এ্যাকাউন্ট তো মাঝে মাঝে জিড়ো হবেই তা নিয়ে চিন্তা করা যাবে না । অামরা বেশি চিন্তা করলে অাবার সমস্যায় পড়ে যেতে পারি । সুতরাং যা হারাব তা নিয়ে চিন্তা না করে ভবিষ্যত কিভাবে গড়া যায় সেই খেয়ালে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
Printable View
এ্যাকাউন্ট তো মাঝে মাঝে জিড়ো হবেই তা নিয়ে চিন্তা করা যাবে না । অামরা বেশি চিন্তা করলে অাবার সমস্যায় পড়ে যেতে পারি । সুতরাং যা হারাব তা নিয়ে চিন্তা না করে ভবিষ্যত কিভাবে গড়া যায় সেই খেয়ালে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
একবার যে সময় চলে তা আর ফিরে পাওয়া যায় না। আর একটা লসে গেলে সেটা আমরা প্রফিট এ নিয়ে আসতে পারব না। যতক্ষন না মার্কেট নিজ গতিতে মুভ করছে। ট্রেড দিয়ে লস হলে কস্ট পাওওয়ার কিছু নেই। এখানে লস হলে মন খারাপ করে বসে না থেকে পুনরায় আবার ট্রেড করতে হবে।
যখন ট্রেড গুলো প্রফিট থাকে তখন খুব ভাল লাগে। আবার যখন বেশি আল্ভের আশায় বসে থাকি পরে শেষে দেখি লাভের ট্রেডগুলো সব লসে যাচ্ছে। তখন মনটা খুব খারাপ হয়। কিন্তু আমরা যদি তখন ব্রেক ইভেন করি রাখি তাহলে আমাদের সেখানে কিছু হলে ও লাভ থাকে।
লাভ লস সব ব্যবসাতেই আছে। একসময় লস হবে। আরেক সময় লাভ হবে। আর লস হলে অখান থেকে ভুল গুলো ধরতে হবে। আপনি এই লস করবেন তো এই লাভ করবেন । তাই লস হলে সেটা ভুলে গিয়ে আবার লাভের জন্য নতুন করে কাজ শুরু করবেন। সব ট্রেডার রাই ব্যবসা করার সময় লস খেয়ে থাকে।
এ্যাকাউন্ট তো মাঝে মাঝে জিড়ো হবেই তা নিয়ে চিন্তা করা যাবে না । অামরা বেশি চিন্তা করলে অাবার সমস্যায় পড়ে যেতে পারি । সুতরাং যা হারাব তা নিয়ে চিন্তা না করে ভবিষ্যত কিভাবে গড়া যায় সেই খেয়ালে থাকব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
ভাই আপনাকে ধন্যবাদ আপনি অত্যন্ত সুন্দর একটি কথা এখানে তুলে ধরেছেন৷আসলে আমরা আমাদের জীবনে বাধ্য হয়েই অনেক কিছু হারিয়ে ফেলি৷জীবনের বিভিন্ন ধাপে ধাপে এগুতে হলে পিছনে অনেক কিছুই ত্যাগ করে ফেলে যেতে হয়-এটাই আমাদের জীবনের চিরাচরিত নিয়ম৷আমরা প্রতিনিয়ত ফরেক্স মার্কেটে কমবেশি সবাই লস করে থাকি৷এই লস নিয়ে আমরা প্রায়ই মন খারাপ করি,হতাশ হয়ে দুঃখ পাই,আমাদের মাঝে অনেকেই এসব কষ্ট সহ্য না করতে পেরে মার্কেট ছেড়ে চলে যেতে বাধ্য হন৷আর যারা এই লসের দুঃখ-কষ্টকে সহ্য করে টিকে থাকতে পারেন তারাই এই মার্কেটে একসময় প্রতিষ্ঠিত ট্রেডার হিসেবে দাঁড়িয়ে যান৷আমাদের জীবনে যেমন ক্ষতি হবেই ঠিক তেমনিভাবে ফরেক্স মার্কেটেও লস হবেই হবে৷তা নিয়ে চিন্তা না করে বরং সামনের দিকে কাজ করে যাওয়াই আমাদের জন্য মঙ্গলজনক হবে৷যা হারিয়ে গেছে তা নিয়ে দুঃখ করে আর কি হবে ? আমার গত তিন বছরে তিল তিল করে জমানো 4,500 ডলার account balance যার মধ্যে 3,500 ডলার প্রফিট ছিল,আমার দীর্ঘদিনের খুবই কষ্টের প্রফিট 3,500 ডলার !!! আমার নিজের উপার্জন 3,500 ডলার এবং পুরো 4,500 ডলার সহ ট্রেডিং একাউন্টটিই সম্প্রতি চোখের সামনে হারিয়ে গেল !!! একটি টাকাও হাতে পেলাম না৷তাই আপনাদের সবাইকে বলি যা হারিয়ে যাবে তার কথা ভুলে যাওয়াই উচিত-নইলে আমার মতো আধা পাগল হয়ে নদীর ধারে উপুড় হয়ে পড়ে থাকবেন৷
