-
প্রতিটি কাজেই আামাদের একটা টার্গেট থাকে।ফরেক্স ও একটা টার্গেট নিয়ে কাজ করছি।আমি ফরেক্স ফোরাম এ নতুন তাই এই মাসে যতটা পারি সেটা ৩০ডলার ও হতে পারে বা ৪০ডলার। তবে আস্তে আস্তে টার্গেট টা বাড়বে। আমি যদি প্রথম অবস্থায় ১০০ ডলার করতে চাই তবে হয়তো নতুন হিসাবে এটা আমার বোকামো ছাড়া আর কিছু না।সবারি এই জিনিস গুলো মনে রাখা উচিত।
-
গত দুই মাস থেকে আমার কোন ক্যাপিটাল নেই ফলে আমি কোন ট্রেড করি নি । আমি দুই মাস আগে বেশি লোভ করতে গিয়ে সব ক্যাপিটাল লস করে ফেলেছি । আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড করে বেশি আশা করা ঠিক নয় । কারণ আমরা যদি ট্রেড করে বেশি আশা করে বসে থাকি তাহলে আমরা আয় করতে পারবো না বরং আরও ভুল করব । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে একটি বিষয় এ বেশি গুরুত্ব দিতে হবে । তা হচ্ছে আপনাকে আপনার লোভ কে কন্ট্রোল করতে হবে, না হয় আপনি আয় করতে পারবেন না শুধু লস করতে থাকবেন ।
-
মার্কেটে ব্যাবসা শুরু করি তাহলে আমাকে চাকুরী নিয়ে ভাবতে হবেনা যখন চাকুরীর সময় আসবে তার আগের থেকে আমি ফরেক্স মার্কেটের থেকে আমার চাহিদা অনুযায়ী আয় করতে পারবো।তাই আমি বলতে পারি ছাত্রদের জন্য ফরেক্স মার্কেট নেতিবাচক নয় বরং ইতিবাচক। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এবং আমি আপনার সাথে খুব ভালভাবে একমত হয়েছি যে এই ম্যাচের জন্য আমরা যখনই এটিতে কাজ করি তখন এটি ধ্বংসের জন্য নেতিবাচক বিবেচনা করা আমরা যখন এর জন্য কাজ করা বন্ধ করি তখন আমাদের কঠোর পরিশ্রম করা ছেড়ে দেওয়া উচিত নয়। সুতরাং আমরা যখন এতে কাজ করি তখন
-
আমি আমার ফরেক্স অ্যাকাউন্ট থেকে মোট ১০০ ডলার প্রফিট বা লাভ করতে চাই। আমার ব্যালেন্স এই মাসের শুরুতে ছিল সর্বমোট ১২০ ডলার যা এখন ১৯০ তে উন্নিত হয়েছে আমি চাইলে আরও প্রফিট করতে পারতাম কিন্তু আপনারা নিশ্চই খেয়াল করেছেন যে ইউরো/ইউ.এস.ডির মার্কেট প্রাইজ অনেকটা উঠা নামা করছে যার দরুন মার্কেট যে কোন দিকে বড় ভাবে পরিবর্তিত হবে তা বুঝা অনেকটা কঠিন আর তাই আমি খুব কম ঝুকি নিয়ে অল্প করে ট্রেড করে অল্প লাভে ট্রেড গুছিয়ে নিচ্ছি
-
এই মাসে আমার টার্গেট থাকবে ৭০ থেকে ১০০ ডলারের মত। এটা খুব বড় এমাউন্ট নয় আশা করখুব সহজেই এই টার্গেট পুরন করতে সক্ষম হবো। সেই লক্ষ্যেই নিয়মিত মার্কেট এনালাইসিস করেই ট্রেড করার চেষ্টা করি যাতে করে লসের কবলে পড়তে না হয়।
-
