-
ফরেক্স মারকেটে টিকে থাকার মূলমন্ত্র হচ্ছে মানিম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করলে যেকোন সময় ক্যাপিটাল হারানোর ভয় থকে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনাকে ফরেক্স মারকেটে অনেকদিন টিকে রাখতে পারে। আর ভাল মানিম্যানেজন্ট না থাকলে আপনাকে আপনার মূলধন হারাতে খুব একটা সময় নাও লাগতে পারে। তাই সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড চালিয়ে যান।
-
হ্যাঁ আমি যখনই ট্রেড করি তখনই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করি। কারণ, বেশিরভাগ ট্রেডারগণ মানি ম্যানেজমেন্ট করতে বার্থ হয় বলে তারা তাদের ব্যাল্যান্স জিরো করে ফেলে। এর ভুক্ত ভুগি আমি নিজেও। তাই আমি এখন থেকে ট্রেড করার আগেই মানি ম্যানেজমেন্ট করে নেই। ধন্যবাদ
-
হ্যাঁ ভাই আমি মানি ম্যানেজম্যান্ট ফলো করে ট্রেড করি তবে সবসময় হয় না। তবে নতুন অবস্থায় সবাইকে এটা ফলো করে কাজ করা উচিত। কারন মার্কেট সম্পর্কে আপনার যদি ধারনা কম থাকে তবে আপনি মার্কেটে বেশিদিন অবস্থান করতে পারবেন না। তাই সচেতনতার সাথে কাজ করা বেশি ভাল।
-
হ্যাঁ,একজন সচেতন ট্রেডার হিসেবে আমি সব সময়ই সঠিক মানি ম্যানেজমেন্টে ট্রেডিং করার চেষ্টা করি।কারণ আমি জানি সঠিক মানি ম্যানেজমেন্টে ট্রেডিং না করলে তার পরিণাম কি হতে পারে।সঠিক মানি ম্যানেজমেন্ট ট্রেডিং না করলে একজন ট্রেডারের মূলধন শূন্য হয়ে যেতে পারে।তাই আমি নির্দিষ্ট পরিমাণ রিক্স নিয়ে স্বল্প পরিমাণ লাভের আশায় সব সময় ট্রেডিং করে থাকি।
-
অবশ্যই আমি মানি ম্যানেজমেন্ট করি। একজন সচেতন ফরেক্স আর হিসেবে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করা উচিত। ট্রেড করার পূর্বে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করেই রেড অপেন করা উচিত। অন্যথায় আপনার বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে। সফল ফরেক্স আর রা ট্রেড করার পূর্বে নিখুঁতভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করে। আমি নতুনদের উদ্দেশ্যে বলবো ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে সফলতার শীর্ষে পৌঁছাতে হবে।
-
একজন সচেতন ট্রেডারের উচিৎ নিয়োমিত মানি ম্যানেজমেন্ট করা । কারন মানি ম্যানেজমেন্ট না করলে আপনার সর্বস্য হারানোর সম্ভাবনা বেশি থাকবে । তাই ট্রেডের পুর্বে অবশ্যই মানিম্যানেজমেন্ট করা দরকার । তাই আমি নিয়োমিত মানিম্যানেজমেন্ট করে থাকি।
-
হ্যা আমি মানি ম্যানেজমেন্ট করি,কারন মানি ম্যানেজমেন্ট ফরেক্স ব্যাবসার ক্ষেত্র গুরত্বপূৃর্ন ভুমিকা পালন করে,েবং প্রত্যেক ট্রডারকেই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হয়,কেননা কোন ট্রেডার যদি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করে, তবে তার ডিপোজিট যত বেশিই হোক না কেন,সে ফরেক্স থেকে লাভ করতে পারবে না বরং লস করে ব্যালেন্স শূন্য করে ফেলতে পারে,তেমনী মানি ম্যানেজমেন্ট করে কম ডিপোজিট দিয়ে ট্রেড করে ও লাভ করা সম্ভব,কারন একজন ট্রেডার মানি ম্যানেজমেন্ট করে বুজতে পারে যে তার যে ব্যালেন্স আছে তা দিয়ে সে কি পরিমান লটে ট্রেড করলে ব্যালেন্স জিরো হোওয়া থেকে রক্ষা করতে পারেবে এবং লস এড়িয়ে লাভ করতে পারেব,তাই বলব প্রত্যেক ট্রেডারকেই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড কার উচিত।