ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করা যায় কিন্তু ফরেক্স হালাল না হারাম তা বলতে পারছি না । ফরেক্স হালাল না হারাম তা কোন ভাল ওলামার কাজ থেকে জানা যেতে পারে । আমার কাছে মনে হয় ফরেক্স হালাল ব্যবসা ।
Printable View
ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করা যায় কিন্তু ফরেক্স হালাল না হারাম তা বলতে পারছি না । ফরেক্স হালাল না হারাম তা কোন ভাল ওলামার কাজ থেকে জানা যেতে পারে । আমার কাছে মনে হয় ফরেক্স হালাল ব্যবসা ।
আমার জানা মতে কোন ব্যবসা হালাল হতে হলে তাতে লাভ লস থাকতে হবে। আর আমরা জানি ফরেক্স ব্যবসায় লাভ লস উভয়টি হয় তাই আম মনে করি হালাল । তবে আমরা জানি এখানে সুদ নেওয়া এবং না নেওার একটি ব্যবস্থা আছে । আপনি যদি সুদ না নিয়ে এই ব্যবসা করেন তবে আমি মনে করি হালাল হবে । অন্যথায় হারাম ।
ব্যবসা মুসলমানদের জন্য হালাল করা হয়েছে।যে ব্যবসায় লাভ লোকসান আছে ওইটাই বৈধ ব্যবসা।সুতরাং ফরেক্স এও লাভ লোকসান আছে তাইলে এটা হালাল।
সাধারণত মুসলিম ও ইসলাম ধর্মের অণুসারীদেরই হালাল হারাম বিবেচেনা করে চলতে হয় । আর সুদের কার্যক্রম ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ । কিন্ত ফরেক্সে সুদের লেনদেন হয় বলে প্র্রথম দিকে এটা হারামের দৃষ্টিকোণ থেকে দেখা হত । কিন্ত বর্তমানে অনেক ব্রোকার সুদ মুক্ত একাউন্টের অফার দিচ্ছে । তবে এ বিষয়ে বিস্তারিত জানতে হবে কোন বিজ্ঞ আলেমের কাছেই ।
ফরেক্স হালাল ব্যবসা কি না তার বিষয়ে আমাদের উপমহাদেশে অনেক মত রয়েছে। তবে আরব সহ সারা বিশ্বে এটাকে বৈধ বলে থাকে। এ বিষয়ে মূল নীতি হলো পণ্য হালাল হলে কারবার হালাল। আর আমরা সকলেই জানি মুদ্রা সম্পূর্ণ হালাল।
ইসলামের দৃষ্টিতে ফরেক্স ব্যবসায়ের বৈধতা আছে। এখানে এক মিনিটে লাভ লস হতে পারে আপনার ভুলের কারনে। ব্যবসায়েও তো লাভ লস হয়। যেমন আপনি যদি তেলের ব্যবসা করেন তবে এক দিনের মাঝেই দাম কমতে বাড়তে পারে। ব্যপার টা দাম কমা বাড়ার উপরে। তাই এই দৃষ্টিতে হালালই।
ফরেক্স ব্যবসা বিষয়ে উপমহাদেশের আলেমদের প্রশ্ন আছে। তবে আরব বিশ্বের এবং বাকি প্রায় সকল বিশ্বের আলেমদের মতে যদি ট্রেড ইনস্ট্রুমেন্ট হালাল হয় এবং সুদ বিহীন হয় তাহলে কোনো দশ নেই। আর কারেন্সির সাধারণ ব্যবসা যেহেতু বৈধ তাই ফরেক্সও বৈধ।
হ্যা ফরেক্স হালাল। তবে আপনাদের জন্য হালাল তখনি হবে যখন আপনি আপনার ট্রেডং একাউন্ট থেকে অপশন সিলেক্ট কোরে আপনার একাউন্টিকে সোয়াপ মুক্ত করবেন। এতে আপনারি শুবিধা আছে অর তা হোল আপনি যদি আপনার একাউন্টকে সোয়াপমূক্ত করেনন তাহলে আপনার ট্রেড লসে থাকলেও লসের পরিমান কম থাকবে আবার রাভের পরিমান ও কমে যাবে।
