-
বাংলাদেশ ফরেক্স ফোরাম এর কিছু নির্দিষ্ট রুল আছে । সে রুল অনুযায়ী ফরেক্সে ফোরামের পোস্ট করকত হবে , নতুন কোন পোস্ট বা কমেন্টে কপি পেস্ট নিষিদ্ধ। কপি পেস্ট কারীর পোস্ট ও আইডি কোন ঘোষণা ছাড়া বাতিল হতে পারে। তাই কপি পেস্ট না করে নিজের মত করে পোস্ট করাই ভাল। কপি পেস্ট ফোরামের পরিশে নষ্ট করে ।
-
ফোরামের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা না মানলে তারা আপনার পোস্ট বাতিল করে দিবে।তাছাড়া আপনি যদি কোন সদস্যকে গালাগালি করেন বা নিয়ম ভেঙ্গে কোন কিছু প্রচার করেন বা প্রয়োজন থেকে কম লিখেন কপি পেষ্ট করেন তবে আপনার পোস্টটা কতৃপক্ষ বাতিল করতে পারে।
ফোরামের পোষ্ট বাতিল করার কারন ও নিয়ম
-
ফরামের কিছু সাদারন নিওম আসে।জা প্রতিটি সদস্্যরই মেনে কাজ করতে হয়।আর টা না হলে ফরাম তার বিরুদ্দে বেবস্থা গ্রহন ক্রেন। এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়।
-
আমরা যদি যুক্তি সঙ্গত পোষ্ট না দিতে পারি তাহলেই আমাদের পোষ্টগুলো বাতিল হয়ে যাবে । অতএব আমরা ধৈর্য্য ধারণ করে এই ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন কিভাবে সফলতা অর্জন করা সম্ভব । অতএব এই মার্কেট বেশী বেশী এ্যানালাইসিস করতে থাকব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
আমার জানামতে পোস্ট বাতিল করার অনেক কারন থাকে। এর সবগুলোই ফোরাম রুলস এ ভালভাবে দেয়া আছে। এগুলো একটু কস্ট করে মনযোগ দিয়ে পরে নিবেন এবং মেনে ছলার চেষ্টা ল্করবেন। তাহলে পোস্ট বাতিল হবার সম্ভাবনা আর থাকবে না । যেমন ধরুন আপনি যদি খুব ছোট করে পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি বাতিল হতে পারে।
-
পোস্ট বাতিল হয়ার কারন হল পোস্ট কমপক্ষে ৩ লাইনের হতে হবে এবং পোস্ট ফরেক্স সম্পকে হতে হবে। অনেকে পোস্ট করে ১-২ লাইনের মধ্যে আবার অনেকে পোস্ট করে ৪ লাইনের মত কিন্তু পোস্ট ফরেক্স সম্পরকে কোন খতা থাকে না। এজন্ন পোস্ট বাত্রিল হয়ে থাকে।
-
পোস্ট অনেকসময় বাতিল করা হয়। একই পোস্টের কপি পেস্ট কররে অনেকসময় পোস্ট বাতিল করা হয়। পোস্টের বিষয় অযোক্তিক বা অপ্রাসঙ্গিক হলে পোস্ট বাতিল হতে পারে।আবার অনেকসময় পোস্টের মান যথাযথ না হলেও পোস্ট বাততিল বলে গন্য হতে পারে। তাই সবসময় বুঝেশুনে পোস্টিং করাই ভালো বলে আমি মনে করি।
