-
ভাই ফরেক্সে লসের কারনে যদি আপনি বেশি পরিমাণে রিক্স নেন তবে সেটা আরও খারাব পর্যায়ে চলে যাবে। কেননা আপনি যে কোন ব্যবসা করতে যান সেখানে যদি লস না থাকে তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা মানেই হচ্ছে লাভ এবং লস দুটোই থাকতে হবে। তবে লসগুলো যেন তুলনামূলকভাবে কম হয় সেটাও আপনাকে এখানে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। কিন্তু ধীরস্থীরভাবে, তাড়াহুড়ো করলে কোনদিনও সাফল্য পাবেন না।
-
ব্যবসায় লাভ আছে আবার লস হতেও পারে এটা মেনে নিতে হবে। কিন্তু লস হলে ভেঙে পড়লে চলবে না। এতে প্রব্লেলেম সলভ হবে না বরং বেড়ে যাবে। আমি লসটাকে একটা শিক্ষা হিসেবে গ্রহন করি। কি প্রব্লেমের কারনে আমার লস হল সেগুলি চিহ্নিত করার সুযোগ পাই এবং সচেতন হয়ে যাই। লস হলে ফোরামে মানসম্মত পোস্ট বেশি বেশি করে করি। এগুলো থেকে প্রাপ্ত বোনাস থেকে ব্যবসা করার পূনরায় সুযোগ পাই।
-
ফরেক্স ট্রেডিংকে আমি ব্যাবসা মনে করতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি আর আমি এটা বেশ ভাল করেই জানি যে ব্যাবসায়ে যেমন লাভ হবে ঠিক তেমনি লসও হবে তবে এটা ঠিক যে যখন কোন ট্রেডে লস হয়ে যায় তখন ঐ মূহত্বে একটা খারাপ লাগে তবে পরবর্তীতে যখন সেই লসকে রিকভার করে ফেলি তখন আবার অনেক ভাল লাগা নিজের মধ্যে কাজ করে আবারও নব উদ্দমে ট্রেডে করার উতসাহ পাই।
-
ফরেক্স এ লাভ লস দুইটাই আসে তাই আমাদের সব সময় লাভের ছিন্তা করলে এই বাবসা থেকে কোন টাকা আয় করতে পারবো না। আমি যখন কোন সময় এই বাসবায় লস করি তখন আমি আবার নতুন করে ট্রেড করি এবং আবার লাভ করার জন্য অপেক্ষা করি।
-
আমার মনে হয় যদি কেউ ফরেক্সে লসের কারনে যদি বেশি পরিমাণে রিক্স নেন তবে সেটা হবে একান্তই মুর্খতার পরিচয়। এতে করে আরও খারাব পর্যায়ে চলে যাবে। কেননা আপনি যে কোন ব্যবসা করতে যান না কেন সেখানে যদি লস না থাকে তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। ব্যবসা মানেই হচ্ছে লাভ এবং লস দুটোই থাকতে হবে। এটাই ব্যসার ধরন । কিন্তু লসগুলো যেন তুলনামূলকভাবে কম হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে সেই সাথে কমিয়েও আনতে হবে। কিন্তু তাড়াহুড়ো করলে কোনদিনও সাফল্য পাবেন না।
-
যেকোন ব্যবসাতেই লাভ এবং লস রয়েছে। ব্যবসায় যখন লাভ হয় তখন খুব ভাল লাগে, আর যখন লস হয় তখন খুব খারাপ লাগে। আর এটাই স্বাভাবিক। অন্যান্য ব্যবসার মতো ফরেক্মও একটি ব্যবসা তাই এখানেও লস হতে পারে, এই ভেবে নিজেকে গুছিয়ে নিয়ে আবার ট্রেড শুরু করি। আর অন্যান্য ব্যবসার লোকেরা যখন লস করে, তারা তখন ব্যবসার হাল আরো শক্ত করে ধরে রাখে।
-