ফরেক্স কখনোই হালাল ব্যাবসা হতে পারে না , ফরেক্স ব্যাবসায় কোন খারপ কিছু নেই । এই ফরেক্স ব্যাবসায় যেমন সুদ নেওয়া হয় আবার ঠিক তেমনি সুদ দেওয়াও হয় । ফরেক্স মার্কেট এ যেমন বিনিয়োগ হয় আবার ঠিক তেমনি অর্থ উপার্জন ও হয় । তাই ফরেক্স হালাল ব্যাবসা হতে পারে না ।
আমি মনে করি ফরেক্স ১০০% হালাল ব্যবসায়। ব্যবসায়ে যেমন লাভ হয় তেমনি লসও হয়। ফরেক্সে তেমনি লস আছে এবং লাভ ও হয়। তাই ফরেক্সকে হারাম বলা যাবে না। হ্যাঁ, ফরেক্সে মিনিটে লস ও লাভ হয় কিন্তু ফরেক্সে দক্ষতার সাথে ট্রেড করলে লাভ লস নিয়ত্রন করা যায়। ফরেক্স থেকে যদি আপনি সুদ না নিয়ে থাকেন তাহলে ফরেক্স আপনার কাছে হালাল ব্যবসা।
আমি মনে করি ফরেক্স একটি হালাল ব্যবসা | ফরেক্স আপনার চোখের সামনে টাকা আস্তে পারে আবার জেতে পারে | ফরেক্স এক্টী রিক্সি ব্যবসা বলা যাই ফরেক্স আপনাকে যখন দিবে তখন দিয়ে যাবে আবার যখন নিবে আপনার লস হব | এটাই ফরেক্স ব্যবসা |
এখানে জুয়া বলার কোন অবকাশ নাই কেননা মুদ্রা কেনা বেছা হয় একানে কোন বাজি ধরা হয় না । এখানে পুজি ন ইনভেস্টের কোন নিরধারিত ধরা বাধা নাই । এটা একটা আনতরজাতিক হালাল ব্যাবসা ।
উপরের পোষ্ট থেকে আমি বুঝতে পারলাম যে, ফরেক্স একটি হালাল ব্যবসা। আমি কোন মলবি বা অন্য কারোর কাছ থেকে আরো ভালোভাবে জানতে পারব।
ফরেক্স ব্যাবসায় দুভাবে একাউন্ট খোলা যায় একটা সুদমুক্ত আর একটা সুদযিক্ত।ইসলামিক সরিয়াতে আছে সুদ খাওয়া হারাম তাই আপনি যদি আপনার একাউন্ট হালাল করতে চান তাহলে আপনার একাউন্ট সুদ মুক্ত করুন। আর এমনিতেও আমাদের সবার উচিত সুদ মুক্ত একাউন্ট খুলে হালাল ব্যবসা করা তাতে আল্লাহও খুশি হবেন আর আমাদেরও পাপ হবেনা।
মুলত ব্যবসা সবি হালাল যদি আপনার উদ্দেশ্য শঠিক থাকে তো। মেইন বিষয় টি দাড়ায় যে আপনি ব্যবসা থেকে কোন প্রকার শুধ নিতে ইচ্ছুক নাকি নয়। আপনি যদি ফরেক্স থেকে শুধ নিতে চান তাহরে কোন সমস্যা নাই। আপনি অনাআসে শুদ নিতে পারেন আর আপনি যদি শুধকে রতধ করতে চান তাহলে আপনাকে আপনার ট্রেডিং একাউন্ট থেকে সোয়াপ নামের একটি অপশনকে ডি একটিভেট কোরে দিতে হবে।
আমার জানামতে ফরেক্স একটি সম্পুন' হালাল ব্যাবসা। কারন ফরেক্স ব্যাবসায় লাভ এবং লস দুটাই হয়। ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল। এই মাকে'টে আমরা পুজির বিনিয়োগ করে বা বুদ্ধি বিনিয়োগ করে অথা'ৎ ফোরাম লিখেও ফরেক্স ব্যাবসা করতে পারি। এখানে বুদ্ধি বিনিয়োগ বলতে বোঝাচ্ছি মাথা খাটিয়ে ফোরাম লিখা।
