ফরেক্স একটা উন্নত মানের ব্যবসা ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকলে এ থেকে অনেক টাকা আয় করা সম্ভব অনেক ট্রেডার মানে ৯৫% লক এ থেকে সফলতা পায় না তবু ফরেক্স করে কারণ এটা আপনাকে খুব সহজে সফলতা এনে দিতে পারে
Printable View
ফরেক্স একটা উন্নত মানের ব্যবসা ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকলে এ থেকে অনেক টাকা আয় করা সম্ভব অনেক ট্রেডার মানে ৯৫% লক এ থেকে সফলতা পায় না তবু ফরেক্স করে কারণ এটা আপনাকে খুব সহজে সফলতা এনে দিতে পারে
অনেক লোক বৈদেশিক মুদ্রার মধ্যে অর্থ আলগা করে তবে অনেকে অর্থ উপার্জন করেন ফরেক্স ব্যবসায়ী বিশ্বের যে কোনও পেশার সবচেয়ে আশ্চর্যজনক সম্ভাবনাময় জীবনধারা সরবরাহ করে। সেখানে পৌঁছনো সহজ নয় তবে আপনি যদি আমার নির্ধারিত হন এবং নিয়মানুবর্তিত হন তবে আপনি এটি ঘটতে পারেন here ফরেক্স মার্কেটে আপনার লক্ষ্যগুলি অনুসন্ধান করার জন্য আপনার দক্ষতার একটি দ্রুত তালিকার প্রয়োজন হবে।
৯৫% লস করলেও মানুষ এই ব্যাবসাই আসার পেছনে কিছু কারন আছে যেমন আমি একদিন ফরেক্স এর চার্ট না দেখলে যেন ভালই লাগে না। তাই ট্রেড করি আর না করি প্রাইজ এর ওঠানামা আমার দেখতে খুব ভাল লাগে। তারপর ও যখন প্রচুর প্রফিট করি তখন মনটা অনেক ভাল লাগে তখন আর আগ্রহ সহকারে ট্রেড করতে থাকি আর যখন ১ মাসের কষ্টের প্রফিট একটি ভুল ট্রেড করার কারনে একদিন চলে যাই তখন মনটা খারাপ হয়ে গেলেও ফরেক্স ট্রেড ছাড়তে মন চাই না। মনে হয় আবার চেষ্টা করে দেখি হয়ত এবার নিশ্চয় প্রফিট ধরে রাখতে পারব। কিন্তু তারপরও লস করি এভাবে চলছে আমার ট্রেডিং জীবন।
প্রত্যেক ট্রেডারকেই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করা উচিত তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন। কিন্তু এর মধ্য যারা আবার ধৈর্য্য ধরে লসকে মেনে নিয়ে ট্রেডিং করে তারাই ফরেক্স কে জনপ্রিয় করে তুলেছে।এজন্য বলা হয়ে থাকে ৯৫%ট্রেডার লস করে কিন্তু তবুও ফরেক্স জনপ্রিয়।
ফরেক্স ব্যবসায় ৯৫% লোক ক্ষতির সম্মুখিন হন, কারন তাদের নিজেদের ভুলের জন্যই তারা ক্ষতির সম্মুখিন হন। তারা যদি ফরেক্স এর উপর পড়া-লেখা করে এবং অভিজ্ঞতা অর্জন করে আর ধর্য্য সহকারে ট্রেড করে তাহলে এতে সফল হওয়া অনেক সহজ।
আসলে ৯৫% ট্রেডার লস করে ব্যাপারটা এমন নয় আসল ব্যাপারটা হলো ৯৫% বিগিনার ট্রেড লস করে। কারন প্রথমদিকে সবাই ফরেক্সে এসে মার্কেট বুজতে পারে না এতে করে অনেকেই লসে পড়ে মার্কেট ত্যাগ করে। আর বাকী ৫% যারা টিকে থাকে তারাই অবশেষে ভালো ফল পেয়ে থাকেন।
এটা সত্য কথা যে, ৯৫% ট্রেডার ক্ষতির সম্মুখিন হয়। তাই প্রত্যেক ট্রেডারকেই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করা উচিত। তাহলে সে সফলতা অর্জন করতে পারবে । ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে লার্নিং অন্যতম। আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলধন হারিয়ে ফেলতে পারেন। কিন্তু এর মধ্য যারা আবার ধৈর্য্য ধরে লসকে মেনে নিয়ে ট্রেডিং করে তারাই ফরেক্স কে জনপ্রিয় করে তুলেছে।
