ব্যবসার মাঠে সবাই টিকে থাকতে চায়।আর ফরেক্স মার্কেটেও তাই টিকে থাকতে হলে অল্প রিস্ক নিয়ে ট্রেড করাই ভালো।
Printable View
ব্যবসার মাঠে সবাই টিকে থাকতে চায়।আর ফরেক্স মার্কেটেও তাই টিকে থাকতে হলে অল্প রিস্ক নিয়ে ট্রেড করাই ভালো।
অল্প রিস্ক নিয়ে ট্রেড করাটা হল মানি ম্যানেজমেন্টের একটা অংশ । আপনি যদি সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেন তাহলে আপনি যদি ফরেস্কের কিছুও না জানেন তারপরেও আপনি আপনার অ্যাকাউন্ট সহজে জিরো করতে পারবেন না । তবে নতুন ট্রেডারদের কাছে এটা খুবই কঠিন কাজ ।
আমার মতে ফরেক্স খুব রিস্কি ব্যাবসা।। আমি ফরেক্সে নতুন তাই আমার ট্রেড নিয়ে চিন্তা হয় আমরা যদি ফরেক্সে ট্রেড করি তাহলে আমাদের অল্প রিস্ক নিয়ে ট্রেড করা উচিৎ।। আর অল্প রিস্ক প্রফিট নিয়েই আমাদের ট্রেড চালিয়ে যাওয়া উচিৎ।।।।।
কথায় আছে লেস ইজ মোর। অল্প রিস্ক এ ট্রেড করা ভালো কারন লস হলে কম হবে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ট্রেডাররা বেশি রিস্ক নিয়ে ট্রেড করে ফলে মার্কেট সামান্য বিপরীতে গেলেই একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায় । অল্প রিস্ক এ ট্রেড করলে হয়তো প্রফিট কম হবে কিন্তু লস এর বেলায় অন্তত মুলধন হারানোর ভয় থাকে না । বেশি রিস্ক নিয়ে ট্রেড করে মুলধনই যদি হারিয়ে ফেলেন তাহলে পরে আর ট্রেড করবেন কি দিয়ে ?
বেসি ঝুঁকি নেওার কোন দরকার নাই । তবে ঝুঁকির পুরুস্কার হচ্ছে মুনাফা। ঝুঁকি চারা কোন কাজে সফল হওয়া সম্ভব না ।আপনি যত ঝুঁকি নিবেন আপনার লাভের আশঙ্কা তত বেশি। তার মানে এই নয় যে আপনি আপনার খমতার চেয়ে ও বেশি ঝুঁকি নিয়ে কাজ করবেন। তাহলে কিন্তু আপনি একবারে মার্কেট থেকে পর্যন্ত আউট হয়ে যাওয়ার সম্ভবানা আছে। তাই বলব আপনি বেশি ঝুঁকি নিবেন না।
হা ভাই এই ফরেক্স মার্কেটে যারা অল্প রিক্স নিয়ে অল্প অল্প করে ট্রেড নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি মনে করি তারাই সব চাইতে বেশি লাভবান হয়ে থাকে। কারন ফরেক্স মার্কেটে যে বেশি লাভের আশায় বড় বড় রিক্স নিয়ে ট্রেড করতে চায় তারাই ফরেক্স মার্কেটে অনেক লস করে থাকে।
রিস্ক কম নিয়ে ট্রেড করতে পারলে সবচেয়ে ভাল। হাই রিস্ক নিলে ব্যালেন্স জিরো হয়ে যায়। আবার বিনিয়োগ করে ট্রেড করতে হয়। তাই অল্প অল্প করে ছোট লটে ট্রেড করলে মার্কেটে টিকে থাকা যায়। লাভের চেয়ে লসকে প্রতিহত করতে শেখাটাই সবচেয়ে কঠিন বিষয়।
ছোট ভলিয়ম ছোট ডাটা,
ছোট ছোট প্রফিটের কথা,
নিতান্তই সহজ সরল।
সহস্র ডলার রাশি,
প্রত্যহ যেতেছে ভাসি,
তারই দু চারটি যোগফল।
নাহি ভয়ের ছটা,
ঘটনার ঘনঘটা,
নাহি কষ্ট নাহি আপসোস।
অন্তরে তৃপ্ত রবে,
সাংগ করি মনে হবে,
আমরাই আছিতো বেশ।
