ফরেক্স মার্কেটের সাথে আমি অনেক দিন জরিত তারপরও লসের গন্ডি থেকে বেরর হতে পারিনা জানিনা নিজেকে কিভাবে সামরাবো জানিনা। তাই সব সময় চেস্টা করি ফরেক্স সম্পর্কে ভাল করে জানার তাহলে ফরেক্স থেকে ভাল কিছু আশা করতে পারি।
Printable View
ফরেক্স মার্কেটের সাথে আমি অনেক দিন জরিত তারপরও লসের গন্ডি থেকে বেরর হতে পারিনা জানিনা নিজেকে কিভাবে সামরাবো জানিনা। তাই সব সময় চেস্টা করি ফরেক্স সম্পর্কে ভাল করে জানার তাহলে ফরেক্স থেকে ভাল কিছু আশা করতে পারি।
ফরেক্সে আমি ৪ মাস ডেমো করার পর প্রথম ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং শুরু করি গত মাসে। ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করে আমার প্রথম ইনকাম বা প্রফিট হয় ৪০ ডলার এক মাসে।। আমি এই প্রফিট নিয়েই অনেক খুশি ।।। কারন প্রথম বার আমার লাভ টাই আমার কাছে বেশি।।।।
আমি ৫ মাসের মত ডেমো ট্রেড করেছিলাম.প্রথমে আমি ডেমো ট্রেড না করেই ট্রেডিং অ নেমে গিয়ে ছিলাম.যার ফলে ট্রেডিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আমি লস করি.এর পরে আমি ডেমো ট্রেড এ ট্রেডিং করা শুরু করি যার ফলে আমি ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে পারি.এখন আমি সম্পূর্ণ অভিজ্ঞ না হলেও মোটামুটি ট্রেডিং করতে পারি.
ফরেক্স শিখার জন্য ডেমো ট্রেডিং অত্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে যেটার মাধ্যমে প্রত্যকটা নতুন ট্রেডার উপকৃত হয় । আর নতুন ট্রেডাররা যদি ফরেক্স ভালভাবে শিখতে চায় তবে তাকে অবশ্যই ডেমো থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে । আর ডেমো হল ট্রেনিং দেওয়ার একাউন্ট । এটার মাধ্যমে আপনি যথার্থভাবে প্রশিক্ষিত হতে পারবেন রিয়েল ট্রেডিং এর জন্য ।
আমি মোটামুটি ৫ থেকে ৬ মাস ডেমো ট্রেড করেছি । তখন খুব ভাল বুজতাম না। না বুঝে অনেক ট্রেড করতাম । লস হতো আর মনে করতাম রিয়েল মানি ইনভেস্ট করার পর আর ভুল হবে না। কিন্তু যখন প্রথম তিন মাস পার করলাম তখন মটামুটি ট্রেড করতে পারতাম । ডেমো ট্রেড প্র্যাক্টিস করার জন্য উত্তম ব্যাবস্থা । তবে নতুন দের কমপক্ষে ৬মাস ডেমো ট্রেড করা উচিৎ ।
আমি মনে করি ১ বছর ডেমো করার পর রিয়াল ট্রেডিং শুরু করা উচিত।প্রাথমিক পর্যায়ে ফরেক্স ভালো করে শিখতে চাইলে ডেমো ট্রেডিং করা উচিত। মো ট্রেডিং যদি রিয়েল ট্রেডিং এর মানসিকতা নিয়ে করা যায় তবে মার্কেট সম্পর্কে বেশ ভালো ধারনা জন্মে। আমি ২মাস মতো ডেমো ট্রেডিং করেছিলাম। রিয়েল ট্রেডিং এর পাশাপাশি ডেমো ট্রেডিং করা উচিত।
