আমি যতই ছোট টাইম ফ্রেম এ ট্রেড করেছি ততঅই আমি লস বেশি করছি। ফরেক্স ছোট টাইম্ ফ্রেম এ ট্রেড করে লাভ নেই। কারন ছোট টাইম ফ্রেম এ মার্কেট মেনে চলে না। বড় টাইম ফ্রেমে মার্কেট ভালো বুঝা যায়। হাইয়ার টাইমফ্রেম দেখে মার্কেট ডিরেকশন করা উচিত।
Printable View
আমি যতই ছোট টাইম ফ্রেম এ ট্রেড করেছি ততঅই আমি লস বেশি করছি। ফরেক্স ছোট টাইম্ ফ্রেম এ ট্রেড করে লাভ নেই। কারন ছোট টাইম ফ্রেম এ মার্কেট মেনে চলে না। বড় টাইম ফ্রেমে মার্কেট ভালো বুঝা যায়। হাইয়ার টাইমফ্রেম দেখে মার্কেট ডিরেকশন করা উচিত।
টাইমফ্রেম বলতে যে কোন একটা নিয়ে কাজ করলেই হয় । তবে আমার কাছে লং টাইম ফ্রেম নিয়ে কাজ করতে অনেক বেশি ভাল লাগে । কারন লং টাইম ফ্রেমে যদিওবা আপনি কম ট্রেড পাবেন কিন্ত আপনার রিস্কের পরিমাণটাও অনেক কম থাকবে, এবং আপনি মিনিমাম প্রতিটা ট্রেডে তিন থেকে চার হাজার পিপস কালেক্ট করতে পারবেন । সুতরাং আমার কাছে লং টাইম ফ্রেম বেশি ভাল লাগে ।
আমি লং টাইম ফ্রেম পছন্দ করি h1, h4, d1 এই তিনটি টাইমফ্রেমে এনালাইসিস করে ট্রেড করি। ট্রেডিং এ ভাল কিছু করতে হলে লং টাইমফ্রেমের কোন বিকল্প নেই। আমরা যারা নবাগত ট্রেডার তাদের সবসময় স্ক্যালপিং থেকে দুরে থাকতে হবে, তাহলে লস কম হবে। অধিকাংশ নতুন ট্রেডার যারা তারা স্ক্যালপিং করেন এবং লস করেন বড় বড়, অতিরিক্ত লোভ আর তারাতারি টাকা ইনকাম কখনও করতে পারবেন না ফরেক্স থেকে।
আমি সবসময় দীর্ঘমেয়াদী ট্রেড করতে পছন্দ করি আর দীর্ঘমেয়াদী ট্রেডের জন্য অবশ্যই বড় সময়ের চার্ট প্রয়োজন, আমি সবসময় চেষ্টা করি ৪ ঘণ্টার চার্ট আর ১ দিনের চার্ট দিয়ে ট্রেড করতে। কারণ এই সময়ের চার্ট এর মাধ্যমে আমি খুব সহজেই বাজারে ট্রেন্ড ধরতে পারি ফলে প্রায় ট্রেডে আমি মুনাফা করতে পারি। আমার মতে দীর্ঘমেয়াদী ট্রেডারগণ কখনই ছোট চার্ট ব্যবহার করেন না। কারণ সেটা অনেক ঝুকিপূর্ণ।
আমি যখন থেকে মার্কেটে এসেছি তখনই থেকেই দীর্ঘমেয়াদী ট্রেডের পরিকল্পনা নিয়েই আসেছি এবং এখন পর্যন্ত সেটাই করে যাচ্ছি। কারণ আমি নিজের কাছের মানুষদের দেখেছি স্বল্প সময়ের জন্য যারা ট্রেড করছে তারা একসময় ভাল মুনাফা উপার্জন করতে পারছে কিন্তু বেশি দিন এই মার্কেটে তারা টিকে থাকতে পারেনি। আর সেই সুবাদে আমি এই মার্কেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করি এবং সে অনুযায়ী এখন পর্যন্তও টিকে আছি আশা করি ভবিষ্যতে টিকে থাকতে পারব। আর আমি সব সময় ৪ ঘন্টার টাইম বেশি ফলো আপ করি। কারণ এটাতে অনেক বেশি ঝুকিমুক্ত ট্রেডিং পরিকল্পনা করা সম্ভব।
আমি যতই ছোট টাইম ফ্রেম এ ট্রেড করেছি ততঅই আমি লস বেশি করছি। ফরেক্স ছোট টাইম্ ফ্রেম এ ট্রেড করে লাভ নেই। কারন ছোট টাইম ফ্রেম এ মার্কেট মেনে চলে না। বড় টাইম ফ্রেমে মার্কেট ভালো বুঝা যায়। হাইয়ার টাইমফ্রেম দেখে মার্কেট ডিরেকশন করা উচিত।
