আবেগ ফরেক্স ট্রেডিংয়ে আপনাকে নিস্ব করে দিতে পারে কারন আবেগ আপনাকে আপনার ট্রেডিং দক্ষতা এবং কেৌশল থেকে দূরে সরিয়ে আপনাকে প্ররোচিত করতে থাকবে, তারা আবেগের বশেই কোন মার্কেট বিশ্লেষণ না করেই ট্রেড করে থাকে এবং একটু লস হলেই তারা আবেগের বসে উল্টা পাল্টা অধিক ট্রেড করে লসটাকে পুষিয়ে নেয়ার চেষ্টা করে।যার ফলে থাকে এর বেশি লস এ পরতে হই।