-
ফরেক্স মার্কেটে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিখার আগ্রহ । আপনার শিখার আগ্রহ থাকলে আপনি ফরেক্স মার্কেটে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর ফরেক্স মার্কেটে শিখার কোন শেষ নাই । ফরেক্স ব্যবসা করার জন্য যা দরকার ইন্টারনেট কানেকশন ল্যাপটপ এবং অ্যানড্রয়েড মোবাইল সেট । এইসব ছাড়াও আপনার ধৈর্য্য থাকতে হবে অনেক বেশি তারপর মনোবল দৃড় রাখতে হবে ।
-
ফরেক্স করতে আপনাকে প্রচুর জ্ঞান ও ট্রেডিং এর দক্ষতা অর্জন করতে হবে।ভেবে দেখুন ছোট ছোট ব্যাবসাতেই দক্ষতার অভাব থাকলে বড় বড় ব্যাবসায়ীরাও হুুমসুুমম খেয়ে যায় আর সেখানে ফরেক্স তো একটি ইন্টার ন্যাসনাল ব্যাবসা। তাই এই ব্যাবসায় নামতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন পরে। মনে রাকবেন ফরেক্স কে কোন সাধারন ব্যাবসার সাথে তুলনা করবেন না তাহলে কন্তিু ভুল করবেন।
-
ফরেক্স মার্কেটে আসার আগে আপনাকে লোভ ত্যাগ করে আসতে হবে কারন এই মার্কেটে লোভ করা মানে আপনি যা লাভ করছেন সেগুলো হারানো। ফরেক্স মার্কেটে ধৈর্য ধরে আপনাকে মার্কেটে বসে থাকার অভ্যাস তৈরি করতে হবে। এনালাইসিস ছাড়া একটা ট্রেড দেওয়া যাবেনা।
-
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে গেলে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে,ধৈর্যবান হতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় স্টপলস ও টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা যাবে এবং লস কম হলেও কিছু প্রফিট করা যাবে,তাই ভাল প্রফিটের জন্য ভাল অবিজ্ঞতা আসবে।
-
আমি বলবো একটি ব্যবসা শুরু করার জন্য যে যে জিনিস প্রয়োজন ফরেক্স ব্যবসা শুরু করার জন্য ঠিক তা তা ই প্রয়োজন। ফরেক্স ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথমে মূলধন ঠিক করতে হবে। এই মূলধন্য আপনি নিজের থেকে শুরু করতে পারেন । অথবা ফরেক্স মার্কেটে ফোরাম পোষ্টিং এর মাধ্যমে নিতে পারেন। ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যয় আপনাকে জ্ঞান সঞ্চয় করতে হবে ফরেক্স মার্কেট ও ট্রেড সম্পর্কে।
-
মনবোলের যথার্থ সংজ্ঞা হল কোন কাজের প্রতি একজন ব্যাক্তির মানসিক অবস্থা । আর ফরেক্স এর প্রতি আমাদের মনোবলই আমাদেরকে সফলতার অথবা ব্যার্থতার পথে নিতে পারে । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে ফরেক্স ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজের মনোবলকে দৃঢ় রাখতে হবে এবং লক্ষ্যর দিকে এগিয়ে যেতে হবে ।
-
মার্কেট এনালাইসিস হচ্ছে ফরেক্স শিখার প্রথম পর্যায় । আপনাকে আগে যথাযথভাবে মার্কেট এনালাইসিসস করা আয়ত্ত্ব করতে হবে । সঠিকভাবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করা শিকতে হবে । আরও অনেক টেকনিক্যাল এনালাইসিস এর টার্ম আছে সেগুলো আপনাকে আয়ত্ত্ব করতে হবে , তার সাথে আমাদের নুজ এনালাইসিস করাও শিখতে হবে । কোন নিউজ এর কি প্রভাব তা আমাদের জানতে হবে । আর সাথে মানি ম্যানেজমেন্ট এর চর্চা করতে হবে ।
