-
সাধারণত আমার স্ট্রাটেজি হল বড় কোন নিউজ বা ইভেন্ট এর আগে ট্রেড থেকে বিরত থাকা এবং এশিয়া সেশনে ট্রেড পারত পক্ষে না করা। আমি মুলত ট্রেড করি নিউইয়র্ক ওভারল্যাপিং সেশনে। আমি মনে করি এই সময়ে ট্রেড করার একটা বিশেষ সুবিধা আছে , আর তা হল মোটামুটি ভাল মুভমেন্ট পাওয়া যায়।
-
দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৫ দিন ফরেক্স মার্কেট ওপেন থাকে ট্রেড এর জন্য। এর যে কোন সময় আপনি ট্রেড করতে পারবেন। তবে ট্রেডিং এর সময় মার্কেট এনালাইসিস করে মার্কেট মুভমেন্ট ধরতে হবে। তবে কিছু সময় এ মার্কেট অনেক বেশি মুভ করে। ওই সময় গুলোতে ট্রেড করে ভালো পজিশন বিল্ড আপ করা যায়। তবে মার্কেট যখন বেশি অস্থিথিশীল হয় তখন মার্কেট পর্*যাবেক্ষন করে ট্রেড এ এন্ট্রি নিতে পারেন।
-
ট্রেড কোন সময় করা ভাল এটা সঠিকভাবে বলা যাবে না। তবে আমি এটা বলতে পারি বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত নিউইর্য়াক, লন্ডন, এবং টোকিও এই কয়েকটি দেশের নিউজ প্রকাশিত হয়। আর এগুলোর উপর নির্ভর করে ফরেক্স মার্কেটে মুভমেন্ট বেশি হয়ে থাকে। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল বুঝতে পারেন এবং পাশাপাশি নিউজ ফলো করতে পারেন তাহলে আপনি উক্ত সময়গুলোর উপর নির্ভর করে ফরেক্স মার্কেটে ভাল আয় করতে পারবেন।
-
যেহেতু এই বাজার ২৪ ঘণ্টাই খোলা থাকে তাই আমার মতে আপনি যে কোন সময় ট্রেড করতে পারেন, তাছাড়া এই বাজারে প্রায় সকল সময় ট্রেডাররা ট্রেড করে, কারণ এই বাজারে পৃথিবীর সর্বপ্রান্ত থেকে ট্রেডাররা ট্রেড করে। তবে হ্যা আপনি ২৪ ঘণ্টাই সকল পেয়ার থেকে ভার মুনাফা উপার্জন করতে পারবেন না। আমার মতে প্রতিটি পেয়ারের জন্য নির্দিষ্ট সময় আছে আর সেই সময়টাতে সেই সকল পেয়ার বেশি নড়াচড়া করে। আপনি ইন্টারনেট অনুসন্ধান করে এই বিষয়ে আরোও বিস্তারিত জানতে পারবেন।
-
আসলে মার্কেট যখন একটা ট্রেন্ডের মধ্যে চলে সেই সময় ট্রেড করা অধিক লাভজনক। তার পরেও ২৪ ঘন্টার মধ্যে আপনি যে কোন সময় ট্রেড করে প্রফিট নিতে পারবেন। তাই আপনার সিকুয়েন্স মিলান এবং যখনি আপনি কোন সিগনাল পাবেন এবং আপনার এনালাইসিস অনুযায়ী যদি সব কিছু মিলে যায়, তখন আপনি একটা ট্রেডের জন্য প্রস্তুতি নিতে পারেন, কারন এখানে যে কোন সময় ভাল পজিশন তৈরি হতে পারে, তাই আপনাকে শুধু অপেক্ষা করে জায়গা মত ট্রেডটা ধরতে হবে।
-
সব সময়ই ট্রেড করা যেতে পারে তবে ট্রেডার যদি মনে করে মার্কেটের দ্রুত উঠানামার সময় ট্রেড করবে তবে তাকে নিউজ পাবলিশ হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিভিন্ন ওয়েবসাইট আছে যারা দিনের উল্লেখযোগ্য উল্লেখযোগ্য নিউজ সময় আকারে দিয়ে থাকে সেগুলো অনুসরন করে সহজেই কোন সময় মার্কেট বেশী মুভ করবে তা জানা যায়। তাই সঠিক সময় ট্রেড করলে অল্প সময়ে বিরাট মুভমেন্ট লক্ষ্য করার সময় ট্রেড করলে বেশী লাভবান হওয়া যায় বলে আমি মনে করে।
