-
ফরেক্স মার্কেটে প্রফিট করা মোটেও ভাগ্যের ব্যাপার নয়। ফরেক্স মার্কেট থেকে প্রফেট করতে হলে ফরেক্স ট্রেডিং ভালমত শিখতে হবে। একজন ভাল মানের ট্রেডারের কাছে ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা শুধু সময়ের ব্যাপার। ফরেক্স ট্রেডিং হল একটি ব্যবসা আর যেহেতু ব্যবসা তাই লাভ ও লস দুটিই হবে। তবে এ মার্কেটে ট্রেড করা অনেক রিস্কি। তাই এ মার্কেটে ট্রেড করতে ভালমত জেনে তারপর আসতে হবে। তবে এ মার্কেট থেকে লাভ করা হল অভিজ্ঞতার ব্যাপার মোটেই ভাগ্যের ব্যাপার নয়।
-
না ভাই প্রফিট মোটেই ভাগ্যের উপর নির্ভর করে না।প্রফিটের জন্য আপনাকে ফরেক্স ভালো করে শিখতে আপনাকে ভালো এনালাইসিস করা জনাতে হবে। আপনি যদি ভালো এনালাসিস করতে পারেন তবে অবশ্যই ফরেক্স এ প্রফিট করতে পারবেন।
-
প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয় ইহা কিছু টেকনিকের ব্যবপার। ভাল কিছু জেনে ফরেক্স সম্পর্কে ভাল আইডিয়া এনে ট্রেড করেন প্রফিট অবশ্যই করতে পারবেন যদি আপনি বেশি লোভি না হন। মনে রাখা ভাল যে, ফরেক্স এর জন্য লোভ একদম বাজে অভ্যাস যা ট্রেডারকে ধব্বংসের দিকে নিয়ে যেতে সাহায্য করে।
-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
আমি মনে করি প্রফিট করা কখনোই নিজের ভাগ্যের ব্যাপার না ।এটা নিজের চেষ্টা,পরিশ্রম, বুদ্ধি, আর ধৈয্য এর ব্যাপার। প্রফিট করতে হলে নিজেকে যেমন পরিশ্রমি হতে হএ তেমন ধৈয্যও ধরতে হবে। আর সেইখানে নিজের বুদ্ধি তো আছেই। তাই প্রফিত করার জন্য আমার মতে আগে নিজেকে ভাল মত তৈকি করে নিতে হবে। তারপর প্রফিট এর আশা করতে হবে। তা নাহলে সম্ভব না। তাই পরিশ্রম এর বিকল্প নাই।
-
আমার কয়েবার ভুলে ট্রেড পড়ে যাওয়ার পর দেখলাম যখন সাথে ট্রেড বন্ধ করে দেই, ঠিক দিন শেষে মার্কেট আমার ভুল ট্রেডের দিকেই যায় মানে ভুল ট্রেডই যেন আমার প্রফিট হতো এরকম আপসোস লাগে। আবার এই রকম ভুল ট্রেড থেকেও কিন্তু প্রফিট করেছি তাই মনে হচ্ছে তখন যে, আসলে আজকের প্রফিট আমার ভাগ্যের ভাল লিখনের ফলে হয়েছে।
-
সকল ব্যবসায় একটা প্রফিট এর ব্যপার রয়েছে তেমনি এই মার্কেটে প্রফিট রয়েছে । সেই প্রফিট পাওয়ার জন্য কাজ করতে হবে নিজের । আপনি যদি মার্কেট নাবুঝে ট্রেড করেন তাহলে আপনি প্রফিট পাবেন না । এই জন্য দায়ী থাকবেন আপনি নিজেই। তবে অনেক সময় ভাগ্য একটা কাজ করে যেমন দেখাযায় আপনি ট্রেড ধরছেন আপনার অনুকুলে কিন্তু ধরার পরে মার্কেট আপনার অনুকুলে না এসে বিপরিত দিকে যাচ্ছে তখন আপনার কিছুই করার থাকে না ।
-
ভাগ্যের উপর ছেড়ে দিলে চলবে না কারন প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন।
-
