-
ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জনের নিদিষ্ট কোন সীমারেখা নেই। প্রতিনিয়ত ফরেক্স মার্কেটে শেখা ও জানাতে হয়। আমার মতে একজন অনভিজ্ঞ ফরেক্স ট্রেডারের উচিত ফরেক্স বিষয়ে শুরুতে কোন ইন্ডিকেটর না ব্যবহার করা উচিত। এতে করে ফরেক্সের জ্ঞান অর্জন করা যায় না। আমি ফরেক্সে মার্কেট এনালাইসিস করি ও নিজে কৌশলে ট্রেড করে থাকি।
-
একজন ভাল ট্রেডার যদি ফরেক্সএ ভার করতে চায় তাহলে আপনাকে অবস্যই কোন না কোন পদ্ধতি অবল্বন করতে হবে । আপনি বিভিন্ন ওয়েব সাইটে নানা রকম এনালাইসিস ও স্ট্রাটেজি পাবেন । আপনি তার যে কোন একটি অবলম্বন করতে পারেন । আমি সাধারনত স্টকস্টিক ইন্ডিকেটর ব্যবহার করে থাকি।
-
আমি ফরেক্স এখনো কোনো স্ট্রাটিজি ব্যবহার করিনি। কিন্তু দিনের বেলায় ২০ - ৪০ পিপস স্ক্যালপিং করতে পারছি। রাতের বেলা মার্কেট দ্রুত মুভ করে তাই তখন যতবার ট্রেড নিছি ততবারই ধরা খাইছি।
-
আমি একজন নতুন এবং ফরেক্স সম্পর্কে অজ্ঞ ট্রেডার । একজন নতুন ট্রেডার সহজেই নিজের একটা পদ্ধতি তৈরি করতে পারেনা । কারণ একটা ভালো ও নির্ভরযোগ্য পদ্ধতি গড়ে তোলার পিছনে রয়েছে অনেক শ্রম চেষ্টা এবং বিচক্ষণতা ও অভিজ্ঞতা । ফরেক্সে একটা ভালো স্ট্রাটেজি গঠন করতে পারলে আমি অনেক বেশি উপকৃত হবে । আমার এখনো অনেক শেখার বাকি আছে তাই আমি অভিজ্ঞতা অর্জন করার পরেই একটা ভালো পদ্ধতি তৈরী করব ইনশাআল্লাহ ।
-
আমি ফরেক্স ট্রেডিং এ নতুন। আমি এখানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছি। তবে আমি স্ক্যাল্পিং ট্রেড করি।আর আমি সকলের সাথে একমত যে প্রত্যেকেরই কোন না কোন ট্রেডিং পদ্ধতি অবলম্বন করা উচিত। কারন এটি ভাল প্রফিটের পূর্ব শর্ত বলে আমি মনে করি। ফরেক্স মার্কেট এ হাজার ও ট্রেডিং স্ট্রেটিজি আছে। কিন্তু তাই বলে সব স্ট্রেটিজি দিয়ে আমরা ফরেক্স থেকে প্রফিট করতে পারব তা কিন্তু নয়। যে স্ট্রেটিজি দিয়ে আমরা ৬০-৭০ ভাগ প্রফিট করতে পারব সেটা দিয়ে আমরা ট্রেড করবে।
-
আমি একজন স্কালপার এবং আমি আবিএফএক্স টা
ব্যবহার করি। তবে শুধু মাত্র ইনডিগেটর আডনাকে
কখনো শতভাগ নিশ্চায়তা প্রদান করে না। তবে এর
সথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ণ এবং ফান্ডামেন্টাল
অ্যানালাইসিস অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এইগুলো
দেখে ট্রেড করলে মোটামুটিভাবে ৭০-৭৫% ট্রেডে
লাভ করা যায়। তবে অবশ্যই আপনার এটি স্ট্রং
স্ট্রটেজি থাকাটা বাঞ্জনিয়।
-
ফরেক্সে আমি নিজেকে বিগিনার পর্যায়ের অর্থাৎ নিউবি ট্রেডারই মনে করি। কারন আমার শেখার রয়েছে অনেক কিছু। রয়েছে অনেক ল্যাকিংস। পূর্নাঙ্গ ট্রেডার হয়ে উঠতে হলে আমার ল্যাকিংস গুলো কাটিয়ে উঠতে হবে। আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা। নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই। এতে কখনো সফলতা পাই আবার কখনো ব্যর্থও হই।
