ট্রেন্ড লাইন বুঝতে হবে,আমি অনেক ভিডিও টিওটোরিয়াল ইউটিউব থেকে নামিয়েছি কিন্তু এখনো ভালোবাবে ট্রেন্ড লাইন আকতে পাড়ছি না । ট্রেনড লাইন বুজতে পাড়লে মার্কেট কোন দিকে যাবে বুজতে সহজ হয় এবঙ সেই হিসাবে বাই বা সেল অর্ডার করা যায়। ক্যান্ডেলস্টিক চার্ট এর ১ ঘন্টা বা ৪ ঘন্ট বা ১ দিনের টাইম ফ্রেম দেখে ট্রেন্ড লাইন আকলে ভাল হয়।
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। এই ফরেক্স সারা পৃথিবী মধ্যে পরিচালিত হয়। এই ফরেক্স বিশ্বে ব্যাংকে সাথে পরিচালিত যা 100% সিকিউরিটি ফরেক্স ব্যবসা। তাই আমার মতে এই ফরেক্স একটি বৈধ ব্যবসা। এই ফরেক্স এ কোন দালাল নেই যা কোন সময় মাইর হবে যাবে না বা চলে যাবে না । এই ফরেক্স চলবেই।
আমি যতদূর জানি বাংলাদেশে এখনো ফরেক্স ব্যাবসা সম্পূর্নরুপে বৈধতা তবে অনেক দেশেই ফরেক্স বৈধ বাবসা। কারণ, কোন অবৈধ বাবসা খুব বেশি দিন টিকে থাকে না, আর ফরেক্স অনেকদিন যাবত টিকে আছে। শুধু তাই না, এটি একটি আন্তর্জাতিক বাবসা। তাই এটি কোন অবৈধ বাবসা না এবং অবৈধ হতে পারে না।
ফরেক্স মার্কেটে ট্রেডিং বা ব্যাবসা করা আমাদের বাংলসদেশ হতে বৈধ না অবৈধ তা আমাদের বাংলাদেশ ব্যাংক বা আমাদের দেশের সরকার বলতে পারবে,আমি নতুন ট্রেডার তাই আমি অনেক কিছু জানিনা ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার না আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডিং শিখতে ছি যার কারনে আমাকে জানিতে হবে।
অবশ্যই ফরেক্স বৈধ। কারন এটা একটি ব্যবসা। এখানে মুদ্রা বেচাকেনা করা হয়। অন্যান্য শেয়ার মার্কেটের মত এটাও একটা শেয়ার মার্কেট। এখানে পুজি ইনভেষ্ট করে মেধা খাটিয়ে আপনাকে ইনকাম করতে হবে। আর যদি ফরেক্স বৈধ না হত তাহলে প্রত্যেক দেশের সরকার এই সাইটি বন্ধ করে দিত। এবং এর উপর নিষেধাজ্ঞা জারি করত।
আমরা জানি ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার ব্যবসা । এই ব্যবসার অনেক দেশেই বৈধতা আছে । আমাদের বাংলাদেশেই এই ব্যবসাটার এখনো বৈধতা পাইনাই । যেই সব দেশে এই ফরেক্স ব্যবসার বৈধতা আছে সেই সব দেশে অর্থ নৈতিক অবস্থা অনেক ভালো । আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অন্য দেশের তুলনায় অত ভালো না । আমাদের দেশে ফরেক্স ব্যবসা যদি বৈধতা দেয়া হয় তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হবে ।
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে গুরুত্বপূর্ণ সব বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। তাই ফরেক্স মার্কেট নিয়ে অবৈধতার কোন প্রশ্নই আসে না। যদি অবৈধ হয় তাহলে কি বিনিময় করা সকল ডলার,ইউরো কি অবৈধ? মোটেও না। তবে অর্থের অবৈধ বিনিময় করা উচিত নয়।
সারা বিশ্বব্যাপি ফরেক্স একটা বৈধ এবং আর্থিক প্রতিষ্টান হিসেবে স্বিকৃত । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে আমরা কিছু সমস্যর মুখোমুখি হয় বাংলাদেশের মধ্য । যদিও আমি ঠিক জানি না যে কোন যুক্তিতে সরকার আমাদেরকে ফরেক্সকে অবৈধ বলে । তবে আমি আশা করি যে খুব দ্রুত আমাদের সরকারের বোধদয় ঘটবে এ ব্যাপারে এবং সরকার বুঝতে পারবে যে ফরেক্স এ দেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখবে ।