ফরেক্স মারকেত থেকে আমি প্রতি মাশে ইঙ্কাম করে থাকি তবে প্রতিমাসের চেয়ে আমার এই মাশে আমি একটু বেশি আয় করতে চাই প্রতি মাশে আমি আয় করি ২ থেকে ৩০ হাজার টাকা আর এই মাশে আমি আয় করতে চাই ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতে চাই।
-
ফরেক্স থেকে আমার ইনকাম হল ৫-৭ ডলার কারন আমি অল্প অল্প করে ইনকাম করতে চাই। বেশি লোভ করএ ভাল না ।তাই সবাই কে বলি যে লোভ বেশি কর না এতে লাভ আর চে লস বেশি হবে।
-
ফরেক্স ট্রেড করতে গেলে টার্গেট নিয়ে করা ভাল টার্গেট নিয়ে ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায় তবে টার্গেটটা মূলধনের সাথে সামঞ্জ্যস্য থাকা চাই আমার মূলধন কম আমার টার্গেট ও কম এ মাসে আমার টার্গেট ৫০ ডলার আমি আমার ট্রেড এর উপর নির্ভর করে আয় করি ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যে খানে আপনি নির্দিষ্ট কোন আয় করতে পারবেননা হয়তো কোন মাসে বেশি হবে আবার কোন মাসে কম হবে ।
-
টার্গেট নিয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না। কবে লাভ হবে আর কোন দিন লস হতে পারে তা আগে থেকেই ঠিক করা যাবে না। তাই তো আমি টার্গেট করি না। তবে আমি মনে করি কথা যাদের পুঁজি অনেক বেশি পরিমানে আছে তারা কিন্তু অনেক বেশি আয় করতে পারে । আসলে ফরেক্স এর এই কারেন্সি নিয়ে ব্যাবসা অনেক লাভজনক।
-
ফরেক্স থেকে প্রতি মাসে অনেক আয় করি প্রতিমাসের হিসাবে এই মাসে আমার অনেক ইঙ্কাম করার ইছা আছে কারন এই মাসে আমার ইছাটা একটু এবং চাহিদা বেড়ে গেছে তাই এই মাসে আমি ফরেক্স মার্কেট থেকে একটু বেশি আয় করতে চাই।
-
আমি সব সময় মানি ম্যানেজমেন্ট করে ত্রেড করি তাই আমি যখন কোন টাকা আয় করি আমার একটা হিউসাব থাকে। আমার মনে হয় টার্গেট ছাড়া কখনো ট্রেড করা উচিত না। আমাদের সব সময় ভাল টার্গেট নিএ ট্রেদ করতেহবে । আমার এই মাসে টারগেত হল মাত্র ১০০ ডলার ইঙ্কাম করা।
-
সাধারনত আমি একজন লং টাইম ফরেক্স ট্রেডার,আমি মাসিক টার্গেট নিয়ে বিজিনেস করি,গত মাসে আমি প্রায় ১১০০ পিপস এর মতো প্রফিট করেছি লাভ লস মিলে,এই মাস এর কেবল ২ দিন মার্কেট বন্ধ তাই কোন এন্ট্রি নেই,তবুও এই মাসে ৮০০ থেকে ১০০০ পিপস আয় করার টার্গেট নিয়েছি,আশা করি আমি এই মাসে ও আমার টার্গেট পূরণ করতে পারবো।
-
প্রতিটি মাসেই ভাল কিছু আয় করতে চাই ফরেক্স থেকে। তবে এটা সত্য যে টার্গেট ফিলাপ করে কখনও ফরেক্স ট্রেড করা যায় না । তবে আমিও আশা করতে পারি নতুন হিসেবে যদি এই মাসে (২০-৪০)% ডলার আয় করা যায় এটাই ভাল। তাই আমি এই মাসে ফরেক্স থেকে (২০-৪০)% ডলার আয় করার চিন্তা করছি। আশা করি পারব। আর আপনি কত আশা করেন।
-