-
আমি ডেমো ট্রেড করেছি শুধু কয়েকদিন। কিন্তু এখন কয়েকদিন যাবৎ করছি না। তাই এই ব্যাপারে কিছুই বলতে পারছিনা।।।।
-
আমার জানা মতে ট্রেড সব সময় ভালভাবে করতে পারবেন তবে এজন্য আপনাকে আগে মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ জ্ঞানের অধিকারী হতে হবে। আপনি যদি সঠিকভাবে মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হতে পারেন তাহলে আপনি যে কোন সময় ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স বাজারে মুদ্রার মানের উঠানামা যখন ধীর গতিতে চলে তখন ট্রেড করা খুব ভাল। কেননা মুদ্রার মানের উঠানাম বা গতি বেশি হলে কখন লাভ হবে তার কোন নিশ্চিত সম্ভাবনা থাকে না এবং ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে।
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
আসলে ট্রেড করার সময় আমার মতে কোন বিশেষ সময় নেই কারণ আপনি আপনার সিস্টেম এর সিগ্নেল এর উপর যদি ট্রেড করেন। আর যদি কেউ স্ক্যালপিং করেন সেক্ষেত্রে বিষয়টা আলাদা। আমরা যারা ট্রেড নতুন শুরু করেছি তাদের জন্য স্ক্যালপিং নিষিদ্ধ বলা চলে। আর বাকি থাকে অাপনার নিজস্ব সিস্টেম যখন সিগ্ন্যাল দিবে তখনই ট্রেড এ এন্ট্রি নিতে হবে তার আগে নয়। মাঝে মাঝে মার্কেট দেখতে হবে কোন পেয়ারে সিগ্ন্যাল আসে বা আগামীতে আসার সম্ভাবনা আছে সেই পেয়ার গুলিকে টার্গেট করে মার্কেট দেখতে হবে।
-
সারাদিন ট্রেড এর পেছনে পড়ে থেকে মার্কেট থেকে কখনো লাভ করতে পারবেন না। বরং লস ই হবে। মার্কেট অনেক সময় রেন্ঞ্জিং করে তখন ট্রেড থেকে বিরত থাকলে ভালো হবে। আবার আপনি দুপুর টাইমে ট্রেড করতে পারেন। কারন লন্ডন সেশনে মার্কেট সবচেয়ে বেশি মুভে হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড সবসময় করা যায় কারন ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খলা থাকে তবে এর মধ্যে আপনাকে একটি নির্দিষ্ট কিছু সময় বেছে নিতে হবে যেমন মার্কেট জখন মুভমেন্ট বেশি করে মার্কেট একটি নির্দিষ্ট নিওমের মধ্যে থাকে ট্রেড করার একটি পরিবেস থাকে তখন ফরেক্স মার্কেটে টড়েদ কলে লাভ করা যাবে ।
-
মার্কেটতো আর সব সময় ওঠা নামা করে না । যখন ফরেক্স নিউজ , এবং অন্য কোন দেশের মুদ্রার চাহিদা কম বেশী থাকে তখন চার্ট সাধারণত ওঠা নামা করে । এছাড়াও দুপুর ১২ টা অথবা ২ টা থেকে রাত ১০ টা অথবা ১১ টা পর্যন্ত মার্কেট মূলত মুভমেন্ট করে । সুতরাং এই সময়ের মধ্যেই আমাদের ট্রেড করা উচিত যদি কোন ট্রেডাররা সফলকাম হতে চান ।
-