-
ফরেক্স করার জন্য আপনার প্রথমে যেটা লাগবে সেতা হল ফরেক্স শেখার প্রবাল ইচ্ছা। ফরেক্স মার্কেট থেকে ট্রেড করে আয় করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনার অনেক শ্রম ব্যয় করতে হবে। আপনার অনেক টাকা লস হবে। আপনার অনেক সময় ব্যয় হবে। এগুলো মেনে ট্রেড করলে আপনি সফল হবেন।
-
ফরেক্স করতে যা যা প্রয়োজনঃ-
১)ধৈর্য্য
২)লোভ সামাল দেওয়া
৩) ভাল নেট কানেকশন
৪)টেকনিক্যাল এনালায়সিস করা
৫)অন্যান্য ট্রেডারের সাথে সম্পর্ক রক্ষা করা।
-
ফরেক্স করতে হলে আগে জানতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে । এজন্য প্রথমে রিয়াল ট্রেড না করে ডেমোতে ট্রেড করা উচিত । ডেমোতে টে্রড করে অনুশীলনের মাধ্যেমে রিয়াল ট্রেডের যাবতীয় প্রয়োজনীয় বিষয় গুলো ভাল ভাবে বুঝে নেয়া যায়। এখান থেকে মার্কেট এনালাইষিস করা শিখতে হবে ।
-
ফরেক্স সম্পর্কে অনলাইনে যেসব বই পাওয়া যায় সেগুলো পড়তে হবে। ঠিকমত এনালাইসিস করে ট্রেড করতে হবে। ফরেক্স ট্রডিং করতে সবার আগে যা প্রয়োজন তা হলো ধৈর্য্য। এর সাথে আর যে সব মনস্তাত্বিক গুনাবলি প্রয়োজন তা হলো সততা নিষ্ঠা অধ্যাবসায় এবং মেধা।
-
আমি মনে করি ফরেক্স ব্যবসা করতে হলে প্রথম আপনার
কিছু ইকুপমেন্ট এবং দ্বিতীয়ত আপনার
মানসিক দৃঢ়তা ও ফরেক্সের উপর জ্ঞান
থাকতে হবে। ফরেক্সে সফলতার জন্য
ট্রেডাররা দুই ধরনের এনালাইসিস
অনুসরণ করেন, একটি ফান্ডামেন্টাল
অপরটি টেকনিক্যাল এনালাইসিস।
আপনাকে সফল হতে হলে উক্ত দুইটি
এনালাইসিস এর যেকোন একটি বেশ
দক্ষ হতে হবে। অন্যথায় বেশি দিন
ট্রেড চালাতে পারবেন না, লসের
শিকার হবেন
-
আমি বলবো ফরেক্স ট্রেডিং করতে সবার আগে যা প্রয়োজন তা হলো ধৈর্য্য। এর সাথে আর যে সব মনস্তাত্বিক গুনাবলি প্রয়োজন তা হলো সততা নিষ্ঠা অধ্যাবসায় এবং মেধা। আর প্রত্যক্ষভাবে একটা ইন্টারনেট সংযোগসহ ডেস্কটপ, পিসি,ল্যাপটপ অথবা ভালো মানের উইন্ডোজ মোবাইল। তবে ল্যাপটপ বা পিসি হলেই ভালো হয়। আর এগুলোর সাথে কিছু ইন্টারনেট ডলার যা মূলধন ব্যালেন্স হিসেবে ট্রেডিং করবে।মোটামুটি এগুলো নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালালে ফরেক্স ট্রেডিং সম্ভব হবে।
-
আপনি যদি ফরেক্সে টিকে থাকতে চান তাহলে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে,এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।এছাড়া পর্যাপ্ত মুলধন এবং ফরেক্স সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।এগুলির সমন্বয়ে আপনি ফরেক্সে সফলতা আশা করতে পারেন।
-
ফরেক্সে কাজ করতে গেলে আগে ভাল জরে কাজ শিখে মনো যোগ দিয়ে ফরেক্সে কাজ করতে হবে, অনেক সময় নিয়ে কাজ করতে হবে নেটে ফরেক্স সম্পর্কে যে সব বই পাওয়া যায় সে সব বই ভাল করে পড়া আর বেশি বেশি ডেমোতে ট্রেড করা।
-
