আমি মনে করি সফল ট্রেডার হতে হলে ফরেক্স মাকেটে আপনাকে অনেক সময় ধরে থাকতে হবে আপনি যত সময় ধরে মাকেটে থাকবেন আপনি তত শিখতে পারবেন | আপনাকে ৬ থেকে ৮ মাস ডেমো পারতিস করতে হবে তবে আপনি দেখবেন আপনি ফরেক্স সম্পরকে অনেক গেন অজন করতে পারবেন |
Printable View
আমি মনে করি সফল ট্রেডার হতে হলে ফরেক্স মাকেটে আপনাকে অনেক সময় ধরে থাকতে হবে আপনি যত সময় ধরে মাকেটে থাকবেন আপনি তত শিখতে পারবেন | আপনাকে ৬ থেকে ৮ মাস ডেমো পারতিস করতে হবে তবে আপনি দেখবেন আপনি ফরেক্স সম্পরকে অনেক গেন অজন করতে পারবেন |
সফল ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে ভাল কিছু লাভ করাটা অনেক বেশি কঠিন কোন কাজ নয় এর জন্য আপনাকে একটু পরিশ্রম করে ট্রেডিং বিষয়ে প্রথমে জ্ঞান লাভ করতে হবে আর আপনার রপ্তকৃত ট্রেডিং বিষয়ের সেই জ্ঞানের পরিপূর্ন ব্যাবহার করে ফরেক্সে সব সময় ট্রেড করতে হবে তবেই এখান থেকে সফলকাম হতে পারবেন।
ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার মার্কেটে এনালাইসিস করে ট্রেডিং করে তারা ফরেক্স ট্রেডিং করার পুর্বে মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেডিং করে থাকে,ফরেক্স মার্কেটে আমরা যাতে ভাল করে প্রফিট করতে পারি তার জন্য ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করতে হবে।ট্রেডিং করার সময় স্টপলস ব্যাবহার করতে হবে।
সফল ট্রেডিং এর জন্য অনেক কিছু প্রয়োজন । যেমন ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা, ইন্ডিকেটন ব্যবহার করা, সিগনাল নিয়ে ট্রেড করা, নিউজ দেখে দেখে ট্রেড করা । মার্কেটের অবস্থা বুঝার পর ট্রেন্ডের অবস্থা অনুযায়ী সঠিক স্ট্রাটেজি বেছে নিয়ে ট্রেড করতে হবে । সফল ট্রেডাররা আসলেই সব কিছু করতে পারে ।
সফল ট্রেড এর জন্য আপনাকে ফোরেক্র সম্পরকে অনেক কিছু জানতে হবে এবং মারকেট এনালাইসিস করে ট্রেরড ওপেন করতে এবং দিরঘদিন ধরে ডিমু প্রাকটিস করতে হবে
সফল ট্রেডিংয়ের জন্য আমাদের অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করতে হবে । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সফল ট্রেডিং হতে হলে ডেমো ট্রেডিং বেশী বেশী করে করব তাহলেই অামরা লাভবান হতে পারব । সুতরাং ধৈর্য্য ছাড়া এই ব্যবসা করে তেমন একটা অগ্রসার হওয়া যায় না ।
আপনাকে সব সময় মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, তার মানি হছে আপনার লিভারেজ কত আপনি কত রিস্ক নিবেন, কতটুকু মার্জিন খালি অথবা ফ্রি রেখে আপনি ট্রেড করবেন, কত বড় লত এর ট্রেড ওপেন করবেন ! ট্রেড এর স্টপ লস কত এবং তাকে প্রফিট কততে রাখবেন, মার্কেট এনালাইসিস করে ঠিক করবেন লং টমে ট্রেডিং করবেন নাকি শর্ত টাইম ট্রেডিং করবেন. সব বুঝে যেতে হবে
আমি মনে করি সফল ট্রেডিং এর জন্য প্রয়োজন দক্ষতা অর্জন।, এই দক্ষতা অর্জন করা সম্ভব মার্কেট এনালাইসিসের মাধ্যমে প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে। পাশাপাশি যদি ধৈর্য ধরে বুঝে শুনে ট্রেডিং করতা যায় তবে আমার মনে হয় ফরেক্সে সফলতা লাভ সম্ভব। শুধু মার্কেট ভালোভাবে এনালাইসিস করে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ট্রেড নিতে হবে। আমাদের ধৈর্য থাকেনা এটাই বড় সমস্যা।