আসলে ৯৫% ট্রেডার ফরেক্স ট্রেডিং এ লস করলেও তারা ভালো ভাবেই বুঝতে পারে যে তারা যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালোভাবে জেনে ফরেক্সে ট্রেড করে তাহলেই তারা ফরেক্স ট্রেডই থেকে তাদের কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারবে । আর এই জন্যই মানুষ লস করবার পরেও তারা ফরেক্স ট্রেডিং এর সাথে লেগে থাকে এবং যারা অনেক দিন ধরেই ফরেক্স ট্রেডিং এ লেগে থাকে তারাই ফরেক্স ট্রেডিং এ সফল ট্রেডার হতে পারে । একজন ভালো ফরেক্স ট্রেডার হতে পারলে ফরেক্স থেকে প্রতিমাসে অনেক টাকা আয় করা যায় ।
95% ট্রেডার লস কথাটি একদিকে সত্য আবার অন্যদিকে কথার অনেক বিশ্লেষণ আছে যেমন যে 5 পার্সেন্ট লাভ করে তারা অনেক চিন্তাভাবনা এনালাইসিস করে তারপরেই ট্রেড করে। কোনরকম ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ আপনার লস এর কারণ হয়ে দাঁড়াবে এবং অন্যদিকে আপনাকে অবশ্যই ধৈর্যসহকারে ট্রেড করতে হবে অধিকাংশ ট্রেডার্স করে তাদের ধৈর্যের কারণ।
ফরেক্স একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় হওয়ার জন্য এর জনপ্রিয়তা এত বেশি। ফরেক্স মার্কেট থেকে যে পরিমাণ অর্থ আয় করা সম্ভব তা অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয় বটে। খুব দ্রুত জীবনে কিছু করে দেখাতে হলে তার নাম ফরেক্স। এখানে ব্যবসার জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকায় ধনী গরীব নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে। ব্যবসার জন্য তেমন কোন ঝামেলা পোহাতে হয় না কারণ এখানে নিজেই নিজের মালিক এবং ঘরে বসেই পুরো ব্যবসাটা কন্ট্রোল করা যায়। এতসব সুবিধা থাকায় এবং লাভজনক ও আকর্ষণীয় ব্যবসায় হওয়ার কারণে ফরেক্স এত জনপ্রিয়তা লাভ করেছে।
অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন।তাই আমি মনে করি বৈদেশিক মূদ্রার বাজারে আয় করতে হলে আগে আমাদের ডেমোতে ট্রেডিং করতে হবে।ফরেক্স বিজনেসে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে সিলেক্ট করতে না পারলে ফরেক্সসহ অন্য যে কোন বিজনেস করতে পারবেননা।তাই সকলেরই দরকার যে বুঝে ট্রেড করা।
আমি মনে করি যে ব্যবসাই করেননা কেন সেই বিসয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয় ।ফরেক্স মার্কেট ও তেমন একটি জাইগা । না বুঝে ট্রেড করলেত লস হবেই ।আবার কেউ অতিলভের কারনে লস করে ।ফরেক্স থেকে অনেক মানুস ডলার উপরজন করছে ।তাই আমার মতে ৯৫% জন লস করে এটা ভুল কথা ।
