প্রতিদিন মার্কেট কি পরিমানে ওঠানামা করে এটা নির্দিষ্ট করে বলা যায় না। ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ার রয়েছে এবং এই কারেন্সি পেয়ারের উঠানামাও বিভিন্ন রকম হয়ে থাকে। সব কারেন্সি পেয়ারের ওঠানামা একরকম হয় না। কোন কোন কারেন্সি পেয়ারের দৈনিক মুভমেন্ট 200 থেকে 500 পিপস পর্যন্ত হতে পারে, আবার কোন কোন পেয়ারের মুভমেন্ট 20 থেকে 50 পিপসের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। সাধারণত ইউএসডি বেজ কারেন্সি পেয়ারের মুভমেন্ট একটু বেশি হয়ে থাকে। ইউএসডি এর বেজ ভ্যালু উঠা-নামার সাথে সাথে ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ারের মূল্যও উঠা-নামা করে। তাছাড়া গোল্ড এবং সিলভারের মুভমেন্ট ম্যাক্সিমাম সময় ইউএস ডলারের উপরে ডিপেন্ড করে। তাছাড়া ফরেক্স মার্কেটে সর্বাধিক মুভমেন্ট হয়ে থাকে ক্রুড অয়েলে।