আমার মনে হয় ট্রেড প্লান সম্পুর্ণ নিজের মতো করে করা উচিত। আমি যতটুকু শিখেছি ততটুকু শিক্ষার উপর আমাকে নির্ভর করতে হবে।
Printable View
আমার মনে হয় ট্রেড প্লান সম্পুর্ণ নিজের মতো করে করা উচিত। আমি যতটুকু শিখেছি ততটুকু শিক্ষার উপর আমাকে নির্ভর করতে হবে।
ফরেক্স মার্কেট এ ট্রেড প্ল্যান তৈরি করা খুব সহজ।আপনি আপনার ট্রেড প্ল্যান বানাবেন জেনো আপনি ফরেক্স থেকে লাভ করতে পারেন।এবং আপনার প্ল্যান তাকে ভালো করে ডেমো অ্যাকাউন্ট practise করে দেকবেন লাভ দিচ্ছে কিনা। যদি দেখেন আপনার প্ল্যান এ লাভ পাচ্ছেন তাহলে আপনি এই প্ল্যান টি ব্যাবহার করবেন।
ট্রেড প্ল্যান যেবাবে তৈরি করবেন টা হল আপনি যে প্ল্যান এ বেশি ল্যাব করছেন সেই টাকে আপনি আপনি আপনার ট্রেড প্ল্যান হিসাবে গ্রহন করবেন আর আপনি যে ট্রেড প্ল্যান তৈরি করছেন সেই টাকে ভালো করে ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করবেন।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে ট্রেডিং এর প্লান অনুসরন করে ট্রেড করতে হবে তবেই আমরা এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারব ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্লান এর প্রয়োজন রয়েছে কারন প্লান ছাড়া এই মার্কেট থেকে সফল হওয়া সম্ভব নয় ।
হ্যা সব ট্রেড গুলো অবশ্যয় প্লান মাফিক হওয়া উচিৎ বলে আমি মনে করি। এর জন্য যে সময়ে ট্রেড করে আপনি বেশি সফলতা পেয়েছেন সেই সময় টা ম্যানেজ করতে পারেন। আবার যে পেয়ার এ বেশি সফল সেই পেয়ারে ট্রেড নেওয়া যেতে পারে ইত্যাদি। ধন্যবাদ।
ট্রেড প্লান মাকেটের অবস্থান বুঝে করতে হয়। যদি আপনি ভাল প্লান করতে পারেন দাহলে আপনার লাভ হবার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে মাকেটের অ্যানালাইসিস করে ট্রেড করা উত্তম।
ফরেক্স মার্কেট এ আমাদের কে সব সময় ট্রেড প্লান করে যে কোন ট্রেড চালু করতে হয় এ জন্য আমাদের কে বেশী করে ভাল করে ট্রেড এর প্লানিং সম্পর্কে জানতে হবে কারন প্লানিং ছাড়া আমরা কেউ কোন ট্রেড করতে পারব না তাই আমাদের ট্রেড এর প্লান থাকা আবশ্যক ।
আমি মনে করি ট্রেড পেলান টা আসলে একটু ভেবে চিন্তে করা উচিত । না হলে ফরেক্স মার্কেটে আপনি লস খাওয়ার সম্বনা রয়েছে ।
ট্রেড প্লেন হল আপনি কি ভাবে মানিম্যনেজমেন্ট করেবেন। কারন আনেক ধরেনের মানিম্যনেজমেন্ট হয়ে থেক আপনি যদি মিনে করেন যে আমি এক সপ্তেহে একশ পিপস এর বেশি লস করবোনা। লস হয়ে গেলে আর ট্রেড করবোনা। আবার এমন হতে পারে যে আপনি ৩০ পিপ sl দিলে tp দিবেন সর্বনিন্ম ৬০ মানে sl দিগুন tp. এখন আপনার বেপার আপনি কি ভাবে ব্যবহার করেবেন।
ট্রেড প্ল্যান এমনভাবে করতে হবে যেন এখানে স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করা হয়। মানি ম্যানেজমেন্ট অবশ্যই অনুসরণ করতে হবে। তা না হলে এই একাউন্ট বাচানো অনেক কঠিন হয়ে যাবে।