ফরেক্সে 95 শতাংশ ট্রেডাররা লস করে এটা বাহুল্য কথা তবে যারা লস করে তাদের মধ্যে শতকরা 95 শতাংশ হলো নতুনরা। ফরেক্স মার্কেটে তারাই লস করে যাদের ফরেক্স সম্পর্কে যথেষ্ট পরিমাণ দক্ষতার অভাব, যারা মার্কেট এনালাইসিস না করে ট্রেড করে, যারা ট্রেডিং এর নিয়ম লংঘন করে। দক্ষতা থাকলে এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করলে ফরেক্স থেকেও ক্যারিয়ার গড়া সম্ভব। ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। যেকোনো পেশার পাশাপাশি অবসর সময়ে এখানে ট্রেড করা সম্ভব। সমাজে যেকোন স্তরের মানুষ কেবল উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে রিয়েল ডলার ডিপজিট না করেও ট্রেড করতে পারে। সেই ক্ষেত্রে ফোরামে পোস্ট করে পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে ট্রেড করা সম্ভব। ফলে দরিদ্র মানুষেরাও এখানে ট্রেড করতে পারবে। প্রতি মাসে ফোরামে পোস্ট করে এভাবে ব্যালেন্স বৃদ্ধি করারও সুযোগ এখানে আছে। মূলধন বেশি থাকলে ফরেক্স মার্কেট থেকে একদিকে যেমন প্রফিট করা যাবে অন্যদিকে ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে সুবিধা হবে। বাংলাদেশে বহু বেকার যুবক-যুবতী ফরেক্স এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ফরেক্স মার্কেটের খারাপ দিকের চেয়ে ভালদিকগুলোই সবচেয়ে বেশি। তাই দিন দিন ফরেক্সের জনপ্রিয়তা বেড়ে চলেছে।
৯০% মানুষ ফরেক্স এ লস করে তারপরে ও এই ফরেক্স ট্রেডিং অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে দিনের পর দিন, তবে কিছু বছর আগে ও ফরেক্স ট্রেডিং খুব একটা পপুলার চিল না, কিন্তু যখন ই বাংলাদেশের শেয়ার মার্কেতের দর পতন হল তখন ও মানুষ ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে শুরু করে।
আসলে ফরেক্স ট্রেডিং এ আপনি লস করতে পারবেন, কিন্তু আপনি কখনো প্রতারিত হবেন না, বাংলাদেশের শেয়ার মার্কেটে অনেক এ প্রতারিত হয়েছে, আর শেয়ার বিজনেস করতে অনেক পুজির দরকার হয়, কিন্তু ফরেক্স করতে গেলে আপনি ১০০ ডলার নিয়েও নামতে পারেন। আসলে সব কিছু আপনার কিছু বিষয় ভাল করে জানতে হবে, আমি কখন ও বলব না যে আপনি না জেনে ফরেক্স এ ট্রেডিং করেন। ভাল করে জেনে শুনে নিজের ইচ্চায় ফরেক্স ট্রেডিং করবেন।
আমার মনে হয় না যে বর্তমানে ৯৫% ট্রেডার লস করে থাকে। যদি তাই হতো তাহলে এই ব্যবসা কখনই বর্তমানে এতটা জনপ্রিয় হতো না। আমার মতে এই তথ্যটি একদম ভুল। আপনি দেখে থাকবেন বর্তমানে অনেকে এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতাছে। কারণ অধিকাংশ ট্রেডার কারও না কারও দ্বারা এই ব্যবসায় প্রবেশ করতাছে আর যে তাদের সাহায্য করতাছে সে অবশ্যই তাদেরকে ভালভাবে এই ব্যবসা সম্পর্কে অবগত করতাছে যার ফলে তাদের লসের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে।
ফরেক্স জনপ্রিয় হওয়ার মুল কারন হলো এটি একটি অনলাইন বিজনেস। আর বর্তমানে কম বেশি সকলেই ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আর তার সাথে ফরেক্সেও আকৃষ্ট হচ্ছে। আর তাছরা যেহেতু এখানে অনেক কম মুলধন খাটিয়েও ভালো মুনাফা আশা করা যায় বা কিছু করার জন্য খুব অল্প পুজি নিজেই ব্যাবসা শুরু করা যায় হয়তো সে কারনেই অনেকরই ফরেক্সের প্রতি ইন্টারেস্ট বাড়ছে।
