- 
	
	
	
	
		সেকেন্ড লেভেল ভ্যারিফিকেশন অত্যন্ত জরুরি । সেজন্য ব্যাংক একাউন্ট এর ছয় মাস এর স্ট্যাটমেন্ট এর স্কেন কপি লাগবে যা দুই মাসের বেশি পুরোনো হওয়া যাবে না । আপনার একাউন্ট এর নাম ও ঠিকানা এবং ব্যাংক স্টেটমেন্ট এর নাম ও ঠিকানা একইরকম হতে হবে । বিদ্যুৎ বিল ও পানির বিল এর কপিও ব্যবহার করতে পারেন । বেবহারকারীর ব্যাঙ্ক ডকুমেন্ট এর স্ক্যান কপি প্রয়োজন এবং স্ক্যান কপি যথেষ্ট পরিষ্কার হতে হবে যাতে 
 তারা ডকুমেন্ট পড়ে আপনার দেয়া তথ্য চেক করেত পারে ।
 
 
- 
	
	
	
	
		আমার জানামতে দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের জন্য ব্যাংক স্টেটমেন্ট,পানির বিল,বিদ্যুৎ বিল,গ্যাস বিল ইত্যাদির যে কোন একটি হলেও চলবে। তবে সেই স্টেটমেন্ট সর্বশেষ তিন-ছয়মাসের হতে হবে,পাশাপাশি প্রথম লেভেলে ভেরিফাই করা ঠিকানার সাথে উক্ত স্টেমেন্ট বা যে কোন বিলের ঠিকানার মিল থাকতে হবে। নচেত ভেরিফাই হবে না। 
 
- 
	
	
	
	
		বিভিন্ন ব্রোকার আপনার কাছে আপনার ভেরিফিকেশন ডকুমেন্ট চাই । ইন্সটাফরেক্স আপনার কাছে দুই ধরনের ভেরিফিকেশন চাই । একটি হচ্ছে আপনার নাম,পরিচয় ভেরিফাই করার জন্য আপনার কোন আইডি কার্ড এর স্ক্যান কপি যেটা ১ম স্তরের ভেরিফিকেশন বা বিগেনার লেভেল ভেরিফিকেশন নামে পরিচিত এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার ঠিকানা যাচাই করার জন্য যেটি ২য় স্তরের ভেরিফিকেশন নামে পরিচিত। আপনি এটি সম্পন্ন করতে পারলে আপনার একাউন্ট হাইলি ভেরিফাইড হবে এবং আপনি নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন । 
 
- 
	
	
	
	
		আমার জানামতে দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের জন্য শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টই যথেষ্ট। তবে বিদ্যুত বিল পানির বিল বকেয়া বিল-এর থেকে যেকোন একটি হলেও চলবে। 
 
- 
	
	
	
	
		ভেরিফিকেশন ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।২য় লেভেল ভেরিফাই করা খুবই জরুরী। তার জন্য প্রয়োজন ব্যাংকে স্টেটমেন্ট। যেকোনো ব্যাংকে আপনার একাউন্ট থাকলে সেই ব্যাংকে স্টেটমেন্ট লাগবে।তাছাড়া  বিদ্যুৎ বিলের কপি,পানির বিল, গ্যাস বিল যেকোনো  একটা বিলের কাগজ স্কান করে আপলোড করতে পারেন। এর দ্বারাও ২য় লেভেল ভেরিফিকেশন সম্ভব হবে 
 
- 
	
	
	
	
		খুবি সুন্দর একটা প্রশ্ন করেছেন।ট্রেডিং একাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে দুটি লেভেল পার করতে হয়। ২য় লেভেল ভেরিফাই করার জন্য আপনাকে আপনার ঠিকানা প্রুফ করতে হয় তাই আপনাকে আপনার বাসার বিদ্যুৎ বিলের স্কান কপি, পাসপোর্ট, ও ব্যাংক স্টেটমেন্ট এমনকি টেলিফোন বিলের স্কান কপি জমা দিতে হবে।ধন্যবাদ 
 
- 
	
	
	
