-
ফরেক্স ট্রেডিং শুধু হয় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে । তখন মূল অংশগ্রহণকারী ছিল বড় বড় ব্যাংকগুলো । তখন মিনিমাম ইনভেস্টমেন্ট ছিল ৫ মিলিয়ন ডলার । ফরেক্স মার্কেট এ আমরা বিনা পুঁজিতে ট্রেড করে আয় করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কোন শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না।তাই ফরেক্স মার্কেট এ আমরা খুব সহজেই ট্রেড করে টাকা আয় করতে পারি।
-
ফরেক্স এর সুবিদে গুল হল, আপনি পার্ট টাইম জব হিসেবে নিতে পারেন, সব স্রেনির পেশার মানুস কাজ করতে পারে ফরেক্স , লস হচ্ছে তার লিমিট দিতে পারছেন তাতে লাভ কি ? সেটা লা দিলে আপনার আকাউন্ট শূন্য হয়ে জেতে পারে , আবার আপনি বিসাল আমুন্ট এর প্রফিট পেতে পারেন ।মার্কেট উঠা নামার ফল এটি ।
-
ফরেক্স ট্রেড করা যায়, কেবলমাত্র মেধা ও পরিশ্রম দিয়ে ফরেক্স ট্রেড করা সম্ভব, স্বাধীন বা ইচ্ছামত সময়ে ট্রেড করার সুবিধা আছে, ফরেক্স মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারলে একটা ভাল ইনকাম করা যায়, সঠিক মেধা ও ফরেক্স সম্পর্কে বাস্তব সম্মত জ্ঞান অর্জন করে । আপনি এই ব্যবসা করে অতি সহজে ধনী হয়ে যেতে পারেন এবং তার পাশাপাশি আপনার জীবনকে বা আপনার লাইফ স্টাইলকে আরও উন্নত করে ।
-
ফরেক্স ট্রেডিং এর সুবিধা অসীম এবং অগনিত। এর বড় সুবিধা হলো বাসায় বসেই অনলাইনে কাজ করা যায়। ফরেক্স একটি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক ব্যবসা বিধায় এর নানাবিধ সুবিধা রয়েছে। এখানে যে কেউই যেকোনো সময় ট্রেডিং করতে পারে। এর নির্দিষ্ট কোন ধরাবাঁধা টাইম নেই। সপ্তাহের পাঁচদিনের 24 ঘণ্টাই ফরেক্স মার্কেট খোলা থাকে। যে কারো সুবিধামতো দিনের যেকোনো সময় ট্রেডিং করা যায়। চাকরি কিংবা ব্যবসা করতে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে করতে হয়। কিন্তু ফরেক্স এমন একটি ব্যবসা যেটা ঘরে বসেই করা সম্ভব।
এর একটি লক্ষনীয় দিক হলো ছাত্র -ছাত্রী, শিক্ষক, চাকুরীজীবী, ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত নারী পুরুষ যে কোন বয়সের যে কোন পেশার লোকই ফরেক্স ট্রেডিং করতে পারেন। এটা হল ফরেক্সের সবথেকে বড় সুবিধা।মোবাইল ফোন দিয়ে ট্রেডিং কার্য পরিচালনা করা ফরেক্স মার্কেটের অন্যতম একটি সুবিধা। আমরা ঘরের বাহিরে চাকরি কিংবা ব্যবসায়ী যে কোন জায়গায় থাকে না কেন হাতে একটি স্মার্টফোন থাকলেই আমরা আমাদের ব্যবসায়িক কার্য পরিচালনা করতে পারি। আর এতোসব সুবিধার কারণেই এর জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।
-