ফরেক্স ট্রেডিং এ যখন লস হয় তখন আমার মন অনেক খারাপ হয়ে যায়।যেকোনো ট্রেডারের ই ফরেক্সে লস হলে মন খারাপ হয়ে যায়।তবে একটা জিনিস মাথায় রাখতে হয় যে লাভ লস ব্যবসারই অংশ।ব্যবসায় যে রকম লাভ হয় তেমনি লসও হয়।তাই যখন বয়স হয় তখন মনকে সান্ত্বনা দিয়ে লস থেকে উত্তরণের উপায় খুঁজতে হয়।কি জন্য লস হলো তার কারণ খুঁজে বের করে নিজেকে শুধরিয়ে নেওয়া টাই সবথেকে বুদ্ধিমান এর কাজ।
-
ফরেক্স যেহেতু ব্যাবসা লাভ লসতো থাকবেই । তাই যখন আমার লস হয় তখন আমি প্রথমে খুজে বের করার চেষ্টা করি লসের কারনটা কি? তার নিজেকে নিয়ন্ত্রন করে আবার ধৈর্যর সাথে আবর সামনে আগাই । এবং নতুন করে ট্রেড করা শুরু করি ।
-
প্রতিটি ব্যবসাতেই লাভ লস থাকে, ফোরেক্স ব্যবসাও এর উর্ধে নয়। আপনি যদি ব্যবসায়ীক মন মানষিকতা নিয়ে ব্যবসা করতে নামেন তাহলে ফোরেক্স আপনার জন্য আসলেই একটি ভালো স্থান যেখান থেকে আপনি ভালো উপার্জন করতে পারবেন। লস করার পর মাথা গরম না করে লনের কারন ও করনীয় বের করুন। এটাই আপনাকে লক্ষে পেীছে দেবে।
-
ফরেক্সে ট্রেড করে যখন লস হয় তখন অনেক রাগ হয় এবং মাথা ঠিক রাখাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু কিছু করার নেই কারণ রাগ আর অধৈর্য হয়ে কিছুই করা যায় না বা সাফল্য আসে না সে ক্ষেত্রে পুনরায় আবার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিভাবে মুনাফা অর্জন করা যায় বা লাভ করা যায় । সফলতা যে আপনার কাছে একেবারেই এসে ধরা দিবে এটা ভাববে ভুলভাল দেন কারণ সফলতার জন্য আপনাকে অনেক পরিশ্রম এবং শ্রম দিয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।
-
হ্যা ফরেক্স এ কাজ করতে গেলে লস তো হবেই কিন্তু ভুল থেকে তো আমারা নতুন কিছু শিখতে পারি কি করনে আমার আজকে লস হল তার একটা চ্যাট করে পরবতীতে আমারা নিজেকে সুধরে নিতে পারি।কিন্তু লসের সময় আমারা অনেকেই খুব বেশি হতাস হয়ে যাই।কিছু কিছু কারনে কিংবা আমার ই বেশি লোভের আশাই হয়ত আমি লস করেছি তাই নিজেকে নিয়ে একটু আপসোস হওয়াটা স্বাভাবিক।
-
ভাই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কোন বিজনেস এ লস মেনে নেয়াটা খুবই কষ্টদায়ক । কিন্তু বিজনেস এ তো লাভ লস মানতেই হবে । আমরা যখন ফরেক্স ট্রেডিং এ কোন ট্রেড লস করি সেক্ষেত্রেও আমাদের অনেক কষ্ট লাগে । কিন্তু আমি মনে করি এই লসটা আমাদের শক্তি হিসেবে নিয়ে লসের কারণ অনুসন্ধান করে বের করতে হবে । যাতে ২ বার একি ভুলে আর লস না হয় সেটার বন্দোবস্ত করতে হবে । তাহলে আমি মনে করি যে লস আমাদের ভবিষ্যৎ ট্রেডিং এর জন্য কল্যাণকর হবে ।
-
যদিও ফরেক্স মার্কেটে লস করার সময় নিজেকে স্বাভাবিক রাখা খুবই কষ্টকর বিষয়।তার পরেও আমি যখন ফরেক্স মার্কেটে লস করে থাকি তখন যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করি। কারণ ওই সময় ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছুই করার থাকেনা।তাছাড়া আমি যদি ওই সময় ধৈর্য্য হারা হয়ে অবশিষ্ট ব্যালেন্স দিয়ে কোন ট্রেড ওপেন করে থাকি তাহলে আমার লস এর পরিমাণ বৃদ্ধি পাবে। তাই লাভকে যেমন সহজভাবে গ্রহণ করে থাকে তেমনি লাভের পাশাপাশি লসকে ও স্বাভাবিকভাবে মেনে নেয়ার চেষ্টা করি।এবং কি কারণে লস হলো সেই কারণগুলো খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তোলার চেষ্টা করি।