লাভ- লস নিয়েই ব্যবসা।আপনি যদি প্রকৃত ট্রেডার হন তাহলে অবশ্যই আপনাকে লাভ-লস দুইটাই গ্রহন করতে হবে।লাভ করলে যেমন আনন্দ লাগে তেমনি লস করলে কষ্ট পাওয়া স্বাভাবিক।ট্রেডে লস করলে তার জন্য কষ্ট পেয়ে বসে না থেকে, কি কারনে লস হলো ? তার কারন অনুসন্ধান করে পরবর্তিতে ট্রেডের সিস্টেম পাল্টানো উচিত।
আপনি অত্যান্ত গুরুত্বপূর্ন মেসেজ দিলেন যা অনন্য। আসলেও যা যাবার তা যাবেই কখনও আটকানো যাবে না। তবে আমাদের হারানো থেকে শিক্ষা গ্রহন করতে হবে আর ইতিহাসে আছে যিনি হারেন বেশী শেষ পর্যন্ত সফলতা তার কাছেই ধরা দেয় বেশী। তাই যখন লস হবে আপনাকে প্রথম শান্ত হতে হবে। যদি আপনি শান্ত হতে না পারেন তাহলে সব শেষ। আর শান্ত হতে হলে আপনাকে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, সময় নিয়ে নিজেকে অন্য কোন কাজে নিয়োজিত করতে হবে। যখন আপনার মন ভাল হবে তখন আপনার লস গুলোকে এনলাইসিস করে দেখতে হবে কেন লস হলো তারপর আবার নতুন করে শুরু করতে হবে।
হ্যা আমি আপনার সাথে সহমত পোষণ করছি,যা হারিয়ে ফেলছের তা ভেবে কষ্ট পাবেন না,চিন্তামুক্ত ভাবে সামনের দিক এগিয়ে যাবেন,ফরেক্স এ আমরা যখন লস এর শিখার হয়ে থাকি হারিয়ে ফেলে ডলার এর জন্য কষ্ট পাই এতে আমাদের মানসিক সমস্যা হয়ে থাকে কাজ এ মন বসে না তাই আমাদের তখন চিন্তামুক্ত ভাবে থেকে সামনের দিক যেতে হবে সফলতা পাওয়ার জন্য।
কোন কিছু আসলে হারিয়ে গেলে তা ফিরে পাওয়া জায় না তবুও দেখি মানুস বিনা কারনে সেই জিনিস নিয়ে ভেবে সুধু সুধু সময় নস্ট করে তাই কোন জিনিস হারিয়ে ফেললে সেই জিনিস নিয়ে না ভেবে কি করে ভাল করা জায় তাই নিয়ে ভাবা উচিৎ কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে যদি লস জায় তা নিয়ে ভেবে লাভ নাই কিভাবে আর ভাল করা জায় লাভ করা জায় তাই নিয়ে ভাবতে হবে ।
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট এই মার্কেটে জেকন সময় লাভ লস হতে পারে তাই লস করলে কোন কস্ট করে লাভ নাই কেন এখন জা লস হয়ছে একটু পড়ে সেই লস কভার করে তার চেয়ে বেশি লাভ হতে পারে তাই ফরেক্স মার্কেটে লস হলে সেই লসের কথা ভেবে কস্ট পাওয়া যাবে না।
ফরেক্স একটা ট্রেড প্রতিষ্ঠান।এখানে শুধু লাভের আশা করবেন সেটা হতে পারে না।কিছু লস আপনাকে নিতে হবে।তবে লসের পর আপনাকে কষ্ট পেয়ে মুষড়ে পড়লে চলবে না।ধৈর্য ধারন করে লোভ ত্যাগ করে সামনের দিকে অগ্রসর হতে হবে তবেই আপনার কল্যান হবে।