ফরেক্স ট্রেডিং হল একটি ব্যবসা আর যেহেতু এটি একটি ব্যবসা তাই এখানে লাভ ও লস দুটিই হবে এটাই স্বাভাবিক। যদি ব্যবসায়ে লাভ লস না থাকে তাহলেতো একে ব্যবসা বলা যাবে না। তবে ফরেক্স ট্রেডিং মার্কেটে প্রফিট করাটা মোটেও ভাগ্যের ব্যাপার না। এ মার্কেটে ব্যবসা করে প্রফিট করতে হলে প্রয়জন ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা। তাই এ মার্কেটে যার যত বেশি জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে সে তত বেশি সফল। তবে এখানে প্রত্যেক ট্রেডার অথ্যাৎ নতুন ও অভিজ্ঞ সবাই কম বেশি লস করে কিন্তুু নতুনদের তুলনায় অভিজ্ঞ ট্রেডাররা অনেক কম লস করে।
-
ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে অনেক ভাল ভাবে প্রফিট লাভ করাটা অনেকটাই ভাগ্যের বিষয় এমনটি ভাবার কোন কারন নেই কারন আমি মনে করি ফরেক্স ট্রেডিং বিষয়ে আপনি যদি ভাল দক্ষতা এবং জ্ঞান লাভ করে তার পরে এখান থেকে আয়ের চেষ্টা করেন তবে খুব ভাল ভাবে আপনি এখান থেকে প্রতিনিয়ত আয় করতে পারবেন।
-
এটা আমি কখনোই মনে করি না যে প্রফিট করাটা কারো ভাগ্যের ব্যাপার। প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেড়ে দেন বলে মনে করি।
-
ফরেক্স ব্যবসায় লস হবেই। ১০০% সফলতার আশা করা উচিত না বা কউ করেন না। ট্রেড লস বা লাভ হলেই যে ভাগ্যের ব্যাপার তা নয়। ভাগ্যের উপরই যদি আমরা সবাই নির্ভরশীল হতাম তবে তো আর কোন ধরনের পরিশ্রম আর কোন স্বপ্ন দেখা ঠিক হবেনা। ভাগ্যের দোষ না দিয়ে আমাদেরকে নিজস্ব একটি ভাল স্ট্র্যাটেজি তৈরী করে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত বলে আমি মনে করি।
-
প্রফিট করা সব নিজের উপর । নিজের কর্মের গুণেই নিজেকে তৈরি করতে হবে । যে যত বেশী কষ্ট করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা সব সময় বেশী সময় দেব লাভ অাসবেই । অামরা কখনোই সময় অপচয় করব না । যে সময় অপচয় করবে সে কখনোই লাভবান হতে পারবে না ।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
ফরেক্স এ প্রফিট করাটা সম্পূর্ন ভাগ্যর উপর নির্ভর করে না। যদি ভাগ্যর উপর সব হতো তাহলে এটা জুয়া খেলার মত হতো। যেহেতু ফরেক্স ট্রেড করার জন্য অনেক কিছু জানতে এবং শিখতে হবে। তাই ফরেক্স কে জুয়া সাথে তুলনা চলে না। তবে সব ট্রেড প্রফিট হবে না এটাও ফরেক্স এর নিয়ম।
-
সব সময় সবকিছু ভাগ্যর উপর ছেড়ে দিলে হয় না। যদি ট্রেড ভাগ্যর উপর নির্ভর করতো তাহলে এটা জুয়া খেলার মত হতো। ফরেক্স এ অনেক নিয়ম কানুন আছে যা প্রফিট করতে কাজে লাগাতে হয়। ফরেক্স এ প্রফিট করার চেয়ে টিকে থাকতে পারলে একদিন প্রফিট্যাবল হওয়া যাবেই।
-
