-
ভাল ট্রেডার হওয়ার অনেক লক্ষন রয়েছে। যেমন ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা ফরেক্স এর উপর অনেক অভিজ্ঞতা অর্জন করা বুঝে শুনে ট্রেড করা বেশি লোভ না করা সব সময় ফরেক্স নিজয়ে এনালাইসিস করা। আমি মনে করি এব করলে যে কোন ট্রেডার একদিন ভাল একজন ট্রেডার হতে পারবেন তার জন্য ফরেক্সকে সব সময় সিরিয়াস ভাবে নিতে হবে।
-
ভাল ফরেক্স ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেট সম্পরকে অভিজ্ঞতা থাকতে হয় বা কিভাবে ফরেক্স মারকেটে টড়েড করলে ভাল প্রফিট পাওয়া জেতে পারে সেই সম্পরকে ভাল ধারনা অর্জন করতে হয় একজন ভাল ফরেক্স ট্রেডার সবসময় মারকেটে টড়েড করে না বা এন্ট্রি নেয় না অনেক দেখে সুনে বা এনালাইসিস করে একটি ট্রড করে ।
-
১। একজন ভাল ত্রেদার ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারে।
২। সে সব সময় মার্কেট সম্পর্কিত নিউজ দেখে।
৩। সে লোভ করে না।
৪। সে মার্কেট আনালাইসিস করে ট্রেড শুরু করে।
৫। সে লস করে ভেঙে না পড়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে,
-
একজন ভালো ট্রেডার হতে হলে অনেক গুলো গুণ থাকতে হবে। প্রথমত সে ট্রেডিং ম্যানেজম্যটকে অবশ্যই মেনে চলবে। দ্বিতীয়ত সে মার্কেট আনালাইসিস করে ট্রেড শুরু করতে হবে। তৃতীয়ত তাকে মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। এছাড়াও আরও অনেক দিক তাকে খেয়াল রাখতে হবে বলে আমি মনে করি। তাহলেই এক জন ভালো মানের ট্রেডার হতে পারা যাবে
-
ভালো ট্রেডার এর লক্ষণ কি কি আমি তো সেটা জানি না আর আমি জানার জন্যই তো এই ফোরামে এসেছি কেউ কি আছে এই ফোরামে আমাকে একটু এই ব্যাপারে আরও বিস্তারিত বলবে আমি যাদের কমেন্ট গুলো এখন পর্যন্ত পড়লাম সেগুলোর মধ্যে এক টির মধ্যে আমি সম্পূর্ণরূপে ভালো ট্রেডার সম্পর্কে ধারণা পাই নাই
-
ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডারের লক্ষন হল তারা সবসময় ট্রেড করে না তারা সবসময় মার্কেটে থাকে না তারা মাসে বেশি ট্রেড করে না তারা ভাল কোন পজিসন পেলে মার্কেটে এন্ট্রি নেয় তানা হলে মার্কেট ট্রেড করে অপেক্ষা করে যখন ভাল ট্রেড পায় তখন সুধু তারা ট্রেড করে ।
-
ভাল ট্রেডার ,১)ভাল মানি ম্যানেজমেন্ট ২)লস ঠাণ্ডা মাথায় নেওয়া ৩) ঠিকমত এনালাইসিস করে ট্রেড করা ৪)অপরের কথাই ট্রেড না করে নিজস্ব সিসটেমে ট্রেড করা ৫)আত্ম বিশ্বাসী
৬)বুদ্ধি মতা সম্পন্ন ৭)সৃজনশীল সম্পন্ন ৮)ট্রেডিং বিষয়ে পূর্ণ ধারণা থাকা।৯)সঠিক প্লান করা ১০)সুস্থ ভাবে ট্রেড করা ১১)সুনিদির্ষ্ট কিছু পেয়ার সিলেক্ট করে তারপর ট্রেড করা।১২)আত্ম প্রত্যয়ী
-
একজন ভাল ট্রেডারের কিছু ভাল গুণ থাকতে হয় এবং এই গুনগুলোর মধ্যে মানি ম্যানেজমেন্ট করতে জানতে হবে, লোভ থেকে তাকে বিরত থাকতে হবে, প্রতিদিনের ফান্ডামেন্টার নিউজগুলো দেখতে হবে, এ্যানালাইসিস করা জানতে হবে, ট্রেডের ক্ষতির সময় মনবল ঠিক রাখতে হবে। তাহলেই একজন সফল ট্রেডার হওয়া সম্ভব।
-
আমি ফরেক্স এ নতুন।আমার কিছু বাজে সভাব প্রকাশ পাইছে যেমন বিভিন্ন গ্রুপের ফি সিগনাল দেখে টেড দেই যে গুলোর অধিকাংশই আমার বিপরিত হয়ে যায়,লসে খুব আপসেট। লস টেড কাটি না পূজা দেওয়ার আশায় ইত্যাদি।এসব থেকে কিছুতেই যেন মুক্তি পাচ্ছি না।এনালাইসিস বাদে টেড করে থাকি।আসলে এনালাইসিস করা বুঝি না।তাই আমার এ অবস্থা