ভাই বর্তমানে আমি বেশি স্বাচ্ছদ্যবোধ করছি শর্ট টাইমফ্রেম নিয়ে কাজ করতে। কারন এখানে আপনার ট্রেডগুলো খুব অল্প সময়ের মধ্যেই ক্লোজ হবার সম্ভাবনা রয়েছে। এবং আপনি এক নাগারে অনেকগুলো ট্রেড করতে পারবেন। সুতরাং এটা আপনার চাহিদা পূরণের পাশাপাশি মার্কেটের প্রতি আপনার দক্ষতাকেও দিন দিন বাড়িয়ে তুলবে। তাই আমার কাছে শর্ট টাইমফ্রেম সবচেয়ে বেশি পছন্দের।
খুবই লজিক লেস কিসিমের প্রশ্ন হয়ে গেল না? একজন ট্রেডার ট্রেড করে তার স্ট্রাটেজি অনুযায়ি। সেই স্ট্রাটেজি মত কেউ ৫ মিনিটের চার্ট থেকে মাসের চার্টে ট্রেড করে থাকে। এটা নির্ভর করে যার যার স্ট্রাটেজি র উপর। এখানে ভাল লাগা খারাপ লাগার সাথে কোন সম্পর্ক আছে বলে আমার মাথায় ধরে না। তবে ৪ ঘন্টার নিচের কোন চার্টকে মানতে আমি রাজি নই।
যেহেতু আমি long-term ট্রেড করি এজন্য অবশ্যই MN টাইমফ্রেম এবং W1 টাইমফ্রেম আমার সর্বাধিক পছন্দ৷আমি monthly chart দেখে analysis করি এবং weekly chart দেখে ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করি৷আর ছোট ছোট টাইমফ্রেমে অনেক বেশি ঝুঁকি থাকে বলে আমি শর্টট্রেড বা scalping এড়িয়ে চলি৷পাশাপাশি নতুনদেরকেও শর্টট্রেড বা scalping করতে নিষেধ করি কারণ ছোট টাইমফ্রেমে ট্রেড করা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ৷তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার ট্রেডারগণ তাদের ভালো দক্ষতার কারণে ছোট ছোট টাইমফ্রেমে স্ক্যাল্পিং করেন৷আর আমি ব্যক্তিগতভাবে MN টাইমফ্রেম এবং W1 টাইমফ্রেমকেই আমার নিজের জন্য সর্বাধিক নিরাপদ মনে করি৷এতে আমার ট্রেডে এন্ট্রি হয় মাসে হয়ত একটা/দুইটা আর আমার ব্যালেন্স থাকে যথেষ্ট নিরাপদ৷
ফরেক্স মার্কেট বিভিন্ন ধরনের টাইমফ্রেম রয়েছে এখানে এক মিনিট সর্বনিম্ন এবং সর্বোচ্চ এক মাসের টাইম ফ্রেম রয়েছে।যারা লং ট্রেডার তারা সাধারনত বড় টাইমফ্রেমগুলো দেখে ট্রেড করে যেমন সপ্তাহ বা মাসের টাইমফ্রেম আবার যারা শর্ট ট্রেডার তারা সাধারনত ৩০ মিনিট,ঘন্টা বা চার ঘন্টা,একদিন ইত্যািদি টাইমফ্রেম ব্যাবহার করে।
আমি প্রথম দিকে টাইম ফ্রেমকে তেমন একটা গুরুত্ব দিতাম না । তবে বেশ কিছু শিক্ষার পর এটা এখন অনেক বেশি পরিমাণে আমি জানি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে টাইশ ফ্রেমকে যথার্থভাবে মেইন্টেইন করতে হবে । কেননা টাইম ফ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোন ট্রেডারের জন্য । আমি স্কাল্পিং পছন্দ করি না তাই লং ট্রাম টাইম ফ্রেমে ট্রেড করতে অনেক বেশি পছন্দ করি ।