একেক জনের ট্রেডিং প্লান একেক রকম হয়ে থাকে তবে যএ তএ ট্রেড না করে ট্রেড অবশ্যয় একটি নিদ্দষ্ট প্লান মাফিক করা উচিত যেমন মার্কেট কোন বিশেষ পজিশনে গেলে ট্রেডপ নিব ইত্যাদি । ধন্যবাদ।
ফরেক্স এর জন্য ট্রেড প্ল্যান খুব জরুরি বিষয়।ফরেক্স একাউন্ট মানেজমেন্ট স্টপ প্রফিট স্টপ লস ইত্যাদি বিষয়ের দিকে খেয়াল রেখে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে।ট্রেড প্লানে আপনি আপনার নিজের জ্ঞানকে কাজে লাগান যা আপনি অর্জন করেছেন।
আমরা যারা ফরক্সে মার্কেটে ট্রেড করে থাকি তাদের প্রত্যেকের আলাদা আলাদা ট্রেড প্লান থাকে । প্রথমে সকল কে আগে ভাবতে হবে যে আমি দিনে কত গুলো ট্রেড করব । যদিও বা মার্কেট বুঝে এই সিদ্ধান্ত নিতে হয় । সব থেকে ভাল প্লান করে ট্রেড করলে সফলতা আসবেই ।
ট্রেড প্লান হল কখন কিভাবে ট্রেড করব তার একটি পরিকল্পনা করাকে বুঝায়। কোন একটি ট্রেড দেওয়ার আগে ফরেক্স মার্কেট সম্পর্কে বিভিন্ন ধারনের ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করা হয। কোন কারেন্সির মান বৃদ্ধি পেতে পারে আবার কোন কারেন্সির মান হ্রাস পাবে তার সম্পর্কে একটি প্রাথমিক ধারনার ছক করা হয়। তার পর ট্রেড করা হয়। প্লান না করে কখন ট্রেড করা উচিত নয়।
প্রতিটি ট্রেডের পূর্বে উক্ত ট্রেডসমুহ সফল করার জন্য যে পূর্ব পরিকল্পনা করা হয় তাকে ট্রেড প্লান বলে। আপনি আপনার প্রতিটি ট্রেডের পূর্বে বাজারের অবস্থা সম্পর্কে জেনে বা কিভাবে ট্রেড করলে সফল হবেন বা লাভ হবে সেই অনুযায়ী ট্রেডিং করতে হবে।
ট্রেডিং প্লান মানে হল আপনি কিভাবে ট্রেড করবেন। আপনার সম্পূর্ণ ট্রেডিং প্লান। আপনার ট্রেড করার অবশ্যই একটি নিয়ম থাকা উচিত। তাই আপনি বাই করুন, অথবা সেল করুন তার একটা প্লান অবশ্যই থাকতে হবে।
যে কোন কাজ করার আগে অবশ্যই প্লান করা উচিৎ । প্লান ছাড়া কোন কাজ করলে তেমন সেই কাজে সাফল্য অর্জন করা যায়। তাই সর্ব প্রথমে প্লান করতে হবে । তেমনি ভাবে ফরেক্স এ কাজ করতে হলে এখানে একটি প্লান করতে হবে যেন কাজটি ভালো ভাবে শেষ হয় বা লক্ষে পৌছাঁ যায়। সর্ব প্রথমে জানতে হবে ফরেক্স কি এবং কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে । তাহলে টাকা *উপার্জন করা যাবে।
কারো ট্রেড প্লান এর সাথে কারো ট্রেড প্লান মেলে না। বিভিন্ন ট্রেডার বিভিন্ন রকম স্ট্রাটেজি ব্যবহার করে। কেউ লং টার্ম ট্রেড করে কেউ বা সর্ট টার্ম। কেউ স্কাল্পিং করে আবার কেউ সুইয়িং ট্রেড করে। কেউ ডে ট্রেড করে কেউ বা পজিশন ট্রেড করে। তাই যে যে প্লান এ ট্রেড করুক না কেন সবার একটা সুন্দর মানি ম্যানেজমেন্ট সিস্টেম থাকা জরুরি। এটা থাকলে যে কোন ট্রেডার দ্রুত সফল হতে পারবে বলে আমি মনে করি।