সফল ট্রেডিং এর জন্য সবচেয়ে বেশি দরকার মার্কেট আমালাইসিস তারপর মানি ম্যানেজমেন্ট। আপনি যদি একটা সফল ট্রেডিং করতে চান তাহলে আপনাকে প্রথমে ত্ত্রেদ ওপেন করার আগে মার্কেট আনালাইসিস করে করে ট্রেড ওপেন করতে হবে। তারপর মানি মামেজমেন্ট মেনে ছোট ছোট লটে ট্রেড ওপেন করতে হবে।
সফল ট্রেডিংএর জন্য আমাদের চার্টে দেখতে হবে, সাপোর্ট, রেসিসট্যান্স, পিভটপয়েন্ট, ফিবোনাচ্চি, ট্রেন্ডলাইন, ট্রেন্ড, নিউজ, সেন্টিমেন্ট ইত্যাদি। সব বিষয় মাথায় রেখে ট্রেড করতে পারলে সফলতা 99 ভাগ।
ট্রেডিং এ সফল হওয়ার জন্য প্রয়োজন আপনার প্রচুর পরিমানে এ্যানালাইসিস এবং ডেমো ট্রেডিং। আপনি যত বেশি ডেমো করবেন তত বেশি শিখতে পারবেন। আর যত বেশি শিখবেন আপনি তত বেশি অভিজ্ঞ হবেন। আর আপনার অভিজ্ঞতাই আপনাকে সফলতার চরম পর্যায়ে নিয়ে যাবে।
আমরা এই ফরেক্স মার্কেটে শুধু অল্পসংখ্যক ট্রেডার ট্রেড করি না । এখানে ট্রেড করে পৃথিবীর এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত অসংখ্যা ট্রেডার । আর এতসব ট্রেডার কিন্ত খুব সহজেই সফলতা লাভ করতে পারে না । কারণ সফলতা হল এমন একটা প্রক্রিয়া যেটা শুধু তারাই লাভ করতে পারে যারা কিনা সঠিক ওয়েতে তাদের কাজ সম্পাদন করে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে সফলতা লাভ করতে চাইলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিমাণে চেষ্টা অব্যহত রাখতে হবে ।
ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করতে হলে ভলিউম মেনে ট্রেড করতে হবে। এবং ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ট্রেন্ডের সাথে ট্রেড করতে হবে।আমাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে।
ফরেক্স ট্টেডিং এর জন্য লাগে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা। এছাড়া লাগে নিজেকে ধৈয্য ধরে পরিশ্রম করে কাজ করা। নিজের ইচ্ছাটাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট এ কাজ করতে হবে তবেই ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব।
ফরেক্স মার্কেটে সফল ট্রেডিং এর জন্য প্রয়োজন দক্ষতা অর্জন।, এই দক্ষতা অর্জন করা সম্ভব মার্কেট এনালাইসিসের মাধ্যমে প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে। পাশাপাশি যদি ধৈর্য ধরে বুঝে শুনে ট্রেডিং করতা যায় তবে আমার মনে হয় ফরেক্সে সফলতা লাভ সম্ভব।
আপনার পোষ্টটা থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম।আসলে একটা জিনিস লক্ষ্যনীয় যে আপনি যখন একটা দেশের অর্থনীতি নিয়ে পর্যালোচনা করবেন,তখন একটি দেশের সাথে অন্য আরেকটি দেশের ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করবেন।যা আমরা প্রায় সময় ফরেক্স মার্কেটে লক্ষ্য করে থাকি।
সফল ট্রেডিং করার জন্য অবশ্যই মার্কেট বেশী বেশী এ্যানালাইসিস করতে হবে । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় মার্কেট ভালোভাবে এ্যানালাইসসি করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন কিভাবে ফরেক্স ব্যবসা করে লাভবান হতে পারেন । কিন্তু ফরেক্স বুঝে শুনে করতে পারলে কিন্তু লাভবান হওয়া সম্ভব ।
আমি মনে করি সফল ট্রেডইং এর জন্য যা প্রয়োজন তা হল ফরেক্স ট্রেড এর সম্পর্কে ভালো জ্ঞান থাকা। ধৈর্য ধারণ খমতা। লোভ থেকে বিরত থাকা। মার্কেট যেই দিকে যায় সেই দিকে ট্রেড করা । সব সমায় মার্কেট এর ট্রেনড এর পক্ষে থাকা। ট্রেড করার আগে ও পরে নিউজ আছে কিনা তা দেখা। মাথা ঠাণ্ডা রাখা। ইত্যাদি জিনিস লক্ষ করে সফল ট্রেডইং করা যায়।