ছোট টাইম ফ্রেম সে টেকনিক্যাল বেশি সময় ধরে রাখতে পারে না। তাই বড় টাইম ফ্রেম ফলো করতে হয়। তাই আমার কাছে বর টাইম ফ্রেম ই ভাল লাগে। বর টাইম ফ্রেম দেখে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম থাকে। ৪ ঘন্টা, ১ দিন এর নিচের টাইম ফ্রেম ফলো করা ঠিক না আমার মতে।
একটা জটিল কিসিমের প্রশ্ন হয়ে গেল। আপনি যদি ট্রেডার হয়ে থাকেন তবে আপনাকে আপনার চয়েজমত করে টাইমফ্রেম সিলেক্ট করতে হবে। আপনি নিজেই নির্ধারণ করবেন কোন টাইমফ্রেম এ আপনি ট্রেড করবেন বা করতে চান। আপনি যে কোন টাইমফ্রেম এ ট্রেড করতে পারবেন না। কারণ সব টাইমফ্রেম সবার জন্য নয়।
আমি ফরেক্স মার্কেট এ h1 এ ট্রেড করি আর h4 এর ট্রেড ফলো করি এতে করে আমার বেশির ভাগ ট্রেড লাভ এ থাকে আমার মতে এর থেকে ছোট টাইম ফেম এ অনেক বেশি সিগন্যাল আছে আর অনেক বেশি ভুল সিগন্যাল ও আসে তাই আমি h1 এ ট্রেড করি আর একটা টাইম ফেম এ ট্রেড করলে ট্রেড অনেক ভাল বুঝা যায় আর ভাল ভাবে ট্রেড করা যায়
আমি সব সময় বড় টাইম ফ্রেম ব্যবহার করি কারণ বড় টাইম ফ্রেমে এ ট্রেডিং করলে লস কম হয়. ছোট ছোট টাইম ফ্রেম এ ট্রেডিং করতে গেলে অনেক রিস্ক হয়. কারণ মার্কেট কখন বিপরীত মুখী হবে বলা যাই না. তাই ছোট ছোট টাইম ফ্রেম এ হয়তো ২ থেকে ৩ টি ট্রেড এ লাভ করতে পারলেও একটি ট্রেড এ লস করলে অনেক লস হয় যা আপনার একাউন্ট কে দারুন ভাবে ক্ষতি করতে পারে. তাই আমি বলবো বড় টাইম ফ্রেম এ ট্রেড করুন রিস্ক ফ্রি ভাবে ট্রেডিং করতে পারবেন.
আমার কাছে সব সময় এর পছন্দ এর টাইম ফ্রেম হয়চ্ছে লং টাইম ফ্রেম,লং টাইম এ ট্রেড করলে লস এর সম্ভবনা খুব কম থাকে,ছোটো টাইম ফ্রেম গুলি অল টাইম বড় টাইম ফ্রেম কে ফলো করে থাকে,তাই সকলের লং টাইম ফ্রেম ইউজ করা উচিত।
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম খুবই গুরুত্বপূর্ন। এখানে বিভিন্ন ধরনের টাইমফ্রেম আছে। আপনি মার্কেটের টাইমফ্রেম ব্যবহার করে মার্কেট এনালাইসিস করতে পারবেন। টাইমফ্রেম কে মূলত দুই ভাগে ভাগ করা যায়। শর্ট টাইম ফ্রেম আর লং টাইমফ্রেম। আমার মূলত ১ ঘন্টা, ৪ ঘন্টা আর এক দিনের টাইম ফ্রেমই ভালো লাগে।
আসলে কোন টাইম ফ্রেমটা আমার ভাল লাগে এমন কোন বিষয়ে আমি মত দিতে চায়না কারন ফরেক্স ট্রেডিং এমটিফোর প্লাটফর্মে যে টাইম ফ্রেম গুলো আছে তার সবই আপনার ট্রেড ওপেন বা ক্লোজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহাষ্য করে তবে কোন ফ্রেম বেশি ব্যবহার করা হয় এবং কোন ফ্রেম কম ব্যবহার করা হয় এই দিক থেকে ভাবলে এম১১ থেকে শুরু করে ডে১ পর্ষন্ত বেশি ব্যবহার করা হয়ে থাকে তবে মার্কেট ভাল ভাবে বুঝতে সব ফ্রেমই হেল্প করে।
আগে আমি মনে করতাম যে ছোট টাইমফ্রেম ই বুঝি ভালো। আসলে বাস্তবে লস খাওয়ার জন্য ছোট ছোট টাইমফ্রেম বেস্ট। কিন্তু হাইয়ার টাইমফ্রেম এ ট্রেড করতে গেলে অনেক ধৈর্য্য দরকার। আসলে ডেইলেী টাইমফ্রেম হচ্ছে সবচেয়ে ভালো। কারন মার্কেট সেন্টিমেন্ট বুঝতে হলে ডেইলি টিইমফে্রেম বিকল্প নেই।
