আমাার মতে বড় ট্টেড নিয়ে অনেকটা ভয়াবহতা থাকে। কারন ফরেক্স মার্কেট কখন কোন ধরনের হয়ে যায় তা শিউর দিয়ে বলা যায় না। যে কোন অনেকটা উঠানামা করে থাকে। বড় ধরনের ট্টেড তথনই দিতে পারবেন যখন আপনি ফরেক্স এর অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে লাভ করতে পারেন।
Printable View
আমাার মতে বড় ট্টেড নিয়ে অনেকটা ভয়াবহতা থাকে। কারন ফরেক্স মার্কেট কখন কোন ধরনের হয়ে যায় তা শিউর দিয়ে বলা যায় না। যে কোন অনেকটা উঠানামা করে থাকে। বড় ধরনের ট্টেড তথনই দিতে পারবেন যখন আপনি ফরেক্স এর অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে লাভ করতে পারেন।
আমি জানি নো রিস্ক নো গেইন । ফরেক্স তো ব্যবসা তাই আমি বলবো রিস্ক নিয়ে ট্রেড করা উচিত । যারা রিস্ক নিয়ে ট্রেড না করে তারা ট্রেড করতে ভয় পায় । আর প্রফিট কম কম হলে বলে আমি প্রফিট করতে পারি না ফরেক্স থেকে সো ফরেক্স ভাল ব্যবসা না । তাই বলি বড় রিস্ক নিয়ে ট্রেড করার ভয়াবহতা খুব খারাপ না ।
ফরেক্সে যারা নতুন তারা এটাকে খুব সহজ ভাবে নেই।তারা মনে করে তারা ফরেক্স ব্যবসা করে রাতারাতি বড়লোক হয়ে যাবে।কিন্তু ফরেক্স মার্কেট থেকে সাফলতা পাওয়া এত সহজ কাজ না।বড় রিস্ক নিয়ে যদি ট্রেড ওপেন করা হয় তাহলে আমি মনে করি একাউন্ট ০ হতে বেশি সময় লাগবে না।কারন মার্কেট আপনার বিপরীত দিকে চলতে পারে এটা অসাভাবিক কিছু না।তাই মানি ম্যনেজমেন্ট ঠিক রেখে ট্রেড করা উচিত।
বড় একটা রিক্স নিলেই যে বড় ধরনের লাভ পাওয়া যাবে তা নয় । বড় রিস্ক নিলে এ্যাকাউন্ট বাড়তেও সময় লাগবে না আবার জিরো হতেও সময় লাগবে না । বড় ধরনের রিক্স নিলে অনেক সময় এ্যাকাউন্ট জিরো হয়ে যায় সে জন্য এ্যাকাউন্ট জিরো করার থেকে অল্প প্রফিট করা অনেক ভালো ।
আমাদেরকে মনে রাখা উচিত যে পরিমান আমরা লাভ করব ঠিক সেই পরিমান টাকা আমাদের লস ও হবে যদি ট্রেড উলটা যায়। আর যদি ঠিক হয় তাহলে কোন কথা নেই আমরা লাভে এ থাকবো। কিন্তু সেটা আমাদের ভাবতে হবে যে লাভ এবং লস যে কোনটাই হতে পারে।
আপনি একেবারে ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ আসে অনেকে ফরেক্স মার্কেট কে টাকা বানানোর মেশিন মনে করে তারা বড় বড় লট এ ট্রেড করে এই কারন এ তারা অ্যাকাউন্ট জিরো করে তারপর বলে ফরেক্স মার্কেট ভাল না ফরেক্স মার্কেট থেকে লাভ করা যাই না আপনি যদি ফরেক্স মার্কেট এ ১০০ ডলার দিয়ে নিয়মিত লাভ করতে পারেন তা হলে আপনি ৪০ মাস পরে কোটিপতি হয়ে জাবেন তাই ট্রেড করে লাভ করতে হলে বেশি রিস্ক নিতে হয় না কম রিস্ক এ অনেক লাভ করা যাই
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷যে মার্কেটে মাত্র ৫ ভাগ ট্রেডার দক্ষতার সাথে নিয়মিত প্রফিট করে থাকেন৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