শুধু মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করে ঠান্ডা মাথায় ধৈর্য্য ধরে ট্রেড নিতে হবে । অধিক লাভের অাশায় লোভ করা যাবে না , ভালো করে মার্কেট এ্যানালাইসিস করতে হবে । যদি ধৈর্য্য ধরে বুঝে শুনে ট্রেডিং করা যায় তবে আমার মনে হয় ফরেক্সে সফলতা লাভ সম্ভব । নিয়মত নিউজ অনুসরণ করতে হয় , আর সে জন্য অনেক পরিশ্রম করতে হয় ।
আসলে আমরা অনেক ট্রেডার আছি যারা দীর্ঘ দিন ফরেক্স এ লেগে থাকার পরো লসে পরে থাকি। তার কারন হলো আমাদের নির্দিষট কোন মেথড নেই। আমরা মনগড়া ট্রেড করে যাই। কিন্তু মার্কেট ভালো ভাবে না বুঝে ট্রেড করলে লসের সমুখীন হতে হবে।
প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷প্রচুর আত্নবিশ্বাস চলে আসবে৷তখন সহজেই বুঝতে পারবেন আপনি একজন সফল ট্রেডার৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷সফলতার জন্য প্রয়োজন হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন৷
ফরেক্স ট্রেডিং খুব সহজ ব্যবসা না । কারন ৯৫% ট্রেডার ফরেক্স মার্কেটে লসার । তাই আমি বলি যে সফল ট্রেডিং এর জন্য অনেক কিছু প্রয়োজন । যেমন বড় এমাউন্ট ইনভেষ্ট করা, অনেক প্রকার এনালাইসিস করা, নিউজ দেখে দেখে ট্রেড করা, সঠিক স্ট্রাটেজি বেছে নিয়ে ট্রেড আরো অনেক কিছু রয়েছে ।
সফল ট্রেডিং এর জন্য যা দরকার তা হলো পরিশ্রম, নিয়মানুবর্তিতা আর ধর্য্য। ফরেক্স হচ্ছে ধর্যের কারখানা। এখানে ট্রেড সেটাপ এর জন্য অপেক্ষা করতে হয়। আবার আপনি ট্রেড সেটাপ ছারাও ট্রেড এচলে যেতে পারেন। এটা সম্পূর্ন নিজের ব্যপার।
সফল ট্রেডিং এর জন্য যা যা দরকার সেগুলো হল আপনাকে একটা ভাল স্ট্রাটেজি নিয়ে কাজ করতে হবে, মার্কেটের অবস্থা বুঝে সঠিক জায়গায় ট্রেড নেওয়ার চেষ্টা করতে হবে । কনফিডেন্স সহকারে বিপুল ধৈর্য নিয়ে মার্কেট এনালাইসিস করতে হবে । দক্ষতা সাথে সঠিক পজিশন খুজে বের করতে হবে, ইমোশনাল হওয়া যাবেনা, লোভ হতে সর্বদা বিরত থাকতে হবে এগুলোই এখানে বেশি প্রয়োজন ।
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে যা যা প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেdaily একটা করে আব্বু খাওয়া আর ট্রেডিং করা নিজের* ইচ্ছামত ট্রেড করা
ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের নজরে রাখতে হবে তা হলো আমরা ডেটিংয়ের সময় time table মাথায় রেখে ট্রেডগুলো করি কোন সময় emotion কে প্রাধান্য না দিয়ে করি
ট্রেডিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো অত্যন্ত জরুরি তা হল ঠান্ডা মাথায় বুঝেশুনে করা, যেন ভুল না হয় অন্যান্য ট্রেডারদের ট্রেডিং এর উপর লক্ষ্য রেখে নিজের ট্রেডগুলো নিয়োগ করা
ট্রেডিং এর ক্ষেত্রে নিজের সাইকোলজি কে নিয়ন্ত্রন করার সবথেকে গুরুত্বপূর্ণ আপাতদৃষ্টিতে ট্রেডিং হচ্ছে আপনাকে সাইকোলজিকাল ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে দাঁতের নিজেকে নিয়ন্ত্রিত রাখতে হবে
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে আমরা ট্রেডগুলো করি সেগুলো না বুঝে যেন না করি আমাদের সব সময় বুঝে শুনে ট্রেড করতে হবে কারণ একটি ট্রেড আপনার account balance কে জোর করে দিতে পারে*