আমার জানামতে অনেকেই শর্ট টাইমফ্রেম ব্যবহার করে স্ক্যাল্পিং করে। আমি যেহেতু স্ক্যাল্পিং করিনা এবং লং টার্ম ট্রেড করতে পছন্দ করি তাই লং টাইম ফ্রেমই ব্যবহার করি। সাধারনত ১ ঘন্টা, ৪ ঘন্টা এবং ১ দিনের টাইমফ্রেম ব্যবহার করি। যারা আমার মত নতুন ট্রেড করেন। আমার মনে হয় তারা সবাই শর্ট টাইম মার্কেটে ব্যবসা করতে পছন্দ করেন। আমার 1এম, 5এম এবং 15এম মার্কেট ভাল লাগে।
ফরেক্স মার্কেটে আমি ৪ ঘন্টার টাইমফ্রেম ব্যবহার করি। এটি লংটাইম ট্রেডের অন্য অনেক উপকারী বলে আমি মনে করি। কারন এতে মার্কেট সম্পর্কে ভাল ধারনা পাওয়া যায়। কিন্তু ১ মিনিট ৫ মিনিটের চার্টে মার্কেট সম্পর্কে ধারনা পাওয়া যায় না। তাই আমি মনে করি লংটাইম চার্টেই ট্রেড করা উচিৎ।
ফরেক্স মার্কেটে কেউ শর্ট টার্ম ট্রেড করে আর কেউ লং।যারা স্কাল্পিং করতে পছন্দ করে তারা মুলত ছোট টাইম্ফ্রেম ইউজ করে।যেমন m1,m15,m30.কিন্তু যারা লংটার্ম ট্রেডার তারা মুলত বড় টাইম্ফ্রেম ইউজ করে।আমি মুলত লংটার্ম ট্রেড করতে পছন্দ করি।
ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম আছে এটা আমারা সকলেই জানি। তবে এখানে একেক জন একেক টাইম ফ্রেম নিয়ে কাজ করে থাকেন। আমি ফরেক্স ট্রেডিং এর শুরু থেকেই লং টাইম ফ্রেম ব্যবহার করি কেননা এতে করে ট্রেড করা ঝুঁকি কম থাকে। আবার অনেকই আছেন যারা সর্ট টাইম ফ্রেম বেশি ফলো করে অথবা স্কালপিং ও করেন অনেকে। তবে আমার মনে হয় ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অবিজ্ঞ না হয়ে সর্ট টাইম বা স্কালপিং করা একেবারেই উচিত হবে না। কেননা এতে লোভ সামলিয়ে ট্রেড করা যায় না এমনকি একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে।
ফরেক্স মাকের্টে বিভিন্ন টাইম ফ্রেম রয়েছে।আপনার পছন্দমতো টাইম ফ্রেমে আপনি কাজ করতে পারেন।ফরেক্স মাকের্টে কেউ ছোট ট্রেড করে আবার কেউ বড় ট্রেড করে।তাই সবারই টাইম ফ্রেম আলাদা আলাদা।আলাদাভাবে এক একে জন টাইমফ্রেম ব্যবহার করে।তবে বড় টাইমফ্রেম ব্যবহার করা ভালো
ফরেক্স মার্কেটে আমি h1 টাইমফ্রেম ব্যবহার করি। এটি লংটাইম ট্রেডের অন্য অনেক উপকারী বলে আমি মনে করি। কারন এতে মার্কেট সম্পর্কে ভাল ধারনা পাওয়া যায়। কিন্তু ১ মিনিট ৫ মিনিটের চার্টে মার্কেট সম্পর্কে ধারনা পাওয়া যায় না। তাই আমি মনে করি লংটাইম চার্টেই ট্রেড করা উচিৎ।
আমি শর্ট টাইম ট্রেডিং টা বেশি প্রেফার করি। কারন আমি মাঝারি মানের ট্রেডার । আর আমার পক্ষে লং টাইম ট্রেডিং করার মত রিয়েল ডলার নেই। আর স্ক্যাল্পিং করাটা খুব রিস্কি। কখন প্রপার টাইম হবে ট্রেড অফ করার, তা আপনি নাও বুঝতে পারেন। তবে একেকজনের কাছে একেক্টা সিস্টেম ভাল লাগতে পারে। আপনি আপনার সুবিধা মত সিলেক্ট করুন, কোনটা আপনার জন্য সুয়িট্যাবল।
