ফরেক্সে ফুল ন টাইম হোক আর পারট টাইমই হো এটাকে ব্যাবসা হিসাবে নিতে হবে সখ হিসাবে নয় । শখ হিসাবে নিয়ে কোন ব্যাবসায়ই সফলতা আনা যায় না তাই সখ নয় পেশা হিসাবেই গ্রহ্ন করুন ।
Printable View
ফরেক্সে ফুল ন টাইম হোক আর পারট টাইমই হো এটাকে ব্যাবসা হিসাবে নিতে হবে সখ হিসাবে নয় । শখ হিসাবে নিয়ে কোন ব্যাবসায়ই সফলতা আনা যায় না তাই সখ নয় পেশা হিসাবেই গ্রহ্ন করুন ।
ফরেক্স একটি আন্তর্জাতিক কারেন্সি ব্যাবসা।আমি ফরেক্স ট্রেডিং করি পারটাইম আয় করার উদ্দেশ্যে। আমার প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা পরিপূর্ণ হলে আমি ফরেক্সকে পেশা হিসেবেই গ্রহণ করে নিবো । তবে কিছু কিছু লোক শখের বসে ফরেক্স করে থাকে।
নিশ্চই ফরেক্স হল একটা বিশেষ পেশা । আর এই পেশাতে যুক্ত আছে পৃথিবীর প্রায় প্রতিটা দেশের অসংখ্যা ট্রেডার । আর আমাদের সকলেরই ফরেক্স আসার পেছনের উদ্দেশ্য ও লক্ষ্য প্রায় একই থাকে , আর তা হল এখান থেকে আয় করা । কেউ নিশ্চই এটাকে শখ হিসেবে নিবে না । অার যদিও নেয় তবে তার সংখ্যা নিতান্তই অল্প । কিন্ত সংখ্যাগরিষ্ট মানুষ একে পেশা হিসেবেই নিয়ে থাকে ।
ফরেক্স একটা আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ের বাজার । ফরেক্সে কাজ করে মানুষ টাকা আয় করতে পারে । তাই ফরেক্সকে কেউ পেশা হিসাবে দেখে আবার কেউ শখ করেও দেখে । যারা ফরেক্সেকে পেশা হিসাবে দেখে তারা ফরেক্স সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকে । আবার যারা শখ করে ফরেক্সে আসে তাদের ও ফরেক্সের উপর ভালো আগ্রহ থাকে । কারন যে জিনিসের প্রতি শখ হয় তার প্রতি আগ্রহটা অনেক বেশি থাকে । তাই অনেকে ফরেক্সকে পেশা হিসাবে গ্রহন করে আবার কেউ শখ করে ফরেক্সে আসে ।
আমি আমার পড়াশুনার পাশাপাশি ফরেক্স করি।এক কথায় এটা আমার পার্টটাইম।তবে আমি এ বিষয়ে অনেক দক্ষ হতে চাই।আমি ফরেক্স বিষয়ে পরিপূর্ন জ্ঞান অর্জন করতে পারলে পরবর্তীতে আমি ফরেক্স কে পেশা হিসেবে গ্রহন করব বলে আমি মনে করি।
অবশ্যই ফরেক্স ট্রেডিংকে পেশা হিসেবে নিতে হবে । ফরেক্স ট্রেডিংকে শখ হিসেবে নেয়ার কোন প্রয়োজনীয়তা নেই। ফরেক্স ট্রেডিং শখ হিসেবে নিলে সফল হওয়াটা যথেষ্ট কঠিন বলে আমি মনে করি । তাই সব সময় ভাবতে হবে আপনি একটি ব্যবসা করছেন । তাহলে সহজেই সফল হতে পারবেন বলে আমি মনে করি ।
ফরেক্স মার্কেটে নবাগত। ফরেক্স সব শ্রেণী-পেশার মানুষের জন্য স্বাধীন ও উন্মুক্ত ব্যবসা। সপ্তাহে ৫দিন ২৪ ঘণ্টাই এখানে ট্রেড করে অর্থ উপার্জন করা যায়। উপার্জনকৃত অর্থ দ্বারা নিজেকে স্বাবলম্বি হিসেবে গড়ে তোলা যায়। এজন্য আমি অবশ্যই ফরেক্স-কে পেশা হিসেবে গ্রহণ করতে চাই।
