ফরেক্স মার্কেটে কত পিপ লাভ করার প্রয়জন সেটা আসলে বলা জায় না কারন মার্কেট এক সময় এক রকম থাকে তাই সঠিক ভাবে বলা জায় না যে ফরেক্স মার্কেট থেকে কত পিপ লাভ করা জায় করা দরকার সেটা মারকেট অনুজায়ি ফরেক্স মার্কেট দেখে সেটা বুজতে হবে ।
Printable View
ফরেক্স মার্কেটে কত পিপ লাভ করার প্রয়জন সেটা আসলে বলা জায় না কারন মার্কেট এক সময় এক রকম থাকে তাই সঠিক ভাবে বলা জায় না যে ফরেক্স মার্কেট থেকে কত পিপ লাভ করা জায় করা দরকার সেটা মারকেট অনুজায়ি ফরেক্স মার্কেট দেখে সেটা বুজতে হবে ।
আমি মনে করি আপনি যা স্টপ লস দিবেন তার দিগুন টেক প্রফিট দিবেন। এতে হবে কি ভাই আপনি যদি একটি পেয়ার এর এন্ট্রি তে লাভ করতে পারেন তাহলে আপনি আবার আর দুইটা এন্ট্রি নিতে পারবেন। তখন আপনার জন্য আনেক শুবিধাও হবে।
আমার মতে, ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের অল্প কিছু পিপস লাভ করলেই চলবে।মূলত কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। কেউ লং টার্মে ট্রেডে বেশি পিপস লাভ করবে আবার কেউ শর্ট টার্মে ট্রেডে অল্ট পিপস লাভে ট্রেড করবে।মূলত আমি মনে করি বেশি বেশি লোভ না করে মার্কেটের মুভমেন্ট বুঝে মোটামুটি কিছু পিপস লাভ করাই ভালো। "অতি লোভে তাতি নষ্ট"।
যারা বাজারে নতুন প্রবেশ করেছেন তাদের উচিত হবে প্রথম দিকে অল্প পরিমান পিপ্স লাভ করা। আমি সাধারনত ১০-১৫ পিপ্স টার্গেট করে ট্রেড করি এবংসফলতার সাথে ট্রেড ক্লোজড করতে পারি। মার্কেটের মুভমেন্টের উপর নির্ভর করবে কখন ট্রেড ওপেন করতে হবে। কখন ট্রেড ক্লোজ করতে হবে।
যারা নতুন তাদের অল্প কিছু পিপস লাভ করলেই চলবে।মূলত কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। কেউ লং টার্মে ট্রেডে বেশি পিপস লাভ করবে আবার কেউ শর্ট টার্মে ট্রেডে অল্ট পিপস লাভে ট্রেড করবে।মূলত আমি মনে করি বেশি বেশি লোভ না করে মার্কেটের মুভমেন্ট বুঝে মোটামুটি কিছু পিপস লাভ করাই ভালো।
ফরেক্স মার্কেটে কত পিপ লাভ করার প্রয়জন সেটা আসলে বলা জায় না কারন মার্কেট এক সময় এক রকম থাকে তাই সঠিক ভাবে বলা জায় না যে ফরেক্স মার্কেট থেকে কত পিপ লাভ করা জায় করা দরকার সেটা মারকেট অনুজায়ি ফরেক্স মার্কেট দেখে সেটা বুজতে হবে । যা স্টপ লস দিবেন তার দিগুন টেক প্রফিট দিবেন। এতে হবে কি ভাই আপনি যদি একটি পেয়ার এর এন্ট্রি তে লাভ করতে পারেন তাহলে আপনি আবার আর দুইটা এন্ট্রি নিতে পারবেন
আমি মনে করি যাদের অভিজ্ঞতার অভাব রয়েছে বা যারা বাজারে নতুন প্রবেশ করেছেন তাদের উচিত হবে প্রথম দিকে অল্প পরিমান পিপ্স লাভ করা। কারন আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি বেশি পিপ্স লাভ করতে গিয়ে লসের মুখে পড়তে পারেন। ফরেক্স মার্কেটে আপনি কত পিপস লাভ করবেন বা করা উচিৎ-আসলে বিষয়টা এই রকম ভাবে বলাও যায় না আবার চিন্তা করাও ভূল৷আপনি আপনার নির্দিষ্ট ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স দেখে বুঝে ট্রেড করবেন,টেকপ্রফিট সেট করবেন৷সেখানে ১০ পিপসও আসতে পারে আবার ৭০ পিপসও আসতে পারে৷এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কত পিপস টার্গেট করে ট্রেডে এন্ট্রী করেছেন৷
