-
ফরেক্স মার্কেট এ আমরা আমাদের কিছু সাধারণ ভুল এর কারণে লস করি।আমরা যদি আমাদের এই ভুল গুলো সুদ্রে নিতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে পারবো।যেমন-আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস করি না।আর যদিয়ও বা করি তা হয় অন্নের এনালাইসিস।এতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই শিখতে পারি না।আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোব করে ট্রেড করি। এতে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি।
-
আমি মনে করি লোভ করলে আপনি ফরেক্স করতে পারবেন্না।কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু।লোভ করা ভাল নয়।আরেকটা কথা না বল্লে নয় সেটা হলো অদক্ষতা,অদক্ষতা থাকলে আবার ফরেক্স সফল হতে পারবেন্না।
-
ফরেক্স অনেক কারনে লস হতে পারে। যেমন, অল্প কিছু জ্ঞান নিয়ে ট্রেড করা, ক্যন্ডেল না বুঝা, মুভিং এভারেজ না বুঝা, লস ধরে রাখা, নিউজ টাইমে ট্রেড করা। ইত্যাদি কারনে ফরেক্স এ বেশী লস হয়।
-
ফরেক্সে লাভ করতে হলে আপনাকে আগে মাকেট এনালাইসিস বুঝতে হবে । ফরেক্সে লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা । অন্যর কথায় কান না দিয়ে নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করলে প্রফিটের পরিমান ভাল হয় ।
-
ফরেক্সে লসের বহুবিধ কারন থাকলেও মুল কারন হচ্ছে না জেনে অদক্ষতার সাথে ট্রেড করা। অনেকেই না জেনে না বুঝে আন্দাজে ট্রেড করে। আর তারা মূলত মনে করে ফরেক্সে শিখার কিছুই নেই এটা ভাগৌের পরিহাস। কিন্তু এটা সববার ভাবতে হবে যে ফরেক্স মার্কেটের সকল বিষয় ভালোভাবে বুঝতে পারলেই অনেক কনফিডেনসের সাথে ট্রেড করে প্রফিট করা সম্ভব হবে অন্যথায় লস হবে
-
ফরেক্স আমি নতুন একজন ট্রেডার ,তবে আমি ফরেক্সে লসের অনেক কারণ বিশ্লেষণ করে দেখেছি যেঃ-
-অতি লোভ করা ।
-ধৈর্য্য হরিয়ে ফেলা ।
- সঠিক কৈশল প্রয়োগ করতে না পারা ।
-সঠিক ফরেক্স জ্ঞান রাখা ।
এছাড়াও আমরা ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে তাদের মধ্য অস্থিরভাব দুর করতে হবে ।
-
ফরেক্স মার্কেট হচ্ছে মূদ্রা কেনা বেচার মার্কেট এখানে যেমন প্রফিট করা যায় তেমনি অল্প ভুলে অনেক টাকা লস ও হতে পারে।ফরেক্স মার্কেট ট্রেডার রা লস করে অনেক কারনে যেমন অনেকে লস করে না বুঝে ট্রেড করে আবার অনেকে লস করে লোভের বসে পড়ে তাই ফরেক্স মার্কেট ভাল প্রফিট করতে হহলে ম্যানিমেনেজ ম্যান্ট ফলো করে ট্রেড করতে হবে এবং লোভ থেকে বিরত থাকতে হবে।
-
অভিজ্ঞতার অভাব, ট্রেডিং স্ট্রাটেজি না মানা, বড় রিস্ক এ ট্রেড ওপেন করা, নিজের উপর বেশি আত্নবিশ্বাস থাকা ইত্যাদি কারন হতে পারে লস করার। এছাড়াও ফরেক্স এ ডেমো ট্রেড অভিজ্ঞতা অর্জন না করে ট্রেড করা এবং সিগনালের উপর নিরভরশীল হওয়া। এমনকি বেশি লোভ করা ও লসের কারন।
-