আমরা যারা নতুন মাত্র শিখতেছি তাদের খুব তড়িঘড়ি করা উচিৎ নয় । অথ্যাৎ আমি বলতে চাচ্ছি যে খুব তড়িঘড়ি করে কোটি পতি হবার স্বপ্ন দেখা ঠিক নয়। আস্তে আস্তে সামনে অগ্রসর হোন , একদিন ফরেক্সস আপনার কন্টোলে চলে আসবে, সেদিন আপনি রিক্স নিতে পারেন । এখন রিক্স নিলে একাউন্ট জিরো হবার সম্ভবনা থাকে। ধিরে ধিরে শিখতে থাকুন ।
আমি ও আপনার সাথে একমত। ফরেক্সে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই রিস্ক কম নিয়ে ট্রেড করতে হবে।। ভালভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে।। ট্রেডিং এর জন্য ভাল একটা প্ল্যান করতে হবে।। ফরেক্স্র প্রতিদিন ট্রড করার প্রয়োজন নেই।।।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে রিস্কি নিতে হবে তবে সেই রিস্কিটা যেন আমাদের সীমার মধ্যে থাকে। তাহলে লস হলে কম হবে লাভেরর ক্ষেত্রে আপনাকে চিন্তা করে ট্রেড ক্লোজ করতে পারেন। আমরা যারা নতুন টট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে বড় বড় স্বপ্ন দেখা শুরু করি। সেই স্বপ্ন আমাদের কাল হয়ে দাড়ায় তাই আমাদের কে সব মেনে ট্রেড করতে হবে।
হা ভাই ফরেক্স মার্কেটে আপনি যদি অল্প লাভ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আপনি কম করে হলেও আপনি কিছু না কিছু লাভ করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি বেশি বেশি লাভ করতে চান তাহলে আপনার লাভ বেশি বেশি না হয়ে আপনার লস হবে বলে মনে করি।
ফরেক্সে আমাদের টিকে থাকাটা নির্ভর করে আমাদের মানি ম্যানেজমেন্ট আর আমাদের ছোট লটে ট্রেড এর উপর।।। তাই আমি মনেকরি ফরেক্স এ টিকে থাকতে হলে আমাদের ছোট ছোট লটে ট্রেড করে প্রফিট যা আসে তাই নিয়ে খুশি থাকা উচিৎ।।
সত্যি বলতে ফরেক্স মার্কেটে টিকে থাকাই হল বড় কথা। অনেকেই ফরেক্স মার্কেটে আশে তবে বেশি দিন টিকে থাকতে পারে না। মার্কেটে টিকে থাকতে পারলে অধিক মুনাফা সম্ভব। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে ব্যালেন্স শুন্য হবার সম্ভাবনা বেশি থাকে। অল্প রিস্ক নিয়ে ট্রেড করে মুনাফা কম হলেও মার্কেটে টিকে থাকা সম্ভব। তাই আমাদের জন্য কম ঝুঁকি নিয়ে ট্রেড করাই ভাল।
ফরেক্স মার্কেটে যে জিনিসটি আমাদের বাধ্যতামুলকভাবে নিতে হয় সেটা হল ঝুঁকি । আমরা যে পরিমাণেরই ট্রেড করি না কেন আমাদের অবশ্যই ঝুঁকি নিতে হয় । আর ঝুঁকি যত বেশি নিব লাভও তত বেশি হবে কিংবা লসও তত বেশি হবে । তাই আমাদেরকে বিশেষ করে যারা নতুন আছে তাদেরকে পরিমিত পরিমাণ ঝুঁকি নিতে হবে । এতে করে লাভে হলেও ভাল কিন্ত লস হলে অল্প হবে এবং টিকে থাকার সম্ভাবনা থাকবে ।
ফরেক্সে আপনার প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । কারন,এই মার্কেটের গতি, প্রকৃতি বুঝা খুব মুশকিল । আসল ব্যাপারটি হচ্চছে মূলত ফরেক্সয মার্কেটকে ভালভাবে চেনা । আর এই চেনার ক্ষেত্রে যার যত বেশি অভিজ্ঞতা তিনি তত বেশি সাফল্য মন্ডিত ।