আমার মতে আপনি দিনের যে কোন সময়ই ট্রেড করতে পারেন। তাবে কারো কারো মতে আমেরিকা ও লন্ডন টাইম দুপুর ২টা থেকে রাত ১০টা পযন্ত ট্রেড করার জন্য ভাল সময়। তবে আমি মনে করি ট্রেড মুদ্রার মানের উঠানামা প্রতি লক্ষ্য রেখে ট্রেড উচিত।
-
আপনি সারাদিন ট্রেড করতে পারেন কিন্তু সারাদিন এর মধ্যে কিছু সময় আছে যখন ট্রেড করলে আপনি বেশি প্রফিট করতে পারবেন এবং কিছু সময় আছে যখন ট্রেড করলে আপনি কম প্রফিট করতে পারবেন তার মানে হল মার্কেট সারা দিনের মধ্যে কিছু সময় বেশি মোভ করে আর কিছু সময় কম মোভ করে থাকে আর বেশি মোভ করার সময় ট্রেড করলে বেশি ইনকাম করতে পারবেন আর কম মোভ করার সময় ট্রেড করলে কম লাভ করতে পারবেন। বাংলাদেশ সময় সকাল ১১ টার পর থেকে মার্কেট ধীরে ধীরে মোভ করতে থাকে এবং বিকাল ৫ টার পর থেকে অনেক বেশি মোভ করে এবং সেটা রাত্র ১১ টা বা তার কিছু সময় পরও মোভ করতে থাকে বাকী যে সময় টুকু থাকে সে সময় মার্কেট খুব বেশি মোভ করে না।
-
ট্রেড করার জন্য ভালো সময় আমার মতে যখন মার্কেটে ভালো মুভমেন্ট থাকে সেই সময়টি, অর্থাত এটা ভেরি করে মার্কেটে যখন ওপেনিং টাইম থেকে শুরু করে পরবর্তী ৪ ঘন্টা। অর্থাত সে যদি ইউরো ই্সডিতে ট্রেড করে তবে তার জন্য ভালো সময় বাংলাদেশি সময়ের বিকাল ৪টা থেকে রাত ১০টা কা ১২ টা পর্যন্ত।
-
ট্রেড করার জন্য কোন নির্দিস্ট সময় ফিক্সড করা নেই। সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা যেকোন সময় ট্রেড করা যায়। তবে ট্রেড করার জন্য উপযুক্ত সময় হল দিনের মাঝামাঝি সময় থেকে রাতের অল্প সময়। যা বাংলাদেশ টাইম হিসেব করলে হয় দিন ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত। এই সময়ে মার্কেট এ মুভ বেশি থাকে তাই এটা ট্রেড করার জন্য উপযুক্ত সময়।
-
আপনি ফরেক্স মার্কেটে যে কোন সময়ে ট্রেড করতে পারবেন তাতে কোন সমস্যা হবে না। তবে এই মার্কেটে বিভিন্ন দেশের সেসশন অনুযায়ী নিউজ প্রকাশিত হয় আর সেটার উপর নির্ভর করে এই মার্কেট মুভমেন্ট করে থাকে। আর এই নিউজগুলো সম্পর্কে জানার জন্য বিভিন্ন সাইট আছে সেগুলো দেখে ট্রেড করতে হবে। তবে অল্প জ্ঞানের অধিকারী যারা অথবা নতুন যারা এই মার্কেটে এসেছেন তাদের জন্য নিউজ টাইমে ট্রেড না করাটাই উত্তম কারণ এই সময় মার্কেট অনেক বেশি *মুভমেন্ট করে থাকে যা একটি ভুল ট্রেডের জন্য আপনার এ্যাকাউন্ট ঝুকির মুখে পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশ সময় অনুযায়ী ফরেক্স মার্কেটের নিউজগুলো প্রকাশি হয় সকাল ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বেশি প্রকাশিত হয়। তাই আমার মতে উক্ত সময় গুলো দেখে শুনে ট্রেড করা উচিত।
-