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি সবসময় মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার চেষ্টা করে থাকি। কারণ, আমি এক রুল গুলো না মেনে ট্রেড করায় সর্বমোট ৩ বার আমার একাউন্ট জিরো হয়েছিল এবং মানি ম্যানেজমেন্ট ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।মানি ম্যানেজমেন্ট না করলে ডিপজিট অনেক হলেও আপনি লস করতে পারেন । মানি ম্যানেজমেন্ট করে নিয়ম মেনে ট্রেড করতে হবে । কোন ট্রেডার এর ডিপোজিট যদি অল্প হয় কিন্তু সে যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারে তবুও সে ভালো করতে পারবে ।
-
আমরা সকলেই জানি ফরেক্সে মানি ম্যনেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা না মেনে ট্রেড করলে এখানে অনেক ঝুঁকি থাকে। আর আমিও মানি ম্যনেজমেন্ট মেনেই ট্রেড করি। আর আমি সকলকে বলবো আপনারাও ট্রেড করার সময় অবশ্যই এটা মেনে ট্রেড করবেন। না হলে একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে। আমি আমার অনেক বন্ধু দের দেখেছি তারা তাদের একাউন্ট জিরো করেছে শুধু মাত্র মানি ম্যনেজমেন্ট না মেনে ট্রেড করার কারণে।
-
মানি ম্যানেজমেন্ট হল একটি অ্যাকাউন্ট টিকিয়ে রাখার মূলমন্ত্র। মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী একটি বিষয় আপনার অ্যাকাউন্টটি জিরো হাত থেকে রক্ষা করো। মানি ম্যানেজমেন্ট না করলে একাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। আপনার অ্যাকাউন্ট রক্ষার ক্ষেত্রে এবং লস এর হার কমানোর ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট করা বাঞ্ছনীয়।
-
শুরুর দিকে ফরেক্স ট্রেডিংয়ে আমি মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করেই ট্রেডিং করতাম। তখনো ভালোভাবে মানি ম্যানেজমেন্ট কি তা জানতাম না। তাই মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ট্রেডিং করার জন্য আমি বারবার লসে পড়তাম।ওভার লটে ট্রেড করার কারণে আমার মোট দুইবার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারি এবং তখন থেকেই মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেডিং শুরু করি। মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ফরেক্স ট্রেডিং করলে অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।তাই আমাদের সকলের উচিত লস এড়িয়ে নিজের একাউন্ট কে সুরক্ষিত রাখতে সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ফরেক্স ট্রেডিং করা।
-
ফরেক্স মার্কেটে আপনাকে মানি-মেনেজমেন্ট করা সবার আগে শিখেনিতে হবে। ফরেক্স মার্কেটে মানি-মেনেজমেন্ট সবথেকে বড় ব্যাপার। মানি-মেনেজমেন্ট না জানলে বা না বুঝলে আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন না। আপনি যদি কাজ করতে চান বা আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে কিংবা যে টাকা আপনি ইনভেস্ট করেছেন কিংবা উপর্জন করেছেন তার জন্য মানি-মেনেজমেন্ট করতে হবে।
-
this is very good questuin
-