আমি মনে করি, যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের অল্প কিছু পিপস লাভ করলেই হবে। আসলে কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। কেউ লং টার্মে ট্রেডে বেশি পিপস লাভ করবে আবার কেউ শর্ট টার্মে ট্রেডে অল্ট পিপস লাভে ট্রেড করবে।মূলত আমি মনে করি বেশি বেশি লোভ না করে মার্কেটের মুভমেন্ট বুঝে মোটামুটি কিছু পিপস লাভ করাই ভালো।
সর্বপ্রথম আমি এটাই বলবো তা হলো,,, আগে আপনি আপনার লেখাগুলো অর্থাৎ বানান সঠিক করুন তারপর আপনার মুল্যবান বক্তব্য লেখার মাধ্যমে ফুটিয়ে তুলুন । এবার পোস্টের প্রসঙ্গে আমি এটাই বলতে চাই যে,,,,, ফরেক্স ট্রেডিং মার্কেটে নতুন অথবা পুরাতন যে ট্রেডারই হোক না কেনো সে কতো পিপস পর্যন্ত লাভ করতে পারবে বা কতো পিপস লাভ করলে ট্রেড ক্লোজ করা উচিত সেটা নির্ভর করবে একান্তই সেই ট্রেডারের দক্ষতার উপর । যার যেমন দক্ষতা সে তেমন ট্রেড করে লাভ করবে,,,,, ধন্যবাদ ।
বাস্তবে এটি ডিপেন্ডারে প্রবেশ করুন এবং শ্রীতা মন্ডিতের উপর অবস্থিত 10 মি 10-15 পিপস দিকটি বিনিময় করুন এবং প্রথমটির সাথে এক্সচেঞ্জটি প্রবেশ করুন।
ফরেক্স ব্যবসা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এখানে কারেন্সি পেয়ারের প্রাইসগুলি প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। ট্রেড করলে কখনো লাভ হবে আবার কখনো লসও হতে পারে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত লস থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কিছু লসে ট্রেড ক্লোজ করে দিতে হয়। অন্যদিকে মার্কেট যদি লাভে থাকে তাহলে আমি মনে করি প্রতিটি লটে 50 থেকে 100 পিপসের মধ্যে থাকলে ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত। কখনো বেশি প্রফিটের আশা করা উচিত নয়। দেখা গেল আপনি যত বেশি পিপস আশা করছেন সেই কাঙ্খিত লক্ষ্যে মার্কেট নাও উঠতে পারে। দেখা গেল মার্কেট ওই অবস্থান থেকে দ্রুত বিপরীত দিকে চলে যাচ্ছে তাহলে আপনার লস হবে। তাই মোটামুটি সন্তুষ্টজনক প্রফিট হলে ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত। তবে সামান্য অল্প কিছু পিপস এর জন্য কখনো ক্লোজ করে দেওয়া উচিত নয়। অনেকের প্রশ্ন জাগতে পারে তাহলে মার্কেট যদি ওই অবস্থান থেকে বিপরীতে চলে যায় এর চেয়ে বরং অল্প কিছু পিপস লাভ করে ট্রেড ক্লোজ করে দেওয়া তো ভালো। এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো সঠিকভাবে মার্কেট এনালাইসিস করুন এবং সঠিক সময়ে ট্রেড ধরুন। তবেই এই সমস্যার সমাধান হবে।