সব সময় ফরেক্সে ট্রেড করার পূর্বে আমাদের ঝুকির কথা মাথায় রাখা উচিত কারন একটু অসাবধানতা বড় ধরনের লসের দিকে নিয়ে যেতে পারে আর আমি মনে করি এর থেকে পরিত্যান পেয়ে ভাল প্রফিট লাভ করতে হলে ফরেক্সে ট্রেড ওপেনের পূর্বে অবশ্যই ভাল করে মার্কেট অ্যানালাইসিস এবং মানিম্যানেজমেন্ট করে নিতে হবে।
ফরেক্স এ অল্প লাভ করাই ভাল। কারন অল্প অল্প করেই ফরেক্স থেকে আমর বেশী লাভ করতে পারব, ঠিক লসও আমাদের অনেকটা কম হবে। আর *যদি আমরা বেশী লাভ করতে যেয়ে বেশী ট্টেড করলে আমাদের লসও অনেক বেশী হবে এবং ব্যালেন্সও জিরো হয়ে যাবে। তাই আমাদের অল্প ঝুকিঁ নিয়ে ফরেক্স এ ট্টেড করতে হবে।
যেকোন ব্যবসায় ঝুঁকি থাকবেই।আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকবে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপনার লসটাও বেশি বেশি হবে।তবে নতুন ট্রেডারদের রিস্ক না নেওয়াই ভালো যারা অভিজ্ঞ তারাই রিস্ক নিতে পারেন।
সব সময় ফরেক্সে কাজ করতে হলে বুঝে কাজ করতে হবে , ফরেক্সে কাজ করলে লাভ হবেই । কিন্তু তার জন্য ধৈর্য ধারন করে কাজ করতে হবে । ফরেক্সে ধৈর্য ধরে বুঝে কাজ করতে পারলে ফরেক্সে টিকে থাকা সম্ভব । ফরেক্সে ঝুকি কম নিয়ে কাজ করতে হবে । ফরেক্সে ঝুকি না নিয়ে কম লাভ করে করে ফরেক্সে টিকে থাকতে হবে । কম লাভ নিয়ে সন্তষ্ট হতে হবে , লোভ করা যাবে না , তাহলে লাভের বিপরীতে লস হয়ে যাবে অনেক । তাই অল্প রিক্স নিয়ে অল্প লাভ করাই ভাল ।
প্রফিট করা নয় ফরেক্স এ টিকিয়া থাকাটাই বড় কথা। এখানে সব সময় অল্প রিস্ক নিয়ে বেশি লাভ করার চিন্তা করতে হবে। এজন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। অল্প প্রফিট করারো ভালো লস করার চেয়েও। কারন একবার বড় লসে পরে গেলে সেটা রিকভার করা কঠিন হয়ে পরে।
ব্যবসায় রিক্স থাকবেই। আপনাকে ভাল ভাবে মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে মার্কেট সম্পর্কে ভাল ভাবে শিখতে হবে। যদি আপনি না জেনে ট্রেড করেন তাহলে আপনাকে লস খেতে হবে। আপনার যদি জানা না থাকে তাহলে আপনি অনেক রিক্স নিয়ে ট্রেড করবেননা আপনার একাউন্ট জিরো হয়ে যাবে। তাই প্রথম অবস্থায় ঝুকি কম নিবেন। লাভ এখন কম হলেও পরবর্তীতে ভাল করতে পারবেন।
আমরা যদি ফরেক্সে আমাদের আবেগ কে কন্ট্রোল করে ট্রেডিং করি তাহলে আমি মনেকরি,, প্রতি মাসে অবশ্যই আমাদের অনেক লাভ থাকবে।।। ফরেক্স এমনি তেই খুব রিস্কি ব্যাবসা।। তাই এখানে অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে আমরা মাস শেষে ১৫০ -২০০ ডলার ইনকাম করতে পারি।।।
হ্যা ভাই আপনি িএকদম ঠিক বলেছেন যে একজন ট্রেডারের সব সময় অল্প রিস্কে টেড করা উচিত কারন আপনি যদি বেশি রিস্কে ট্রেড ওপেন করেন মানে বড় লটে তবে তা পজেটিভ হলে আপনি কিছু লাভ হলে যেমন ক্লোজ করবেন মানে আপনি কোন ভাবেই টারগেটে করতে পারবেন না যে আমি ১৫০ পিপস নিব আবার নেগেহটিভ হলে একাউন্ট জিরো হবার ভয়ে থাকবেন, ধন্যবাদ।