ফরেক্স মার্কেটে লসের অনেক গুলো কারন থাকতে পারে আপনি না বুঝে ট্রেড করলেন, অতিরিক্ত ট্রেড করা,লোভ করে বড় ভলিউমে ট্রেড করা এবং ধৈর্য না ধরে ট্রেড বন্ধ করে দেওয়া।। সবকিছুর পরেও আমাদের নিজেদের বের করতে হবে কি কারনে আমার লস হয় তাহলে সে হল রিয়াল ট্রেডার।
-
আমি মনে করি ফরেক্স লসের প্রধান কারণ হল লোভ করা। তাছাড়া ফরেক্স লসের আরও কিছু কারণ আছে সেগুলু হল যেমন না বুজে বার বার ট্রেড করা, মার্কেটে এর অবস্থা না বুজে যখন তখন ট্রেড করা, ফরেক্স ট্রেড ওপেন করার পরে স্টপ লস না বসালে অনেক বড় ধরনের লস হওয়ার সম্ভবনা থাকে। এছাড়াও ফরেক্স ট্রেড করার পূর্বে আনাল্যসিস না করে ট্রেড করে লস হতে পারে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমরা অনেক গুলো কারনে লস করি।যেমন-ফরেক্স মার্কেট এ আমরা না যেনে ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা এনালাইসিস করি না।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করতে হবে।না হয় আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো না।ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।তাহলেই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে পারবো।
-
ফরেক্স ট্রেডিং এ লস এর অনেকগুলো কারণ রয়েছে । সেগুলো হলঃ 1) ফরেক্স ভালোভাবে না শিখেই রিয়াল ট্রেড করা। 2) বেশি আত্মবিশ্বাস থাকা 3) টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয় না করে ট্রেড করা, 4) ডেমো একাউন্ট এ প্রেকটিস না করা,
-
5)অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা, 6) সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় না করে ট্রেড করা, 7) অভিজ্ঞতার অভাব, 8) বেশি বড় লট এ ট্রেড এন্ট্রি করা, 9) ওভার ট্রেড করা, 10) ইন্ডিকেটর এর উপর নির্ভর করা, 11) রিস্ক রিওয়ার্ড রেশিও না মানা, 12)নিউজ এনালাইসিস না করা, 13)সিগন্যাল এএর উপর নির্ভরশীল হওয়া, 14) ভালো মানি ম্যানেজম্যান্ট ফলো না করা ।
-
ফরেক্স এ যে কারনে লস করে থাকে তা হল:
১) লোভ করে বেশী পরিমানে ট্টেড করে
২) জ্ঞান ও অভিজ্ঞতা অভাব
৩) না বুঝে ট্টেড করা
৪) দক্ষতা অভাব
৫) পরিশ্রম ও ধৈয্যের অভাব
৬) এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট এন নিয়ম-কানুন না মেনে অসর্তক ভাবে কাজ করা
ইত্যাদি কারনে এই ফরেক্স থেকে লসে পরে থাকে।
-
ফরেক্সে লসের কারণ না থাকা, আপনার অবশ্যই একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত। আপনি কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই সেট করে রাখা উচিত। এবং আপনার সব ট্রেডেই তা ফলো করা উচিত। তা নাহলে দেখা যাবে একটি ট্রেডে আপনার প্রফিট ৫০ পিপসে $৫, আরেকটি বড় রিস্ক নিয়ে করা ট্রেডে লস ৫০ পিপসে $৫০. তাই সবার প্রথমে আপনার ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করুন। অন্যদের ট্রেডিং স্ট্রাটেজি দেখুন, তারপর যেটা ভাল লাগে, পরিবর্তন করে নিজের পছন্দমত নিজের ট্রেডিং সিস্টেম তৈরি করুন।
-