ভাই আপনি যা বলেছেন তা বুঝাটা মুশকিল। কারন আমাদের দেশে অনেক লোক আছে যারা এই ফরেক্সকে পার্ট-টাইম চাকরি, কেউ খেলা বলে আবার কেউ ব্যবসা বলে মনে করে নেয়। তাই এই ফরেক্স যার যার মত করে যা মনে হয় তাই মেনে নিয়ে এই ফরেক্স করছে।
শখের জন্য ফরেক্স ব্যাবসা কখোনোই নয়৷যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি শিক্ষিত পরিবারকে আর্থিকভাবে আরোও সচ্ছ্বল ও উন্নত করতে পারেন৷ ফরেক্স, বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷এক দেশের মুদ্রা ক্রয় ও অন্য দেশের মুদ্রা বিক্রয় করা হয়৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷ যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷যিনি নিজেই স্বয়ং একজন বৃহৎ অত্যন্ত মূল্যবান সম্পদ৷
ফরেক্স কে কেউ পেশা হিসেবে নিয়ে থাকে আবার কেউ শখ হিসেবে করে থাকে। তবে বেশির ভাগ ট্রেডারই পেশা হিসেবে করে থাকে। ফরেক্স এমন একটি পেশা যা যে কোন বয়সের মানুষই করতে পারে। তবে পেশা হিসেবে নিলেই ভাল হবে। কারন আপনি যখন শখ হিসেবে নিতে যাবেন তখন আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই ফরেক্সকে পেশা হিসেবে নেওয়াই ভাল।
ফরেক্স ট্রেডিংযের মাধ্যমে এখান থেকে আয় করতে হলে ঝুকি গ্রহন করতে হয় পাশাপাশি ফরেক্স ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতার কোন বিকল্প নেই ফলে ঝুকি গ্রহন করে আয় করার ক্ষেত্রে নিশ্চই কারর শখ কাজ করতে পারে না।ফলে আমি মনে করি ফরেক্স ট্রেডিংকে শখ মনে না করে মর্যাদাপূর্ন পেশা বা ব্যাবসা মনে করাই সকরের উচিত।
আমার কাছে ফরেক্স একনো নেশার মতে পেসা হিসাবে নিলেও পরে চিন্তা করবো।
আপনি অনেক ভালো বলেছেন। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ভালো করতে পারলে অনেক অর্থ ইনকাম করা সম্ভব। কেনননা ফরেক্স মার্কেটে আয়ের কোনো লিমিট নাই অর্থাত ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড আয় করা যায়। অনেক ফরেক্স ট্রেডারই ফরেক্স থেকে প্রচুর অর্থের উপার্জন করছে। তাই বলতেই পারি যে ফরেক্সের অবদান অনেক।
ফরেক্স পেশা নাকি শখ এই বিষয়টা এক একজনের কাছে একএক রকম আমি মনে করি ফরেক্স হল শেয়ার র্মাকেট আর এর অর্থ হল এটি একটি ব্যবসা ক্ষেএ আর ব্যাবসা কখনও শখ হতে পারেনা ফরেক্স করলে একে পেশা হিসাবে নেওয়া উচিত , শখ বিষয় বস্তু টি সেখনে হয় যেখানে কোন লাভ লসের হিসাব থাকে না ।
