আপনার সাথে সহমত হবার কোন সুযোগ আছে বলে মনে করছি না। কেননা যদি আমি ধরেই নেই - লসও ট্রেডের অংশ তবে আর যা হোক লাভ করা সম্ভবপর হবার সম্ভাবনা খুবই কম থেকে যায়।
আমি মানতে রাজি নই এই থিউরী।
Printable View
আপনার সাথে সহমত হবার কোন সুযোগ আছে বলে মনে করছি না। কেননা যদি আমি ধরেই নেই - লসও ট্রেডের অংশ তবে আর যা হোক লাভ করা সম্ভবপর হবার সম্ভাবনা খুবই কম থেকে যায়।
আমি মানতে রাজি নই এই থিউরী।
আসলে যারা ফরেক্স ট্রেড করেন তাদের তো আর আলাদা কোন খরচ থাকে না লাভ ছাড়া তাই লসকে ব্যবসার একটি খরচ হিসাবে দেখা হয়। এবং বিশ্বব্যপী যত ভাল এবং অভিজ্ঞ ট্রেডার গন আছেন সবাই লস করেন কিন্ত লসকে তারা মনে করেন এটি একটি ব্যবসার অংশ যা প্রতিনিয়ত দিতে হয়। আসলে লস যদি না হয় তাহলে সেটা কোন ব্যবসা নয় অন্য কিছু হবে তাই লস হওয়াটাই স্বাভাবিক তাতে আপনি সহজভাবে নিতে পারবেন লসের অংশটুকু।
অবশ্যই লস এই ব্যবসার একটি অংশ আর আমার জানামতে লস সকল ব্যবসার একটি অংশ। কারণ কেউ কোন ব্যবসা গেরান্টিসহকারে করতে পারে না। এই ব্যবসায় যেহেতু কোন কিছু আগে থেকেই সম্পূর্ণভাবে সঠিক বিশ্লেষণ করা সম্ভব নয় সেহেতু মাঝে মাঝে আপনাকে অবশ্যই এই ব্যবসা হতে লস নিতে হবে। আর আপনি যদি লস না নিয়ে এই ব্যবসায় শুধুমাত্র মুনাফার জন্য অপেক্ষা করতে থাকেন তাহলে আমার মনে হয় আপনি কখনই এই ব্যবসায় দীর্ঘ সময়ের জন্য করতে পারবেন না। তাই এই ব্যবসায় দীর্ঘ সময়ের জন্য টিকতে হলে মাঝে মাঝে আপনাকে অবশ্যই লস নিতে হবে। আর লস নেওয়ার পর পরই আপনাকে সেটা রিকোভার এর জন্য না নামাই ভাল। কারণ সেটা করতে গেলে আপনাকে আরো বেশি লসের সম্মুখীন হতে হবে। তাই আগের লস এর কথা ভুলে গিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। আর হ্যা অবশ্যই আপনি আপনার আগের লসের কারণসমূহ খুজে বের করবেন। কারণ এতে আপনি আপনার ভবিষ্যতের লসের হাত থেকে রেহাই পেতে পারেন।
লস ও ট্রেড এর অংশ, আমি মনে করি লাভ এবং লস বাবসায়ে একটি মুদ্রার এপিট/ওপিট এটা আপনি যে কোন বাবসায়ে খুঁজে পাবেন না যে লস হয় না, তাই আমি বলব যে অবশ্যই লস ট্রেড এর গুরুত্বপুণ্য অংশ আর ফরেক্স এমন একটি প্লাটফর্ম যে প্রথম আপনাকে লস মেনে নেওয়ার মন মানিসিকতা ও শক্তি থাকতে হবে।
আমরা জানি লাভ কিংবা লস প্রত্যেকতা ব্যবসাতেই আছে। লাভ লস ছাড়া কোন ব্যবসাই সম্ভব না। ফরেক্সও একটি ব্যবসা। ফরেক্সেও লাভ লস আছে। লাভ লস ছাড়া ফরেক্স ট্রেড সম্ভব না। সেই হিসেবে লস অবশ্যই ট্রেডের অংশ। প্রত্যেক টা ট্রেডারই লস করে থাকেন। বিশেষ করে নতুন অবস্থায় প্রচুর লস করে থাকেন। এই লস কে সাথে নিয়েই ট্রেড করে যেতে হবে।
