ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে।
Printable View
ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে।
আসলে ফরেক্স মার্কেটে কখন ট্রেড করলে সফলতা পাওয়া যাবে আর কখন করলে সফলতা পাওয়া যাবে না এটা কোন ট্রেডারই বলতে পারে না। সে যতো বরোই দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার হোক না কেন। আপনি যে কথা বলেছেন আমিও একি ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছি তবে আমি আমার একাউন্ট হারাইনি তবে টিকে থাকা অনেক কষ্টকর হয়েছে। আমি প্রথম অবস্থায় থেকেই রিয়েল ট্রেডিং করি। আর ফরেক্সে মূল সমস্যা বলতে কিছু নাই এখানে লাভ লস থাকবেই আর এটা নিয়েই ট্রেড করতে হবে। তবে যখন নিউজ পাবলিশ হয় তখন সেই অনুসারে ট্রেড করতে হবে। এবং সবসময় মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে হবে তাহলে হয়তো কিছুটা সফলতা পাওয়া যাবে।
ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে
ফরেক্স এ সাইকোলজিকাল কিছু ব্যাপার রয়েছে।আপনি যখন ট্রেড করবেন তখন নিজেকে এক্সপাট ভাবতে যাবেন না নিজেকে এক্সপাট ভাবতে গেলে আপনার ভুল গুলো আর আপনার চোখে পরবেনা এবং আপনার মধ্য ওভার কনফিডেন্স চলে আসবে। আর এই ওভার কনফিডেন্স এর কারনে লস হয়ে থাকে। আর ট্রেড করার সময় উত্তেজিতো হবেন না।
বৈদেশিক মুদ্রার মধ্যে মৌলিক সমস্যা থেকে বাঁচতে, আপনাকে প্রথমে অ্যাওয়ারিস এবং আক্রোশের নিষ্পত্তি করতে হবে। এর পরে আপনাকে অবশ্যই সংযম দেখাতে হবে। অল্প * সুবিধার জন্য আপনার অবশ্যই এই ধরণের মানসিকতা থাকতে হবে। আরও কী, আপনার ফরেক্স এক্সচেঞ্জিংয়ের ক্ষেত্রে প্রচুর দক্ষতার সাথে পরিচিত হওয়া প্রয়োজন। আরও কী, এর জন্য আপনাকে আরও অনেকগুলি ডেমো রিহার্সেল করতে হবে।
আমার মতে ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে।
লসের বিষয় ফোরামে শিয়ার করে সাথে সাথে তারা লস কিভাবে দূর করা যায় সেই ব্যাপারে সকলের কাছে জানতে চায়। আমার মনে হয় লস কোমানোর সবচেয়ে ভাল একটা উপায় হতে কি জন্য বা কোন কারনের জন্য লস হল তা আগে খুজে বের করা আপনি যদি একবার সেই কারনটি উদঘাটন করতে পুরেপুরি ভাবে সক্ষম হন এবং তা থেকে শিক্ষা গ্রহন করেন। এ সময় ডেমো ট্রেড করে আমরা এ ধরনের সমস্যাগুলো কিছু হলেও কাটিয়ে উঠতে পারি।ডেমো ট্রেডিং এ নিজেকে দক্ষ করে নিলে তাপর রিয়েল ট্রেডিং এ এসে এ সর্ম্পকিত জিনিসগুলো আমাদের ভালভাবে দেখা উচিত।
আমার মনে হয় ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে।ওভার কনফিডেন্স ত্যাগ করতে হবে । ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। লোভ সামলাতে হবে। প্রতি ট্রেড এ স্টপ লস , টেক প্রফিট বসাতে হবে। যেহেতু স্বাভাবিক ভাবে লাভ করতে পারচেন সেহেতু ওভার কনফিডেন্স টা বাদ দিতে পারেন তাহলে আপনি সফল হবেন।
আমাদের মূল সমস্যা হচ্ছে লাসের ট্রেড দীর্ঘসময় হোল্ড করলেও লাভের ট্রেড দীর্ঘসময় হোল্ড করতে পারিনা। এ কারণেই লাভের থেকে লস বেশি হয়ে থাকে। আমরা অনেকেই আছি যারা ট্রেড করি কিন্তু প্রফিট রাখতে পারি না। এটা একটা বড় problem।
একটা উদাহরণ দিচ্ছি:
ট্রেড করার সময় এমন হয় আজকে ট্রেড করলাম ২০$ প্রফিট হলো। প্রফিট করে আমি খুশি হতে গেলাম এর পর আবার ট্রেড দিলাম কিন্তু এবার আমি loss করলাম। তারপর রাগের মাথার রিভেঞ্জ ট্রেড করলাম আরো loss করলাম এমন হয়। তাই না?