-
ফরেক্স মাকেটে ট্রেড করতে হলে কিছু ট্রেডিং কৈৗশল অনুসরন করতে হয়।আমি ট্রেড করার সময় কিছু ইন্ডিকেটর ফলো করি।তাছাড়া আমি কেন্ডেল স্টিক নিয়ে বেশী অ্যনালাইসিস করে ট্রেড করি। তাতে আমার ৭০-৮০% ট্রেড পজিটিভের দিকে থাকে।
-
আমি ফরেক্স এ নতুন তাই আমি কোনো ট্রেডিং পদ্ধিতি ব্যবহার করি না । আমি সাধারনত মাকের্ট এ্যানালাইসিস ব্যবহার করে ট্রেডিং করে থাকি।
-
ফরেক্স মার্কেটে নতুন তাই মার্কেট সম্পর্কে তেমন একটা ভাল ভাবে বুঝি না।আমি এখনো ডেমো প্রাকটিস করি কারন ইনভেস্ট করার মত সাহস পাই না।তবে আমি যখন ডেমো তে ট্রেড করার আগে আমি মার্কেটের সকল নিউজ পড়ে বোঝার চেষ্টা করি তারপর টেকনিকাল এনালাইসিস করার চেষ্টা করি এবং ট্রেড ওপেন করি।
-
একেক জনের ট্রেডিং করার পদ্ধতি একেক রকম হতে পারে । যার যে পদ্ধতিতে ট্রেড করতে ভালো লাগে সে সেই পদ্ধতিতে ট্রেড করতে পারবেন । এতে কোন নির্দিষ্ট নিয়ম কানুন নেই তবে ফরেক্স এর মূল বিষয় গুলো একই রকম । তবে সেটা নির্ভর করে প্রত্যেক ট্রেডারদের নিজের ইচ্ছার উপর ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই কোন না কোন পদ্ধতি ব্যবহার করতে হবে। ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেডিং পদ্ধতি রয়েছে। এবং এখানে একেকজন ট্রেডার একেক রকম পদ্ধতি ফলো করে থাকেন। আমি সাধারণত স্কাল্পিং মেথড ব্যবহার করে থাকি। ফরেক্স মার্কেটে আমার অভিজ্ঞতাও খুব বেশি নয় এবং মূলধনের পরিমাণও কম। তাই আমি স্কাল্পিং করে থাকি। লং ট্রেড করার জন্য অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল অভিজ্ঞতার দরকার আছে এবং একই সাথে বড় মূলধন ছাড়া লং ট্রেডিং করা অনেকটা রিস্কি।
আপনি যে পদ্ধতিতে ভাল প্রফিট করতে পারেন আপনাকে সেই পদ্ধতি ফলো করা উচিত। আপনি কোন মেথডে যদি ৬০% ট্রেডে সফল হন তাহলে সেই পদ্ধতি ফলো করাই ভালো। শুরুতে প্রফিট কম হলেও সময়ের সাথে দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আপনি ভাল প্রফিট করতে পারবেন। শুধু বলবো আপনি যে মেথডে কমফোর্ট ফিল করেন সেই মেথড কন্টিনেও করে যান।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় একেক জন একেক ট্রেডিং পদ্ধতি ব্যবহার করে থাকেন। যে যেটায় সুবিধা মনে করেন বা ভালো প্রফিট অর্জন করতে পারেন সে সেটাই ব্যবহার করে থাকেন। বিশেষ করে নতুন ট্রেডারদের স্কাল্পিং মেথাড ব্যবহার করা *উচিত। কেননা লং টাইমে ট্রেড করতে অভিজ্ঞতা, ধৈর্য এবং বেশি মূলধনের দরকার রয়েছে। কিন্তু নতুন ট্রেডারদের এর প্রত্যেকটির ঘাড়তি রয়েছে। না আছে অভিজ্ঞতা না আছে ধৈর্য। নতুন ট্রেডারদের মধ্যে ধৈর্য ব্যাপারটা খুব কমেই দেখা যায়। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়লে তখন লং টাইমে ট্রেড করা যেতে পারে।
