একজন প্রফেশনাল ট্রেডার ট্রেড করার সময়ে তার অভিজ্ঞতা,দক্ষতা এবং সাথে, সাথে কিছু টেকনিক এর সাহায্য নিয়ে থাকে,এবং সে কোন ট্রেড করার আগে মার্কেট এনালাইসিসের মাধ্যমে মার্কেটের বর্তমান অবস্থার সম্পর্কে ধারনা নিয়ে নেয়,কারন সে কখনই আবেগের দ্বারা প্রলোভিত হয়ে ট্রেড প্রদান করে না,কেননা তার লক্ষ থাকে কম ঝুকি নিয়ে লস এড়িয়ে লাভ করা,সে সাথে সে ফরেক্স প্রচুর সময় দিয়ে নিজের দক্ষতাকে বাড়িয়ে তোলে,