আমরা জানি ফরেক্স বিজনেস এ রিস্ক নিতে হয় সেটা স্বাভাবিক , কিন্তু এমন রিস্ক আমাদের না নেয়াটাই ভাল যাতে আমাদের মুল ক্যাপিটাল, আমাদের পুজি ফুরিয়ে যায়। বড় একটা রিস্ক নিলেই যে বড় ধরনের লাভ পাওয়া যাবে তা নয়। অনেক সময় দেখা যায় তা আমাদের জন্য বিপদ জনক। তবে এটা সত্য ফরেক্স নাম শুনলেই তার প্রতি মানুষের একটা কওতুহল জাগে। তাই আমি মনে করি রাতারাতি বড় হওয়ার চিন্তা বাদ দিয়ে আমরা বরং তা নিয়ে জানার চেষ্টা করি । তাতেই আমাদের লাভ হবে।
আমার মনে হয় যারাই এই ব্যবসায় বেশি ঝুকি নিয়ে ট্রেড করে থাকে তারা কখনই এই বাজারে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে পারে না। কারণ এই বাজার এতটা সহজ নয় যে সব সময় আপনি সঠিক এন্ট্রি পয়েন্ট পাবেন। তাই যখন আপনি সঠিক এন্ট্রি পয়েন্ট পাবেন না তখন আপনি বড় ধরনের লস করে দিবেন। তাই কম ঝুকি নিয়ে ট্রেড করুন আর বাজারে সফলতার সাথে টিকে থাকুন।
বড় রিস্ক নিয়ে ট্রেড করা ফরেক্স মার্কেটে অনেক কঠিণ একটা ব্যাপার। তবে লাইফে যদি কোর রিস্ক না নেন তাহলে আবার বেশি ইনকাম করা যাবে না। তাই এর ভয়াবহতা বিবেচনা করে মানি ম্যানেজ ম্যান্ট ফলো করে তারপর ট্রেড করেন। এবং আপনার রিস্ক রেওয়ার্ড রেসিও যেন ঠিক থাকে সেদিকে লক্ষ রাখুন, তাহলেই দেখবেন যে আপনাকে আর কোন চিন্তা করতে হবে না।
ওভার রিস্ক নিয়ে ফরেক্সে ট্রেড করা উচিত না এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে আর তা হল বড় রিস্ক বা ওভার রিস্ক নিয়ে ট্রেড করলে আপনি যেমন মার্কেট আপনার প্রতিকূলে গেলে বেশ বড় প্রফিট অর্জন করতে পারবেন ঠিক তেমনি মার্কেট আপনার ট্রেডের প্রতিকূলে মুভ করলে সমপরিমান লস আপনার হবে এবং মার্কেটে দেউলিয়া হয়ে যেতে পারেন।
বেশির ভাগ ট্রেডার যারা মার্কেট এ আসে সবাই খুবই অল্প সময়ে বড়লোক বা বড় ফান্ডের মালিক হতে চায়। এজন্যই সবাই বেশ বড় বড় রিক্স নিয়ে ট্রেড করে অবশেষে একাউন্ট জিরো করে বলে এখান থেকে ইনকাম করা সম্ভব না। এখানে প্রফিট করা ভাওতাভাজি ছাড়া আর কিছুই না। তাই আমি বলব - রয়ে সয়ে ট্রেড করুন। হুতাশে ট্রেড করলে লাভের থেকে লসই বেশি হবে।
বড় লটে ট্রেড করা আর মানিম্যানেজমেন্ট ফলো করে ট্রেড না করা এ দুটোই হলো আমাদের জন্য বড় ক্ষতির কারন। আমরা সব সময় লট সেট করবো আমাদের ডিপোজিটের উপর ভিত্তি করে। যদি আপনি নতুন ট্রেডার হন তাহলে আপনি ১% রিস্ক নিয়ে ট্রেড করতে হবে আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে ২% রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন। তারপর যদি ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনার নিজস্ব আওতায় রেখে রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন। তবে যদি নিরাপদ ভাবে ট্রেড করতে চান রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনে ট্রেড করুন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন।
আমাদের সবসময় একটা জিনিস ভাবতে হবে আর সেটা হচ্ছে আমরা যেমন লাভের চিন্তা করি ঠিক তেমনি লসের চিন্তাও করতে হবে। কেননা মার্কেট আপনার বিপরীত দিকে গেলে লস ও সেই পরিমান হবে যে পরিমান আপনি লাভের চিন্তা করেছিলেন।