আমি মনে করি ফরেক্স ব্যবসা করতে হলে প্রথম আপনার কিছু ইকুপমেন্ট এবং দ্বিতীয়ত আপনার মানসিক দৃঢ়তা ও ফরেক্সের উপর জ্ঞান থাকতে হবে। ফরেক্সে সফলতার জন্য ট্রেডাররা দুই ধরনের এনালাইসিস অনুসরণ করেন, একটি ফান্ডামেন্টাল অপরটি টেকনিক্যাল এনালাইসিস। আপনাকে সফল হতে হলে উক্ত দুইটি এনালাইসিস এর যেকোন একটি বেশ দক্ষ হতে হবে। অন্যথায় বেশি দিন ট্রেড চালাতে পারবেন না, লসের শিকার হবেন।
-
ফরেক্স মার্কেটে সবসময় কনফিডেন্টলি ট্রেড করতে হবে ট্রেড করার সময় কোনরকম টেনশন বা লোভ নিজের মধ্যে রাখা ঠিক না।এতে করে সঠিকভাবে ট্রেড করা সম্ভব না।
-
ফরেক্স একটি ব্যবসা । ফরেক্স শিখতে হলে কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী দরকার ঃ-
(ক) যে কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা।
(খ) অতিরিক্ত লোভ থেকে বিরত থাকা।
(গ) নিয়ম মেনে চলা।
(ঘ) এনালাইসিস এবং যুক্তি দিয়ে ট্রেড করা
(ঙ) লিভারেজ যথাসম্ভব কমিয়ে ট্রেড করা।১:২৫ হলে ভাল হয়।
(চ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।
(ছ) অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(জ) লং টাইম ট্রেড করা।
-
ভালোকরে ফরেক্স করতে গেলে প্রথমেই আপনাকে যথেষ্ট সময় নিয়ে ফরেক্স ব্যবসা করার মানষিকতা তৈরী করতে হবে, খুব ঠান্ডা মাথায় কাজ করা ফরেক্স নিয়ে লেখা ব্লগ ও বই পড়া এবং তা থেকে নতুন কিছু পাওয়া গেলে সেটা দিয়ে নিজেকে ভাল ব্যবসায়ী হিসাবে প্রমান করা।
-
ওনেকে মনে করেন ফরেক্স একটি আরামের ব্যবসা। শুধু বসে বসে ট্রেড ওপেন করা। বাস্তবে আসলে অনেক কস্টের ব্যাপার। নানাদিক বিচার বিবেচনা করে ট্রেড ওপেন করতে হয়। মার্কেট এ এনালাইসিস করতে হয়। আসলে সব মিলিয়ে ফরেক্স ট্রেড সহজ নয়।
-
ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে মানসিক ভাবে মনবল থাকতে হবে যে আমি ফরেক্সে থেকে ভাল মুনাফা আয় করতে চাই। ভাল ভাবে ফরেক্স সম্পর্কে জানতে হবে। বিভিন্ন ভাবে এনালাইসিস করা যায় তা ভালভাবে শিখতে হবে।
-
যেহেতু ফরেক্স মার্কেটে নগদ টাকার ব্যবসা করা হয় তাই এখানে আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে,অবশ্যই লোভ নিয়ন্ত্রণ করে নিজেকে স্থির রাখতে হবে৷এই মার্কেটে প্রতিষ্ঠিত হতে হলে দীর্ঘদিনব্যাপী একটু একটু করে ট্রেডিং কলাকৌশল গুলো জানতে হবে,শিখতে হবে এবং সেগুলোকে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে করে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে৷ আমাদেরকে দৃঢ় প্রত্যয়ী হতে হবে,মন সবসময় চাঙ্গা রাখতে হবে,সব সময় আশাবাদী থাকতে হবে,শেখার জন্য উদার মন মানসিকতা থাকতে হবে,ত্যাগ করার দুর্দান্ত মনোভাব থাকতে হবে,দীর্ঘ সময় চর্চা করার জন্য প্রস্তুত থাকতে হবে,আর আগ্রহ থাকতে হবে চূড়ান্ত সাফল্য পর্যন্ত৷মানুষের অসাধ্য বলতে কোনোও কিছুই এই পৃথিবীতে নাই,সবকিছুই সম্ভব কিন্তু এই অসাধ্যকে সম্ভব করতে হলে অবশ্যই আমাদেরকে দীর্ঘদিন নিয়মিত চর্চা করতে হবে এবং পর্যাপ্ত আগ্রহ থাকতে হবে৷তাহলে শুধু ফরেক্স মার্কেটে কেন জীবনের যে কোনো স্টেজে আমরা অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবো-এতে কোনোও সন্দেহ নাই৷
