-
বোনাস দিয়ে ট্রেড আমাদের জন্য সৌভাগ্য ও বলা চলে। কেননা আমরা বিভিন্ন জায়গাতে ই পোষ্ট করি যেমনঃ ফেইসবুক,টুইটার ইত্যাদি, কিন্তু তার বিনিময়ে কি আমাদের কে এমন কোন সুবিধা দেয়া হয় যে এই নাও টাকা ব্যবসা কর। কিন্তু আমরা এখানে ইনবেষ্ট এর জন্য কিছু ক্যাপিটাল সম্মানি সরূপ পাচ্ছি ফোরাম এ পোষ্ট করে। তাই আমি মনে করি বোনস দিয়ে আমরা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য সর্ম্পূন ই লাভ।
-
আসলে ফোরাম পোস্টিং বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা হল এখানে আপনাকে নগদ টাকা বিনিয়োগের ঝুকি নিতে হয় না।তাছাড়া ফোরাম থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন। এতে করে আপনার দক্ষতা বাড়বে এবং পরবর্তীতে আপনি নিজেই ইনভেস্ট করতে পারবেন।
-
বোনাস দিয়ে আপনি ট্রেড করেন ভাল এতে আপনার কন টাকা ছারাই আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি ফরেক্স থেকে আয় করার সুযোগ পাছেন | ফরেক্স আপনার পরিশ্রমার বিনিময়ে আপনাকে বোণাস ডলার দিছে আপনি ফরেক্স থেকে বনাস দিয়ে আয় করতে পারেন | আপনি বোণাশ উথানর আগে আপনার একাউণ্ট সথিক ভাবে ভেরিফাই করেন
-
ফরেক্সের ফোরামে কাজ করা হলে অর্থাৎ যদি ফোরাম পোষ্টিং এর কাজ করে বোনাস পোষ্টিং ডলার বানানো যায় তাহলে ফরেক্সে মাস শেষে সেই ডলার দিয়ে ট্রেড করে লাভ করা হলে ফ্রীতে সেই ডলারের টাকা নিজে পাওয়া যায় । ফরেক্সের ফোরামের ফ্রী ডলার দিয়ে ট্রেড করার সুবিধা আছে যেমন- ফরেক্সে ট্রেড করতে হলে নিজের টাকা ইনভেস্ট করে তারপর ট্রেড করতে হয় কিন্তু এটাতে করতে হয় না । এর অসুবিধা এর টাকা পেতে একটু দেরি হয় ।
-
আমরা যারা ফোরামে কাজ করি তারা প্রতি মাসের ১ থেকে ৭ তারিখে বোনাস ডলার একাউন্টে পেয়ে থাকি।আর এই বোনাস ডলার দিয়ে ট্রেড করে যদি প্রফিট করি তবে তা উইড্র করতে পারি।তবে ইন্স্টাফরেক্স ও ফোরামের কিছু নিয়ম রয়েছে যা আপনাকে মেনে চলতে হবে।আর এই নিয়মগুলো না মানলে বা অন্য যে কোন কারনেই ইন্সটাফরেক্স আপনার একাউন্ট ব্যান্ড করে দিতে পারে তাই এই নিয়ে চিন্তা করে হতাশ হবেন না।
-
বোনাস দিয়ে ট্রেড করার অনেক সুবিধা আছে ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করতে আপনাকে কোন রকম ইনভেস্ট করা লাগবে না তাই আমি মনে করি বোনাস দিয়ে আমরা ফরেক্স একাউন্টে নিয়ে ট্রেড করতে পারি।তবেয়াপ্নি যদি কোম্পানির নিয়ম ভংগ করেন তাহলে আপনার আইডি চিরদিনের জন্য ব্লক মারতে পারে।
-
