-
এখনো রিয়েল ট্রেড করি নাই তবে আমি ডেমোতে ট্রেড করি আমি ডেমোতে ট্রেড করে ভালো জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছি আমি যদি ফরেক্স সম্পর্কে ভালো ভাবে শিখতে পারি আর কিভাবে এনালাইসিস করতে হয় সেটা যদি শিখতে পারি তাহলে আমি রিয়েল ভাবে ট্রেড করব।আর আমি এই মার্কেটে এখনো নতুন তাই ফরেক্স মার্কেট থেকে আমার অনেক কিছু শিখার আছে।
-
আমি এ মাস হতে প্রথম রিয়েল ট্রেড শুরু করেছি ।অল্প কিছু লাভও করেছি আর তা হল ১৫ ডলার ।তবে এখনও আমি ডেমো ট্রেড চালিয়ে যাচ্ছি আরও ভাল করে শেখার জন্য ।এছাড়া আমি ফরামে নিয়মিত পোস্ট করে ফরেক্সে জ্ঞান আহরন করি ।
-
আমি ফরেক্স মার্কেটে এখনো নতুন। রিয়েল ট্রেড এখন পর্যন্ত করা হয় নি। আমি এইমাসে ফোরামে পোস্ট করছি সেখান থেকে যে পরিমান বোনাস পাব তাই দিয়ে ট্রেড করব বলে ভাবছি। আমি এখান থেকে সফল হতে চাই। প্রথমে প্রফিট নয় আমি প্রথমে শিক্ষার উপর জোড় দিতে চাই।।।
-
ট্রেড
আমি ফরেক্স মার্কেট এ রিয়েল ট্রেড করা শুরু করেছি।আমি ফরেক্স মার্কেট এ রিয়েল ট্রেড শুরু করার জন্য অনেক দিন প্রশিক্ষণ নিয়েছি।আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি ডেমো একাউন্ট এ ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি ফোরাম এ পোস্টিং করি এবং পোস্টিং করে আমি যে বোনাস পাই তা দিয়ে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
ফরেক্স মার্কেট এ রিয়াল ট্রেড করা অনেক গুরুত্বপুরনো বিষয়।ফরেক্সে রিয়াল ট্রেদ করার জন্য অনেক বিষয় জানতে হবে।আমি অনেক দিন ধরে ডেমোতে ট্রেড করেছি বর্তমানে রিয়াল ট্রেড করছি তবে আমি অনেক কিছু বিষয়য় চিন্তা করে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেটে আমি রিয়েল ট্রেডিং করি কিন্তু ভাল ভাবে প্রফিট করতে পারিনাই কারন ফরেক্স মার্কেটে ট্রেডিং করে টিকে থাকা অনেক কঠিন তাই অনেক সময় প্রফিট করলেও আবার একটি ভুলের জন্য আবার লস হয়ে যায়,যার জন্য ফরেক্স থেকে বেশি প্রফিট করতে পারিনাই তাই আমাদের ভাল করে ট্রেডিং এনালাইসিস করতে হবে।
-
আমি বলবো আসলে ফরেক্স এ রিয়েল ট্রেড করা অনেক বড় একটা বিষয়। না যেনে বুজে ত আর এখানে আমরা ট্রেড করতে পারি না। রিয়েল ট্রেড এ আমার এখন ও তেমন কোন প্রফিট হয় নি। তবে আশা করছি হবে। তবে এটা সত্য যে আমি অনেক দিন ডেমোতে কাজ করেছি এবং ভাল রেজাল্ট করায় রিয়েল এ পা বারিয়েছি। আমি মনে করি রিয়েল ট্রেড করতে আমাদের একটু সময় নিতে হবে এবং সবকিছু বুঝতে হবে।
-
রিয়েল ট্রেড করার মজাটাই আলাদা। কারন রিয়েল ট্রেডে লাভ হলে সেটা সত্যিকারের লাভ। রিয়েল ট্রেড এ না আসা পর্যন্ত আপনি একজন ফরেক্স স্টুডেন্ট। আর রিয়েল ট্রেড শুরু করলে তখন থেকে আপনি একজন ট্রেডার হয়ে যাবেন। কিন্তু তাই বলে পরিক্ষায় পাস না করেই রিয়েল ট্রেড শুরু করবেননা। আগে ডেমো পরীক্ষায় পাস করেন তারপর রিয়েল ট্রেড করেন।