ফরেক্স মার্কেটে রিস্ক কম নেয়াটাই ভাল। কারন, ফরেক্সে যে কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন সেই ফরেক্সে সফল হতে পারেন। এর জন্য রয়েছে মানি ম্যানেজমেন্ট। আমি এইতুকু বলতে পারি যে, আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্সে লস করবেন না।
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বড় রিস্ক না নেওয়াই উত্তম।তবে আপনার মুলধনের উপর ভিত্তি করে রিস্ক নিতে পারেন।আপনি তখনই বড় রিস্ক নিতে পারবেন যখন আপনি ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হতে পারবেন।
বড় রিস্ক নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা মানে আপনি রাতারাতি বড় লোক হবার জন্য বা বেশি বেশি মুনাফার আশায় খুব বড় লট ব্যবহার করে ট্রেড নিচ্ছেন আর এর ভয়াবহতা হতে পারে আপনার জন্য আপনার সব পুজি শেষ হওয়া কারন ভাল মার্কেট এনালাইজের পরেও ফরেক্স মার্কেট ১০০-২০০ পিপস বিপরীদে যাওয়া অস্বাভাবিক নয় ।
আপনি যত বড় মানের ট্রেডারই হোন না কেস মার্কেট যে আপনার বিপক্ষে যাবেনা এটি কিন্তু আপনি কনফারম করতে পারবেন না। আর আপনি নতুন হলে আরতো কোন কথাই নেই। তাই আমার মতে ফোরেক্স এ ট্রেড করার আগে অবশ্যই আপনি আপনার মার্জিন লেভেল মাথায় রেখে ট্রেড করবেন। এবং প্রতিদিন কত পিপস নিবেন কত ভলিউম দিবেন, কত রিক্স নেবেন, কত লাভ করতে চান এগুলো অবশ্যই আপনার আয়তার মধ্যে থাকা উচিত। এছাড়া বড় রিক্স নিলে অবশ্যই এটি আপনার জন্য ক্ষতি কর হতে পারে।
বড় রিক্স নিয়ে ট্রেড করলে মার্কেট ট্রেড থাকলে সবসময় ভয় কাজ করে যেকোনো সময় যদি বড় রিক্স নিয়ে ট্রেড করা হয় তাহলে ফরেক্স মার্কেটে একাউন্ট সবসময় ভঁয় কাজ করে একাউন্ট রিক্স এর মধ্যে থাকে ।
কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু । আপনি ফরেক্স ব্যবসা করবেন , চাইতেছেন এক দিনে বড় লোক হয়ে যাইতে । আমি বলব ফরেক্স আপনার জন্য নয় । আপনি এখানে যদি ব্যবসা করতে চান তাহলে ঝুঁকি কম নেন । ভাল করে মার্কেট এনালাইস করেন । মার্কেট কতটুকু মুভ করতেছে তার উপর নির্ভর করে ট্রেড করেন ।
আপনি রাতারাতি বড় লোক হবার জন্য বা বেশি বেশি মুনাফার আশায় খুব বড় লট ব্যবহার করে ট্রেড নিচ্ছেন আর এর ভয়াবহতা হতে পারে আপনার জন্য। আমি মনে করি বড় ধরনের রিস্ক না নিয়ে ট্রেড করা ভাল।বড় রিস্ক নিয়ে ট্রেড করলে যেমন খুব তাড়াতাড়ি লাভ করা যায় বেশি আবার অপরদিকে লসে গেলে একাউন্ট জিরো হবার সম্ভাবনাও অনেক বেশি। তাই বড় রিস্ক নিয়ে ট্রেড না করায় ভাল। ফরেক্স কে যদি ব্যবসা হিসেবে নেন তাহলে বড় রিস্ক নিয়ে ট্রেড করা লাগে না।
অধিকাংশ ট্রেডার ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে থাকে। তাই তারা মানিম্যনেজমেন্ট না মেনে তারা ট্রেড ধরে। আর এতেই ঘটে বিপত্তি। তারা মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়।তবে অনেক ক্ষেত্রে যদিও বা প্রফিট করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা বিপরীত হয়। দেখা যায় অ্যাকাউন্টে $১০০ আছে, কিন্তু $১ পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে। ১০০ পিপস আপনার বিপরিতে মুভ করলেই আপনি ফকির হয়ে যাবেন। তাই কখনই খুব বেশি রিস্ক নিয়ে ট্রেড ওপেন করা উচিৎ নয় ।এতে লাভের চেয়ে ক্ষতি বেশি। আসা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ
প্রতিটি ব্যবসাতেই ব্যবসায়ীকে রিস্ক নিতে হয়। রিস্ক না নিলে ব্যবসায় কখনও সফলতা আসে না। তাই বলে মাত্রাতিরিক্ত রিস্ক কখনো নেওয়া উচিত নয়। এতে ব্যবসার মারাত্নক ক্ষতি সাধন হয়ে থাকে। ফরেক্স ও তেমনি, এখানেও অধিক রিস্ক নিলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের উচিত সঠিক মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করা। কারন সঠিক মানি ম্যানেজমেন্ট না করে ট্রেডিং করলে অতিরিক্ত লসে আপনার একাউন্ট শুন্য হয়ে যেতে পারে।
ব্যক্তিগতভাবে আমার নিজস্ব কথা বলতে গেলে আমার ফরেক্স ক্যারিয়ার খুব বেশি দিনের নয়।তবে এই অল্প দিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি বড় রিস্ক নিয়ে ট্রেড করাটা বোকামি ছাড়া আর কিছুই না। আমি ওভার ট্রেডিং করে দুই বার আমার একাউন্ট শুন্য করেছি। এখন আমি ট্রেড করার আগে মানি ম্যানেজম্যান্ট করে তারপর ট্রেড করি। আমাদের প্রত্যেকের ই উচিৎ মানিম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা।
অধিকাংশ নতুন ফরেক্সের রা ভাবে ফরেক্স এ একদিনে একাউন্ট এর ব্যালেন্স দ্বিগুণ করা যায়। তারা ভাবে বেশি রিক্স নিয়ে ট্রেড করলে তারা তারি বেসি লাভ করা যায়। বেশি টাকা আয় করতে গিয়ে অনেক সময় অনেক বড় লস এ পরে যায়। সাধারণ জারা ফরেক্স এ নতুন তারাই বেশি রিক্স এ ট্রেড করে। আপনাকে ট্রেড ওপেন করার আগে মানিমেনেজমেন্ট করে নিতে হবে। আপনার বেলেন্স যদি $১০০ ডলার থাকে তখন আপনি যদি $১ পিপস ভেলুতে ট্রেড ওপেন করেন। তাহলে মার্কেট যদি $১০০ আপনার বিপরিদে চলে যায়। তাহলে আপনার বেলেন্স ০ হয়ে যাবে। তাই কম রিক্স নিয়েই ট্রেড করাই ভাল।
আমার মতে ফরেক্স সম্পর্কে যারা নতুন জানবে তারা ফরেক্স এর প্রতি আগ্রহি হবে।এবং সে নিজেকে অতি সহজে স্বাভলম্ভি করতে চােইবে।আর এ কারণে সে রিস্ক নিয়ে ট্রেড করবে।আর সে যতো রিস্ক নিয়ে ট্রেড করবে ততো সে ভুল ট্রেড করতে থাকবে। আর এই ভূল ট্রেডের ফলে সে লাভ করতে যেয়ে ফকির হতে হবে।
ফরেক্স এ আমি একজন নতুন। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি এখানে বেশিররভাগ নতুন ট্রেডার রা ভাবে এটা মুলধন কামানোর মেশিন।অনেকেই না বুঝে অনেক বড় রিস্ক নেয় পরে দেখা যায় একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে গেছে এটা হতেই পারে।অনেকেই দেখা যায় তার বালেন্স ৬০ ডলার।সে যদি ১ ডলার পিপস ভলিউমে ট্রেড করে তাহলে ৬০ পিপস মুভমেন্টেই তার একাউন্ট জিরো হয়ে যাবে।এমন কোন রিস্ক নেওয়া উচিত না যার জন্য একাউন্ট জিরো হয়ে যাবে।আপনাকে ভাবতে হবে আমি এখানে টিকে থাকতে এসেছি মুলধন খোয়াতে নয়।এজন্য কখনো অতিরিক্ত লোভে পড়ে ট্রেড করা উচিত না।বড় রিস্ক কখনোই নেওয়া উচিত না আমার মতে তবে হ্যা আপনি যদি মার্কেট এনালাইসিস করতে পারেন তবে রিস্ক নিতে পারেন।
