-
ফরেক্স আমি মনেকরি অবসর সময়ের জন্য না। যে যেভাবে ফরেক্স কে গ্রহন করে। আমি মনেকরি ফরেক্স কে গুরুত্বদিলে তার থেকে ভাল কিছুর আশা করা যায় অবসর টাইম টা আমরা অবহেলায় কাটাই তাই ফরেক্স কে অবসর সময়ের কাজ মনে করি তহলে এটার প্রতি খুব একটা গুরুত্ব থাকবে না তাই আমরা পার্ট টাইম হিসেবে করি আর ফুল টাইম হিসেবে করি কিন্তু কথা হল গুরুত্ব দিতে হবে তাহলে সফলতা পাব ।।
-
ফরেক্স এর সবচেয়ে বড় সুবিধা হল যে এখানে আপনি যে কোন সময় ত্রেড করতে পারেন। ফরেক্স মার্কেট সপ্তাহে ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে সোম থেকে শুক্রবার মার্কেট খোলা থাকে। এ সময় আপনি যখন সময় পান তখনই ট্রেড করতে পারেন।
-
ফরেক্স কাজটা যার যার উপর নির্ভর করে। কারন সবাই ফরেক্স নিয়ে বসে থাকে না। অন্য কাজ ও করে থাকে। যেহেতু ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে, তাই সবাই তাদের সুবিধা মত ফরেক্স এ কাজ করে থাকে। তবে এখন এ ফরেক্স অনেকটা সবার কাছে অনেক কিছু ভেবে কাজ করে থাকে। কেউ পার্ট টাইম করে, আবার কেউ অবসর সময়ে করে থাকে।
-
না আমি কোনো ভাবেই মানতে পারি না ফরেক্স কোনো অবসর সময়ের কাজ বরং ফরেক্স কে আমরা আমাদের প্রধান কাজ হিসেবে নিতে পারি তবে হা মাঝে মাঝে অবসর সময়ে এই ব্যবসাটি নিয়ে গবেষণা করতে পারি কিভাবে আমরা এই ব্যবসা থকে লাভোবান হতে পারি । ফরেক্স বেকারদের জন্য খুব ভাল একটি প্লাটফর্ম সুতুরাং ফরেক্স কোন অবসর সময়ের কাজ না।
-
ফরেক্স সব সময় করা যায় তাই এটাকে মানুষ যে ভাবে নেবে সেটাই হবে। যদি কেউ ভাবে যে সে অবসর সময়ে করবে তা হলে তার জন্য এটা অবসর সময়ের কাজ। তবে আমার মতে ফরেক্স কে অবসর সময়ের কাজ হিসেবে না নেওয়াটাই ভাল কেননা অবসর সময়ের কাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়না। আর ফরেক্সকে গুরুত্ব সহকারে না দেখলে সে কখনি ফরেক্সে সফল হতে পারবে না।
-
ফরেক্স অবসর সময়ের কাজ নয় বরং এটা এমন একটা কাজ যার মাধ্যমে আপনি একদিকে স্বাধীনভাবে ইনকাম করতে পারবেন এবং অন্যদিকে অফুরন্ত অবসর ভোগ করতে পারবেন । ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল একটা অবস্থান সৃস্টি করা যাবে যদি আমরা আমাদের অবসর সময়কে এই মার্কেটের পেছনে ব্যায় করি । তাই আমাদের উচিত হবে ফরেক্সের সাথে বেশি করে সময় কাটানো ।
-
আমি মনে করি ফরেক্স আপনি যেকোন সময় করতে পারেন | আপনি ফরেক্স মাকেট কোন সময় করবেন সেটা আপনার বেপার |ফরেক্স একটি রিক্সি মাকেট আপনি লাভ করতে পারেন আবার লস ও করতে পারেন | তাই আপনি ফরেক্স করার পাশাপাশি আপনি অন্ন্য ব্যবসা বা চাকরি করতে পারেন আপনার ভাল হবে |
-
ফরেক্স আমরা অবসর সময় এর জন্যও করতে পারি আবার চাইলে ফুল টাইম এর জন্যও করতে পারব । ফরেক্স এ যখন আমরা ট্রেড করব তখন আমাদের ফুল টাইম দিতে হবে কেননা ট্রেডিং করার সময় মার্কেট এর নিউজ দেখতে হয় । আবার যদি আমরা ট্রেড ওপেন না করি তাহলে সময় না দিলেও হবে । তাই বলা যায় ফরেক্স আমরা চাইলে অবসর সময় এর জন্যও করতে পারব ।