আমার ফরেক্স ট্রেডিং একাউন্টে ব্যালেন্স বেশি না থাকাতে খুব একটা বেশি প্রফিট আশা করি না । তবে আমি আমার ব্যালেন্স অনুযায়ী আগামী মাসে ৩০ ডলার এর মতো প্রফিট আশা করি । তবে আমার যদি আগামীতে ব্যালেন্স বেশি হয় তাহলে আমার প্রফিটের টার্গেট ও একটু বেশি হবে । তবে তার জন্য আমাকে যথাযথ ভালো দক্ষতা অর্জন করে নিতে হবে,,,,,, ধন্যবাদ ।
-
আমার যে পরিমান ব্যালেন্স থাকে তার ১০% পর্যন্ত আমার সর্বোচ্চ টার্গেট হয়ে থাকে। আমি মনে করি ফরেক্স মার্কেটে একদিন লাভ করার থেকে অনেক দিন নিজেকে টিকিয়ে রাখতে পারার প্রয়োজনীয়তাটা অনেক বেশি হয়ে থাকে। ক্ষমতা যখন হাতে থাকে তখন সবার ই মনে চায় ক্ষমতা একটু কাজে লাগাই না। অনেকের শুধু থেকেই মাসিক অনেক বেশি পরিমান টার্গেট থাকে যা কিনা সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। আমার কাছে ব্যাপার টি বাস্তব সম্মত মনে হয় নি
-
আমারে এই মাসে ইনকাম করার টার্গেট মাত্র 100 ডলার। তবে পরবর্তী মাস থেকে টার্গেট বাড়ানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ।
-
আসলে আমি মনে করি কোন কিছুর টার্গেট করতে হলে সেই বিষয়ে আগে বিশদভাবে জানতে হবে তারপর এই সেই বিষয়ে টার্গেট নিয়ে কাজ করতে হয়। আর এখানে আপনি কতটা ইনকাম করবেন সেটা নির্ভর করবে আপনার ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার ওপর তাছাড়াও মূলধন একটা বিষয় আছে আপনার মূলধন যদি বেশি হয়ে থাকে এবং আপনি যদি ট্রেডিং এর দক্ষ ও অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অনেক ইনকাম করা সম্ভব তবে সেটা নির্ভর করবে পুরোপুরি আপনার ওপর।
-
নির্দিষ্ট ভাবে ফরেক্স থেকে ইনকাম করাটা বেশ কঠিন ব্যাপার। কারন ফরেক্স মার্কেট দৈনিক গতি পরিবর্তন করে। আবার অনেক সময় ট্রেড এর বিপরীতে মার্কেট চলে যায়। যা দুর্ভাগ্য বশত একাউন্টকে হুমকির মুখে ফেলতে পারে। তাই আশা থাকলেও অনেক সময় তা নিরাশা হয়ে যায়। তারপরও চেষ্টা করি প্রতিদিন ভালো ফিডব্যাক পাবার।
-
আসলে ফরেক্সে কখনো টার্গেট নিয়ে কাজ করা সম্ভব নয় এখানে কাজ করতে হলে আপনাকে সময় এবং দক্ষতা দুটি প্রয়োজন হবে এবং প্রতিনিয়ত আপনার বাজারে যেমন দাম বৃদ্ধি পায় এবং কমে যায় ঠিক তেমনি ফরেক্স মার্কেটে দাম বৃদ্ধি পায় এবং কমে যায় বিভিন্ন দেশের সমস্যার কারণে ট্রেডিং এর মধ্য বিভিন্ন রকম ভাবে বদলে যায় বাজার বেশি উঠানামা করে তাই আপনি কখনোই পড়েছে টার্গেট নিয়ে কাজ করবেন না।
-