-
ভালো ট্রেডার বলতে আপনি যদি সফ্যল ট্রেডারের কথা বুঝান তা হলে আমি বলবো ভালো ট্রেডারা সব সময় দেখে শুনে ট্রেড করে মানে এনালাইসিস ছাড়া ট্রেড করে না তারা ব্যকআপ ছাড়া ট্রেড ওপেন করে না এবং সপ্তাহে ২-৪ টা ট্রেড করে থাকে এবং তা লং টাইম তাই আমি বলবো আপনি যদি ভালো ট্রেডারদের সাথে তালমিলেয়ে চলতে তান তাহরে এই পথ অনুয়ায়ী চলুন তাহলে আপনি সাফল্য ট্রেডার হতে পারবেন বলে আমি মনে করি।
-
ভালো ট্রেডারের লক্ষ্মণ গুলো নিম্নরূপ। ১। ধৈর্য সহকারে ট্রেড করা। ২।আপনি লসগুলো ঠাণ্ডা মাথায় নিতে শিখবেন। ৩।আপনি একটা ট্রেডিং প্ল্যান অনুযায়ী আগাবেন। ৪।আপনার লস গুলো খন খুব লারজ হবেনা, কারন আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন। ৫। আপনি বুঝতে শিখবেন যে লস খুব স্বাভাবিক ব্যাপার। ৬। লস খেয়ে ভেঙে পড়বেন না, বরং ফাইট ব্যাক করে আবার প্রফিটে ফিরে আসতে পারবেন।
-
একজন ভাল ট্রেডার এর অনেক গুলো লক্ষন থাকে, সে সব সময় মার্কেট নিয়ে এনালাইসিস করে, সে অভিজ্ঞ ট্রেডার দের অনুসরণ করে, না বুঝে সে কখনও ট্রেড ওপেন করে না, তার ভাল মন মানুসিকতা নিয়ে ট্রেড করে। এবং সে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করার জন্য সর্বদা কঠোর পরিসরম করে।
-
আমি মনে করি যে, ফরেক্স এ ভাল ট্রেডারের লক্ষন হচ্ছে তারা মাকে'টের গতি বোঝার চেষ্টা করে। তার পর তারা নিধা'রন করে মেলে থাকব না বাইয়ে থাকব। এই মাকে'টে সেল এবং বাই দুই দিকেই লাভ হয়। ভাল ট্রেডারের গুন হল এরা লট সাইজ নিধা'রন করতে ভুল করে না। আর লট সাইজ নিধা'রন করে অল্প পিপ খাবে তাতেই তাদের একটা সন্তষ্ট জনক প্রফিট করতে পারে।
-
একজন ভালো ট্রেডার সবদিক খেয়াল রেখে ট্রেড করেন। নির্দিষ্ট একটা স্টেটিজি মেনে ট্রেড করেন। কারন মার্কেট এ আপনার *যদি শৃঙ্খলা না থাকে তাহলে মার্কেট থেকে কখনোই প্রফিট করা যাবে না। একজন ভালো ট্রেড ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেটিক্যাল সবকিছু মিলিয়ে ট্রেড করেন।
-
তারপরে ভবিষ্যতের আরও ভাল প্ল্যানিংয়ের জন্য জ্ঞান অর্জনের প্রয়োজন হয় তাই এখানে নবাগতদের এই বিশ্ব অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে তাদের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, ডেমো অ্যাকাউন্টে তাদের সময় কাটাতে এবং অনুশীলন করার ফলে তারা এখানে প্রচুর পরিমাণে অর্থোপার্জন করতে সক্ষম হবে এবং এইভাবে তারা তাদের জীবনকে আরও উন্নত করতে এবং মুনাফা অর্জন করবে যাতে তাদের দক্ষতা এবং কৌশলগুলির সাথে সত্যিকারের বাজারটি অংশীদার
-