-
ফরেক্স একটি রিক্সি ব্যবসা আমি মনে করি ফরেক্স করতে হলে আপনি অবসর সময় ফরেক্স না করে আপনি সব সময় ফরেক্স করতে পারেন তবে আপনার লস জাবার সম্ভবনা অনেক কম |আপনি যদি অবসর সময় করেব তবে ফরেক্স আপনাকে লস হতে পারে আবার লাভ হতে পারে তবে লস হোবাড় শোম্ভবণা বেশি|
-
ফরেক্স চাইলে আমরা আমাদের মত করেই করতে পারি তাই একে আমরা অবসর সময় এর কাজও বলতে পারি আবার ফুল টাইম এর কাজও বলতে পারি । আমরা কি ফরেক্স অবসর সময় এর জন্য কাজ করব নাকি ফুল টাইম এর জন্য কাজ করব তা শুধু আমাদের উপর নিভর করবে ।
-
ফরেক্স আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তখন করতে পারেন। আপনি অবসর সময় এও কাজ করতে পারেন আবার আপনি যদি এটাকে ফুল টাইস হিসেবে নেন তাও করতে পারবেন। তবে ফুল টাইম নিলে লাভ বেশি করবেন এই আরকি। তবে এজন ছাত্রের ফুলটাইম জব না নেয়াটাই ভাল যদি তার পড়া-লেখায় চাপ বেশি তাকে তাহলে।
-
ফরেক্স একটা পেশা কোনভাবেই অবসর সময়ের কাজ বলে এটাকে অবহেলা করা যাবে না । কেননা ফরেক্স করার মাধ্যমেই আমরা অনেক বেশি পরিমাণে নিজেদেরকে আন্তর্জাতিক ট্রেডাররুপে গঠন করতে পারি । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে চাইলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে যার মাধ্যমে আমরা সফল হতে পারি ।
-
ফরেক্স মার্কেটে আপনি সোম থেকে শুক্র বার পর্যন্ত করতে পারেন যে কোন সময়ে।আপনি যদি একজন দক্ষ ট্রেডার হন তাহলে আপনি মার্কেট থেকে প্রচুর আয় করতে পারবেন।আপনি ঘরে বসেও ফরেক্স করতে পারেন যদি আপনার কম্পিউটার ও ইন্টেরনেট কানেকশন থেকে।
-
আমার কাছে ফরেক্স কোনো অবসর সময়ের কাজ না। বরং অবসর সময়কে কাজে লাগিয়ে ফরেক্স ব্যবসা করতে হয়।অনেক ফরেক্স ব্যবসায়ী মনে করেন অবসর টাইমে এই ব্যবসা করতে হয়।কিন্তুু এই ধরনাটা পুরোপুরি ভুল। অাসলে ফরেক্স ব্যবসা নিজের সময়ের উপর নির্ভর করে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেডিং করা হল অবসর সময়ের কাজ আমি আমার অবসর সময়ে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করার পাশাপাশি ফরেক্স নিউজ দেখি তার সাথে ফরেক্স নিয়ে লেখা পড়া করে যাচ্ছি যায়ে ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করতে পারি,ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করতে পারলে ভাল ট্রেডার হতে পারব।
-
ফরেক্স মূল কাজের পাশাপাশি অবসর সময়েও করা যেতে পারে। তবে তা শুধু যে অবসর সময়ের জন্য তা নয়। ফরেক্স করতে যথেষ্ট গবেষনা করতে হয়। সব সময় মার্কেটের সামনে থাকলে সবচেয়ে ভাল হয়।ফরেক্স মার্কেট পাঁচ মিনিটেই অনেক মুভ করতে পারে।
-
