আমার মতে আরও ভালো পেমেন্ট মেথড রয়েছে যার মাধ্যমে আমরা বাংলাদেশি কোনো ব্যংক থেকে টাকা উঠাতে পারি । নেটলার হলো একটা পেমেন্ট মেথড যা অনেক ব্রোকারেই সাপোর্টেড এবং নেটলারের মাস্টার কার্ড দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন বুথ থেকে টাকা তুলতে পারি । এছাড়া আরও পেমেন্ট মেথড হল স্কিল বা মানিবুকার্স কারন এই প্রেমেন্ট মেথর্ডের মাধ্যমে যেমন আপনি খুবই অল্প সময়ের মধ্যে ফরেক্সের অ্যাকাউন্টে ডলার ডিপোর্জিট করতে পারছেন ঠিক তেমনি স্কিলের মাধ্যমে ফরেক্সে ডিপোর্জিট করতে কোন চার্জ এই পেমেন্ট মেথড নেয় না ।