আমার মনে হয় ভালো ট্রেডাররা ইন্ডিকেটর বেসড ট্রেড করেন না। তারা সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করেন। সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করেন। ওভার ও রিভেঞ্জ ট্রেড করেন না। দুই একটা ট্রেডে লস হলে হতাশ হন না। মাস বা বছর শেষে লাভ লস হিসেব করেন।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য একজন ভাল ট্রেডার এর বিকল্প নেই। তবে সবাই ভালো ট্রেডার হতে পারেনা। ভালো ট্রেডারদের কিছু লক্ষণ বা গুণাবলী থাকে। যেমন; ফরেক্স মার্কেট সম্পর্কে তাদের পর্যাপ্ত দক্ষতা থাকে, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করার মত সক্ষমতা তাদের থাকে, প্রত্যেকদিন ট্রেড করার জন্য তারা উত্তেজিত হয় না, লোভকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, সব সময় মানি ম্যানেজমেন্ট মেনে ঝুঁকি কম নিয়ে ট্রেড করে থাকে, স্থির বুদ্ধি সম্পন্ন হয়, লস হলে কখনো ভেঙে পড়ে না বরং এটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে ইত্যাদি এগুলো একজন ভাল ট্রেডার এর লক্ষণ। আপনি যদি নিজেকে একজন ভাল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে ফরেক্স মার্কেটে বহুদিন থেকে থাকতে পারবেন। কিন্তু আপনি যদি ভালো ট্রেডার হওয়ার প্রতি মনোযোগ না দিয়ে কেবল প্রফিট এর উপরই বেশি মনোযোগ দেন তাহলে ফরেক্স মার্কেটে হয়তো বেশি দিন টিকে থাকতে পারবেন না।
-
ফরেক্স ট্রডিংয়ে ভালো মন্দ উভয় ধরনের ট্রেডার থাকে। যারা নিয়মিত ট্রেডে প্রফিট করতে পারে তাদেরকে ভালো ট্রেডার বলা হয়। কেননা এরা সবসময় ভালো মার্কেট অ্যানালাইসিস করতে পারে,এদের নির্ধারিত মানি ম্যানেজমেন্ট চমৎকার এবং এরা একটা ভালো ট্রেডিং প্লান করে ট্রেডিং করে। ফলে তাঁরা প্রতিনিয়ত প্রফিট পেতে থাকে। মূলত একজন ভালো ট্রেডার বহুবিধ ধৈর্য্য, অভিজ্ঞতা, শ্রম,ইত্যাদি গুনাবলির অধিকারি হয়ে থাকে।
-
ঠিক মত এনালাইজ করা, ভালো ধারনা অর্জন করা, লোভ না করা , সুযোগের সদ্ব্যবহার করা, সঠিক পরিকল্পনা করা, ম্যানেজমেন্ট করা, লস রিকভার করা এগুলাই মুটামুটি একজন ভালো ট্রেডারের লক্ষন বলে আমি মনে করি। একজন ভালো ট্রেডার অবশ্যই অধিক রিস্কে ট্রেড করবে না। একদম ঠান্ডা মাথায় একদম অল্প রিস্কে ট্রেড করে থাকেন এরা
-
একজন ভালো ট্রেডার কখনোই শক্ত এনালাইসিস ছাড়া ট্রেড করেনা এবং সবসময় মানি ম্যানেজমেন্ট মেনে চলে । তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা । তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে এবং দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে।তাদের টার্গেট পূরন হয়ে গেলে যতো ভালো সুযোগই পাক না কেন তারা নতুন কোন ট্রেড করেনা ।
-
ভালো ট্রেডার এর প্রধান গুণ আমার মতে নিজের লক্ষ্য স্থির রাখা। যত বাধা বিঘ্ন লাভ-লস যাই হোক না কেন নিজের লক্ষ্য থেকে কখনো সরে দাঁড়াবো না এমন শুধু সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে থাকা।
-
ভালো ট্রেডার এর প্রধান গুণ হচ্ছে নিজের লক্ষ্য ঠিক রাখা। নতুন নতুন কৌশল নতুন নতুন উদ্যমে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা। যে কোনো বাঁধাবিঘ্ন আসলে অথবা লস হলে ভেঙে না পড়ে নতুন উদ্যমে লক্ষ্যের দিকে অবিরাম গতিতে এগিয়ে চলা। লক্ষ্য একটাই সফলতা আমাকে অর্জন করতেই হবে।
-