আমার মতে ফরেক্স খুবই ঝুকিপূর্ণ ব্যবসা। প্রত্যেক ট্রেডে এন্ট্রি নেওয়া আগে আপনাকে অনেক বেশি তথ্য বা জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ এই মার্কেটটি কারো হাতে নিয়ন্ত্রণ থাকে না বরং তার নিজেস্ব গতিতে চলে। আর এজন্য আপনাকে অনেক বেশি ফরেক্স মার্কেটের প্রতি নজর রাখতে হবে। বিশেষ করে এই মার্কেটটি মুভমেন্ট করে বিভিন্ন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কিছু বিষয়ের উপর। অতএব আপনি যে দেশের পেয়ারে উপর ট্রেডিং কৌশল পরিচালনা করতে যাবে আগে সেই দেশ এবং তার বিপরীত যে পেয়ার থাকে সে দেশের অবস্থার উপর নির্ভর করে আপনার ট্রেডিং কৌশল পরিচালনা করতে হবে। নতুবা আপনি কোন পেয়ারে ট্রেড করে সফলতা লাভ করতে পারবেন না। আর দৈনিক কত পিপ্স লাভ করবেন সেটা সম্পূর্ণ আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। তবে আমি প্রতিদিন ২০ থেকে ৪০ পিপ্স প্রফিট নেওয়ার চেষ্টা করি। আর এতেই আমি বেশ সন্তুষ্ট থাকি।
কোনদিন ১০০ পিপস, কোনদিন ২০ পিপস আবার কোনদিন লসও যেতে পারে। তবে প্রথমের দিকে গড়ে ৬০-৮০ পিপস লাভই যথেষ্ট।
অনেক কিছুই ডিলারের কৌশলের উপর নির্ভর করে। প্রতিটি গ্রাহকের পরিস্থিতি আলাদা। সুতরাং আপনি যে পাইপগুলি পেতে পারেন তার সীমাবদ্ধতা নেই। আমার মতে, বাজারটি বোঝার মাধ্যমে নিম্ন পাইপগুলিতে বাণিজ্য বন্ধ করা উচিত এবং তারপরে বাজারটি বোঝার মাধ্যমে আরও পিপস পাওয়ার লক্ষ্য করা উচিত।
নতুন ফরেক্স ব্যবসায়ীদের বর্তমান বাজারের যত্ন সহকারে বিশ্লেষণের পরে একটি ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই ক্ষেত্রে, আপনি যদি এই মার্কিন ডলার মুদ্রা জোড়া ব্যবহারের পরে বাণিজ্য করতে চান তবে আপনাকে প্রতি ব্যবসায় 20-25 পিপস উপার্জন করতে হবে। । এটি হওয়া উচিত কারণ ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।
যারা বাজারে নতুন প্রবেশ করেছেন তাদের উচিত হবে প্রথম দিকে অল্প পরিমান পিপ্স লাভ করা। কারন আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি বেশি পিপ্স লাভ করতে পারবেন না।সুতরাং আপনি যে পাইপগুলি পেতে পারেন তার সীমাবদ্ধতা নেই। আমার মতে, বাজারটি বোঝার মাধ্যমে নিম্ন পাইপগুলিতে বাণিজ্য বন্ধ করা উচিত।
কত পিপস আপনি লাভ করবেন এটা কেউ তো দূরে থাক আপনি নিজেও বলতে পারবেন না।নতুন ট্রেডারদের জন্য লাভ করা খুবই কঠিন কাজ।কারন এরা মার্কেট সম্পর্কে অদক্ষ।মার্কেটের মুভমেন্ট আর এনালাইসিস করতে সম্ভব হয় না।তাই একজন দক্ষ ট্রেডার হিসবে গড়ে তুলতে হবে।আপনি যদি মার্কেটে নতুন হন আর যদি ট্রেড করে লাভ করতে পারেন তাহলে অল্প পিপ্স লাভ নিয়ে ট্রেড ক্লোজ করা উচিত।
আপনি আপনার টার্গেট ডলার এর সাথে সমন্বয় করে পিপস্ কে ডলার দিয়ে ভাগ করে আপনি আপনার লট সাইজ ঠিক করুন । তবে খেয়াল রাখবেন স্টপলস যেনো যুক্তি সংগত হয় ।এখানে লাভ করতে হলে আপনাকে ফরেক্স ভাল ভাবে বুঝতে হবে । তাই না বুঝে করতে গেলে লসের অনেক বেশী সম্ভবনা আছে । কত পিপ্স লাভ করা যায়।