ভাই এই মার্কেটে আপনার দক্ষতা কিংবা যোগ্যতা থাকলে আপনি যে কোন সময়ে ট্রেড করে ভাল প্রফিট নিতে পারবেন। এটাই হলো এই মার্কেটের বাস্তবতা। কেননা এই মার্কেট সময়ের উর্দ্ধে, সিস্টেমের বাইরে, অর্থাৎ* আনরেগুলেটেড একটা মার্কেট এবং এটা নির্ভরশীল। তাই এটা নির্ভর করবে ট্রেডারের ট্রেডিং দক্ষতার উপর ভিত্তি করে তার মুনাফা অর্জনের পথকে প্রসারিত ও সুপ্রসস্ত করতে।
-
আমার মতে আপনার নিজের মনের উপর বিশ্বাস ও আস্থা থাকে তাহলে আপনি যে কোন সময়ে ট্রেড করে মুনাফা উপার্জন করতে পারবেন। তবে বিশেষ কিছু সময় অনুযায়ী ট্রেড করলে আপনি এর চেয়ে ভাল মুনাফা ইনকাম করতে পারবেন, আর সেই সময়টা হলো নিউজ টাইম। বাংলাদেশ সময় অনুযায়ী নিউজ টাইম প্রকাশিত হয় সেটা হচ্ছে সকাল ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং পরবর্তী নিউজ টাইম থাকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। যদি আপনি দক্ষ মানের ট্রেডার হন তাহলে আপনি অবশ্যই উক্ত নিউজ টাইমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স একটি সাধীন ব্যাবসা। ফরেক্স ট্রেডিং এর জন্য নির্দিষ্ট কুন সময় নেই। আপনি যখন ইচ্ছা ট্রেডিং করতে পারেন। তবে আপনি যদি দক্ষ ট্রেডার না হন তাহলে শুক্রবার রাতে ট্রেড না করা প্রয়োজন।
-
ট্রেড করার জন্য কোন ধরাবাঁধা সময় নেই। এটি দিনের যে কোন সময়ই করা যেতে পারে। তবে যেহেতু ফরেক্স লন্ডন ও আমেরিকার সময় তথা দুপুর ২ টা হতে রাত ১০ পর্যন্ত এটি সবচেয়ে ভালো এবং দ্রুত গতিতে কাজ করা যায় তাই আমার মনে হয় এই সময় টাই ট্রেড করা যেতে পারে। ধন্যবাদ
-
আপনি যে কোন সময় ঘুরতে পারবেন ঠিক করার জন্য কোন সঠিক সময়ে কোনো প্রয়োজন নেই ঠিক করতে হলে যেকোনো সময় নিয়ে কম্পিউটারের সামনে বসেই চেক করতে পারবেন
-
আপনি দিনের যে কোন সময়ই ট্রেড করতে পারেন। তাবে কারো কারো মতে আমেরিকা ও লন্ডন টাইম দুপুর ২টা থেকে রাত ১০টা পযন্ত ট্রেড করার জন্য ভাল সময়। তবে আমি মনে করি ট্রেড মুদ্রার মানের উঠানামা প্রতি লক্ষ্য রেখে ট্রেড উচিত। তবে আপনি যদি দক্ষ ট্রেডার না হন তাহলে শুক্রবার রাতে ট্রেড না করা প্রয়োজন। ধন্যবাদ
-
ফরেক্স বাজারে মুদ্রার মানের উঠানামা যখন ধীর গতিতে চলে তখন ট্রেড করা খুব ভাল। কেননা মুদ্রার মানের উঠানাম বা গতি বেশি হলে কখন লাভ হবে তার কোন নিশ্চিত সম্ভাবনা থাকে না এবং ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে।
-
জি ফরেক্স মার্কেট এ ২৪ ঘন্টা ই ট্রেড করা যায়, এবং ২৪ ঘন্টা ই ট্রেড করার জন্য উত্তম, মার্কেট সপ্তাহে দিন খোলা থাকে, এই দিনে যে কোনো সময় ই ট্রেড করা যায়, আসলে ট্রেড নির্ভর করে মার্কেট এর অবস্থার উপর মার্কেট এর অবস্থা যদি অস্থিতিশীল হয়, যদি ট্রেড না নেয়ার মত হয়, তাহলে তখন ট্রেড না নিয়ে অপেক্ষা করাই ভালো, কিন্তু দিন অথবা রাত ট্রেড এর জন্য ভালো, এমন কথাটি ঠিক কিনা তা আমার যানা নেই.