-
ফোরাম পোস্টিং এ অনেক প্রতারক আছেন যারা বিভিন্ন স্পামিং করে থাকেন। আবার অনেক আছেন যারা শুধু ডলার এর আশায় পোস্টিং করে। এখানে শিক্ষনীয় পোস্ট করার কথা বলা হয়েছে। আর লেখা বানান এর দিকে খেয়াল রাখতে হবে। লেখা যেন সুস্পষ্ট হয়। কোন আজেবাজে পোস্ট করলে তা মডারেটর ডীলেট করে দিবেন।
-
ফোরামে বিভিন্ন ধরনের পোষ্ট বাতিল করা হয়। যেমন অনেক সদস্য আছে অনেকেরে পোষ্ট নকল করে থাকে এমনকি কিছু লাভের আশায় তারা এই কাজটি করে থাকে। তখন এই ধরনের পোষ্ট বাতিল করা হয় ফোরাম কর্তৃপক্ষের নির্দেশে। এবং এর পাশাপাশি আপনি ফোরামে পোষ্ট এর মান যদি উন্নতি না হয় তাহলে পোষ্ট বাতিল করা হয়।
-
ফোরামের কিছু বিশেষ নির্দেশনা এবং নিয়ম নীতি রয়েছে । যদি আপনার কোনো পোষ্ট ফোরামের নিয়ম ভঙ্গ করে তাহলে সেই পোষ্ট মুছে ফেলা হয় । আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার পোষ্ট এর লেখনি প্রশ্নের সাথে মিলে না । এক্ষেত্রে ফোরাম কর্তৃপক্ষ আপনার পোষ্টটি বাতিল করতে পারে । সর্বদা চেষ্টা করুন পোষ্টের মান উন্নয়নের এবং তথ্য সমৃদ্ধ পোষ্ট করতে । এতে আপনার পোষ্ট বাতিল হওয়ার সম্ভাবনা কমে যাবে ।
-
ফরেক্স মার্কেটে আপনি নতুন না পুরাতন এটা বিষয় নয় বিষয় হচ্ছে আমাদের এই ফোরামে আপনি নতুন সদস্য এবং পোষ্টিং লেখার নিয়ম গুলো কিছুই জানেন না তাই আপনার পোষ্টিং বাতিল হতে পারে৷পোষ্টিং লেখার বিষয়ে কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো ভালো করে পড়ে বুঝে নিবেন৷ আমার জানা মতে নিয়ম গুলো হচ্ছে-আপনার পোষ্ট অবশ্যই নিজের লেখা হতে হবে,কখোনোই অন্যের লেখা কপি করে পেষ্ট করবেন না৷অবশ্যই প্রাসঙ্গিক,বাস্তব-সম্মত,কার্যকরী,সঠিক তথ্যবহুল ও প্রয়োজনীয় বিষয়াদি উল্লেখ করেই পোষ্ট লিখতে হবে৷কমপক্ষে তিনটি সম্পূর্ণ লাইন লিখে প্রাসঙ্গিক বিষয়টি পরিষ্কার ভাবে তুলে ধরতে হবে৷
-
নিয়ম বহির্ভুত কোন লেখা পোষ্ট করলেই তা বাতিল করা হবে। ফরেক্স-বাংলা প্রশাসন প্রতিটি পোষ্ট ভেরিফাই করে দেখে। সেখানে স্বয়ংক্রিয় কিছু সিসটেম সেট করে রাখা আছে। এক মাসে সর্বোচ্চ 250 ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন। তার বেশি পোষ্ট করলে তা বাতিল হতে বাধ্য। অপ্রসঙ্গিক কোন বিষয়ে পোষ্ট করলে তাও বাতিল হয়ে যাবে।