	
		বিভিন্ন বণিকের আপনার চেক প্রতিবেদন থাকা দরকার। ইন্সটাফরেক্সের জন্য দুই ধরণের নিশ্চিতকরণ প্রয়োজন। একটি হল আপনার নাম, প্রথম স্তরের নিশ্চিতকরণ বা টেন্ডারফুট স্তর নিশ্চিতকরণ হিসাবে পরিচিত ব্যক্তিত্ব এবং দ্বিতীয়টি আপনার অবস্থান যা দ্বিতীয় স্তরের চেক হিসাবে পরিচিত তা যাচাই করার জন্য আপনার কোনও আইডি কার্ডের ফিল্টারযুক্ত নকল। আপনি এটি করতে পারেন এমন ইভেন্টে আপনার রেকর্ডটি ব্যতিক্রমীভাবে নিশ্চিত হয়ে যাবে এবং আপনার কাছে নিশ্চিততার সাথে বিনিময় করার বিকল্প থাকবে। 
 
- 
	
	
	
	
		ইন্সটাফরেক্স এ দুই লেভের এর ভেরিফােই করতে হয়। একটা হচ্ছে ভোটার আইডি কার্ড এর দ্বিতীয় লেভেল এ হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনাকে প্রফিট উঠানোর জন্য দুইটাই ভেরিফাই করতে হবে। হাই লেভেল ভেরিফাই ছাড়া ব্রোকার কখনো্ টাকা উইড্রো করতে দিবে না। 
 
- 
	
	
	
	
		আমার মনে হয় ট্রেডিং আকাওন্ত ভেরিফাই করা শুব সহজ যদি আমাদের রিয়েল দকুমেত্ন থাকে তাহলে আমরা খুব সহজে এই ভেরি ফাই করতে পারি তারপর আমরা ট্রেড সুরু করতে পারবো। আপনি সেকেন্ট লেভেল ভেরিফিকেশন করানোর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি ব্যাবহার করতে পারেন,আপনার বিদ্যুত বিলের স্ক্যান কপি,টেলিফোন বিলের স্ক্যান কপি,পাসপোর্টের স্ক্যান কপি ব্যাবহার করে তার পর সেকেন্ট লেভেল ভেরিফিকেশন কম্পিলিট করতে পারেন। 
 
- 
	
	
	
	
		দ্বিতীয় স্তরের ভেরিফাই করার জন্য যা লাগবে 
 
 ফরেক্স এ একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক। আপনার একাউন্টে যদি ভেরিফাই না হয় তাহলে আপনি ট্রেড করে প্রফিট করলেও তা উত্তোলন করতে পারবেন না। এজন্যই একাউন্ট ভেরিফাই করা অত্যন্ত জরুরি।
 অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে দুটি লেভেল অতিক্রম করতে হবে। প্রথমত হলো আপনার আইডেন্টি প্রুফ করতে হবে। দ্বিতীয় স্তরে একাউন্ট ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগবে। যা সাম্প্রতিক বা বিগত দুই থেকে তিন মাস পূর্বের। ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করে এটাস্ট করলেই দ্বিতীয় স্তরের ভেরিফাই কমপ্লিট হবে। তবে ডকুমেন্টের রেজুলেশন ও অক্ষর গুলো স্পষ্ট হতে হবে।
 
 
- 
	
	
	
	
		ফরেক্স এ প্রথম স্তর এর ভেরিফিকেশন হল জাতীয় পরিচয় পত্র। দিত্বীয় স্তরের ভেরিফিকেশন এর জন্য ব্যাংক স্টেটমেন্ট। এছাড়াও বিদ্যুৎবিল, পাসপোর্ট, পানির বিল, ডিস বিল, ইন্টারনেটের বিল ইত্যাদি ডকুমিমেন্ট দিয়ে দিত্বীয় স্তরের ভেরিফিকেশন করতে হয়। এই ডকুমিন্টে গুলো আপনার সত্যতা থাকতে হবে। কোন প্রকার ভুল ও অন্যদের হবে না সব কিছুই নিজের হতে হবে। তাহলে আপনার দিত্বীয় স্তরের ভেরিফিকেশন সর্ম্পূন হয়ে যাবে। 
 
- 
	
	
	
	
		আমাদের ফরেক্স করতে হলে আমাদের অবশ্যই আকাওন্ত ভেরিফাই করতে হবে তা না হলে আমরা ঠিক মত প্রফিট উথাতে পারবো না। প্রথম লেবেল ভেরিফিকেশন জন্য ভোটা্র আইডি কার্ড এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন এর জন্য ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল ইত্যাদি দিলে সহজেই দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন হয়ে যাবে । খেয়াল রাখতে হবে যে একই ঠিকানায় বানান ভুল কিংবা কোন তথ্য যেন বাদ না পড়ে। 
 
- 
	
	
	