-
যদি আপনি ফরেক্স বাজার সম্পর্কে দক্ষ হতে পারেন তাহলে আপনাকে কাছে সব সময় ট্রেড ভাল হতে পারে। তবে কিছু কিছু সময় আছে উক্ত সময়ের জন্য ট্রেডিং পদ্ধতি অনেক বেশি সুফল দায়ক হতে পারে। এজন্য নিউজ টাইমটা বেশির ভাগ ট্রেডার পছন্দ করে থাকে। অর্থাৎ যারা ফরেক্স বাজার সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ কেবল মাত্র তারাই শুধু নিউজ টাইমে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবে।
-
আমার মতে ট্রেড অবশ্যই মার্কেট ওভারল্যাপিং এর সময় করা উচিৎ। অন্য সময় আপনি মার্কেট বোঝার জন্য এবং এ্যানালাইসিস করার জন্য ব্যয় করুন। আমার মতে যেহেতু মার্কিন ডলার হচ্ছে বেজ কারেন্সী এবং সব দেশের কারেন্সীর উত্থান পতনের জন্য ইউএস ডলার এর ভূমিকা অত্যবশ্যকীয়। মার্কেট সপ্তাহে দিন খোলা থাকে, এই দিনে যে কোনো সময় ই ট্রেড করা যায়, আসলে ট্রেড নির্ভর করে মার্কেট এর অবস্থার উপর মার্কেট এর অবস্থা যদি অস্থিতিশীল হয়, যদি ট্রেড না নেয়ার মত হয়, তাহলে তখন ট্রেড না নিয়ে অপেক্ষা করাই ভালো।
-
নিজের যখন সময় হয় তখনই ট্রেড করা যায়।তবে যখন করলে বেশী লাভ হবে তখন করাই ভালো এতে ভালো প্রফিট পাওয়া যায়।দুপুর ২-৩,সণ্ধ্যা৭-৮রাতেও করা যায় তবে ১০-১১টায় করা ভালো। তবে সেটা নিজের উপর নির্ভর করে বেশী।যে কখন করাযাবে ট্রেড
-
ফরেক্সে ট্রেডিং জন্য সময় নির্দষ্ট করা নাই। কখন ট্রেড করলে ভাল হবে বেশি লাভ হবে তা কেউ বলতে পারবে না।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন এবং দিনে ২৪ ঘন্টা চালু থাকে তখন ইচ্ছা করলেই ট্রেড করতে পারেন।কেননা ২৪ ঘন্টাই মর্কেট মুভমেন্ট করে। তবে আমি বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা এই সময়ের মধ্যে ট্রেড করি কেননা আামি রাতে সজাগ থাকি না।
আর সব থেকে বড় কথা হল কোন নির্দিষ্ট সময়ের উপর নির্ভর না করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা সব থেকে উত্তম।
-
ট্রেড আপনি যেকোন সময়েই করতে পারেন তবে সবসময় মুভমেন্ট একরকম থাকেনা। বাংলাদেশ সময়ে সাধারনত দুপুর ১২ টার পর থেকে মার্কেট মুভমেন্ট ভালো শুরু হয় এবং রাত ১০ টা পর্যন্ত এই সময়ের ভিতরে ভালো মুভমেন্ট দেখা যায়।