-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেডে এর ক্ষেত্রে সবসময় আমার নিজের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি।ফরেক্স মার্কেট নিরবর করে আপনার মেধার উপর আপনি যদি আপনার মেধাদিয়ে ফরেক্স মার্কেট ে ট্রেড কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জানেন তাহলে ত আপনার সিগ্নাল বা কার কাচ থেকে সাহায্য নিতে হই না। তাই আমি আমার ট্রেড আমি নিজের সিদ্ধান্ত অনুযায়ী করী।
-
কারো সিগন্যাল দেখে ফরেক্স মার্কেটে ট্রেড না করা ভালো কারণ এতে নিজের কোন অভিজ্ঞতা থাকে না এবং এতে অনেক সময় লসের সম্ভাবনা থাকে আর সিগন্যাল দেখে ট্রেড করা ভালো যদি আপনি এটা ভালো করে এনালাইসিস করতে পারেন তবে সিগন্যাল এর উপর নির্ভরশীল হলে খুব সমস্যা এতে ফল ভালো হয় না
-
আমি কারো সিগন্যাল দেখে ট্রেড করি না এটা আমার কাছে খুবই খারাপ লাগে অন্যের উপর ভরসা করা। কারন ফরেক্স এমন একটি মার্কেট বলে আমি মনে করি যেখানে নিজ যোগ্যতা না থাকলে পদেপদে লসে পড়তে হতে পারে। তাই অবশ্যই নিজেদের স্কিল বৃদ্দি করে নিজেদরকেই ট্রেড করতে হবে।
-
সিগন্যাল ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করে থাকি সঠিক সিগন্যাল ডিরেকশন যেমন একজন ট্রেডারকে অনেক ভালো সফলতা অর্জন করতে সহায়তা করতে পারে ঠিক তেমনি একটি ভুল সিগন্যালের কারণে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সর্বস্ব হারিয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। ফলে প্রত্যেক ট্রেডারের উচিত সিগন্যাল ব্যবহারের পূর্বে তার গ্রহণযোগ্যতা যাচাই করে নেওয়া। ইদানিং দেখছি সিগন্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা কেমন যেন দিনকে দিন বহুগুণে বেড়ে যাচ্ছে ফলে অবশ্যই দুশ্চিন্তা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সমূহ ইদানীংকালে আমাদেরকে নামমাত্র মূল্যে সিগন্যাল প্রদান করার লোভনীয় অফার প্রদান করছে আসলে আদৌ কি তাদের সিগনালগুলো কোন কাজে আসবে। এমন অনেক সিগনাল প্রোভাইডার বা স্ক্যাম রয়েছে যারা বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজেরা সিগন্যাল তৈরি করছে অনেকেই আবার সিগন্যাল তৈরি করার জ্ঞান না থাকা সত্বেও কিছুসংখ্যক সিগনাল তৈরি করে ট্রেডারদের শতভাগ মার্কেট সিগন্যাল অনুযায়ী কাজ করবে এই লোভনীয় প্রলোভন দেখিয়ে বহু অর্থ তাদের নিকট থেকে হাতিয়ে নেওয়ার অপচেষ্ঠা করছে।ফলে যারা যারা ইতিমধ্যে এমন লোভনীয় অফার পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলব সিগন্যাল ব্যবহার করার পূর্বে অবশ্যই সিগন্যালের গ্রহণযোগ্যতা যাচাই করে নেন নিজস্ব ট্রেডিং জ্ঞানের আলোকে মার্কেট এনালাইসিস করে সিগন্যালের সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারেন পাশাপাশি ফরেক্স এক্সপার্টদের প্রদত্ত এনালাইসিস গুলো নিয়মিতভাবে ফলো করুন তবেই আপনি সিগন্যাল কতটা সঠিক বা বাস্তবায়নযোগ্য হবে তা সহজেই অনুমান করতে পারবে।আর পরের সিগন্যালের ওপর নির্ভর না করে নিজের মতোও করে সিগন্যাল তৈরী করাই ভালোও। অন্ধ ববিশ্বাস করা তোও ভালো নয়
-
আসলে আমি মনে করি অন্যের সিগন্যাল দেখে ট্রেড করা আর অন্ধ বিশ্বাসের মধ্যে কোন পার্থক্যই নেই । আমি কখনই অন্যের সিগন্যালকে বিবেচনা করি না বরং তার অ্যানালাইসিস ইত্যাদি নিয়মিত দেখি এবং আমার নিজের অ্যানালাইসিসের সাথে তুলনা করি যদি প্রায় একই হয় তখই ঐ অ্যানালাইসিসকে সঠিক মনে করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করি।
