ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷তারা বেশি লাভের আশায় বড় লটে ট্রেড করে,প্রায়ই নির্ভয়ে ওভার ট্রেডিং করে,মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করে না,লিভারেজ নেয় অনেক বেশি,সেশন দেখে-বুঝে সময় মতো ট্রেড করে না,নিউজ আওয়ারে নিউজ ইমপেক্ট না বুঝেই ট্রেড করতে থাকে,দ্রূত লাভের আশায় স্ক্যালপিং করে...অস্হির হয়ে ট্রেড করে৷