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মুদ্রা বাজার যা সবার জন্য উন্মুক্ত। সকল পেশার মানুষই ফরেক্স করতে পারেন। সপ্তাহে দুই দিন ব্যতীত সব দিনই ফরেক্স মার্কেট দিন রাত খোলা থাকে। শনিবার এবং রবিবার ব্যতীত আপনি যে কোন সময় ট্রেড করতে পারেন। ফরেক্স করার জন্য ধরাবাঁধা কোনো সময় নেই। আপনি আপনার সুবিধা মত যে কোন সময়ে ট্রেড করতে পারেন। আর এজন্যই ফরেক্স এত জনপ্রিয়।যারা অভিজ্ঞ ট্রেডার তারা দিনের কিছু কিছু সময় এবং রাতে কিছু কিছু সময় ট্রেড করে থাকেন। এ ব্যাপারে আমি সম্পূর্ণ নতুন।তাই আমি অভিজ্ঞদের মতামত আশা করছি যে কোন সময় ট্রেড করলে ভালো লাভ পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত কিছু বলুন। আমি বিশেষ করে মার্কেটের মুভমেন্ট দেখেই ট্রেড করে থাকি।
-
আপনি ইচ্ছা করলে প্রতিদিন নিউজ এর পরে ট্রেড ওপেন করলে ভালো রেজাল্ট পাবেন। কারন মার্কেট মুভমেন্ট তখন অনেক ভালো থাকে। তবে খেয়াল রাখতে হবে ট্রেড ওপেন করার সময়ে টিপি আর স্টোপ লস ব্যবহার করার নিয়ম এর পাশা পাশি মার্কেট ট্রেন্ড ভালো করে আয়ত্ত করা।
-
একজন ট্রেডার চাইলে 24 ঘন্টার যেকোন সময়ে ট্রেড ওপেন করতে পারে। তবে যে সময়ে মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট বা ওঠানামা করে থাকে ওই সময়ে ট্রেড করাই লাভজনক, কেননা মার্কেট আপ ,ডাউন করলে যেমন মুদ্রার মূল্য বৃদ্ধি বা হ্রাস পায়, আর এই মুদ্রার মূল্য বৃদ্ধি বা হ্রাস পাওয়ার মাধ্যমেই আমরা প্রফিট করে থাকি। তাই আমার মতে বাংলাদেশ সময় দুপুর 2 টা থেকে রাত 11 টা পর্যন্ত হলো ট্রেড করার উপযুক্ত সময়।কারন আমার এনালাইসিস অনুসারে এই সময়ে মার্কেট সব থেকে বেশি মুভমেন্ট করে থাকে।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটের একজন প্রফেশনাল ট্রেডার কখনওই ২৪ ঘন্টা পিসিরি সামনে বসে থেকে ট্রেড করবে না। ট্রেড অবশ্যই মার্কেট ওভারল্যাপিং এর সময় করা উচিৎ। অন্য সময় আপনি মার্কেট বোঝার জন্য এবং এ্যানালাইসিস করার জন্য ব্যয় করুন। আমার মতে যেহেতু মার্কিন ডলার হচ্ছে বেজ কারেন্সী এবং সব দেশের কারেন্সীর উত্থান পতনের জন্য ইউএস ডলার এর ভূমিকা অত্যবশ্যকীয়। তাই যখন নিউ ইয়র্ক মার্কেট এবং লন্ডন মার্কেট ওভার*ল্যাপিং করে এবং এই সময় মার্কেট মুভমেন্ট সবচেয়ে বেশি হয়। তখনই ট্রেড করা উচিত কারণ তখন মার্কেট ট্রেন্ড সহজে ধরা যায় এবং জেতার চান্স বেশি থাকে।
-