ফোরামের সাথে থাকলে আপনি আপনার টাকা ইনভেসট এর ঝুকি থেকে বেচে যাচ্ছেন আর আমি এই এ্যকাউন্ট দিয়ে ট্রেড করার পর বুঝব যে এখানে থেকে যামেলা করে কিনা তবে যারা এই বিষয়ে কোন অভিজ্ঞত্তা রাখেন না তারা দয়া করে নিজের মতামত দিবেন না,দিলেউ নিজের অভিজ্ঞতা দিবেন
-
নিয়মিত ভাবে ফোরামে পোস্ট করে বোনাস লাভ করা যায় এবং সেই বোনাস ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করা যায় আর আমি মনে করি এটি অনেকের জন্যই অনেক বেশি সুবিধাজনক কারন এমন অনেকে রয়েছেন যারা ডিপোর্জিট করতে অক্ষম কিন্তু নিয়মিত ভাবে অনুশীলনের মাধ্যমে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে তাদের জন্য এটি অনেক বেশি সহায়ক বলে আমি মনে করি।
-
তাই আমি মনে করি বোনস দিয়ে আমরা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য সর্ম্পূন ই লাভ। ফরেক্স সমন্ধে ভাল ভাবে জেনে ট্রেড করুন এই বোনাস ই আপনাকে হয়ত বড় ক্যাপিটাল তৈরী করে দিবে ইন্-সা-আল্লা
-
বোনাস দিয়ে ট্রেড করে আপনি যা প্রফিট করবেন তা উইথড্র করতে পারবেন।।। এতে আপনার একাউন্ট এর কোনো ক্ষতি হবে না।। যতদিন আপনার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন ততদিন আপনার প্রফিট করা ডলার আপনি উইথড্র করতে পারবেন।
-
আসলে এগুলো হলো মনের দুঃশ্চিন্তা । এটাকে বলা হয় সন্দিৎসু মানসিক অবস্থা । অামরা যারা ট্রেডিং করি তারা প্রতিটা ট্রেড দেওয়ার আগেই যতটা না লাভের চিন্তা করি তার আগেই আমরা লস করার চিন্তা করে হতাশ হয়ে পড়ি । যে কোন কাজ করতে গেলেই অামরা সেই কাজের নেতিবাচক দিকটাকে বড় করে দেখলে তা থেকে ভালো কোন ফলাফল আশা করতে পারি না । তাই আপনি বোনাস দিয়ে সন্দেহ ব্যাতিত সঠিক উপায়ে ট্রেড করুন ।
-
নো ডিপোজিট বোনাস এর জন্য এখন ও মাঝে মাঝেই সার্চ দিই। কিন্তু এগুলোর অনেক শর্ত থাকে।যা পুরন করা অনেক কষ্টের। আর বেশি পরিমানের বোনাস যারা দেয় তারা বাংলাদেশ এর ট্রেডার দের এই সুবিধা দেয় না। এগুলোর বেশির ভাগই আমেরিকান বা অন্য কোন দেশের নাগরিকদের জন্য। ইনস্টাফরেক্স অবশ্য ব্যতিক্রম। এদের শর্ত গুলো অনান্যদের থেকে নমনীয়। কিন্তু একই ব্যক্তি বারবার এই বোনাসের সুবিধা নিতে পারে না।
-
আমার দৃষ্টিতে বোনাস দিয়ে ট্রেড করার তেমন কোন অসুবিধা নেই বরং সুবিধাই বেশি ধরুন আপনি একজন ভাল ফরেক্স ট্রেডার কিন্তু ডিপোর্জিট করে ট্রেড করার মত ক্ষমতা আপনার নেই কিন্তু তাই বলে কি আপনি ট্রেড করবেন না? আর ঐ সকল ট্রেডারদের জন্য আমি মনে করি ফোরাম অনেক ভাল একটি ব্যাবস্থার করে দিয়েছে।
-