আমি লং টাইমফ্রেমে ট্রেড করা পছন্দ করি লং টাইম ফ্রেমে ট্রেড করলে অর্থক্ষতির সম্ভাবনা কম থাকে তাছাড়া অনেক বড় বড় ট্রেডার শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে না করে থাকেন শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা হলে অর্থক্ষতির ঝুকি বেশি থাকে আমি মনে করি আমাদের সবাইকে বড় টাইমফ্রেমে ট্রেড করা উচিত তাহলে আমাদের ট্রেডিং হবে অনেক বেশী নিরাপদ ছোট টাইম ফ্রেম সে টেকনিক্যাল বেশি সময় ধরে রাখতে পারে না তাই বড় টাইমফ্রেম ফলো করলে অনেক ভাল হয়।
আমি যতদূর জানি কোন সফল ট্রেডারই শর্ট টাইমফ্রেম সাপোর্ট করে না। তবে স্কাল্পিং এর জন্য m15 অথবা h2 টাইমফ্রেমে ট্রেড করা উচিত বলে আমি মনে করি। দীর্ঘমেয়াদী ট্রেডের জন্য শর্ট টাইমফ্রেম পুরোপুরি অনুপযোগী।
আমার কাছে ডে ১ ভালো লাগে। কারন প্রতিদিন নিউজ প্রকাশ হবার পরে ডেইলি কেন্ডেল এর আচার পরিবর্তন হয়। তাই তখন আচার পরিবর্তন এর সময়ে ট্রেড নিলে ১০-২০ পিপ্স সহজে শিকার করা যায়। তবে ট্রেড ওপেন করার সময়ে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে।
ব্যাক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে ৪ ঘন্টার টাইমফ্রেম। এখানে ইন্ডিকেটর সিগন্যাল গুলো খুব কম সময় ভুল হয়। একটু সময় নেয় তবে মোটামোটি কনফার্মেশন নিয়ে লাভ পাওয়া যায়
আমি একজন সর্ট টাইম ট্রেডার যে কারণে আমি সর্ট টাইমফ্রেম দেখে ট্রেড করি। সর্ট টাইমফ্রেম ব্যবহারে একটু ঝুঁকি থাকলেও দ্রুত ট্রেড ওপেন এবং ক্লোজ করা যায়। সর্ট টাইমফ্রেমের মধ্যে m15 এবং m30 টা বেশ কার্যকরী। আমি ধীরে ধীরে লং টাইম ট্রেডার হতে চাই কিন্তু এখন যেহেতু আমি নতুন সেহেতু সর্ট টাইমফ্রেম ব্যবহার করছি।
আমি লং টাইমফ্রেমে ট্রেড করা পছন্দ করি। লং টাইম ফ্রেমে ট্রেড কলা সহজ অর্থ ক্ষতির ঝুকি কম থাকে। তাছাড়া অনেক বড় বড় ট্রেডার শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে না করে থাকেন। শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা হলে অর্থ ক্ষতির ঝুকি বেশি থাকে। তাই যখনই ট্রেড করা হয় কমপক্ষে ২ থেকে তিন দিনের বেশি সময়ের ফ্রেম তৈরী করা হলে ভাল হয়।
আসলে টাইম ফ্রেম নির্ভর করে আপনার ট্রেডিং কওশল এর উপর । আপনি যদি শর্ট টার্ম ট্রেডিং করেন তাহলে আপনি ৩০ মিনিট এর টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি লং টার্ম ট্রেডার হন তাহলে ৪ ঘণ্টার চার্ট অথবা ১ ডে চার্ট ব্যাবহার করতে পারেন । আমি মূলত ১ ঘণ্টা আর ৪ ঘণ্টার চার্ট ব্যাবহার করে থাকি এবং আমার কাছে এই টাইম ফ্রেম ই আমার জন্য পারফেক্ট মনে হয় । আপনি যদি চান আপনিও ব্যাবহার করে দেখতে পারেন ।