সবথেকে বড় কথা হলো আপনি কোন মেথডে সফল সেই মেথড ব্যবহার করা উচিত। আপনি কোন মেথড ব্যবহার করে যদি ৭০-৭৫% ট্রেডে প্রাফিট করতে পারেন তাহলে আপনি অবশ্যই সেই মেথড ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কোন না কোন পদ্ধতি অবলম্বন করতে হবেই এমনটা কথা নয়। প্রত্যেকেরই নিজস্ব কিছু স্টাইল রয়েছে ট্রেড করার জন্য। অনেকেই অনেক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকে। তবে কোনো ইন্ডিকেটরই শতভাগ নিশ্চয়তা প্রদান করেনা। ফরেক্স ট্রেড করার জন্য যদি আপনি ইন্ডিকেটর ইউজ করেন তবে আপনার এতদিনের কঠোর পরিশ্রম ব্যর্থ হবে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে কোন ইন্ডিকেটর ব্যবহার করিনা নিজে অ্যানালিসিস করি এবং ট্রেড করি তবে এতে অনেক সময় হয়ত লস হয় কিন্তু আমি তাতে স্যাটিসফাই।
-
ফরেক্স এর কিছুই শিখতে পারি নি আমি এখনো শিখার মধ্যে আছি তাই কোন ধরনের স্ট্রেটিজি ব্যবহার করি না। তবে আমার কাছে স্ক্যল্পিং করতে অনেক ভাল লাগে জানি এটাতে অনেক রিস্ক থাকে কিন্ত তারপরও এটা অনেক ভাল লাগে কারন এতে আমাকে কোন ধরনের এনালাইসিস করতে হয় না কোন ধরনের মানি মেনেজমেন্ট করতে হয় না কোন স্ট্রেটিজি ফলো করতে হয় না শুধু মার্কেট ফলো করে মার্কেট এর মুভমেন্ট দেখে ট্রেড বসিয়ে থাকি।ফরেক্সে একটা ভালো স্ট্রাটেজি গঠন করতে পারলে আমি অনেক বেশি উপকৃত হবে । আমার এখনো অনেক শেখার বাকি আছে তাই আমি অভিজ্ঞতা অর্জন করার পরেই একটা ভালো পদ্ধতি তৈরী করব ইনশাআল্লাহ ।
-
প্রতিটি ট্রেডারই কোনো না কোনো পদ্ধতি ব্যবহার করে। আমিও একটা ট্রেডিং পদ্ধতি ব্যবহার করি। আমি সর্বদা সুয়িং ট্রেডিং পদ্ধতি ব্যবহার করি যাতে রিস্ক কম নিয়ে বেশি প্রফিট করতে পারি। কেননা আমি মনে করি যে একজন নতুন ট্রেডার হিসেবে আমার কমপক্ষে ছয় মাস ডেমো ট্রেড করতে হবে । আর ডেমো ট্রেড করার মাধ্যমেই আমি একজন ফরেক্স দক্ষ ট্রেডার হয়ে উঠব । আর ফরেক্সে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে হলে অবশ্যই প্রয়োজন ফরেক্স ট্রেডিং দক্ষতা ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে আপনাকে ভিবিন্ন কোশল ব্যাবহার কোরতে হবে।আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা।নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই। এতে কখনো সফলতা পাই আবার কখনো ব্যর্থও হই।আমি আমার স্টাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড করি। আমি ট্রেড এর ক্ষেত্রে বেসি রিক্স নিনা। ফরেক্স মার্কেট এ আপনি রিক্স নিলেন্তো লস করলেন।ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে ঠান্ডা মাথাই চিন্তা কড়ে তারপর ট্রেড করবেন।আপনি বিভিন্ন ওয়েব সাইটে নানা রকম এনালাইসিস ও স্ট্রাটেজি পাবেন। আপনি তার যে কোন একটি অবলম্বন করতে পারেন। আমি সাধারনত স্টকস্টিক ইন্ডিকেটর ব্যবহার করে থাকি।