আমি মনে করি প্রফিট করা কখনোই নিজের ভাগ্যের ব্যাপার না ।এটা নিজের চেষ্টা,পরিশ্রম, বুদ্ধি, আর ধৈয্য এর ব্যাপার। প্রফিট করতে হলে নিজেকে যেমন পরিশ্রমি হতে হএ তেমন ধৈয্যও ধরতে হবে। আর সেইখানে নিজের বুদ্ধি তো আছেই। তাই প্রফিত করার জন্য আমার মতে আগে নিজেকে ভাল মত তৈকি করে নিতে হবে। তারপর প্রফিট এর আশা করতে হবে। তা নাহলে সম্ভব না। তাই পরিশ্রম এর বিকল্প নাই।
-
ফরেক্স ব্যবসা প্রপিট লাভ করা কখনো ভাগ্যের ব্যপার হতে পারেনা। ফরেক্স ভাল করে শিখে ট্রেড করতে হবে। সাময়িক লাভ হলেই পরে লস হওয়ার সম্বভাবনা বেশি থাকে।
-
এটা নিজের চেষ্টা,পরিশ্রম, বুদ্ধি, আর ধৈয্য এর ব্যাপার। প্রফিট করতে হলে নিজেকে যেমন পরিশ্রমি হতে হএ তেমন ধৈয্যও ধরতে হবে। আর সেইখানে নিজের বুদ্ধি তো আছেই। তাই প্রফিত করার জন্য আমার মতে আগে নিজেকে ভাল মত তৈকি করে নিতে হবে। প্রফিট করাটা নির্ভর করছে সম্পূন্য ভাবে আপনার আমার ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। আপনি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা রপ্ত করুন তখন দেখবেন আপনিও এখান থেকে ভাল প্রফিট করতে পারছেন।
-
আমরা যে কোনোও ব্যবসা করি না কেন প্রত্যেক ব্যবসাতেই যেমন লাভ রয়েছে তেমনি লসও রয়েছে৷লাভ হলেই আমরা বলি সৌভাগ্য আর লস হলেই আমরা বলি আমাদের কপাল মন্দ ভাগ্য খারাপ... ইত্যাদি নানা বাজে ধরনের কথা৷আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডে ভাগ্যের কোনো বিষয় নেই৷এখানে রয়েছে অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন৷এই মার্কেটে যারা যত বেশি দক্ষ ও অভিজ্ঞ কেবলমাত্র তারাই এই মার্কেট থেকে নিয়মিত পর্যাপ্ত প্রফিট করে থাকেন৷যেমন ধরুন ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশের মানুষজন এই মার্কেট থেকে নিয়মিত পর্যাপ্ত প্রফিট করছেন... তাহলে কি বলা যায় যে তারা খুবই সৌভাগ্যবান !!! আর আমরা বাঙালিরা এই মার্কেট থেকে লস করতে করতে বের হয়ে যাচ্ছি... তাহলে কি বলবেন আমরা দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি ??? আমার মনে হয় এই ধরনের চিন্তা করা সম্পূর্ণই ভুল৷ ব্যাবসায় লস হবে তাই বলে নিজের ভাগ্যকে কখনোই দোষারোপ করা উচিত নয় বরং নিজের দক্ষতা অভিজ্ঞতাকে আরো উন্নত করার চেষ্টা করুন৷তাহলে লস না হয়ে লাভ হবেই হবে৷
-
ফরেক্স মার্কেট একটি ঝুঁকি পূর্ণ মার্কেট আমারা জানি । আমি মনে করি যে প্রফি এবং লস করা তা সম্পুন আপনার বিষয়ই আপনি যদি ফরেক্স জানেন তাহলে আপনি কোন লস করবেন না । প্রফি সর্বদা হবে এই মার্কেট এটা আমার আত্মবিশ্বাস ।
-