ট্রেড প্লান বলতে, আপনার একটি নিদিষ্ট প্লান থকাতে হবে, যেমন আপনি কখন ট্রেড করবেন, কোন পজিশনে ট্রেড করবেন, কত পিপ লস, কত পিপ লাভে ট্রেড করবেন ইত্যাদি, আপনি যদি আমার মত নতুন ট্রেড আর হন তাহলে আপনি আজ থেকে যা করবে, টা হল আপনি ডেমো তে যে কোন একটা ইনডিকেটর নিয়ে যেমন মুভিং এভারেজ নিয়া এর নিয়ম গুলা বুজে ট্রেড করে, যত দিন না আপনি কাঙ্ক্ষিত অভিজ্ঞতা অর্জন করবেন ততো দিন রিয়াল এ ট্রেড করবেন নাহ,
কে কিভাবে ট্রেড প্ল্যান করবে তা অন্যজনের পক্ষে বলে দেয়া কঠিন। ফরেক্স মার্কেট সম্পর্কে শিখার বা বুঝার অনেক কিছু আছে। কেউ হয়ত ইউরো- ডলারে ট্রেড করে স্বাচ্ছন্দবোদ করে কেউ হয়ত অন্য পেয়ারে ট্রেড করতে পছন্দ করে। আবার দিনের একেক সময় মার্কেটের আচরণও একেক রকম হয়। তা নির্দিষ্ট করে বলাও কঠিন। তাই অন্য কারো কথা মত কাজ না করে নিজে মার্কেটকে বুঝার চেষ্টা করুন, আপনি কখন ট্রেড করেবেন, কোন পেয়ারে ট্রেড করবেন, কিভাবে প্রফিট নিবেন তা ঠিক করুন। আশা করি আপনি সফল হবেন।
প্ল্যান ছাড়া কোনো কাজে আগালে সে কাজে সফলতার সম্ভাবনা থাকে না । বরং ব্যর্থতার সম্ভাবনাই বেশি থাকে। আমাদের যেকোনো কাজেই প্ল্যান করে আগানো উচিত। ট্রেডিং এর ক্ষেত্রেও আমাদের প্ল্যান থাকা উচিত। প্ল্যান বলতে আমরা দিনে কত ডলার লাভ করতে চাই কিভাবে ট্রেড করতে চাই মাসে কত ডলার লাভ করব, লস করলে করনীয় ইত্যাদি বিষয় ট্রেড প্ল্যানের অন্তর্ভুক্ত।
একটি কাজে সফলতা অর্জনের জন্য ট্রেড প্লান আবশ্যকীয় বিষয় হইতেছ। কোন কাজ করিতে হইলে প্রথমে প্লান তৈরি করিতে হইবে েএবং প্লান মাফিক কাজ করিতে পারিলে সফলতা অর্জন করা সম্ভব হইবে । তাই আমাদের ফরেক্সের কাজে সফলতা অর্জন করিতে হইলে আগে প্লান তৈরি করিতে হইবে। তাহার পর ফরেক্সের কাজ করিতে হইবে।
পরিকল্পনা ছাড়া আপনি যে কাজই করতে যান না কেন আপনি ব্যর্থ হবেন। তাই ফরেক্স করার জন্য আপানাকে কিছু গুরুত্ব পূর্ণ পরিকল্পনা জরুরী। আপনাকে ৩ ধরনের এনালাইসিস সম্পর্কে আপনাকে অনেক বেশি ধারনা নিতে হবে। সেগুলো হল ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস , সেন্টীমেন্টাল এনালাইসিস। কোন একটা বাদ দিলে আপনি কখনও ট্রেড করে লাভ করতে পারবেন না। তবে আপ্নারা উক্ত বিষয় গুলো মানলে আপনি ফরেক্স এ সফল হবেনই।
ট্রেড প্লান করার পূবে কিছু গুরুত্বপূর্ণ বেপার গুলো খেয়াল রাখা উচিত, আপনার একাউন্ট এ কি পরিমানে অর্থ রয়েছে, আপনার লেভেরাজে কত, আপনার ফ্রি মার্জিন কত পর্যন্ত রাখতে চান, কত পরিমানে রিস্ক নিতে চান, কোন পেয়ার গুলোতে ট্রেড করতে চান, আপনি কত পরিমানে পিপ আশা করেন, এবং আপনি কোনো ইনডিকেটর বেবহার করবেন কিনা, এবং অবসি আগে ডেমো একাউন্ট এ বেবহার করে নিবেন.