আমার দৃষ্টিকোন থেকে ফরেক্স হল হালাল ব্যবসা।কোরান এ বলা হয়েছে যে সুদ হল হারাম।কিন্তু বিবেচনা করে দেখেন যে ফরেক্সে আপনি মুল্ধন বিনিয়োগ করলেন তারপর ট্রেড শুরু করলেন সেখান থেকে আপনি লাভও করতে পারএন আবার লসো করতে পারেন।আর আপনি মার্কেটে যত দক্ষ হবেন তত বেশি ইঙ্কাম হবে।
ফরেক্স ব্যবসায় কোন খারাপ কিছু নেই কিন্তু এই ব্যবসা আপনি যদি সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে। ফরেক্স বাবসা টা হল সাধারণ বাবসা এর মত। তাই আমি মনে করি ফরেক্স হালাল বাবসা। ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল।
আমি মনে করি ফরেক্স একটি ব্যবসা ফরেক্স থেকে আপনি টাকা ইনভেস্ট কোড়ে এখান থেকে আপনি লাভ করে আয় করতে পারেন | আমার মতে ফরেক্স একটি হালাল ব্যবসা কারন আপনি এখান থেকে আপনি আয় করতে পারেন তাই আমি বলব ফরেক্স হালাল ব্যবসা |
ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম এ বিষয়ে অনেকেই অনেক ভাবে ব্যাখ্যা দিবেন তবে আমার মতে ফরেক্স ট্রেডিং অবশ্যই হালাল কারন এখানে একজন ট্রেডার পুজি বিনিয়োগ করেন,পরিশ্রম করেন সর্বপোরী এখান থেকে যেমন প্রফিট করেন ঠিক তেমনি লসের ঝুকিও তাকে বহন করতে হয় সেই কারনেই আমি ফরেক্স ট্রেডিংকে হালাল ব্যাবসা বলে মনে করি।
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
এখানে মিনিটের ভিতর লাভ এবং লস হয় কথাটা ঠিক। কিন্তু এটা একটি ব্যবসা। এখানে আপনি আপনার ভাগ্যের উপর নির্ভরশীল হলে চলবে না। জুয়ায় কিন্তু ভাগ্যের উপর নির্ভরশীল হতে হয়। আর ফরেক্স হল আপনার প্রতিভা। আপনি যদি মেধা খাটিয়ে মার্কেটের মুভমেন্ট ধরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট হতে লাভ করতে পারবেন। আর যদি তা না পারেন তাহলে আপনি লস করবেন। ভাগ্যের উপর নির্ভরশীল হলে আপনাকে শুধু লসই করতে হবে। কখনো লাভের মুখ দেখতে হবে না। তারপরেও যদি আপনার কাছে ফরেক্স কে জুয়া মনে হয় তাহলে আপনার এখনই ফরেক্স ত্যাগ করা উচিত।।
ফরেক্স সম্পুর্ন হালাল ব্যবসা কারন এখানে লাভ ও লস এর সম্ভাবনা সমান ভাবে রয়েছে।তাছাড়া এখানে বিনিয়োগ রয়েছে এবং মানসিক শ্রমের মাধ্যমে আয় করা হয়।তাই ফরেক্স ব্যবসা হালাল এবং এখান থেকে অর্জিত অর্থ নিজে ভোগ করা ও পরিবারের প্রয়জন মেতাতে হালাল হবে।
