-
ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে আবেগকে পুরোপুরি ত্যাগ করতে হবে । ফরেক্স মার্কেট এ আবেগ এর বসে অনেক এর ব্যালেন্স শূন্য হয়ে গেছে । আপনি কোন রকম আনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করতে আপনার লস হওয়ার সম্ভবনা বেশি । এবং ঐ লস টাকে মেনে না নিয়ে ওভার ট্রেডিং করলে আরও বেশি লস হওয়ার সম্ভবনা থাকে । এই জন্য ফরেক্স মার্কেট এ আবেগ সম্পূর্ণ রূপে ত্যাগ করতে হবে ।
-
ফরেক্স এর একটি গুরুত্বপুর্ন ব্যপার হলো এখানে যদি আপানি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন তো এই মার্কেটে আপনার লস কেউ ঠেকাতে পারবে না তো তার জন্য অনেক ধৈর্য এবং একগ্রতা এবং তার সাথে আপনার প্রচুর প্রাক্টিস আপনাকে আপনার লস থেকে বাচাতে পারে।
-
ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আবেগ কে প্রস্রয় দেয়া যাবে না ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আবেগ দিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেট এ লস ছাড়া আর কিছু করার থাকবে না ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে বুঝে শুনে ট্রেড করতে হবে অনেক বুদ্ধি খাটাতে হয় এই মার্কেট নিয়ে এইজন্য আবেগ দিয়ে মার্কেট চলে না এজন্য আবেগ ত্যাগ করলে এই মার্কেটে শফল হওয়া শম্ভাব।
-
ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আবেগ কে প্রস্রয় দেয়া বোকামি ছাড়া আর কিছু না । আবেগ দিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেট এ লস ছাড়া আর কিছু এ করার থাকে না । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে বুজে শুনে জেনে বুজে। অনেক বিশ্লেষণ করতে হয় মার্কেট নিয়ে । আবেগ দিয়ে মার্কেট চলে না। আমার মতে এখানে এসে আবেগ কে স্টহান দেয়া মোটেও উচিত নয়।
-
ফরেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আবেগ ধরে রাখা। আপনি যদি আবেগ কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্সে সফল হতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার আবেগকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি ফরেক্সে লস করতে করতে একসময় নিঃশেষ হয়ে যেতে পারেন। ধন্যবাদ
-
মোঃ আনোয়ার হোসেন
কোন কিছুতে আবেগ থাকতে নেই ,বেশি আবেগ মানুষকে ধ্বংস করে দেয়, তাই ফরেক্সে বেশি আবেগ থাকতে নেই , বেশি আবেগ নিয়ে কাজ করলে আপনার লস হতে পারে ,তাই ফরেক্সে সফলতা পেতে হলে আবেগকে কন্ট্রোল করে স্রম দিতে হবে তাহলেই আপনি সফলতা পাবেন।
-
আহলা আবেগ কে বশে আনা আমাদের সবার পক্ষে খুব কস্তের বেপার । এর এই আবেগ যদি আপনি ফরেক্স এ চন্ত্রল্ল করতে পারেন তবেই আপনি অনেক অর্থ আয় করতে পারবেন এবং বাচাতে পারবেন আপনার অর্থ অ সময় ।
-
ফরেক্সে যে আবেগ ধরে রাখতে না পারে আসলে তারাই ফরেক্স গণ্ডীর বাহিরে চলে যায়। ফরেক্সে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই আবেগ কন্ট্রোল করতে হবে। আর আপনি যদি আপনার আবেগকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি ফুতুর হয়ে যাবেন এটাই স্বাভাবিক। ধন্যবাদ
