সোজাসাপ্তা কথা হলো আপনি ফরেক্সে লাভ করতে না পারলেই লস হয় । লসের কারণগুলি ও আমরা যারা ট্রেড করি তারা খুব ভালোভাবেই জানি যেমন - মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,টাইম ফ্রেম সহ বিভিন্ন নিয়ম কানুনগুলো অনুসরণ করলেই প্রফিট করা যায় । কিন্তু সমস্যা হলো আমরা অনেকসময় নিয়ম মেনে চলি কখনো মানি না । যখনই নিয়ম কানুনের তোয়াক্কা করি না ,অতিরিক্ত লোভ করি তখনই লস করি ।