ফরেক্স আমি মনে করি হালাল ব্যবসা | ফরেক্স মাকেট এমন একটি মাকেট আপনার লাভ লস আপনি নিজের চোখে দেখতে পারবেন | যে ব্যবসা করে বেকার মানুষেরা আয় করতে পারে তাদের পরিবারের জন্য টাকা দিয়ে সাহায্য করতে পারে আমি মনে করি সে ব্যবসা হালাল ব্যবসা বলা যায় | ফরেক্স মাকেট থেকে আয় ব্যয় আপনি সব করতে পারেন তাই ফরেক্স মাকেট হল ব্যবসা |
TselimRezaa
ভাই আমি আপনার সাথে একমত ,ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। আপনি ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করতে পারবেন। ইসলামের দৃষ্টিতে ব্যবসায়ের বৈধতা আছে। এখানে এক মিনিটে লাভ লস হতে পারে আপনার ভুলের কারনে। ব্যবসায়েও তো লাভ লস হয়। যেমন আপনি যদি তেলের ব্যবসা করেন তবে এক দিনের মাঝেই দাম কমতে বাড়তে পারে। ব্যপার টা দাম কমা বাড়ার উপরে। তাই এই দৃষ্টিতে হালালই।
আমরা জানি ইসলামের দৃষ্টিতে সুদ হারাম। আপনি ফরেক্সে সুদ মুক্ত একাউন্ট করতে পারবেন। ইসলামের দৃষ্টিতে ব্যবসায়ের বৈধতা আছে। এখানে এক মিনিটে লাভ লস হতে পারে আপনার ভুলের কারনে। ব্যবসায়েও তো লাভ লস হয়। যেমন আপনি যদি তেলের ব্যবসা করেন তবে এক দিনের মাঝেই দাম কমতে বাড়তে পারে। ব্যপার টা দাম কমা বাড়ার উপরে। তাই এই দৃষ্টিতে হালালই।
যে ব্যবসা করে সুদ আয় করা যায় সেটি হচ্ছে হারাম ব্যবসা। ফরেক্স এ সুদ যুক্ত একাউন্ট আছে। আপনি ইচ্ছা করলে সোয়াপ বা সুদ বাদ দিতে পারেন। কারন ইসলাম এ বলা হয়েছে সুদ খাওয়া হারাম। ফরেক্স এ আপনি যেহেতু কস্ট করে উপার্জন করচ্ছেন তাই এটি হালাল ব্যবসা।
আমি বোলব ফরেক্স বেবশা অবশ্যই এক্তি হালাল বেবশা তার কারন হচ্ছে ফরেক্সের বেবশার সিস্টেম হল আপনি ফরেক্সে ফোরামে কাজ করে আপনাকে কোম্পানি যে ডলার দেবে তার ওপরে আপনাকে ট্রেড করে আরও ডলার ইনকাম করা শম্ভাব আপনি যদি ঠিকমতো ট্রেড করেন তাহলে অবশ্যই লাভ করবেন আর যদি ভুল করে ট্রেড দেন তাহলে অবশ্যই লচ হবে এই বেবশাই লাভ লচ দুটোই আছে এজন্যই এই বেবশা হালাল।
ফরেক্স মার্কেট সম্পর্কে আসলে আমাদের প্রকৃত বাস্তব কোনো পরিষ্কার ধারনাই নাই৷তাই নানা রকম ফালতু কথা অনেকেই বলে থাকে-"ফরেক্স ব্যাবসা কোনোও ব্যাবসা নয়,ফরেক্স অবৈধ,ফরেক্স হারাম,ফরেক্স সুদের ব্যাবসা,ফরেক্স জুয়াখেলা,ফরেক্স একটা গেইম..." ইত্যাদি অসংখ্য নেগেটিভ মন্তব্য মানুষ করে থাকে৷অথচ তারা কিন্তু ফরেক্সের চেহারাই কোখোনোও দেখে নাই৷ফরেক্স মার্কেটে কখোনোও "মিনিটেই লাভ,মিনটেই লস" হয় না-আপনার এই কথা সম্পূর্ণই ভূল৷ফরেক্স মার্কেট হচ্ছে চলমান আন্তর্জাতিক মূদ্রা বাজার৷মিনিটে নয় বরং সেকেন্ডে কয়েকবার প্রাইস ক্রমাগত মুভমেন্ট করতে থাকে৷আর আপনার সঠিক জ্ঞানের অভাবে আপনি যদি বার বার ভূল এন্ট্রী করেন তাহলে প্রতিবারই আপনি লস করবেন৷এতে মার্কেটের কোনোও সমস্যা নয়,সমস্যা আপনার৷আপনি মিনিটে মিনিটে ভূল এন্ট্রী না করলে মিনিটে মিনিটে আপনার লাভ/লসও হবেনা৷