-
রিয়েল ট্রেড
হ্যাঁ আমি কিছুদিন হচ্ছে ফরেক্স মার্কেট এ রিয়েল ট্রেড করা শুরু করেছি।আমি ফরেক্স মার্কেট এর রিয়েল ট্রেড করার জন্য আগে ডেমো একাউন্ট এ ট্রেড করি।আমি অনেক দিন ধরে ডেমো একাউন্ট এ ট্রেড করে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ফোরাম এ পোস্টিং করে অনেক কিছুই শিখেছি যা দিয়ে আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড করার জন্য আমি অনেক পরিশ্রম করেছি।
-
আমি রিয়েল ট্রেড করি, কারন আমি অনেক দিন ডেমু করেছি। গুগল এ ফরেক্স সম্পকে বিভিন্ন বিষয় জেনেছি তাতে আমার মনে হয়েছে আমি রিয়েল ট্রেড করতে পারি এখন। তাই আমি রিয়েল ট্রেড করি
-
হা ভাই । আমি আরো অনেক অাগে থেকেই রিয়ালে ট্রেড করি । আমি ফরেক্স শুরু করি আরো দেড় বছর আগে থেকে । আর শুরু করার কয়েক দিনের মধ্যে আমি রিয়ায়ে ট্রেড করা শুরু করি । তবে লাভ করতে আমার প্রায় ছয় মাস সময় লেগেছে । এখনও লস যে করিনা তা কিন্তু নয় ।
-
আমি রিয়েল ট্রেড করছি ১৪ মাস এর মত হলো.আপনি ডেমো ট্রেড করছেন জেনে খিশি হলো কারণ এই রিয়েল ট্রেড করতে গেলেই এই ডেমো ট্রেড এর অভিজ্ঞতা আপনার কাজে লাগবে.আপমি ও মাঝে মাঝে প্রবলেম এ পরি যা আমাকে মনে করিয়ে দেয় হয়ত আমাকে আরকটু বেশি দিন ডেমো ট্রেড করা উচিত ছিল.তাই ডেমো ট্রেড করতে থাকুন.এখন আমি রিয়েল ট্রেড করে মাসে ৪০-৪৫ ডলার মত উপ্পার্জন করতে পারি.
-
আমি রিয়েল ট্রেড করি । ডেমো একাউন্টে প্রাকটিস করি পাশাপাশি রিয়েল একাউন্ট খুলে রিয়েল ট্রেড করছি। আসলে রিয়েল ট্রেড এখনেই করা উচিৎ হয়নি । তবু কিছু রিক্স এস্টাবিলিজ করার জন্য এবং রিয়েল ট্রেড জ্ঞান অজর্নের জন্য রিয়েল ট্রেড করি এটাও একটা প্রাকটিস এর মতোই। ১৬ ডলার লাভ করেছিলাম আবার চলেও গিয়াছে।
-
হ্যাঁ আমি ফরেক্স মার্কেট এ রিয়েল ট্রেড করি।আমি কিছুদিন আগে রিয়েল ট্রেড করা শুরু করেছি।আমি রিয়েল ট্রেড করতে এসে একটা জিনিষ খেয়াল করলাম যে ডেমো একাউন্ট এ ট্রেড করে আয় করা সহজ রিয়েল একাউন্ট এ ততসহজ নয়।আমি ডেমো একাউন্ট এ অনেক দিন ট্রেড করে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি।যা দিয়ে আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করে যাচ্ছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ডেমো একাউন্ট এ ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করা অনেক দরকার।
-
আমি দির্ঘ ৪ মাস যাবত ফরেক্স ডেমো ট্রেড করে আসছি।। এখনো রিয়েল ট্রেড করতে *সাহস হয়নি।। আমি মনেকরি,, ফরেক্সে আমার এখনো অনেক কিছু সেখার আছে।।
তবে আমি প্রথম বারের মত ফরেক্সে ফোরামের বোনাস দিয়ে ট্রেড সুরু করেছিলাম তা ৩ দিনের মধ্যেই জিরো করে ফেলি।।।
-