বোনাস ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করার অসুবিধার চেয়ে সুবিধাই সব থেকে বেশি। আপনি যদি একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তবে আপনি নিজের পকেট থেকে টাকা ডিপোর্জিট ছাড়াও ফরেক্সে ট্রেড করতে পারবেন আর এটির ব্যাবসস্থা আপনাকে করে দিবে ফোরাম। নিয়মিত ভাবে আপনি ফোরমের সকল নিয়ম নিষেধ অনুসরন করে পোস্ট করে ফোরাম থেকে বোনাস নিয়ে সেই বোনাস দিয়ে ফরেক্সে রিয়াল ট্রেডিং করতে পারবেন এবং প্রফিটের স্বাধ উপভোগ করতে পারবেন।
-
আপনি বোনাস দিয়ে ট্রেড করতে পারেন। তাতে কোন সমস্যা নেই। আপনি যদি বাংলা ফোরামের নিয়ম মেনে পোষ্ট করেন এবং নিয়ম অনুযায়ী ট্রেড করেন তাহলে আপনার এ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি কোন নিয়ম ভঙ্গ করে থাকেন তাহলে আপনার এ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। তাই আগে নিয়মগুলো ভাল ভাবে জেনে নিন।
-
হ্যা বোনাস দিয়ে ট্রেড করার অনেক শুবিধা আছে ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করতে আপনাকে কোন রকম ইনভেস্ত করা লাগবে না তাই আমি মনে করি বোনাস দিয়ে আমরা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য অনেক অনেক লাভ ফরেক্স সমন্ধে ভাল ভাবে পড়াশুনা করে ভালভাবে জেনে ট্রেড করুন এই বোনাস ই আপনাকে অনেক বড় সুবিধা করে দেবে তাই আমি মনে করি বোনাস দিয়ে ট্রেড করার কোন অসুবিধা নেই নিশ্চিন্তে করা যাবে।
-
আমি গত দুই মাস হলো ফোরামে আছি । এখানে পোষ্ট করে যা বোনাস পাই তাদিয়ে রিয়েল ট্রেড করি কোন সমস্য হয়নী কিন্তু অনেকেই বলছে প্রফিট উই্থড্র করতে গেলে এ্যা্কাউন্ট বল্ক হচ্ছে। বিষয়টা চিন্তার। যদি প্রফিট উইথড্র করা না যায় তবে এতা কষ্ট করে পোষ্ট করে লাভ কি ডেমো করার ই ভাল। তবে আমার মনে হয় যে এ্যাকাউন্ট গুলো ব্লক হয়েছে তাতে ফোরামের নিযম নীতি বাহিরে কিছু হয়েছে কোন সমস্য না হলে একাউন্ট ব্লক হওয়ার কথা নয।
-
ফরেক্সে টাকা ছাড়াও আপনি ট্রেড ওপেন করতে পারেন । তাহলো বোনাস গ্রহণের মাধ্যমে , আর বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের নতুনদের সে সুবিধাটা করে দিয়েছেন ।এখানে প্রত্যেক এবং রিপ্লা্ই এর জন্য .20 ইউ এস ডলার বোনাস প্রদান করে থাকে , নির্দিষ্ট নিয়ম মেনে । যাহা এক মাসের বোনাস অন্য মাসের শুরেতে আপনার একাউন্টে পাঠিয়ে দেয় । ব্যান করে দেওয়া অভিযোগ আমিও শুনেছি কিন্তু সত্যতা জনিনা, আমিও একটু চিন্তিত ।
-
বোনাস ডলার দিয়ে ট্রেড করলে আপনি প্রথমত লেভারেজ ১ঃ৫০ এর বেশি পাবেন না। যেকোনো সময় আকাউন্ট ব্লক হয়ে যেতে পারে । কিন্তু বোনাস ডলার দিয়ে ট্রেড করলে আপনার নিজের পকেটের টাকা নষ্ট করতে হচ্ছে না। লাভ হলে আপনি লাভের টাকা উইথড্র করতে পারবেন। বোনাস ডলার দিয়ে আপনি রিয়াল অ্যাকাউন্ট এ ট্রেড করে নিজের ইছছা মত রিস্ক নিয়ে শিখতে পারবেন। আর শবচে বর বিষয় লস খেলেও আপনার টেনশন করতে হবে না।