মানুষের যে কোন একটা শখ থেকে থাকে । তবে তা যদি হয়ে থাকে কোন ব্যবসা আর সেই ব্যবসা যদি কেউ শখের বসে থাকে তা সম্পূর্ণ অন্য ব্যাপার । তবে আমি মনে করি যে ফরেক্সকে শখের হিসেবে নিতে পারে এমন শতকরা সংখ্যা হল ১% কিংবা একটু কম বেশি । আসলে ফরেক্স হল একটা আন্তর্জাতিক ব্যবসা । আর এই ব্যবসা আমরা সবাই করি পেশা হিসেবে এবং টাকা ইনকামের এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে । তবে পৃথিবীর অসংখ্য ট্রেডার ফরেক্সকে একটা ব্যবসা ও পেশা হিসেবে নিয়েছে ।
না আমি কখনোই ফরেক্স কে শখ হিসেবে নেইনি। অন্যান্য ব্যবসার মত ফরেক্স কেও আমি ব্যবসা হিসেবে নিয়েছি। এখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তাছাড়া এটি একটি আয়ের উৎস। এখানে লাভ লস দুটোই আছে। আপনার একটু অসাবধানতায় আপনি বড় ধরনের লসের সম্মুখিন হতে পারেন। তাই ফরেক্স কে সিরিয়াস ভাবে নিতে হয়।
ফরেক্স এ কোন শখ করে কাজ করা যায় না। আমরা সবাই টাকার পিছনে ছুটাছুটি করি। যেহেতু এই ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যায় তাই এই ফরেক্স শখ হিসেবে করা গেলেও একটি পেশা হয়ে যায়।
না ভাই শখ নয় ফরেক্স কে আমি পেশা হিসেবে নিব , যেহেতু ফরেক্স থেকে টাকা আয় করা যায় তাই ফরেক্স পেশা হিসেবে বেছে নিব। ফরেক্স সব শ্রেণীর মানুস কাজ করতে পারে। আপনি চাইলে ফরেক্স কে ফুল টাইম বা পার্ট টাইম হিসেবে নিতে পারেন ।
ফরেক্সকে আমি পেশা হিসেবে বেছে নিয়েছি কারন আমি একজন ছাত্র আমি আমার লেখা পড়ার পাশাপাশি একটা কাজ করতে চাই যা করে আমি টাকা কামাই করতে পারি সে অনুযায়ি ফরেক্স করে আমি আমার সেই চাহিদা পুরন করতে পারছি তাই ফরেক্স আমার একটি পেশা ।
ফরেক্স মার্কেট হল পেশা । অামরা বেশী কাজ বেশী এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা এই ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা শখ হিসেবে এই মার্কেটকে নিলে লুজারে পড়ে যাওয়ার সম্ভবনা বেশী হবে । তাই অামরা পেশা হিসেবে বেছে নেব ।
ফরেক্স আমার পেশা আমি ফরেক্স করছি কারন আমি চাই ফরেক্স করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে আর এই লক্ষ্যে ফরেক্সের সাথে সম্বলিত গুরুত্বপূর্ণ জিনিস বোঝার চেষ্টা করে চলেছি।
বর্তমানে আমি ফরেক্সকে পাট-টাইম আয়ের সুযোগ হিসেবে নিয়েছি । আমি ফরেক্স সম্পকে বেশি কিছু জানি না । আমি ডেমো ট্রেড করতেছি, সাথে সাথে শিখতেছি । আশা রাখি ভবিষ্যতে প্রফেশনাল ট্রেডার হিসেবে থাকব ।
বর্তমানে আমি ফরেক্সকে এখন পাট-টাইম আয়ের সুযোগ হিসেবে নিয়েছি । আমি ফরেক্স সম্পকে বেশি কিছু জানি না । আমি ডেমো ট্রেড করতেছি, সাথে সাথে শিখতেছি । আশা রাখি ভবিষ্যতে প্রফেশনাল ট্রেডার হিসেবে থাকব ।