আসল কথা হল আপনার উপরই নির্ভর করে আপনি পার্ট টাইম করবেন না কি ফুল টাইম ট্রেড করবেন। আপনি যদি চাকুরীজিবী কিংবা ব্যবসায়ী কিংবা ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার আপনার জবের পাশাপাশি এটাকে পার্ট টাইম হিসেবে বাড়তি আয়ের জন্য করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই অবসর সময়ে করতে হবে। আর যদি আপনি ফুল টাইম করে থাকেন সেটা আপনার ব্যাপার। তাহলে তো আর আপনি অন্য কোন কাজ করতে পারবে না। তাই আপনার উপরই নির্ভর করে আপনি কি হিসেবে করবেন।
-
না ফরেক্স অবসর এর কাজ নয়।এই কাজ করতে অনেক মনযোগ লাগে,টাইম লাগে অনেক,বুদ্ধি লাগে।তাই সময় নিয়ে কাজ করতে লাগবে।তবে কেউ যদি পার্ট টাইম করতে চায় তো অবসর সময়কে কাজে লাগিয়ে এটা করতে পারে।
-
এই ফরেক্স এর কাছে যার যার কাছে যেভাবে সুবিধা হয় সে সেটা্ ভেবে ফরেক্স এ কাজ করে থাকে। আমাদের দেশে অনেক লোক আছে যারা অফিস করে বা কাজকর্ম করে অবসর সময়ে বসে থাকে । আমার মতে তারা যদি এই অবসর সময়টা এই ফরেক্স এ সময় দিলে কিছুটা আয় করতে পারবে এই ফরেক্স থেকে।
-
ফরেক্স অবসর সময়ের কাজ এটা যার যার ব্যক্তিগত পর্যায়ে পরে। কারন সবাই এখন সময়কে অনেক মূল্য দিয়ে থাকে। কারন যদি কেউ মনে করে ফরেক্স আমার দৈনিক উপার্জন করার একটি পথ। আবার কেউ কেউ মনে করেন যে ফরেক্স অন্যন কাজ করার পাশাপাশি এ একটা এক্সট্টা আয় করার একটা জব। এখন ধারনা করা যায় যে ফরেক্স অবসর সময়ের কাজ বলা যায়, আবার সবসময়ের কাজ ও বলা যায়।
-
যখন ফরেক্স মার্কেট খোলা থাকে তখন ইিআপনি ট্রেড করতে পারেন। কিস্তু সারাদিন বসে ট্রেড না করে কিছু নিদিষ্ট সময় ট্রেড করলে লাভ বেশী করা যায়। সময় সুযোগ বুজে একটা ট্রেড করতে পারলে সারাদিন অথবা সপতাহের লাভ এক ট্রেড ই করা যায় । বাংলাদেশের সময় সকাল ৬-৮ পর্যন্ত অসটেলিয়ার ও জাপানের মার্কেট খুব ভালো নড়ে। দুপুর ১-৪ পর্যন্ত ইউরো,জিপিবি মার্কেট খুব নড়ে। সন্ধা ৬ থেকে রাত ১০ টা পযন্ত সব মাকেট ই ভালো করে নড়াচড়া করে। অএব আমার মতে সন্ধা ৬ থেকে রাত ১০ পর্যন্ত এই সময় ট্রেড করলেই সবচেয়ে ভাল সময়।
-
ফরেক্স মার্কেট কাজ করার জন্য অনেকটা সুবিধা আছে যা অনন্য কাজের মত অন্য রকম। এই ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোল থাকে তাই এই ফরেক্স মার্কেট এ যে কোন লোক যে কোন সময় করতে পারে। তাই এই ফরেক্স কেউ অবসর সময়, কেউ পার্ট টাইম হিসেবে করে আবার কেউ ফুল টাইম এ করে থাকে। তাই ফরেক্স মার্কেট এ যার যার *রুচিঁ অনুযায়ী ফরেক্স মার্কেট এ কাজ করে।
-
অবশ্যই না।এটাকে পেশা হিসেবে নেয়া যায় এবং কোন পেশাই অবসরের কাজ না।
-
ফরেক্সে সফলতা না আসার পেছনে এটাও একটা বড় কারন।আমরা অবসর কাজ হিসেবে নিয়ে অনেকটা একে অবজ্ঞা কাজ হিসেবে ধরে নেই।
-
খুশি হিসেবে করতে পারি ঠিক।কিন্ত এতে অবশ্যই খুব ইচ্ছা থাকতে হবে যে আমি আয় করবই।
-