-
আপনার পোষ্টে যদি কোন ভূল থেকে থাকে বা বানান অশুদ্ধ, পোষ্টটি সঠিক নয়, বিষয়ের উপর যদি না হয় তাহলে আপনার পোষ্টটি বাতিল করা হতে পারে। আরও বেশী জানার জন্য নিয়মাবলী ভাল করে পড়ে নিন। আমাদের যে বিষয়ে ভাল জ্ঞান আছে, সেই বিষয়ে লিখতে হবে, প্রাসঙ্গিক লিখতে হবে, পোষ্টটি সঠিক হতে হবে ইত্যাদি বিষয় লক্ষ্য রাখতে হবে। শুধু পোষ্ট করলেই হবে না।
-
ভাই এখানে পোস্ট বাতিল হওয়ার পেছনে অনেকগুলো কারন রযেছে। তবে প্রাথমিক অবস্থায় আপনার পোস্টের কোযালীটি যদি ভাল না হয় এবং আপনি যদি মান সম্মত পোস্ট না করেন তাহলে আপনার পোস্টগুলো বাতিল ঘোষনা করা হতে পাবে বা হবে। সুতরাং ফোরামের রুলস ও রেগুলেশন গুলোর প্রতি গুরুত্ব দিয়ে সঠিভাবে ফোরাম পোস্ট করার চেষ্টা করুন।
-
পোস্ট যদি টপিক অনুসারে না হয় আবার কপি - পেস্ট করলেও পোস্ট বাতিল হবার সম্ভাবনা থাকে ।আপনি চাইলে ফরামের রুল দেখতে পারেন ।সেখানে বিস্তারিত দেওয়া আছে ।
-
আসলে আপনি যদি ফোরামে রুল না মেনে পোষ্ট দেন তাহলে আপনার পোস্ট বাতিল বলে গন্য হবে। তাছাড়া আর অনেক কারন আছে লেখার ভূল, প্রশ্ন সঠিক উত্তর না দেওয়া, না বুঝে ভূল ভাল উত্তর দেওয়া, আপনার উত্তর মান সমপ্নন্ন না হয়া।আবার অনেকে আজে বাজে কথা লিখে পোষ্ট ভরিয়ে রাখে এটি পোস্ট বাতিল হয়ার কারন।
-
আপনি ফোরাম পোস্ট এর নিয়ম এর বাহিরে কোন পোস্ট করলে আপনার পোস্ট বাতিল করে দেওয়া হতে পারে । আপনি যদি পোস্ট এর সঠিক উত্তর না দেন তাহলে আপনার পোস্ট বাতিল করে দেওয়া হতে পারেন । আপনি যদি পোস্ট খুব সংক্ষিপ্ত আকারে পোস্ট করেন তাহলে আপনার পোস্ট বাতিল করে দেওয়া হতে পারে । এই জন্য আপনাকে আগে ফোরাম পোস্ট এর নিয়ম কানুন আগে জানতে হবে তারপর তাদের নিয়ম মেনে আপনাকে ফোরাম পোস্ট করতে হবে ।
-
পোষ্ট কেন বাতিল করা হয় ?
ফরেক্সের ফোরামে পোষ্ট করে বোনাস পাওয়া যায় ।কিন্তু এতে কিছু সমস্যা আছে । যে পোষ্ট অনেক সময় বাতিল হয়ে যায় । এর কারন হল ফোরামের নিয়ম না মেনে পোষ্ট করা হয় ।তাই এই পোষ্ট গুলো বাতিল করা হয় ।
-
পোস্ট কেন বাতিল করা হয়?