-
প্যাটার্ণ এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ । বিভিন্ন ওয়েব সাইটে নানা রকম এ্যানালাইসিস ও স্ট্রাটেজি পাবেন । আপনাকে অবস্যই কোন না কোন পদ্ধতি অবল্বন করতে হবে । আমি ট্রেড এর ক্ষেত্রে বেসি রিক্স নিনা ।
-
মার্কেট এ ট্রেডিং করতে আমি মানি ম্যানেজমেন্ট সিস্টেম অনুসরন করে ফরেক্স ট্রেডিং করে থাকি তাই আমাদের যা ডিপোজিট করে থাকি তা থেকে ২০% রিস্ক নিয়ে যদি ট্রেডিং করে তাহলে আমাদের অনেক প্রফিট হবে,তাই আমি রিস্ক কম নিয়ে ফরেক্স ট্রেডিং করে থাকি।
-
ফরেক্স এর কিছুই শিখতে পারি নি আমি এখনো শিখার মধ্যে আছি তাই কোন ধরনের স্ট্রেটিজি ব্যবহার করি না। তবে আমার কাছে স্ক্যল্পিং করতে অনেক ভাল লাগে জানি এটাতে অনেক রিস্ক থাকে কিন্ত তারপরও এটা অনেক ভাল লাগে কারন এতে আমাকে কোন ধরনের এনালাইসিস করতে হয় না কোন ধরনের মানি মেনেজমেন্ট করতে হয় না কোন স্ট্রেটিজি ফলো করতে হয় না শুধু মার্কেট ফলো করে মার্কেট এর মুভমেন্ট দেখে ট্রেড বসিয়ে থাকি।বেশিরভাগ সময়ই টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করে পজিশন ওপেন করি। এতে একুরেসি প্রায় ৪৫-৬৫%। তবে ঈলিয়ট ওয়েভ এনালাইসিস এ একুরেসি প্রায় ৭০-৭৫%। এইজন্য এই এনালাইসিস এর উপর বেশি ভরসা করি। আর টেকনিকাল আর ফান্ডামেন্টাল এর সাথে কম্বাইন্ড করে মুটামুটি ভালই ট্রেড করা যায়। তবে একাউন্ট ব্যালেন্স কম হওয়ায় প্রত্যাশা পুরন হয় না।
-
মুভিং এভারেজ হলো ফরেক্স ট্রেডারদের সবচেয়ে বেশি পছন্দনীয় একটি শক্তিশালী ইন্ডিকেটর। মুভিং এভারেজ দেখে ট্রেডে সহজভাবে এন্ট্রি নেয়া যায়। মুভিং এভারেজের হলো গড় প্রাইস। যেমন :- ডেইলি চার্ট ওপেন করে ১০০ মুভিং এভারেজ সেট করি, এর অর্থ হলো গত ১০০ দিনের ক্যান্ডলস্টিক চার্ট প্যাটার্নের গড় প্রাইস। দুটি মুভিং এভারেজের সমন্বয়ে ক্রসিং মুভিং এভারেজ ইন্ডিকেটর বানিয়ে ট্রেড করতে পারেন।আমি ব্যবহার করি ৫০/১৪।
টাইমফ্রেমঃ
ফরেক্স ট্রেডের জন্য টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেটাট্রেডার-৪ এ বিভিন্ন টাইমফ্রেম সন্নিবেশিত আছে। যেমন :- ৫মিনিট,১৫মিনিট,৩০ম িনিট,১ঘন্টা,৪ঘন্টা সাপ্তাহিক এবং মাসিক টাইমফ্রেম।আপনার সুবিধামত ব্যবহার করতে পারেন। আমার মতে বড় টাইমফ্রেম ব্যবহার করা ভাল। তাতে ট্রেডিং সিগনাল কম পাওয়া যায় কিন্ত লস কম হয়।আমি ৪ ঘন্টার টাইমফ্রেম ব্যবহার করি।মুভিং এভারেজ এবং ফিবোনাচ্চি ব্যবহার করি আর সাথে থাকে আর এস আই। তাতে মোটমুটি ভালোই হয় তবে আমার মনে হয় প্রাইজএকশনটা বেশী কাজ করে কারন সরাসরি চার্ট বোঝা যায় সুতরাং আমিও প্রাইজ একশন নিয়ে কাজকরার চেস্টা করছি। আমি আসলে ফরেক্স এ নতুন আমি এখন শিখছি। তবে আমার মনে হয় আমার আরও সময় নিয়ে শিখতে হবে এখনও রিয়েল ট্রেড করার মত প্রস্তুত হইনি আশা রাখি আরও ২-৩ মাসের ভিতর ভাল মুভমেন্ট যাবো রিয়েল ট্রেড এ।