এই মার্কেটে লাভ বা লস দুটোই থাকবে। শুধু এই মার্কেটে কেন সব ধরনের ব্যবসাতেই লাব লস থাকে। তাই কি লস করলেন বা হারালেন। এটা নাভেবে কেন হারালেন এবং কিভাবে এটা আবার উদ্ধার করতে পারবেন সেদিকে নজর দিন। এটা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহাজ্য করবে।
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট এই মার্কেটে জেকন সময় লাভ লস হতে পারে তাই লস করলে কোন কস্ট করে লাভ নাই কেন এখন জা লস হয়ছে একটু পড়ে সেই লস কভার করে তার চেয়ে বেশি লাভ হতে পারে তাই ফরেক্স মার্কেটে লস হলে সেই লসের কথা ভেবে কস্ট পাওয়া যাবে না।
আমি বলবো ফরেক্স ব্যবসায় মূলধন হারিয়ে কষ্ট পাওার দরকার নাই । আমি কেন ঐ মূলধন হারিয়েছেন তা সমাধান করার চেষ্টা করুন তাহলে আপনি যে মূলধন হারিয়েছেন তার থেকে অধিক মুনাফা আয় করতে পারবেন । সেই জন্য আপনাকে ফরেক্স ব্যবসায় ভালো জ্ঞান অর্জন করতে হবে । আপনি ফরেক্স মার্কেট এ যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন তত বেশি মুনাফা আয় করার সম্ভবনা বেড়ে যাবে । তাই ফরেক্স ব্যবসা ভালো করে শিখতে হবে ।
অতীত ভেবে কষ্ট পাওয়া বা খুশী হওয়ার কিছু নেই, অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া। পিছনে জয়-পরাজয় যাই থাকুক না কেন, তা থেকে হয়তো শিক্ষা নিয়ে অথবা অতীতের সফলতাকে স্বরণ করে তা থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে চলতে পারেন। কিন্তু অতীত আঁকড়ে ধরে থাকলে কখনোই সামনে এগুবার পথ খুঁজে পাবেন না। অতীত কখনো আর ফিরে আসবে না, তাই সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
ফরেক্স এমন একটা জায়গা যেখানে আপনি এই লস করবেন তো এই লাভ করবেন। অবশ্য যেকোনো ব্যবসাতেই লাভ লস ব্যপার টা জড়িত । এখন আপনি ফরেক্সে যা লস করবেন অর্থাৎ যা হারাবেন সেটা আপনার মনে রাখা মোটেও উচিত হবে না। কারন হারানো জিনিস আপনি কখনোই ফিরে পাবেন না। তাই হারানো জিনিস মনে না রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াই আপনার লক্ষ্য হওয়া উচিৎ।
ব্যাবসায়ে লাভ যেমন হবে পাশাপাশি মাঝে মধ্যে লসও হবে আর এটি মেনেই আপনাকে ফরেক্সে আসতে হবে। সব সময় প্রফিট লাভ করা কোন ট্রেডারের পক্ষেই সম্ভাব না ।কারন সব সময় অ্যানালাইসিস,নিউজ ইত্যাদি দ্বারা মার্কেট প্রবাবিত হবে এটা ভাবা ভূল সেই কারনে মাঝে মধ্যে লসকেও মেনে নিতে হবে। আপনি যদি অভিজ্ঞ বুদ্ধিমান ট্রেডার হয়ে থাকেন তবে লসের পর কখনই সেটা নিয়ে মন খারাপ করবেন না বরং লসকে কিভাবে দ্রুত রিকভার করা যায় সেটা ভাবা উচিত।আমার দেখা এমন অনেক ট্রেডার রয়েছেন যারা লসের পর রাগে,ক্ষভে মার্কেট থেকে বিদায নিয়েছেন কিন্তু আমার মনের হয় আসলে রাগ বা ক্ষেভের কিছু নেই কারন আপনি কার উপর রাগ করবেন হয়তোবা ট্রেড করার ক্ষেত্রে ঐ সকল ট্রেডারদের কোন ভূল ট্রেডিং সিদ্ধান্তই ছিল লসের কারন তাই লসের পর সর্ব প্রথম উচিত লসের কারন খুজে বের করা এবং ভবিষ্যতে একই কারনে যেন রল না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা।