ফরেক্স পেশা হলে তেমন ভাল হবে না আমার কাছে তাই মনে হয়। কারন ফরেক্স ঘরে বসে আয়ের একটি জায়গায় যাতে করে মানুষ অলস হয়ে যায় এই জন্য আমি মনে কির যে কোন পেশার পাশাপাশি ফরেক্স ট্রেড করা ভাল। পেশা হিসাবে নিলে সমাজে হয়তো কিছু ভ্রান্ত ধারনা করতে পারে কিছু লোক তাই পরামর্শক্রমে কাজ করাই উত্তম।
ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খোলা থাকে এটাকে আপনি পর্টি টাইম বা ফুল টাইম যেকোন পেশা হিসেবে গ্রহণ করতে পারেন।
এখান থেকে আপনি প্রচুর টাকা Earn করতে পারেন এবং সমাজে আপনি প্রতিষ্ঠিত সম্পদশালী ব্যক্তিতে পরিণত হতে পারেন।
ফরেক্স আমি শখ হিসাবে না নিয়ে পেশা হিসাবে নিতে চাই। শখ করে ট্রেড করে লাভ নেই। ফরেক্স পেশা হিসাবে নিয়ে প্রফেশনাল ট্রেডআর হওয়া দরকার। ফরেক্স একটি আন্তর্জাতিক কারন্সি ট্রেডিং। এখানে পেশাদার অনেক ট্রেডার আছেন।
ফরেক্স একটি আন্তর্জাতিক কারেন্সি ব্যাবসা।আমি ফরেক্স ট্রেডিং করি পারটাইম আয় করার উদ্দেশ্যে। আমার প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা পরিপূর্ণ হলে আমি ফরেক্সকে পেশা হিসেবেই গ্রহণ করে নিবো । তবে কিছু কিছু লোক শখের বসে ফরেক্স করে থাকে।
একন আমরা ফরেক্স কে এখন পেশা বোলতে পারি । কারন ফরেক্স এখন আমরা কাজ করে নিজের সংশার চালাচ্ছি । এখন আনেক মানুষ এই ফরেক্স কে পেশা মানে ।
আমার নিকট ফরেক্স একটি শখ। যদিওআমিএকে পেশা হিসেবে নেয়ার চেষ্টা করছি কিন্ত কুলাতে পারছি না। যে পরিমান দক্ষতা হলে একে পেশা হিসেবে নেয়া যায় মানেএকটা নিশ্চিত আয় করা যায় আমার দক্ষতা তার চেয়ে অনেক কম। চেষ্টা করছি শেখার।
ভাই ফরেক্স মার্কেটকে আমি সত্যিকার অর্থেই একটা উন্নত মানের পেশা হিসেবে জানি, কারন এখানে আপনি অনেক সুশীল সমাজের বৃত্তবান থেকে সব শ্রেণির মানুষের কর্মচর্চাকে অনুভব করতে পারবেন। এবং বিশ্বের প্রায় অধিকাংশ মানুষ, আজ ধীরে ধীরে এই ব্যবসায় তাদের উজ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের শ্রমকে বিষর্জন করে, প্রতিনিয়তই সফলতার জন্য চেষ্টা করছেন। তাই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বলা যায় এটা একটা ভাল পেশা।
ভাই শক করে পাখি পোষা যাই ফরেক্স ট্রেড নয়. যেকোন নিয়মিত লস হবে তখন শখ ছুটে পালাবে। তাই ফরেক্স ট্রেড করতে হলে ভালো করে শিকে জেনে বুজে পেশা হিসাবে করতে হবে. তাইলে লাভ করতে পারবেন. আর যাদের অনেক টাকা আছে তারা শখ হিসাবে ফরেক্স করতে পারে ধন্যবাদ.
