-
একজন ফরেক্স ট্রেডারের উচিত অবশ্যই মানি ম্যানেজমেন্ট ঠিক রাখে এবং মার্কেট এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করা। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই কথাটি যথাযোগ্য প্রয়োগ করতে হবে ফরেক্স মার্কেটে তাহলে ফরেক্স মার্কেটে পাওয়া সম্ভব। ফরেক্স মার্কেটে এন্টি নেওয়ার পূর্বে ভালো করে বুঝে শুনে এন্ট্রি নেওয়া উচিত। আর যেটা কিনা প্রতিটা ট্রেডারের উচিত এই বিষয়টা মাথায় রাখা আর নয় তো ফরেক্স মার্কেট থেকে একাউন্ট জিরো করতে বাধ্য হতে হবে। কপালের দোষ দিয়ে লাভ নেই নিজের ভুল শুধরাতে হবে সর্বপ্রথম।
-
মার্কেটে ট্রেড দেয়ার আগে আমাদের অবশ্যই কিছু বিষয় দেখে নেয়া ভালো। যেমন নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে সতর্ক হতে হবে।
-
ট্রেড করার আগে কিছু বিষয় ভাল করে দেখে নেওয়া উচিত।আপনি ট্রেড অপেন করার আগে আপনার অ্যানালাইসিস ঠিক আছে কিনা তাহা চেক করা উচিত।তাহা না হলে আপনাকে লসের সমুক্ষিন হতে হবে।নিউজের ক্ষেতে ভাল করে নিউজ ফলো করা উচিত।যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে সতর্ক হতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগে একজন ট্রেড়ারে জন্য যে বিষটি খুবই গুরুত্ব পূর্ণ তা হল মার্কেটে এনালাইসিস । আপনি যদি এনালাইসিস করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম । আর যদি এনালাইসিস না করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশী এমনকি ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রাখে ।
-
একজন ট্রেড়ারে জন্য যে বিষটি খুবই গুরুত্ব পূর্ণ তা হল মার্কেটে এনালাইসিস । আপনি যদি এনালাইসিস করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম । আর যদি এনালাইসিস না করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশী এমনকি ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রাখে ।তবে যদি আপনি সঠিক ট্টেড দিতে পারেন। আর *যদি না সঠিক ট্টেড দিতে পারেন তাহলে আপনি তার উল্টোটা হবে। কারন ফরেক্স মার্কেট এ এমনিতে দেখা যায় যে এখনই ট্টেড করলে অনেক লাভ হবে। কিন্তু তা নয় কারন মার্কেট এ আবার বিপরীত দিকে যেতে পারে।
-
ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যা কিনা আপনি চাইলে অনেক টাকা আয় করতে পারেন। তবে যদি আপনি সঠিক ট্টেড দিতে পারেন। আর *যদি না সঠিক ট্টেড দিতে পারেন তাহলে আপনি তার উল্টোটা হবে। কারন ফরেক্স মার্কেট এ এমনিতে দেখা যায় যে এখনই ট্টেড করলে অনেক লাভ হবে। কিন্তু তা নয় কারন মার্কেট এ আবার বিপরীত দিকে যেতে পারে। তাই আমরা যখন ট্টেড করব তখন ভেবে দেখে শুনে ট্টেড করতে হবে তাহলে ফরেক্স থেকে আ্য় করতে পারব এবং সাফলতা অর্জন করতে পারব।ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ফরেক্স আপনি ট্রেড নেওয়ার আগে শত বার দেখে নিন। কারন ট্রেড দিয়ে ফেললে সেটা আপনার সাথে সাথে রানিং শুরু হয়ে যাবে। তাই আগে ভেবে চিনতে দেখে নিনি আপনি ট্রেডটি করবেন কি না।
-
ধন্যবাদ ভাই আপনাকে এ ধরনের প্রশ্ন করার জন্য।
আমি বলব, ট্রেড করার আগে মাত্র তিনটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে;
১। আপনি যে এখন ট্রেড দিবেন আপনার কতটুকু ধৈয্য বা সময় কিংবা মনোবল আছে, যদি প্রফিট হতে হতে লসে যায়।