-
ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট করে টিকে থাকার জন্য প্রয়োজন দক্ষতা।আপনি যদি দক্ষতা অর্জন পূর্বক ট্রেড করতে পারেন তাহলে আপনার অন্য কিছুর প্রয়োজন নেই,আপনি প্রফিট পাবেন আর যদি দক্ষতা অর্জন ছাড়া ট্রেড করেন তাহলে আপনি ফকির হবেন।
-
ফরেক্স অনলাইন এর সবচেয়ে বড় ব্যবসা,এই বিজনেস খুব সহজ এবং খুব কঠিন বিজিনেস ও নয়,এই বিজিনেস করতে হলে দরকার হলো আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে এবং ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স লেভেল জানতে হবে,এবং ৬ মাস কমপক্ষে ডেমো অনুশীলন প্রয়োজন।
-
ফরেক্স ট্রেড করার জন্য প্রয়োজন সঠিক শিক্ষা এবং অভিজ্ঞতা। আপনাকে আগে ব্যসিক মেটার গুলো ভালো ভাবে বুঝে তারপর ডেমো ট্রেড করতে হবে অভিজ্ঞতা অর্জন করার জন্য এবং শিখতে থাকতে হবে। স্টাডি করবেন আর যা জানবেন তা আবার ডেমোতে প্রয়োগ করবেন। প্রথমে আপনি অনেক ভূল করতে থাকবেন, যদি ভূল হতে থাকে মনে করবেন সঠিক ভাবে আগাতে পারছেন এবং ভূল গুলোকে এনলাইসিস করতে হবে কেন এবং কি কারনে ভূল হলো তাহলেই আপনি সঠিক ভাবে শিখতে পারবেন। আর এই সব পদ্ধতি অনুসরন করতে আপনার অন্তত ২ বছর লাগবে। ধরে নিতে হবে প্রথম ৩ বছর আপনি কোন প্রকারের লাভ করতে পারবেন না। সুতরাং বুঝে শুনে তারপর ফরেক্স ট্রেডার হওয়ার কথা চিন্তা করবেন।
-
ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু ফরেক্স করার জন্য অনেক কিছু প্রয়োজন যা না হলে করা কখনও সম্ভব না।যেমন ফরেক্স করতে গেলে প্রথম প্রয়োজন হচ্ছে আত্তবিশ্বাস,দ্বিত য় প্রয়োজন হচ্ছে যন্ত্রপাতি বা মালামাল ।কারন ফরেক্স একটি শিক্ষামূলক ব্যবসা যদি আয় করা যায়।সেজন্য কিছু না কিছু নোট করে রেখে দিতে হয় যা ভূলে গেলেও দেখে স্বরন করতে পারা যায়।তাই এই টুলস গুলো প্রয়োজন পরে।
-
মানসিক দৃঢ়তা ও ফরেক্সের উপর জ্ঞানই ফরেক্স ব্যাবসায়ের জন্য যথেষ্ট। ফরেক্সে সফলতার জন্য ট্রেডাররা দুই ধরনের এনালাইসিস অনুসরণ করেন, একটি ফান্ডামেন্টাল অপরটি টেকনিক্যাল এনালাইসিস। আপনাকে সফল হতে হলে উক্ত দুইটি এনালাইসিস এর যেকোন একটি বেশ দক্ষ হতে হবে।
-
ফরেক্স করতে হলে আপনার অনেক কিছু দরকার লাগবে । । আপনাকে ফরেক্স করতে হলে আগে ফরেক্স সমপরকে ভাল ভাবে জানতে হবে। । । আপনি যদি ভাল ভাবে ফরেক্স সমপ্রকে জানেন টা হলে আপনি ফরেক্সে টিকে থাকতে পারবেন।।
-
ফরেক্স এ যদি টিকে থাকতে চান তবে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অরজন করতে হবে। অনেক নতুন ত্রেদার কে দেখি তারা ফরেক্স এর বেপারে অদ্ধাবসসসায় না করে ফরেক্স এর রোবট এবং সিগনাল এর পিছনে দৌড়ায় এবং ফলাফল যা হবার তাই হয় সে কখনই ফরেক্স এ শফল হতে পারে না।