ফরেক্সে ট্রেড করতে গিয়ে লাভের পাশাপাশি মাঝে মধ্যে আপনাকে লসও করতে হতে পারে আর তার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। লসের পরে সবারই কম বেশি কষ্ট লাগে কিন্তু সব থেকে ভাল হয় কষ্টকে পুষে না রেখে লসকে রিকভার করে প্রফিটের পথে ফিরে যাওয়া। আর এমনটা যারা করতে পারে আমি মনে করি ফরেক্স ট্রেডিং তাদের জন্যই উপযুক্ত জায়গা। তবে সব সময় ট্রেড করার পূর্বে অবশ্যই মানিম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিসকে বিবেচনা করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা উচিত তাতে করে লসের সম্ভাবনা অনেকাংশে কুমিয়ে আনা সম্ভাব।
ফরেক্স মার্কেটে নতুনরা যারা আছে তারা হইতো অনেক টাকা লস দিতে পারে ট্রেড করার মাধ্যমে কিন্তু তাতে যদি মন খারাপ করে বসে থাকে তাহলে কিন্তু চলবে না। অতীতের কথা মাথায় রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।এতেই আপনি সফলতার আসা করতে পারবেন।
আমি মনে করি বর্তমান নিয়ে চলা আর ভবিষৎ নিয়ে আমাদের ভাবা উচিত ।কিন্তু অতীতে কী ঘটেছে তানিয়ে ভেবে সময় নষ্ট করার কিছু নেই বা কষ্ট পাবার ও কিছু নেই ।আমরা যদি বর্তমান নিয়ে চলি আর অতীত না ভাবি তাহলে জীবনে অনেক কিছু করতে পারব ।
একটি চমৎকার একটি কথা যা ফরেক্স এর অত্যান্ত প্রয়োজন । অতিত থেকে শিক্ষা গ্রহন করাই বুদ্ধিমানের কাজ ফরেক্সে অনেকে অতীতে হয়তো আপনার অনভিজ্ঞতার কারনে লস করেছেন বা আপনার অভিজ্ঞতায় অনেক লাভ করেছেন।আমার মতে ফরেক্স এ ট্রেড করার আগে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট এই মার্কেটে জেকন সময় লাভ লস হতে পারে তাই লস করলে কোন কস্ট করে লাভ নাই কেন এখন জা লস হয়ছে একটু পড়ে সেই লস কভার করে তার চেয়ে বেশি লাভ হতে পারেতবে ফরেক্স ট্রেডিং এ হারানোর সাথে সাথে আর একটি বিষয আছে সেটি হচ্ছে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে । যা হারিয়ে গেছে তাকে ভেবে সময় নষ্ট না করাই ভাল । তবে কেন হারাল এটা এনালাইসিস করে বের করতে হবে ।আমি মনে করি আমি বলব ফরেক্স হল এমন একটি মার্কেট যার রুপ অনেক । আপনি এই লস করবেন তো এই লাভ করবেন।এটা একটা রুপ।
সব ব্যবসায় লাভ লস দুটোই থাকে। যেহেতু ফরেক্স একটি ব্যবসা তাই এই ব্যবসায় লস লাভ থাকবেই এটাই সাভাবিক। তাই ফরেক্স এ লস করলে তা ভেবে কষ্ট না পেয়ে নতুন ভাবে নতুন উদ্দামে ফরেক্স ট্রেড করা উচিত।