-
না, আমি কারও সীলকে বিনিময় করি না। নিজের অন্তর্দৃষ্টি বিনিময় করার জন্য একটি সাইন পদ্ধতি দেখে এইজন্য আপনি সাইন ইন একটি জরিমানা গ্রহণ করে যে বিনিময় অফ অফ, সেই সময়ে আপনার সংস্থার বৃহত্তর অংশ দুর্ভাগ্য হতে পারে। এই লাইনগুলির সাথে, সিগন্যাল বা বিভিন্ন পয়েন্টার ব্যবহার না করে আপনি প্রাকৃতিকভাবে বাজার তদন্ত এবং বিনিময় করবেন, আপনি একেবারে লাভ পাবেন। এটি নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।
-
ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট ও করা উচিত । প্রতিটি ট্রেডারের উচিত ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস।আপনি মার্কেট এনালাইসিস না করে যখন আপনি ট্রেড এন্ট্রি দিবেন তার মানে আপনি চোখ বেধে পানিতে ঝাপ দিলেন।চোখ বেধে যেমন আমি কোন দিকে যাবো ঠিক করা যায় না ঠিক তেমনি হবে যদি আপনি এনালাইসিস না করে ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি দেন।তখন আপনার লস
-
না ভাই আমি কারো সিগনাল দিয়ে এখন ট্রেড করিনা,আমি আগে এক পেইড সিগনাল এর চ্যানেল এ জইন করেছিলাম,তাদের সিগনাল দিয়ে ২ মাস ট্রেড করি,তাতে আমার অনেক লস হয়ে থাকে,আমি প্রায় ৫০০ ডলার এর মতো আমি লস করে থাকি,তারপর থেকে আমি সিগনাল দিয়ে ট্রেড করা বাধ দিয়,নিজের মত ট্রেড করে থাকি।
-
সিগন্যাল ব্যাবহার না করাই ভালো কারন এর মাধ্যমে হইত আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই যানতে পারবেননা তাই আপনি অন্য কারো সিগন্যাল ব্যাবহার না করে নিজেই ফরেক্স মার্কেট কে এনালাইসিস করে ট্রেড করুন আমার এক ট্রেডার ভাই অন্যদের থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করত মাঝে মাঝে সে লাভ করত যা একসময় তার নেশায় পরিণত হয় আর সেই ধারাবাহিকতা্য় সে একসময় অন্যর সিগন্যালকে বিশ্বাস করে অনেক টাকা ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে কিন্ত ফলাফল হিসেবে তার একাউন্ট জিরো ।
-
কারো প্রফিটের স্কিন সট দেখে নিজের মানি ম্যানেজমেন্ট নষ্ট করার মত বোকা কেউ হবেন না। যারা সিগনাল কিনে ট্রেড করেন বা করতে চান তারা হয়তো সিগনাল দিয়ে লাভ করতে পারবেন কিন্তু নিজে কিছু অর্জন করতে পারবেন না। আপনাকে পরনির্ভরশীল হয়েই থাকতে হবে যার ফলাফল জিরো। তাই*তার লাভ এর পিছনে লুকিয়ে থাকতে পারে মস্ত বড় লস এর হিস্টরি ,তাই নিজ প্রয়োজনে নিজের সাইকোলজি ঠিক করুন ,অন্যের প্রফিট এর উপর লোভ না দিয়ে নিজ ট্রেডিং এর উন্নতি করা চেষ্টা করুন।
-
সব সময় অন্যের সিগনাল দেখে ট্রেড করা উচিত না। তবে প্রথম অবস্থায় দখ্খ এক জনের সাহায্য নেওয়া যায়। আর নিজের দখ্খতা বাড়ানোর চেষ্টা করতে হবে। এর জন্য বেশি,বেশি এনালাইসিস.করতে হবে। ধৈর্য্য ধারণ করতে হবে এবং আত্মবিশ্বাসি হতে হবে।
-
অন্যের সিগনাল দেখে ট্রেড না করে নিজেই এনালাইসিস করে ট্রেড করা ভালো । তাতে যদি লস করেন তাতে সমস্যা নাই। এর ফলে নিজে একজন ভাল ট্রেডার হতে পারবেন।
-
ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য অনেক ধরনের উপায় আছে। কেউ নিউজ দেখে আয় করে, কেউ মার্কেট সিগনাল দেখে আয় করেন। আবার কেউবা মার্কেট এনালাইসিস করে আয় করে থাকেন। আমি ফরেক্স মার্কেট এ কোন সিগনাল থেকে করি না। আমি ফরেক্স এ মার্কেট এনালাইসিস করে ফরেক্স করে থাকি। ধন্যবাদ।
-
