জীবনে কেউ কখনও ক্ষতিগ্রস্থ হতে চায় না। ফরেক্স মার্কেটও সবাই লাভ এর আসায় আসে। কেও এখানে লসের আসায় আসে না। তাই যখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে। আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যই ট্রেড করা থেকে বিরত থাকুণ। এটা সত্য যে ফরেক্স এর ট্রেড করলে বেশি ভাগ ট্রেড লস হয়। তবে চিন্তার কোন কারন নাই কারন প্রথম দিকে ফরেক্স এ ট্রেড করলে লস করবেন আস্তে আস্তে ফরেক্স শিখতে হবে ফরেক্স এ লস না করলে ফরেক্স শিখা যায় না।