-
ফরেক্স যেহেতু অনেক রিস্কি একটি কাজ তাই এটি নিয়ে অনেক পরিশ্রম ও করতে হয়। কিন্তু কি কি পরিশ্রম করব সেটা আগে জানতে হবে। যেমন ধরুন আপনি একটি ট্রেড শুরু করবেন তার আগে আপনাকে একটি চেক লিস্ট বানাতে হবে যেটিতে আপনার নিজের কিছু পদ্ধতি লিপিবদ্ধ থাকবে যেটার সাথে বর্তমান মার্কেটের পরিস্থিতি মিলে গেলে আপানি একটি ট্রেড শুরু করতে পারবেন। যেমন ধরুন মানি ম্যানেজমেন্ট, কত লটে ট্রেড করবেন, মার্কেটে এখন বড় কোন নিউজ আছে কিনা, টেক প্রফিট কত নিবেন, স্টপ লস কত নিবেন এভাবে আপনার চেল লিস্টের সাথে মিলে গেলেই আপনি একটি আদর্শ ট্রেড নিতে পারবেন।
-
প্রথম কথা হলো ফরেক্সে ট্রেড করতে হলে প্রয়োজন ধৈর্য, সাথে আর যে সব মনস্তাত্বিক গুনাবলি প্রয়োজন তা হলো সততা নিষ্ঠা অধ্যাবসায় এবং মেধা। আর প্রত্যক্ষভাবে একটা ইন্টারনেট সংযোগসহ ডেস্কটপ, পিসি,ল্যাপটপ অথবা ভালো মানের উইন্ডোজ মোবাইল। তবে ল্যাপটপ বা পিসি হলেই ভালো হয়। এবার কঠোর পরিশ্রমের মাধ্যমে ফরেক্সে নিজের দক্ষতা বাড়ান উচিৎ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেডিং এর জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য্য ও দক্ষতা। তারপর ট্রেডিং এর কৌশলগুলো আর মার্কেট এনালাইসিস এর মত বিষয়গুলো দক্ষতার সাথে জানার চেষ্টা করতে হব। তারপর আপনার একটা মোবাইল অথবা কম্পিউটার এরপর ইন্টারনেট কানেকশন লাগবে তারপর ফরেক্স ট্রেডিং টার্মিনাল সফলওয়্যার লাগবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য উপযোগী হবেন। এছাড়া এই মার্কেটে সফলতা অর্জন করতে চাইলে আপনাকে কঠোর পরিশ্রম ও কৌশল অবলম্বন করতে হবে। তাহলে আপনি অবশ্যই সফলভাবে এগোতে পারবেন।
-
ফরেক্স মার্কেট মুলত একটা বিজনেস । । বিজনেস করতে হলে যা যা লাগে এখানে কাজ করতে হলে আপ্ননাকে সব কিছু জানতে হবে । । । সবার আগে আপনাকে ভাল ভাবে কাজ জানতে হবে । কাজ যদি ভাল ভাবে জানেন তা হলে কিছু করতে পারবেন।।
-
প্রথমত প্রয়োজন হবে আপনার সক্রিয় মনোভাব, ধৈর্য্য সহকারে পরিশ্রম করার যোগ্যতা ও সাহসী মনোভাবের। এছাড়াও এখানে আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে বিভিন্ন দিক থেকে যেটা আপনাকে এখানে সহযোগিতা করবে আপনার উপার্জনের পথকে সুদৃঢ় করার জন্য। এরপর যখন দক্ষতা বৃদ্ধি পাবে তখন আপনি একজন প্রফেশনাল ট্রেডারে রুপান্তরিত হবেন।
-
ফরেক্স ট্রডিং করতে প্রথমেই যা প্রয়োজন তা হলো ধৈর্য্য ও দক্ষতা।আর প্রয়োজন একটা ইন্টারনেট সংযোগসহ ডেস্কটপ/ল্যাপটপ অথবা ভালো মানের একটা এন্ড্রয়েড মোবাইল। আর এগুলোর সাথে কিছু মূলধন (ডলার)ব্যালেন্স হিসেবে। মোটামুটি এগুলো হলেই ফরেক্স ট্রেডিং শুরু করা যায়।
-