ফরেক্স করা আমাদের দেশের মত গরিব দেশের লোকদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে, কারন আগে সবাই ফরেক্স করতে পারত না কারন এখানে অনেক টাকা ইনবেস্ট করতে হত আর এখন ইন্সতাফরেক্স আমাদের দেশের আরো কয়েকটা দেশে ফোরাম পোস্টিং এর মাধ্যমে, ফরেক্স থেকে আশাতীত সাফল্য কিংবা মুনাফা অর্জন করতে পারি । ফরেক্স কে অন্য যেকোনো বিনিযোগ থেকে সেরা করে তুলেসে কারণ ফরেক্স এ আমরা বাজার এর উর্দ্ধ গতি ও নিন্ম গতি উভয় ক্ষেত্রে এ লাভবান হতে পারি ।
-
কোথায় আছে, লাভে লোহা বয়, কিন্তু বিনা লাভে কেউ তুলাও বয় না। আমার মতে, ফরেক্স ট্রেডিং এ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, যেমনঃ এটি একটি লাভজনক ব্যবসা অথচ খুব অল্প ইনভেস্টমেন্ট দিয়েও আপনি ট্রেড করতে পারবেন এখানে! আপনার ইনভেস্টমেন্ট এর ১০০০ গুন বেশি ট্রেড করতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন! সমগ্র ব্যবসা অনলাইনে পরিচালনা করা যায়, সর্বোপরি ফরেক্স হল নানা সুবিধার সমন্বয়। যেখানে সফল হলে আপনি জীবন যুদ্ধে আরো অনেকদূর এগিয়ে যাওয়ার প্রয়াস পাবেন। কেননা ফরেক্স দ্বারা অর্থনৈতিক মুক্তি ঘটবে।
-
আমার মনে হয় অন্যা্ন কাজের তুলনায় ফরেক্সে ট্রেডের দ্বারা মানুষ তার মেধা ও পরিশ্রমের প্রকৃত মূল্য পেয়ে থাকে। তাছাড়া এই ফরেক্সে ট্রেড করার সুবিধা আরো যার মধ্যে একটি হলো পরিবারকে সময় দেয়া যায় এবং নিজেকে সময় দেয়া যায়। এমনকি ট্রেডাররা তাদের সুবিধা অনুযায়ী সময়ে ট্রেড করতে পারে।
-
ফরেক্স ট্রেড এমন একটা ব্যবসা যেটা আমরা যারা লাভবান হয়েছি তারািই বুঝতে পারব প্রকৃত অর্থে এর সুবিধা কি কি । আসলে বিশ্বে যে কাজগুলো খুব সহজে করা যায় তার মধ্য অন্যতম হল ফরেক্স ট্রেডিং । এই ফরেক্স ট্রেডিং করার জন্য মানুষ অনেক বেশি আন্তরিক থাকে উন্নত বিশ্বসমুহে ।
-
ফরেক্স ট্রেডে আমাদের কে অনেক রকম সুবিধা দিচ্ছে তার মধ্যে বড় সুবিধা হল আমরা অনলাইনে ঘড়ে বসে ট্রেড করতে পারছি। এখানে আপনার যোগ্যতা অনুযায়ী অায় করতে পারেন। আমাদের দেশে বেকার সমস্যা সমাধানে ভুমিকা রাখচে।
-
ফরেক্স ট্রেডের একমাত্র সুবিধা হল এটি একটি স্বাধীন ব্যবসা,আপনি নিজেকে সেভাবে দক্ষ করে গড়ে তুলতে পারলে আপনার আর পেছনে ফিরে তাকাতে হবে না।আপনি জীবনে অনেক কিছুতে সফল হতে পারবেন। সত্যিই ফরেক্স একটা মুক্ত পেশা ।কেউ যদি ফরেক্স অভিজ্ঞ হয়ে যায় ,তাহলে সে ফরেক্স মার্কেট থেকে প্রচুর আয় করতে পারবে ।আর ফরেক্স এ যখন খুশি তখন ট্রেড করা যায় বলে ,একে পারট-টাইম জব হিসাবে নেওয়া সহজ হয়েছে ।
-
আপনার ইছছা মত পেয়ার ঠিক করে ট্রেড করতে পারেন। প্রচুর আয় করা যায় এবং অনেক কিছু শেখা যায়। আপনি এই ব্যবসা করে অতি সহজে ধনী হয়ে যেতে পারেন এবং তার পাশাপাশি আপনার জীবনকে বা আপনার লাইফ স্টাইলকে আরও উন্নত করতে।
-