জি না ফরেক্স হচ্ছে এনালাইসিস এর বিষয় এটা কে ভাগ্যর শাতে তুলনা করা বোকামি। কারন মার্কেট এনালাইসিস করে আপনাকে ট্রেড নিতে হবে। আপনি আপনার মন মতো ট্রেড করে প্রফিট হলেও ভাগ্যর বেপার লস হলেও ভাগ্যর বেপার বললে তো আর হবে না। তাই আমাদের কে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস প্রয়োজন।
-
আসলে ভাগ্যে নিয়ন্ত্রন করতে হয় ফরেক্স মার্কেট এ। আপনি যদি সঠিক পদ্ধতি জানেন কিভাবে লাভ করতে হয় বা আপনি যদি ভাল অভিজ্ঞ হন তাহলে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। লাভ করতে হলে যে পরিমান কষ্ট এবং ধৈর্য্য ধারন করতে হয় সেটা আমরা করি না তাই আমাদের লাভ ভাগ্যে জুটে না। কঠোর প্রশিক্ষনের মাধ্যেমে ফরেক্স শিখতে হবে তাহলে আপনি ভাল কিছু করতে পারবেন।
-
ফরেক্স একটা স্মার্ট ব্যবসা। এই ব্যবসা প্রথমে শিখে নিয়ে পরে করতে হবে। কারন ফরেক্স ব্যবসায় দক্ষতা ছাড়া প্রফিট করা যায় না। কিন্তু অনেকেই এটা বিশ্বাস করে না বরং অনেকেই মনে করে ফরেক্স ভাগ্যের মাধ্যমে প্রফিট করে। কিন্তু আমি মনে করি যারা এমন মনে করে যে প্রফিট করা ভাগ্যের ব্যাপার তারা কখনই প্রফিট করতে পারে না বলে মনে করি।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
ফরেক্স মার্কেটে প্রফিট করতে গেলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে ফরেক্স মার্কেটে প্রফিট করতে গেলে ভাগ্যের উপর নিরভর করে না ।
-
আমি মনে করি এটি ভাগ্যের বিষয় না। এটি হচ্ছে এনালাইসিস এর বিষয়। এটা কে ভাগ্যর সাথে তুলনা করা বোকামি।তার বড় কারন হলো মার্কেট এনালাইসিস করে আপনাকে ট্রেড নিতে হবে।এখানে আপনি আপনার মন মতো ট্রেড করে প্রফিট পেলেও সেটা ভাগ্যর সাথে কিছু না। আর তাই আমাদের কে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস প্রয়োগ করে মার্কেটে টিকে থাকতে হবে।
-
একজন ব্যাবসায়ী ব্যবসা করে অবশ্যই সেখান থেকে ভাল কিছু প্রফিটের আশায়। কিন্তু ব্যবসার বাজার সবসময় সমান যায় না। দেখা যায় ব্যবসায় কখনো লস হয় আবার কখনো লাভ হয়। ফরেক্সেও তেমনি লাভ লস আছে। তবে আমি মনে করি সতর্ক হয়ে বুদ্ধি খাটিয়ে ফরেক্সে ট্রেড করলে অবশ্যই এখান থেকে প্রফিট করা সম্ভব। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। কারন বাজার সব সময় সমান যায় না। বাজার কখনো উপরে ওঠে আবার কখনো নিচেই নামে। এটার ওপর ভিত্তি করেই ট্রেড করতে হবে। আমি মনে করি দক্ষতার সাথে কাজ করলে ফরেক্স থেকে খুব সহজেই প্রফিট উপার্জন করা যায়।
-
যে কোন ব্যবসাই সফল হওয়ার জন্যে কিছু না কিছু কৌশল থাকে।
ফরেক্স ও তার ব্যতিক্রম না
তবে প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে।*