-
আমি ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করি আমি আপনার সাথে একমত যে প্রত্রেকেরই কোন না কোন ট্রেডিং পদ্ধতি অবলম্বন করা উচিত কারন এটি ভাল প্রফিটের পূর্ব মর্ত বলে আমি মনে করি।ফরেক্সে আমি নিজেকে বিগিনার পর্যায়ের অর্থাৎ নিউবি ট্রেডারই মনে করি। কারন আমার শেখার রয়েছে অনেক কিছু। রয়েছে অনেক ল্যাকিংস। পূর্নাঙ্গ ট্রেডার হয়ে উঠতে হলে আমার ল্যাকিংস গুলো কাটিয়ে উঠতে হবে। আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা। নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই। এতে কখনো সফলতা পাই আবার কখনো ব্যর্থও হই।
-
আমি ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ক্রস স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করি।আর সবচেয়ে বেশি যে স্ট্র্যাটেজি ফলো করি তা হল প্রাইস একশন ট্রেডিং সিস্টেম।এর সাথে হারমনিক প্যাটার্ন,ফেবিনেন স রিটেসমেন্ট ট্রেড ও এটি আর ইন্ডিকেটর এর সাহায্য মার্কেট ডাইভারজেশন চিহিন্হত করার মাধ্যমে ট্রেড করি।এ ছাড়াও ইঙ্গালফিনসিগনাল এর মাধ্যমে ট্রেড করে থাকি।আমি একটি ট্রেড ওপেন করার আগে কযেকটি কনফুলুয়েন্স দেখে ট্রেড করি।এতে করে আপনার ট্রেডিং উইনিং রেট বেশি থাকবে।
-
৫মিনিট, ১৫মিনিট, ৩০মিনিট, ১ঘন্টা, ৪ঘন্টা সাপ্তাহিক এবং মাসিক টাইমফ্রেম । আপনার সুবিধামত ব্যবহার করতে পারেন । আমার মতে বড় টাইমফ্রেম ব্যবহার করা ভাল । তাতে ট্রেডিং সিগনাল কম পাওয়া যায় কিন্ত লস কম হয় । আমি ৪ ঘন্টার টাইমফ্রেম ব্যবহার করি । মুভিং এভারেজ হলো ফরেক্স ট্রেডারদের সবচেয়ে বেশি পছন্দনীয় একটি শক্তিশালী ইন্ডিকেটর। মুভিং এভারেজ দেখে ট্রেডে সহজভাবে এন্ট্রি নেয়া যায় । মুভিং এভারেজের হলো গড় প্রাইস । তাছাড়াও পূর্নাঙ্গ ট্রেডার হয়ে উঠতে হলে আমার ল্যাকিংস গুলো কাটিয়ে উঠতে হবে। অন্য সব ফরেক্স বন্ধুদের বলি ট্রেডিং পদ্ধতি ব্যবহার করার জন্য । ট্রেডিং পদ্ধতি ব্যবহার করলে মার্কেট ট্রেন্ড এর সাথে সাথে ট্রেড করে প্রফিট করা যায় ।
-
ট্রেডিং এ আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে তা হল বুদ্ধিবল ও দৈর্যবল কৌশল। সাথে সাথে আপনাকে নিউজ ও অন্যান্য সকল দিক গুলোর দিকে চোখ-নাক-কান খুলা রেখে কাজ করাটাই উপযুক্ত কৌশল।
-