আমি বর্তমানে রিয়েল ট্রেড করছি।আপনিও চাইলে ইন্সটাফরেক্সের এ ফোরামের বোনাস দিয়ে রিয়েল ট্রেড করতে পারেন।আর এ ফোরামটা বাংলাতে হওয়াতে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি।আশা করা ইন্সটা ফরেক্সের এ রকম উদ্যগ আমাদের ভালই কাজে আসবে।
-
আমি বর্তমানে রিয়েল ট্রেড করছি।আপনিও চাইলে ইন্সটাফরেক্সের এ ফোরামের বোনাস দিয়ে রিয়েল ট্রেড করতে পারেন।আর এ ফোরামটা বাংলাতে হওয়াতে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি।আশা করা ইন্সটা ফরেক্সের এ রকম উদ্যগ আমাদের ভালই কাজে আসবে।
-
হ্যা আমি রিয়াল ট্রেড করি। আমি এখানে পোস্ট করে যে ডলার পেয়েছি তা দিয়ে আমি একটি রিয়াল একাউন্ট খুলেছি। এবং সেই একাউন্টে আমি ট্রেড করি
-
ফরেক্স মার্কেট এর উপরে নিচে যাওয়া। এক কথাই ফরেক্স মার্কেট এর মুভিং সাপোর্ট আর রেসিসটেন্স এর উপর নির্ভর করে। মার্কেট এর কান্ডেল যদি সাপোর্ট কে স্পর্শ করে তবে শেখান থেকে মার্কেট উপরে উঠা শুরু করবে।
-
জি আমি রিয়েল ট্রেড করছি.আপনি ডেমো ট্রেড করছেন শুনে ভালো লাগলো.কারণ রিয়েল ট্রেডিং এ টিকে থাকা অনেক চ্যালেঞ্জিং একটি বেপার.তাই এইখানে টিকে থাকতে হলে এর সম্পর্কে অভিজ্ঞতা থাকা অনেক জরুরি.যা আপনি এই ডেমো ট্রেড এর মাধ্যমে অর্জন করতে পারবেন.তাই ডেমো তারদে করে ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা অর্জন করে তারপর রিয়েল ট্রেড এ আসুন.
-
না আমি এখনো রিয়াল ট্রেড করিনি এটা ব্যবহার করতে আরো সময় লাগবে।কারন এ সর্ম্পকে আরো জানতে চাই তারপর রিয়েল ট্রেড করব।
-
না আমি এখনো রিয়াল ট্রেড করিনা ।রিয়াল ট্রেড করতে আমার আর ও সময় লাগবে ।আমি ডেমোতে ট্রেড করে ভালো জ্ঞান অর্জন করার চেষ্টা করছি আমি যদি ফরেক্স সম্পর্কে ভালো ভাবে শিখতে পারি আর কিভাবে এনালাইসিস করতে সেটা যদি শিখতে পারি তাহলে আমি রিয়েল ট্রেড করব...।
-
রিয়েল ট্রেড করা অনেক বড় একটা বিষয় এখনও ডেমো প্রাকটিস করছি তাই ভাল করে ডেমো প্রাকটিস করতে চাই । তারপর রিয়েল ট্রেড করতে চাই।
-
না আমি রিয়েল ট্রেড করি না , কারন আমি এখানে নতুন । তবে ডেমো প্রাকটিস করে রিয়েল ট্রেড করতে চাই ধন্যবাদ ।
-
আমি বোনাস মানি দিয়ে রিয়েল ট্রেড করি। পাশাপাশি ডেমো ট্রেড করি। এখনো লাভবান হতে পারিনি। কেননা এই মার্কেটে আমি নবাগত। তাই আমাকে অনেক চাপ নিয়ে ট্রেড করতে হয়। কখনো কোন লস হলে তার কারণ খুঁজে বের করতে খুবই কষ্ট হয়। তবুও চেষ্টা করে যাচ্ছি।
-
আমি নতুন ট্রেডার। তবে রিয়াল ট্রেড এখনো শুরু করিনি। আর রিয়েল ট্রেড শুরু করবই বা কিভাবে? আমার তো বোনাস তেমন বেশি নয়। অচিরে শুরু করব। সবাইকে ধণ্যবাদ।
-
আমি নতুন তাই এখন রিয়েল ট্রেড করি না
-