আমি মনেকরি,, ফরেক্স ট্রেডিং এ লস করার পেছনে অনেক গুলী কারন আছে এর মধ্যে ফরেক্স ট্রেডিং এ লসের এর অন্য
তম কারন হলো ফরেক্সে মানি ম্যানেজমেন্ট না করা।। ফরেক্সে ট্রেডিং করার জন্য আমাদের যথেষ্ট ফরেক্স জ্ঞান থাকা আবশ্যক।। ফরেক্স জ্ঞান ছাড়া ফরেক্স ট্রেডিং করলে আমরা লসের ভাগিদার হতেই পারি। ।। তাই ফরেক্সে আমাদের বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের ট্রেডিং করা উচিৎ।।।।
-
ফরেক্স এ লস করার অনেক কারন রয়েছে। প্রথমত ভাল ভাবে না শিখে করার কারনে। ভালো মানি মানিমেনেজমেন্ট ব্যবহার না করার কারনে। লোভ করার কারনে। ওভার ট্রেড করার কারনেও ট্রেডার রা নিজেদের একাউন্ট শুন্য করে ফেলে। আর মার্কেট সম্পর্কে জ্ঞান না থাকার কারনে ও ট্রেডাররা লস করে থাকে।
-
ফরেক্সে লসের অনেক কারন থাকতে পারে , ফরেক্স না বুঝেই অনেকে ফরেক্সে আসে কাজ করার জন্য তখন লস হয় । ফরেক্স সম্পর্কে কিছুটা ধারনা নিয়েই ফরেক্সে এসে ট্রেড করা , যার ফল হয় লস । ফরেক্সে কিভাবে কাজ করতে হয় বা ফরেক্স কি জিনিস তা জানে কিন্তু কিভাকে কখন ট্রেড করলে ভাল হয় সেটা জানে না , এমন কারনে ফরেক্সে লস হয় । ফরেক্সে কাজ করে অনেক টাকা পাওয়া যায় , একথা মাথায় রেখে অতি লাভের আশায় লোভ করে ট্রেড করা , যার ফল লস ।
-
আসলে আমি মনে করি ফরেক্সে লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা। ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকলে শুধু লসের মুখ দেখা যায়। আবার ট্রেডিং এর সময় বেশি লোভ আপনাকে লসে ফেলতে পারে। কাজেই ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্সে অনেক দক্ষ হতে হবে আর লোভ পরিহার করতে হবে।তবেই লস পরিহার করে লাভ করা সম্ভব।
-
আমি মনেকরি,, ফরেক্সে লস করার সবচেয়ে বড় কারন হল বেশি লোভ করা এবং মানি ম্যানেজমেন্ট না করা।। ফরেক্স ট্রেডিং করার জন্য আমরা ফরেক্স থেকে লাভ করতে হলে এবং লাভ টাকে টিকিয়ে রাখতে হলে আমাদের লোভ টাকে বাহিরে ছুরে ফেলে আসতে হবে।।।
-
ফরেক্স ট্রেডিংয়ে লসের বিভিন্ কারন রয়েছে তবে আমার মতে যে সকল কারনে মুলত ফরেক্স ট্রেডাররা বিশেষ করে নতুন ট্রেডাররালসের মুখে পরে সেগুলো হল:
১) বিনা এনালাইজে ট্রেড করলে।
২) রানিংক্যান্ডেলে ট্রেড করলে।
৩) লোভ এবং ইমোশনাল ট্রেড করলে। ধন্যবাদ।
-
ফরেক্স যেহেতু একটা ব্যবসা সেহেতু লস তো থাকবেই । তবে আমাদের ভয় পেলে চলবে না । আমার মতে ফরেক্সে লসের কারণ হল, ভয়ে ভয়ে ট্রেড করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা । তবে ফরেক্স এ লস অনেক হলে ও লেগে থাকলে একটা সময়ে ফরেক্স থেকে হাজার হাজার ডলার আয় করা যায় ।
-
ফরেক্স ট্রেডিংয়ে লসের বিভিন্ কারন রয়েছে তবে আমার মতে যে সকল কারনে মুলত ফরেক্স ট্রেডাররা বিশেষ করে নতুন ট্রেডাররালসের মুখে পরে সেগুলো হল:
১) বিনা এনালাইজে ট্রেড করলে।
২) রানিংক্যান্ডেলে ট্রেড করলে।
৩) লোভ এবং ইমোশনাল ট্রেড করলে।
-