অবশ্যই যে কোন লস ট্রেডের একটা গুরুত্বপূর্ণ অংশ। কেননা আপনি যে কোন ব্যবসাই করেন না কেন আপনাকে সেখানে কিছুটা হলেও লস মেনে নিতে হবে, যদি ব্যবসাতে কোন লস শব্দটি না থাকে তাহলে সেটাকে ব্যবসা হিসেবে মেনে নিতে সকলেরও আপত্তি থাকবে। তাই এই লসটাকে আমাদের শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে এবং পর্যায়ক্রমে সেটাকে কমিয়ে আনতে হবে।
অবশ্যই লস ট্রেডের অংশ। কারণ, ফরেক্স ট্রেডিং একটি বাবসা। এখানে লাভ লস দুটোই থাকে। ফরেক্সে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লসকে হাসি মুখে মেনে নেওয়া। আপনি যদি ফরেক্সে আপনার লসকে হাসি মুখে মেনে নিতে পারেন তাহলে আপনি অনেক প্রফিট করতে পারবেন। ধন্যবাদ
লস ট্রেডিং এর একটি অংশ। কারণ, ভুল না করলে যেমন কিছু শেখা যায় না ঠিক তেমনি লস না দিলে বা খেলে আপনি কখনই লাভ করতে পারবেন না। তাই আমার দিক থেকে আমি যেটা বলব যে, লসও ট্রেডিং এর অংশ।
অবশ্যই লস ট্রেডের অংশ। কারণ, ফরেক্স ট্রেডিং একটি বাবসা। এখানে লাভ লস দুটোই থাকে। ফরেক্সে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লসকে হাসি মুখে মেনে নেওয়া। আপনি যদি ফরেক্সে আপনার লসকে হাসি মুখে মেনে নিতে পারেন তাহলে আপনি অনেক প্রফিট করতে পারবেন।
হ্যাঁ, আপনি বলতে পারেন লস ট্রেডিং এর একটি অংশ। কারণ, ভুল না করলে যেমন কিছু শেখা যায় না ঠিক তেমনি লস না দিলে বা খেলে আপনি কখনই লাভ করতে পারবেন না। তাই আমার দিক থেকে আমি যেটা বলব যে, লসও ট্রেডিং এর অংশ।
অবশ্যই লস ও ট্রেডের একটা অংশ।প্রফিট যদি ট্রেডের অংশ হয় তবে লস কেনও ট্রেডের অংশ হবেনা।লাভ লস একে অপরের পরিপূরক। বিজনেস মানেই লাভলসের খেলা। এখানে প্রফিট যেমন অর্জন করা যায় ঠিক তেমনি লসও হয়।তবে অনেক ট্রেডার আছেন যারা লস করাকে মোটেই মেনে নিতে পারেন না। তারা তাদের ট্রেডিং কে লস শূন্য ভাবে পেতে চান। কিন্তু একটি কথা মাথায় রাখা উচিত ঐ লসও কিন্তু লাভের মত ট্রেডের অংশ। শুধুমাত্র লাভ দিয়েই যদি ফরেক্স গঠিত হতো তাহল তো এটা নিয়ে এতো আলাপ আলোচনা কিংবা জ্ঞান অর্জনের প্রয়োজন ছিল না। লাভের মত লসকেও ট্রেডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জানা উচিত। কেননা লসই আপনাকে ভালো ট্রেডার হওয়ার সুযোগ বা আকাঙ্খার সৃষ্টি করে। ট্রেডিং বিষয়ে আরও জানার জন্য আগ্রহ বাড়ায়।নিজেকে আরও অভিজ্ঞ বানায়।নিজের মেধার বিকাশ ঘটায়
ট্রেড যেহেতু এক ধরনের ব্যবসা সেহেতু এখানে লাভ লস থাকবেই। শুধুমাত্র লাভই হবে এমন চিন্তা করলে এখানে টিকে থাকা সম্ভব নয়। ট্রেড মার্কেটে লসের কারন খুঁজে ট্রেড করলে নতুন অভিজ্ঞতা হয়। অনেক ট্রেডেই লস হয়ে থাকে। তাই বলা যায় যে ট্রেডে যে শুধু লাভই হয় এমন নয়, অনেক ট্রেড আছে যেগুলোতে অবশ্যই লসও হয়ে থাকে।তবে আপনাকে অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে।
