আমি মনে করি ব্যবসা এমনই একটা বিষয় যেখানে লাভ লস হলো মৌলিক ব্যপার।কারণ প্রতিটা ব্যবসাতেই লাভ লস থাকবে।আর লাভ লস ছাড়া ব্যবসা সম্ভব না। ঠিক তেমনি ফরেক্সেও আছে লাভ লস। এখন লস করলে সবারই একটু খারাপ লাগে, কারো বেশি কারো কম। আমার মতে লস হলে মন খারাপ না করে সামনে এগিয়ে যাওয়া উচিত।তাই আমাদের উচিত হবে লস যাতে কম হয় সেদিকে খেয়াল রাখ।