আমি মনে করি যে, ফরেক্স এ ভাল ট্রেডারের লক্ষন হচ্ছে তারা মাকে'টের গতি বোঝার চেষ্টা করে। তার পর তারা নিধা'রন করে মেলে থাকব না বাইয়ে থাকব। এই মাকে'টে সেল এবং বাই দুই দিকেই লাভ হয়। ভাল ট্রেডারের গুন হল এরা লট সাইজ নিধা'রন করতে ভুল করে না। আর লট সাইজ নিধা'রন করে অল্প পিপ খাবে তাতেই তাদের একটা সন্তষ্ট জনক প্রফিট করতে পারে। এছাড়া ভাল ট্রেডারের অনেক গুলো লক্ষণ রয়েছে। যেমন- তার ভেতরে লোভ থাকবেনা। সে ভয় পাবে না। সে সব সময মানি ম্যানেজমেন্ট মেনে চলে। সে টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডম্যান্টাল এনালাইসিস করে ট্রেড করে না। তার নিজস্ব ট্রেডিং টেটেজি থাকে ইত্যাদি।
-
ফরেক্স এ ভাল ট্রেডারের লক্ষন হচ্ছে তারা মাকে'টের গতি বোঝার চেষ্টা করে। তার পর তারা নিধা'রন করে মেলে থাকব না বাইয়ে থাকব। এই মাকে'টে সেল এবং বাই দুই দিকেই লাভ হয়। ভাল ট্রেডারের গুন হল এরা লট সাইজ নিধা'রন করতে ভুল করে না। সব সময় তার ব্যালেন্সের দিকে নজর রেখে ট্রেড করে। সে কখনো লোভের বশবর্তী হয় না । কেননা সে এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ। তার লক্ষ্য সব সময় প্রফিটের চেয়ে ব্যালেন্সের দিকেই বেশি থাকে।
-
ফরেক্স একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভাল করে জানতে হবে । মার্কেট অনেক ভাল ভাবে এনালাইসি করতে হবে । তাই সবার অাগে ডেমো ট্রেড এর মাধ্যমে ম্যানেজমেন্ট শিখতে হবে । সব ব্যবসায় লাভ লস অাছে তাই ব্যবসায় লস হলে তা ঠান্ডা মাথায় নিয়ে বুঝতে হবে লস কেন হলো । যত বেশি ডেমো ট্রেড করবেন তত বেশি দক্ষ হয়ে উঠবেন ।
-
ভাল ফরেক্স ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেট সম্পরকে অভিজ্ঞতা থাকতে হয় বা কিভাবে ফরেক্স মারকেটে টড়েড করলে ভাল প্রফিট পাওয়া জেতে পারে সেই সম্পরকে ভাল ধারনা অর্জন করতে হয় একজন ভাল ফরেক্স ট্রেডার সবসময় মারকেটে টড়েড করে না বা এন্ট্রি নেয় না অনেক দেখে সুনে বা এনালাইসিস করে একটি ট্রড করে
-
ফরেক্স এ ভাল ট্রেডারের লক্ষন হচ্ছে তারা মাকে'টের গতি বোঝার চেষ্টা করে। তার পর তারা নিধা'রন করে মেলে থাকব না বাইয়ে থাকব। এই মাকে'টে সেল এবং বাই দুই দিকেই লাভ হয়। ভাল ট্রেডারের গুন হল এরা লট সাইজ নিধা'রন করতে ভুল করে না।সে ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে নিয়ে ভালো করে এনালাইসিস করবে তারপর সে ফরেক্স মার্কেট এ ট্রেড করবে। সে ফরেক্স মার্কেট নিয়ে সারাদিন আলোচনা কোরতে থাকবে। তাই ফরেক্স মার্কেট কে জানার পরে ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হই।
-
একজন ভালো ট্রেডারের অনেক কয়েকটি ভালো গুন রয়েছে যেমন একজন ভালো ট্রেডার সঠিক মানি ম্যানেজমেন্ট মেনেই ট্রেড করে, নির্দিষ্ট স্ট্রাটোজি ব্যাবহার করে ট্রেড করে, মার্কেট এনালাইসিস করে ট্রেড করে, ওভার ট্রেডিং ও লোভ এসব থেকে দুরে থাকে সর্বোপরি কয়েকটি গুনের কারনেই একজন ট্রেডার সফল হয়ে থাকে।
-
একজন ভালো ট্রেডারের বেশ কিছু ভালো লক্ষণ থাকে আর সেই লক্ষণ গুলিই বলে দেয় উনি একজন ভালো ট্রেডার।যেমন একজন ভালো ট্রেডার কখনোই শক্ত এনালাইসিস ছাড়া ট্রেড করেনা এবং সবসময় মানি ম্যানেজমেন্ট মেনে চলে।তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে এবং দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে।তাদের টার্গেট পূরন হয়ে গেলে যতো ভালো সুযোগই পাক না কেন তারা নতুন কোন ট্রেড করেনা।