ট্রেড প্লান করা করতে হলে ভালো করে ফরেক্স শিখতে হবে। ভালো ট্রেড প্লান করতে হলে অবশ্যই ভালো ভাবে ফরেক্স সম্পর্কে জান্তে হবে। ফরেক্স ট্রেড প্লান করতে হলে ভালো ভাবে ফরেক্স এনালাইসিস করতে হবে। ফরেক্স ট্রেড প্লানে মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্ব পূর্ন তাই সেটাও ভালো ভাবে শিখতে হবে।
ফরেক্সে ট্রেড প্লান একটি গুরত্ত পূর্ণ বিষয় । ট্রেড প্লান ছাড়া ট্রেড করলে লসের কবলে পরতে হয় । আর আমি মনে করি একেক জনের ট্রেড প্লান একেক রকম । আপনি কোন নিয়মে ট্রেড প্লান করবেন সেটি সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর । কারণ আপনি প্রতিদিন কত লাভ বা লস হলে আপনার কারেন্সি বিক্রি করবেন তা আপনার উপর নির্ভর করে । তবে বুঝে শুনে ট্রেড প্লান করা উচিত ।
ট্রেডিং প্লান বা পরিকল্পনা ছাড়া ট্রেড করলে ব্যার্থ হওয়ার ঝুকি অনেক বেশি থাকে।ট্রেডিং প্লান বলতে মূলত ট্রেড করার পূর্বে মানিম্যানেজমেন্ট সঠিকভাবে করে নিতে হবে,মার্কেটের গতি বিধি কোন দিকে তা মূল্যায়ন করে ট্রেড ওপেনের সিদ্ধান্ত নিতে হবে,মার্কেট হঠা্ৎ করে প্রতিকূলে চলে গেলেও যেন ব্যালেন্স এবং মার্জিনের বিরাট ঘাড়তি সৃষ্টি না হয় তার জন্য অবশ্যই প্রতিটি ট্রেডে টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে হবে।
প্রতিটা কাজের একটা প্লান থাকে সেই প্লান অনুযায়ী কাজ করলে ফলাফল ভাল হয় । তাই ফরেক্স মার্কেটের ও একটি প্লান আছে সে অনুজাইকাজ করতে হয় । এখন এই প্লানটা আপনার হাতে আপনি বেছেনিবেন কন প্লেন কাজ করবেন । আপনি লক্ষ্য ঠিক করে নিবেন যে প্রতিদিন আপনি কি পরিমান লাভ করবেন বা কি পরিমান লস মেনে নিবেন ।
ফরেক্স মার্কেটে সবসময় নিজের মতো করে একটি ট্রেডিং প্লান তৈরি করতে হয় সেই ট্রেডিং প্লান নিয়ে সবসময় ট্রেড করতে হয় তাহলে ট্রেডে লাভ করা যায় নিজের যে প্লান অনুজাই ভাল হয় সেই ভাবে ট্রেডিং প্লান্টা তৈরি করতে হবে।
প্লান মাফিক কাজ সকল ক্ষেত্রে হয় না তুবুও প্লান করতে হয় কারন প্লান চলে আসে নিজেই সেটাকে ঠিক ভাবে পরিচালনা করতে য়। আমি মনে করি ট্রেডিং প্লান করার সময় প্রথমে মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে এমন ভাবে প্লান করবেন যেন আপনার একাউন্ট কখোনো শূন্য না হয় । আপনাকে ঠান্ডা মাথায় ট্রেড প্লান করতে হবে তাহলে আপনি সফল হবেন।
ন।ফরেক্স মার্কেটে আসলে ট্রেড করতে গেলে একটি ভাল ট্রেডিং প্লান ছাড়া ভাল করা জায় না তাই সমসময় চেস্টা করতে হবে যে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একটি নিজের মত করে ভাল ট্রেডিং প্লান তইরি করে ট্রেড করা।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবাই একটি ট্রেড প্লান তৈরি করে আর এই ট্রেড প্লান সম্পূর্ণ নিজের মত করে তৈরি করা উচিত জেন নিজে জেভাবে ট্রেড করলে ভাল প্রফিট করা জেতে পারে সেই ভাবে একটি ট্রেডিং প্লাম তৈরি করতে হবে।