যেটাকে আমি ট্রেডিং সিক্রেট বলেছিলাম তা তারা ধারাবাহিকভাবে ব্যবহার করল, সত্যটি হ'ল ট্রেড সিক্রেট রয়েছে এবং বাজারে তাদের সুযোগ রয়েছে তাদের বাণিজ্য এবং জিতের বাইরে, তবে আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে কিছুই বাজারে পরিশোধ নয় ওয়াশআউট বা ক্ষতি কখনই আমানতকে নিরুৎসাহিত করবে না আসল টাকা, বোনাস দিয়ে ব্যবসায়ের কাজ করায় বোনাস দিয়ে লাভ হয় এবং তারপরে আসল অর্থ দিয়ে বাণিজ্য করা যায়, বলিঙ্গার ব্যান্ডের সাথে ট্রেড ব্রেকআউট হয়, এটি বর্ধিত দৃ signal়তা সংকেত
আমার মনে হয় যে কোন ব্যাবসাতেই লাভ লস থাকবেই আর এটাই স্বাভাবিক ব্যাপার। আর এখানে ৯৫% ট্রেডার লস করার পরেও এটি জনপ্রিয় একটি কারনেই আর তা হলো এটা একটা স্বাধীন ও মুক্ত ব্যাবসা এবং এখানে একটু দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে পারলে প্রচুর প্রফিট পাওয়া সম্ভব এজন্যই এটা জনপ্রিয় বলে আমার মনে হয়। কেননা এখানে যারা অবিজ্ঞ তারা কিন্তু প্রচুর প্রফিট অর্জন করে থাকেন। আর তারা লস করেন যারা এখানে অদক্ষ ও অনভিজ্ঞ তারাই। তাই আমি মনে করি আমরা যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করি তাহলে অবশ্যই সকলেই এখানে সফল হতে পারবো।
লস করার সাথে জনপ্রিয়তার সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না। তাছাড়া যাদের একটু লোভ বেশি তারা প্রায় সব সময় লস প্রজেক্টেই থাকে। ফরেক্স সম্পর্কে ভাব ধারনা ও জানা শুনা না থাকলে এই খানে পা বাড়ানো উচিৎ না। কারন এইটা কোন ছোট খাটো ব্যাপার না, ফরেক্স টা অনেক বড় একটা ব্যাপার।
আমরা সকলেই জানি যে অল্প বিদ্যা ভয়ংকারি ।যারা ফরেক্স সম্পর্কে অল্প জ্ঞান নিয়ে মার্কেটে নামে তারাই বেশির ভাগে লস এর সম্মুখীন হয় । আর যারা ফরেক্স কে পেশন হিসেবে নেয় না যার ফলে তারা অল্প পরিমান ফরেক্স শিখেই মনে করে যে তারা অনেক কিছু শিখে গেছে ফরেক্স সম্পর্কে এবং তারা তাদের অনেক অর্থ এই মার্কেটে বিনিয়োগ করে লস করে ।
ফরেক্স এ লস করার পরও কেন এত জনপ্রিয় হয়ে ওঠতেছে যার কারন ফরেক্স যদি লস করার জায়গা কিন্তু বেশির ভাগ ট্রেডার লাভ করে এবং ফরেক্স ব্যবসা অন্য কোন সমস্যা ছাড়া ঘরে বসে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে আয় করা যায়।আর বলা হয়েছে ৯৫% ট্রেডার লস করেও ফরেক্স কেন জনপ্রিয় কথা হচ্ছে যারা না বুজে ফরেক্স করে তারা লস করে ,যারা বুজে ফরেক্স করে তারা কখনও লস করেনা,বরং লাভ বেশি করে।
ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে কথাটা সম্পূর্ণ ভুল। আমার মতে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনাররা লস করে। আর ৯৫% ট্রেডার লস করলে তাহলে ফরেক্স কখনোই জনপ্রিয় হতনা। ফরেক্সে তারাই লস করে যারা অনভিজ্ঞ। এই অনভিজ্ঞদের মাঝে যারা টিকে থাকে তারা যখন অভিজ্ঞ হয়ে যায় তখন তারাও লাভ করতে থাকে। ফরেক্সের জনপ্রিয়তার মূল কারন এটা ঘরে বসেই করা যায়। তাছাড়া এটার নিশ্চয়তাও আছে।