আসলে ডেমো তে কতদিন ট্রেড করা লাগবে তা নির্ভর করে আপনার মেধা ও কোন কৌশল আয়ত্ত করার ক্ষমতার উপর।এটি এক এক জনের এক এক রকম হতে পারে।যে ডেমোতে মাত্র ৪ মাসে ভাল প্রফিট অর্জন করার ক্ষমতা রাখে অন্যর জন্য যা ১ বছর ও লেগে যেতে পারে।আমি ডেমোতে প্রায় ৭ মাস যাবত ট্রেড করার পর রিয়েল ট্রেড করছি।
ফরেক্স মার্কেটে যে কেউ ট্রেড করতে হলে আগে ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করতে হবে আর যে যত বেশি ডেমো ট্রেড করবে সে ততই বেশি বেশি জ্ঞান লাভ করতে পারবে। আমি ফরেক্স মার্কেটে অনেক দিন ধরে ডেমো ট্রেড করছি প্রায় আমার ডেমো ট্রেড এক বছর হয়ে গেছে।
আমি সর্বপ্রথম তিন মাস ডেমো ট্রেডিং করি এর পর রেয়াল অ্যাকাউন্ট ট্রেড করার সময় অনেক সমস্যায় পড়তে হয়। ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শেখার জন্য আমি আরও পাঁচ মাস ডেমো ট্রেড করি এই নিয়ে আমি মোট আট মাস ডেমো ট্রেড করেছি। এখন আর রেয়াল অ্যাকাউন্ট এ ট্রেড করতে আমার কোন সমস্যা হয় না।
আমি ডেমো ট্রেড করছি অনেক দিন হল।প্রায় বছরের বেশি।দেখি রিয়েলে কি করা যায়।আসলে রিয়েল ট্রেডিং আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক ।আর ডেমো ট্রেড করার জন্য আমরা নিজেদেরকে রিয়েল ট্রেডিং এর জন্য দক্ষ করে তুলি।তাই আমাদের বেশি বেশি ডেমো ট্রেড করা দরকার।
আমি মনে করি ডেমো ট্রেডিং হল ফরেক্স ট্রেডিং শিখার প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে ফরেক্স ট্রেডিংয়ের হাতেখরি সকল ট্রেডারের জন্যই জরুরী আর এখানে নিয়মিত ভাবে ততদিন প্রর্যন্তই অনুশীলন পরিচালনা করে যাওয়া উচিত যতদিন না প্রর্যন্ত রিয়াল ট্রেডিংয়ের প্রকৃত জ্ঞান এবং দক্ষতা তৈরি না হয়। আমি ডেমোতে প্রায় ৪ মাসের মত নিয়মিত ট্রেড করে নিজেকে ট্রেডিংয়ের জন্য তৈরি করেছি।
ডেমো ট্রেড আসলে কত দিন করতে হবে এমন কোন নির্দিষ্ট সময় নাই। যখন মনে হবে আমি এখন লাভ করতে পারছি তখনই আমি রিয়েল ট্রেড করা যেতে পারে। ডেমো ট্রেড করলে অনেক অভিজ্ঞতা হয়, অনেক শেখা যায়। তাই আমি 4-5 মাস ডেমো ট্রেড করছি। এখন আর ডেমো ট্রেড করিনা।
আমি এই বাজারে নতুন প্রবেশ করেছি এবং আমি এখনও এই বাজার হতে লস না করে কিভাবে সহজে লাভ করতে হয় তা জানি না। সে কারণে আমি প্রতিদিন ডেমো ট্রেডিং করি এবং ভুল সংশোধনের মাধ্যমে নিজে দক্ষ ট্রেডার হিসেবে পরিচিত হওয়ার জন্য চেষ্টা করছি।
অামি এখনো বিগত কয়েক মাস ধরে ডেমো ট্রেড করে আসছি । কেননা ফরেক্স এ ট্রেড করতে গেলে ডেমো ট্রেড করা ছাড়া বিকল্প কোন রাস্তা নেয় । তাই ভাল ভাবে ডেমো ট্রেড করে তারপার রিয়েল ট্রেড করার চিন্তা ভাবনা করবো । সবার আগে নিজের দক্ষতাকে বাড়াতে হবে ।