ফরেক্স মার্কেট এ ট্রেড করার বৈধ।কারণ ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট।ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে হবে।অবশ্য আমাদের দেশে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনুমতি নাই।তার পরেও আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।
বাংলাদেশে ভাল কাজের দাম নেই। ফরেক্স করে আমরা আমাদের বেকারত্ব দূর করতে পারি। আর তাছারা আমাদের দেশে শিক্ষার কোন মূল্য নেই। আমরা শিক্ষিত হয়ে চাকরি পাই না। কিন্তু ফরেক্স করে আমরা বেশ টাকা আয় করতে পারি। এটা সরকার বুঝবে না। আর আমরা ট্রেড করে বইদেশিক মুদ্রা আয় করে থাকি। এতে দেশের জন্য কল্যান স্বরূপ।
বাংলাদেশ ব্যাংক ১০ বছরে যে টাকা ছাপায় তার থেকে অনেক বেশী টাকা প্রতি সপ্তাহে ফরেক্স মার্কেটে লেনদেন হয়। আর এত্ত টাকা লেনদেন করতে গেলে যেকোন বোকাও আগে লাইসেন্স নিয়ে ভাববে। তাই আপনি এ বিষয় নিয়ে টেনশন করে আপনার মাথা নষ্ট করবেন না প্লিজ। আমরা এজেন্ট হিসাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করছি তাই আপনার কোন টেনশন করার দরকার নেই।
হ্যা আমি মনে করি ফরেক্স বৈধ ফরেক্স থেকে আয় করে আমি টাকা তুলতে পেরেছি তাই বৈধ মনে করি | আমার জানা না জানার মধ্যে অনেক রয়েছে যারা টাকা আয় করছে ফরেক্স থেকে বৈধ ভাবে আমি ও আয় করছি ফরেক্স থেকে বৈধ ভাবে | আমাদের দেশের অনেক ফরেক্স বৈধ আসে যার কারনে টাকা তুলতে পারছি |
ভাই ফরেক্স হল আন্তর্জাতিক অনলাইন ব্যবসা যেখান থেকে আপনি মাসে অনেক আয় করতে পারবেন।ফরেক্স সম্পর্কে বাংলাদেশ বৈধতা বা অবৈধ এসব কিছু বলে নি।তবে অনেক দেশে ফরেক্স সম্পর্কে বৈধতা দিয়ে দিছে।
ভাই বাংলাদেশের জন্য ফরেক্স মার্কেটে বৈধতা নেই তবে আপনি যদি ফরেক্স মার্কেটে কাজ করেন তাহলে সরকারের বাধা দেবার মত ক্ষমতা নেই।কারন সরকার বৈধতা না প্রদান করলেই অবৈধতা দিই নি।তাই নিসন্দেহে ফরেক্স মার্কেটে কাজ করা যাই।
ফরেক্স আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি ব্যবসায় বাজার । পৃথিবীর প্রায় সব দেশে ফরেক্স এর অবস্থান লক্ষ্য করা যাবে । তবে যেহেতো বাংলাদেশ সরকার ফরেক্সকে অনুমোদন দেয় নাই । তাই বাংলাদেশে ফরেক্স ট্রেড করা অবৈধ । বাংলাদেশ ব্যাংকার প্রজ্ঞাপন অনুযায়ী লাইসেন্স ছাড়া কোনোরকম বৈদেশিক মুদ্রা লেনদেন করা আইনত দণ্ডনীয় অপরাধ । তবে আমরা আশাবাদী দেশের এক বিশাল সংক্ষক বিনিয়োগকারীদের স্বার্থে সরকার খুব তাড়াতাড়ি ফরেক্সকে অনুমোদন দেবে ।
আমার জানা মতে বাংলাদেশ সরকারের প্রশাশন কর্তৃক এটি স্বীকৃত নয়। তবে ফরেক্স একটি আন্তর্জাতীক বাজার যাহা আন্তর্জাতীক ভাবে স্বীকৃতি লাভ করছে। তাবে বাংলাদেশের মত দেশে এটি সরকার কর্তৃক বৈধতা পেতে গেলে আরো অনেক বিষয় সরকারকে বৈধ ঘোষণা করতে হবে। যাহা সরকারের পক্ষে এখন সম্ভব না। আর অবৈধ ঘোষণা করারও সুযোগ নাই যেহেতু এটি আন্তর্জাতিক ভাবে বৈধ। তাই এটার বৈধতা আর অবৈধতার ব্যাপারে সরকারের কোন চিন্তা আছে বলে মনে হয় না।