আমার মতে পোস্ট বাতিল হওয়ার কিছু কিছু কারণ আছে যা পোস্ট করলে আপনার পোস্ট বাতিল করে দিতে পারে।আপনি প্রশ্নের বিপরিতে অন্য কোন উত্তর দেন এবং প্রশ্ন বাদে যদি অন্য কোন উত্তর দেওয়া হয়।তাহলে আপনার পোস্ট বাতির করার সম্ভবনা আছে।
-
আমি মনে করি প্রতিটি জিনিসেরই কত গুলু নিয়ম কানুন থাকে।আর ফরেক্স ফোরামও তা থেকে কোন ব্যতিক্রম নয়।আমরা সকলেই জানি যে ফোরামের যাবতীয় রুলস forum rules এ আলচনা করা হয়েছে। তবে আপনার পোস্ট যদি সঠিক না হয়ে উলট পালট হয় এবং তা প্রশ্নের উত্তর বহির্ভূত হয় তাহলেই তা বাতিল হওয়ার সম্ভবনা থাকে । এবং আপনি যদি বার বার আপনার উত্তর খুবি ছোট আকারে দিতে থাকেন তবেও বাতিল হতে পারে। তাই আমাদের সকলের এই বিষয়ে সজাগ হতে হবে।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ বিনা পজিতে ট্রেড করার জন্য আমাদেরকে ইন্সটাফরেক্স একটি সুন্দর সুবিদা দিয়েছে। তা হচ্ছে ফরেক্স ফোরাম,ফরেক্স ফোরাম এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিতে ট্রেড করতে পারি।পনার পোস্টটি যদি অন্য কেউ পরতে না পারে বা কারো উপকার না হয় তাহলে তো এই সব ফাউল পোস্ট দিয়া উচিত নয়।তাই না জেনে সব প্রশ্ন উত্তর দেওয়াটাও ঠিক না।২লাইন এর কম উত্তর দেওয়া ঠিক না ইত্যাদি নিয়ম গুলা মনে রাখবেন তাহলে হয়তো পোস্ট বাতিল হবে না।
-
ফরেক্স ফোরামে কোনো টপিকের উপর পোস্ট করা হলে ওই পোস্টটি সর্বনিম্ন দুই লাইনের হতে হবে।ওই দুই লাইনের মধ্যে কোন প্রকার স্মাইলি চিন্হ। ব্যবহার করা যাবে না।তাছাড়া যে টপিকের উপর পোস্ট করা হবে আপনার লেখা ওই টপিকের উপর হতে হবে।লেখার মান উন্নত হতে হবে এবং বানান সম্ভাব্য কম ভুল করতে হবে।অন্যথায় আপনার পোস্টটি বাতিল বা ডিলিট করা হতে পারে।
-
ফরেক্স বাংলা ফোরামে কোন পোস্ট বাতিল করার অনেকগুলো কারণ রয়েছে। ফরেক্স বাংলা ফোরামে আমরা যে পোস্টগুলো করব সে পোস্টগুলো হতে হবে শিক্ষনীয়, রুচিপূর্ণ এবং শব্দগুলো হতে হবে নির্ভুল। এছাড়া কোন প্রকারের স্মাইলি ব্যতীত প্রতিটি পোস্ট সর্বনিম্ন দুই লাইনের হতে হবে। তাই যে সকল পোস্ট শিক্ষনীয় নয়, অরুচি পূর্ণ এবং ভুল শব্দের সমাহারে সজ্জিত থাকে সেই সকল পোষ্টই বাতিল করা হয়। আবার একই পোস্ট একাধিক করলে বা অন্য কারো পোস্ট হুবহু নকল করলে ওই পোস্ট মডারেটর কর্তৃক বাতিল বলে গণ্য হয়।
-
ফরেক্সে পোষ্ট বাতিলের ব্যাপারটা আসোলে আগে কখনো দেখিনাই। হতেও পারে। তবে ধারণা মতে পোষ্ট বাতিলের কারন হল copy past এবং খুব ছোট পোষ্ট করলে হয়তো বাতিল হয়।
-