ফরেক্সে আমি একেবারই নতুন।আমি ফরেক্স এ এসেছি ৩ বা ৪ মাস তবে এই অল্প সময় যা বুঝলাম ফরেক্সে কখন রিস্ক ধরে ট্রেড করা উচিত নয় ।কারন রিস্ক ধরে ট্রেড করলে অনেক সময় একাউন্ট জিরো হয়ে যায়।ফরেক্সে রিস্ক ধরলে লাভের চেয়ে লস বেশি হয় ।তাই ট্রেড করার জন্য কখনও রিস্ক নেওয়া উচিত নয় ।
আমার মতে ফরেক্স রিস্ক নিয়ে ট্রেড করা ভালো আপনার এক রিস্কের জন্য আপনার পুরা ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি মার্কেট এনালাইসিস না করে রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে আপনার পুরা ব্যলেন্স জিরো হয়ে যাবে।তাই আপনাকে বেশি রিস্ক নিয়ে ট্রেড করা যাবে না।
ভাই বেশি রির্স্ক নিয়ে ট্রেড করা এটা ট্রেডারদের সবচেয়ে বড় ভুল। হ্যাঁ তবে আপনার সিস্টেম যদি ভাল হয়, আপনার মানি ম্যানেজম্যান্ট যদি ঠিক থাকে এবং আপনার যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে সেক্ষেতে আপনি এমনটা করতে পারেন, তবে সেটাও হতে হবে একটা সীমারেখার মধ্য থেকে। সুতরাং পরিণামের কথা ভেবে কাজ করাই হলো বুদ্ধিমানের পরিচয়।
একদিনে কখনো আকাশ ছোয়া যায় না। মানুষর বড় বড় স্বপ্ন যেমন একদিনে দেখে না, তেমনি তা বাস্তবায়ন করাও একদিনে সম্ভব না। তার জন্য দরকার সময় ও ধৈর্যের। আর সেটা বিবেচনা করলেই বোঝা যায় যে,, একদিনে কোন কিছুই বাস্তবায়ন করা সম্ভব না। ছোট ছোট রিস্ক নিয়েই শুরু করুন না,, আউটপুট আসে দেখুন। অনেক সময় নিয়ে মার্কেটের অবস্থা বোঝেন আগে। তারপর যখন অনেক দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হবেন,,তখন বড় ঝুঁকি নিবেন। তখন বড় ঝুঁকি নিয়ে ট্রেড করলে ভালো কিছু পাওয়া যাবে বলে আমি আশা করি।
যে কোন ব্যবসায়ী যদি তার লক্ষ্যে পৌঁছাতে চাই অবশ্যই তাকে ধৈর্যসহকারে ব্যবসায় পরিচালনা করতে হয়। সাধারণ ব্যবসায়ী তুলনায় ফরেক্স মার্কেট প্লেসে ট্রেডিং করাটা একটু কঠিন। কারণ যে কোন ভুল সিদ্ধান্তের কারণে ফরেক্স ট্রেডিং এ স্বল্প সময়ের মধ্যে যে কেউ দেউলিয়া হতে পারে।এজন্য ফরেক্স ট্রেডার হিসেবে যে কোন ট্রেডিংয়ে অল্প পরিমাণ রিস্ক নিয়ে অল্প অল্প গ্রফিক এর মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করাটাই শ্রেয়। কারণ কেউ যদি বড় ধরনের রিক্স নাই তার ফলশ্রুতিতে সে বড় ধরনের ফল লাভ করবে এইটা খুবই নগণ্য।তাই একজন অভিজ্ঞ ট্রেডার হিসেবে অবশ্যই প্রত্যেকের উচিত স্বল্প পরিমাণ প্রফিট এর উপর নজর দেওয়া।
মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ফরেক্স মর্কেটে ট্রেড করার জন্য একটি আনুপাতিক হিসাব আছে। ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট অনুযায়ী সর্বোচ্চ ১০ থেকে ১৫% রিস্ক নিয়ে ট্রেড করা উচিৎ। যখন আপনি এটা না মেনে অতিরিক্ত ট্রেড করবেন তখন মার্কেট অতিরিক্ত লসে গেলে ব্যালেন্স জিরো হয়েও যেতে পারে। ব্যালেন্স জিরো হওয়াটা খুবই বেদনাদায়ক এবং এই ক্ষতিটাকে রিকভারি করাও কঠিন। তাই সকল ফরেক্স ট্রেডারদের বেশি রিস্ক নিয়ে ট্রেড করা উচিৎ নয়।