	
		ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন এর দুটি স্তর রয়েছে ।প্রথম টা নিজের আইডি কার্ড স্ক্যান করে ভেরিফাই করতে হয় ।কিন্তু দ্বিতীয় লেভেলের ভেরিফাই একটু কঠিন এর জন্য দরকার ব্যাংক স্টেটমেন্ট,বিদ্যু  িলের কাগজ,ড্রাইভিং লাইন্সেস ও পাসপোর্ট এর স্কান করা ছবি আপলোড করলেই ৭২ ঘন্টার মধ্যে দ্বিতীয় লেভেল ভেরিফাই হয়ে যাবে। 
 
- 
	
	
	
	
		আনভ্যারিফাইড একাউন্ট এর বড় সমস্যা হলো উইথড্র করতে না পারা। তাই সেকেন্ড লেভেল ভ্যারিফিকেশন অত্যন্ত জরুরি। সেজন্য ব্যাংক একাউন্ট এর ছয় মাস এর স্ট্যাটমেন্ট এর স্কেন কপি লাগবে যা দুই মাসের বেশি পুরোনো হওয়া যাবে না । আপনার একাউন্ট এর নাম ও ঠিকানা এবং ব্যাংক স্টেটমেন্ট এর নাম ও ঠিকানা একইরকম হতে হবে। বিদ্যুৎ বিল ও পানির বিল এর কপিও ব্যবহার করতে পারেন। 
 
- 
	
	
	
	
		দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি তা না হলে বিদ্যুত বিলের অথবা টেলিফোন বিলের স্ক্যান কপি দিতে হবে তবে আপনি ফাস্ট ভেরিফিকেশন যার নামের ডকুমেন্ট দিয়ে করেছেন ঠিক সেকেন্ড ভেরিফিক্মেনের ডকুমেন্টও তারই নামে হতে হবে তা না হলে ভেরিফিকেশন ম্যানেজার কতৃক আপনার ডকুমেন্ট বাতিল হয়ে যাবে।শুধু মাত্র বোকার কোম্পানিগুলো আপনার ঠিকানা কর্ণফরম হওয়ার জন্য চেয়ে থাকেন তাই আপনি উল্লেখিত বিষয়ের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		আপনি নিশ্চই ফরেক্সের রিয়াল বা ট্রেডিং অ্যাকাউন্টের দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের কথা বলছেন যদি তাই হয় তা হলে আমি আপনাকে বলব আপনি বাংলাদেশে বসে আপনার ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি,বিদ্যুত বিলের স্ক্যান কপি, বিদ্যুৎ বিল যেকোন বিল হলেই হবে।তবে এই স্টেটমেন্টগুলো প্রথম স্তরে প্রদত্ত অ্যাড্রেসের অনুরূপ অ্যাড্রেসের হতে হবে।তাহলে দ্বিতীয় স্তর ভেরিফাই সম্পন্ন হবে। ভেরিফিকেশন টা যত্ন সহকারে করা উচিৎ। 
 
- 
	
	
	
	
		আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমদের একাউন্ট গুলো ভেরিফাই করতে হয় আর এই ভেরিফাই ৩ টি স্তরে আর ২য় স্তরের ভেরিফিকেসনের জন্য এড্রেস সম্পর্কে তথ্য দেবার জন্য কোন ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিশোধিত বিদ্যুৎ,পানি, গ্যাস ইত্যাদি বিলের কপি আপলোড করতে পারেন। যে কোন ব্যাংক স্টেটমেন্ট (কেবলমাত্র ই-ব্যাংক স্টেটমেন্ট ব্যতীত), পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি কাগজপত্র এবং নিজের ঠিকানা সঠিকভাবে উল্লেখ পূর্বক স্বাক্ষরকৃত যেকোনো ধরনের ডকুমেন্টস দিয়ে সেকেন্ড বা দ্বিতীয় স্তরের ভেরিফিকেশন করা যাবে কারন আপনি ভেরিফাই না করে ট্রেড করতে পারেন্ টাকা উঠাতে গেলে আপনাকে অব্শ্যই ভেরিফাই করে তারপর উইথড্রো দিতে হবে 
 
- 
	
	
	