অন্যের দেওয়া সিগন্যাল অনুসারে ট্রেড না করে নিজেই এনালাইসিস করে ট্রেড করাটাই আমার কাছে উত্তম। নবীন ফরেক্স ট্রেডারদের ক্ষেত্রে শুরুতে নিজের এনালাইসিস এর সাথে বড় ভাইয়ের এনালাইসিস মিলিয়ে দেখতে পারেন। পরবর্তীতে নিজে নিজেই ট্রেড করা শিখুন। আপনার ট্রেডে যদি ভুলও হয় সেটা যদি আপনি ধরতে পারেন তাহলে তা থেকেও আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। কেননা একসময় আপনি লস করা থেকে লাভ করা শিখবেন।
-
নিজে ফরেক্স করতে না পারলে অন্যের সিগনাল ফলো করেও ট্রেড করা যায়। তবে এতে করে নিজের আর ফরেক্স শিখা হবে না। অন্য জনের গাইড লাইন নিয়ে ভালো ট্রেডার হওয়া যাবে না তাই ফরেক্স সংক্রান্ত সবকিছু ভালভাবে শিখে তারপর রিয়েল মার্কেটে প্লে করা উচিত ।
-
একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা দরকার । তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি জাতে ভুল হলে সংশোধন করা জাই। অন্য কারর সিগন্যাল দেখে শিক্ষা নেওয়া যাই । করা যায় না ।
-
ফরেক্স মার্কেটে কারো সিগ্নাল দেখে আমি ট্রেড করি না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক প্রকারের সিগ্নাল পাওয়া যায় তবে সেগুল দেখে আমি কখনো ফরেক্স ট্রেড করি না।আমি মনে করি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে আপনার অ্যানালাইসিস দক্ষতা এবং জ্ঞানই হল আপনার শক্তি যা আপনাকে মার্কেট সম্পর্কে সঠিক ধারনা দিবে।
-
কোন কিছুতে অন্যের ভরসা উচিত না। আপনি যা করবেন এতেই আপনার সুফল। এই ফরেক্স মার্কেট এ যার যার ইনকাম কীভাবে করবেন তা শুধু আপনার নিজেই করা উচিত। ফরেক্স এ আপনি নিজ নিজ সিগনাল করে এবং টার্গেট করে ট্রেড করবেন দেখবেন আপনি সাফলতা অর্জন করছেন। আর যদি আপনি অন্যের সিগনাল ফলো করলে দেখা যাবে সে ভুল সিগনাল করে লস করছেনে তখন আপনার ও লস হবে। তাই যার যার নিজের মত করে সিগনাল ফলো করে ট্রেড করা উচিত।
-
আসলে আমি মনে করি অন্যের সিগন্যাল দেখে ট্রেড করা আর অন্ধ বিশ্বাসের মধ্যে কোন পার্থক্য/ভিন্নতা নেই। আমি কখনই অন্যের সিগন্যালকে বিবেচনা করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করি না তবে হ্যা আমি অন্যের সিগন্যাল,অ্যানালা সিস ইত্যাদি নিয়মিত দেখি এবং আমার নিজের অ্যানালাইসিসের সাথে তুলনা করি যদি প্রায় একই হয় তখই ঐ অ্যানালাইসিসকে সঠিক মনে করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করি।
-
না, আমি কারও সিনাল দেখে ট্রেড করিনা। সিগন্যাল দেখে ট্রেড করা মানে নিজের বুদ্ধিকে বিক্রি করে দেয়া। ার সিগন্যাল দেখে ট্রেড করলে আম্পনি সতভাগ লসের সম্মুখিন হতে পারেন। তাই সিগন্যাল বা বিভিন্নও ইনডিকেটর ব্যবহার না করে আপনি নিজে নিজে এনালাইসিস করে মার্কেট এ ট্রেড দেন আপনি অবশ্যই লাভবান হবেন। এতে কোন সন্দেহ নাই।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অন্য কার হেল্প না নিয়ে নিজে নিজে ফরেক্স ব্যবসা শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক ভাল। কারন অন্য একজনের চিন্তার সাথে আপনার চিন্তা নাউ মিলতে পারে। মার্কেট ভাল ভাবে বুঝলেই ফরেক্স এ টিকে থাকতে পারবেন । তাই কারো সিগনালের আশায় বসে না থেকে মার্কেট টা বুঝে ফরেক্স করেন ।
-
আপনার স্থি প্রশ্নটা না বুঝতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুখিত, তবে আপনি যদি বুঝতে চাচ্ছেন যে আপনি কি দেখে ট্রেড করবেন, এবং তার জন্য সিগনাল ভালো কিনা তাহলে আমি বলব, আপনি যদি সঠিক ত্রাদের কে বাচ্জাই করে থাকেন তাহলে অবসি আপনার সিগনাল ভালো হবে. আপনি সিগনাল ফলো করে লাভবান হতে পারেন, আবার লস ও করতে পারেন.