২। আপনাকে ট্রেড দেয়ার আগে মিনিমাম ৫-১০ মিনিট ট্রেডকে এনালাইসিস করতে হবে একান্তভাবে আসলে কি পজিসনে আসলে ট্রেড দেয়া যায় বা দেয়া ঠিক হবে কি না।
৩। আপনাকে অবশ্যই মানিম্যানেজমেন্ট বিষয় জ্ঞান থাকতে হবে বা আপনার ট্রেড যদি ভুল পথে না গিয়ে অন্যপথে যায় কতটুকু সময় বা বেকাপ দিতে পারবেন, যেন সঠিক পথে ফেরে আসে।
ধন্যবাদ।।
-
ট্রেড ওপেন করতে হলে অবশ্যই কিছু বেসিক এনালাইসিস করে নেওয়া উচিত। নিউজ মার্কেট কে খুব বেশি প্রভাবিত করে ফলে ট্রেড শুরুর আগে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, ফরেক্সে সর্বদা বাণিজ্য করতে পারি না এবং সমস্ত বাণিজ্য কোনও ব্যবসায়ীর পক্ষে নিরাপদ নয়। সুতরাং আমি মনে করি আমরা যদি বাজারটি দেখে ভাল বাণিজ্য করতে পারি তবে এটি কোনও ব্যবসায়ীর জন্য বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে। আপনি সময় পেলে বাজারটি পর্যবেক্ষণ করার চেষ্টা করুন।
-
ফরেক্স মার্কেটে মার্কেট দেখা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন সময় সময় মার্কেটটি দেখেন তখন আপনার ভাল বাণিজ্য স্থাপনের সুযোগ থাকে। আপনি যদি বাজারটি না দেখেন যদি বাজারে বাণিজ্য আসে তবে আপনি ভাল বাণিজ্য স্থাপন করতে ব্যর্থ হবেন। আমরা ফরেক্সে সর্বদা বাণিজ্য করতে পারি না এবং সমস্ত বাণিজ্য কোনও ব্যবসায়ীর পক্ষে নিরাপদ নয়। সুতরাং আমি মনে করি আমরা যদি বাজারটি দেখে ভাল বাণিজ্য করতে পারি তবে এটি কোনও ব্যবসায়ীর জন্য বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে।হ্যাঁ ভাই, আপনি ঠিক আছেন, আমাদের অবশ্যই এটি হাসি হিসাবে ভাবা উচিত, কারণ আমরা যদি চিন্তাভাবনা করে কাজ করি তবে আপনি পর্যাপ্ত দিন পেতে পারেন। মিথ্যা লোকেরা যে কোনও সময় আপনার চিন্তাভাবনা না করে যা করতে পারে তা থেকে উপকৃত হতে পারে
-
ট্রেড দেয়ার আগে আমাদের অবশ্যই কিছু বিষয় দেখে নেয়া ভালো। যেমন নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে সতর্ক হতে হবে।
-
যারা নতুন ট্রেড শুরু করি তারা প্রথমে ১৫ মিনিট বা ৩০ মিনিট কিংবা ১ ঘন্টার টাইমে ফ্রেম্ দেখে ট্রেড সিদ্ধান্ত নেই নেবং ট্রেড নিয়েও থাকি। কিন্তু আমাদের বড় টাইম্ফ্রেম না দকেহে ট্রেড নিলে ট্রেডটী নিরাপদ থাকে না। কারন লং টার্ম ট্রেন্ড যে দিকে থাকে সেদিকে মারকেট দীর্ঘ সময় ধরে মুভ করে থাকে।একটা প্রবাদ বাক্য আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ফরেক্স আপনি ট্রেড নেওয়ার আগে শত বার দেখে নিন। কারন ট্রেড দিয়ে ফেললে সেটা আপনার সাথে সাথে রানিং শুরু হয়ে যাবে। তাই আগে ভেবে চিনতে দেখে নিনি আপনি ট্রেডটি করবেন কি না।
-
আমি এই জিনিসগুলো প্রত্যেকদিন দেখার জন্য খুব বেশি ভুলে যাই। জানি, আমার মত অনেকেরই একি অবস্থা। তবে এই ব্যাপারগুলো সামান্য হলেও খুব খুব গুরুত্বপূর্ণ যা আপনাদেরকে এখানে সারাদিন লিখেও বুঝাতে পারব না। ট্রেড করার জন্য যেমন কম্পিউটার on না করলে হয় না। তেমনি আমার দৃষ্টিতে একাউন্ট বাচাঁনোর জন্য এইগুলো না মানলে হয় না। হয়তো এই পোষ্ট একদিন হারিয়ে যাবে। ততদিনে অনেকের একাউন্টও জিরো হয়ে যাবে। অনেকেই নিচের দিকে গিয়ে তখন এই পোষ্টটা খুজতে থাকবেন তবে কোন লাভ হবে না।কারণ, কথায় আছে, "দাঁত থাকতে দাঁতের মর্যাদা।