-
দুঃশ্চিন্ত ফরেক্সে সফলতার অন্তরায়। *দুঃশ্চিন্তা নিয়ে, ভয় নিয়ে ট্রেড করলে কখনোই আপনি সঠিক ট্রেড নিতে পারবেন না। ফরেক্সে কেউ শুরুতেই সফল হয় নি। প্রায় সবাই ভুল করে লস করে ভুল সুধরে আজ সফল ট্রেডার। আপনিও একদিন সফল হবেন। শুধু আত্নবিশ্বাস রেখে ট্রেড করে যান। তার আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জণ করে নিতে হবে। খুব বেশি মার্কেট এনালাইসিস করতে হবে। আপকামিং নিউজ গুলো দেখে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে, ক্যান্ডেলিস্টিক চার্ট দেখে টেকনিক্যাল এনালাইসিস করতে হবে। বেশি বেশি ডেমো প্রাটিস করতে হবে। কমপক্ষে ৬ মাস ডেমো প্রাকটিস করতে হবে। তারপরে দুঃশ্চিন্তা ঝেড়ে ট্রেড করে যেতে হবে, সফলতা একদিন আসবেই।
-
ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি না করেই রিয়েল ট্রেড করলে অবশ্যই চিন্তার কারন হয়। প্রথম অবস্থায় ডেমো প্র্যাকটিস না করে রিয়েল ট্রেড করলে বেশি সম্ভব লস করতে হয়। সুতরাং আমরা যাতে বেশি লস না করি সেজন্য 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ডেমোতে প্র্যাকটিস করবো। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখবো। তাহলেই ভালো ট্রেডার হতে পারব ভাল প্রফিট অর্জন করতে পারব এতে চিন্তার কোন কারণ নেই। যদি আমরা দুশ্চিন্তায় ভুগি তা হলে ফরেক্স থেকে পিছিয়ে পড়বো সামনের দিকে অগ্রসর হতে পারবো না। কাজেই মনে সাহস রেখে ফরেক্সর কাজ করে যাব
-
একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই, ফরেক্স থেকে যে কোন ফলাফলই মেনে নেয়ার মানসিকতা রাখতে হবে।যেহেতু আপনার একাউন্টে কিছটা এমাউন্ট আছে, তার মানে অবশ্যই আপনি ডেমো ট্রেডিং চালিয়ে যাচ্ছেন।এবং আপনি ফোরাম পোষ্টের মাধ্যমে কিছু বোনাস পেয়েছেন। আপনাকে বলব দুশ্চিন্তা নয়,বরং আত্মবিশ্বাসী হয়ে ধৈর্যধারণের মাধ্যমে, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ট্রেডিং করুন। এবং পাশাপাশি নিয়মিত ফোরাম ফলো করুন। সেইসাথে লোভকে নিয়ন্ত্রিত রাখুন।
-
আমার মনে হয় আপনি যদি ডেমো অ্যাকাউন্ট এর পর্যাপ্ত অনুশীলন করে থাকেন তাহলে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকার কথা। আত্মবিশ্বাস এর মাধ্যমে তোর চিন্তা দূর করা সম্ভব। তবে যে দুশ্চিন্তার কথা বলছেন আমার মনে হয় সব ট্রেডারের শুরুতেই এমন হয়েছে।
আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ট্রেড ওপেন করার পর প্রথম রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি। যখনই ঘুম থেকে জেগে উঠেছে তখনই ট্রেডের অবস্থা পর্যালোচনা করেছি। ট্রেড করার পর প্রথম রাতে আমি প্রায় নির্ঘুম ছিলাম। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এটা একটা স্বাভাবিক বিষয়।
-
ফরেক্স ট্রেডিং এখনও দুশ্চিন্তার কিছু নাই কারণ হয়েছিল বৈদেশিক মুদ্রা বেচাকেনা করা একটি মার্কেটে মার্কেটে বৈদেশিক মুদ্রা অথবা ডলারের বেচাকেনা হয় যেখান থেকে অর্থ বিনিয়োগ করে আপনাকে ফরেক্স ট্রেডিং করতে হবে সেখানে আপনাকে ঝুঁকি নিতে হবে এমনকি আপনার একাউন্টে লস হতে পারে লস হলে দুশ্চিন্তা করার কিছু নেই কারণ আপনি ফরেক্স এর সাধারণ বার্তা অনুযায়ী পোস্ট করে প্রতিদিন কিছু ফ্রি ডলার ইনকাম করতে পারেন পরবর্তী আপনি আবার ট্রেডিং করে লাভ করতে পারবেন তাই দুশ্চিন্তার কিছু নেই ফরেক্সে।