-
আমি একটা জিনিস বুঝি না , সেটা হল বোনাস দিয়ে ট্রেড করে যদি প্রফিট উত্তোলন করতে না দেয়া হয় তাহলে বোনাস দেয়ার দরকার কি? বোনস ব্যালান্স তো ডেমো ডলার এর মতো হয়ে গেল। এই কমপ্লেইন টা যদি প্রাকাশ পেতেই থাকে তাহলে এটা ফোরামের জন্য সংকেত বয়ে আনরে। তবে আমাদের কেও ফোরামের নিয়ম কানুন মেনে চলতে হবে। অল্প প্রফিট উত্তোলন করলে মনেহয় একাউন্ট ব্লক হয় না।
-
আমার মতে বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা হচ্ছে নগদ অর্থ ছাড়ায় আমরা রিয়েল ট্রেড করে লাভবান হচ্ছি। আয় করতে সক্ষম হচ্ছি। অসুবিধা হচ্ছে এই একাউন্ত যেকোনো সময় ব্লক হয়ে যেতে পারে। তবে এর সুনির্দিষ্ট কারন আমার জানা নেই।
-
বোনাস আমাদের ইন্সটাফরক্স কোম্পানি দিচ্ছে এতে ই আমাদের অনেক কিছু। আমাদের প্রফিট উইথড্র করার সুযোগ দিয়েছে। আর আপনি শুধু পোস্টিং করে যা পাবেন সেটা উঠাতে পারবেন না। যদি আপনি বোনাস এর ডলার উঠাতে চান তাহলে আপনাকে ব্লক করা হতে পারে। আপনি শুধু প্রফিট উঠাবেন।
-
আমরা অনেকেই ফরেক্স মার্কেটে ফোরাম বোনাসের টাকা দিয়ে ট্রেড করি। কিন্তু বোনাস দিয়ে ট্রেড করতে হলে আপনাকে ফোরামে কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে। নতুবা আপনার এ্যাকা্উন্ট ডিজেবল করে দিতে পারে। আর এটার সুবিধাগুলো হচ্ছে আপনি বিনা পয়সায় ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন এমনকি উক্ত বোনাসের টাকা দিয়ে ট্রেড করে মুনাফা উপার্জন করতে পারবেন এবং উক্ত মুনাফা আপনি ফরেক্স মার্কেট থেকে উত্তোলন করতে পারবেন।
-
ফোরামে পোষ্টিং বাবদ আমরা যে বোনাস পাই তা ই হলো আমাদের ব্যাবসার জন্য মূলধন বা পুজিঁ৷এই ট্রেডেবল বোনাস দিয়ে সঠিক ভাবে ট্রেড করে যদি প্রফিট হয়েই যায় তাহলে ঐ প্রফিট উইথড্রো করা যাবে 100% নিশ্চিত৷তবে প্রফিট উইথড্রো সংশ্লিষ্ট কিছু জরুরী নিয়মনীতি আছে সেগুলো ভালো করে পড়ে বুঝে নিবেন৷যেমন আপনার সকল ওপেনিং ট্রেড ক্লোজ থাকতে হবে৷নিজের পকেটের কিছু সামান্য ডলার ডিপোজিট করতে হবে৷মোট প্রফিটের সম্পূর্ণ না উইথড্রো করে তিন ভাগের একভাগ উইথড্রো করা উচিৎ৷যেই পেমেন্ট মেথডে ডিপোজিট করবেন সেই পেমেন্ট মেথডেই উইথড্রো দিবেন৷অবশ্যই একাউন্টের লিভারেজ 1:50 এর নিচে রাখবেন৷
-