-
ফরেক্স ট্রেডে যখন লস হয়ে পড়ে তখন একটু খারাপ লাগে। মাঝে মাঝে টাকার যখন বেশি প্রযোজন হয় তখন হতাশাগ্রস্থ হয়ে পড়ি, তাতে আরো বেশি লসের সম্মুখিন হই। কিন্তু রর্তমানে এই সমস্যা থেকে নিজেকে অনেক সামলাতে সক্ষম হয়েছি। বর্তমানে লস হলে বেশি লস হওয়া আগে ট্রেড বন্ধ করে দেই এবং পরবর্ততে আবার সেই লস পূরন করতে সক্ষম হই।
-
এটা একদম সঠিক কথা যে লস করার সময় কারোরই মাথা সঠিকভাবে কাজ করে না যার ফলে অনেকের আরোও বেশি লস হয়ে থাকে। যখন প্রথম প্রথম আমি এই ব্যবসায় নামি তখন আমি সবসময় লস কাভার করার জন্য আমার লট বাড়াতাম কিন্তু ফলাফল সবসময় খারাপ আসতো। এখন আমি সেটা করি না। লস টাকে আমি খুবই সাধারণভাবে নিয়ে থাকি। আর লস করার পর সেটা পুনরুদ্ধারের কথা একদম ভুলে যাই আর নতুন করে ট্রেড শুরু করি। এতে করে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যার ফলে আমি খুব সহজেই ভাল সিদ্ধান্ত নিয়ে আমার আগে লস পুরুদ্ধার হয়ে আরোও মুনাফা করতে পারি। আমার মনে হয় সকলেরই তাই করা উচিত।
-
ফরেক্স এর যখন আমরা একটি ট্রেডে লাভ হয় তখন লাভ দেখার সঙ্গে সঙ্গে ট্রেড ক্লোজ করে দেই। আর যখন লস হয় তখন আমরা ট্রেডটি ধরে রাখি যে, এটা লাভে আসবে তখন আরো বেশি লস হয় এবং একসময় একাউন্ট জিরো হয়ে যায়। তাই আমি মনে করি যখন ট্রেড লসে যাবে তখন মার্কেট নিয়ে আরো নিখুঁতভাবে এ্যানালাইসিস করে হয় ট্রেড অল্প লসে ক্লোজ করে দিব। তাবে অবশ্যই ট্রেড নেওয়ার পূর্বে ভাল করে এ্যানালাইসিস করাটা উত্তম।
-
আপনার ফরেক্সে লস হয়ে গেলে মন খারাপ করে কি লাভ, লস তো হয়ে গেলো। তাই আপনার উচিত লস হবার কারন খুজে বের করা। মার্কেট মুভমেন্ট বুঝে ট্রেড ওপেন করা। মানিমেনেজমেন্ট করা। এন্ট্রি থেকে ট্রেড নেওয়া। বেলেন্স অনুযায়ী ভলিউম সেট করা। ২-৫ হাজার পিপ্স হাতে রেখে ট্রেড ওপেন করা।
-
আমাদের সময়ে বেশিরভাগ লোকেরা আমাদের থ্রেডগুলি পড়তে চলেছে এমন লোকদের সম্পর্কে সত্যই ভাবেন না, কারণ যদি আমরা তা করি তবে তাদের অবশ্যই আমাদের এই বিষয়টি জেনে রাখা উচিত যে তারা আমাদের পোস্টটি পড়তে থেকে একরকম জ্ঞান এবং ধারণা অর্জন করতে এবং এটিকে ভাল করে তুলতে চাইবে। অন্যেরা যারা আমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য সন্ধান করছেন এবং প্রতিদিন বা মাসে আমরা কতগুলি অকেজো পোস্ট করি তার দিকে মনোনিবেশ করতে শুরু করি।
-