আমি একজন নতুন ট্রেডার হিসেবে যে কাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি তা হল সর্বপ্রথম নিজেরে ট্রেডিং দক্ষতা গঠন করা । আর ট্রেডিং দক্ষতা গড়ার জন্য একজন ট্রেডারের সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র হল ডেমো ট্রেড করা । যত বেশি ডেমো একাউন্টে ট্রেড করা যাবে তত বেশি পরিমাণে কৈশল তথা বিভিন্ন বিরুপ অবস্থাতে টিকে থাকার কৈশল অর্জন করা যাবে । আর কৈশল ও সুভিজ্ঞতাই একজন ট্রেডারকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে ।
-
না আমি এখনো রিয়াল ট্রেড করিনা ।রিয়াল ট্রেড করতে আমার আর ও কিছু সময় লাগবে কেননা আমার ট্রেড সম্পর্কে আরওবেশ কিছু জ্ঞান অর্জন করতে হবে ।ট্রেড সম্পর্কে ধারনা না থকলে ভাল ট্রেডার হওয়া যায় না এবং টাকা ও ইনকাম করতে অসুবিধা ও লস হয় ।তাই আমি উপযোক্ত জ্ঞান অর্জন করে রিয়াল ট্রেডার হব। হা বন্ধু আমি এখন রিয়েল ট্রেড করি। যারা এখনও ডেমো প্রাকটিস করছেন তারা অবশ্যই ভাল করে ডেমো প্রাকটিস করবেন। কারন রিয়েল ট্রেড সত্যই খুব কঠিন যা ডেমো ট্রেড করার সময় বুঝতে পারিনি।
-
রিয়েল ট্রেড করতেছি । সত্যি বলতে কি আমি বেশিদিন ডেমো ট্রেড করিনি । কারন ডেমো ট্রেডে সেভাবে সিরিয়াসনেস আসে না । তাই অল্প পুজি দিযে রিয়েলটাই শুরু করেছিলাম । অনলাইন ইনকামের কিছু ডলার ছিল তাই পেরেছি । ফরেক্স মার্কেটে আমি মনে করি তখন একজন ফরেক্স ট্রেডার রিয়াল ট্রেড করা উচিত যখন সে ফরেক্স বেশিক সম্পরকে জেনে অনেক দিন বা ৬ থেকে ৭ মাস ফরেক্স মার্কেটে ডেম ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করবে বা ভাল বুজতে পারে যে আমি এখন রিয়াল ট্রেড করলে প্রফিট করতে প[আরব তখন রিয়াল ট্রেড করা উচিত তাই আমি এখন করি না ।
-
আসলে ফরেক্স এ রিয়েল ট্রেড করা অনেক বড় একটা বিষয়। না যেনে বুজে ত আর এখানে আমরা ট্রেড করতে পারি না। রিয়েল ট্রেড এ আমার এখন ও তেমন কোন প্রফিট হয় নি। তবে আশা করছি হবে। তবে এটা সত্য যে আমি অনেক দিন ডেমোতে কাজ করেছি এবং ভাল রেজাল্ট করায় রিয়েল এ পা বারিয়েছি। আমি মনে করি রিয়েল ট্রেড করতে আমাদের একটু সময় নিতে হবে এবং সবকিছু বুজতে হবে। হা বন্ধু আমি এখন রিয়েল ট্রেড করি। যারা এখনও ডেমো প্রাকটিস করছেন তারা অবশ্যই ভাল করে ডেমো প্রাকটিস করবেন। কারন রিয়েল ট্রেড সত্যই খুব কঠিন যা ডেমো ট্রেড করার সময় বুঝতে পারিনি।
-
হ্যা আমি রিয়াল ট্রেড করছি । মার্কেটে টিকে থাকা শিখছি। এখনো প্রফিট করতে পারি নাই। বিভিন্ন কলা কৌশল শিখছি।
-
আমি মনে করি রিয়েল ট্রেড করতে আমাদের একটু সময় নিতে হবে এবং সবকিছু বুজতে হবে। এখনও ফরেক্সে প্রচুর অভিজ্ঞতা না তৈরী হওয়ায় রিয়েল ট্রেডিংয়ের পাশাপাশি ডেমো ট্রেডিংও চালিয়ে যাচ্ছি। রিয়েল ট্রেড বাদ দিয়ে ডেমোতে মনোযোগ সহকারে করছি । ভাই জীবনের প্রথম ট্রেড করছি রিয়েল একাউন্টে। জানি এটা ভাল কথা না। তারপরও যে স্বাধ রিয়েল ট্রেডিং এ আছে সে স্বাধ ডেমো ট্রেড এ কোথায়! ডেমো ট্রেডের গুরুত্ব অনস্বীকার্য। ডেমো তে আমি মুলত স্ট্রাটিজি টেষ্ট এর কাজ করি। আর মানি ম্যানেজমেন্ট আপনি ডেমো তে যতই শিখুন রিয়েলের মত এক্সপেরিয়েন্স পাবেন না। তাই খুব অল্প যেমন ১০$ এর একাউন্ট এ চেষ্টা করুন মানি ম্যানেজমেন্ট এপ্লাই করতে।