মানুষের জীবন তিন সময় থাকে , অতিত ,বর্তমান , ভবিস্বৎ । সুতারাং যেটা হারিয়েছেন সেটা আপনার অতীত । আর অতীত ভেবে কষ্ট না পেয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে , অতীতের লাভ লস দুটুথেকেই শিক্ষা নিয়ে সামনে আগাতে হবে।আর ফরেক্স এর ক্ষেত্রেও ঠিক তেমন । ফরেক্স যেহেতু একটি ব্যাবসা সুতারাং লাভ-লস থাকবেই। তাই একবার লস করে বসে না থেকে আবারো সামনে আগাতে হবে।
মানুষের অতীত নিয়েই তৈরি হয় বর্তমান। একটা মানুষের পক্ষে সব কিছু পাওয়া সম্ভব না। কিছু পাবে, কিছু হারাভে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সব সময় কোন কিছু পাওয়ার জন্যই প্রস্তুত থাকি।কিছু যে হারাতেও পারে তার জন্য প্রস্তুত থাকি না। আমাদের মানুষিকতায় কখনো এটা থাকেনাযে,আমরা যেমন কিছু পেতে পারি,, তেমনি কিছু হারাতেও পারি। আর যা হারায় তা কখনো ফিরে আসে না।তাই হারানো জিনিসের কষ্টে সময় নষ্ট না করে, সেই জিনিসের থেকেও বেশি কিভাবে প্রাপ্ত করা যাবে, এটা করাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি।
আমি প্রশ্নের সাথে একমত। আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি যে কোন সময় লস করতেই পারেন তাই বলে লস করে মন খারাপ করে বসে থাকলে হবে না। কারন প্রতিটি ব্যবসায় লাভ লস হবেই তাই বলে লস হলে ব্যবসা গুটিয়ে চলে যায় না কেউ। তখন দেখতে হবে কেন লস হলো সেই কারণটি বের করে সেখান থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। তাহলে আর লস হবেনা। কেননা মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তাই আমি মনে করি আপনি যা হারালেন তা ভেবে কষ্ট নিয়ে কোনও লাভ হবেনা। ধন্যবাদ
একটি চমৎকার একটি কথা যা ফরেক্স এর অত্যান্ত প্রয়োজন আমি মনে করি ফরেক্স মার্কেটে আপনি যে কোন সময় লস করতেই পারেন তাই বলে লস করে মন খারাপ করে বসে থাকলে হবে না মানুষের জীবন তিন সময় থাকে , অতিত ,বর্তমান , ভবিস্বৎ অতীতের লাভ লস দুটুথেকেই শিক্ষা নিয়ে সামনে আগাতে হবে।আর ফরেক্স এর ক্ষেত্রেও ঠিক তেমন
যা হারালেন তা ভেবে কষ্ট পাবেন না।কারণ যেটা গেছে সেটা আর ফেরৎ পাবেন না আবার নতুন করে ওর থেকে আরো ভালো কিছু পা্ওয়ার চেষ্টা করতে হবে।ফরেক্স যদি আপনি লস করেন তাহলে ঐ লস এর কথা ভেবে যদি আপনি ফরেক্স মার্কেট খেকে চলে যান তাহলে আপনি আর ঐ লস ফিরে পাবেন না।আর আপনি যদি ফরেক্স সম্পকে ভালো ভাবে জেনে আপনি আবার ফরেক্স ট্রেড করেন তাহলে আপনি যেটা লস করছেন এর থেকে ভালো প্রফিট করতে পারবেন।
হ্যা ভাই ঠিকই বলেছেন। লাভ লস সব ব্যবসাতেই আছে। একসময় লস হবে। আরেক সময় লাভ হবে। আর লস হলে অখান থেকে ভুল গুলো ধরতে হবে। আপনি এই লস করবেন তো এই লাভ করবেন । তাই লস হলে সেটা ভুলে গিয়ে আবার লাভের জন্য নতুন করে কাজ শুরু করবেন। সব ট্রেডার রাই ব্যবসা করার সময় লস খেয়ে থাকে। শুধু আপনি/আমি না ভাই।