যেকোনো কাজের সঠিক নিয়ম কারণ নির্দেশ করা থাকে এবং সে অনুযায়ী আপনাকে কাজটি করতে হবে অন্যথায় গ্রহণযোগ্য হবে না। ঠিক তেমনি ফরেক্সে পোস্ট করতে হলে আপনাকে অবশ্যই যেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে সেই বিষয়টি উল্লেখ করবেন অন্য কোন কিছু উল্লেখ করা যাবে না। অন্য কারো লেখা আপনি কপি করে সেখানে পেস্ট করতে পারবেন না। ফরেক্স সম্পর্কে কর্তৃপক্ষকে কোন রকম বাজে মন্তব্য করবেন না তাহলে আপনার পোস্টটি বাতিল বলে গণ্য হবে।
-
পোস্ট অনেকগুলো কারণে বাতিল করা হয় যে গুলো ফোরাম রুলসে দেওয়া থাকে। সকলের উচিত সর্বপ্রথম রুলস পড়ে সেই অনুযায়ী পোস্ট করা তা না হলে পোস্ট বাতিল হয়ে যেতে পারে। এছাড়া পোস্টে গালি দিলে,বানানে অতিরিক্ত ভুল হলে এবং কমপক্ষে ২ লাইনের নিচে পোস্ট লিখলে পোস্ট বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য পোস্ট লেখার আগে দেখে নেওয়া উচিত তা বিষয়বস্তু বহন করছে কিনা, যত্নশীল হতে হবে পোস্ট লেখার প্রতি।
-
পোস্ট বাতিল করার অনেক কারন রয়েছে।আপনি ফোরামের নিয়মকানুন গুলো পড়লেই সেখান থেকে বুজতে পারবেন পোস্ট কেন বাতিল হতে পারে।তবে আমি যতটুকু জানি অন্য কারো পোস্ট কপি করলে পোস্ট বাতিল হতে পারে,আপনার পোস্ট ছোট হলে বা পোস্টকারীর চাহিদামোতাবেক না করে ভুলভাল পোস্ট করলে পোস্ট বাতিল হতে পারে।
-
ফোরামের পোস্টগুলো প্রশ্নের আলোকে যুক্তিসংগত হতে হবে। প্রশ্নের এর বেসিক ধারণা যেন আপনার পোস্ট থেকে পাওয়া যায় সে ব্যাপারেই আপনাকে লিখতে হবে।এছাড়াও ফোরাম এর কিছু নিয়ম কারণ রয়েছে যেগুলো আপনাকে যথাযথ মেনে চলতে হবে। ফোরামের বহির্ভূত কোনো লিখন লেখা যাবে না। একই প্রশ্নের উত্তর বার বার দিলে তা রিজেক্ট করে দিতে পারে। অথবা উত্তর গুলো যদি খুব ছোট ছোট হয় তাও রিজেক্ট করে দিতে পারে। কাজেই আমাদের উচিত ফোরামের পোস্টগুলো করার সময় যথাযথভাবে নিয়ম কারণ গুলো মেনে করা। পোষ্টের বানানগুলো নির্ভুল ভাবে করার চেষ্টা করা।পোস্ট গুলোর মাঝে শিক্ষণীয় কিছু কথা থাকা এবং মার্জনীয় হওয়া দরকার।
-
আপনি যদি ফোরামের নিয়মগুলোকে খুব ভাল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে সেখানে খুব স্পষ্টভাবেই লেখা আছে যে কি কি কারনে পোষ্ট বাতিল করা হয়ে থাকে। যেমন আপনি যদি কোন টপিক এর উপরে পোস্ট করে থাকেন তাহলে আপনার আলোচনাটা সেই টপিকস সম্বন্ধেই হতে হবে, এবং বানানগুলো হতে হবে নির্ভুল, এবং আপনি যে আলোচনা করলেন সেটাও হতে হবে মানসম্পন্ন ও যুক্তি নির্ভর। এবং সেই পোস্টটা হতে হবে কমপক্ষে দুলাইন, কিন্তু আপনি যদি কোন নিয়মের তোয়াক্কা না করে শুধুমাত্র বোনাস পাবার আশায় নিজের ইচ্ছা খুশিমতোপোস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার পোস্ট বাতিল করার হতে পারে।এছাড়া আপনি যদি একই টপিক বা প্রশ্নে বারবার একই রকম উত্তর পোস্ট করে থাকেন সেক্ষেত্রে পোস্ট বাতিল করা হতে পারে,
