কেন লস হয় তা আমাদের সকলেরই জানা আছে কিন্তু সেগুলো আমরা ফলো করি না। যেমন বেশীর ভাগ লস হয় আগের ক্যাপিটাল রিকভার করার জন্য একটু বেশী লটে অনেকগুলো এ্যান্ট্রি দেয়া । অতিরিক্ত লোভের কারণে কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত ট্রেড করা। মানি ম্যানেজমেন্ট, মার্কেট এ্যানালাইসিস, ট্রেক প্রফিট-স্টপ লস, লট/ভলিউম, মার্কেট ট্রেন্ড ইত্যাদি না শিখে,না বুঝে,না ফলো করে যখন এ্যান্ট্রি দেয়া হয় ঠিক তখন লস হয়। ফরেক্সে আবেগের কোন জায়গা নেই।