	
		ফরেক্সে ট্রেড করার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেসন করা দরকার আর প্রথম স্তর ভেরিফিকেসন হলে দ্বিতীয় স্তরের জন্য আপানার ব্যাংক ষ্টেটমেনট/বিদ্যুৎ বিল/ গ্যাস এবং পানি বিল ইত্যাদির মাধ্যমে দ্বিতীয় স্তরের ভেরিফিকেসন করতে পারবেন এটা শুধু মাত্র বোকার কোম্পানিগুলো আপনার ঠিকানা কর্ণফরম হওয়ার জন্য চেয়ে থাকেন তাই আপনি উল্লেখিত বিষয়ের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		দ্বিতীয় স্তরের যাচাইয়ের জন্য নথি: ক) অ্যাকাউন্টে লেনদেন করা ব্যক্তির পাসপোর্টের স্ক্যানকৃত অনুলিপি (বা পরিচালক, যদি তিনি বাণিজ্য করেন তবে); খ) ট্রেডিং অ্যাকাউন্টে পরিচালনা করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি (যদি ট্রেডিং কোম্পানির পরিচালক ব্যতীত অন্য কোনও ব্যক্তি পরিচালিত হয়)। 
 
- 
	
	
	
	
		দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনে আসলে আপনার ঠিকান ভেরিফাই করতে চায় তাই আপনি যদি আপনার প্রথম স্তর ভেরিফাই শেষ করে থাকেন তবে এই স্তরে আপনাকে আপনার এড্রেস সম্পর্কে তথ্য দেবার জন্য কোন ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিশোধিত বিদ্যুৎ,পানি, গ্যাস ইত্যাদি বিলের কপি আপলোড করতে পারেন। 
 
- 
	
	
	
	
		দিত্বীয় স্তরে ভেরিফিকেশন করার জন্য আপনাকে কারেন্ট বিল সব শেষ অথবা আপনার ব্যাংক একাউন্টের সব শেষ 6 মাসের তথ্য দিয়ে আপনি দিত্বীয় স্তরে ভেরিফিকেশন করতে পারবেন । 
 
- 
	
	
	
	
		আপনি ফরেক্সের সেকেন্ট লেভেল ভেরিফিকেশনের কথা বলছেন যদি তাই হয় তা হলে আমি আপনাকে বলব আপনি সেকেন্ট লেভেল ভেরিফিকেশন করানোর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি ব্যাবহার করতে পারেন,আপনার বিদ্যুত বিলের স্ক্যান কপি,টেলিফোন বিলের স্ক্যান কপি,পাসপোর্টের স্ক্যান কপি ব্যাবহার করে তার পর সেকেন্ট লেভেল ভেরিফিকেশন কম্পিলিট করতে পারেন। 
 
- 
	
	
	
	
		হা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হবে। এছাড়া পানির বিল, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল অথবা ডিশ বিল দিয়েও ভেরিভিকেশন করানো যাবে। তবে এটা যদি ২য় স্তরের ভেরিভিকেশন হয়। প্রথম স্তরের ভেরিভিকেশন হলে হবে না। 
 
- 
	
	
	
	
		দ্বিতীয় ধাপ ভেরিফিকেশন এর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট , পানির বিল এর কপি , বিদ্যুৎ বিল এর কপি, গ্যাস বিল এর কপি ৬ মাস মেয়াদের লাগবে । এই কপি গুলো লাগে মূলত ঠিকানা ভেরিফাই করার জন্য । আপনি যে ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ঐ ঠিকানা গুলো ঐ কপির ঠিকানার সাথে মিল থাকতে হবে । এ ছাড়া আপনার দ্বিতীয় ধাপ ভেরিফিকেশন এর জন্য আর কিছু না হলেও চলবে । 
 
- 
	
	
	
	
		দ্বিতীয় স্তরের চেকটিকে সত্যই আপনার অবস্থানটি নিশ্চিত করতে হবে যাতে আপনি আপনার প্রথম স্তরের নিশ্চিতকরণটি শেষ করে দিয়েছেন, এই স্তরে আপনি কোনও ব্যাঙ্কের ব্যাখ্যা বা আপনার প্রদত্ত শক্তি, জল, গ্যাস এবং ডিলিপিকেট বিল দেওয়ার জন্য স্থানান্তর করতে পারেন আপনার অবস্থান সম্পর্কে তথ্য। অনেক প্রশংসিত. 
 