-
আমি মনে করি অন্যের সিগন্যাল দেখে মার্কেট এনালাইস করে তারপর সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিৎ । তাতে করে যেমন আপনার জ্ঞানের পরিধি বাড়বে তেমনি ভাল একটা প্রফিট উপার্জন করতে পারবেন ।তবে হ্যাঁ সব সময় অন্যের সিগনাল দেখে ট্রেড করা উচিত না। আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি যা আমাদের পরবর্তী ট্রেডিংয়ের সহায়ক হতে পারে।
-
আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা নিজেদের স্ট্রাটেজি ব্যবহার করি । তবে সেটা দিয়ে অনেক কিছু করা যায় যদি স্ট্রাটেজি হয় মানসম্পন্ন । আমি অনেক বড় ভাইদের দেখেছি যারা সিগন্যাল ব্যবহার করতে করতে অনেক বেশি পরনির্ভরশীল । তাকে কেউ ফরেক্স শিক্ষা দেয়নি । কিন্তু আপনার কাছে শিক্ষার সকল উপাদান রয়েছে , ইন্টারনেট । তাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন । পরগাছা হয়ে বেঁচে থাকার চেয়ে ক্ষীণজীবী হওয়া উত্তম ।
-
এতা আপনার ইছা ...আপনি কি ভাবে টে্রড করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যপার । তবে প্রাথমিক ভাবে ট্রেড শিখতে হলে আপনাকে বড় অভিঙ্গ ট্রেডার এর কাছ থেকে শেখায় ভাল । এর ফলে আপনি হাতে কলমে শিখতে পরবেন । টার্গেট করে ট্রেড করবেন দেখবেন আপনি সাফলতা অর্জন করছেন। আর যদি আপনি অন্যের সিগনাল ফলো করলে দেখা যাবে সে ভুল সিগনাল করে লস করছেনে তখন আপনার ও লস হবে। তাই যার যার নিজের মত করে সিগনাল ফলো করে ট্রেড করা উচিত।
-
না ভাই, ফরেক্স এ আমি কারো সিগনাল দেখে ট্রেড করি না। আমি ফরেক্স এ আমার টার্গেট অনুযায়ী মার্কেট এনালাইসিস করে আমি আমার মত ট্রেড করে ফরেক্স থেকে আয় করে থাকি। অন্যের সিগনাল ফলো করা কখনোই ঠিক হবে না। তাই আমি যা পারি এবং আমার অভিজ্ঞতা দিয়ে ট্রেড করে ফরেক্স থেকে আয় করাটাই ভাল।
-
আমি কি কারো সিগনাল দেখে ট্রেড করি ? নাকি সিগনাল দেখে নিজের সাথে মিলাই। নাকি কারো এনালায়সিস দেখি ? তার পর মিলািই, নাকি সিগনাল কিনি ? নাকি বড় ভাইদের কাছে জিজ্ঞাসা করি ?