আমি প্রায় এক মাস সতেরো দিন এই ফরেক্স ডেমো তে ট্টেড দেওয়া শিখতেছি | আমার এখন ট্টেড দেওয়া অনেক টা পরিস্কার হয়ে গেছি এবং কী ভাবে ফরেক্স এ আয় করা যায় আমি তা বুঝতে পেরেছি। তবে আমি এটা ডেমোতে করেছি। এখন আমার রিয়েল টা দিয়ে ফরেক্স এ কাজ করব।
অামি ছয়মাস টানা ডেমো ট্রেডিং করেছি। ছয়মাস ডেমো করার পর মনে হয়েছে অামি রিয়েল ট্রেডিং এর যোগ্য। রিয়েল ট্রেডিং এর সাথে সাথে ডেমো ট্রেডিং ও করা উচিত।
আমি প্রায় দুই মাস ধরে ফরেক্স এ ডেমো প্রার্কটিস করতেছি এতে আমি অনেকটা পরিস্কার হয়ে গেছি এবং কী ভাবে ফরেক্স থেকে আয় করা যায় আমি তা খুব ভাল বুঝতে পেরেছি। এখন আমি রিয়াল টাকা দিয়ে এ ফরেক্স এ কাঝ করতে পারব।
আমি দুই মাস যাবত ফরেক্স এ জয়েন্ট করেছি। আমি ডেমো শুরু করেছি প্রায় এক মাস হল। আমি প্রথমে কিছুই বুঝিনি। কিন্তু ডেমো *দেখে আমি অনেক টা পরিস্কার হয়ে গেছি এবং আমি বুঝতে পেরেছি যে কী ভাবে ফরেক্স থেকে টাকা ইনকাম করা যায়।
ফরেক্স ট্রেডং করার আগে অবশ্যই ডেমো ট্রেড করা প্রয়োজন । নতুন নতুন ফরেক্স ট্রেড করার আগে ডেমো ট্রেড করা উচিত । ফরক্স ট্রেড এর ব্যাপারে পুরপুরি অভিজ্ঞতা নেওয়ার পর যদি রিয়েল ট্রেড করার ইচ্ছা থাকে , তাহলে ফরেক্স মার্কেট এর সম্পর্কেও ভালো ভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে । তারপর রিয়াল ট্রেড করা উচিত হবে ।
কে কতদিন ডেমো করেছে সেটা জেনে কিছু হবে কিনা আমি জানি না, কারন কেউ কেউ আছে যারা এক মাস ডেমো করে রিয়াল এ ভালো প্রফিট করছে, আর কেউ এক বছর ধরে করেও তেমন ভালো করতে পারছে না। এটা সম্পুর্ন আপনার উপর, আপনি কতটুকু আর কত তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছেন ডেমো থেকে।
ডেমো ট্রেডিং অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি ডেমো ট্রেডিং করবেন তত বেশি আপনার স্কিল ভালো হবে। আপনি ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া পেতে হলে ডেমো ট্রেডিং এর বিকল্প নেই। প্রাথমিক ভাবে আপনি ২ ম্যাশ ডেমো ট্রেডিং করতে পারেন তবে আপনি যদি চান তাহলে আরো বেশি দিন করতে পারেন .ধন্যবাদ
ডেমো ট্রেড কতদিন করবেন একান্তই নিজের ব্যাপার অাপনি যদি মনে করেন ১৫ দিন ডেমো করার পর নিজকে পরিপক্ক মনে করছেন রিয়েল ট্রেডের জন্য তাহলে অল্প পুজি দিয়ে ফরেক্স ট্রেড করে দেখতে পারেন।
আমি এক মাসের মত ডেমো ট্রেডিং করেছিলাম । এক মাসে ভাল ফলাফল পাই । তারপরই আমি রিয়েল ট্রেডিং শুরু করি । যেটা আমার একটা বড় ভুল ছিল । আর রিয়েল ট্রেডিং করার সাথে সাথে আমি ধরা খাই । তাই আমি মনে করি না বুঝে প্রথমেই ইনভেস্ট করাটা ঠিক না । বুঝে শুনে ধীরে ধীরে ইনভেস্ট করতে হবে । তাহলেই সফলতা পাওয়া যাবে ।