ফরেক্স লসের কারণ ট্রেডার ভেদে একেক রকমের হতে পারে । তবে আমি মনে করি যে ফরেক্স লাভের জন্য আপনাকে অবশ্যই লসের কারণগুলোকে উদঘাটন করতে হবে । ফরেক্স মার্কেটে যে সব ট্রেডার নিজেকে ট্রেডিং নিয়ে বিশ্লেষণের পেছনে যত সময় ব্যায় করবে সে হত পারবে তত বেশি দামি ট্রেডার । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে লাভবান হতে গেলে প্রথমত একজন ভাল বিশ্লেষক হতে হবে ।
-
ফরেক্স এ লসে পরার কারন গুলো হল:-
১) লোভ করা,
২) র্ধৈয্য ধরে না থাকা
৩) জ্ঞান ও অভিজ্ঞতার অভাব
৪) ইমোশনাল নিয়ন্ত্রন না করা
৫) এনালাইসিস না করে
৬) মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্টেড করা
ইত্যাদি কারনে ফরেক্স এ লসে পরে থাকে।
-
ফরেক্স ট্রেডিং এ লসের নানা রকম কারন থাকতে পারে । যার মধ্যে অন্যতম একটি প্রধান কারন হল অতিরিক্ত লোভ করা । বেশিরভাগ ট্রেডারই নতুন অবস্থায় অতিরিক্ত লোভ করার ফলে বড় বড় লটে ট্রেড নেয় যার কারনে সব সময় ঝুকিঁ মধ্যে থাকে । তাই আমি মনে করি এ বিষয়ে আমাদের আরও অনেক বেশি সচেতনতা প্রয়োজন ।
-
আমি মনে করি লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা। ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকলে শুধু লসের মুখ দেখা যায়। আবার ট্রেডিং এর সময় বেশি লোভ আপনাকে লসে ফেলতে পারে। কাজেই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ হতে হবে আর লোভ পরিহার করতে হবে।
-
ফরেক্স লসের প্রধান করান হলো অতি লোভ করা এবং না বুঝে ট্রেড করা যা আমাদের মধ্যে প্রায় অনেকেই করে থাকেন আমার মতে এটা করা একদমি ঠিক নয় কেননা আপনি এর ফলে লস ছাড়াতো কোন লাভ পাচ্ছেন না তাই না । তাই আপনাার উচিত হবে যে উক্ত অভ্যাস গুলি পরিহার করা ।
-
ফরেক্সে লসের প্রধান কারন গুলো হল:
১: লোভ করা।
২: অভার ট্রেড করা।
৩: ইমোশনাল হওয়া।
৪: মানি মেনেজমেন্ট না মানা।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে কাজ করে খুব অল্প সময়ে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যাবে । ফরেক্স থেকে তারা প্রচুর টাকা আয় করতে পারবে যারা ফরেক্স সম্পর্কে ভাল জানে , ফরেক্সে যারা ভাল ট্রেদ করতে পারে । ফরেক্সে লসের বিভিন্ন কারন থাকতে পারে যেমন ফরেক্সে না বুঝে ট্রেড করা , ট্রেডিং দক্ষতা না থাকা , ফরেক্স থেকে বেশি লাভের আশায় ফরেক্সে ট্রেড বেশি করা । ফরেক্সে লোভের কারনে বেশি লস হয় ।
-
আমি মনে করি ফরেক্স এ লস এর কারন দক্ষতার অভাব ফরেক্স থেকে আয় করতে হলে আপনি যত দক্ষ হবেন আপনি তত লাভ করতে পারবেন | আপনার দক্ষতা আপনার আয়ের পথ দেখাবে | ফরেক্স করতে এসে অনেকে দেখা যায় লস করে থাকে তার সচেততার কারনে |
-
ফরেক্স এ আপনার যদি ভাল অভিজ্ঞতা না থাকে আপনি অনেক গুলো ধাপে ভুল করবেন আর এর থেকেই আপনার লস হবে আপনাকে প্রচুর জানতে হবে।অনেক জানার পর আয় নিয়ে ভাবুন তবে আপনি এখানে লোভ করবেন না তাহলে লস খেতে পারেন। তাই সবার আগে ফরেক্স সম্পকে ভাল করে জানতে হবে।ফরেক্স সম্পকে ভাল জ্ঞানেই পারে সব সময় লাভের মুখ দেখাতে।