- 
	
	
	
	
		আমার জানা মতে, ফরেক্সে ট্রেড করার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেসন করা দরকার আর প্রথম স্তর ভেরিফিকেসন হলে দ্বিতীয় স্তরের জন্য আপানার ব্যাংক ষ্টেটমেনট/বিদ্যুৎ বিল/ গ্যাস এবং পানি বিল ইত্যাদির মাধ্যমে দ্বিতীয় স্তরের ভেরিফিকেসন করতে পারবেন এটা শুধু মাত্র বোকার কোম্পানিগুলো আপনার ঠিকানা কর্ণফরম হওয়ার জন্য চেয়ে থাকেন তাই আপনি উল্লেখিত বিষয়ের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		ফরেক্স ট্রেডিং এর জন্য একাউন্ট ভেরিফাই অত্যন্ত জরুরী। ভেরিফাইয়ের ক্ষেত্রে প্রথম স্তরে আপনার আইডেন্টিটি সফলভাবে ভেরিফাইয়ের পরে দ্বিতীয় স্তরে আপনার লোকেশন ভেরিফাইয়ের জন্য ব্যাংক স্টেটমেন্ট/কারেন্ট বিল/গ্যাস বিল এর যে কোন একটি দরকার হয়। ভেরিফাইড ক্ষেত্রে লোকেশন ভেরিফাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভেরিফাইয়ের সময়  নিয়ম মেনে যথাযথ ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা নেয়া উচিত। সঠিক পদ্ধতিতে ভেরিফাই না হলে উইথড্র দেয়ার ক্ষেত্রে অনেক ধরনের জটিলতায় পড়তে হতে পারে। 
 
- 
	
	
	
	
		ভেরিফিকেশান এর জন্য দরকার হবে ব্যাংক স্টেটমেন্ট এর কপি। এই কপিটার স্কেন কপি সংগ্রহ করে তার পরে তা ব্রোকারের ক্লায়েন্ট কেবিনেট এ ভেরিফিকেশান এর জন্য দিন।ট্রেডিং অ্যাকাউন্টের দ্বিতীয় স্তর ভেরিফাই করে তারপর ট্রেডিংয়ে যাওয়ায় ভালো। ভেরিফাই শেষ করে থাকেন তবে এই স্তরে আপনাকে আপনার এড্রেস সম্পর্কে তথ্য দেবার জন্য কোন ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিশোধিত বিদ্যুৎ,পানি, গ্যাস ইত্যাদি বিলের কপি আপলোড করতে পারেন। 
 
- 
	
	
	
	
		অ্যাকাউন্ট ভেরিফিকেসন করা দরকার আর প্রথম স্তর ভেরিফিকেসন হলে দ্বিতীয় স্তরের জন্য আপানার ব্যাংক ষ্টেটমেনট/বিদ্যুৎ বিল/ গ্যাস এবং পানি বিল ইত্যাদির মাধ্যমে দ্বিতীয় স্তরের ভেরিফিকেসন করতে পারবেন এটা শুধু মাত্র বোকার কোম্পানিগুলো আপনার ঠিকানা কর্ণফরম হওয়ার জন্য চেয়ে থাকেন তাই আপনি উল্লেখিত বিষয়ের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		দিতীয় স্তরের ভেরিফিকেশন হলো ঠিকানা ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন এর জন্য দরকার হলো ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিলের কাগজ। এই দুটোর একটা আপলোড করলে খুব সহজেই একাউন্ট ভেরিফিকেশন করে দেয়। আমি আমার একাউন্ট ব্যাংক স্টেটমেন্ট দারা ভেরিফিকেশন করেছি। আশাকরি আপনিও এগুলো দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		সেকেন্ড লেভেল ভেরিফিকেশন কম্পিলিট করার জন্য প্রয়োজন হবে প্রথম লেভেল ভেরিফিকেশন করতে আপনি যার ডকুমেন্ট ব্যবহার করেছেন ঐ বেক্তির ব্যাংক স্টেটমেন্টের অথবা টেলিফোন বা বিদ্যুত বিলের স্ক্যান করা কপির যার মাধ্যমে আপনি সফল ভাবে দ্বিতীয় স্তরের ভেরিফিকেশন করতে সক্ষম হবেন।ফরেক্স ট্রেডিং করতে ট্রেডিং অ্যাকাউন্টের দ্বিতীয় স্তর ভেরিফাই করে তারপর ট্রেডিংয়ে যাওয়ায় ভালো। ভেরিফাই শেষ করে থাকেন তবে এই স্তরে আপনাকে আপনার এড্রেস সম্পর্কে তথ্য দেবার জন্য কোন ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিশোধিত বিদ্যুৎ,পানি, গ্যাস ইত্যাদি বিলের কপি আপলোড করতে পারেন। 
 
- 
	
	
	