-
আপনি যদি ডেমো করে থাকেন আর ফরেক্স এর মার্কেটিং অবস্থা বুজতে পারেন তবে আপনি ট্রড করতে যাচ্ছেন সেটা খুবি ভাল কথা। এতে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি অবশ্যই ভাল কিছু করতে পারবেন। তবে আমার মনে হয় যদি আপনি ডেমো না করে থাকেন তবে তা সেরে রিয়েল ট্রড করতে গেলে ভাল হবে। কারন ফরেক্স যে বুজে সেটা তারই জন্য। আর না বুজে কিছু করা সম্ভব নয়। শুদু লস হবে। আশা করি ভাল কিছু করবেন। চিন্তা করবেন না।
-
আপনি যদি ডেমো করে থাকেন আর ফরেক্স এর মার্কেটিং অবস্থা বুজতে পারেন তবে আপনি ট্রড করতে যাচ্ছেন সেটা খুবি ভাল কথা। এতে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি অবশ্যই ভাল কিছু করতে পারবেন। তবে আমার মনে হয় যদি আপনি ডেমো না করে থাকেন তবে তা সেরে রিয়েল ট্রড করতে গেলে ভাল হবে। কারন ফরেক্স যে বুজে সেটা তারই জন্য। আর না বুজে কিছু করা সম্ভব নয়। শুদু লস হবে। আশা করি ভাল কিছু করবেন। চিন্তা করবেন না।
-
আমার মতে, ফরেক্সে দুশ্চিন্তার কোন কারন নেই। আপনি ডেমো ট্রেড করে থাকলে চিন্তার কারন দেখিনা আর যদি ডেমো ট্রেড না করে থাকেন তবে আগে ডেমো ট্রেড করুন তারপর রিয়েল ট্রেড শুরু করুন। তাহলেই আপনার সব ভয় দূর হয়ে যাবে ।আর অবশ্যই ফরেক্স কে খুব সহজ স্বাভাবিক চোখে দেখুন ।
-
আসলে বন্ধু ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড প্রকার গত ভাবে এিই মার্কেটে ট্রেড করা বা একই রকম তবে পার্থক্যটা শুধু মানসিক অবস্থার কারন আপনি ডেমো ট্রেডে রিস্ক নিতে ভয় পান না এবং কোন প্রকার চাপও অনুভাব করেন না তাই আমি আপনাকে বলবো রিয়েল ট্রেড করতে এলে ডেমো ট্রেড এর মানসিকতাটাকে বহাল রাখুন আর ধর্ষ্যকে বাড়ান তবেই লাভবান হবেন আশাকরি। ধন্যবাদ।
-
দুশ্চিন্তা ফরেক্স সফলতার পথে বাধা। তাই চিন্তা না করে ভালোবাবেট্রেড করার চেষ্টা করা দরকার। আর এজন্য দরকার ফরেক্স সম্পর্কে জানা ও বোঝা।
-
ফরেক্স এর মার্কেটিং অবস্থা বুজতে পারেন তবে আপনি ট্রড করতে যাচ্ছেন সেটা খুবি ভাল কথা। এতে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি অবশ্যই ভাল কিছু করতে পারবেন। তবে আমার মনে হয় যদি আপনি ডেমো না করে থাকেন তবে তা সেরে রিয়েল ট্রেড করতে গেলে ভাল হবে। কারন আরা নিজাএরাও জানে মার্কেট এ মার্কেট তার নিজেসস গতিতে চলে । তাই যখনি মার্কেট করবেন , স্তপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবেন ।
-
যেকোন ব্যাপারে দুশ্চিন্তা হয় বেশি তাদের ফরেক্স টিকে থাকা কঠিন হয়ে যাবে । ট্রেড করার সাথে সাথেই অনেক সময় দেখা যায় মার্কেট বিপরীত দিকে যাচ্ছে । তখন আপনি শান্ত থাকার চেষ্টা করুন । আসলে একজন ভাল ট্রেডার এর একটি বৈশিষ্ট্য হল যেকোন পরিস্থিতিতেই স্বাবাবিক থাকে । সহজে দুশ্চিন্তা করে না । লাভ হোক আর লস হোক স্বাভাবিক ভাবে মেনে নেয় ।