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা বাজার থেকে আয় করতে পারেন। বেকারত্ব নিরসনের উত্তম মাধ্যম ফরেক্স ট্রেডিং। এটি স্মার্ট বিজনেস। ভালো এনালাইসিস করতে পারলে ভালো জীবন জাপন করতে ফরেক্স ট্রেড এর বিকল্প নাই।
-
ফরেক্স ট্রেড এমন একটা ব্যবসা যেটা আমরা যারা লাভবান হয়েছি তারািই বুঝতে পারব প্রকৃত অর্থে এর সুবিধা কি কি । আসলে বিশ্বে যে কাজগুলো খুব সহজে করা যায় তার মধ্য অন্যতম হল ফরেক্স ট্রেডিং । এই ফরেক্স ট্রেডিং করার জন্য মানুষ অনেক বেশি আন্তরিক থাকে উন্নত বিশ্বসমুহে । তাই মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই ট্রেড করার সুবিধা অনেক যদি সুবিধা গ্রহণ করতে পারি ।অল্প মুলধন দিয়ে অনেক বেশি অর্থ উপার্জন করা যায়। বিশ্বের যেকোনো জায়গায় থেকে যে কোন সময় যে কোন লোক অনলাইনে একটি সফটওয়্যার প্লাটফর্ম থেকে এই ফরেক্স ট্রেড পরিচালনা করতে পারবেন ।
-
পৃথিবীর যে কোন স্থান থেকে ফরেক্স ট্রেড করা যায়, কেবলমাত্র মেধা ও পরিশ্রম দিয়ে ফরেক্স ট্রেড করা সম্ভব, স্বাধীন বা ইচ্ছামত সময়ে ট্রেড করার সুবিধা আছে।ফরেক্স ট্রেডিং করার সবথেকে বড় সুবিধা হলো প্রচুর টাকা আয় করা। আপনি এই ব্যবসা করে অতি সহজে ধনী হয়ে যেতে পারেন এবং তার পাশাপাশি আপনার জীবনকে বা আপনার লাইফ স্টাইলকে আরও উন্নত করে পরিবর্তন করে ফেলতে পারেন।
-
ফরেক্স মার্কেটে নতুন এখন থেকে ডেমো করতেছি আমার ডেমো ট্রডে করতে অনেক ভাল লাগছে আমি বাসায় বসে ডেমো করচি এবং রিয়াল মাকেটে ট্রডে করব বাসায় বসে তাই আমার কাছে অনন্দ লাগছে ।আপনাদের কাছে জানতে চাই কখন ট্রেড করলে ভাল লাভ করতে পারব ।
-
ফরেক্স মার্কেট এর সবচেয়ে ভয়ংকর দিকটাই আপনি তুলে ধরেছেন ।এইটা হয় মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার জন্য ।তাই আমাদের ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করতে হবে। ভালোভাবে ট্রেড না করতে পারলে একাউন্ট খালি হওয়ার ও সম্ভবনা থাকে ।তা সত্তেও ফরেক্স এর কিছু সুবিধা আছে যেমন এই মার্কেট এ আমরা যখন ক্সুশি তখন ট্রেড করতে পারি ।আর একটা অন্যতম সুবিধা হল বিনা পুজিতে ফরেক্স এ কাজ শুরু করা যায় ।
-
ফরেক্সে ট্রেড করার অনেক সুবিধা আছে । ফরেক্সে ট্রেড করার মাধ্যমে বিভিন্ন ডেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় , ট্রেদ করার মাধ্যমে টাকা আয় করা যায় । ফরেক্স এমনি একটা মার্কেট যেখানে কাজ করে খুব সহজে টাকা আয় করা যায় । ফরেক্সে সবাই কাজ করার সুযোগ পাই তাই কাজ শিখে ফরেক্সে কাজ করতে পারলে ফরেক্স থেকে প্রতিমাসে অনেক তাকা আয় করা যায় । ফরেক্সে আয় করতে হলে ফরেক্সের ট্রেডিং দক্ষতা থাকতে হবে ।ফরেক্স মার্কেটে ট্রেড করার সুবিধা কি বা কেন আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করব এমন কথা অনেকেই বলে থাকেন আসলে বর্তমান বিশ্বের অনেক ভাল এবং জনপ্রিয় আয়ের উতস হল ফরেক্স ট্রেডিং ব্যাবসা যেখান থেকে ট্রেডিং জ্ঞান থাকলে অনেক ভাল ভাবে আয় করা সম্ভাব আর সেই কারনেই দিনকে দিন মানুষ ফরেক্স ট্রেডিংযের দিকে এত বেশি ঝুকে পরছে।