আমি যখন নতুন জয়েন করেছি,তখন আমার কাছে অনেকটা কঠিন মনে হল এবং আমি কিছুটা বুঝতে পারলাম। তারপর যখন আমি ডেমো দেখলাম এবং ট্টেড করা শুরু করলাম তখন আমি অনেকটা ভাল বুঝতে পেরেছি যে কী ভাবে ট্টেড করলে আয় করা যায়। এই ডেমো ট্টেডিং আমি প্রায় 2 মাস ধরে প্রাকটির্স করতেছি এবং আমি এখন অনেকটা পরিস্কার হয়ে গেছি।
ফরেক্স সেখার জন্য ডেমো ট্রেডিং এর কোনো বিকল্প নেই।। আপনি যত বেশি ডেমো প্রাকটিস করবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে।। ফরেক্স করতে হলে মিনিমাম ৫ মাস ডেমো প্রাকটিস করার পর রিয়েল ট্রেড করা উচিৎ। আমি ফরেক্সে মুটামুটি ৪ মাস ডেমো করার পর রিয়েল ট্রেড শুরু করি ।।
আমি অনেক দিন আগে থেকেই জানতাম ফরেক্স ট্রেড সর্ম্পকে। তবে কি ভাবে আয় করা যায় সেটা জানতাম না। আমার বন্ধু সে আমাকে প্রথমে ডেমো প্রাকটিজ করতে বলে, সেখানে আমি ভাল আয় করি । তার সে আমাকে লাইভ একাউন্ট খুলতে বলে। সেখান থেকেই আমি ট্রেড এ কাজ শুরু করি। তবে বেশী দিন আমি ডেমো ইউজ করি নাই।
আমি ৬ মাস এর মতো ডেমো ট্রেডিং করেছি। এবং ডেমো থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যদিও রিয়েল ট্রেড এর সাথে ডেমো ট্রেডের অনেক পার্থক্য তবুও সবার উচিত ৬ মাস থেকে ১ বছর ডেমো ট্রেড করা। এতে অনেক কিছুই এ শেখা যাবে :)
আমি অনেক দিন ডেমো ট্রেড করে আসছি ডেমো ট্রেডে আমি অনেক সফলতা পেয়েছি। ৫০০০০ ডলার দিযে শুরু করে ১০ দিনের মধ্যেই ডাবল করেছি ব্যালান্স।
ফরেক্স শেখার জন্য ডেমো ট্রেডিং খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। প্রাথমিক পর্যায়ে ফরেক্স ভালো করে শিখতে চাইলে ডেমো ট্রেডিং করা উচিত। তবে আমি মনেকরি কে কতদিন ডেমো ট্রেড করেছে সেটা নিয়ে চিন্তা না করে নিজে কতদ্রুত উন্নতি করা যায় তা নিয়ে ভাবা উচিত। কারন একেকজনের মেধা একেকরকম। কেউ খুব তাড়াতাড়ি ভাল করতে পারে, আর কেউ অনেক সময় নিয়ে করে।
আমি প্রায় ৮ মাস ধরে ডেমো প্রাকটির্স করতেছি। এই ডেমো কোন রিক্স ছাড়াই ইচ্ছে মত ট্টেড করা যায়। এতে আমার অনেকটা ধারনা এসে গেছে। আর লাভ হলে আমার রিয়েল ট্টেড করতে মনে চায়। এখন আমার কাছে একটাই কথা বলতে চাই যারা নতুন ট্টেডার তারা যেন ডেমো প্রাকটির্স করে। এতে নতুন ট্টেডাররা অনেক ভাল বুঝতে পারবে।
ডেমো ট্রেনিং করার কোন নির্ধারিত সময় নাই। আপনি যত বেশী ডেমো ট্রেনিং করবেন আপনার ততই আইডিয়া হবে। কিভাবে আপনার আয় বাড়াতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে ডেমো ইউস করতে হবে।