ইসলামের দৃষ্টিতে হালাল আর হারামের অর্থ ব্যাপক। তবুও মনে করি যে ব্যাবসায় লাভ লস আছে সেটা হালাল। তাই আমার কাছেও মনে হয় ফরেক্স ব্যবসা হালাল। আর আপনি যদি সয়াপ ফ্রী করে নেন তাহলে তো হালাল।
হ্যা আমি মনে করি ইসলামের দৃষ্টিতে ফরেক্স একটি হালাল ব্যবসা কেননা এতে লাভলোকসান দুটোই আছে। কারণ এটা কোন জুয়া খেলার মতো সিস্টেম না। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করেন এমনকি অধিক বেশি কৌশল, পদ্ধতি সম্পর্কে ভাল দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এতে ভাল মুনাফা অর্জন করতে পারবেন। আর জুয়া খেলা হচ্ছে আপনার ভাগ্য উপর নির্ভর করে কিন্তু ফরেক্স এমনটি নয় আপনি যত বেশি ফরেক্স সম্পর্কে শিখার চেষ্টা করবেন তত বেশি আপনি ফরেক্স থেকে ভাল কিছু অর্জন করতে পারবেন।
আমি বোলব ফরেক্স বেবশা অবশ্যই এক্তি হালাল বেবশা তার কারন হচ্ছে ফরেক্সের বেবশার সিস্টেম হল আপনি ফরেক্সে ফোরামে কাজ করে আপনাকে কোম্পানি যে ডলার দেবে তার ওপরে আপনাকে ট্রেড করে আরও ডলার ইনকাম করা শম্ভাব আপনি যদি ঠিকমতো ট্রেড করেন তাহলে অবশ্যই লাভ করবেন আর যদি ভুল করে ট্রেড দেন তাহলে অবশ্যই লচ হবে এই বেবশাই লাভ লচ দুটোই আছে এজন্যই এই বেবশা হালাল।
আমরা জানি ফরেক্স ব্যবসায় কোন খারাপ কিছু নেই কিন্তু এই ব্যবসা আপনি যদি সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে। ফরেক্স বাবসা টা হল সাধারণ বাবসা এর মত। তাই আমি মনে করি ফরেক্স হালাল বাবসা। ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল।
ফরেক্স মার্কেটে আমি বর্তমানে ডেমোতে ট্রেড করা শিখছি। এখনও রিয়েল ট্রেড করার রিস্ক নিচ্ছি না। তবে আমি মনে করি ডেমো এবং রিয়েল ট্রেড করার ক্ষেত্রে শুধুমাত্র ভার্চুয়াল এবং রিয়েল ডলার ছাড়া আর কোন পার্থক্য না থাকলে দুটি ব্যাপারই একই। তবে আমি রিয়েল ট্রেড করাকে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য বলব, ডমোতে তাদের লস করার ভয় ছিল না কিন্তু রয়েল ট্রেড করতে তাদের ভেতর শুধুমাত্র ভয় এবং শঙ্কার কারণে মানসিক বিপর্যস্ত হচ্ছেন ফলে ট্রেড করতে কিছুটা অসুবিধার সম্মুখিন হচ্ছে।