-
নিম্নে ভালো ট্রেডারের লক্ষনগুলো বর্ণনা করা র :-
★ ভালো ট্রেডাররা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে অভিজ্ঞতা অর্জন না করা পর্যন্ত কোনো রিস্ক ট্রেড ওপেন করে না।
★ ভালো ট্রেডাররা সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড ওপেন করে থাকে ।
★ ভালো ট্রেডাররা তাদের ডিপোজিট ব্যালেন্স অনুযায়ী লট সাইজ নিয়ে ট্রেড করে থাকে ।
★ ভালো ট্রেডাররা কখনো ওভার ট্রেড করে না ।
★ ভালো ট্রেডাররা কখনো পরনির্ভরশীল হয়ে ট্রেড করে না ।
ইত্যাদি আরো অনেক গুণ থাকে ভালো ট্রেডারদের মধ্যে,,,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স মার্কেট এ ভাল মন্দ সব কিছু নিয়েই ফরেক্স করা হয়। ফরেক্স এ যারা নিয়মিত ফরেক্স থেকে আয় করে তাদেরকে ফরেক্স এ ভাল ট্রেডার বলে এবং দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার দ্বারা স্বীকৃত লাভ করে। একজন ভাল ট্রেডার মাথা ঠান্ডা রেখে ফরেক্স করে থাকেন। লোভকে সামলিয়ে , আগেব নিয়ন্ত্রন করে , মার্কেট এনালাইসিস করে, নিউজ দেখে ফরেক্স এ ট্রেড করে থাকেন। এছাড়া অনেক পরিশ্রম, ধৈর্য্য, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে তারপর ফরেক্স করে সাফলতা হয়ে ভাল ট্রেডার হতে হয়।
-
অবশ্যই একজন ভালো ট্রেডার এর নিম্নলিখিত গুনাবলী গুলো থাকতে হবে।
১) ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান.
২) ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ.
৩) অতিরিক্ত লোভ বর্জন.
৪) ঠিকমতো মানি ম্যানেজমেন্ট করা.
৫) নিয়মিত মার্কেট এনালাইসিস করা.
৬) ওভার লটে ট্রেড না ধরা.
৭) প্রচুর ধৈর্যশীল হওয়া.
৮) নিয়মিত ফোরাম ফলো করা.
৯) রিয়েল ট্রেডিং এর পাশাপাশি ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া.
১০) প্রতিহিংসামূলক ট্রেডিং না করা.
-
আমার মত একজন ভাল ট্রেডার এর মাঝেও অনেকগুলো গুণাবলী বিদ্যমান থাকে। যেমন:-
১)একজন ভাল ট্রেডার ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকে। ২)সে কখনোই মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড ওপেন করে না। ৩)ট্রেড ওপেন করার সময় স্টপ লস এবং টেক প্রফিট এর ব্যবহার করে থাকে। ৪)কোন সময় লোভ ও ইমোশনের দ্বারা প্রভাবিত হয়ে ঝুঁকি নিয়ে বড় লটে ট্রেড ওপেন করে না।৫)কখনো কোন ট্রেডে লস হলে ভেঙে না পড়ে বরং কি কারনে লস হলো সে গুলোকে খুজে বের করে নিজেকে সেই বিষয়ে আরো দক্ষ ও অভিজ্ঞ করে তোলে। ৬) নিজস্ব ট্রেডিং স্ট্রেটিজি তৈরি করে সে অনুযায়ী ট্রেডিং করে থাকে। ৭) শুধুমাত্র ইন্ডিকেটর সিগন্যাল এর উপর নির্ভর করে কখনোই কোন ট্রেড ওপেন করে না। ইত্যাদি।
-
ভালো ট্রেডারের লক্ষণ
সফল ফরেক্স ট্রেডার হওয়া সহজ বিষয় নয়। অনেক ধৈর্য্য ও অনুশীলনের মাধ্যমে সফল হওয়া যায়। একজন ভাল ট্রেডার বা আদর্শ ট্রেডারের লক্ষণগুলো হলো-
১. সৃজনশীল জ্ঞান ও বুদ্ধিমত্তা
২. অনেক ধৈর্যের অধিকারী
৩. ফরেক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান
৪. মার্কেট এনালগ করার সক্ষমতা
৫. ডেমো একাউন্টে অনুশীলন করা
৬. লোভ নিয়ন্ত্রণ রেখে ট্রেড করা