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট হল একটা গুরুত্বপূর্ণ বিষয়।মানি ম্যানেজমেন্ট হল এমন একটা বিষয় যেটা আপনার ট্রেডিং খুবই গুরুত্বপূর্ণ।মান ম্যানেজমেন্ট না করলে আপনি বুঝতে পারবেন না কত ডিপোজিট করলে আপনার জন্য বেটার।কত ডিপোজিট করলে আপনার লস হলেও একাউন্ট সুরক্ষিত থাকবে।আপনার লট সাইজ কেমন হবে এগুলো সবই আপনার মানি ম্যানেজমেন্ট হতে ঠিক করতে পারবেন।মানি ম্যানেজমেন্ট না করে যদি বড় লটে কিংবা আন্দাজে ট্রেড করেন তখন দেখা যাবে আপনার একাউন্ট ই জিরো হয়ে গেছে।মানি ম্যানেজমেন্ট করলে আপনি জানতে পারবেন কতটুকু লাভ করতে পারবেন কতটুকু লস হবে কিংবা কতটুকু ব্যালেন্স থাকবে।এজন্য ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স বিজনেসের ক্ষেএে মানিম্যানেজমেন্ট খুবই গুরুত্ব পূর্ণ। ভালো প্রফিট করতে হলে ভালো মানিম্যানেজমেন্ট করতে হবে।ব্যালেন্স ঠিক রাখার জন্য ওখুব দরকার।আর আমি নতুন তাই এবিষয়ে খুব কম ধারণা।তাই যারা জানেন তারা পরামর্শ দিলে জানতে পারবো
-
হ্যা আমি ম্যনেজমেন্ট করি। মানি ম্যনেজমেন্ট এরুপ একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ট্রেডারগণ বড় ধরনের ক্ষতির হাত থেকে বাচাঁর জন্য মানি ম্যনেজমেন্ট করে থাকে। মানি ম্যনেজমেন্ট ফরেক্সের অতিব গুরুত্ব টুল্স। মানি ম্যনেজমেন্ট না করে কখনেই দক্ষ ট্রেডার হতে পারে না এবং সফল হতে পারে ।
-
আমি বলবো ফরেক্স এ ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট করা খুব গুরুত্বপুর্ন একটি ব্যাপার । মানি ম্যানেজমেন্ট না করলে ডিপজিট অনেক হলেও আপনি লস করতে পারেন । মানি ম্যানেজমেন্ট করে নিয়ম মেনে ট্রেড করতে হবে । কোন ট্রেডার এর ডিপোজিট যদি অল্প হয় কিন্তু সে যদি মানি ম্যেনেজমেন্ট করে ট্রেড করতে পারে তবুও সে ভালো করতে পারবে এবং কাঙ্খিত সফলতা পাবে ।
-
ফরেক্স এর কিছু সাধারণ নিয়ম কারণ রয়েছে যার মধ্যে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।আপন যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করতে জানেন তাহলে আপনার ডিপোজিট যতই বেশি হোক না কেন আপনার ব্যালেন্স একসময় জিরো হয়ে যাবে। মানি ম্যানেজমেন্ট করার সময় কয়েকটি বিষয়ের উপর খুবই গুরুত্ব দিতে হয়। আমার মনে হয় মানি ম্যানেজমেন্ট করার সময় নিজের মূলধনের প্রতি খেয়াল রেখেই করতে হবে। মোজাহার অনুযায়ী লিভারেজ নির্ধারণ করতে হবে। আমাদের সব সময় মানি ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে। মাথায় সব সময় রাখতে হবে যে ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। আমার মনে হয় লস এর পেছনে সব চেয়ে বড় কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট। যারা মানি ম্যানেজমেন্ট হলো না করে মনগড়াভাবে ট্রেড করে তারাই লস এর সম্মুখীন বেশি হয়।ফরেক্স মার্কেট থেকে লাভ করার চেয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকাটা বেশি জরুরি যা সবাই পারেনা। তাই আমাদের সব সময় মানি ম্যানেজমেন্ট করেই ট্রেড করা উচিত।
-
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট করা খুব জরুরী। কারন ফরেক্সে ইনকাম করা সহজ কিন্তু টিকে থাকাই কঠিন ব্যাপার। তাই লাভ যত কম হক না কেনো আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আমি এখন মানি ম্যানেজমেন্ট ব্যবহার করি নি।তবে এ বিষয় ভালো ভাবে জেনে তারপরে করবো।