-
ফরেক্সে লসের শুধু একটি নির্দিষ্ট কারন নেই এক এক জনের ট্রেড এর ধরন এক এক রকম তবে আমার মতে মানি ম্যানেজমেন্ট মেনে চললে আপনি কখন একাধারে অনেক লস করবেন না আর আশা করা যায় আপনি ট্রেড এ ভাল কিছু করতে পারবেন,ছোট লটে ট্রেড নিবেন আর মারকেট বুঝে তারপর ট্রেড নিবেন তাহলে ট্রেড এ লস কমে যাবে ।নিজের মন গড়া চিন্তার উপর ট্রেড নিবেন না।আর ট্রেড নেয়ার আগে নিউজ আছে কিনা দেখে নিন নতুবা বড় ধরনের লস হতে পারে।
-
ট্রেডারগন ফরেক্সে বিভিন্ন কারনে লসের সম্মূখীন হয়ে থাকেন তবে আমার কাছে মনে হয় তার মধ্যে সব থেকে বড় কারন হল অধিক মুনফা বা প্রফিট লাভের লোভ যা একজন অভিজ্ঞ ট্রেডারকেও ভূল ট্রেডিং সিদ্ধান্ত নিতে উতসাহিত করে।
-
ফরেক্স এ সাধারনত অনেক কারনে লস করে থাকি। আমাদের যে কারনে লসে পরে থাকি তা হল:
১) লোভ করা,
২) বেশী লটে ট্টেড করা,
৩) র্ধৈয্য না ধরে রাখা,
৪) মার্কেট এনালাইসিস না করা,
৫) মানি ম্যানেজমেন্ট মেনে না চলা।
ইত্যাদি ফরেক্স এর যে নিয়ম গুলো না মেনে চলার কারনে লসে পরে থাকে।
-
ফরেক্স এ লসের কারন অনেক কারন। অনেকেই অনেক কারনে ফরেক্স এ লস করে। কেউ কেউ অনভিজ্ঞতার খেসারত দিতে আসে আবার কেউ কেউ না বুজে ফরেক্স করতে গিয়ে জিরো হয়। ভাই ফরেক্স হাতের মুয়া না। ফরেক্স এ লস এড়াতে যে বিষয় গুলা মাথাই রাখতে হবে বলে আমি মনেকরি তা হল
১। মানি মেনেজমেন্ট
২। এনালাইসিস
৩। মার্কেট ট্রেন্ড
৪। মার্কেট এ দক্ষতা
আশা করি এগুলা থাকলে অবশ্যই অবশ্যই মার্কেট থেকে কিছু পাওয়া যাবে।
-
ফরেক্স এ লস এর কারন বলতে ফরেক্স দক্ষতার অভাব । অনেকে দেখা যায় ফরেক্স নতুন এসে বেশি বেশি ট্রেড করে যার কারনে লস করে | ফরেক্স মাকেটে না থাকার কারনে লস করে থাকে | আমি মনে করি ফরেক্স লস এরাতে এ সব গুলো করা জাবেনা তা হলে আপনি লস করবেন না |
-
ফরেক্স এ লস এর কারন বলতে ফরেক্স দক্ষতার অভাব । অনেকে দেখা যায় ফরেক্স নতুন এসে বেশি বেশি ট্রেড করে যার কারনে লস করে | ফরেক্স মাকেটে না থাকার কারনে লস করে থাকে | আমি মনে করি ফরেক্স লস এরাতে এ সব গুলো করা জাবেনা তা হলে আপনি লস করবেন না | আপনাকে কথর পরিশ্রমি হতে হবে ফরেক্স দক্ষতা থাকলে আপনি আয় করতে পারবেন | ফরেক্স হলু দক্ষতার ফসল আপনার যত দক্ষতা থাকবে আপনি ততবেশি আয় করতে পারবেন |
-
ফরেক্স লস হবার অনেক কারন রয়েছে ফরেক্স মাকেটে আমি নতুন তাই আমার মনে ফরেক্স অনেকে দক্ষতার অভাবে লস করে থাকে | অনেকে দেখা যাই এক এর অধিক ট্রেড করে যার করতে কোন মাকেট কখন বারছে কিনবা কমছে বুঝতে পারেনা তাই লস করে থাকে |
-
ফরেক্স এর লস হবের জন্য প্রথম কারন হল ফরেক্স এর উপর দক্ষতা অকন না করে ট্রেড করা | ফরেক্স সম্পরকে আসচেতনতা থেকে ফরেক্স থেকে লস করেছিটকে পরে | অতিরিক্ত অভার ট্রেড করলে লস হবার সম্ভবনা থাকে এ কারন গুলো জন্য ফরেক্স লস হয়ে থাকে |