ব্যবসায় মানেই লাভ আর লসের সমন্নয়। এমন কোন ব্যবসায়ই নেই যেখানে লস শব্দটি নেই। ব্যবসায় করলে লাভ লস দুটোই হবে। ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা এখানে আপনার লাভ এবং লস দুটোই হবে। তো লস অবশ্যই ট্রেড এর একটি অংশ। লসকে স্বাভাবিক চিন্তা করে ফরেক্স ট্রেডিং করতে হবে।
ব্যবসাতে লাভ-লস দুটোই আছে। এটা স্বাভাবিক। ফরেক্স মার্কেটেও একই। এখানে যেমন লাভ হবে তেমনি লস হতেও পারে। তাই হতাশ হওয়া যাবে না। লস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং কি কারনে লস হল সেটা খুঁজে বের করতে হবে। যদি কারণটা খুঁজে বের করতে পারেন তাহলে ভবিষ্যতে ট্রেড করার সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করতে পারবেন। ফলে আপনার লস কম হবে। তাই বলে ঘনঘন লস করাটা ভালো না। ঘন ঘন লস করা মানে আপনি লস থেকে শিক্ষা গ্রহণ করছেন না। তার মানে এটা প্রশ্রয় হয়ে দাঁড়াবে। যার কারণে অতিরিক্ত লসে আপনার ব্যালেন্স শুন্য হয়েও যেতে পারে। এভাবে আপনার ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হতে পারে। লস করাটা তখনই সার্থক হবে যখন আপনি লস থেকে কিছু শিক্ষা নিতে পারবেন।
লাভ এবং লস প্রতেক ব্যবসা এর একটি অংশ,তাই লস হলে আপনাকে মেনে নিতে হবে,ফরেক্স এমন একটি ব্যবসা এই খানে আপনি একটানা লাভ করতে পারবেন না,একজন দক্ষতা সম্পূর্ণ ট্রেডার ও আ পারেনা,আপনাকে লাভ এর সাথে লস টাকে ও মেনে নিত হবে,কিন্তু আপনি যদি ভালো ট্রেডার হন তাহলে লস এর তুলনায় লাভ বেশি করবেন।
ব্যাবসার ক্ষেত্রে লাভ লস একটা আরেকটার সাথে জড়িত তাই যেকোনো ব্যাবসা করতে হলে লাভ লস অবশ্যই মেনে নিতে হবে।আপনি যখন বিপদে পড়বেন না তখন আপনি বুজবেন না বিপদ আসলে তখন কি করতে হয়।তেমনি আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট লস না হলে আপনি বুজবেন না যখন লস হয় তখন আপনার কি করা উচিত।এর জন্য দরকার নিয়মিত এনালাইসিস টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডাম ন্টাল এনালাইসিস এই গুলো ভাল করে জানতে হবে।একটা কথা মনে রাখতে হবে আপনি লস কখনো বাচাতে পারবেন না তবে লস কি করে কমানো যায় সেই বিষয়টি নিয়ে কাজ করতে হবে।
আমি মনে করি যে, লস হলো ট্রেডের একটা অংশ। কারন সকল ব্যবসায়ই লস ও লাভ থাকে আর ফরেক্সও একটা ব্যবসা। লস হতেই পারে তাই বলে কী ট্রেড করা বন্ধ করে দিবেন আমি মনে করি না। কারন লস মেনেনিতে হবে আর ভাল ভাবে ট্রেড করার চেষ্টা করতে হবে। তাহলেই আপনি লাভের মূখ দেখবেন।