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের অল্প কিছু পিপস লাভ করলেই চলবে।মূলত কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। কেউ লং টার্মে ট্রেডে বেশি পিপস লাভ করবে আবার কেউ শর্ট টার্মে ট্রেডে অল্ট পিপস লাভে ট্রেড করবে।কে কত লাভ করতে পারবে সেটা নির্ভর করবে তার ট্রেডিং প্ল্যানের উপর।তবে আমার মনেহয় এনালাইসিস করে ট্রেড করা মার্কেটের মুভমেন্ট ট্রেড করাই ভাল।নতুন ট্রেডারদের বেশি পিপ্স লাভের চিন্তা না করে ট্রেডিং সম্পর্কে আগে ভাল ধারণা তৈরি করতে হবে।সবসময় স্বল্প পিপ্স টার্গেট করতে হবে।এতে লাভ ও হবে আর মুলধন হারানোর ভয় ও থাকবেনা।তবে আস্তে আস্তে আপনি টার্গেট বাড়াতে পারেন।
নতুনদের অল্প কিছু পিপস লাভ করলেই চলবে।মূলত কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। আপনি কত পিপস লাভ করবেন সেটা আপনা নিজের উপর নির্ভর করে তবে সাপোর্ট রেসিটেন্স দেখে তারপর ট্রেড ক্লোজ করা উচিত । আসলে ফরেক্স করতে করতে যখন অভিজ্ঞতা অর্জন করতে পারলে তখন আপনি নিজেই বুঝতে পারবেন এক একটা ট্রেড কত পিপস লাভ নিয়ে ক্লোজ করতে হবে । কেউ লং টার্মে ট্রেডে বেশি পিপস লাভ করবে আবার কেউ শর্ট টার্মে ট্রেডে অল্ট পিপস লাভে ট্রেড করবে
যাদের অভিজ্ঞতার অভাব রয়েছে বা যারা বাজারে নতুন প্রবেশ করেছেন তাদের উচিত হবে প্রথম দিকে অল্প পরিমান পিপ্স লাভ করা। কারন আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি বেশি পিপ্স লাভ করতে গিয়ে লসের মুখে পড়তে পারেন।আসলে এটা ডিপেন্ড করে যার যার স্ট্রাটেজির এবং মানি ম্যানেজমেন্টের উপর।আমি সাধারনত ১০-১৫ পিপ্স টার্গেট করে ট্রেড করি এবংসফলতার সাথে ট্রেড ক্লোজড করতে পারি।অনেক ট্রেডারদের এই পলিসি ফলো করতে দেখা যায়।
দৈনিক অল্প অল্প লাভের কথা চিন্তা করে ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে প্রতিদিন প্রত্যেক ট্রেডারের উচিত প্রতিদিন ১০ থেকে ২০ পিপ্স লাভ করা কারণ আপনি যদি এর চেয়ে অধিকা লাভের চিন্তা করেন তাহলে হয়তো আপনার ট্রেডিং অনেকটা ঝুকির মুখে পড়ে যেতে পারে। আর যদি আপনি ১০ থেকে ২০পিপ্স করে লাভ করেন তাহলে আপনি খুব সহজেই তা অর্জন করতে পারবেন কারণ এই ১০/২০ পিপ্স মার্কেট ডাউন হলে সমস্যা হবে না আবার মার্কেট আপ হলে সমস্যা হবে না বরং আপনি খুব সুন্দর ভাবে আপনার ট্রেডিং পদ্ধতি পরিচালনা করতে পারবেন।
এটা কখনও নির্দিষ্ট নয়। মার্কেটের মুভমেন্টের উপর নির্ভর করবে কখন ট্রেড ওপেন করতে হবে। কখন ট্রেড ক্লোজ করতে হবে। কোনদিন ১০০ পিপস, কোনদিন ২০ পিপস আবার কোনদিন লসও যেতে পারে। তবে প্রথমের দিকে গড়ে ৬০-৮০ পিপস লাভই যথেষ্ট