আমার মতে ফরেক্স ব্যবসায় করতে হলে প্রথম আপনার কিছু ইকুপমেন্ট এবং দ্বিতীয়ত আপনার মানসিক দৃঢ়তা ও ফরেক্সের উপর জ্ঞান থাকতে হবে। ফরেক্সে ব্যবসায় সফলতার জন্য ট্রেডাররা দুই ধরনের এনালাইসিস অনুসরণ করেন, একটি ফান্ডামেন্টাল অপরটি টেকনিক্যাল এনালাইসিস। আপনাকে সফল হতে হলে উক্ত দুইটি এনালাইসিস এর যেকোন একটি বেশ দক্ষ হতে হবে। অন্যথায় বেশি দিন ট্রেড চালাতে পারবেন না, লসের শিকার হবেন
-
ফরেক্স হল আন্তর্জাতিক মুদ্রাসমুহ কেনাবেচার ব্যবসা।এই ব্যবসায় শারীরিক পরিশ্রম না হলেও প্রচুর মানসিক পরিশ্রম করতে হয়।তাই এই ব্যবসা করতে হলে একজন ট্রেডার কি অবশ্যই মানসিকভাবে সুস্থ সবল ও পরিশ্রমী হতে হবে।এখানে মানসিক পরিশ্রম বলতে ফরেক্স মার্কেট এনালাইসিস করার ক্ষমতা কে বোঝানো হয়েছে।কারণ ফরেক্স মার্কেট এনালাইসিস করতে মানসিক দক্ষতার প্রয়োজন হয়।সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করলে লাভের পরিবর্তে লস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও একজন ট্রেডারের অন্যান্য কিছু গুনাবলী থাকা দরকার। যেমন, মানি ম্যানেজমেন্ট অনুসরণ করা,ধৈর্যশীল হওয়া,লোভ বর্জন করা।
-
ফরেক্স হচ্ছে একটি ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল মানের মার্কেটে কাজ করতে অবশ্যই যোগ্যতার প্রয়োজন আছে। ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে পরিশ্রমী দক্ষ এবং বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।ফরেক্স মার্কেট খুব কম সময় সফল হওয়া যায় ।তার জন্যে প্রতিনিয়ত ফরেক্স মার্কেট নিয়ে ধৈর্য সহকারে এনালাইসিস করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হয়। আপনি যদি ফরেক্স মার্কেটে সঠিকভাবে অর্জিত দক্ষতা এবং বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে ট্রেডিং করেন অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে ভাল প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং করতে হলে বেশ কতোগুলোে বৈশিষ্ট থাকা একান্ত জরুরী,যে গুলো ছাড়া ফরেক্স ট্রেডিং করে সফল হওয়া সম্ভব না,তা হল,অবশ্যই পরিশ্রম করার মানশিকতা থাকতে হবে,কারন ফরেক্স করার জন্য অনেক পরিশ্রম করতে হয়,ইমোশনকে কন্ট্রোল করতে হবে,কারন ফরেক্সে ইমোশনের কোন স্থান নেই,লোভকে নিয়ন্ত্রন করতে হবে,কারন ফরেক্সে লোভ করলে রড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে,ফরেক্স সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে,কারন অভিজ্ঞতা ছাড়া ফরেক্স থেকে ভাল ফল আশা করা যায় না,ধৈর্যধারন করে লেগে থাকার প্রবনাতা থাকতে হবে,কারন ধৈর্য নিয়ে টিকে থাকতে পারলে ফরেক্স থেকে ভাল ফল পাওয়া সম্ভব।
-
ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে মার্কেট ট্রেন্ড বুজতে হবে। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্ট এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে। মার্কেট মুভমেন্ট বুজতে হবে। ট্রেড ওপেন করার সময়ে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। মানিমেনেজমান্ট করে ট্রেড নিতে হবে। ডেইলি কেন্ডেল ফলো করতে হবে।