-
ফরেক্সে ট্রেড করার অনেক সুবিধা রয়েছে । তবে ফরেক্স মার্কেট হল বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক মার্কেট প্লেস । আর ফরেক্স করে প্রচুর মানুষ স্বাবলম্বি হয়েছে । আর ফরেক্স এর অনেক সুবিধা রয়েছে । তার মধ্য অন্যতম হল ফরেক্স হল বিশ্বের সবচেয়ে বৃহৎ অনলাইনভিত্তিক মার্কেটে প্লেস । আর এই মার্কেট চব্বিশ ঘন্টা খোলা থাকে । যার কারণে বিশ্বের যেকোন পেশার মানুষ ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । এছাড়াও সহজেই ফরেক্স এর মাধ্যমে স্বাবলম্বি হওয়া যায় ।ফরেক্স ট্রেড এর বহুবিধ সুবিধা আছে । ফরেক্স এর মাধ্যমে আমরা আমদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারি । আমাদের যার যেকোনো পেশা ই হোক না কেন আমরা ফরেক্স এ বিনিযোগ করে একটু অতিরিক্ত আয় করে আমাদের জীবনকে আরেকটু সুন্দর করতে পারি । ফরেক্স ট্রেড করার জন্য সারাদিন এর পিসনে বসে থাকতে হয় সমন্ন কিছু সময় দিয়ে আমরা ফরেক্স থেকে আশাতীত সাফল্য কিংবা মুনাফা অর্জন করতে পারি । ফরেক্স কে অন্য যেকোনো বিনিযোগ থেকে সেরা করে তুলেসে কারণ ফরেক্স এ আমরা বাজার এর উর্দ্ধ গতি ও নিন্ম গতি উভয় ক্ষেত্রে এ লাভবান হতে পারি ।
-
ফরেক্স ট্রেডিং এর সুবিধা হল এটা আমাদের আর্থিকভাবে স্বাবলম্বি করছে । এছাড়াও ফরেক্স এর জণ্য অামরা নিজেদেরকে আন্তর্জাতিক ট্রেডার হিসেবে পরিচিত করতে পারি । ফরেক্স এর সুবিধা অাসলে বলে শেষ করা যাাবে না । ফরেক্স এখন বিশ্বব্যাপি বিস্তিৃত । তাই আমরা সারা বিশ্বের প্রায় অসংখ্য ট্রেডার এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছি । ফরেক্স বেকারত্ব দূরিকরণেও ব্যাপক ভূমিকা পালন করছে ।ফরেক্স এর কিছু অসুবিধা যেমন ভাল্ভাবে ট্রেড না করতে পারলে একাউন্ট খালি হওয়ার ও সম্ভবনা থাকে ।তা সত্তেও ফরেক্স এর কিছু সুবিধা আছে যেমন এই মার্কেট এ আমরা যখন ক্সুশি তখন ট্রেড করতে পারি ।আর একটা অন্যতম সুবিধা হল বিনা পুজিতে ফরেক্স এ কাজ শুরু করা যায় ।এই ভাবে ইচ্ছা করলে আমরা কিছুটা বেকারত্বের হার কমাতে পারি ।আপনার কথায় ও যুক্তি আছে ,ফরেক্স মার্কেট এর সবচেয়ে ভয়ংকর দিকটাই আপনি তুলে ধরেছেন ।এইটা হয় মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার জন্য ।তাই আমাদের ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে পরে ট্রেড করতে হবে ।