এমন কেনো হয় ? একবার নিজেকে প্রশ্ন করেছেন?
এমন হবার কারণ এক মাত্র আপনি নিজেই।
আপনি যখন প্রথম ট্রেড টা করেছিলেন ওটা আপনার ঠান্ডা মাথার এনালাইসিস ছিল তাই প্রফিট টা হয়েছে।
দ্বিতীয় ট্রেড টা অনেক খুশির কারণে একটা ভুল এনালাইসিস ছিল তাই loss করেছেন।
আর তৃতীয় ট্রেড টা করেছেন রাগের মাথায়।
এই কথা গুলো কেনো বললাম
কারণ একটাই ধরুন আপনার ১০০০ ডলার ইনভেস্ট আছে আপনি প্রতিদিন ১০/১৫ ডলার প্রফিট টার্গেট রাখেন যখন আপনার ১০/১৫ ডলার প্রফিট হবে এর পর আর ওইদিন ট্রেড করবেন না। যা পেয়েছেন আলহামদুলিল্লাহ । এভাবে যদি মেইনটেইন করেন তাহলে মাসে আপনার প্রফিট এবং লস মিলে এভারেজ ১৫০/২০০ ডলার প্রফিট থাকবে।
১০০০ ডলার একাউন্ট এ মাসে ১৫/২০% আসা টা অনেক বেশি। কিন্তু আমরা তাতে সুখী না। আমাদের আরো দরকার। একদিন ৫০০ ডলার প্রফিট লাগবে। তাই loss টা বেশি করি। আর বলি forex ভাল না।
ফরেক্স এ সব সমেস্যার সমাধান এক হয় না। ফরেক্স এ সমেস্যা হলে তার সবই মূল সমেস্যায় হতে হয়। ফরেক্স মার্কেট এ বিভিন্ন ট্রেডারগন এর বিভিন্ন প্রকার এর সমেস্যায় পরতে হয়। কিন্তু বিভিন্ন সমেস্যা হলেও কিছু কিছু সমেস্যা আছে যেগুলোর সবার ই সেই সমেস্যায় পহাতে হয়। যেমন ট্রেড করার ক্ষেত্রে ৭০% সাফলতা পাওয়া যায়, লাভের ক্ষেত্রে ৩০%, নিজেউ উপর বিশ্বাস ৪০%, দক্ষতা ও অভিজ্ঞতার উপর ৫০% এই ধরনের সমেস্যায় প্রায় কম আর বেশী সব ট্রেডার ই আছে।
ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে।ট্রেড লসের কারন খুজেবের করে তার সমাধান করার চেষ্টা করতে হবে।স্টপ লস টেক প্রফিটের সঠিক ব্যবহার করুন। কখন বাই নিতে হবে কখন সেল নিত এহবে এটা বার বার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন তাহলেই ফরেক্সের সমস্যার হাত থেকে বেরুতে পারবেন। আর এই ওভার কনফিডেন্স এর কারনে লস হয়ে থাকে। আর ট্রেড করার সময় উত্তেজিতো হবেন না।
আমি যখন স্বাভাবিক ভাবে ট্রেড করি তখন লসের চেয়ে লাভের পরিমাণ থাকে ৮৫%।
আর যখন অভার কনফিডেন্স থাকে তখন লাভের চেয়ে লস এর পরিমাণ থাকে ৮৫%।
এটা জদিও ডেমো কিন্তু আমার ৩ বার একাউন্ত ক্লোজ এই একি কারন।
আমি যখন স্বাভাবিক ভাবে ট্রেড করি তখন লসের চেয়ে লাভের পরিমাণ থাকে ৮৫%।
আর যখন অভার কনফিডেন্স থাকে তখন লাভের চেয়ে লস এর পরিমাণ থাকে ৮৫%।
এটা জদিও ডেমো কিন্তু আমার ৩ বার একাউন্ত ক্লোজ এই একি কারন।
বেশী বেশী করে রেগুলার ডেমো ট্রেড করতে থাকুন ।আর হ্যাঁ অবশ্যই ধৈর্য সহকারে ট্রেড করবেন । স্টপ লস টেক প্রফিটের সঠিক ব্যবহার করুন । কখন বাই করতে হবে কখন সেল নিতে হবে । এটা বার বার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন তাহলেই ফরেক্সের সমস্যার হাত থেকে বেরুতে পারবেন। সব সময় একটা কথা স্মরণ রাখবেন যত বেশী অনুশীলন করবেন তত ভাল ফল পাবেন ।