ট্রেড এ লস থাকবে এটাই সাভাবিক। কোন ব্যবসায় যে শুধু লাভ থাকবে এটা তো হতে পারেনা। যে ব্যবসায় যত লাভ করার সম্ভাবনা আছে ঠিক তার বিপরীতে লস এর সম্ভবনা থাকবে এটা মেনে নিতে হবে। আমি তাই মনে করি লস ট্রেড এর একটি অংশ।
অবশ্যই ভাই । লসও ফরেক্স মার্কেটে ট্রেডের একটা অংশ । আমি মনে করি লাভ লস ২ টা মিলেই ফরেক্স ট্রেডিং । আপনি শুধু লাভই করবেন , কখনও লস করবেন না এমন ভাবাটা খুবই অমূলক । তাই আমি মনে করি লাভ লস মিলিয়ে আপনার হিসেব করতে হবে মোটের উপর কিভাবে আপনি লাভ রাখবেন । যেমন ধরুন ৪ টা ট্রেড করলেন যদি ৩ টাতে লাভ করতে পারেন আর ১ টাতে লস হয় তাহলে আমার মতে সন্তুষ্ট থাকাতাই শ্রেয় । তাই আমাদের সবার লসটাকে সহজ ভাবে মেনে নেয়াটা খুব জরুরী ।
প্রতেক ব্যবসায় লাভ লস আছে তাই লস কে মেনে নিতেই হবে । আপনি ফরেক্স ভালো করে না শিখে ট্রেড করলে আপনার লস মেনে নিতেই হবে । লস ট্রেড না করার জন্য আপনাকে আগে ফরেক্স ভালো ভাবে শিকতে হবে । সব সময় মার্কেট আপনার আয়ত্তে নাও থাকতে পারে এই সময় আপনার লস হতে পারে তাই এই লস টাকে মেনে নিতেই হবে । তাই ব্যবসায় লাভ লস থাকবেই এবং মেনে নিতে হবে ।
প্রিয় বন্ধ ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট এবং লস হল একই মুদ্রার এপিট আর ওপিঠ তাই যদি লাভ আপনার ট্রেডের অংশ হয় তবে লস মানতে এত কষ্ট কেন? আপনি যদি প্রকৃত ট্রেডার এর মত ট্রেড করেন তবে আপনাকে লাভ ও লস দুইটাই গ্রহন করার মানসিকতা রাখতে হবে। কারন একজন সফল ট্রেডার কি তার সব ট্রেডে প্রফিট করতে পারে? তবে সে অধিকাংশ ট্রেডে প্রফিট করে আবার কিছু ট্রেডে লসও করে সুতরাং ফরেক্স ট্রেডে সবই হয়।
লস ছাড়া কোনদিন ফরেক্স করা সম্ভব না। কেউ যদি বলে সে কোন সময় স্টপ লস বা লস করেন না তাহলে সে মিথ্যা বলছে। কেননা প্রত্যেকটা টে্রড থেকে প্রফিট পাওয়া সম্ভব না। এখানে 100% প্রফিট বলতে কোন কিছু নেই। সবাই লাভ এবং লস মিলিয়ে গড়ে প্রফিট করে থাকেন মার্কেট থেকে। সুতরাং ১০০% লাভের কথা কেউ যদি বলে থাকেন তাহলে তার কথা সম্পূর্ন অযৌকিত্ক হবে।
লস ট্রেডের অংশ নয় কিন্তু লস হলো ব্যবসায়ের একটি অংশ আর ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু এই ব্যবসার অংশ হলো লস। আপনি যদি এই ব্যবসা সফলভাবে করতে চান তাহলে আপনাকে লস অবশ্যই সাধারণভাবে গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন আপনি লস নেওয়া ছাড়া এই ব্যবসায় ট্রেড করবেন তাহলে আপনি বেশিদিন এই ব্যবসায় টিকে থাকতে পারবেন না। তাই লসবিহীন ট্রেড কখনই সম্ভব নয়। আর আমি মনে করি লসের মাধ্যমেও আমাদের অনেক কিছু শেখার আছে যা আমাদেরকে মুনাফা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে।