-
কাজ নিয়ে চিন্তা করা ভলো কিন্তু দুশ্চিন্তা করা ভালো নয়। কারন এর জন্য মনে ভয়ের সৃষ্টি হয় ভয় পেলে চলবেনা ভয় পেলে কিছু করা যায়না। আমি বলছি আপনি ফরেক্স ভালো করে জানলে অবশ্যই সফল হবেন আর ডেমো ট্রেডিং করুন। দুশ্চিন্তা করে ঘুম হারাম করবেন না ব্যবসা মানে ঝুকি। নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলুন আপনি অবশ্যই সফল হবেন।
-
আপনি সম্ভবত বেশি দিন ফরেক্স এর সাথে নিয়োজিত হননি।যার কারনে একটা এক্সট্রা প্রেসার কাজ করছে।ফরেক্সে এসব দ:শ্চিন্তা থাকা যাবে না দুশ্চিন্তার কোন কারন নেই। আপনি ডেমো ট্রেড করে থাকলে চিন্তার কারন দেখিনা আর যদি ডেমো ট্রেড না করে থাকেন তবে আগে ডেমো ট্রেড করুন তারপর রিয়েল ট্রেড শুরু করুন। তাহলেই আপনার সব ভয় দূর হয়ে যাবে।ফরেক্স কে খুব সহজ স্বাভাবিক চোখে দেখুন।মেন্টালি নিজেকে প্রিপেয়ার করুন।ভাবুন ফরেক্স খুব স্বাভাবিক কিছু। সবাই তো ফরেক্স করছে কেউ এতো অস্থির হচ্ছে না। আমি কেন অস্থির হচ্ছি।আর খুব দু:শ্চিন্তা হলে শিঘ্রই রিয়েল ট্রেডিংয়ে চলে আসুন।প্রথম প্রথম এমন হতেই পারে।আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে।
-
ডেমো ট্রেড আগে করে থাকেন তাহলে অবশ্যই আপনি ট্রেড ভাল শিখেছেন। যদি এখনো মনে হয় আরও কিছুদিন ডেমো করা প্রয়োজন তাহলে করুন। রিয়েল ট্রেড এলাভ লস হতেই পারে । একজন ট্রেডার শুরুতেই লাভ নাও করতে পারে। তাই দুশ্চিন্তা মুক্ত হয়ে ট্রেড করুন।
-
আপনি ডেমো ট্রেড করে থাকলে চিন্তার কারন দেখিনা আর যদি ডেমো ট্রেড না করে থাকেন তবে আগে ডেমো ট্রেড করুন তারপর রিয়েল ট্রেড শুরু করুন। তাহলেই আপনার সব ভয় দূর হয়ে যাবে। দুশ্চিন্তার কোন কারন নেই। নিজের এনালাইসিস এর উপর ভরসা রাখি। কিন্তু একাউন্ট ব্যালেন্স খুব কম হওয়ায় বেশি প্রফিট করা যায় না। তবে হ্যা আপনি দুশ্চিন্তা না করে মনে সাহস রেখে এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে নির্ভয়ে ট্রেড করুন এবং আপনার কাংখিত সফলতা অর্জন করুন।
-
ফরেক্স ব্যবসা যখনই করব তখনই আমরা কোন প্রকার দুসচিন্তা করা যাবে না । আমরা যদি অন্য কোন দুসচিন্তা করি তাহলে অবশ্যই আমরা লসে পড়ে যেতে পারি । সুতরাং আমরা যথনই ফরেক্স ব্যবসা করব তখনই আমরা অন্য কোন দুসচিন্তা করব না। যারা নতুন তারা ইনভেষ্ট করার আগে এ রকম দুশ্চিতায় পড়ে থাকে। তবে আমার মতে আপনি আগে বেশি বেশি ডেমো ট্রেড করুন। একদম সফল না হলে কখনোই ডেমো ট্রেড করতে যাবেন না। আপনি যদি ডেমোতে সফল হতে পারেন তাহলে আপনার দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে
-