ফরেক্স মার্কেটে ফোরাম পোষ্টের মাধ্যমে যে বোনাস পেয়ে থাকি সেটাই হচ্ছে আমাদের জন্য ফরেক্স মার্কেটে ব্যবসার জন্য মূলধন। আর এই মূলধন দিয়েই ফরেক্স মার্কেটে ট্রেড করি প্রফিট নেওয়ার জন্য। আর এই প্রফিটের অংশটাই আমরা ১০০% উত্তোলন করতে পারব। তবে প্রফিটের অংশ উত্তোলনের জন্য আপনাকে ব্রোকারকর্তৃক কিছু নিয়ম মেনে উত্তোলন করতে হবে। যদি আপনি উক্ত নিয়মগুলো না মেনে প্রফিটের অংশ উত্তোলন দেন তাহলে আপনি ফরেক্স থেকে টাকা উত্তোলন করতে পারবেন না।
-
অামরা যারা ট্রেডিং করি তারা প্রতিটা ট্রেড দেওয়ার আগেই যতটা না লাভের চিন্তা করি তার আগেই আমরা লস করার চিন্তা করে হতাশ হয়ে পড়ি । যে কোন কাজ করতে গেলেই অামরা সেই কাজের নেতিবাচক দিকটাকে বড় করে দেখলে তা থেকে ভালো কোন ফলাফল আশা করতে পারি না । তাই আপনি বোনাস দিয়ে সন্দেহ ব্যাতিত সঠিক উপায়ে ট্রেড করুন
-
ফরেক্স মার্কেটে বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা হচ্ছে আপনি বিনা পয়সা ট্রেড করতে পারবেন এবং কোন ধরনের ইনভেষ্ট করতে হয় না। বোনাস দিয়ে ট্রেড করলে আপনি লাভের অংশটা শুধু উত্তোলন করতে পারবেন। তবে বোনাসের প্রফিট উত্তোলন করতে হলে আপনাকে অবশ্যই ফোরামের কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে ফরেক্স মার্কেটে। তাহলে আপনি নিয়মিত প্রফিট উত্তোলন করতে পারবেন নতুবা আপনার এ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে ফোরাম কর্তৃপক্ষ। তাই আমি মনে করি বোনাস দিয়ে ট্রেড করার সময় অবশ্যই তাদের নিয়ম অনুযায়ী ট্রেড করুন।
-
বোনাস দিয়ে ট্রেড করার অনেক সুবিধা আছে। বোনাস দিয়ে ট্রেড করলে আপনাকে নিজের পকেট থেকে নিজের টাকা দিয়ে ট্রেড করা লাগছে না ফলে আপনি ভয়হীন ভাবে ট্রেড করতে পারবেন। আবার ট্রেড করে যা লাভ করবেন তা আপনার ইচ্ছা মত তুলে নিতে পারবেন।
-
বনাস দিয়ে ট্রেড করা একটি সৌভাগ্য। কারণ, যেখানে নিজের পকেট থেকে টাকা খরচ করে ট্রেড করা হয় সেখানে কিছু শারীরিক পরিশ্রমের মাধ্যমেই আমি সে টাকা পেয়ে যাচ্ছি। কিন্তু উক্ত ডলার ব্যবহার করে আপনি প্রফিট তুলতে পারেন। এটি আমাদের জন্য খুব ভাল একটি পথও বলা চলে।
-
বাংলাদেশের মানুষ টাকা খরচ করে কিছুই করতে চায়না তাই আমি মনে করি ফরেক্স ফরাম আমাদের কে পোস্টের বিনিময়ে আমাদের ইনভেস্ট এর টাকা টা খরচ থেকে রক্ষা করতেছে।তাই এই টা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা।আর এই সুবিধা সকলের কাজে লাগানো উচিত।আর অসুবিধা কি তা আমি জানিনা কারন আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ একদম নতুন তাই এই সম্পর্কে আমার তেমন ধারনা নেই।
-
ফোরাম পোস্টিং করে টাকা আয় করা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ । এই টাকা দিয়ে আমরা রিয়েল ফরেক্সে ট্রেড করতে পারি । তাই আমি এখানে সুবিধা ছাড়া কোন অসুবিধা দেখতেছিনা । যদি আপনি ভাল করে শিখে ফরেক্সে ট্রেড করেন তাহলে কোন অসুবিধা থাকার কথা নয় ।