ফরেক্স মারকেট্বে ট্রেড করতে গেলে লস যে কোন সময় হতে পারে তাই লস করলে ফরেক্স ট্রেড করে মন খারাওপ করলে চলবে না তাই লস ফরেক্স মার্কেটে ট্রেডের একটি অংশ হিসাবে মনে করতে হবে কোন ভাবে মন খারাপ করলে চলবে না ।
আসলে যে কোন কাজ শিখতে গেলে কিছু নয় কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আর ফরেক্স এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান নিয়ে চিন্তা কর এবং ভবিষ্যৎ এ কি হবে তা নিয়ে পরিকল্পনা কর। যদি ভবিষ্যৎ পরিকল্পনা না থাকে তাহলে জীবনের সফল হওয়া যায় না। তাই ফরেক্স শিখতে গেলে কিছু নয় কিছু ক্ষতি হবেই, তবে ভবিষ্যতে এর থেকে ভাল কিছু আশা করা যাবে।
বিষয়টা এতো সুন্দর ভাবে বুঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,এবং আমিও আপনার মতোই মনে করি যে, যেটা হারিয়ে ফেলেছি সেটা নিয়ে বারবার কষ্ট পাওয়া উচিত নয়, কারণ সেটা হারিয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করে হাজারবার কষ্ট পেলেও সেটা ফেরত পাওয়া সম্ভব না। অনুরূপভাবে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় যদি কখনো লস হয়ে থাকে তাহলে সেই লসের কথা চিন্তা করে বারবার কষ্ট পাওয়ার কোন অর্থই হয় না,বরং লাভের পাশাপাশি লসকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে,যে কারণে লস হল সেই কারণগুলো খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তোলা উচিত, যাতে করে পরবর্তীতে কখনোই ওই ভুলের সম্মুখীন না হতে হয়।
হা পুজি হারিয়ে হতাশ হবার কিছু নাই, মনে রাখবেন আপনার কোন না কোনো ভুলে আপনার পুজি হারিয়েছেন। তাই আমাদের উচিত মার্কেট ভালো করে এনালাইসিস করা। মার্কেটে এন্ট্রি থেকে ট্রেড নেওয়া, মানিমেনেজমান্ট করা, ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করা আর প্রতি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করা।
ব্যক্তিগতভাবে আমি মনে করি অতিতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কাজ । ফরেক্স মার্কেটে আপনি যে কোন সময় লস করতে পারেন তাই বলে লস করে মন খারাপ করে বসে থাকলে হবে না । কারন সব সময় আপনি লাভ করতে পারবেন সেটা কোন ব্যবসায় সম্ভব না । আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আমি ফরেক্স মার্কেটে লস করলে আরও ভাল করা যায় কিভাবে তা চিনটা করে সামনের দিকে এগিয়ে যাই । যাতে লস না হয় ।আর হ্যাঁ লস না করলে ট্রেড শেখা যায় না ।
আমি আপনার সাথে একমত। এখানে আমরা যা হারাবো সেটার জন্য আমাদের কোন কষ্ট না পাওয়াই উচিত। হারানোর পর মনে করতে হবে আমরা কিছু হারিয়ে অনেক কিছু শিখতে পেরেছি আর সেই শিক্ষাটাকে পরে কাজে লাগিয়ে যা হারিয়েছি তার থেকে যেন বেশি পেতে পারি। আমি অতীতে অনেক হারিয়েছিলাম কিন্তু বর্তমানে আমি সেগুলো কিছুই মনে রাখি নাই। সবসময় আমি লস করার পর পুনরায় নতুন করে শুরু করতাম আর আগের হারানোর কারণগুলো লিপিবদ্ধ করে রাখতাম যাতে পরবর্তীতে সেগুলো বাদ দিয়ে চলতে পারি। আমার মতে সবারই তাই করা উচিত।