ফরেক্স এ মুল সমস্যা থেকে বের হতে হলে সব' প্রথম লোভ এবং রাগ পরি হার করতে হবে। তার পর ধৈয্য'ধরতে হবে। অল্প*প্রফিট করব এই ধরনের মানসিকতা থাকতে হবে। এবং ফরেক্স ট্রেডে প্রচুর দক্ষতা অজ'ন করতে হবে। আর তার জন্য অনেক বেশি বেশি ডেমো প্রাক্টিস করতে হবে।রেগুলার ডেমো ট্রেড করতে থাকুন। ধৈর্য সহকারে ট্রেড করুন, মার্কেটের মৌলিক বিষয় গুলো আয়ত্ব করুন। স্টপ লস টেক প্রফিটের সঠিক ব্যবহার করুন। কখন বাই নিতে হবে কখন সেল নিত এহবে এটা বার বার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন তাহলেই ফরেক্সের সমস্যার হাত থেকে বেরুতে পারবেন। মনে রাখবেন যত অনুশীলন করবেন তত শিখবেন।ফরেক্স মার্কেট কে পেক্টীকেল ভাবে জানতে পারবেন। তাই ফরেক্স মার্কেট কে ভালো করে জানতে হলে আপনাকে ডীমো একাউন্ট এর সাহায্য নিতে হবে এবং আপনার মুল সমস্যা গুল ভালো ভাবে ধরে নিতে পারবেন।
ফরেক্স এর মূল সমস্যা থেকে বের হবার উপায় ভালো ভাবে ফরেক্স শেখা আর এজন্য ফরেক্স এর উপর ভালো ভাবে পাড়ালেখা করতে হবে পাশাপাশি ফরেক্স ট্রেড করা চালিয়ে রাখতে হবে। একটি ভালো মানের ট্রেডিং পরিকল্পনা থাকতে হবে তাদের এটির জন্য কাজ করতে হবে এবং আমি মনে করি যে পরিকল্পনাটি যেমন কাজ করবে তাই তারা শৃঙ্খলার অভাব অনেক বড় অনেক ব্যবসায়ীদের সমস্যা যার অর্থ আমি হারাচ্ছি অনেক ব্যবসায়ী তাদের ট্রেডিং পরিকল্পনার সাথে তাদের লেগে থাকতে হবে যাতে ফরেক্স ব্যবসায়ীদের শৃঙ্খলা বজায় রাখতে একটি আবেগীয় নিয়ন্ত্রণের সূত্র ধরে থাকতে হবে। এছাড়াও ব্যবসায়ীদের সাধারণ শৃঙ্খলাবদ্ধ ব্যবসায়ী হওয়ার সুযোগ তৈরি করার জন্য অতিরিক্ত লাভের প্রয়োজন হয় না। অনুশীলন করে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করুন। অনুশীলন আপনাকে অভিজ্ঞতা দেয় এবং আপনি যদি সফলতা চান তবে আপনার খুব ক্ষতি হওয়া যদি আপনার কোনও ক্ষতি হয় এবং আপনি কঠোর পরিশ্রম করে ক্ষতিটি পুনরুদ্ধার করার চেষ্টা করেন তবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যবসায়ের অনেক কৌশল এবং ব্যবসায়ের নিয়মগুলি সমাধান করেছি এবং আমার ট্রেডিংকে অনেক সময় ঝুঁকিপূর্ণ করেছি এবং নতুনদের বা নতুনদের অবশ্যই একটি স্বাস্থ্যকর ট্রেডিং পরিকল্পনা থাকতে হবে তাদের এটির জন্য কাজ করতে হবে এবং আমি মনে করি যে পরিকল্পনাটি যেমন কাজ করবে তাই তারা শৃঙ্খলার অভাব অনেক বড় অনেক ব্যবসায়ীদের সমস্যা যার অর্থ আমি হারাচ্ছি অনেক ব্যবসায়ী তাদের ট্রেডিং পরিকল্পনার সাথে তাদের লেগে থাকতে হবে যাতে ফরেক্স ব্যবসায়ীদের