-
হ্যাঁ, আমি ডেমো সহ বাস্তব ট্রেড করি, আমার একটা ছোট গ্রুপ আছে আমরা সবায় বাস্তব ট্রেড করি, আমরা সবায় প্রতি মাসে গড় ৫০ ডলার করে আয় করি, সবাই খুব মন দিয়ে কাজ করি এবং সবায় মিলে এক সাথে সিধান্ত নিয়ে ট্রেড করি, তাই আমাদের ক্ষতি হয়না বললে চলে, এই কারনে আমার বাস্তব ট্রেড খুব ভালো লাভ হয়।
-
ফরেক্স এ রিয়াল ট্রেড করা মানে হচ্ছে পুরাদস্তুর ব্যবসায় নেমে পরা।। আর ব্যবসায় নামতে হলে অবশ্যই আপনাকে সব কিছু শিখে নামতে হবে।। যাতে আপনার টাকা আপনার কাছে থাকে।। আর আমি রিয়াল ট্রেড শুরু করেছি, আলহামদুল্লিল্লাহ, মোটামোটি ভালই চলছে, তবে কিছু কিছু ভুল হইয়ে যায়, যা থেকে আবার শিখে আবার শুরু করি।।
-
ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আমি যখন প্রথমে ফরেক্স মার্কেটে প্রবেশ করি তখন আমি এ বিষয়ে কিছুই জানতাম না । আর যখন আমি আমার বন্দুর কাছে গেলাম তখন সে আমাকে এ বিষয়ে ভাল ধারনা দিল । সেই দিনের পর থেকে আমি রিয়েল ট্রেড শুরু করি । আমি অনেক লাভবান হয়েছি ।
-
আমি ফরেক্সে নতুন তাই এখনও ফরেক্সে রিয়েল ট্রেড করিনি । আমি ফরেক্সে রিয়েল ট্রেড করবো বলে ফরেক্স শিখছি , তার পাশাপাশি ফোরাম পোষ্টে কাজ করছি । এর থেকে আমি যে বোনাস পোষ্টিং পাবো মাস শেষে তাই দিয়ে হবে আমার প্রথম রিয়েল ট্রেড করা । এছাড়া আমি ডেমোতে ট্রেড করেছি । ট্রেড শেখার জন্য ডেমো একটা ভালো মাধ্যম । যারা ডেমো করেছে তারা জানে ফরেক্সের জন্য ডেমো শেখা কতটা ভাল , ডেমো করলে অনেক কিছু শেখা যায় ।
-
ফরেক্স এ আমি এখনো রিয়েল ট্টেড করি নি। আমি এখনো অনেকটা নতুন। আমি ফরেক্স এ ডেমো্ প্রাকটির্স করতেছি। এবং আমি অনেকটা পাকা হয়ে সব কিছু বুঝে নিয়ে রিয়েল ট্টেড করা শুরু কবর। কারন আমি যদি এখন রিয়েল একাউন্ট খুলে ট্টেড করি তাহলে আমি হয়ত লসে যেতে পারি। তাই আমি ফরেক্স এ ডেমোতে ভাল করে বুঝে আমি রিয়েল ট্টেড করব যাতে আমি লসে না পরি।
-
আমি এখনো পর্যন্ত রিয়েল ট্রেড করি নি । ফরেক্স মার্কেটে আমি এখনো একজন নতুন ট্রেডার তাই ডেমোতেই আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকমাস টানা করব । ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডিং করা বড় কথা নয় । বরং রিয়েল ট্রেডিং এর জন্য নিজেকে উপযুক্ত দক্ষ হিসেবে গড়ে তোলাই হল বড় কথা । ফরেক্স মার্কেটে ট্রেডিং দক্ষতা অর্জিত হলেই তবে রিয়েল ট্রেডিং করা উচিত ।
-
একখন আপাতত রিয়েল ট্রেড করি না কারন রিয়েল এ আমি অনেকবার লস করেছি।তাই এখন ভাল করে শিখার চেষ্টা করছি।এখন ডেমোতে ট্রাই করছি।এখন ভাল করে না শিখে রিয়েলে যাওয়ার ইচ্ছা নাই।