হ্যাঁ, ৯৫ ভাগ ট্রেডারই বেশির ভাগ সময় লস করে থাকে । বাকি ৫ ভাগ সফল হতে পারে । যারা সফল হয় তারা তাদের অভিজ্ঞতা দৈর্য্য এবং নিজেকে নিয়ন্ত্রন রাখার ক্ষমতা রাখে । ৯৫ ভাগই বেশি লোভ এবং দ্রুত প্রফিট অর্জন এর জন্য তাড়াতড়ি একাউন্ট জিরো করে ফেলে । তবুও ফরেক্স ট্রেড খুবই জনপ্রিয় কারন এখানে মুক্ত ভাবে ট্রেড করে সফল হতে পারলে নিজেকে কারো নিয়ন্ত্রন ছাড়াই সনির্ভর করে তোলা যায় । আমি মনে করি আগামীতে ফরেক্সের জনপ্রিয়তা আরও বাড়বে ।
আসলে লাভ লস সব ব্যবসায়ে আছে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার ঠিক মত সফলতা পায় না এর কারণ হল ফরেক্স সম্পর্কে তাদরে জ্ঞানের অভাব আর এত লস করার পরেও ফরেক্স মার্কেট সবার কাছে জনপ্রিয় এর কারণ হচ্ছে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারলে এ থেকে খুব সহজেই অনেক টাকা আয় করা সম্ভব
ফরেক্স খুব একটা ভাল ব্যবসা আর এতে আপনি যদি ভাল করে ট্রেড করতে পারেন তাহলে আপনি অনেক লাভবান হতে পারে। ফরেক্স এ অনেক ট্রেডার রাই লস করে থাকনে কিন্তু তবুও তারা ফরেক্স ছাড়েন না কারন তারা জানেন যে ফরেক্স এ যদি ভাল কিছু করতে পারে তাহলে তার জীবনে অনেক উন্নতি ঘটবে। আর তাছাড়াও ফরেক্স একবার লস করলে সেই লস সুধ্রানোর সুযোগ আছে আর এই সুযোগ তারা যদি কাজে লাগাতে পারে তাহলে তারা অনেক লাভবান হবেন তাই এখনো ফরেক্স এত জনপ্রিয়।
ফরেক্স মার্কেটে শতকরা ৯৫ ভাগ ট্রেডারই লস করে তবপ এ সংখ্যা মুলত নতুন ট্রেডারদের সংখ্যা। আর এতো বেশি লসের কারন হতে পারে ঠিকমত ফরেক্স মার্কেট সম্পর্কে না জেনেই বেশিরভাগ সময় আন্দাজে ট্রেড করা, ওভার ট্রেড করা, লোভ করা, ইমোশনালি ট্রেড করা। যে সকল ট্রেডার এসব থেকে নিজেদেরকে দুরে রাখতে পারে তারাই হয়ে থাকে বাকি ৫ ভাগ।
৯৫% ট্রেডার লস করে তাহলে সে ট্রেডার হলো কিভাবে? যে ৯৫% এর কথা বলা হয়েছে তারা হলো নতুন। অতিরিক্ত লাভের আসায় না যেনে বুঝে ট্রেড করে লস করে । ধৈর্য্য ধরে লসকে মেনে নিয়ে ট্রেডিং করে তারাই ফরেক্স কে জনপ্রিয় করে চলেছে ।
ফরেক্স এ লস করার পরও ফরেক্স এত জনপ্রিয় হবার কারন হল আমার সবাই জানি ফরেক্স থেকে অনেক ভাল আয় করা যায় তাই লস করলে ও ফরেক্স সবার কাছে এত জনপ্রিয় ফরেক্সে যারা লস করে তাদের অনেকেই ট্রেডার না তারা হলো ইনভেস্টার আবার অনেকে আছে যারা ফরেক্সের নাম শুনে ট্রেড করে ফরেক্স সম্পর্কে তাদের কোন প্রকার জ্ঞান নেই তাছাড়া ফরেক্সে অনেকেই দক্ষ নয় । আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর জনপ্রিয়তা দিন দিন আরও বাড়বে ।