এই ব্যবসায়টিতে অনুশীলন করা একটি কঠিন বিষয় হ'ল একটি ইতিবাচক মানসিকতা যতটা সহজ তবে অনুশীলন করা শক্ত কারণ আপনি যখন লাইভ ট্রেডিং করছেন তখন আপনার ব্যবসায়ের প্রতি আবেগ অনেক বেশি হয়ে যাবে এবং আপনি যখন নেতিবাচক বাণিজ্য করবেন তখন আপনি শুরু করেছিলেন আতঙ্ক এবং আপনার ইতিবাচক মানসিকতা আপনাকে আরও ক্ষতিতে বাঁচিয়ে অদৃশ্য হয়ে যায় যদি আপনি এই পরিস্থিতিতে লেনদেন চালিয়ে যান তবে সত্যই যদি আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখতে পারেন তবে আপনি ট্রেডিংয়ে সাফল্য অর্জন করতে পারবেন।
-
হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ আমরা সকলেই ফরেক্স মার্কেটে প্রবেশ করে আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে ধারাবাহিক উপায়ে ভাল অর্থ উপার্জনের মাধ্যমে আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারি someone আমার কারওরকম উদ্দেশ্য থাকতে পারে ut তবে আমাদের টার্গেট যাই হোক না কেন আমাদের লক্ষ্য রাখা উচিত should আমাদের মনে যাতে লক্ষ্য অর্জনের জন্য আমাদের কাজের দিকে লক্ষ্য রাখা উচিত।
-
ফরেক্স এ যখন একটা ট্রেড এ লস হয় তখন এটা প্রফেশনাল ভাবে নিতে হবে। এটা আমাদের ব্যবসার খরচের মত ধরতে হবে। ফরেক্স এ যে লস না মেনে নিতে পারবে সে কোনদিন এই মার্কেট থেকে সফল হতে পারবে না। ফরেক্স মার্কেট ১০০% ট্রেড এ সফল হওয়া যায় না।
-
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক কথা বলেছেন যে ফরেক্সে ট্রেডিংয়ে ঠিকে থাকাই সবছেয়ে কঠিন একটা কাজ তাই যদি কোন কারনে আপনার বড় রকম লস হয়ে থাকে তবে তা পুরনের জন্য কোন বাড়তি রিস্ক বা তাড়াুহুড়ো করে কোন পদক্ষেপ নিবেন না কারন হিতে বিপরীদ হলে আপনি ইক্যুইটি হারাবেন ধর্ষ্য ধরুন মার্কেট আপনাকে সুযোগ দিবে। ধন্যবাদ।
-
হাই গাইস, আপনার যথাসাধ্য করুন এবং সেরা পথে যাত্রা করুন, আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে আগ্রহী হন এবং আপনি যদি এখানে ভাল পরিমাণে লাভ করতে চান তবে ফরেক্স সম্পর্কে যতটা সম্ভব জ্ঞান এবং ধারণা গ্রহণ করুন। এখানে অনেক ফরেক্স ফোরাম রয়েছে যা আপনাকে ফরেক্স ট্রেডিং শিখতে সহায়তা করবে, ভাল ফরেক্সটি সাবধানে শেখার জন্য এটিও সেরা ফোরাম, শুভকামনা
-
ঠিক বলেছেন।সব ধরনের ব্যবসাতে লস আছে। তাই লস মেনে নেয়াই ভাল। আনার ক্ষেত্রে মাঝে নাঝে লস মেনে নেয়া কঠিন হয়ে যায়। এখন আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করতেছি। আশা করি পরবর্তীতে লস মেনে নিয়ে নিজেকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবো
-
ফরেক্স এ ট্রেড করি তাদের লাইফ স্টাইল অন্নদের চেয়ে একটু আলাদা হওয়ার সম্ভবনা বেশি। কারন অনেক সময় ফরেক্স ট্রেডার দের রাত ও জাগতে হয় । রাত জেগে অপেক্ষা করতে হয় অর্ডার প্লেস করার বিশেষ মুহুরত টির জন্য । যা অন্যান্য প্রফেশন এর ক্ষেত্রে ঘটেনা বললেই চলে। তাই ফরেক্স ট্রেডার দের লাইফ স্টাইল অনন্যাদের তুলনায় একটু আলাদা।