-
বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা আমি বেশিই দেখি অসুবিধার থেকে,আমি অনেক দিন যাবত বোনাস দিয়ে ট্রেড করছি এবং অনেক মুনাফাও করেছি,এবং সেই মুনাফা আমি অনেকার উইথড্র করেছি আমার একাউন্ট ব্লক হয়নি,একাউন্ট তাদের ব্লক হয় যারা জালিয়াতি করে,আমার কাছে বোনাস এর সুবিধা বেশি।
-
হ্যাঁ ফোরামের বোনাস দিয়ে ট্রেডিং করার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। তবে সুবিধাগুলোর ভেতরে অন্যতম বড় সুবিধা হল ফোরামের বোনাস দিয়ে লাইভ ট্রেডিং শুরু করতে পারার কারণে আমাদের নিজের পকেট থেকে ডিপোজিট করার প্রয়োজন হয় না।অর্থাৎ আমরা নিজের পকেট থেকে মূলধন ডিপোজিট না করেও ফোরামের দেয়া বোনাস কে ডিপোজিট হিসেবে ব্যবহার করে লাইভ ট্রেডিং করে আয় করতে পারি। তবে কিছু অসুবিধা রয়েছে যেমন বোনাস দিয়ে প্রফিট করার ডলার উইথড্র করার সময় একবারে 100 ডলারের বেশি উইড্রো দেয়া যায় না। অর্থাৎ 100 বা 100 ডলারের বেশি উইথড্র দিলে অ্যাকাউন্ট ব্লক করে দেয়ার সম্ভাবনা থাকে।অন্যদিকে কেউ যদি কোন ট্রেডে লস করে থাকে এবং পরবর্তীতে প্রফিট করে তবে সে তার প্রফিট করা ডলার উইথড্র দিতে পারবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ফোরামের দেওয়া বোনাস যেটা সে লস করেছে সেটা পরিশোধ হবে ততক্ষণ পর্যন্ত সে কোন প্রফিট উঠবে দিতে পারবেনা। তাকে আগে ফোরামের বোনাস পরিশোধ করতে হবে এবং তার পরেই উইথড্র করতে পারবে।
-
আমি মনে করি যে,,, ফরেক্স মার্কেটে বোনাস দিয়ে ট্রেড করার সুবিধা অপরিসীম,,,কিন্তু অসুবিধা আমার জানামতে কিছুই নাই । ফরেক্স মার্কেটে আপনি বোনাস দিয়ে ট্রেড শুরু করলে আপনাকে আলাদা করে কোনো প্রকার অর্থ ইনভেস্ট করা লাগছে না । তারপর আপনি বোনাসের টাকা দিয়ে ফরেক্স মার্কেট থেকে যে অর্থ উপার্জন করবেন তা উত্তলন করতে পারবেন । এই ধরনের আরো অনেক সুবিধা রয়েছে,,, কিন্তু অসুবিধা মোটেও নাই ।
-
বোনাস দিয়ে আমি এই প্রথম ফরেক্স এ ট্রেড শুরু করেছি,আমি এখনো পর্যন্ত বোনাস এর কোন আসুবিধা খুজে পাই নি,আমি তো মনে করি বোনাস আমাদের অনেক সুবিধা দিয়ে থাকে,বোনাস দিয়ে আমরা ফরেক্স ট্রেড বিনা ইনভেস্ট এ করতে পারি,এবং মুনাফা করলে তা উইথদ্র দিতে পারে,তাই বোনাস এর সুবিধা অনেক।
-
অভিজ্ঞতাটি বাড়তে থাকবে এবং আপনি যে জ্ঞান অর্জন করবেন আপনার 1 দিনের মধ্যে এত অভিজ্ঞতা থাকবে, আপনি কি বিশেষজ্ঞ হয়ে উঠবেন? আমি আপনাকে ফোরেক্সে এবং অর্থ পরিচালনার সাথে সর্বাধিক এটি করতে চাই। যাতে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ভারসাম্য বজায় রাখেন এবং দীর্ঘ সময় ধরে কাজ করেন