-
হ্যা আমি সবসময় মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার চেষ্টা করে থাকি কিন্তু কতটুকু মানি ম্যানেজমেন্ট করতে পাই তা জানি না। একজন ভালো ট্রেডারের জন্য অবশ্যই মানি ম্যনেজমেন্ট অনেক গুরুত্ব পূর্ন। মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করলে অল্প দিনেই একাউন্ড শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকট ট্রেডার আছে অনেক লোভী তার তাদের লোভ ঠেকাতে না পেরে মানি ম্যানেজমেন্ট কন্ট্রল করতে পারে না।
-
হ্যা আমি ফরেক্স ট্রেড করার সময় মানিমেনেজমেন্ট করি কারন মানিমেনেজমেনেট না করে ফরেক্স ট্রেড করে কোন লাভ নাই ফরেক্স ট্রেড করে মার্কেটে টিকে থাকা যায় না মার্কেট থেকে হারিয়ে জেতে হয় তাই মানিমেনেজমেন্ট না করে ফরেক্স ট্রেড করা উচিৎ না বলে মনে করি।
-
একাউন্ট কে সুরক্ষিত রাখতে মানি ম্যানেজমেন্ট করা একান্ত জরুরি। ফরেক্স এ সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একাউন্ট কে সেফ রাখা যে কারণে প্রতিটা ট্রেড ওপেন করার পূর্বে মানি ম্যানেজমেন্ট করা উচিত। ডিপোজিট অনুযায়ী লট সাইজ নির্ধারণ করা এবং রিস্ক মিনিমাইজ করে ট্রেড করা উচিত মানি ম্যানেজমেন্ট এর সাহায্যে। আমি মনে করি একটা ট্রেড প্ল্যানিং এর প্রাণকেন্দ্র হচ্ছে মানি ম্যানেজমেন্ট।
-
হ্যাঁ আমি সবসময় মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার চেষ্টা করে থাকি। কারণ, আমি এক রুল গুলো না মেনে ট্রেড করায় সর্বমোট ৩ বার আমার একাউন্ট জিরো হয়েছিল এবং মানি ম্যানেজমেন্ট ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।মানি ম্যানেজমেন্ট না করলে ডিপজিট অনেক হলেও আপনি লস করতে পারেন ।
-
মানি ম্যানেজমেন্ট
ফরেক্সে সফলতার মূল চাবিকাঠি হচ্চে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি খুব বেশিদিন ফরেক্সে টিকে থাকতে পারবেন না। আপনার মানি ম্যানেজমেন্ট যত ভালো হবে আপনার সফলতা তত তাড়াতাড়ি ধরা দিবে
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার যত ডলারই মার্কেটে থাকুক না কেন মানি ম্যানেজমেন্ট না মানলে আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাবে। তাই আগে মানি ম্যানেজমেন্ট শিখুন তারপর ট্রেড করুন।
-
মানি ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানি ম্যানেজমেন্ট হলো আপনার ইনভেস্টকৃত পুঁজিকে আপনি কীভাবে ব্যবহার করবেন অর্থাৎ আপনার যাতে কোন ধরনের ক্ষতি না হয় কিংবা ক্ষতি হলেও যে পরিমাণ ক্ষতি হলে আপনার সহনীয় হয় এমন একটি ব্যবস্খা। একটি উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে বলে মনে করি- আপনার হাতে 10000 টাকা আছে যে টাকা দিয়ে সারা মাস চলতে হবে-এমতা বস্থায় সেই টাকাকে যথাযথ ব্যবহারের মাধ্যমে সারা মাস চলার ব্যবস্থা করা বা প্ল্যান করা। এখানে বাসা ভাড়া, খাবার, সঞ্চয়, আনুষাঙ্গিক খরচ সবকিছুই জড়িত।
-