অনেক ট্রেডার আছে যারা ৫০% থেকে ৮০% পর্যন্ত রিস্ক নিয়ে ট্রেড করেন । কিন্তু আমি সব সময় ২০% রিস্ক নিয়ে ট্রেড করি । কারন আমি অনেক অনেক লস করেছি ফরেক্স থেকে । আমি জানি ফরেক্স ব্যবসায় এক বার লস করলে সে লস রিকভার করা খুব কষ্ট । আমি এখন আর লস করি না আর অনেক লস করতেও চাই না । আমি ফরেক্স থেকে সারা জীবন টাকা আয় করতে চাই ।
ফরেক্স ট্রেডিং এ একজন ট্রেডার এর মূল কাজ হচ্ছে রিস্ক কমিয়ে এনে লাভের পরিমান বাড়ানোর চেষ্টা করা । আপনি যত ভালভাবে আপনার রিস্ক ব্যবহার করে কমিয়ে ফেলতে পারবেন তত বেশি সুখী হবেন বলে আশা করা যায় । তাই রিস্ক এর বিষয়ে আর ভালভাবে মেনেজমেন্ট করা শিখতে হবে বলে আমি মনে করি ।
আমি মনে করি আমার মতো নতুন ট্রেডেডারদের জন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করা ভাল। ব্যবসায়ে একটা কথা প্রচলন আছে যত রিস্ক তত মুনাফা কিন্তু ফরেক্স এর হিসাবে আলাদা এখানে যত কম রিস্ক তত নিরাপত্তা বেশি। অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে লস হলেও ততটা প্রভাব পড়ে না।অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে ব্যবসায়ে লসের পরিমান কম থাকে। এজন্য অল্প রিস্ক এবং পুঁজি নিয়ে ট্রেড করা ভাল। আমি অল্প পুলি নিয়ে ট্রেড শুরু করছি।
ট্রেডের ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখে রিক্স নামক শব্দটি যার মূল্য দিতে হয় এই ফরেক্স এ । আমরা যখন ট্রেড করে থাকি তার প্রতিটি সময় ধরে একটি রিক্স মনের মধ্যে জেগেই থাকে । এক কথায় হচ্ছে আপনি যদি রিক্ম ছাড়া অথ্যাথ নিজের মনের মধ্যে সংকোচ ছাড়া ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই ভাল করতে পারবেন ।
আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। না জেনে আপনি কখনোই ব্যবসায়ে সফল হবেন না । আর ফরেক্স এ ট্রেড করতে হলে তা সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । যদি জানা না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না ।
ফরেক্সে টিকে থাকার অন্যতম উপায় অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা। অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করলে লস কম হবে এমন মানসিকতার ফলে আত্ববিশ্বাস থাকে। আর প্রতি ট্রেডেই লস হবে এমনও নয়।ধৈর্য্য ধরে অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করে গেলে লসের চাইতে লাভের পরিমান বেশি হয়ে যায়।এভাবে ট্রেডিংয়ে অনেকদিন টিকে থেকে অভিজ্ঞতা হয়ে গেলে আস্তে আস্তে সফলতার চূরান্ত পর্যায়ে যাওয়া যেতে পারে।
অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হলে কিছু টেকনিক অবলম্বন করতে হয় , যেমন স্টপ লস এবং টেক প্রফিট নিয়ম টি ব্যাবহার করা তাছাড়াও অল্প ভলিউমে ট্রেড করা আমার মতে এই গুলো অবলম্বন করলে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব ।