শৃঙ্খলা বজায় রাখতে একটি আবেগীয় নিয়ন্ত্রণের সূত্র ধরে থাকতে হবে। এছাড়াও ব্যবসায়ীদের সাধারণ শৃঙ্খলাবদ্ধ ব্যবসায়ী হওয়ার সুযোগ তৈরি করার জন্য অতিরিক্ত লাভের প্রয়োজন হয় না। এবং শৃঙ্খলা ফরেক্স বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞান রয়েছে এবং তারপরে কঠোর পরিশ্রম করুন সর্বদা শেখা এবং অনুশীলন করে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করুন। অনুশীলন আপনাকে অভিজ্ঞতা দেয় এবং আপনি যদি সফলতা চান তবে আপনার খুব ক্ষতি হওয়া যদি আপনার কোনও ক্ষতি হয় এবং আপনি কঠোর পরিশ্রম করে ক্ষতিটি পুনরুদ্ধার করার চেষ্টা করেন তবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুরুর দিকে এমন হবেই। রেগুলার ডেমো ট্রেড করতে থাকুন। ধৈর্য সহকারে ট্রেড করুন, মার্কেটের মৌলিক বিষয় গুলো আয়ত্ব করুন। স্টপ লস টেক প্রফিটের সঠিক ব্যবহার করুন। কখন বাই নিতে হবে কখন সেল নিত এহবে এটা বার বার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন তাহলেই ফরেক্সের সমস্যার হাত থেকে বেরুতে পারবেন। মনে রাখবেন যত অনুশীলন করবেন তত শিখবেন।
ফরেক্স ট্রেডিং এর মূল সমস্যা সমাধানের জন্য:
স্বশিক্ষিত হও.
শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবায়ন করুন।
মানসিক শৃঙ্খলা বিকাশ করুন।
একটি নির্ভরযোগ্য ব্রোকার বেছে নিন।
ক্রমাগত শিখুন এবং মানিয়ে নিন।
ব্যাকটেস্ট এবং ডেমো ট্রেড।
একটি সহায়ক সম্প্রদায় গড়ে তুলুন।
অতিরিক্ত আত্মবিশ্বাস কোন ক্ষেত্রে ভালো নয়। আপনার যখন আত্মবিশ্বাস থাকবে তখন যেকোন কাজ খুব সহজে সফলতা হতে পারবেন। কিন্তু যখন অতিরিক্ত আত্মবিশ্বাস জোগাবে তখনই আপনি বিপর্যয়ের দিকে ঢলে পড়বেন। ফরেক্স মার্কেটে ক্ষেত্রে আমরা তখনই ভুল করি যখন নিজেকে নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এর ফলে সময় নিয়ে মার্কেট এনালাইসিস না করে অনুমান নির্ভর ট্রেড করে থাকি। তাই অভিজ্ঞতা সম্পন্ন ফরেক্স ট্রেডার সব সময় প্রত্যেকটা নিয়ম অনুসরণ করে ফরেক্স ট্রেড করে থাকেন।টেডিং পরিচালনা করতপ হলে টাইমফ্রেম এর এনালাইসিস জানতে হবে।চাট এর সাপোর্ট লেভেল ট্রেন্ড প্রাইজ এ্যাকশন এই সব চিনতে হবে।এর জন্য প্রচুর ব্লগ টিউটোরিয়াল ইত্যাদি দেখতে হবে ও শিখতে হবে।এ সব বুঝে ট্রেন্ড এ টেড দিলে সাধারনত প্রফিট পাওয়া যায়।
ফরেক্স এ সাইকোলজিকাল কিছু ব্যাপার রয়েছে।আপনি যখন ট্রেড করবেন তখন নিজেকে এক্সপাট ভাবতে যাবেন না নিজেকে এক্সপাট ভাবতে গেলে আপনার ভুল গুলো আর আপনার চোখে পরবেনা এবং আপনার মধ্য ওভার কনফিডেন্স চলে আসবে। আর এই ওভার কনফিডেন্স এর কারনে লস হয়ে থাকে। আর ট্রেড করার সময় উত্তেজিতো হবেন না।