কেউ শখের বসে ফরেক্স করে না। ফরেক্স করার পেছনে সবার একটাই উদ্দেশ্য সেটা হলো ইনকাম করা। নিজেকে প্রতিষ্টিত করা। আমি ও ফরেক্স করতে এসেছি নিজেকে প্রতিষ্টত করতে, নিজের জীবনকে সাজাতে। আমি ও এখানে এসেছি আয় করতে। সুযোগ টা কাজে লাগাতে। কারন এই সুযোগ বারবার আসে না। আসবেও না।
ফরেক্স ব্যাবসায় দুভাবে একাউন্ট খোলা যায় একটা সুদমুক্ত আর একটা সুদযিক্ত।ইসলামিক সরিয়াতে আছে সুদ খাওয়া হারাম তাই আপনি যদি আপনার একাউন্ট হালাল করতে চান তাহলে আপনার একাউন্ট সুদ মুক্ত করুন। আর এমনিতেও আমাদের সবার উচিত সুদ মুক্ত একাউন্ট খুলে হালাল ব্যবসা করা তাতে আল্লাহও খুশি হবেন আর আমাদেরও পাপ হবেনা।
আমরা জানি ফরেক্স ব্যবসায় কোন খারাপ কিছু নেই কিন্তু এই ব্যবসা আপনি যদি সুদ মুক্ত করে নেন তাহলে আপনার এই ফরেক্স ব্যবসা পুরোপুরি হালাল হবে। ফরেক্স বাবসা টা হল সাধারণ বাবসা এর মত। তাই আমি মনে করি ফরেক্স হালাল বাবসা। ইসলামের দৃষ্টিতে যে ব্যাবসায় লাভ এবং লস হয় তাই হালাল।
হ্যা ভাই এই ব্যবসাটা একেবারেই হালাল একটা ব্যবসা। কেননা এখানে আপনি একদিনে সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে প্রকৃতভাবে এই ব্যবসাটা জানতে ও শিখতে হলে কমপক্ষে তিনটা বছর প্রচুর পরিশ্রম করতে হবে। ধৈর্য্য নিয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনাকে একটা সিস্টেম বানাতে হবে এবং সেই সিস্টেমটাকে প্রয়োজনে ডেবলাভ করতে হবে অর্থাৎ* প্রচুর খাঁটতে হবে, আর এভাবেই দেখবেন যে আপনার ৫ টা বছর অতিবাহিত হবে, তারপর আপনি একজন প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন। সুতরাং এটা ১০০% হালাল ব্যবসা বলতে পারেন।
অনেক কঠিন প্রশ্ন এবং এর উত্তরে মুফতিরাও দ্বিধান্বিত। তবে কিছু ব্যাপারে নির্দেশনা আছে । যেমন গোল্ড/স্বর্ণ কেনা বেচার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাকে উপস্থিত থেকে লেনদেন সম্পর্কে হাদিস আছে। তাই স্পট গোল্ড ট্রেড বাদে ফরেক্স হালাল হবার চান্স আছে। কিন্তু কেউ যদি সুচক কিনে/বেচে তাহলে তার ব্যবসাতে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে।
আমার মতে ফরেক্স ট্রেডিং একটি হালাল ব্যাবসা তার কারন হল অন্য ব্যাবসায়ে যেমন একজন বেক্তিকে বিনিয়োগ,সময় এবং শ্রম দিয়ে প্রফিট লাভ করতে হয় ঠিক তেমনি এখানেও বিনিয়োগের প্রযোজন হয় নিয়মিত ভাবে সময ব্যায় করতে হয় এবং মেধার ব্রাবহার করে নিয়মিত ভাবে মাকেৃট মূল্যায়ন করে তার পর এখান থেকে প্রফিট লাভ করতে হয়্ অন্যান্য ব্যাবসায়ে যেমন লাভ এবং লসের ঝুকি থাকে ঠিক তেমনি একানেও লাভ এবং লসের ঝুকি রয়েছে।