প্রতেক বিজিনেস এর অংশ হয়ছে লাভ এবং লস,তাই লাভ এর সাথে লস ও একটি এই বিজিনেস এর অংশ,একটানা লাভ কেও ফরেক্স দিয়ে করতে পারেনা,তাই লস ও স্বীকার করতে হয়,তাই লস করলে মন খারাপ না করে লস থেকে শিক্ষা গ্রহন করে,লস রিকোভার করুন এবং সামনের দিক এগিয়ে চলুন,তাহলেই সফলতা পাবেন।
অবশ্যই লস ট্রেডের অংশ।ফরেক্স হচ্ছে একটি বিজনেস।আর বিজনেস মানেই তো লাভ-লসের সমষ্টি।যেখানে লস নেই সেটাকে তো আর ব্যবসা বলা যায় না।ফরেক্স যেহুতু একটা ব্যবসা তাই এখানে লাভ -লস রয়েছে।এখন আমাদের কাজ হল এই লস কে আমরা কিভাবে লাভে কনভার্ট করতে পারব।আমরা যত বেশি লসকে লাভে কনভার্ট করতে পারব আমরা তত বেশি নিজেদের ফরেক্স এ সফল মনে করতে পারবে।ফরেক্স খুবই রিস্কি একটা ব্যবসা।আপনি যদি ফরেক্স এ দক্ষ হতে না পারেন তবে ট্রেড না করাই ভাল।ফরেক্স এ আগে দক্ষতা অর্জন করতে হবে এরপর রিয়্যাল ট্রেড শুরু করতে হবে। আপনি ফরেক্স এ সবসময়ই যে লাভ করতে পারবেন এমন কিন্তু না তবে না না হোক লস এর পরিমাণ টাও কমানো ফরেক্স এ এক ধরনের সফলতা।এজন্য সবসময়ই মাথায় রাখতে হবে আগে ফরেক্স এ দক্ষতা অর্জন করা যায় কিভাবে সেটা ভাবতে হবে। আপনি দক্ষতা অর্জন করতে পারলে অবশ্যই লাভ করতে পারবেন তবে ফরেক্স যেহেতু একটা ব্যবসা এখানে লস হতে পারে।কিভাবে সেই লস কমাতে পারা যাবে সেটা নিয়ে কাজ করাও এক প্রকার সফলতা তাই আগে ফরেক্স শিখেই আমাদের রিয়াল ট্রেড করা উচিত।
হ্যাঁ বন্ধু আপনি যেমন ঠিক তেমনি জানেন আমরা যত বেশি ইনপুট তত বেশি আউটপুট পাব কারণ সর্বোপরি আমরা কঠোর পরিশ্রম করে ফল পাব তাই সর্বাধিক বোনাস পাওয়ার চেষ্টা এবং এর সাথে একটি ভাল ব্যবসা চালানোর কতটা সীমা নেই আমরা যে অর্থ উপার্জন করতে পারি তা সময়সূচীতে যাওয়ার চেয়ে এমটি 5-তে আরও বেশি সময় দিন কারণ একটি খুব ভাল প্ল্যাটফর্ম রয়েছে যা আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমাদের কাজ শুরু করতে পারি কোনও শিক্ষানবিশকে নিয়ে চিন্তার কিছু নেই কারণ আপনার নৈতিকতা উচ্চ রাখুন এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকুন। যাতে একজন ভাল বস সারাংশ থেকে ভাল লাভ করতে পারে, তাই আপনার তাকে যতটা সম্ভব সময় দেওয়া উচিত। সে কারণেই তারা আরও বোনাস পাবে যা নিজের জন্য অর্থ উপার্জন করতে পারে
হ্যা লস ও ট্রেড এর অংশ। কারন লস ছাড়া আপনি কখনও ট্রেড করতে পারবেন না। লস হবেই ফরেক্স ট্রেড এ। কারন ফরেক্স কখন কোন দিকে যায় এটা কিন্তু বোঝা যায় না আগে থেকে তাই লস নিতে হয় আগে থেকেই । তবে লস করতে হয় ম্যানেজমেন্ট করে। যদি সঠিক ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনি অনেক কম লস করে বেশী লাভ করতে পারবেন। তাই তো ফরেক্স করতে হলে মানিম্যানেজমেন্ট গুরুত্ব অনেক বেশী। যদি সঠিক মানিম্যানেজমেন্ট এবং নিজের সাইকোলজির উপর দক্ষতা নিতে পারেন আমার মনে হয় ফরেক্স এ আপনি একজন বড় মাপের ট্রেডার।