	
		দিত্বীয় স্তরে ভেরিফিকেশন করার জন্য আপনাকে কারেন্ট বিল সব শেষ অথবা আপনার ব্যাংক একাউন্টের সব শেষ 6 মাসের তথ্য দিয়ে আপনি দিত্বীয় স্তরে ভেরিফিকেশন করতে পারবেন । 
 
- 
	
	
	
	
		দ্বিতীয় স্তরের ভেরিফিকেশন কমপ্লিট করতে আপনার ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট, বিদ্যুৎ বিলের কপি, ইন্টারনেট বিলের কপি এসব ডুকুমেন্টরি ব্যবহার করতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট যেন দুই মাসের পুরনো না হয় সেটা লক্ষ্য রাখবেন। আপনি যে ডুকুমেন্ট সাবমিট করবেন তার তথ্য আর আপনার ১ ম স্তর ভেরিফিকেশনের ডুকুমেন্টের তথ্য আর একাউন্টের তথ্য একই হতে হবে। তবে স্ক্যান করা ডকুমেন্টগুলো অবশ্যই রঙ্গিন অর্থাৎ অরিজিনাল হতে হবে। আর তা না হলে আপনি প্রফিট উইথড্র করতে পারবেন না । 
 
- 
	
	
	
	
		আপনি ফরেক্সের সেকেন্ট লেভেল ভেরিফিকেশনের কথা বলছেন যদি তাই হয় তা হলে আমি আপনাকে বলব আপনি সেকেন্ট লেভেল ভেরিফিকেশন করানোর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি ব্যাবহার করতে পারেন,আপনার বিদ্যুত বিলের স্ক্যান কপি,টেলিফোন বিলের স্ক্যান কপি,পাসপোর্টের স্ক্যান কপি ব্যাবহার করে তার পর সেকেন্ট লেভেল ভেরিফিকেশন কম্পিলিট করতে পারেন।প্রথম লেবেল ভেরিফিকেশন জন্য ভোটা্র আইডি কার্ড এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন এর জন্য ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল ইত্যাদি দিলে সহজেই দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন হয়ে যাবে । এটি তেমন কোন কঠিন বিষয় নেই । সমস্যা হলে লাইভ সাপোর্ট এ কথা বলুন ঠিক হয়ে যাবে ।প্রথম লেবেল ভেরিফিকেশন জন্য ভোটা্র আইডি কার্ড এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন এর জন্য ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল ইত্যাদি দিলে সহজেই দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন হয়ে যাবে । এটি তেমন কোন কঠিন বিষয় নেই । সমস্যা হলে লাইভ সাপোর্ট এ কথা বলুন ঠিক হয়ে যাবে ।ট্রেড করতে হলে ইন্সটা ফরেক্সে ভেরিফাই করতে যা যা লাগে তা হলো একটি জিমেইল ঠিকানা তারপর জাতীয় পরিচয় পত্র এবং যে কোন অন লাইন ব্যাংকের স্টেইটমেন্ট। আপনি যদি ২য় লেবেল ভেরিফাই করতে চান তাহলে আপনার ব্যাংক স্টেইটমেন্ট আপলোড করলেই হবে। 
 
- 
	
	
	
	
		বিভিন্ন  ব্রোকার আপনার কাছে আপনার ভেরিফিকেশন ডকুমেন্ট চাই। ইন্সটাফরেক্স আপনার কাছে দুই ধরনের ভেরিফিকেশন চাই।একটি হচ্ছে আপনার নাম,পরিচয় ভেরিফাই করার জন্য আপনার কোন আইডি কার্ড এর স্ক্যান কপি যেটা ১ম স্তরের ভেরিফিকেশন বা বিগেনার  লেভেল ভেরিফিকেশন নামে পরিচিত এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার ঠিকানা যাচাই করার জন্য যেটি ২য় স্তরের ভেরিফিকেশন নামে পরিচিত।আপনি এটি সম্পন্ন করতে পারলে আপনার একাউন্ট হাইলি ভেরিফাইড হবে এবং আপনি নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন।দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনে আসলে আপনার ঠিকান ভেরিফাই করতে চায় তাই আপনি যদি আপনার প্রথম স্তর ভেরিফাই শেষ করে থাকেন তবে এই স্তরে আপনাকে আপনার এড্রেস সম্পর্কে তথ্য দেবার জন্য কোন ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিশোধিত বিদ্যুৎ,পানি, গ্যাস ইত্যাদি বিলের কপি আপলোড করতে পারেন।