একজন ভাল ট্রেডার যদি ফরেক্সএ ভার করতে চায় তাহলে আপনাকে অবস্যই কোন না কোন পদ্ধতি অবল্বন করতে হবে।আপনি বিভিন্ন ওয়েব সাইটে নানা রকম এনালাইসিস ও স্ট্রাটেজি পাবেন।আপনি তার যে কোন একটি অবলম্বন করতে পারেন। আমি সাধারনত স্টকস্টিক ইন্ডিকেটর ব্যবহার করে থাকি।ফরেক্সে আমি নিজেকে বিগিনার পর্যায়ের অর্থাৎ নিউবি ট্রেডারই মনে করি। কারন আমার শেখার রয়েছে অনেক কিছু। রয়েছে অনেক ল্যাকিংস। পূর্নাঙ্গ ট্রেডার হয়ে উঠতে হলে আমার ল্যাকিংস গুলো কাটিয়ে উঠতে হবে। আমি মূলত কোনো নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি ব্যবহার করিনা। নিজের মতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করে যাই। এতে কখনো সফলতা পাই আবার কখনো ব্যর্থও হই।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে একাধিক ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতে হবে।কারন ফরেক্স মার্কেটে একটি ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাকে সব সময়ই প্রফিট দিবে এমন নাও হতে পারে।এজন্য আপনাকে ফরেক্স মার্কেট এ একাধিক ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে।আমি ফরেক্স মার্কেটে বেশ কয়টি ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করি।যেমন
প্রাইস একশন ট্রেডিং স্ট্র্যাটেজি
ট্রেন্ড লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি
সাপোর্ট ও রেসিসটেন্স লেভেল থেকে ডাইভারজেনস ট্রেডিং স্ট্র্যাটেজি
ও বিভিন্ন ধরনের প্যাটার্ন দিয়ে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেটে সকলেই কমবেশি কিছু ইন্ডিকেটর ব্যাবহার করে থাকে।আর এই ইন্ডিকেটর মার্কেট বুঝতে অনেকটাই সাহায্য করে।আমি সাধারনত মুভিং এভারেজ এবং আরএসআই এই দুটি ইন্ডিকেটর ব্যাবহার করি।তবে ইন্ডিকেটর সবসময় সঠিক সিগন্যাল দেয় না।এজন্য আপনাকে ইন্ডিকেটরের সাথে সাথে সেন্টিমেন্টাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।কারন ফান্ডামেন্টাল এনালাইসিস মার্কেটে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে আপনাকে ভিবিন্ন কোশল ব্যাবহার কোরতে হবে। ফরেক্স মার্কেট এ আমি সাধারণত নিজের মতামতকে প্রাধান্য দি।আমি আমার স্টাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড করি। আমি ট্রেড এর ক্ষেত্রে বেসি রিক্স নিনা। ফরেক্স মার্কেট এ আপনি রিক্স নিলেন্তো লস করলেন।ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে ঠান্ডা মাথাই চিন্তা কড়ে তারপর ট্রেড করা ভালো। আমরা যদি হঠাত কড়ে নাজেনে ট্রেড করি করি তাহলে আমরা লস করব।আমি শুধু ফরেক্সের ফোরামে কাজ করছি এবং কিছু পোষ্টিং ডলার বানাচ্ছি যাতে ফরেক্সের ট্রেডিং মার্কেটে আমি ট্রেড করতে পারি । মামি ফরেক্সের ফরামে বেশি বেশি করে ট্রেড করি যাতে পোষ্টিং বোনাস বেশি পেয়ে থাকি । কারন পোষ্টিং ডলার যত বেশি থাকবে আমার তত বেশি সুবিধা হবে ট্রেড করতে এবং লাভ টাও ভাল হবে বলে আশা করি ।