ফরেক্সে ট্রেড ম্যানেজমেন্ট বলতে বোঝায় আপনার ট্রেড গুলোকে ঠিক কি ভাবে ম্যানেজ করবেন। এখানে আপনি চাইলেই বড় বড় লটে ট্রেড করতে পারবেন না। আপনাকে ট্রেড করতে হবে আপনার একাউন্ট এর ব্যলান্সের উপর নজর রেখে। আপনার যদি পাচটা ওপেন পজিশান থাকে তবে তা কি আপনার বর্তমান ইকুইটি কভার করতে পারবে কিনা এই সব নিয়ন্ত্রন করাই হল ট্রেড ম্যানেজমেন্ট।