-
ভাই আপনার যে পোস্টটি করেছে তা বুঝতে পারছি না। আপনি যদি সুন্দর করে ভাল মত স্পষ্ট করে পোস্ট করে বলতে তাহলে হয়তো কিছু বলে সমাধান দিতে পারতাম। আসলে ফরেক্স মার্কেট এ সব কিছুই চিন্তা ভাবনার, দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়। আমি কার সিগনাল দেখে ট্রেড করি না। আমি আমার নিজের টার্গেট করে ও মার্কেট এনালাইসিস করে নিজের অভিজ্ঞতায় ট্রেড করি। আর আমি বলব যে কার সিগনাল ফলো করে ফরেক্স এ ট্রেড করা উচিত নয় । এতে অনেকটা রিক্স থেকে যায়।
-
আমি কারও কাছ থেকে সিগনাল নিয়ে ট্রেড করি না।আর আমার মনে হয় সিগনাল দেখে ট্রেড করলে বেশি ভাগ ট্রেড লসে পরিনিত হয়।কারন আমি কয়েক দিন সিগনাল দেখে ট্রেড করেছিলাম কিন্তু লাভ করতে পারিনি।এখন আমি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করে এবং নিজের কিছু ট্রেডিং কৌশলের উপর নির্ভর করে খুব ধৈর্য সহকারে প্রতিটি ট্রেড করি।এতে আমি মোটামোটি ভাবে কিছু অর্থ প্রফিট করতে পারি।
-
যে যত বেশি মর্কেট এনালাইসিস করতে সে তত বেশি সফল হতে পারবে। আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি যা আমাদের পরবর্তী ট্রেডিংয়ের সহায়ক হতে পারে কেউ নিউজ দেখে আয় করে, কেউ মার্কেট সিগনাল দেখে আয় করেন। আবার কেউবা মার্কেট এনালাইসিস করে আয় করে থাকেন। আমি ফরেক্স মার্কেট এ কোন সিগনাল থেকে করি না। আমি ফরেক্স এ মার্কেট এনালাইসিস করে ফরেক্স করে থাকি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কারো সিগন্যাল ব্যাবহার না করাই ভালো। কারন এর মাধ্যমে হইত আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই যানতে পারবেননা।তাই আপনি অন্য কারো সিগন্যাল ব্যাবহার না করে নিজেই ফরেক্স মার্কেট কে এনালাইসিস করে ট্রেড করু। এতে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জানার পাশাপাশি আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন এবং ভালো আয় করতে পারবেন,। ধন্যবাদ...
-
আপনি সিগন্যাল দিকে কি করেন সেটা আপনার সম্পূর্ণ নিজের বেপার । তবে আমি মনে করি অন্যের সিগন্যাল দেখে মার্কেট এনালাইস করে তার পর সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিৎ । তাতে করে যেমন আপনার জ্ঞানের পরিধি বাড়বে তেমনি ভাল একটা প্রফিট উপার্জন করতে পারবেন ।
-
ফরেক্স সিগনাল দেখে ট্রেডিং করা নির্ভর করে ট্রেডারের নিজের উপর। আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি যা আমাদের পরবর্তী ট্রেডিংয়ের সহায়ক হতে পারে।
-
আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি । এই সব সিগনাল মাঝে মাঝে ঝামেলা করে এবং মাঝে মাঝে ভুল সিগনাল দেয় যার জন্য ট্রেডের অনেক ক্ষতি হয়ে থাকে। আর আমি মনে করি নিজের বুদ্ধি দিয়ে নিজের মাথা দিয়ে একাউন্ট ভাল ভাবে এনালাইসিস করে তার পার ট্রেড করা।
-