অবশ্যই লসও ট্রেডেরই একটা অংশ। শুধু ফরেক্স ট্রেডিং এ না যে কোন ব্যাবসাতেই লাভ লস থাকবেই আর এটা মেনে নিয়েই ব্যাবসা করতে হবে। আর ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস সেহেতু এখানেও লাভ লস আছে। তবে এই লাভ লস মেনে ট্রেড করতে হবে পাশাপাশি কিভাবে লস এড়ানো যাবে সেই অনুসারে ট্রেড করতে হবে। আর এর জন্য দক্ষতার ও অবিজ্ঞতার কোন বিকল্প কিছু নাই। এখানে দক্ষ ও অবিজ্ঞ হতে পারলে অবশ্যই ভালো প্রফিট অর্জন করা সম্ভব। ধন্যবাদ
অবশ্যই ফরেক্স মার্কেটে লচ করাটা একটা ট্রেডের অংশ । তার কারন হলো ফরেক্স মার্কেট যেহেতু একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা,,, আর ব্যবসা মানেই লাভ ও লচ দুইটাই । তাই এখানে লাভ করাটা যদি ট্রেডের অংশ হতে পারে তাহলে ফরেক্স মার্কেটে লচ করাটা ও ট্রেডের অংশ । তাই আমাদের উচিত লাভ ও লচ দুইটাকে মেনে নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা এবং বেশি বেশি করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা ।
একটি ব্যবসায়ে সবসময় ২ টা দিক থাকে। লাভ আর লস। ফরেক্স যেহেতু এক টি ব্যবসা সেহেতু ফরেক্সে লাভ লস হতেই পারে। অনেকে এই লস কে মেনে নিতে পারে না, কিন্তু তাদের মনে রাখা উচিত লাভ তখনই সম্ভব যখন লস আসবে আগে। তাই আমি মনে করি লস ও ফরেক্স ট্রেডিং এর একটি অংশ।
ফরেক্স মার্কেট এ শুধু লাভ থাকলে সবাই অন্য ব্যবসা ছেড়ে দিয়ে সারাদিন ফরেক্স নিয়েই থাকত। আর এখান সবাই ধনী হয়ে যেত। তাই এখানে লস ট্রেডিং এর একটি অংশবিশেষ। সুতরাং লস বাদ দিয়ে ফরেক্স করা যাবে না। লসকে স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে।
প্রতিটি ব্যবসায় লাভ এবং লস উভয় রয়েছে ।ফরেক্স একটি অনলাইন ব্যবসা যেখানে প্রতিটি ব্যবসার মতো লাভ ও লস উভয় রয়েছে ।লাভ লস ছাড়া কোন ব্যবসা সম্ভব নয় ।ব্যবসার ক্ষেত্রে লাভ এবং লস উভয় থাকবে ।লাভের পাশাপাশি আমাদের লস কে মেনে নিতে হবে কারণ লস ব্যবসার একটি অংশ ।
অবশ্যয়, লাভ-লোকসান যেকোন ব্যবসার অংশ। আর ফরেক্সের ক্ষেত্রে লস কথাটা একটু বেশি শুনা যায়, কারন এখানে বেশিরভাগ লোক লস করে। আর লস করে তাদের অজ্ঞতার জন্য। সুতারাং ফরেক্সে লস কে মেনে নিতে হবে, আবেগ তাড়িত না হয়ে লসের কারন খুজেঁ বের করতে হবে যাতে লস থেকে বের হওয়া যায়। তাহলেই ফরেক্স ব্যবসা আপনার কাছে ভাল এবং মজার ব্যবসা হয়ে উঠবে।