আমি প্রায় ৮ মাস ধরে ডেমো ট্টেড করতেছি। ডেমোতে ট্টেড করে আমি ফরেক্স এ অাগের থেকে অনেকটা ভাল বুঝতে পেরেছি যে কীভাবে ফরেক্স এ ট্টেড করা হয়। আর অনেকটা ধারনা করা যায় যে ফরেক্স মার্কেট কীভাবে উঠানামা করে।
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা
ফরেক্স শেখার জন্য ডেমো একটি ভালো মাধ্যম । যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের জন্য ডেমো অনেক ভালো সুবিধাজনক । ডেমো আর রিয়েল একাউন্ট একই , পার্থক্য শুধু রিয়েল একাউন্টের টাকা তোলা যায় আর ডেমোর টাকা তোলা যায় না । ফরেক্স শেখার জন্য ডেমো অনেক ডলার ফ্রী দিয়ে থাকে । এর লাভ হলে ট্রেডার তা নিতে পারে না আবার লস হলেও ট্রেডারের কোন সমস্যা হয় না । এটা সুধু ভালোভাবে ট্রেড করার জন্য শেখার জন্য দেওয়া হয়ে থাকে । যাতে ডেমোতে কিছু শিখে তার থেকে পরবর্তিতে রিয়েল একাউন্টে ভালো ট্রেড করা যায় ও লাভ করা যায় । ডেমো ট্রেডিং ৬ মাস পর্যন্ত করলে ভালো হয় তবে যারা ভালো বঝে তাদের জন্য অল্প কিছু মাস ডেমো প্রাকটিস করলেই হয় ।
রিয়েল একাউন্টে ট্রেড করার আগে আবশ্যেই ডেমো একাউন্টে ট্রেড করতে হবে। ডেমো ট্রেডিং হচ্ছে ফরেক্স শিখার উত্তম জায়গা। আপনি নিয়মিত ডেমো ট্রেডিং করতে থাকবেন, যখন দেখবেন আপনার ৯০ ভাগ ট্রেড সফল তখন মনে করবেন আপনি রিয়েল একাউন্টে ট্রেড করার উপযুক্ত হয়েছেন। তবে কম পক্ষে ৬ মাস ডেমো ট্রেডিং করা উচিত বলে আমি মনে করি।
আমি প্রায় ৯ মাস যাবত ফরেক্সের সাথে যুক্ত আছি ।। ফরেক্স ট্রেডিং সেখার জন্য আমি প্রায় ৫ মাস ডেমো প্রাকটিস করেছি। ডেমো ট্রেডিং ছাড়া কোনো ভাবেই ফরেক্স ট্রেডিং শেখা সম্ভব নয়।। ফরেক্স ট্রেডিং শিখতে ডেমো ট্রেডিং এর বিকল্প। নেই।।। তাই আমি বলবো ফরেক্সে রিয়েল ট্রেডিং শিখতে ডেমো ট্রেডিং অত্যাবশ্যক।।।
আমি মনি করি ফরেক্স ট্রেড করার জন্য প্রত্যেক ট্রেডারেরই কমপক্ষে ১ বছর ডেমো ট্রেড করা উচিত কারন ফরেক্স ট্রেড শেখার জন্য ডেমো ট্রেডিং খুবই গুরুত্ব পুর্ন কারন যদি কোন নতুন ট্রেডার ডেমো ট্রেড না করে সরাসরি ট্রেড করার জন্য আসে তবে তার লস করার সম্ভাবনা ১০০ তে ১০০ বলে আমি মনে করি। ধন্যবাদ।
আমি কয়েক মাস যাবত ডেমো করেছি এখনো করতেছি কারন ফরেক্স সম্পর্কে জানতে পেরেছি কয়েক মাস যাবত সেই থেকে আমাকে ফরেক্স মার্কেটে ট্রেড করা শিখতেছি। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে বেশি করে ডেমো প্রেকটিস করতে হবে।
আমি ফরেক্সে নতুন প্রবেশ করেছি, আমি ডেমো আকাউন্টে গত ৩ মাস ধরে কাজ করছি আর আমি এখন মোটামুটি কিছু হলেও পারি। আর আমি যতদিন ডেমোতে ভাল করতে না পারব ততদিন আমি রিয়্যল মারকেটে ট্রেড করবনা।