ব্যক্তিগত জীবন ধারণের অনুরূপ ফরেক্সের ক্ষেত্রেও আমরা বলতে পারি এই সংসারে টিকে থাকতে হলে আপনাকে ট্রেডের ব্যালেন্সটাকে হিসেব নিকেশ করে এন্ট্রি নিতে হবে। এক্ষেত্রে প্রথমেই আপনাকে মোট ব্যালেন্স এর 5% এর বেশি এন্ট্রি নেয়া থেকে বিরত থাকতে হবে। স্টপ লস এবং টেক প্রফিট দেয়ার ব্যবস্থা রাখতে হবে অবধারিতভাবে এবং এক্ষেত্রে অনুপাতটা 1:2 বা 1:3 হওয়াটাকেই অনেক বিজ্ঞ ও অভিজ্ঞ ট্রেডার ও এনালিস্টগণ পরামর্শ দিয়ে থাকেন। আর এন্ট্রি পয়েন্ট খুঁজতে পারাটাই সবচেয়ে চ্যালেনঞ্জিং বিষয় বলে আমি মনে করি।
-
হ্যালো প্রিয় ফরেক্স সদস্যদের পরিচালনা ফরেক্সে সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং আমাদের যথাযথ পরিচালনার যত্ন নেওয়া দরকার। আমরা যখন সঠিক ব্যবস্থাপনার যত্ন নিই তখন আমরা ফরেক্সে সফল হই। আমরা বলতে পারি যে সাফল্য অর্জনের জন্য ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ is আমরা কি করতে পারি? ব্যবস্থাপনা সাফল্য অর্জনের মূল চাবিকাঠি। আমরা যখন এই কীটি সঠিকভাবে ব্যবহার করি, তখন আমরা সর্বদা ফরেক্সে সফল হই। এজন্য আমাদের ব্যবস্থাপনা যত্ন নেওয়া প্রয়োজন।
-
মানি ম্যানেজমেন্ট ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে সবাইকে মেনে চলা উচিত।কারণ আপনি যদি মানি ম্যানেজমেন্ট না মানেন তাহলে আপনার বেলেন্স জিরো হওয়ার সম্ভনা বেশি।তাই আমরা সবাই মানি ম্যানেজমেন্ট মেনে ফরেক্স ট্রেডিং এ ব্যবসা করার চেষ্টা করব।
-
আমি মনে করি যে, মানিম্যনেজমেন্ট হলোএকটি হলো ফরেক্স এর একটি অংশ তো আমরা যারা ফরেক্স এর ছাত্র তাদের অবশ্যই ফরেক্স এর মানিম্যানেজমেন্ট সম্পর্ক ভাল জ্ঞান থাকতে হবে না হলো আমরা কখোনই ভাল ট্রেডার হতে পারবো না । আমাদের অবশ্যই মানিম্যনেজমেন্ট ।
-
প্রিয় ট্রেডার বন্ধু আসলে মানিম্যানেজমেন্ট ফরেক্স ট্রেড এর একটা অবিচ্ছেদ্য অংশ কারন আপনি যদি ফরেক্স ট্রেডিং থেকে সফলতা পেতে চান তবে আপনাকে অবশ্যয় মানি ম্যানেজমেন্ট মেথড খুব ভালোভাবে মেনে চলতে হবে কারন একমাত্র এই নিয়ম এর তোয়াক্কা না করার কারনে বেশিরভাগ ট্রেডার মার্জিন কলে চলে যাই এবং আর্টিমেটলি মার্কেট থেকে ঝরে যাই। তাই যদি প্রফিট করতে চান তবে আগে টিকে থাকার কথা ভাবুন।
-
হ্যাঁ আমি সবসময় মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার চেষ্টা করে থাকি। কারণ, আমি এক রুল গুলো না মেনে ট্রেড করায় সর্বমোট ৩ বার আমার একাউন্ট জিরো হয়েছিল এবং মানি ম্যানেজমেন্ট ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।মানি ম্যানেজমেন্ট না করলে ডিপজিট অনেক হলেও আপনি লস করতে পারেন । মানি ম্যানেজমেন্ট করে নিয়ম মেনে ট্রেড করতে হবে । কোন ট্রেডার এর ডিপোজিট যদি অল্প হয় কিন্তু সে যদি মানি ম্যেনেজমেন্ট করে ট্রেড করতে পারে তবুও সে ভালো করতে পারবে ।
-
হ্যা আমি মানি-ম্যানেজমেন্ট করি , আমি ফরেক্স থেকে যে টুকু শিখতে পারছি এর মধ্যে সব থেকে গুরুপ্তপূর্ণ হচ্ছে এই মানি-ম্যানেজমেন্ট , যে যত বড় ট্রেডার হক না কেন যে বাল করে এই মানি-ম্যানেজমেন্ট না শিখবে তার মনে হবে আমি আসল জিনিসটাই এখনও শিখতে পারিনি । তাই যারা নতুন ট্রেডার তাদের আগে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভাল করে জানতে হবে এবং শিখতে হবে এতে করে ফরেক্স করার জন্য অনেক সুবিধা পাবে ।