আপনি তখনি রিয়েল মার্কেটআর যখন আপনি দুশ্চিন্তা করবেন এই মার্কেট এ যারা লাইভ মার্কেট করে তারা সবাই এই সমসসায় ভোগে।কারন আরা নিজাএরাও জানে মার্কেট এ মার্কেট তার নিজেসস গতিতে চলে।আপনি সম্ভবত বেশি দিন ফরেক্স এর সাথে নিয়োজিত হননি।যার কারনে একটা এক্সট্রা প্রেসার কাজ করছে।ফরেক্সে এসব দ:শ্চিন্তা থাকা যাবে না।ফরেক্স কে খুব সহজ স্বাভাবিক চোখে দেখুন।মেন্টালি নিজেকে প্রিপেয়ার করুন।ভাবুন ফরেক্স খুব স্বাভাবিক কিছু। সবাই তো ফরেক্স করছে কেউ এতো অস্থির হচ্ছে না। আমি কেন অস্থির হচ্ছি।আর খুব দু:শ্চিন্তা হলে শিঘ্রই রিয়েল ট্রেডিংয়ে চলে আসুন।প্রথম প্রথম এমন হতেই পারে।আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে।তাই যখনি মার্কেট করবেন , স্তপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবেন। তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না।
-
ফরেক্স এর সাথে নিয়োজিত হননি।যার কারনে একটা এক্সট্রা প্রেসার কাজ করছে।ফরেক্সে এসব দ:শ্চিন্তা থাকা যাবে না।ফরেক্স কে খুব সহজ স্বাভাবিক চোখে দেখুন।মেন্টালি নিজেকে প্রিপেয়ার করুন।ভাবুন ফরেক্স খুব স্বাভাবিক কিছু। সবাই তো ফরেক্স করছে কেউ এতো অস্থির হচ্ছে না। আমি কেন অস্থির হচ্ছি।আর খুব দু:শ্চিন্তা হলে শিঘ্রই রিয়েল ট্রেডিংয়ে চলে আসুন।প্রথম প্রথম এমন হতেই পারে।আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে।আপনি ফরেক্স এ রিয়েল একাউন্টে ট্রেড করতে যাচ্ছেন। আমি দোয়া করি আপনি যেন এখান থেকে প্রফিট করতে পারেন। আর আপনি যে দুচিন্তা করছেন তা স্বাভাবিক। আমি মনে করি আপনি ঐ সকল চিন্তা না করে আপনার ঐ সময় টুকু মার্কেটে দেন তা হলে ভাল হবে।আপনি ফরেক্স এ রিয়েল একাউন্টে ট্রেড করতে যাচ্ছেন। আমি দোয়া করি আপনি যেন এখান থেকে প্রফিট করতে পারেন। আর আপনি যে দুচিন্তা করছেন তা স্বাভাবিক। আমি মনে করি আপনি ঐ সকল চিন্তা না করে আপনার ঐ সময় টুকু মার্কেটে দেন তা হলে ভাল হবে।
-
আমি মনে করি আপনি যদি ডেমো করে থাকেন আর ফরেক্স এর মার্কেটিং অবস্থা বুজতে পারেন তবে আপনি ট্রড করতে যাচ্ছেন সেটা খুবি ভাল কথা। এতে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি অবশ্যই ভাল কিছু করতে পারবেন। তবে আমার মনে হয় যদি আপনি ডেমো না করে থাকেন তবে তা সেরে রিয়েল ট্রড করতে গেলে ভাল হবে। কারন ফরেক্স যে বুজে সেটা তারই জন্য। আর না বুজে কিছু করা সম্ভব নয়। শুদু লস হবে। আশা করি ভাল কিছু করবেন। চিন্তা করবেন না।
-
দু;চিন্তা একটু হবেই।তবে সব ব্যবসায় ঝুকিগ্রহন করতে হয়।মনে সাহস রাখুন আশা করি সাক্সেস অবশ্যই পাবেন।তবে ইনভেস্ট করার আগে নিজের কাছে প্রশ্ন রাখুন আপনি কি একজন দক্ষ ট্রেডার হয়েছেন।কারন আপনি যদি দক্ষ ট্রেডার না হন তাহলে আপনার মুলধন শূন্য হয়ে যাবে।ভাল একটা নিউজ আপনি ফরেক্স এ রিয়েল একাউন্টে ট্রেড করতে যাচ্ছেন। আমি দোয়া করি আপনি যেন এখান থেকে প্রফিট করতে পারেন। আর আপনি যে দুচিন্তা করছেন তা স্বাভাবিক। আমি মনে করি আপনি ঐ সকল চিন্তা না করে আপনার ঐ সময় টুকু মার্কেটে দেন তা হলে ভাল হবে।
-
আসলে বন্ধু ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড প্রকার গত ভাবে এিই মার্কেটে ট্রেড করা বা একই রকম তবে পার্থক্যটা শুধু মানসিক অবস্থার কারন আপনি ডেমো ট্রেডে রিস্ক নিতে ভয় পান না এবং কোন প্রকার চাপও অনুভাব করেন না তাই আমি আপনাকে বলবো রিয়েল ট্রেড করতে এলে ডেমো ট্রেড এর মানসিকতাটাকে বহাল রাখুন আর ধর্ষ্যকে বাড়ান তবেই লাভবান হবেন আশাকরি। ধন্যবাদ।