-
ভাই আমি মনে করি প্রাথমিকভাবে বোনাস দিয়ে ট্রেড করাটা সব থেকে ভালো । কারণ আমরা ডেমো ট্রেডিং এর মাধ্যমে ডেমো ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করতে পারি । কিন্তু রিয়েল ট্রেডিং এ খুব একটা ভালোভাবে সেটা কাজে লাগাতে পারি না । তাই আমরা যদি বোনাস দিয়ে রিয়েল ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করতে পারি সেক্ষেত্রে আমরা সব চেয়ে ভালো ফলাফল পাবো বলে আশা করি । আর বোনাস দিয়ে ট্রেড করার কোন অসুবিধা আমি দেখি না ।
-
যেসব ব্রোকারে ফোরাম আছে এইসব ব্রোকারের ফোরামে পোস্ট করা পোস্টিং বোনাস অর্জন করে তা ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে ট্রেড করার সুযোগ আছে। যেমন ইন্সটাফরেক্স ব্রোকারে এই সুবিধাটা আছে। বোনাস অর্জন করে তা দিয়ে ট্রেড করা সুযোগ আছে বিধায় রিয়েল ডলার ডিপজিট করে ট্রেড করার প্রয়োজন হচ্ছে না। ফলে ধনী বা গরীব সকলেই এই সুযোগটি কাজে লাগিয়ে ট্রেড করার সুযোগ পাচ্ছে। তাছাড়া নিয়মিত ফোরামে পোস্ট করলে ট্রেডিং সংক্রান্ত অনেক কিছু শেখা যায়। বোনাসের ডলার দিয়ে ট্রেড করার অপকারিতার কিছুই নেই। শুধু ট্রেডিং নিয়ম মেনে ট্রেড করতে হয়।
-
ফোরাম পোস্টিং করে টাকা আয় করা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ । এই টাকা দিয়ে আমরা রিয়েল ফরেক্সে ট্রেড করতে পারি । তাই আমি এখানে সুবিধা ছাড়া কোন অসুবিধা দেখতেছিনা । যদি আপনি ভাল করে শিখে ফরেক্সে ট্রেড করেন তাহলে কোন অসুবিধা থাকার কথা নয় ।
-
আমাদের মত মধ্যবিত্ত পরিবারের লোকদের কাছে অনেক টাকা ইনভেষ্ট করার মত এত ক্ষমতা নাই। তাই বোনাস দিয়ে ট্রেড করা আমাদের জন্য বেশি সুবিধাজনক। বোনাস দিয়ে ট্রেড করাতে আমি সুবিধা ছাড়া অসুবিধার কিছু দেখিনা। এটা কে আমাদের জন্য সৌভাগ্যও বলা চলে। কেননা আমরা বিভিন্ন জায়গাতেই পোষ্ট করি। যেমনঃ ফেইসবুক, টুইটার ইত্যাদি। কিন্তু তার বিনিময়ে কি আমাদের কে এমন কোন সুবিধা দেয়া হয় যে এই নাও টাকা ব্যবসা কর। কিন্তু আমরা এখানে ইনভেষ্ট এর জন্য কিছু ক্যাপিটাল সম্মানি সরূপ পাচ্ছি ফোরাম এ পোষ্ট করে। এতে আমাদের কিছু শারিরিক শ্রম যাচ্ছে সেটা ফেইসবুক, টুইটার এ করলে ও যেত। তাই আমি মনে করি বোনস দিয়ে আমরা যে ট্রেড টা করছি তা আমাদের জন্য সর্ম্পূনই লাভ। ফরেক্স সমন্ধে ভাল ভাবে জেনে ট্রেড করুন এই বোনাসই আপনাকে হয়ত বড় ক্যাপিটাল তৈরী করে দিবে ইন্-সা-আল্লাহ।