আসলে ঙ্গামি একজন সাধারন মানের ট্রেডার এবং আমার ট্রেডিং দক্ষতা খুব একটা মজবুত নয়। কিন্তুক আমার জা দারনা এটা নির্ভর করে যার যার ট্রেডিং স্ট্রাটেজির উপর।যারা স্ক্যাল্পিং করে তারা সাধারনত ছোট টাইম ফ্রেমে ট্রেড করে,আর যারা লং ট্রেড করে তারা লং টাইম ফ্রেম অর্থাৎ d1 or w1 ট্রেড করে।আমি সাধারনত m15, h1, h4 টাইম ফ্রেমে ট্রেড করি।
ফরেক্স মার্কেটে এইচ১ এবং এইচ ৪ টাইম ফ্রেম ফ্ল করি এই এটিই সবচায়তে ভালো বলে আমি মনে করি আর আপনি যদি লং লাইম ট্রেড করতে চান যেমন ধরেন ১ মাস ধরে তাহলে আপনি সাপ্তাহিক ও ডে টাইম ফ্রেম দেখতে পারেন। আর আমি এই ফ্রেম গুলোই বেশি ফ্লল করে থাকি তাই আপনারে এই গুলোর উপর এনালাইসিস করে ইউজ করতে পারেন।
এটা যার যার একান্ত পার্সোনাল বিষয় এবং পছন্দের বটে।সে তার পছন্দ অনুযায়ী টাইমফ্রেমে ট্রেড করতে পারো সে যদি শর্ট টাইম ফ্রেম পছন্দ করে তবে সেটাও সে করতে পারে আবার যদি সে লং টাইম ফ্রেম গুলো পছন্দ করে তবে সেটাও সে করতে পারে এখানে কোনো বাধা-নিষেধ নাই। তবে আমি আমার মতামত প্রকাশ করছি আমি ব্যক্তিগতভাবে লংটাইম ফ্রেমগুলো পছন্দ করি এর কারণ হলো আমি ফরেক্সের সবসময় মনিটরিং করতে পারি না ব্যস্ততার কারণে।
আমি লং টাইম ট্রেড করি। তাই আমি h4 টাইমফ্রেম ব্যাবহার করে থাকি। আমি মনে করি h4 টাইমফ্রেম থেকে মার্কেটের মুভমেন্ট খুব ভালো ভাবে জানা যায়। যা m1/m5/m15. থেকে জানা যাই না।
একজন সাধারন মানের ট্রেডার এবং আমার ট্রেডিং দক্ষতা খুব একটা মজবুত নয়। কিন্তুক আমার জা দারনা এটা নির্ভর করে যার যার ট্রেডিং স্ট্রাটেজির উপর।যারা স্ক্যাল্পিং করে তারা সাধারনত ছোট টাইম ফ্রেমে ট্রেড করে,আর যারা লং ট্রেড করে তারা লং টাইম ফ্রেম অর্থাৎ d1 or w1 ট্রেড করে।আমি সাধারনত m15, h1, h4 টাইম ফ্রেমে ট্রেড করি।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য বিভিন্ন রকমের টাইমফ্রেম রয়েছে। সবাই নিজের ট্রেডিং স্ট্রেটেজি ও নিজের পছন্দ অনুসারে টাইমফ্রেম নির্বাচন করে থাকেন। কেউ শর্ট টাইমফ্রেম পছন্দ করেন আবার কেউ লং টাইমফ্রেম পছন্দ করেন। যারা স্কেল্পিং ট্রেড করতে পছন্দ করে থাকেন তারা শর্ট টাইমফ্রেম নির্বাচন করেন ট্রেডিং এর জন্য। আর যারা লং টার্ম ট্রেডার তারা লং টাইমফ্রেম পছন্দ করেন। আমি লং টাইমফ্রেম পছন্দ করি।
শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা হলে অর্থ ক্ষতির ঝুকি বেশি থাকে তাই যখনই ট্রেড করা হয় কমপক্ষে ২ থেকে তিন দিনের বেশি সময়ের ফ্রেম তৈরী করা হলে ভাল হয় যারা স্কাল্পিং করতে পছন্দ করে তারা মুলত ছোট টাইম্ফ্রেম ইউজ করে ছোট টাইম ফ্রেম সে টেকনিক্যাল বেশি সময় ধরে রাখতে পারে না তাই বড় টাইম ফ্রেম ফলো করতে হয় তাই আমার কাছে বর টাইম ফ্রেম ই ভাল লাগে বর টাইম ফ্রেম দেখে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম থাকে ।