পুরোপুরি সিগন্যাল নির্ভর হয়ে ফরেক্স ট্রেডিং করাকে আমি সমর্থন করি না। সিগন্যাল কখনো শতভাগ কাজ করে না, এটি ফিফটি-ফিফটি কাজ করে থাকে। সিগন্যাল এবং নিজের এনালাইসিস দ্বারা ট্রেড নেয়া যেতে পারে। অন্যের ট্রেডি়ং সিগন্যাল এবং নিজের ট্রেডিং এনালাইসিস যদি অনেকটা মিলে যায় তখন আপনি আপনার মত করে ট্রেড নিতে পারেন। বিশেষ করে নতুন অবস্থায় কোনক্রমেই সিগন্যাল নির্ভর ট্রেডিং করা উচিত নয়। বেশিরভাগ ফরেক্স ট্রেডার এই সময়টাই ভুল করে এবং লস করে ফরেক্স ছাড়তে বাধ্য হয়। মনে রাখবেন যারা সিগনাল বিক্রি করে তাদের সিগন্যাল যদি শতভাগ কাজ করতো তাহলে তারা নিজেরাই এগুলো এপ্লাই করে অনেক প্রফিট করতে পারতো, অন্যের কাছে বিক্রি করতে হত না। তাই বলব বেশি বেশি মার্কেটে সময় দিন, মার্কেট এনালাইসিস করুন এবং নিজের ট্রেডিং দক্ষতা বৃদ্ধি করুন। তাহলে আপনি নিজেই একদিন ট্রেডিং সিগনাল তৈরি করতে পারবেন যেটা অন্যদের তুলনায় অনেক বেশি বেটার হবে।
-
মর্কেট এনালাইসিস করতে সে তত বেশি সফল হতে পারবে। আমার মতে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের নিজেদের মার্কেট এ্যনালাইসিস করা উচিত। তবে প্রাথমিকভাবে আমরা দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারি যা আমাদের পরবর্তী ট্রেডিংয়ের সহায়ক হতে পারে।
-
আপনি সিগন্যাল দিয়ে কি করেন সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার । তবে আমি মনে করি অন্যের সিগন্যাল দেখে মার্কেট এনালাইস করে তারপর সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিৎ । তাতে করে যেমন আপনার জ্ঞানের পরিধি বাড়বে তেমনি ভাল একটা প্রফিট উপার্জন করতে পারবেন ।তবে হ্যাঁ সব সময় অন্যের সিগনাল দেখে ট্রেড করা উচিত না। আমার মতে কারো সিগ্ন্যাল দেখে ট্রেড করা উচিত না । নিজে শিখুন এবং মারকেট এনালাইসেস করুন মারকেট এনালাইসেস করতে পারলে তবে আর অন্যের সিগন্যাল ফলোকরার দরকার হবে না ।
-
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কারো কোন সিগ্নাল দেখে ট্রেড ওপেন করি না কারন কারন কখনো কারো সিগ্নাল দেখে ট্রেদকরা উচিৎ না তাই আমি ফরেক্স ট্রেড করার জন্য কোন কারো সিগ্নাল দেখি না বা ট্রেড করি না । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অন্য কার হেল্প না নিয়ে নিজে নিজে ফরেক্স ব্যবসা শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক ভাল। কারন অন্য একজনের চিন্তার সাথে আপনার চিন্তা নাউ মিলতে পারে। আর এই অমিলের কারনে আপনাকে গুনতে হবে অনেক অনেক লস। তাই ফরেক্স আগে নিজে শিখুন তারপর নিজেই ট্রেড করেন।
-
ফরেক্স মার্কেটে অন্যের সিগনালের ঊপর নির্ভর না করে নিজের স্ট্রেজির উপর ট্রেড করা উচিত।এতে করে আপনার নিজের উপর অত্নবিশ্বাস বেড়ে যাবে এবং আস্তে আস্তে আপনার ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে।আর যদি আপনি অপরের সিগনালের উপর নির্ভর করে ট্রেড করেন তাহলে আপনি সম্পূর্ণ পরনির্ভশীল হয়ে পরবেন এবং ফরেক্স মার্কেটে আপনার কোন ট্রেডিং দক্ষতা থাকবেনা। ফরেক্স মার্কেটে ট্রেডিং করতেফ গিয়ে দেখা যায় যে অনেক সিগনাল বিক্রি করে যা দিয়ে ট্রেডিং করলে প্রফিট হবে কম লস হবার সম্ভাবনা অনেক কম তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটে অন্যের দেওয়া সিগনাল না নিয়ে যদি ভাল হয় নিজের এনালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারলে অনেক ভাল হয়।
-
আপনি যে নিজস্ব ফরেক্স,, জ্ঞান কৈশল ব্যবহার করে ট্রেড নিবেন তা হয়ত অন্যজনের সিগন্যালে নাও পেতে পারেন । তাই অন্য জনের সিগন্যলকে অনুসরণ না করে অাপনি চাইলে তাদের সিগন্যালগুলোকে আপনার নিজস্ব ট্রেডিং বিশ্লেষণেরে সাথে মিলিয়ে দেখতে পারেন । ধৈর্য্য ধরে নিজের ট্রেডিং সিস্টেমে আস্থা রাখাই হলো বুদ্ধিমত্তার পরিচয় ।