-
ফরেক্স ট্রেডিংযে আমি অনেক বার লস করেছি আর প্রত্যেক বার আমি সেই ঘটনাকে স্বাভাবিক ভাবে নিয়েছি কারন আমি জানি যে ব্যবসায়ে লাভ যেমন হয় ঠিক তেমনি লসও হয় তবে সবসময় আমি লসের প্রকৃত কারন অনুসন্ধান করে বের করতে চেষ্টা করেছি এবং ভবিষ্যত্বে যেন ঐ ভূলের কারনে আর লস না হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করেছি।
-
ফরেক্স একটি ব্যবসা তাই এখানে যেমন লাভ আছে তেমন লস থাকবে এটা স্বাভাবিক। ব্যবসা করে সবাই লাভ করার জন্য। তবে এটাও মনে রাখা উচিত যে লসও হতে পারে। তাই লস করলে কখনো ভেঙে পড়া যাবে না। আমি লসটাকে স্বাভাবিক হিসেবেই গ্রহণ করে থাকি। কারণ এটা ব্যবসার অংশ। তাছাড়া লস করলে অনেক কিছু শেখা যায়। আমি কি কারনে লস করলাম লস করলে সেটাও যাচাই করা হয়ে যায়। তখন নিজেকে আরও সর্তকতা অবলম্বন করার সুযোগ পাই যাতে ভবিষ্যতে এরকম প্রবলেম ফেস করতে না হয়। তাই মাঝে মাঝে লস করা ভালো যদি লস থেকে কিছু শেখা যায়। কিন্তু তাই বলে লসকে প্রশ্রয় দিলে হবেনা।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতেহলে আমাদের কে প্রথম প্রথম অনেক ত্যাগ শীকার কোরতে হবে। ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত আমাদের অদক্ষতার কারনে আমরা ফরেক্স মার্কেট এ লস দিয়ে থাকি। ফরেক্স মার্কেট এ আমরা যখন ট্রেড করি তখন সাধারপ্নত লস হয়ে থাকে। আর যখন আমি ফরেক্স মার্কেট এ লস দি তখন আমি মনেকরি আমার জন্য ভালো হয়েচে কারন এর থেকে আমি আমার ভুল্গুল ধরতে পাড়ব এবং তা শূদ্রে নিতে পাড়ব।
-
যে কোনও ব্যবসায়ের সুবিধাগুলি এবং দুর্ভাগ্য রয়েছে। ব্যবসায় উত্পাদনশীল হয়ে ওঠার পরে গ্রহণযোগ্য হয় এবং এটি হারিয়ে গেলে ভয়ানক হয়। এছাড়াও, এটি সাধারণ। বিভিন্ন সংস্থার মতো, ফরেক্স অতিরিক্তভাবে একটি ব্যবসা, সুতরাং সেখানে কোনও দুর্ভাগ্য হতে পারে, তাই আমাকে নিজের পরিবর্তন করতে হবে এবং আরও একবার বিনিময় শুরু করা উচিত। এছাড়াও, যখন বিভিন্ন সংস্থার ব্যক্তিরা ওয়াশআউট করেন, তখন তারা ব্যবসা আটকে রাখেন।
-
লাভ লস মিলিয়েই ব্যবসা । সব সময় যদি শুধু লাভ হত তাহলে ফরেক্স মার্কেটকে কেউ ভালোবাসতো না । এটা হয়ে যেত জোয়ারি খেলা। ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হবেই । ট্রেডার হিসাবে আপনাকে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে । আপনি ফরেক্স ট্রেড করার সময় যখন লসে পরে যাবেন তখন আপনার মাথা স্বাভাবিক ভাবেই খারাপ হয়ে যাবে। সেই সময় আপনি দৈর্য্য ধরে আপনাকে ট্রেড করে যাইতে হবে । এতে হয়তো আপনার লসের পরিমাণ কমে যাইবে ।
-