-
শুধু ফরেক্সই না জীবনের প্রতিটা ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রন রাখতে হবে। তা না হলে প্রতিটি ক্ষেত্রে আপনি ফতুর হয়ে যাবেন। আবেগকে নিয়ন্ত্রন করে ফরেক্স করলে কখনো ফতুর হবেন না।
-
ফরেক্স বাবসা করতে হলে আপনাকে অবশ্যই আবেগ ধরে রাখতে হবে। আপনি যদি আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি অনেক তাড়াতাড়ি ফরেক্সে সফল হতে পারবেন। তাই আমি মনে করি, ফরেক্সে আবেগ আপনাকে ফুতুর করে দিতে পারে তাই আবেগ কন্ট্রোল করে ট্রেড করতে হবে। ধন্যবাদ
-
শুধু ফরেক্স বলে না যেকন ব্যাবস্যার ক্ষেত্রেই আবেগ খুব ক্ষতিকর একটা জিনিস । আবেগ দিয়ে আর যাই হোক না কেন ব্যাবসা করা যায় না। আর যদি ফরেক্স এর কথা বলতে যায় তাহলে তো একদম না । কারন ফরেক্স অন্যান্য ব্যাবসার চেয়ে অনেক বেশি ঝুকিপুর্ন একটা ব্যাবসা। ফরেক্স এ একটি ট্রেড ওপেন করার সময় আপনাকে সব দিক থেকে ভেবে চিন্তে ট্রেড ওপেন করতে হবে । তা নাহলে আপনার একটু আবেগ, একটা ভুল সিদ্ধান্ত আপনার অনেক বড় ক্ষতির কারন হতে পারে।
-
ফরেক্স ট্রেডিংয়ে একজন ট্রেডারের কোন বাবেই অবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয় কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আবেগী হবার কোন সুযোগ নেই যদি আপনি আবেগী হন তা একদিকে যেমন আপনাকে লাভ করা থেকে বন্চিত করবে আবার অন্যদিকে তা আপনাকে লসের দিকে ঠেলে দিবে তাই আবেগকে দুরে রেখে সবার ট্রেড করায় মনোযোগি হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।
-
ফোরেক্স মার্কেটে আবেগ অবশ্যই একটি খারাপ জিনিস এটি আপনাকে অনেক বেশি কাদাবে । কারন আপনার যখন লস হবে তখন আপনি লসটিকে দীর্ঘায়ীত করবেন এবং আপনার যখন লাভ হবে তখন অল্প লাভ নিয়ে বের হয়ে আসবেন তাই আমিও মনে করি এই মাকেূটে ভালো প্রফিট করতে হলে অবশ্যই আবেগকে দুরে রেখে নিজের চিন্তা শক্তিকে কাজে লাগানো উচিত।
-
ফরেক্স মার্কেটের একটি অন্যতম বিষয় হলো আপানর ইমোশন তো তার জন্য আপনাকে সবসময় সঠিক ভাবে আপানর ইমোশন কো কন্ট্রোল করতে শিখতে হবে । ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার শুধু মাত্র তাদের অর্থ লস করে থাকেন শূধু মাত্র ফরেক্স মার্কেটে তারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না
-
এটি একটি ভালো কথা ফরেক্সে আবেগ আপনাকে পথে বসিয়ে দিতে পারে। আসলে ফরেক্স এমন একটি জায়গা যেখানে আবেগের স্থান খুব কম। এটা আন্তর্জাতিক বাজার হওয়ার ফলে বিশ্বের সর্বস্তরের মানুষের এতে অংশগ্রহণ আছে। সবাই তার মেধাকে কাজে লাগিয়ে যুক্তি নির্ভর হিসাবের সাহায্যে ট্রেড করে থাকে। সেখানে আপনি যদি আবেগ নির্ভর ট্রেড করে থাকেন তাহলে আপনার অবস্থান কি হবে তা নিশ্চই অনুমেয়।
-