আমি অবশ্যই ফরেক্সে ভালো অর্থ ইনকামের জন্য চেষ্টা করি। এবং ভালোভাবে কাজ করে যাচ্ছি। তবে আমাদের হয়তোবা প্রতিমাসে ফরেক্স থেকে ইনকাম এর জন্য কিছু টার্গেট থাকে। তার ভিতরে আমারও একটা টার্গেট রয়েছে। তবে যথাসাধ্য লাভ হবে সেটা আমার জন্য ভালো। তবে 100 ডলার ইনকাম করার জন্য টার্গেট রাখি সবসময় জন্য সেই ভাবে কাজ করি।
-
আমি ফরেক্স এ নতুন কাজ শুরু করেছি। আমার টার্গেট ফরেক্স থেকে প্রতিমাসে ১০০ ডলার ইনকাম করা।
-
আসলে আমার টার্গেট মাসে ১০০০ পিপস,আমি ডলার টার্গেট করিনা,আমি সাধারণত পিপস টার্গেট নিয়ে ট্রেড করি,বাট যদি আমি ১০০০ পিপস এই মাসে গেইন করতে পারি তাহলে আমার ব্যালেন্স এ আরো ৫০ ডলার বৃদ্ধি পাবে,ভাই নতুন হিসেবে অল্প অল্প করে টার্গেট নিয়ে ট্রেড করেন তাহলে টিকে থাকতে পারবেন,অন্যথায় লস বেশি হবে।
-
উদ্দেশ্যগুলিতে গন্ডার নিয়ে ফরেক্স এক্সচেঞ্জিং অসম্ভব। আপনি এটির সাথে কাজ করার অফ অফ সুযোগে, আপনি ধারাবাহিকভাবে একটি ভাল বেতন সংগ্রহ করতে পারেন। আপনার শুধু কাজের প্রতি মনোনিবেশ করা উচিত। কখন কল্যাণ হবে এবং কখন দুর্ভাগ্য হবে তা আগে সময়ের প্রত্যাশা করা কল্পনার ক্ষেত্রের বাইরে। এ কারণেই আমি টার্গেট করি না। যাইহোক, আমি সাধারণত প্রতিটি বিনিময় থেকে একটি সুবিধা অর্জন করার চেষ্টা করি এবং কোনও পরিস্থিতিতে কোনও দুর্ভাগ্য নেই। এটি করার দ্বারা, আমার সুবিধা ধারাবাহিকভাবে 100 শতাংশের বেশি হয়ে উঠেছে।
-
টার্গেট নিয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না। কবে লাভ হবে আর কোন দিন লস হতে পারে তা আগে থেকেই ঠিক করা যাবে না। তাই তো আমি টার্গেট করি না। তবে আমি সব সময় চেষ্টা করে আমার প্রতি ট্রেড থেকে লাভ আসে কোন অবস্থাতে লস না হয়। এতে করে প্রতি মাসে আমার লাভ ১০০ ভাগেরও বেশি হয়ে যায়।
-
যার যত বেশি ব্যালেন্স থাকুক না কেন তাদের টার্গেট ডলারে না করে পিপ হিসাব করা উচিত। কেননা আপনি যদি বেশি পিপ গেইন করতে পারেন তাহলে অটোমেটিক ভালো প্রফিট করতে পারবেন। কিন্ত সবসময় কম ডিপোজিট দিয়ে বড় বড় ট্রেড করা একদম বোকামী। এতে যেকোন সময় একাউন্ট ধ্বংস বা জিরো হয়ে যেতে পারেন।
-
আমার ফরেক্স ট্রেডিং একাউন্টে ব্যালেন্স বেশি না থাকাতে খুব একটা বেশি প্রফিট আশা করি না । তবে আমি আমার ব্যালেন্স অনুযায়ী আগামী মাসে ৩০ ডলার এর মতো প্রফিট আশা করি । তবে আমার যদি আগামীতে ব্যালেন্স বেশি হয় তাহলে আমার প্রফিটের টার্গেট ও একটু বেশি হবে । তবে তার জন্য আমাকে যথাযথ ভালো দক্ষতা অর্জন করে নিতে হবে । এছাড়া আমরা যদি ট্রেড করে বেশি আশা করে বসে থাকি তাহলে আমরা আয় করতে পারবো না বরং আরও ভুল করব । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে একটি বিষয় এ বেশি গুরুত্ব দিতে হবে । তা হচ্ছে আপনাকে আপনার লোভ কে কন্ট্রোল করতে হবে, না হয় আপনি আয় করতে পারবেন না শুধু লস করতে থাকবেন ।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে যে যত ভালো করে জানবে বা অভিজ্ঞতা অর্জন করবে সে তত বেশি আয়৭ করতে সক্ষম হবে আর আমি ফরেক্স মার্কেটে একদমেই নতুন আমি এখনো ফরেক্স মার্কেট সম্পর্কে খুব একটা ভালো করে জানি না । কবে লাভ হবে আর কোন দিন লস হতে পারে তা আগে থেকেই ঠিক করা যাবে না। তাই তো আমি টার্গেট করি না। তবে আমি মনে করি কথা যাদের পুঁজি অনেক বেশি পরিমানে আছে তারা কিন্তু অনেক বেশি আয় করতে পারে ।
-
এখনো ফরেক্সে আমি নতুন। এখনো শিক্ষানবিস পর্যায়ে আছি। আরো অনেক কিছু শেখার বাকি আছে। এই শেখার পাশাপাশি যতটুকু আয় করতে পারি সেটাতেই আমি খুশি। আপাতত আমার টার্গেট টা বেশ ছোট। এখন ৩০-৪০ডলার আয় করতে চাই। আমি যতটুকু সম্ভব কাজ করার চেষ্ঠা করসি ।আর রিয়াল ট্রেড সম্পর্কে জানার চেষ্ঠা করসি।
-
এখনো ফরেক্সে আমি নতুন। এখনো শিক্ষানবিস পর্যায়ে আছি। আরো অনেক কিছু শেখার বাকি আছে। এই শেখার পাশাপাশি যতটুকু আয় করতে পারি সেটাতেই আমি খুশি। আপাতত আমার টার্গেট টা বেশ ছোট। এখন ৩০-৪০ডলার আয় করতে চাই। এই মাসে আমার টার্গেট ৩০-৪০ডলার। পরের মাসে টার্গেট কিছুটা বাড়বে।
-
আসলে ফরেক্স থেকে আয়ের কোন সীমা থাকে না যদি কিনা আপনি এ সম্পর্কে ভালো করে জানতে পারেন এবং এর মার্কেট সম্পর্কে আপনি অভিজ্ঞ হন কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে এ থেকে কোন টাকা আয় করা সম্ভব হয় না।মার্কেট প্রাইজ অনেকটা উঠা নামা করছে যার দরুন মার্কেট যে কোন দিকে বড় ভাবে পরিবর্তিত হবে তা বুঝা অনেকটা কঠিন আর তাই আমি খুব কম ঝুকি নিয়ে অল্প করে ট্রেড করে অল্প লাভে ট্রেড গুছিয়ে নিচ্ছি।
-
ফরেক্স মার্কেট থেকে প্রতিমাসে আয় করা জায় তবে সব মাসে সমান আয় করা সম্ভব না কোন মাসে বেশি হয় আবার কোন মাসে কম হয় তবে এই মাসে আমার ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করতে চাই আমি প্রতিমাসে ৩০ থেকে ৪০ হাজার আয় করে থাকি।
-
এই মাসে আমার পক্ষে ইনকাম করা সম্ভব নয়। নতুন ট্রেডাট হওয়ায় অনেক ভুল ট্রেড করেছি যে কারনে অনেক বেশি লস খেয়ে বসে আছি। লস রিকোভার করা সম্ভব হবে কিনা তাও বুঝতে পারছি না। অনেকটাই টেনশনে পরে গেছি ঠিকমত ট্রেড করতে না পেরে দেখা যাক রিকোভার করা সম্ভব হয় কিনা যদিও অনেক কষ্টসাধ্য হবে বলেই মনে করছি।
-