আপনি ফরেক্স মার্কেটে যে কোন সময়ে ট্রেড করতে পারবেন তাতে কোন সমস্যা হবে না। তবে এই মার্কেটে বিভিন্ন দেশের সেসশন অনুযায়ী নিউজ প্রকাশিত হয় আর সেটার উপর নির্ভর করে এই মার্কেট মুভমেন্ট করে থাকে। আর এই নিউজগুলো সম্পর্কে জানার জন্য বিভিন্ন সাইট আছে সেগুলো দেখে ট্রেড করতে হবে। তবে অল্প জ্ঞানের অধিকারী যারা অথবা নতুন যারা এই মার্কেটে এসেছেন তাদের জন্য নিউজ টাইমে ট্রেড না করাটাই উত্তম কারণ এই সময় মার্কেট অনেক বেশি *মুভমেন্ট করে থাকে যা একটি ভুল ট্রেডের জন্য আপনার এ্যাকাউন্ট ঝুকির মুখে পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশ সময় অনুযায়ী ফরেক্স মার্কেটের নিউজগুলো প্রকাশি হয় সকাল ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বেশি প্রকাশিত হয়। তাই আমার মতে উক্ত সময় গুলো দেখে শুনে ট্রেড করা উচিত।
-
আমার মতে একজন প্রফেশনাল ট্রেডার কখনওই ২৪ ঘন্টা পিসিরি সামনে বসে থেকে ট্রেড করবে না। ট্রেড অবশ্যই মার্কেট ওভারল্যাপিং এর সময় করা উচিৎ। অন্য সময় আপনি মার্কেট বোঝার জন্য এবং এ্যানালাইসিস করার জন্য ব্যয় করুন। আমার মতে যেহেতু মার্কিন ডলার হচ্ছে বেজ কারেন্সী এবং সব দেশের কারেন্সীর উত্থান পতনের জন্য ইউএস ডলার এর ভূমিকা অত্যবশ্যকীয়। তাই যখন নিউ ইয়র্ক মার্কেট এবং লন্ডন মার্কেট ওভার*ল্যাপিং করে এবং এই সময় মার্কেট মুভমেন্ট সবচেয়ে বেশি হয়। তখনই ট্রেড করা উচিত কারণ তখন মার্কেট ট্রেন্ড সহজে ধরা যায় এবং জেতার চান্স বেশি থাকে।
-
ভাই ফরেক্স মার্কেট এ আপনি যেকোনো সময় ট্রেড কোরতে পারেন। তবে কিছু কিছু সময় আছে যখন ট্রেড করলে আপনি ফরেক্স মারকেট এ আপনার ভালো একটি অবস্তান করে নিতে পারবেন। আমার মতে এউ এস ডি শেশানে ট্রেড করলে ভালো হই। আমরা সারাদিন কাজকরার পর রাতে থান্ডা মাথাই ট্রেড কোরতে পারি। এতে আসা করি আমরা ভালো ট্রেড কোরতে পাড়ব। এছাড়া আপনি যেকোনো সময় ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারবেন ।
-
সাধারণত আমি মনে করি, ফরেক্স ব্যবসায় এ ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। আপনি দিনের যে কোন সময়ই ফরেক্স ব্যবসায় এ ট্রেড করতে পারেন। তাবে কারো কারো মতে আমেরিকা ও লন্ডন টাইম পিক পর্যন্ত ফরেক্স ব্যবসায় এ ট্রেড করার জন্য ভাল সময়। তবে ফরেক্স ব্যবসায় এ ট্রেড মুদ্রার মানের উঠানামা প্রতি লক্ষ্য রেখে ট্রেড উচিত।