-
পোস্ট বাতিল করার পেছনে অনেক কারণ রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারনটি হল পোস্ট করার জন্য ফোরামের যে নিতিমালা রয়েছে সেগুলো অনুসরণ না করা ।অনেকেই শুধু বোনাস পাওয়ার আশায় ফোরামের কোন নিতিমালা না অনুসরণ করে অর্থহীন এবং অপ্রয়োজনীয় পোস্ট লিখে থাকেন যা অনেক ত্রুটিপূর্ণও । তাদের ক্ষেত্রে আমি বলব এই ফোরাম আমাদের যে অভাবনীয় সুযোগ সৃষ্টি করে দিয়েছে তার যদি আমরা অসৎ ব্যবহার করি তাহলে আমাদের জন্য তা হবে আরও ক্ষতিকর ।
-
অনেক সময় দেখা যায় অনেকের পোস্ট ব্যান্ড করা হয় এইসব পোস্ট ব্যান করার কারণ হলো এগুলো ফোরাম রুলস এর বহির্ভূত পোস্ট। আপনি যদি ফোরামে পোস্ট করে এখান থেকে বোনাস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফোরামে দেওয়া তাদের রুলস গুলো মেনে মার্জিত ভাষায় পোস্টগুলো করতে হবে যা সবার কাছে যেন সমাদৃত হয় এবং সবার বোধগম্য হয়। এরকম ভাবে পোস্ট করলে আপনার পোস্ট ব্যান হবে না।
-
পোস্ট কেন বাতিল হয় সেই সম্পর্কে আমার ধারণা নেই,কারণ আমার পোস্ট কখনো বাতিল হয়নি,তবে আমি মনে করি আপনার লেখা যদি ভালো ভাবে যুক্তি সংগত না হয় এবং আপনি অনেক ছোট করে পোস্ট দেন,তাহলে মোডারেটর আপনার পোস্ট বাতিল করে দিতে পারে,তাই ভালো ভাবে লিখে আমাদের পোস্ট করা উচিত।
-
পোষ্ট করার জন্য ফোরামে কিছু নিয়ম আছে । যেমন আপনার পোষ্টটি অবশ্যই বাংলায় হতে হবে । দুই লাইনের বেশি হতে হবে । যে টপিকে আলোচনা করা হচ্ছে সে বিষয়ের হতে হবে । এসব নিয়ম-কানুন মেনে চললে অসুবিধা হবার কথা নয় ।অন্যের পোষ্ট কপি করা যাবে না।
-
ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করার জন্য কিছু নীতিমালা রয়েছে। এ সকল নীতিমালা লংঘন করে কোনো পোস্ট করলেই সে সকল পোস্ট বাতিল করা হয়ে থাকে। অন্যের পোস্ট কপি করে পেস্ট করা বা নকল করা, ভুলভাল তথ্য সম্বলিত পোস্ট করা, কমপক্ষে পরিপূর্ণ দুই লাইনের কম পোস্ট করা, একই তথ্য দিয়ে বার বার পোস্ট করা, পোস্টে অসংখ্য বানান ভুল করা ইত্যাদি কারণে পোস্ট বাতিল হয়ে থাকে। এজন্য পোস্ট করার আগে ফোরামের নীতিমালা অনুসরণ করা উচিত। অন্যথায় পোস্ট এর পাশাপাশি ফোরাম একাউন্টও ব্যান করা হতে পারে।
-
পোস্ট বাতিল হওয়ার কিছু কিছু কারণ থাকে তা নিচে আলোচনা করা হলো;
১. পোস্টে যেই টপিকস নিয়ে প্রশ্ন থাকে সেই টপিকস এর সঠিক উত্তর না দেওয়া।
