ফরেক্স মার্কেট এ স্টপ লস আমাদের অ্যাকাউন্ট কে অধিক লস থেকে রক্ষা করে । মার্কেট বিভিন্ন গতিতে মুভ করে । একটি ট্রেড এর বিপরীতে মুভ করলে অনেক লস হওয়ার সম্ভবনা থাকে এই জন্য ঠিক নির্দিষ্ট পরিমান লস ঠিক করার জন্য স্টপ লস ব্যাবহার করা হয় । একটি ট্রেড এ কি পরিমান আপনি লস মেনে নিবেন তার প্রাইস ঠিক করে ট্রেড টি তে স্টপ লস সেট করে দেয়া হয় ।