আমি ফরেক্সে সে একজন নতুন ট্রেডার। আমার প্রথম মাসে ফরেক্স থেকে তেমন কোন নির্দিষ্ট টার্গেট নেই। কারণ ফরেক্স থেকে এখনো অনেক কিছু শিখার আছে জানার আছে।
প্রথম অবস্থায় ফরেক্সে টিকে থাকাই কষ্টসাধ্য। ধৈর্য ধরে অনুশীলন করতে হবে। মার্কেট এনালাইসিস করার সক্ষমতা অর্জন করতে হবে। তাহলে ফরেক্স থেকে ভালো এমাউন্টের আয় করা সম্ভব।
-
টার্গেট নিয়ে ফরেক্স ট্রেডিং করা যায় না। কবে লাভ হবে আর কোন দিন লস হতে পারে তা আগে থেকেই ঠিক করা যাবে না। তাই তো আমি টার্গেট করি না। তবে আমি মনে করি কথা যাদের পুঁজি অনেক বেশি পরিমানে আছে তারা কিন্তু অনেক বেশি আয় করতে পারে । যাই হই তা নিয়ে আমি খুশি।আসা করে আমি এই মাসে ভালো আয় করতে পারবো।তাই আমি যাতে ভালো আয় করতে পারি সে জন্য সবাই দুওা করবেন ।
-
এখনো ফরেক্সে আমি নতুন। এখনো শিক্ষানবিস পর্যায়ে আছি। আরো অনেক কিছু শেখার বাকি আছে। এই শেখার পাশাপাশি যতটুকু আয় করতে পারি সেটাতেই আমি খুশি। আপাতত আমার টার্গেট টা বেশ ছোট। এখন ৩০-৪০ডলার আয় করতে চাই। এই মাসে আমার টার্গেট ৩০-৪০ডলার। পরের মাসে টার্গেট কিছুটা বাড়বে।
-
ফরেক্স ট্রেডে মাধ্যমে আমি এই মাসে সর্বোচ্ছ বোনস নিয়ে টার্গেট পূরন করে ফরেক্স ট্রেডের প্রথম স্হানে নিজেকে নিতে চাই এবং ফরেক্স সদস্য হয়ে ফরেক্স টার্গেট গুলো মাধ্যমে অধিক অর্থি উপার্জন করতে চাই।
-
আমি আমার মানি মানেজ অনুযায়ী টার্গেট করি যেমন আমার আমার আমার আছে ১০০ ডলার আশা রাখি ১০ ১৫ ২০ ডলার তা না হইলে কম পক্ষে ৫ ডলার কিন্তু আমি ধর্য্য হারা হয়নি কারণ ফরেক্স রিক্স বিজনেস এখানে ধর্য্য নেই আপনাকে ফরেক্স টিকে থাকা কঠিন হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেট থেকে কখনো নির্দিষ্ট এমাউন্ট ফিক্সড করে বলা সম্ভব না। তবুও সবার টার্গেট থাকে এখান থেকে কিছু ইনকাম করতে আমার ৩০-৪০ ডলার লাভ হলেই যথেষ্ট।
-
সত্য কথা বলতে কি ভাই আমার একাউন্ট এখন জিরো তাই আবার ফোরামে এসে পোস্টিং শুরু করেছি । তাই বলা যায় এ মাসে আমার কোন টার্গেট নাই । আমি শুধু এই মাসে ডিপোজিট করব । তারপর সামনে মাস থেকে আবার ট্রেদ করা শুরু করব ইনশাআল্লাহ । যাই হই তা নিয়ে আমি খুশি।আসা করে আমি এই মাসে ভালো আয় করতে পারবো।তাই আমি যাতে ভালো আয় করতে পারি সে জন্য সবাই দুওা করবেন...
-
প্রতি মাসে ইতো ভাল কিছু আয় করতে চাই ফরক্স থেকে। তবে এটা সত্য যে টার্গেট ফিলাপ করে কখনও ফরেক্স ট্রেড করা যায় না । তবে আমিও আশা করতে পারি নতুন হিসেবে যদি এই মাসে ২০ থেকে ২৫ ডলার আয় করা যায় এটা ই ভাল। তাই আমি এই মাসে ফরেক্স থেকে ২০ থেকে ২৫ ডলার আয় করার চিন্তা করছি। আশা করি পারব।