জি! আপনি ঠিক বলেছেন, ফরেক্স ট্রেডিং এ লস কোন ব্যাপার না। মনে করবেন ফরেক্স ট্রেডিং একটি বিজনেস, তাই সব বিযনেসস এ আপনাকে লস গুনতে হবে, আমার মনে হয়না পৃথিবীতে এমন কোন বিজনেস আছে যেখানে লস নাই। তার মানে, লস হল বিজনেস এর একটা অংশ, তাই আপনাকে লস মেনেই ফরেক্স ট্রেডিং করতে হবে, কারন ফরেক্স ট্রেডিং ও একটা বিজনেস।
আমার এক চাচা আছে, যিনি উনার লাইফ এ অনেক বিজনেস করেছেন, আমার ঠিক মনে নেই, আমি তখন অনেক ছোট ছিলাম, যত টুকু মনে আছে, উনি শুদু লস করতেন, যে বিজনেস এ যেতেন, সেই বিজনেস এ লস করতেন। আমি একদিন আমার আব্বু কে জিগ্যেস করলাম যে চাচা এত লস কেন করেন? আমার আব্বু বলেছিলেন যে বিজনেস এর একটা বয়স লাগে যেটা আমার চাচার তখন ও হয় নাই। আব্বু বলেছিলেন চাচা একদিন অনেক ভাল বিজনেস করবেন। আমি এখন বুজতে পারছি, আমার চাচা এখন আমাদের এলাকার ১ নাম্বার বিজনেসম্যান।
এই রকম কি ছিল যে আমার চাচা লস করে বিজনেস থেকে সরে গিয়াছিলেন? না, উনি সরে যাননি। তাহলে এই কথা দাঁড়ালো যে, যত লস ই করেন না কেন, আপনাকে লেগে থাকতে হবে। যদি লস এর কথা চিন্তা করে ভেঙ্গে জান, তাহলে সামনে আগাতে পারবেন না।
তাই আমার সোজা শাপটা কথা হল, জা গেছে, গেছে। ওটা নিয়ে পরে থাকলে আর সামনে আগাতে পারবেন না।
আমি মনে করি যে, ফরেক্স বাবসায় লস হতেয় পারে কিন্তু তা ভেবে কস্ত পাওয়া যাবে না। আমরা যদি আমাদের এবেগ নিওন্ত্রন আন করতে পারি তাহলে আমরা কখনো এই বাবসা থেকে টাকা আয় করতে পারবো না। যে টাকা আমরা লস করব তা আমাদের ভুলে জেতে হবে তাহলে আমরা পড়ে টাকা আয় করতে পারবো।
দুঃখ-কষ্ট আবেগ-অনুভূতি এগুলো নিয়ে কখনোই ফরেক্সে অংশগ্রহণ করবেন না বা ট্রেড করবেন না। কোন ব্যবসায় বা বিষয় কখনোই এগুলো মূল্য পায় না। তাই নিজের লক্ষ্যকে সঠিকভাবে পূরণের জন্য অবশ্যই এগুলো বর্জন করে ধৈর্য পরিশ্রমের মাধ্যমে চ্যাট করার চেষ্টা করেন অবশ্যই সফল হতে পারবেন। কখনো লাভ করবেন কখনো লস করবেন এটাই ফরেক্সের একটি নীতি বলা যায়। সে ক্ষেত্রে অনেক ভাবেই আপনাকে মেনে নিয়ে তারপরে ট্রেড করতে হবে এবং সঠিক পদ্ধতিতে করলে আশা করছি ভাল ফল পাবেন আর কোনো কারণেই লস হলে মন খারাপ বা আবেগ হওয়া যাবেনা।
ভাই আপনার সাথে আমি এক মত । ভাই ট্রেডিং করতে করতে আপনার কিছু কিছু ভুল হবে এটাই স্বাভাবিক । সেজন্য কিছু লস ও হবে । কিন্তু আমরা যদি সেই লসটা নিয়েই শুধু ভাবি তাহলে আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ট্রেড করতে পারব না । সেজন্য হয়তো আরও লস করতে হবে । তাই যা চলে যাবে সেটা নিয়ে ভেবে লাভ নেই । আমাদের উচিত সামনে যেনো আরও আমাদের ট্রেডিং কওশল ভালোভাবে উন্নত করতে পারি সেই দিকেই আমাদের নজর দেয়া ।