আপনি অভিজ্ঞতা ছাড়াই ফরেক্স শোকেসে কারণে করতে পারবেন না। ওয়েব ডিডিও শেখা সহ ফরেক্সের সাথে জড়িত থাকার জন্য অনেকগুলি পদ্ধতি রয়েছে। ডেমো বিনিময় না করে আপনি সত্যিকারের বিনিময় করার অফারটিতে আপনি নিজের মূলধন হারাতে পারেন। আমি মনে করি দূরবর্তী বাণিজ্য প্রদর্শনীতে নগদ আনার জন্য আমাদের প্রথমে ডেমো এক্সচেঞ্জ করা দরকার। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের ক্ষেত্রে এক্সিকিউটিভগণের নগদ অর্থপূর্ণ। আপনি যথাযথভাবে নির্বাহীদের নগদ নির্বাচন করতে পারবেন না এমন সুযোগে, আপনি ফরেক্স সহ আরও কিছু ব্যবসা করতে পারবেন না।
যারা ফরেক্স জেনে শুনে শিখে ট্রেড শুরু করেন তারা প্রফিট অবশ্যই করতে পারেন। কিন্তু ফরেক্স মার্কেট এ বেশির ভাগ আসে অন্যর কথায় কান দিয়ে। নিজে কিছুই বুঝে না। অন্য চার্ট এবং প্রফিট দেখে মনে করে যে আমি ও পারব। পরে দেখা যায় তাদের এত ধৈর্য্যই নেই যে প্রফিট করার জন্য অপেক্ষা করতে হবে।
যারা ফরেক্স জেনে শুনে শিখে ট্রেড শুরু করেন তারা প্রফিট অবশ্যই করতে পারেন। কিন্তু ফরেক্স মার্কেট এ বেশির ভাগ আসে অন্যর কথায় কান দিয়ে। নিজে কিছুই বুঝে না। অন্য চার্ট এবং প্রফিট দেখে মনে করে যে আমি ও পারব। পরে দেখা যায় তাদের এত ধৈর্য্যই নেই যে প্রফিট করার জন্য অপেক্ষা করতে হবে।
সহজে ঘরে বসেই আয় করা যায় -একারণেই ফরেক্স এত জনপ্রিয়। অনেকে বলে থাকেন ৯৫% ট্রেডার ফরেক্সে লস করেন । মাত্র ৫% ট্রেডার লাভ করতে পারেন। যদি তাই হয় যে, ফরেক্সে শুধুমাত্র ৫% ট্রেডার লাভ করতে পারেন তাহলে ফরেক্স কখনোই এত জনপ্রিয় হত না। তাও আবার বিশ্বব্যাপী। শুধু বাংলাদেশে হত তাও না হয় মেনে নেওয়া যায় , হুসুকে বাঙ্গালী। জেনে শুনেও মানুষ ইনভেস্ট করতো না। ফরেক্স এমন একটা বিজনেস যেখানে ভালভাবে পরিশ্রম দিতে পারলে ই প্রফিট করা সম্ভব। তবে যারা শুরু করেন তাদের ৯৫% ই টিকতে পারে না। কারণ নতুন নতুন অতি লোভের কারণে কয়েকবার হয়ত ব্যালেন্স জিরো করে নেগেটিভ হয়ে বিদায় নেয়।
সত্যিই যদি ৯৫% ট্রেডার লস করত তাহলে এত জনপ্রিয় হত না ফরেক্স বিজনেস। মূলত: আমার মনে হয় এই কথাটিই ভূল। বরং ৯৫% ট্রেডারই ফরেক্সের মাধ্যমে লাভবান হয় বিধান ফরেক্স এত জনপ্রিয়। আর শুধূমাত্র ৫% ট্রেডার লস করে। তবে কথাটি এভাবে বলা যায় প্রথম দিকের ট্রেডার যারা তারা ৯৫% ই টিকতে পারে না,৫%ট্রেডার টিকতে পারে। যাদের অনেকেই পরবর্তীতে ৯৫% সফল ট্রেডারের অন্তর্ভূক্ত হয়ে যায়।
ফরেক্স মার্কেট এমন একটা বেবসা যেখানে খুব ধৈয্য্ ধরে ট্রেড করতে হয়,আসলে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেড।ররা লস করে শুধু মাত্র একটাই কারন সেটা হচ্ছে তারা তাদের লোভ টাকে কন্ট্রোল করতে পারেনা যার কারনে তারা ফরেক্স মার্কেটে লস করে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
ফরেক্স ট্রেডিং করে ৯৫% মানুষ লস করে কিন্তু তার পরেও ফরেক্স ট্রেডিং মানুষের কাছে জন প্রিয়। এই কথাটি মিথ্যা নয় এটি আসলে সত্য কথা কারণ হলো ফরেক্স ট্রেডিং নিয়ে মানুষ সপ্ন দেখে। ফরেক্স ট্রেডিং ব্যবসা করে সে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করবে। আর সে কারণেই ৯৫% লস করেও মানুষের কাছে ফরেক্স ট্রেডিং জন প্রিয়।