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে আমরা ট্রেডগুলো করি সেগুলো না বুঝে যেন না করি আমাদের সব সময় বুঝে শুনে ট্রেড করতে হবে কারণ একটি ট্রেড আপনার account balance কে জোর করে দিতে পারে*
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে অনেক কিছু জরুরী তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আপনাকে ট্রেড করার সময় নজর রাখতে হবে ট্রেডিং time এবং ট্রেডিং মেথড বিষয়গুলো গুরুত্ব রাখতে হবে তার মধ্যে অনেকগুলো বিষয় এখন আমি জানিনা বাকিগুলো জানার জন্য আমি এখন এই ফোরামে কাজ করছি দিনরাত
ট্রেনিংয়ের জন্য যা যা প্রয়োজন তা আমার কাছে হয়তো আছে কিন্তু আমি বলতে পারিনা কতটুকু আছে কিন্তু এতটুকু বলতে পারি আমার কম্পিউটারের ট্রেডিং এর জন্য যে setup তৈরি করা আছে তা যথেষ্ট পরিমাণ আছে আমের ক্ষেত্রে যে স্ট্রেটিজি ফলো করি অনেকেই করেনা তাই আমি htc গুলো ভালো করে যাচাই করে নিতে এই ফোরামে এসেছে সবার সাথে কথা বলতে
ট্রেডিং এর জন্য যা যা প্রয়োজন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনাকে সুস্থ হতে হবে শান্ত হতে হবে সচেতন হতে হবে time সম্পর্কে regular একটি টাইম ম্যানেজ করে আপনাকে ট্রেড করতে হবে indicator ফলো করতে হবে newstead করতে হবে নতুন নতুন ট্রেডারদের strategic দিকে নজর রাখতে হবে
ট্রেডিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো নজর রাখতে হবে তা হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট গুলোর দিকে ফলোআপ করতে হবে তারা কিভাবে ট্রেড করছে কাদের কতগুলো ট্রেড ওপেন আছে আপনি কোনটা এ ট্রেড করছেন সকাল-দুপুর-রাত এদিকে আপনাকে ভাল করে খেয়াল রাখতে হবে
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জে এস সি সমূহকে ম্যাসেজ করা যেন শেষ সুস্থভাবে থাকে যেভাবে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখে যেভাবে আমার প্রত্যেকটি get কে সুস্থ রাখতে হবে আমাদের কোর্স করা সম্ভব না নিয়মনীতি তা মেনে চলতে হবে
পর্যন্ত আমরা সফল ট্রেডার হিসেবে না দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত আমাদের ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা আমাদের ততদিন পর্যন্ত শিক্ষা নিতে হবে ততদিন পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে জন্তুটার না হয়ে দাঁড়াই ততদিন পর্যন্ত আমাদের ডেমো ট্রেড করতে হবে
• মার্কেটের অবস্থা বুঝার পর ট্রেডার অবস্থা অনুযায়ী সঠিক স্ট্রাটেজি বেছে নিয়ে ট্রেড করতে হবে ।
সফল ট্রেডার এর জন্য যা যা প্রয়োজন বলি* তাহলে অনেক কিছুর প্রয়োজন আমি মনে করি সফল ট্রেডার এর জন্য প্রয়োজন সব থেকে আগে যেতে হলো নিজেকে কন্ট্রোল করা ট্রেনগুলোকে সুন্দরভাবে স্থাপন করা সুন্দর করে জীবন পরিচালনা করা
আমি মনে করি* সফল ট্রেডারের নিজেকে কন্ট্রোল করে ট্রেড করাটা খুব গুরুত্বপূর্ণ যেখানে লোভ-লালসা দূর করে রাখতে হবে নিজেকে গুছিয়ে চলতে হবে কোথায় ট্রেড করবো আর কোথায় ট্রেড করবো না সেদিকে অনেক ভালো করে জ্ঞান রাখতে হবে শিক্ষা নিতে হবে ট্রেডের নেয় নীতি সম্পর্কে জানতে হবে
*মন্তব্য করতে চাই না বলতে চাই আমি যে কাজগুলো করি সেগুলো কি ঠিক না বেঠিক আমি আপনার উপরে রেখে দিতে চাই আপনারাই বলবেন যে আমার কথাগুলো সত্য কি মিথ্যা আমি যে কথাগুলো বলতে চাচ্ছি তা হল ক্ষেত্রে অনেক জ্ঞান প্রয়োজনে আপনাকে অনেক সময় দিতে হবে এই ট্রেড করতে গেলে