ফরেক্স মার্কেটে আবেগ চলে না ফরেক্স মার্কেট এখানে দলার ডিপজিট করে সেই দলার দিয়ে বিভিন্ন দেশের কারেন্সি পেয়ারে ট্রেড করে প্রফিট করতে হয় আর সেটা খুভ সহজ নয় ফরেক্স মার্কেট সব সময়ের জন্য উঠা নামা করছে এর মধ্যে মার্কেট কন দিকে যাবে সেঠা বঝা খুভ কটিন তাই ফরেক্স মার্কেটে আবেগ স্থান পায় না।
-
অাবেগ ফরেক্স মার্কেটের সবচেয়ে ভয়ানক দিক। একমাত্র আবেগের কারণে বহু ফরেক্স ট্রেডাররা তাদের একাউন্ট শূণ্য করে থাকেন। আবেগকে নিয়ন্ত্রন করে আমরা ফরেক্স ট্রেডিংয়ে সফলতা লাভ করতে পারি।
-
আসলেই বাস্তব যে ফরেক্স আবেগ ফতুর করে ফেলে তাই যেকোন ভাবে আবেগ কে কন্ট্রোল করতেই হবে না হলে এটার জন্য চরম মুল্য দিতে হবে আমি মনে করি আবেগ থাকা ভাল কিন্তুু এই রকম আবেগ থাকা ভাল না যে নিজেকে ফতুর করে ফেলে।
-
যদি আবেগ দিয়ে ফরেক্স করেন তাহলে আমি বলব ফরেক্স বাদ দিয়ে অন্য কোন কাজে সময় লাগান কারন আবেগ দিয়ে ফরেক্স মার্কেটে ফকির হওয়া যায়, কোটি পতি নয়। ফরেক্স এর প্রথম মন্ত হচ্ছে আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে ট্রেড করা। ার বিবেক দিয়ে করতে আপনাকে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। তাহলে ফরেক্স থকে আপনি অনেক আয় করতে পারবেন। নতুবা ফরেক্স আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। অবশেষে ফরেক্স কে দিশারপ করবেন,
-
মানুষ বড় আবেগ প্রবণ জাতি । যেকোন কিছুতেই তার আবেগ চলে আসে । আর যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব কিছুতে সফল হয় । ফরেক্সের বেলায় ও তাই । এখানে আপনাকে টিকে থাকতে হলে আবেগহীন হতে হবে । আবেগের বশবর্তী হয়ে এখানে কোন কিছু করা টিক না । আবেগকে নিয়ন্ত্রণ করে এখানে কাজ করতে হবে । তবেই আপনি ফরেক্স ব্যবসায় সফল হবেন ।
-
আবেগ যেমন আপনাকে অনেক উপরে তুলতে পারে তেমনি অনেক নিচেও নামাতে পারে। তাই বেশি আবেগ নয় যতটুকু আবেগ না হলেই নয় ততটুকু আবেগ দিয়ে ট্রেড করুন। সবসময় নিজেকে অতিরিক্ত লোভ হতে নিয়ন্ত্রন করুন। আবার ট্রেড করার ক্ষেত্রে ভয় পেলেও আপনি সামনে আগাতে পারবেন না। মার্কেটে সময় দিন আশা করি মার্কেট আপনাকে নিরাশ করবে না। ফরেক্সকে ভালোবাসুন ফরেক্সের সঙ্গেই থাকুন।
-
বাস্তব জীবনে আসলে আবেগের দ্বারা প্রভাবিত হয়ে কৃত কার্য কখনই সুফল বয়ে আনে না। আর ফরেক্স মার্কেটে েতা আবেগের কোন স্থানই নেই। আবেগের বসে এসে আপনি যখন কোন ট্রেড করবেন তখনই দেখবেন যে আপনার আর ব্যালেন্সের দিকে যথাযথো দৃষ্টি থাকবেনা ফলে যেকোনো সময়ে আপনি এই মার্কেটে দেউলীয়া হয়ে যাবেন।
-
মানবজীবনে আবেগ নিয়ন্ত্রন করা করা খুব জরুরী। ফরেক্স এর ক্ষেত্রে আরও। ফরেক্স ব্যবসায় আমি নতুন। এখানে আবেগ নিয়ে কাজ করলে আপনি ফতুর হতে বাধ্য হবেন। তবে ডেমো করে হোক বা রিয়েল ডিপোজিট করে হোক নিজের আবেগ কে কন্ট্রোল করতে হবে ।
-