ফরেক্স যেহেতু একটা আন্তর্জাতিক ব্যাবসা , আর অন্য সব দেশ করছে তখন করচি । আমি এটাকে একধরনের আউটসোর্সিং এর মতই মনে করি । আমি মনে করি বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারব না কিন্তু আশা করি টাকা নিয়ে আসতে কোন সমস্যা নাই ।তাছাড়া আমরা যে ফরেক্স করি তা বৈধ হওয়া উচিত কারন এটা একটা আন্তজাতিক মুদ্রা ব্যবসা এই ব্যাবসা অনেক দিন ধরে টিকে আছে এবং এখন বাংলাদেশ এর অনেক মানুষ এই ব্যবসা করে থাকে তাই বলা যায় ফরেক্স একটা বৈধ ব্যবসা।
ফরেক্স একটি বৈধ ব্যবসা। যদি না হতো তাহলে সারাদেশে ফরেক্স চলত না। কিন্তু আমাদের বাংলাদেশে ভালো কাজের দাম নেই। ফরেক্স বাংলাদেশে অবৈধ বলে অনেকে। কারন বাংলাদেশ থেকে বিদেশে টাকা ট্রান্সফারে নিয়ম নেই। কিন্তু আমরা স্ক্রিল এর মধ্যমে ইনভেস্ট করে ট্রেড চালিয়ে যেতে পারি।
ফরেক্স ট্রেড বাংলাদেশে প্রচলিত নয় ফলে বৈধ নামে ঘোষণা নেই। আবার এ রকম কোন আইন আছে বলে আমার জানা নেই যে - এটা অবৈধ!
ভাই আমরা হচ্চে সাধারন গ্রাহকেন মত। আমরা যা বুঝি যে এই ফরেক্স থেকে আয় করে আমাদের বাংলাদেশ যে ব্যাংক গুলো থেকে টাকা উঠাানো যায়, সেহেতু বলতে পারি যে এই ফরেক্স বাংলাদেশে বৈধ্য একটি ব্যবসা। যদি বৈধ্য না হত তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে আয় করে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে টাকা উঠাতে পারতাম না। হয়তো আমাদের দেশের সরকার এর সাথে এই ফরেক্স মার্কেট এর আয় করার একটি সুযোগ করে দিয়েছে।
ফরেক্স একটা আন্তরজাতিক ব্যাবসা এটা আন্তরজাতিক ভাবে চলে আসছে যে কোন ব্যাবসা বৈধ হতে পারে আবার বৈধ নাও হতে পারে। বৈধ না অবৈধ তা নির্ভর করে ব্যাবসা টকে থকার উপর যদি অবৈধ হয় তাহলে বেশি দিন ব্যাবসা টিকে থাকে না। আর ফরেক্স বর্তমানে বেকার সমস্যা রোধ করে সবার আস্থা এবং বিশ্বাস অর্জন করছে। পৃথিবির সব দেশেই ফরেক্স এর অনুমোদন রয়েছে।
আমরা জানি ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচার ব্যবসা । এই ব্যবসার অনেক দেশেই বৈধতা আছে । আমাদের বাংলাদেশেই এই ব্যবসাটার এখনো বৈধতা পাইনাই । যেই সব দেশে এই ফরেক্স ব্যবসার বৈধতা আছে সেই সব দেশে অর্থ নৈতিক অবস্থা অনেক ভালো । আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অন্য দেশের তুলনাই অত ভালো না । আমাদের দেশে ফরেক্স ব্যবসা যদি বৈধতা দেয়া হই তাহলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হবে ।
৩ টি অ্যানালাইসিসের সবকটিকেই ট্রেড ওপেন করার আগে বিবেচনা করতে হবে। আমরা সাধারনত ট্রেড দেওয়ার পরে চিন্তা করি। আসলে আমাদের চিন্তা করতে হবে ট্রেড দেওয়ার আগে। আগে ভালভাবে চিন্তা করে সে মাপিক ট্রেড করতে হবে। তাহলে আমরা ভাল ফল আশা করতে পারি। আমরা আসলে এর ঊল্টোটাই করে তাহকি। আগে ট্রেড দিই আর পরে চিন্তা করি যে মার্কেট এখন কোনদিকে যাবে। এটা আমদের একান্তই ভুল একটা সিদ্ধান্ত। আগে ভাবুন পরে ট্রেড করুন।