অনেকেই মনে করে যে পার্ট টাইমের মাধ্যমে ও ফরেক্স থেকে ইনকাম করা সম্ভব কিন্তু আমি তা মনে করিনা।আপনি যদি ফরেক্স থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রফেশনাল হতে হবে।
আর প্রফেশনাল হতে হলে অনেক অনেক সময় দিতে হবে ফরেক্স মার্কেটে ,তা না হলে ফরেক্স এ সাকসেস হতে পারবেন না
-
জি না ভাই আমি তা মনে করিনা ফরেক্স কিছুতেই আবসরের কাজ হতে পারেনা আপনি যদি ফরেক্স থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ফুল টাইম সময় দিতে হবে
শুধু তাই না মিনিমাম ২ বছর সময় দিয়ে এর পর চিন্তা করেন ফরেক্স করবেন কি করবেন না
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন এবং ২৪ ঘন্টা খোলা থাকে । তাই যে কোন পেশার লোক তার কর্ম শেষে সময় করে ইচ্ছা মত ট্রেড করতে পারে । ফরেক্স মার্কেট সব সময়ই উঠা নামা করে তাই ফরেক্স করতে নির্দিষ্ট কোন সময় নাই । এজন্য অবসরে ফরেক্স করা ।
-
ফরেক্স মার্কেট আপনি অবসর সময়েও করতে পারেন আবার নিজের পেশা হিসেবেও নিতে পারেন।অনেকই আছে যে ফরেএক্স মার্কেটে কাজ করে নিজদের জাবনধারন করছে।তবে ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করা সম্ভব যদি মার্কেট সম্পর্কে দক্ষ হন।আর মার্কেট এ দক্ষ হতে গেলে আপনাকে এনালাইসিস করা শিখতে হবে।
-
ফরেক্স অবসর সময়েও করতে পারেন কিন্তু যথেষ্ট আন্তরিকতা এবং গুরুত্বের সাথে করতে হবে। কারণ ফরেক্স এ কাজ করার উদ্দেশ্যই এখান থেকে প্রোফিট বা লাভ করা।
-
আমি বিস্বাস করি ফরেক্স থেকে আয় করা সম্ভব কিন্তু এখানে রিক্সি ও আছে তাই আমি বলব আপনি যদি অবসর সময় ফরেক্স করেন তবে আপনি থিক করছেন | আমি আমার সব কাজ শেষ করে ফরেক্স করে আপনি ও তাই করবেন আশাকরি ফরেক্স লাভ হতে পারে আবার লস ও হতে পারে |
-
এটা যেকেউ যেকোন সময় করা যেতে পারে । ফরেক্স যে শুধু আউট ইনকাম তা নয় , অনেকে শুধু ফরেক্স এ কাজ করে মাসিক আয় করে । তাদের আয়ের মাধ্যম এই ফরেক্স । ফরেক্সে কাজ করে মাসে ভালো আয় করা যায় । ফরেক্স কোন অবসর সময়ের কাজ নয় , যার যেমন ইচ্ছা যে তেমন লং টাইম ফরেক্সে কাজ করে সাবলম্বী হতে পারে । তবে ফরেক্সে লোভ করা যাবে না । লোভ করলে লাভ হবে না বরং লস বেশি হবে ।:woo:
-
ফরেক্স হল একটি আদর্শ বিজনেস যে কেউ চাইলে এই বিজনেস কে খুব সহজেই করতে পারেন । তাই আমরা পার্ট টাইম হিসেবে করি আর ফুল টাইম হিসেবে করি কিন্তু কথা হল গুরুত্ব দিতে হবে তাহলে সফলতা পাব । অধিকাংশ সময় ফরেক্সে ট্রেড করে অায় করা যায় । কিন্তু এটি যার যার নিজের ইচ্ছা ও সমায়ের উপরে নির্ভর করে ।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তাই আপনি যখন সময় পান তখনি আপনি ট্রেড করতে পারেন। আর স্কাপিং আপনি অল্প সময়ের জন্য ওপেন করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আস্তে পারেন। তাই ফরেক্স এ অবসর সময় ও ট্রেড করা যায়।
-