শুধু আবেগ দিয়ে যেমন জীবন চলে না ফরেক্স মার্কেটে তেমন আবেগ দিয়ে চলে না এখানে আবেগ ক্ষতিকর তাই এখানে আবেগ কে স্থান দেওয়া যাবে না তাহলে আমাদের লস হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেট এ আপনি যখন দেখবেন যে আপনি যে ট্রেড দিচ্চেন তায়ি প্রপিট হচ্ছে তখন্ত আপনি ফরেক্স মার্কেট এর প্রতি আরও আবেগি হয়ে পরবেন।মনে করবেন যে আমি যে ট্রেড দিনা কেন সবিতো প্রপিট হবে। এই চিন্তা আপনি যখন মাথাই নিবেন তখন আপনার ফরেক্স মারেকেট এর প্রতি আগ্রহ জাগবে।আপনি হইত আবেগি হয়ে ফরেক্স মার্কেট এ ভুল ট্রেড দিয়ে দিবেন যা আপনার জন্য সুবো হবে না এবং আপনি ফরেক্স মার্কেট থেকে চিটকে পরেজেতে পারেন।
-
ফরেক্স হচ্ছে একটি ব্যবসা আর ব্যসায় আপনি আবেগ দিয়ে করতে পারবেন্না । যদি আবেগ দিয়ে করে তাহলে আপনি লস ছাড়া আর কিছুই করতে পারবেন না । আর তাই আপনার লস এড়ানোর জন্য ফরেক্স ব্যবসায় আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে । যদি করতে না পারেন তাহলে ফরেক্স আপনার জন্য নয় ।
-
ফরেক্সে যে আবেগ ধরে রাখতে না পারে আসলে তারাই ফরেক্স গণ্ডীর বাহিরে চলে যায়। ফরেক্সে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই আবেগ কন্ট্রোল করতে হবে।আবেগ আপনাকে অনেক বেশি ঝুঁকি নেয়াবে। আপনার সব স্বাভাবিক জ্ঞান হারিয়ে যাবে এবং আপনি কিছু বোঝার আগেই শেষ হয়ে যাবেন। যাদের একটু অভিজ্ঞতা আছে ফরেক্স এ তারা অবশ্যই আপনাকে সমর্থন দেবে এতে কোন সন্দেহ নাই। কারন আবেগ আপনাকে অনেক বেশি ঝুঁকি নেয়াবে। আপনার সব স্বাভাবিক জ্ঞান হারিয়ে যাবে এবং আপনি কিছু বোঝার আগেই শেষ হয়ে যাবেন।
-
আসলে এটা ঠিক কারন ফরেক্স এ আবেগের কোন জায়গা নাই এটা সম্পূর্ণ আপনার জ্ঞানের উপর নির্ভর করে ফরেক্স থেকে আপনি যদি ভাল আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান অর্জন করতে হবে আপনাকে বিভিন্ন নিউজ এনালআইসিস করতে শিকতে হবে
-
ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে আমাদের কে ফরেক্স এর কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেমন আমরা যদি ফরেক্স মার্কেট এ লোভ লালসা বেসি করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ লস এ পরব এবং ফরেক্স মার্কেট থেকে ছিটকে পরে জাব। ফরেক্স মার্কেট এ লোভ এর কোন স্থান নেই। আপনি ফরেক্স মার্কেট এ লোভ করচেন ত ফরেক্স মার্কেট থেকে ছিটকে পরচেন। তাই আমাদের কাজ হবে আগে লোভ কে চোটি দিব তারপর ট্রেড করবো।
-
অবশ্যই আবেগ দিয়ে কোন ব্যাবসায় চলতে পারে না । কারন ফরেক্স এ আপনি আবেগ কে প্রস্রয় দিলে সত্যি আবেগ আপনাকে ফালতু করে দিতে পারে।ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে বুজে শুনে জেনে বুজে। আবেগ দিয়ে মার্কেট চলে না।
-
ফরেক্স মার্কেটে কোন আবেগ চলে না ফরেক্স মার্কেটে নিজের কোন মঙ্গরা কোন কিছু চলে না তাই ফরেক্স মার্কেটের যে নিওম কানন আছে সবসময় সেই গুলো এর দিকে খেয়াল রাখতে হবে তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে তানাহলে ফরেক্স মার্কেট আবেগ প্রকাশ করলে ফরেক্স ফতুর করে দেবে।
-
এটা ঠিক যে আবেগ দিয়ে ব্যবসা চলেনা আবেগের জন্য ব্যবসায়ে লস যায় কিন্তু এটাও ঠিক মানুষ আবেগ ছাড়া চলতে পারেনা। তাই এটা কন্ট্রোল করা খুবই কঠিন ভালো জেনেবুঝে করলে আর আবেগের প্রয়োজন হয়না আর ফতুর হওয়ার সম্ভাবনাও আর থাকেনা। তাই আমার মনে হয় ভালো অভিজ্ঞ্য হয়ে ফরেক্স ট্রেডিং করা উচিৎ।