ট্রেড প্লান নিজের ইচ্ছা মতো করে বানানো উচিত।নিজের মতো করে বানালে অনেক ভালো হয়।
প্লান করার ক্ষমতা একেক জনের একেক রকম। আপনি আপনার মত করে নিজের ক্ষমতা বিচার করে তার পরে ট্রেড করুন। প্লান করার আগে মাথায় রাখুন আপনার একাউন্ট ব্যলান্স কত আছে। কতগুলো ট্রেড ওপেন করবেন। কতটুকু প্রফিটে গেলে ট্রেড এক্সিট করবেন ইত্যাদি আগে থেকে হিসাব করে রাখুন।
যে জিনিশ্তি আমি করে থাকি টা হল আমি মার্কেট বন্দের দিন মার্কেট এনালিজ করে থেকেই এবং একটি পরকল্পনা গ্রহন করে থাকি যে মার্কেট কোন পেয়ার এ কি কি ধরনের behave করলে আমার শদ্ধান্ত কি রকমের হবে যেমন আমি euro/usd তে প্রাইজ ১.১০৩০ থেকে বাই এর চিন্তা করছি, এখন অই পপয়েন্টে যদি আমি ভাল কোনও একটি সিগনাল পাই থাওলেই আমি বাই অরদার টি দেব।
প্ল্যান ছাড়া ট্রেড আসলে মাঝি ছাড়া নৌকার মত কারণ এতে কারোরই কোন গন্তব্য থাকে না আর আমরা খুব ভালো করে জানি প্ল্যান ছাড়া ট্রেড করলে তা থেকে শুধু লস ছাড়া আর কিছু পাওয়া যায় না ফরেক্স মার্কেটে আমরা যদি প্ল্যান করে ট্রেড করতে পারি তাহলে এ থেকে আমরা অনেক টাকা আয় করতে পারব বলে আমি মনে করি
একদম সত্যি যে প্লান ছাড়া ট্রেড করলে লস এর সম্ভাবনা অনেক বেশি। আমি কিভাবে ট্রেড করব এইটা আমাকেই ঠিক করতে হবে। আমি প্রতিদিন একটি নিদিষ্ট লক্ষ্য নিয়ে ট্রেড করি। আমি লক্ষ্য ঠিক করে যে প্রতিদিন আমি কি পরিমান লাভ করব বা কি পরিমান লস মেনে নিব। আমি ঠিক করি লাভ এবং লস মিলিয়ে প্রতিদিন আমি মূলধনের ।০.০৫% লাভ করব। এবং মাসে আমি আমার একাউন্ত এর ১০% লাভ করব। আমার এই লক্ষ্য পূরণ হয়ে গেলে আমি সেইদিনের জন্য ট্রেড অফ করে দেই। না হলে দেখা যায় বেশি লোভ করতে গেলে আগের লাভ ও চলে যায়। আর ফরেক্স মার্কেট এ ০.০৫% লাভ করা কঠিন নয়।
প্লান ব্যূাতিত কাজ করা অনেক বোকামি এবং প্লান ছাড়া ট্রেড করা লসের অন্যতম লক্ষণ ! আসলে প্লান ছাড়া আমাদের কোন কিছুই করা উচিত নয় কারণ প্লান ব্যাতিত কাজ করলে সে কাজ হতে ভাল ফলাফল পাওয়া যায় না ফরেক্সে প্লান হল ট্রেডিং প্লান অর্থ্যাৎ প্রত্যকটা ট্রেড সম্পর্কে একটা সঠিক ধারণা পোষণ করা নিদ্দিষ্ট সময়ে নিদ্দিষ্ট সংখ্যক ট্রেড করার মধ্য দিয়ে আমরা ভাল একটা স্কিল এবং নিজেদের একটা কৌশল তৈরী কররতে পারি
আমারা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে ভালো ট্রেড প্ল্যান করা উচিৎ কারণ ভালো ট্রেড প্ল্যান করলে ফরেক্স মার্কেট থেকে ভালো ফল পাওয়া যাবে আর আমি মনে কপ্রি ট্রেড প্ল্যান আপনার নিজের অনুকুলে হওয়া উচিৎ এতে করে ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করতে তেমন কোন অসুবিধা হয় না
ট্রেড প্লান ছাড়া আসলে কিছুই করা সম্ভব নয় । অবশ্যই আমাকে প্লান করে ট্রেড করতে হবে । প্লান বিহীন ট্রেড হবে আসলে একজন নাবিক বিহীন জাহাজের মত। যার কোন নির্দিষ্ট গন্তব্য থাকবেনা আর থাকবেনা দিকনির্দেশনা । তাই প্লান করে অবশ্যই আমাদের কে ট্রেড করতে হবে। তা নাহলে ভুলের মাশুল দিতে হবে।