-
আমি সবসময় চেষ্টা করি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করার। কারণ মানি ম্যানেজমেন্ট ছাড়া এই ব্যবসায় টিকে থাকা অসম্ভব। তাছাড়া এই ব্যবসা হতে নিরাপদে অর্থ উপার্জনের জন্য মানি ম্যানেজমেন্ট এর ভুমিকা অপরিসীম। আমার জানা মতে যে ব্যক্তি মানি ম্যানেজমেন্ট ছাড়া এই ব্যবসা করে থাকে সে বেশিদিন এই ব্যবসা সফলতার সহিত করতে পারে না। তাই আমি মনে করি আপনি যদি এই ব্যবসায় সফলতার মুখ দেখতে চান তাহলে অবশ্যই আপনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করবেন।
-
মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেট এ এই পর্যন্ত কেউ ফরেক্স এ টিকে থাকতে পারে না। আপনা হাজার ডলার ব্যালেনস থাকলেও তা টিকিয়ে রাখতে পারবেন না। কারন মার্কেট ডলার জিরো করতে সময় লাগে না। কিন্তু প্রফিট করতে অনেক সময় লাগে। তাই মানি ম্যানেজমেন্ট করতে হবে।
-
হ্যা আমি ফরেক্স ট্রেড করার সময় মানিমেনেজমেন্ট করি কারন মানিমেনেজমেনেট না করে ফরেক্স ট্রেড করে কোন লাভ নাই ফরেক্স ট্রেড করে মার্কেটে টিকে থাকা যায় না মার্কেট থেকে হারিয়ে জেতে হয় তাই মানিমেনেজমেন্ট না করে ফরেক্স ট্রেড করা উচিৎ না বলে মনে করি।
-
আমি মানিম্যানেজমেন্ট সসম্পর্কে জানি কিন্তু মানিম্যানেজমেন্ট না মেনেই ট্রেড করেছিলা তাই আমার ব্যলেন্স জিরো হয়ে গেছে। তবে আমি প্লান করেছি ২০২০ সালে যত গুলো ট্রেড করবো অবশ্যই মানিম্যানেজমেন্ট মেনেই ট্রেড করবো কারণ আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমি যদি মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করতাম তাহলে আমার ব্যলেন্স জিরো হত না।
-
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। তাই আমাদের উচিৎ সবসময় ই মানি ম্যানেজমেন্ট ফলো করা। সেটা কম ডিপোজিট হলেই বা কি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা ডিপোজিট করেছি। সেটা লস হতে দিতে পারি না। তাই সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করা উচিৎ।
-
হ্যাঁ আমি অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করি কারণ এটা না করলে আমার একটি ট্রেড থেকেই পুরো ক্যাপিটাল লস হয়ে যায় । তবে এখন মানি ম্যানেজমেন্ট এ একটু পরিবর্তন করেছি এবং তা খুবই কার্যকর অর্থাৎ এতে লস হলেও এখন আর বেশী লস হয় না ফলে মানসিকভাবেও আমি অনেক দৃঢ় থাকতে পারি । আগে পুরো ক্যাপিটাল এর উপর ভিত্তি করে লট সাইজ বেছে নিতাম ফলে অল্প পিপ্সেই বেশী লস হত কিন্তু এখন পুরো ক্যাপিটাল না নিয়ে শুধু তার একটি অংশকে টার্গেট নিয়ে লট সাইজ ওপেন করি ফলে এখন আর একটি ট্রেড থেকে মার্জিন কল পাওয়ার কোন সম্ভাবনা নেই ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই একজন ট্রেডারকে মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে । মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকাটা খুবই কঠিন হ হয়ে পড়ে । ফরেক্স মার্কেটে বেশি লোভ করা ঠিক নয়,,,, লোভ করলে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেটে অল্প অল্প করে প্রফিট করে টিকে থাকা প্রয়োজন । আর এই জন্য মানি ম্যানেজমেন্ট মেনে চলা প্রয়োজন,,, ধন্যবাদ ।