আপনি কত পিপস আপনি আপনার ট্রেড হতে লাভ করবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর এবং আপনার ট্রেডিং সিস্টেম এর উপর। আপনি যদি স্বল্পমেয়াদী ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আপনি স্বল্প পিপস টার্গেট করবেন কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী ট্রেড করে থাকেন তাহলে অবশ্যই আপনি বেশি পিপস টার্গেট করে থাকবেন। ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক বাজার এইখানে যে কেই ট্রেড করতে পারে। আর এই মার্কেটে প্রতিদিন অনেক নতুন ট্রেডার আচে। সে কিপরিমান লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লেনের উপর। তাছাড়াও অভিজ্ঞ ট্রেডারদের মতে আপনি যা স্টপ লস দিবেন তার দিগুন টেক প্রফিট দিবেন। এতে হবে কি ভাই আপনি যদি একটি পেয়ার এর এন্ট্রি তে লাভ করতে পারেন তাহলে আপনি আবার আর দুইটা এন্ট্রি নিতে পারবেন। তখন আপনার জন্য আনেক শুবিধাও হবে।
ফরেক্স মার্কেটে আপনি কত পিপস লাভ করবেন বা করা উচিৎ-আসলে বিষয়টা এই রকম ভাবে বলাও যায় না আবার চিন্তা করাও ভূল৷আপনি আপনার নির্দিষ্ট ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স দেখে বুঝে ট্রেড করবেন,টেকপ্রফিট সেট করবেন৷সেখানে ১০ পিপসও আসতে পারে আবার ৭০ পিপসও আসতে পারে৷এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কত পিপস টার্গেট করে ট্রেডে এন্ট্রী করেছেন৷আপনি যদি বেশির লাভের কথা চিন্তা না করে দৈনিক অল্প অল্প লাভের কথা চিন্তা করে ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে প্রতিদিন ৫-৮% প্রফিট নিতে পারবেন। তবে সবচেয়ে ভাল হয় আপনি যদি প্রতিদিন ১০-১৫টি ট্রেড করে প্রত্যেক ট্রেডে ২/৩পিপস প্রফিট নেন তাহলে সেটাই আমার মনে হয় সবচেয়ে ভাল হতে পারে। এতে করে আপনার ঝুকিও অনেক কম হবে। যা আপনি সারা দিনে ১টি ট্রেডে প্রফিট নিবেন সেটা ১০-১৫টি ট্রেড করে সেই একই পরিমাণ প্রফিট নিতে চেষ্টা করুন। এতে করে আপনার মার্কেট সম্পর্কে অনেক বেশি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারে বলে আমার বিশ্বাস।
আমি মনে করি আপনি যা স্টপ লস দিবেন তার দিগুন টেক প্রফিট দিবেন। এতে হবে কি ভাই আপনি যদি একটি পেয়ার এর এন্ট্রি তে লাভ করতে পারেন তাহলে আপনি আবার আর দুইটা এন্ট্রি নিতে পারবেন। তখন আপনার জন্য আনেক শুবিধাও হবে।
কত পিপ্প আপনি লাভ করেন এটা আপনার উপর নির্ভর করেছে কতটুকু লাভ হলে আপনি স্যাটিস্ফাইড বা আপনার টার্গেট পূরণ হতে পারে ততটুকু আপনি লাভ করতে পারেন। কিন্তু এক খেয়াল রাখতে হবে যে লস না হয়ে যায়।
নতুন ট্রেডারদের ক্ষেত্রে অবশ্যই খুব বেশি লাভের প্রত্যশা করা উচিত নয় বরং একজন নতুন ট্রেডারের প্রথমে কিছু মাস ডেমোতে ট্রেড করতে হবে এবং সেখানে যদি ভালো পরফরমেন্স করে তবে অবশ্যই তাকে রিয়েল একাউন্টে ট্রেড শুরু করে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যে ট্রেডগুলো যেন সতর্কতার সহিত দেওয়া হয় যাতে বড় ধরনের কোন লস না হয় ০.০১ লটে ট্রেড করাই হবে প্রথম অবস্থায় সবচেয়ে ভালো এভাবে দিনে ২০-৩০ পিস্প লাভ করতে পারলেই অনেক ভালো হবে