লসও ট্রেডের অংশ হিসেবে ধরতে হবে। অন্যান্য ব্যবসা করতে গেলে যেমন আমাদের আনুসঙ্গিক খরচে করতে হয়। ঠিক তেমনি আমাদের ফরেক্স এ লসটাকে খরচ হিসেবে ধরতে হবে। কেননা এখান থেকে লস ছাড়া কেউ প্রফিট ধরে রাখতে পারবে না। ১০০% টে্রড প্রফিট করা সম্ভব না।
আমার মতে লস ট্রেডের অংশ নয় এটি ব্যবসার অংশ আর ফরেক্স হলো একটি ব্যবসা। তাই আমি মনে করি আপনি যদি এই ব্যবসা সফলভাবে করতে চান তাহলে আপনাকে লস খুব সহজভাবে গ্রহণ করতে হবে। কারণ ব্যবসায় লস হতেই পারে। আর আপনি যদি আপনার লস সহজভাবে গ্রহণ করতে না পারেন তাহলে আপনি কখনই এই ব্যবসায় দীর্ঘসময় টিকে থাকতে পারবেন না। তাই লসকে কঠিন এর দিকে না নিয়ে এটিকে আপনি আপনার সহজেই দিকে অগ্রসর করুন।
ব্যাবসা মানেই লাভ আর লসের সমন্নয়। কোন ব্যবসায়ই নেই যেখানে লস শব্দটি নেই। দুটোই হচ্ছে ফরেক্স মার্কেটে অভিচ্ছেদ অংশ। অনেক ট্রেডেই লস হয়ে থাকে।তাই বলা যায় যে ট্রেডে যে শুধু লাভই হয় এমন নয়,অনেক ট্রেড আছে যেগুলোতে অবশ্যই লসও হয়ে থাকে।
ফরেক্স হচ্ছে এক ধরনের বিজনেস। আর এই বিজনেস এ লাভ এর সাথ সাথে লস ও থাকবে সেটা স্বাভাবিক। ফরেক্স এ যে আমরা শুদু লাভ ই করে যাব তা নয়। অনেক সময় আমাদের কে লস ও পুহাতে হবে। কেন না লাভ আর লস উভয়ে আমাদের ফরেক্স ট্রেড এর পরিপূরক। তাই আমি মনে করি আমাদের সবাই কে লাভের পাশাপাশি লস কে ট্রেড এর অংশ হিসেবে মেনে নিতে হবে। কেন না লস ও ট্রেড এর একটা অংশ।
হে ভাই আমি ও আপনার সাথে একমত লস ও ট্রেডিং এর একটা অংশ আমি যেকোন প্রথমে ফরেক্স মার্কেটে এসেছিলাম তখন মনে করতাম ফরেক্স মার্কেটে ১০০% প্রফিট করা সম্ভব কিন্তু আস্তে আস্তে আমার বোধোদয় হতে থাকলো ফরেক্স মার্কেটে ১০০% প্রফিট করা কোনোভাবেই সম্বব নয়. তাই আপনাদের সবাইকে বলছি আপনার কোনো ট্রেড যদি লস এ যাই তাহলে যোক্তি যুক্ত সময়ে তা ক্লোসে করা বুদ্ধিমানের কাজ
কথায় বলে শিখছ কোথায় ঠেকছ যেথায় । আমার নিজের কাছে মনে হয় লাভ লস মিলিয়েই বিজনেস আর তাই শুধু লাভ নয় লস ও আমার বিজনেসের ই একটা অংশ। আমি লস না করলে আসলে বুঝবো না যে আমার কোথায় গাফেলতি ছিলো কি জন্য লস হলো। তাই লস কে শিক্ষা ভেবে সামনে আগানো উচিৎ । লস কে ক্ষতি ভেবে ভেঙ্গে পড়লে চলবে না
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আসলে আমার কাছে বাণিজ্যটি খুব বৈধ বলে মনে হচ্ছে এবং তিনি এটি ভালভাবেই দেখেছিলেন এবং আমি আশা করি বাণিজ্যটি ব্রেকিংভেনের কাছাকাছি হয়েছে কারণ সোমবার বাজারের উদ্বোধনের সময় দাম যে কোনও জায়গায় যেতে পারে, তবে সামগ্রিক সুন্দর বিশ্লেষণ। বাজার খোলার পরে আপনি এখনও বাণিজ্য খুলতে পারেন। সুন্দর সপ্তাহান্তে ছেলেরা কাটুক