-
কোন ব্যবসাতেই আবেগের কোন মূল্য নেই।যদও আমরা আবেগ নিয়ে কাজ করতে চাই না তবুও কিছু কিছু সময় আবেগ বসত কারণে সেটা করে ফেলি।আবেগকে দমন করে বাস্তবতা মেনে নিয়ে সতকর্তা অবলম্নন করে মেধা-মননকে সঠিকভাবে কাজে লাগালেই ফরেক্স আবেগ এর মিনিং হবে গেইন অর গেইন।
-
কোন ব্যবসাতেই আবেগের কোন মূল্য নেই।যদও আমরা আবেগ নিয়ে কাজ করতে চাই না তবুও কিছু কিছু সময় আবেগ বসত কারণে সেটা করে ফেলি।আবেগকে দমন করে বাস্তবতা মেনে নিয়ে সতকর্তা অবলম্নন করে মেধা-মননকে সঠিকভাবে কাজে লাগালেই ফরেক্স আবেগ এর মিনিং হবে গেইন অর গেইন।
-
এটা ঠিক যে আবেগ দিয়ে ব্যবসা চলেনা আবেগের জন্য ব্যবসায়ে লস যায় কিন্তু এটাও ঠিক মানুষ আবেগ ছাড়া চলতে পারেনা। তাই এটা কন্ট্রোল করা খুবই কঠিন ভালো জেনেবুঝে করলে আর আবেগের প্রয়োজন হয়না আর ফতুর হওয়ার সম্ভাবনাও আর থাকেনা। তাই আমার মনে হয় ভালো অভিজ্ঞ্য হয়ে ফরেক্স ট্রেডিং করা উচিৎ।
-
ফরেক্স মার্কেটে কোন আবেগ চলে না ফরেক্স মার্কেটে নিজের কোন মঙ্গরা কোন কিছু চলে না তাই ফরেক্স মার্কেটের যে নিওম কানন আছে সবসময় সেই গুলো এর দিকে খেয়াল রাখতে হবে তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে তানাহলে ফরেক্স মার্কেট আবেগ প্রকাশ করলে ফরেক্স ফতুর করে দেবে।
-
অাপনার সাথে আমি সম্পূর্ণরুপে সহমত পোষণ করছি আবেগ , লোভ , অতি আত্নবিশ্বাস ইত্যাদি আমাদের খুবই দুর্বল জায়গা আমরা যখন বিবেককে প্রধান্য না দিয়ে আবেগের বশে ট্রেড করি তখন সে আবেগই আমাদের জন্য কাল হয়ে দাড়ায় আবার অতি আত্নবিশ্বাস দিয়ে ট্রেড করতে গেলেও আমরা একই ধরনের সমস্যর মুখোমুখি হই তাই আপনার বিবেককে প্রধান্য দিয়ে ট্রেড করুন এতে করে ভালকিছু অর্জন করতে পারবেন
-
একথা ঠিক যে ফরেক্সে আবেগ আমাদের ফতুর করে দিতে পারে । ফরেক্স হচ্ছে একটি অনলাইন ব্যবসার মাধ্যম , এর মাধ্যমে যেকেউ ফরেক্স মার্কেট এ যোগ দিয়ে প্রতিমাসে আয় করতে পারে । কিন্তু কেউ যদি এই ফরেক্স মার্কেটে আবেগের ফলে ব্যবসা করে তবে তার লাভ না হয়ে লস হবে আর সে ফতুর হয়ে যাবে । ফরেক্স কোন আবেগ বা লোভের জায়গা নয় , এখানে ব্যবসা করতে হলে ধর্য্য সহকারে ব্যবসা করতে হবে । না হলে ফরেক্স মার্কেট এ ব্যবসা করা কঠিন হয়ে যাবে ।
-
আবেগ হল যার কোণ বেগ নেই। ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আবেগ কে প্রস্রয়
দেয়া বোকামি ছাড়া আর কিছু না । আবেগ দিয়ে ট্রেড করলে ফরেক্স
মার্কেট এ লস ছাড়া আর কিছু এ করার থাকে না।
-
হ্যা অবশ্যই আমিও আপনার সাথে একমত আবেগপ্রবন হয়ে ট্রেড করলে এক নিমেষেই আমরা ফতুর বা ব্যালেন্স হারিয়ে ফেলতে পারি। তাই আমাদের কখনই আবেগ দিয়ে ট্রেড করা যাবেনা। মার্কেট এনালাইসিস করে, মার্কেটের গতিবিধি বুঝে ট্রেড করতে হবে। আবেগপ্রবন হয়ে কোন কাজ করাই ঠিক না তাতে ক্ষতির আশঙ্কাই বেশি।