প্রথমদিকে ফরেক্সে যখন আসি তখন শখের বসেই এসেছিলাম কিন্তু ধীরে ধীরে আমি ফরেক্সকে নিজের সাথে জড়িয়ে ফেলেছি এখন ফরেক্স আমার প্রফেশন হিসেবে মনে করি আর আমি ফরেক্সকেই আমার আয়ের অন্যতম মাধ্যম হিসেবে বেচে নিতে চাই।
আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করাকে শখ হিসেবে নিয়ে ট্রেড শুরু করি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আমার ভাল লাগে এমনকি ফরেক্স মার্কেট এ ট্রেড করাকে ভালোবাসি এখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি চাকরীর পাশাপাশি আমি মনে করি ফরেক্স মার্কেট এ কেও যদি একটা ট্রেডিং সিস্টেম নিয়ে লেগে থাকে তাহলে সে ফরেক্স মার্কেট এ সফল হতে পারবে
সত্যি কথা হচ্ছে ফরেক্সটা আমি শখের বসেই শুরু করি, তবে দিন যত যাচ্ছে নিজেকে প্রফেসনাল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। পরিশ্রমীরা সফল হয় তাই আমার পরিশ্রম করতে প্রস্তুত। মজার বিষয় হল ফরেক্স মার্কেটে পরিশ্রম হল ধৈর্য ধরে মার্কেটের জন্য অপেক্ষা করা, লং টাইম ফ্রেমে ট্রেড করতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়।
আমি এখনও পেশা হিসাবে নিতে পারিনি তবে আমি প্রাথমিক ভাবে ফরেক্স এ আমার শখ হিসাবে নিয়েছিলাম। তবে এখন আমার ফরেক্স এ ট্রেড না করলে খারাপ লাগে মনে হয় কিছু একটা করা হয় নাই। আমি যেহেতু লং টাইম এ মার্কেট দেখি তাই আমার এত বেশী চাপ নাই। আমি দিনে ৩/৪ বার মার্কেট চেক করি তবে এনালাইসিস বেশী করি। আসলে নতুন অবস্থায় ট্রেড করার চেয়ে এনালাইসিস বেশী করা উচিত তাহলে আপনার আইডিয়া বেশী পাকাপোক্ত হবে। সব সময় মনে করতে হবে যদি আপনি ভালভাবে শিখতে পারেন তাহলে লাভ আপনার হবে। আমাদের সমস্যা ফরেক্স না শিখেই লাভবান হতে চাই।
ফরেক্সকে আমি এখনও পেশা হিসেবে নেইনি তবে ফরেক্সএ আমি শখের বসেও আসিনি ।আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স করছি ও শিখছি বর্তমানে ফরেক্স আমার কাছে পার্টটাইম জব ।তবে আশা করি আমি ভালো করে ফরেক্স শিখতে পারবো এবং পেশা হিসেবে বেছে নিতে পারবো ।
ফরেক্স একটি অনেক লাভজনক ব্যবসা তাই আমি প্রথমে এই ব্যবসাকে শখের বশে করছিলাম কিন্তু এইখানে ট্রেড শুরু করার পর দেখলাম একমাত্র এই ব্যবসাই আমার সকল অর্থনৈতিক সফলতার মূল হতে পারে যদি আমি এই ব্যবসাকে সঠিকভাবে গ্রহন করতে পারি। তাই আমি এখন প্রচুর প্র্যাকটিশ করি এই ব্যবসা সম্পর্কে জানার জন্য এবং আমার বিশ্বাস একসময় আমি এই ব্যবসাকে আমার মূল কাজের জায়গা হিসাবে গ্রহন করতে পারবো।
এখন পর্যন্ত এটা আমার কাছে শখই । পেশা হিসেবে হয়ত বা নিলেও নিতে পারি তবে যাই হোক, তা হবে কম পক্ষে ২০২৪ সালের পরে। তবে তার সম্ভাবনা খুবই বেশি। কারণ এটাকে আমার পেশা হিসেবে নিতেই হবে। কারণ ২৪ সালের পরে আমার অখন্ড অবসর এর শুরু। কিছু একটা তো করতেই হবে তাই এটাকে পেশা হিসেবে নিতেই হবে।
মানুষের যে কোন একটা শখ থেকে থাকে । তবে তা যদি হয়ে থাকে কোন ব্যবসা আর সেই ব্যবসা যদি কেউ শখের বসে থাকে তা সম্পূর্ণ অন্য ব্যাপার । তবে আমি মনে করি যে ফরেক্সকে শখের হিসেবে নিতে পারে এমন শতকরা সংখ্যা হল ১% কিংবা একটু কম বেশি । আসলে ফরেক্স হল একটা আন্তর্জাতিক ব্যবসা । আর এই ব্যবসা আমরা সবাই করি পেশা হিসেবে এবং টাকা ইনকামের এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে । তবে পৃথিবীর অসংখ্য ট্রেডার ফরেক্সকে একটা ব্যবসা ও পেশা হিসেবে নিয়েছে ।