ফরেক্স মার্কেট এ আপনি আবসর সময় এ করতে পারেন আবার ফুল টাইম আপনি ফরেক্স করতে পারেন । আপনার হাতে যদি অনেক সময় থাকে তা হলে আপনি ফরেক্স মার্কেট এ ফুল টাইম ট্রেড করতে পারেন আর আপনার হাতে যদি সময় কম থাকে তা হলে আপনি আবসর সময় এ ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন এটা নিরভর করছে আপনার উপর ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে আপনাকে ট্রেড করা শিখতে হবে
-
ফরেক্স ট্রেড যেহেতু আন্তর্জাতিক সারা বিশ্বব্যাপী বৃহৎ ব্যাবসা যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন usd লেনদেন হচ্ছে,বড় বড় সুপার ব্যাংক থেকে শুরু করে বিশ্বের সকল ফিনানসিয়াল প্রতিষ্ঠান এবং আমরা ক্ষুদ্র ট্রেডারগণ সবাই একই সাথে একই ফ্লাটফর্মে বসে ব্যাবসা করি-এটাকে তো অবসর সময়ের কাজ বলা যায় না৷এখানে দীর্ঘদিন কষ্ট করে লেখাপড়া করতে হয়,কয়েক বছর প্র্যাকটিস করে করে দক্ষতা অর্জন করতে হয় তাই ফরেক্স ট্রেড মোটেই অবসর সময়ের কাজ নয়৷তবে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে আমরা আমাদের অবসর সময়কে কাজে লাগিয়ে এখান থেকে বাড়তি আয় রোজগার করতে পারি৷
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তাই আপনি যখন সময় পান তখনি আপনি ট্রেড করতে পারেন। আর স্কাপিং আপনি অল্প সময়ের জন্য ওপেন করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আস্তে পারেন। তাই ফরেক্স এ অবসর সময় ও ট্রেড করা যায়।
-
এটা কখনই অবসর সময়ের কাজ হতে পারেনা । এটা একটা ব্যবসা, অন্যান্য ব্যবসাও যেমন আপনি অবসর সময়ে করতে পারবেননা, সেরকম অন্যান্য ব্যবসার থেকে আপনাকে এখানে তুলনামূলকভাবে আরও বেশি সময় দিতে হবে তানাহলে এখান থেকে সফলতা অর্জন করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে । এখানে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার পাশাপাশি আপনাকে প্রচুর সময় দিতে হবে ।
-
ফরেক্স যেকোন সময়ের ব্যবসা। ফরেক্স সবার জন্য। আপনি চাইলে ফুলটাইম করতে পারেন, পার্ট টাইম করতে পারেন, অবসরের সঙ্গী হতে পারে। ফরেক্স আসলে শেখাটা হলো বড় ব্যপার। এটা আসলে কারেন্সি ট্রেডিং যখন দেখবেন আপনার লাভ হচ্ছে আপনি সে লাভগুলো হাতে পাচ্ছেন। তখন কাউকে আর বলতে হবে না যে, এটা অবসরের না কি সবসময়ের। টাকার প্রতি সবারই ঝোক থাকে সুতরাং ফরেক্স টা ঠিকঠাক মত শিখতে পারলেই হয়।
-
আমার মতে ফরেক্স মোটেও অবসর সময়ে কাজ না যদি এমনটাই হতো তাহলে এই মার্কেটে এত লোক ট্রেড করতো না। তবে আমার মতে আপনি ফরেক্সকে প্রথমত শিখার জন্য অবসর সময় হিসেবে ব্যবহার করতে পারেন। যখন আপনি ধীরে ধীরে ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন তখন মোটামুটি ফরেক্স এ ফুল সময় ব্যয় করলে ভাল আয় করতে পারবেন। এজন্য আগে ফরেক্স সম্পর্কে শিখতে হবে তারপর সময় ব্যয়ের কথা চিন্তা করতে হবে।