৭. মানি ম্যানেজমেন্ট নিয়ম মেনে ট্রেড করা
৮. ট্রেড করার পূর্বে স্টপ এবং টেক প্রফিট সেট করে নেওয়া
৯. অনুমানের উপর ট্রেড না করা
১০. লস হলে তা সমাধান করে ট্রেড করা
-
একজন ভালো ট্রেডার এর অনেক গুলো বিষয় আছে। যা তাদের ভালো ট্রেডার হতে সাহায্য করে। একজন ভালো ট্রেডার সব সময় সকল ভালো মন্দ টা বিবেচনার মাধ্যমে ট্রেড করে। কি ভাবে ট্রেড করলে সে একজন সফল ট্রেডার হতে পারবেন সবটাই সে বিবেচনা করে। সঠিক এনালাইস করে।তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে এবং দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে।তাদের টার্গেট পূরন হয়ে গেলে যতো ভালো সুযোগই পাক না কেন তারা নতুন কোন ট্রেড করেনা।
-
ভাল ট্রেডারের অনেক গুন বা লক্ষন থাকা অবশ্যক যেমন তাকে অবশ্যয় ফরেক্স ট্রেডিং সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞানের অধিকারী হবে, ট্রেডিংয়ে দক্ষ হতে হবে, লোভ এবং ভয়কে বশে রাখার ক্ষমতা সম্ফন্ন হতে হবে, এবং অবশয় ট্রেড করার সময় অধিক ধর্ষ্য রাখার ক্ষমতা থাকতে হবে এবং ভালোকরে মার্কেট বিশ্লেষন করার জন্য অভিজ্ঞ হতে হবে আর এগুলোই হল ভাল ট্রেডারের লক্ষন।
-
শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না । একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে এবং দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে।তাদের টার্গেট পূরন হয়ে গেলে যতো ভালো সুযোগই পাক না কেন তারা নতুন কোন ট্রেড করেনা।
-
ভাল দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা সব সময় ফরেক্সে ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করতে পছন্দ করে তারা যখন ট্রেড করার ব্যাপারে ভাবে তখন সর্ব প্রথম ভাল করে মার্কেট অ্যানালাইসিস,মানি ্যানেজমেন্ট ইত্যাদি করে নিয়ে তার পর ট্রেডিং বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত গ্রহন করে থাকে যার ফলে তারা ভাল প্রফিট লাভ করতে পারে অতি সহজে। তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে এবং দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে।তাদের টার্গেট পূরন হয়ে গেলে যতো ভালো সুযোগই পাক না কেন তারা নতুন কোন ট্রেড করেনা।
-
ভাল ট্রেডারের লক্ষণগুলি নিচেয় আলোচনা করা হল;
১. অবশ্যই দক্ষ হতে হবে।
২. সুন্দর একটি ট্রডিং প্লান থাকতে হবে।
৩. লস করলে ভেঙে না পড়ে সেখান থেকে শিক্ষা নেওয়ার মত সক্ষমতা তার থাকতে হবে।
৪. লোভকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা থাকতে হবে।
৫. নিয়মিত ট্রেডিং নিয়ে যারা স্টাডি করে এবং মার্কেট এনালাইসিস করার ক্ষমতা যাদের থাকে তারাই মুলত ভালো ট্রেডার।
-
একজন ভালো ট্রেডারের বেশ কিছু ভালো লক্ষণ থাকে আর সেই লক্ষণ গুলিই বলে দেয় উনি একজন ভালো ট্রেডার।যেমন একজন ভালো ট্রেডার কখনোই শক্ত এনালাইসিস ছাড়া ট্রেড করেনা এবং সবসময় মানি ম্যানেজমেন্ট মেনে চলে।তাছাড়া একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে এবং দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে।তাদের টার্গেট পূরন হয়ে গেলে যতো ভালো সুযোগই পাক না কেন তারা নতুন কোন ট্রেড করেনা।