ফরেক্স ট্রেডিংযে আমি অনেক বার লস করেছি আর প্রত্যেক বার আমি সেই ঘটনাকে স্বাভাবিক ভাবে নিয়েছি কারন আমি জানি যে ব্যবসায়ে লাভ যেমন হয় ঠিক তেমনি লসও হয় তবে সবসময় আমি লসের প্রকৃত কারন অনুসন্ধান করে বের করতে চেষ্টা করেছি এবং ভবিষ্যত্বে যেন ঐ ভূলের কারনে আর লস না হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করেছি।
-
সব সময় যদি শুধু লাভ হত তাহলে ফরেক্স মার্কেটকে কেউ ভালোবাসতো না এটা হয়ে যেত জোয়ারি খেলা ট্রেডার হিসাবে আপনাকে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে আপনি ফরেক্স ট্রেড করার সময় যখন লসে পরে যাবেন তখন আপনার মাথা স্বাভাবিক ভাবেই খারাপ হয়ে যাবে কেননা আমরা সবাই লাভের প্রত্যশা করলেও কেউ কিন্ত লসের প্রত্যশা করি না কেননা আমরা মনে করি যে আমাদেরকে অবশ্যই বেশি পরিমাণে লাভবান হতে হলে বেশি পরিমাণ কাজ করতে হবে তবে লসের মুহুর্তে আমি সেদিনের মত আর ট্রেড করি না ।
-
ফরেক্সে দক্ষতা ছাড়া ট্রেডিং করে লাভ করা সম্ভব না। যদি কুন সময় আমি লস করি। আমি কি কারণে লস করলাম তা খুজে বের করব এবং পরবর্তিতে সেই ভূল যাতে আর না হয় সেদিকে লক্ষ রাখব। লস করে মাথা খারাপ করার দরকার নাই।
-
ব্যবসার মধ্যে লাভ লস এই দুই থাকে আর ফরেক্স থেকে কখন লাভ অথবা লস এই দুই নিয়ে ফরেকাস ট্রেডাররা ট্রেড করে । তাই আমি বলব লাভ লস এর চিন্তা না করে ভাল ভাবে ট্রেড করা শিখুন তবে আস্তে আস্তে লসের পরিমান কমে যাবে এবং ভয়কে জয় করতে শিখুন তবে লসকে স্বীকার করে লাভের পরিমান বেশি থাকবে । আর নিজের ভুল গুলিকে বার বার প্রশ্রয় না দিয়ে সংযত হন ।
-
ফরেক্সে দক্ষতা ছাড়া ট্রেডিং করে লাভ করা সম্ভব না। যদি কুন সময় আমি লস করি। আমি কি কারণে লস করলাম তা খুজে বের করব এবং পরবর্তিতে সেই ভূল যাতে আর না হয় সেদিকে লক্ষ রাখব। লস করে মাথা খারাপ করার দরকার নাই।
-
ফরেক্সে দক্ষতা ছাড়া ট্রেডিং করে লাভ করা সম্ভব না। যদি কুন সময় আমি লস করি। আমি কি কারণে লস করলাম তা খুজে বের করব এবং পরবর্তিতে সেই ভূল যাতে আর না হয় সেদিকে লক্ষ রাখব। লস করে মাথা খারাপ করার দরকার নাই।
-
ফরেক্সে লস হলে আমার কাছে একটু কষ্ট লাগে। তবে যে কারনে লস হচ্ছে সেটা উদ্ঘাটনের চেষ্টা করি পরবর্তীতে সেই ভুল না করার জন্য প্রস্তুতি গ্রহণ করি।
-
ফরেক্সে ট্রেড করলে যেকোনো সময় লস হতেই পারে এটা মেনে নিয়েই কাজ করা উচিত। তবে পেছনের লস থেকে শিক্ষা নিয়ে অর্থাৎ লসের কারণ জেনে-বুঝে পরবর্তী পদক্ষেপে অগ্রসর হতে পারলে লস কমানো সম্ভব
-
ফরেক্স মার্কেট এ বিজিনেস করতে আসলে আপনাকে অব্যশই লস এর সন্মূখীন হতে হবে,কেউ এক টানা এই বিজিনেস থেকে লাভ করতে পারেনা,কিন্তু লস হলে আমাদের মাথা ঠিক থাকেনা,কিন্তু এই সময় মাথা ঠান্ডা রেখে আবার ট্রেড করে আমাদের লস রিকোভার করার চেষ্টা করতে হবে,লস এই বিজিনেস এ হবে,কিন্তু লস যেনো লাভের থেকে বেশি না হয় সেই দিক খেয়াল রাখতে হবে।
-
ফরেক্স মার্কেটে লস হতেই পারে ।এতে না ঘাবরিয়ে ঠানডা মাথাই নতুন ট্রেড শুরু করি ,