ব্যবসা মানেই লাভ এবং লস। যদি কেউ মনে করে আমি ব্যবসাতে কোন লস করবনা তাহলে তাকে কোন ব্যবসা করাই ঠিক না।কারণ আমি মনে করি শুুধু ফরেক্স ব্যবসাই না যে কোন ব্যবসা করতে হলে আপনাকে লস এবং লাভ নিতে হবে।তাই ৯৫% লস করেও মানুষ ফরেক্স ব্যবসার সাথে লেগে আছে।
৯৫%ট্রেডার লস করে কিন্তু ফরেক্স জনপ্রিয় কেননা ৯৫%বিগেনার ট্রেডাররা লস করে।ফরেক্স মার্কেটে সবাই লস করে কিন্তু অভিজ্ঞ ট্রেডাররা লসের চাইতে অনেক বেশি লাভ করে।কিন্তু যারা নতুন তারা শতকরা ৯৫ভাগ ট্রেডারই এতপরিমান লস করে যে লস -লাভ মিলিয়ে তারা লসেই থেকে যায়।কিন্তু এর মধ্য যারা আবার ধৈর্য্য ধরে লসকে মেনে নিয়ে ট্রেডিং করে তারাই ফরেক্স কে জনপ্রিয় করে তুলেছে।এজন্য বলা হয়ে থাকে ৯৫%ট্রেডার লস করে কিন্তু তবুও ফরেক্স জনপ্রিয়।
হ্যাঁ, ৯৫ ভাগ ট্রেডারই বেশির ভাগ সময় লস করে থাকে । বাকি ৫ ভাগ সফল হতে পারে । যারা সফল হয় তারা তাদের অভিজ্ঞতা দৈর্য্য এবং নিজেকে নিয়ন্ত্রন রাখার ক্ষমতা রাখে । ৯৫ ভাগই বেশি লোভ এবং দ্রুত প্রফিট অর্জন এর জন্য তাড়াতড়ি একাউন্ট জিরো করে ফেলে । তবুও ফরেক্স ট্রেড খুবই জনপ্রিয় কারন এখানে মুক্ত ভাবে ট্রেড করে সফল হতে পারলে নিজেকে কারো নিয়ন্ত্রন ছাড়াই সনির্ভর করে তোলা যায় । আমি মনে করি যে ব্যবসাই করেননা কেন সেই বিসয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয় ।ফরেক্স মার্কেট ও তেমন একটি জাইগা । না বুঝে ট্রেড করলেত লস হবেই ।আবার কেউ অতিলভের কারনে লস করে ।ফরেক্স থেকে অনেক মানুস ডলার উপরজন করছে ।তাই আমার মতে ৯৫% জন লস করে এটা ভুল কথা ।
৯৫% ট্রেডার লস করে, তবুও ফরেক্স বিজনেসের জনপ্রিয়তা অনেক।কোনো ইনভেস্ট ছাড়াই ফরেক্স বিজনেস করা যায়।
সহজে ঘরে বসেই আয় করা যায় -একারণেই ফরেক্স এত জনপ্রিয়। অনেকে বলে থাকেন ৯৫% ট্রেডার ফরেক্সে লস করেন । মাত্র ৫% ট্রেডার লাভ করতে পারেন। যদি তাই হয় যে, ফরেক্সে শুধুমাত্র ৫% ট্রেডার লাভ করতে পারেন তাহলে ফরেক্স কখনোই এত জনপ্রিয় হত না। তাও আবার বিশ্বব্যাপী। শুধু বাংলাদেশে হত তাও না হয় মেনে নেওয়া যায় , হুসুকে বাঙ্গালী। জেনে শুনেও মানুষ ইনভেস্ট করতো না। ফরেক্স এমন একটা বিজনেস যেখানে ভালভাবে পরিশ্রম করলে ভালো ফলাফল পাওয়া যায়
৯৫% ট্রেডার লস করে, তবুও ফরেক্স বিজনেসের জনপ্রিয়তা অনেক।কোনো ইনভেস্ট ছাড়াই ফরেক্স বিজনেস করা যায়।
সহজে ঘরে বসেই আয় করা যায় -একারণেই ফরেক্স এত জনপ্রিয়। অনেকে বলে থাকেন ৯৫% ট্রেডার ফরেক্সে লস করেন । মাত্র ৫% ট্রেডার লাভ করতে পারেন। যদি তাই হয় যে, ফরেক্সে শুধুমাত্র ৫% ট্রেডার লাভ করতে পারেন তাহলে ফরেক্স কখনোই এত জনপ্রিয় হত না। তাও আবার বিশ্বব্যাপী। শুধু বাংলাদেশে হত তাও না হয় মেনে নেওয়া যায় , হুসুকে বাঙ্গালী। জেনে শুনেও মানুষ ইনভেস্ট করতো না। ফরেক্স এমন একটা বিজনেস যেখানে ভালভাবে পরিশ্রম করলে ভালো ফলাফল পাওয়া যায়