কোন ছাএ যদি সারা বছর পড়াশুনো করে তাহল তার পরীক্ষায় ভাল রেজাল্ট হবে এই সহজ কথা টা আমার সবাই বুঝি।
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে সফল হতে হলে অবিজ্ঞাতা লাগে
আর তার জন্যে ফরেক্স মার্কেট নিয়ে অনেক এনালাইসিস করতে হই
একটা কথা প্রচলিত আছে
মানুস তার কর্ম ফলের ধারা ভগ্য কে পরিবর্তন
করতে পারে
ফরেক্স এ প্রফিট করতে হলে ভাগ্যেরর সাথে সাথে অবিজ্ঞাতা টাউ প্রয়োজন
-
না মুনাফা করা এখানে কোন ভাগ্যের ব্যাপার না। এখানে সম্পূর্ণ নির্ভর করে আপনার জ্ঞান এর উপর। আপনি যদি এই ব্যবসা ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে শুরু করতে পারেন তাহলে আপনি এই ব্যবসা হতে ভাল মুনাফা করতে পারবেন। কারণ ভাল জ্ঞান এবং অভিজ্ঞতার সাহায্যে আপনি খুব সহজেই ভাল এনালাইসিস করতে পারবেন যার ফলে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেন এবং সেই ট্রেড হতে আপনি ভাল মুনাফাও করতে পারবেন। তাই ভাগ্যের উপর কখনই নির্ভর করবেন না।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
প্রফেট করা শুধুমাত্র ভাগ্যের ব্যাপার না প্রফিট করার জন্য অভিজ্ঞতা প্রয়োজন অভিজ্ঞতা না থাকলে প্রকাশ করা যাবে না প্রথমত শিক্ষা এবং ধৈর্য থাকলে অভিজ্ঞতা অটোমেটিক আপনাদের হাতে
-
রফিক করতে হলে আপনাকে সহজ রাস্তা খুঁজে বের করতে হবে আর দেখতে হবে লোক যেন না করেন ধৈর্য টিকেট রেট করবেন সবসময় কোনদিন হারবেন না তাহলে আলিবাবা চল্লিশ চোরের মতন খেয়াল রাখবেন 40 বছর যেন বেঁচে থাকে অর্থাৎ পুরুষদের জন্য কি করতে পারেন আপনার একাউন্ট মানি ম্যানেজমেন্ট ভালো করে
-
আমি মনে করি আপনাদের সৌভাগ্য আমি আপনাদের সবাইকে সদ্ভাবে উপদেশ দিচ্ছি কোন কিছু লুকাই না এইমাত্র শুনলেন আলিবাবা চল্লিশ চোরের কথা ঠিক তেমন ভাবে আমি হাস্যরসের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব ভুল শিখিয়ে দিব আমার ওয়েবসাইটে
-
প্রোফাইল করা খুব একটা কঠিন না যদি আপনি সঠিক ভাবে ট্রেড করতে যাবেন আপনি প্রফিট করতে পারবেন কিন্তু প্রফেট ধরে রাখা কঠিন
-
আমরা বাস্তবে যেভাবে মানি ম্যানেজমেন্ট করি মনের অজান্তে যেভাবে আমরা টাকা জমাই ঠিক সেভাবে অনলাইন এ মানি ম্যানেজমেন্ট করতে হয় এবং টাকা জমাতে প্রফিট করার জন্য সর্বোপরি মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট পড়া করবেন
-
প্রসবের মানে মানুষ গুণফল করুন মনোনয়ন না থাকলে পকেটে করা যাবে না উপযুক্ত শিক্ষায় পারবে আপনার পকেটে ধরে রাখতে তাহলে অফিস সহায়ক
-
বাংলা গজল রিলিজ মানে নিয়ে খেলা মানে যদি না দেন না করি তাহলে ম্যানেজার হব কি করে আপনাকে নিজের লাইফের নিজের টাকার ম্যানেজার হতে হবে তাই থাকবে যেখানে একটি মার্কেট