২. অন্যের পোস্ট কপি পেস্ট করা।
৩. পোস্টে গুরুত্বপূর্ণ বিষয় তুলে না ধরা।
৪. এক থেকে দুই লাইনের বাক্য দিয়ে পোস্ট করা এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা তুলে না ধরা।
৫. ফোরামে প্রতিদিন 10 টার বেশি পোস্ট করলে।
-
ফোরামে পোষ্ট বাতিল করার অনেকগুলো কারণ রয়েছে, যেমন আপনি যদি ফোরামের নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত পোস্ট করে থাকেন তাহলেও ব্রোকার আপনার অতিরিক্ত পোস্ট বাতিল করে দিতে পারে, তাছাড়া আপনার পোস্টটি যদি ফোরামের নিয়মের বহির্ভূত হয় অর্থাৎ বাংলার পরিবর্তে অন্য কোন ভাষায় লিখে থাকেন, অথবা আপনার বক্তব্য যদি আলোচিত টপিকের সাথে কোন মিল না থাকে এবং আপনি যদি অন্যের কোন কপি পোস্ট করে থাকেন, তাহলেও আপনার পোস্ট বাতিল করা হতে পারে, আর এই বিষয়গুলো যদি এড়িয়ে চলতে পারেন তাহলে আশা করি কোন সমস্যা হবেনা।
-
আপনার সামনে যে নির্দেশনাটি ফোরামের কতৃপক্ষ প্রদর্শিত করেছিল আপনি যদি সেই সকল কাজ ফোরামে করে থাকেন বা ঐ সকল নির্দেশনার পরিপন্থি কোন কাজ ফোরামে করে থাকেন তা হলে আপনার পোস্ট ফোরাম থেকে বাতিল হয়ে যাবে সাথে সাথে আপনার ফোরামের অ্যাকাউন্ট ব্যান্ড হবে এটাই স্বাভাবিক বিষয়।
-
আমি আপনাদের ফোরামে নতুন। তাই সম্পূর্ণ জানি না। তবে আমার মনে হয় ফোরামের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, তার বাহিরে কোন পোস্ট দিলে পোষ্ট বাতিল করা হয়। এছাড়াও যদি পোস্ট সম্পকৃত তথ্য না লেখা হয়। তাই পোষ্ট করার পূর্বে অবশ্যই ভাল করে খিয়াল করতে হবে আপনার থেকে কি জানতে চাওয়া হয়েছে।
-
আমি আসলে ইন্সতাফরেক্স স্পন্সরের অনেক ফোরামে পোষ্ট করেছি । বাংলা ফরেক্স ফোরামে খুব বেশি দিন হয় নাই পোষ্ট করার । অনেকে বলে দেখি তাদের পোষ্ট বাতিল হয় । তবে আমি এই ফোরামে সংযুক্ত থেকে যা বুঝতে পারছি যে এই ফোরামে অনেক বেশি স্পাম্মিং হয় । উল্লেখযোগ্য কয়েকজন ছাড়া বেশিরভাগ নতুন মেম্বাররাই অনর্থক পোষ্ট করে যেটা কোন তথ্যবহুল না । আমি মনে করি সেই কারনেই পোষ্ট বাতিল হয় । আমাদের উচিত তথ্যবহুল ট্রেড করে নিজের ফরেক্স সম্পর্কে জ্ঞান বাড়ানো ।
-
ঝুঁকির মুখোমুখি না হয়ে আপনি ফরেক্সে অবস্থান নেওয়ার কোনও উপায় নেই, এটি সম্ভব নয়। এটি কেবলমাত্র আপনাকে অবশ্যই ঝুঁকিপূর্ণ অঞ্চলে গুরুত্ব সহকারে কাজ করতে হবে যাতে আপনার মূলধনটি খুব বেশি ঝুঁকির মুখোমুখি না হয় You আপনি বাজারে সেরা সুযোগের পক্ষে যাচ্ছেন এবং আপনি যখন যা করেন তা নিশ্চিত করে আপনি আপনার লাভকে সর্বাধিক বাড়িয়ে তুলতে পারেন , আপনি সাবধানে আপনার ঝুঁকি সঠিকভাবে পরিচালনা