Originally Posted by
EmonFX
ফোরাম বোনাস হলো ট্রেডারদের জন্য একটা আশির্বাদ স্বরুপ। ফোরাম কর্তৃপক্ষ আপনাকে ট্রেড করার জন্য একটা বোনাস ডলার দিয়ে থাকেন যেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এজন্য আপনাকে ফোরামে পোস্ট করতে হবে যার বিনিময়ে মাসে ফোরাম কর্তৃপক্ষ আপনাকে একটা সুনির্দিষ্ট বোনাস ডলার অফার করে থাকেন। ইনস্টফরেক্স সুধুমাত্র পোস্টিং এর জন্য বোনাস দিয়ে থাকেন না। ফোরামে দুই ধরনের বোনাস পাওয়া যায়। ১। পোস্টের জন্য বোনাস ২।লাইকের জন্য বোনাস। যে পোষ্টগুলো ফোরামের পাঠকদের কাছ থেকে লাইক পাবে সেই সকল পোষ্টের লেখকরা এটা পাবে। এই বোনাসের জন্য *কোন একটি পোস্টের জন্য $৫০ এর বেশি পরিমাণ ডলার বোনাস পাওয়া যেতে পারে।
পোস্টিং মানসম্মত, বাস্তনিষ্ঠ ও তথ্যবহুল কিনা সেটার উপর ভিত্তি করেও ফোরাম বোনাস দিয়ে থাকে। তাছাড়া বোনাস পাওয়ার একটি বড় মাধ্যম হলো পাঠক কতৃক লাইক পাওয়া। আপরার পোস্ট পড়ে কোন ফোরাম সদস্য কিছু শিখতে পারলো কিনা সেট খুবই গুরত্তপূর্ন। আপনার পোস্ট পড়ে কেউ যদি কিছু জানতে পারে এবং সে যদি খুুশি হয়ে আপনার পোস্টে লাইক দেয় তাহলে ফোরাম আপনাকে বোনস দিয়ে থাকেন। তাই আমাদের উচিৎ তথ্যবহু ও বাস্তনিষ্ঠ পোস্ট করা যাতে করে নতুন ফোরাম সদস্যরা পড়ে উপকৃত হয় এবং অন্যের ভালো পোস্ট গুলোতে লাইক দেয়া, যাতে করে পোস্টকারী তার তথ্যবহুল পোস্টের জন্য লাইক পেতে পারে। সুতরাং আমাদের পোস্টগুলো তথ্যবহুল কিনা সেদিকে বিশেষ খেয়াল দেওয়া উচিত।