ফরেক্স একটা হালাল ব্যবসা জুয়া না । তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করার সময়ে ঠন্ডা মাথায় ট্রেড করা উচিত । মাথা গরম করে ট্রেড করা মানে নিজে হাতে লস করা । আর আমাদের সব সময় অল্প রিস্ক নিয়ে ট্রেড করা উচিত । তাহলে লস হলে ও আমাদের খুব অপ্ল কিছু ডলার লস হবে । তখন আমাদের কষ্ট ও কম হবে ।
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। ফরেক্স এ অল্প টাকা দিয়ে ট্টেড করাটাই ভাল । এতে আমাদের ঝুঁকিটা অনেকটা কম থাকে। লসের দিকটা কম থাকে। ফরেক্স এ ভাল অভিজ্ঞতা থাকলে যে কোন ভাবে ফরেক্স থেকে আয় করতে পারে। আমার মতে ফরেক্স এ যার যার ব্যালেন্স এর উপর ভিক্তি করে ৩%-৫% ট্টেড করাটাই ভাল হবে। এতে ঝুঁকিটা কম থাকে।
ফরেক্স এ লাভ করার আগে আপনাকে ফরেক্স এ টিকে থাকতে হবে। ফরেক্স এ টিকে না থাকতে পারলে। লাভ করতে পারবেন না। আর এ টিকে থাকার মূল কথা হল অল্প রিস্ক নিয়ে ট্রেড করা। আর মানি মেনেজমেন্ট ভালভাবে মানা। তাছাড়া ও লং টাইম ট্রেড করলে রিস্ক কম থাকে।
ব্যবসায় মূলকথা ঝুঁকির পুরুস্কার ই হচ্ছে মুনাফা। আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। তাই বলি আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখুন তারপর ব্যবসা করুন।
আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অল্প রিক্স নিয়ে এই ব্যবসা করব তাহলেই আমরা লাভাবন হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য কোন রিক্স নিব না তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা করার জন্য কোন প্রকারই রিক্স নিবেন না তাহলে আপনারাও সফলকাম হতে পারব ।
আমার মতে আপনি যদি ফরেক্সে নতুন হন তাহলে অল্প রিস্ক নিয়ে ট্রেড করা উচিত।কারন একটা ট্রেডের জন্য আপনার একাউন্ট শুন্য হয়ে যাবার সম্ভনা অনেক।তাই মার্কেট এ আপনি প্রচুর পড়াশুনা করতে হবে।প্রতিটা ট্রেড বুঝেশুনে করতে হবে।আর নতুনদের জন্য ডেমো একাউন্ট নিয়ে প্রাক্টিস করা।
ফরেক্স ব্যবসা ঝুকি পূর্ন ব্যবসা অল্প ঝুকি মানে অল্প বিনিয়োগে ব্যবসা । অল্প বিনিয়োগে অল্প লাভ আর লস ও কম । তবে লার্নিং টাইমে অল্প ঝুকি নিযে ব্যবসা করাই ভা্ল । যাতে ব্যালান্স জিরো হলেও আবার বিনিয়োগ করে আবার ও ব্যবসা করা যায়।
আমরা জানি ব্যবসায় মূলকথা ঝুঁকির পুরুস্কার ই হচ্ছে মুনাফা। আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। তাই বলি আগে ফরেক্স ব্যবসা ভাল করে শিখুন তারপর ব্যবসা করুন।
আমাদেরকে লস নিতে জানতে হবে । কেননা লস কতটুকু নেওয়া উচিত সেটাও একটা গুরুত্বপূর্ণ কৈশল । আর যারা এই কৈশল অর্জণ করতে পারবে তারা নিঃসন্দেহে অনেকদুর এগিয়ে যাবে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ভাল করতে হলে বেশি করে নিজের এনালাইসিস ক্ষমতা ও এ্যাবিলিটি বৃদ্ধি করতে হবে । কেননা একজন ভাল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হল একজন ভাল বিশ্লেষক হওয়া ।