এসব করে তার জ্ঞান শুন্যতার কারনে ও অনভিজ্ঞের ফলে, বেশি লোভ করে ট্রেড করে এই কাজটা করে যার ফল কখনোই ভাল কিছু হয় না। এর কারনে সে তার ব্যলেন্স হারায় আইডি ব্লক হয়।আরও অনেক ঝামেলায় পড়ে । ব্যাবসায়ে রিস্ক তো কিছুটা থাকবেই তবে আপনি সঠিক ভাবে এনালাইসিস ও ম্যানেজমেন্ট করে লোভ পরিহার করে ট্রেড করতে পারলেই সফল হতে পারবেন, আন্দাজে ঢিল ছুড়ে তো কোন লাভ নাই।
আমার মতে ফরেক্স ট্রেড এ রিস্ক নেওয়া ঠিক নয়। কারণ আপনি যদি ফরেক্স সম্পর্কে না জেনে রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে আপনার ফকির হতে হবে।তাই আমার মতে ফরেক্স এ রিস্ক নিয়ে ট্রেড করা ঠিক না।আর ফরেক্স ট্রেড করতে গেলে প্রচুর ধৈর্য্য ধারন করতে হবে।
আমি বলবো আপনি রাতারাতি বড় লোক হবার জন্য বা বেশি বেশি মুনাফার আশায় খুব বড় লট ব্যবহার করে ট্রেড নিচ্ছেন আর এর ভয়াবহতা হতে পারে আপনার জন্য। আমি মনে করি বড় ধরনের রিস্ক না নিয়ে ট্রেড করা ভাল।বড় রিস্ক নিয়ে ট্রেড করলে যেমন খুব তাড়াতাড়ি লাভ করা যায় বেশি আবার অপরদিকে লসে গেলে একাউন্ট জিরো হবার সম্ভাবনাও অনেক বেশি। তাই বড় রিস্ক নিয়ে ট্রেড না করায় ভাল। ফরেক্স কে যদি ব্যবসা হিসেবে নেন তাহলে বড় রিস্ক নিয়ে ট্রেড করা লাগে না।
ফরেক্সে রিস্ক নিয়ে কাজ করাটা ভয়াবহ।তবুও যারা বড় ট্রেডার তারা ফরেক্সে রিস্ক নিয়ে কাজ করতে পারে।যদিও ফরেক্সে রিস্ক নিয়ে কাজ করলে সফলতা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি তাই ফরেক্সে রিস্ক নিয়ে কাজ করাটা ঠিক হবে না।
বড় রিক্স নিয়ে ট্রেড করা মানে বোকামি করা অতিরিক্ত লাভের আসায় যখন আপনি অতিরিক্ত রিস্ক নিবেন তখন আপনার এটাও ভেবে দেখতে হবে আপনি অতিরিক্ত লসেও পড়তে পারেন।লাভ হলে খুশি হবেন কিন্তু লস হলে ভেংগে পড়বেন একাউন্ট জিরো করবেন আর সেখান থেকে ফিরে আসা কষ্টসাধ্য।
ঝুকি ব্যবসায়ের একটা অংশ ঝুকি ছাড়া ব্যবসা হয় না হলেও তা কোন কাজে আসে না।তেমনি ট্রেড করার সময় অবশ্যই ঝুঁকি নিতে হবে ।কিন্তু অমন ঝুঁকি নেয়া যাবে না যা দ্বারা ব্যলেন্স জিরো হয়ে যায় একম ভাবর ঝুঁকি নিতে হবে যদিও লস হয় তা যেন রিকভারি করা যায়।তাই বলা যায় ট্রেড করতে হলে ঝুঁকি নিতেই হবে।
ফরেক্স মার্কেটে বড় রিস্ক নিয়ে ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ। রিস্ক যত বেশি হবে বিপদ তত বাড়বে। তাই আমাদের উচিত সব সময় সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করা। এতে করে নিজের একাউন্ট সবসময় নিরাপদ থাকবে। ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞ ট্রেডাররাও অনেক সময় মার্কেটের আগাম গতিবিধি বুঝতে পারেন না। তাই বেশি রিস্ক নিয়ে ট্রেডিং করলে যদি কখনো মার্কেট ট্রেড এর বিপরীতে চলে যায় তাহলে খুব নিমেষেই নিজের অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে যাবে। এজন্য ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট অর্জন করতে হলে অধিক রিস্ক নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকুন।