-
ফরেক্স মার্কেটের সব কিছু অনলাইনের মাধ্যমে করা হয় এবং ট্রেডাররাও অনলাইনেই ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকেন। তাই, ফরেক্স মার্কেটে টাকা বিনিয়োগ করার অনেক সুযোগ রয়েছে, ফরেক্স মার্কেটে ট্রেডাররা অনলাইন পেমেন্ট সার্ভিসগুলোর মাধ্যমে এবং মাস্টার কার্ডের মাধ্যমেও টাকা বিনিয়োগ করার সুবিধা রয়েছে। এছাড়া ফরেক্স মার্কেট থেকে লভ্যাংশও অনলাইনের মাধ্যমেই তুলতে হয়।
-
বাংলাদেশ থেকে বিদেশী কোম্পানিতে টাকা ইনভেস্ট করার বৈধ কোন পন্থা নাই।আপনি চাইলে freelancer দের কাছ থেকে তাদের আয় করা ডলার কিনে নিয়ে ইনভেস্ট করতে পারেন।আর বেশীরভাগ ট্রেডাররাই এই পদ্ধতিতে ইনভেস্ট করে...তাকে
-
বাংলাদেশ থেকে বিদেশী
কোম্পানিতে টাকা ইনভেস্ট করার
বৈধ কোন পন্থা নাই।আপনি চাইলে
freelancer দের কাছ থেকে তাদের আয়
করা ডলার কিনে নিয়ে ইনভেস্ট করতে
পারেন।আর বেশীরভাগ ট্রেডাররাই এই
পদ্ধতিতে ইনভেস্ট করে।
-
আমার এ বিষয়ে কোন জানা ছিলনা আপনাদের সকল কে ধন্যবাদ যে আমি জানতে পারলাম বাংলাদেশে ইন্সটাফরেক্স (instaforex) ব্রোকার নতুন শাখা চালু করেছে যেখান থেকে সরাসরি ডিপজিট করা যায়.
-
বাংলাদেশ এ ফরেক্স ডিপোজিট করারা অনেক উপায় আছে, যেমন যারা ফ্রিলান্সিং করে আপনি তাদের কাছ থেকে টাকার বিনিময়ে ডলার কিনে আপনার ফরেক্স একাউন্টে ডিপোজিট করতে পারেন। যাদের মাস্টার কার্ড আছে তারাও খুব সহজেই ফরেক্স এ ডিপোজিট করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় ফোরাম পোস্ট এর মাধ্যমে যে বোনাস ডলার পাবেন সেই বোনাস ডলার দিয়েও আপনি ফরেক্স ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে বাংলাদেশ থেকে আপনি টাকাকে ডলারে কনভার্ট করে ডিপোজিট করতে পারবেন না কারন তাতে করে বাংলাদেশের টাকা বাইরের দেশে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারনে বাংলাদেশ ব্যাংকের এ ব্যাপারে একটি শক্ত নিশেধাজ্ঞা রয়েছে। তবে আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তা হলে সেক্ষেত্রে আপনি আপনার আর্ন করা ডলার ফরেক্সে ডিপোর্জিট করে ফরেক্সে ট্রেড করতে পারবেন।
-
বাংলাদেশ থেকে ফরেক্স এ ডিপোজিট
করার জন্য আপনি ইন্টাফরেক্স এর
সাহায্য নিতে পারেন । বাংলাদেশ এ
ইন্টাফরেক্স নতুন শাখা খুলেছে ।
-
আপনি বাংলাদেশ থেকে ইনিয়েস্তা ফরেক্স এ ডিপোজিট করতে পারেন। কিন্তু আপনি সরাসরি বিদেশী ডলার দিয়ে ইনভেস্ট করতে পারেন না। এর জন্য আপনাকে আপনার আয় করা ডলার কারও কাছে বিক্রি করতে হবে এবং সে আপনাকে বাংলাদেশী টাকা দিবে। পরবর্তীতে আপনি তাইদিয়ে ডলার বানিয়ে ইনভেস্ট করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে বাংলাদেশ থেকে টাকা ডোকানো যায়কিনা আমার জানা নেই ।আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। তবে ডত টুকু জানি যারা ফরেক্স করে তাদের থেকে ডলার ক্রয় করা যায় তার জন্য আপনাকে অনলাইনে স্ক্রিল, নেটেইলারের মাধ্যমে টাকা ডোকানো যায়।
-
ফরেক্স এ বাংলাদেশ থেকে ইনভেস্ট করার অনেক উপায় রয়েছে. আসলে ফরেক্স এ অনেক ই-কারেন্সী ইনভেস্ট করার সুযোগ রয়েছে, তার মাঝে জনপ্রিয় গুলো হছে, neteller , payza এই দুটি আমরা সচরাচর বেবহার করে থাকি, তাছাড়াও আপনি বাংলাদেশ থেকে সহজে দেপসিত করার জন্য ইন্স্তফোরেক্ষ অনুমোদিত বাংলাদেশে ব্রোকার ও রয়েছে, আপনি তাদের কাছ থেকেও চাইলে দেপসিত করে নিতে পারেন.
-
আপনি ইনসটা ফরেক্স সাপোর্ট এর সাথে কথা বলেন আমি কোন প্রব্লেমে পরলে আমি সাপোর্ট এর সাথে কথা বলি। আপনি মানি বুকারস, পেইজা, লিবার্টি রিজার্ভ এর মাধমে ডিপোজিট করতে পারেন। আমি তেমন জানি না এ বিষয়ে কারন আমি মূলত বোনাস দিয়ে ট্রেড করি।
-
আমি ফরেক্স ব্যবসার নতুন একজন ট্রেডার । আমার জানা মতে নিম্নের উপায় গুলোতে ডিপোজিট করতে পারেন
*ইন্সটফরেক্স মাষ্টার কার্ড এর মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করতে পারেন।
*ইনিশেটতা ফরেক্স ডিপোজিটের মাধমে ।
-
ইন্সটাফরেক্স ব্রোকারে এখন বাংলাদেশে খেকে কিভাবে টাকা ডিপোজিট করব?
-
ইন্সটফরেক্স মাষ্টার কার্ড কিভাবে পাব? লিংক সহ বিস্তারিত জানালে উপকৃত হব।
-
ধন্যবাদ আপনাকে। আমি একেবারেই নতুন এই লাইন এ। কিভাবে ইন্সট্রা কার্ড পাব জানালে খুশি হব। এই কার্ড দিয়ে কি টাকা উত্তোলন করা যায়? করা গেলে তা কিভাবে করে জানাবে প্লিজ। ধন্যবাদ।
-
বোনাস দিয়ে ট্রেড কিভাবে করা যায়? আমার বোনাস গুলো আমি কিভাবে ইন্সট্রা ফরেক্স এ পাঠাবো? আর কত ডলার মিনিমাম পাঠানো যায়?
-
বোনাসের টাকা কি উত্তোলন করা যায়? এই বোনাসের টাকা কিভাবে কাজে লাগাতে হয়? সিষ্টেমটা মূলত কি? এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই? অথবা অন্য কোন মাধ্যমে কিভাবে টাকা জমা বা উত্তোলন করা যায়?
-
আমরা ই-কারেন্সির মাধ্যমে টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারি। এজন্য আমরা মানিবুকার্স কিংবা নেটেলার পেমেন্ট প্রসেসর ব্যবহার করতে পারি। এজন্য মানিবুকার্স সবচেয়ে ভাল একটি মাধ্যম । সমগ্র বিশ্বে মানিবুকার্সের সুনাম রয়েছে। এখানে আমরা ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উইথড্র করতে পারি।
-
নতুনরা কিভাবে সফল হবে
ফরেক্স ট্রেডে যারা একেবারেই নতুন তারা কিভাবে সফল হবে? তাদের প্রাথমিক অবস্থায় কি করা উচিৎ? আর বাংলাদেশে টাকা জমা দেওয়ার কোন অফিস আছে নাকি? থাকলেও তা কোথায়? ওদের ঠিকানা কি? কিভাবে তাদের সাথে যোগাযোগ করা যায়?
-
ফরেক্স ব্রোকার গুলো বিদেশী কোম্পানি। আমার জানামতে বাংলাদেশ থেকে সরাসরি বিদেশী কোন কোম্পানিতে ইনভেস্টের অনুমতি নেই । তবে আপনি চাইলে পরিচিত কারো নেটলার, পেপাল, পেয়জা কিংবা মাস্টারকার্ড থেকে ডলার ইনভেস্ট করতে পারেন। অথবা কোনো ফ্রীল্যান্সারের কাছ থেকে ডলার কিনে ইনভেস্ট করতে পারেন। অনেক ফরেক্স ট্রেডারও ডলার বিক্রী করে থাকেন।
-
বাংলাদেশ থেকে সরাসরি ডিপোজিট করা যায় কি না সেটা আমার জানা নাই । তবে আপনি যারা ফরেক্স ট্রেডিং করে তাদের কাছ থেকে ডলার কিনে নিটেলার অথবা স্ক্রিল পেমেন্ট প্রসেসর এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ডিপোজিট করতে পারেন । এছাড়া ইন্সটা ফরেক্স এর বাংলাদেশি শাখা থেকে আপনি টাকা ঢুকানো যায় কিনা সে সম্পর্কে ইন্সটা ফরেক্স এর সাপোর্ট এর সাহায্য নিতে পারেন ।
-
বাংলাদেশ থেকে আপনি অনেক উপায়ে ইনবেস্ট করতে পারেন। মাস্টার কার্ড এর মাধ্যমে, নিটেলার, স্ক্রিল, পে পাল, এই সকল একাউন্ট এর মাধ্যমে আপনি ইনবেস্ট করতে পারেন আর আরেকটা উপায়ে লিকুয়িড অর্থ আপনি নিতে পারেন সেটাতে অনেক রিস্ক থাকে তবে বিশ্বস্থ এমন অনেক আছে যারা এই ডলার সাপ্লাই দিয়ে থাকে। ধরুন আপনার বড় কেও এই ব্যবসা করে তাহলে আপনি চাইলে আপনার বড় ভাইয়ের কাছ থেকে ডলার নিয়ে ট্রেড করতে পারেন।
-
ফরেক্স এ বাংলাদেশ থেকে সরাসড়ি ডিপোজিট করা যায়না,আমরা অনলাইন এ মানিবুকার্স এর স্ক্রিলে,নেটলার, অনেব মানি পেপাল,ওকে পে পারফেক্ট মানি,ইত্যাদি র মাধ্যমে ডিপোজিট করে থাকি,বর্তমানে ইন্সট্রা ফরেক্স বাংলাদেশে একটি অফিস খুলেছে তার মাধ্যমে আমরা লোকাল ডিপোজিট করতে পারি।
-
বাংলাদেশে ফরেক্স মার্কেট এখনও অবৈধ । তাই বাংলাদেশের কোন ব্যাংক থেকে ফরেক্স *মার্কেটে সরাসরি ডিপোজিট করার মত কোন সুযোগ নেই । আপনি চাইলে অনলাইনে যারা ফ্রিল্যান্সিং ব্যবসা করে তাদের কাছ থেকে ডলার ক্রয় করে ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে পারেন ।
-
আমার জানা মতে বাংলাদেশে থেকে সরাসরি ফরেক্স এ ইনভেস্ট করার কোন উপায় নেই । তবে আপনি যারা অনেক দিন ধরে ফরেক্স ট্রেডিং করছে তাদের কাছ থেকে ডলার কিনে ইনভেস্ট করতে পারেন । এটাই সবচেয়ে ভাল এবং নির্ভর যোগ্য উ্পায় । তবে যে কোন লেনদেন করলে সরাসরি করার অনুরোধ রইল । তাছাড়া ধোকা খাওয়ার কোন উপায় নেই ।
-
মানিলন্ডারিং আইনের কারনে আমরা বাংলাদেশ থেকে টাকা অন্য দেশে পাঠাতে পারি না । যদিও পাঠানো যায় তবে তা অনেক আইনি বা্ধ্যবাধকতা মেনে পাঠাতে হয়।আর তাই বলা যায় বাংলাদেশ থেকে ফরেক্স এ ডিপোজিট করা অনেক কঠিন কাজ।তবে এর মধ্যেও কিছু পদ্ধতি আছে যা ব্যবহার করে ফরেক্সে ডিপোজিট করা সম্ভব। যা হলো অনলাইন পেমেন্ট সিসটেম (যেমন- ইস্কিল,পেপল,পেজা ইত্যাদি।)।এ সকল পেমেন্ট সার্ভিস একাউন্টে ফরেক্স ট্রেডার অথবা ফ্রি লান্সার ভাইদের কাছ থেকে ডলার ক্রয় করে তা ডিপোজিট করতে পারি।
-
বাংলাদেশ থেকে ফরেক্সে সরাসরি ডিপোজিট করার সম্ভবত কোন উপায় নেই । আর আমি মনে করি যে বর্তমানে অনেক ভালো ভালো অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে । তার মাধ্যমে আপনি চাইলে ডিপোজিট করতে পারবেন । আর আমি মনে করি যে সবচেয়ে ভালো আমার মতে সেটা হল স্ক্রিল । আর এছাড়াও আরো অনকে ধরনের উপায় এবং গেটওয়ে আছে যার মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারি । তবে এগুলো আমি যতটুকু গুগলের মাধ্যমে জেনেছি তাই বলেছি অামি নিজে এখনো সরাসরি ডিপোজিট করিনি ।
-
ফরেক্স মার্কেটে ডিপোজিট করার অনেকগুলো মাধ্যম রয়েছে । তন্মধ্যে বাংলাদেশ থেকে পেইজাটা বেশি জনপ্রিয় । এছাড়া আরো বিভিন্ন পদ্ধতিতে ডিপোজিট করা যায় । যেমন, স্ক্রীল,নেটেলার,পেওনিয়ার প্রভৃতির মাধ্যমে । এছাড়া বাংলাদেশ থেকে লোকাল ব্যংকিংয়ের মাধ্যমে ও ফরেক্স মার্কেটে ডিপোজিট করা যায় ।আপনি যদি ইনষ্টাফরেক্স ব্রোকার হাউজের সাথে কাজ করবেন বলে ঠিক করেন,তবে তাদের সাপোর্ট সেন্টারের সাথে ও যোগাযোগ করতে পারেন ।
-
আমার মনে হয় ইন্সটাফরেক্স (instaforex) ব্রোকার এখন বাংলাদেশে তাদের নতুন শাখা চালু করেছে, যেখানে আপনি লোকাল ডিপোজিট করতে পারেন যেটা অটোমেটিক পদ্ধতিতে আপনার একাউন্টে ডলার জমা করে দিবে। আর এ জন্য আপনি ইনসটা ফরেক্স সাপোর্ট এর সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সার্বিক সহযোগীতা করতে প্রস্তুত রয়েছেন। অথবা নিচের লিংকটি অনুসরণ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
-
ইন্সটা ফরেক্সে ট্রেড করার জন্য আপনি বাংলাদেশ থেকে বিভিন্নভাবে ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য টাকা ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি স্কিল একাউন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এবং পেজার মাধ্যমে ডিপোজিট করতে পারেন আর আপনি যদি ব্যাংকের মাধ্যমে করতে যাজ তবে আপিনার খরচ বেশি হবে।
-
ফরেক্স মার্কেটে ডিপোজিট এবং মার্কেট থেকে ডলার উইথ্রড করার জন্য আপনি যেকোন একটি অনলাইন পেমেন্ট প্রসেসর ব্যবহার করতে পারন । সরাসরি আপনি বাংলাদেশ থেকে মার্কেটে ডিপোজিট করতে পারবেন না ।এগুলোর মধ্যে পেপাল, পেয়জা, মানিবুকার্স স্ক্রিল , নেটেলার উল্লেখযোগ্য । আমার কাছে স্ক্রিল পেমেন্ট প্রসেসরটি খুব ভাল এবং নিরাপদ বলে মনে হয় । আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন ।
-
ফরেক্স ডিপোটিজ করার একমাত্র উপায় হচ্ছে ইন্সটফরেক্স মাষ্টার কার্ড। তবে আপনি ইচ্ছা করলে বিদেশ আপনার বন্ধু বান্ধুব বা আত্মীয় স্বজনের কাছ থেকে মানিবুকার অথবা পেপাল একাউন্ট এ টাকা ডিপোজিট করে আপনি ব্যবসা করতে পারেন। আর টাকা উত্তোলনের ব্যাপারে কোন ধরনের সমস্যা হয় না। কারণ বাংলাদেশে দুইটি একাউন্টই সাপোর্ট করে।
-
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা হলেও বাংলাদেশ থেকে ডিপোজিট করার উপায় আছে । যেমন বাংলাদেশ থেকে স্ক্রিল বা ব্যাংক একাউন্ট থেকে ডিপজিট করতে পারা যায় । ফরেক্স ব্যবসা ডিপজিট ছাড়া করা যায় না । তবে ডিপজিট করে ফরেক্স ব্যবসা করলে অনেক অনেক প্রফিট হয়ে থাকে । আমি অনেক বড় এমাউন্ট ডিপজিট করতে চাই ফরেক্স ব্যবসা করার জন্য ।
-
বাংলাদেশ থেকে কি সরাসরি ফরেক্স এ ডিপোজিট করা যায় আমরা ইন্সটফরেক্স মাষ্টার কার্ড এর মাধ্যমে খুব সহজে ডিপোজিট করতে পারি । যদি ইন্সটফরেক্স মাষ্টার কার্ড থাকে তাহলে ইন্সটফরেক্স মাষ্টার কার্ড এ কিভাবে টাকা ডিপোজিট করব। ডিপজিএত করে ট্রডে ইভেস্ট করতে পারেন। বাংলাদেশ এ ইন্সতা ফরেক্স নতুন শাখা খুলেছে ।
-
আমার জানা মতে ইস্তাফরেক্স তাদের একটা নতুন শাখা চালু করেছে। যেখানে আপনি লোকাল ডিপোজিট করতে পারবেন। জেতা আটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টএ জমা করে ধিবে। ার আজন্ন আপনি চাইলে তাদের শাতে যোগাযোগ করতে পারেন।
-
আমি যতদূর জানি বাংলাদেশ থেকে বিদেশী কোম্পানিতে টাকা ইনভেস্ট করার বৈধ কোন পন্থা নাই।আপনি চাইলে freelancer দের কাছ থেকে তাদের আয় করা ডলার কিনে নিয়ে ইনভেস্ট করতে পারেন।আর বেশীরভাগ ট্রেডাররাই এই পদ্ধতিতে ইনভেস্ট করে।
-
আমার মনে হয় ফরেক্স অ্যাকাউন্ট এ ডিপোজিট করা সম্ভব না কারন বাংলাদেশ ব্যাংক এই ব্যাবসা সাপোর্ট করেনা তবে আপনি ইছা করলে অনেক উপায়ে আপনার ফরেক্স অ্যাকাউন্ট এ ডলার ডিপোজিট করতে পারবেন
-
আমার জানামতে বাংলাদেশ থেকে প্রত্যেক ট্রেডারই ভ্যাচূয়াল ডলার কিনে ফরেক্স এ নিটেলার,স্কিল, ও মাষ্টার কাডের মাধ্যমে ডিপোজিট করে ।
-
ফরেক্স এ আপনি ২ ভাবে বাংলাদেশ হইতে ডিপোজিট করতে পারেন।বাংলা ফোরামে ফরেক্স বিষয়ক পোস্ট করে আপনি বোনাস নিয়ে ফরেক্স একাউন্টে ডিপজিট করতে পারেন।আবার নিজের টাকা দিয়ে ডলার কিনে ডিপোজিট করতে পারেন।বিভিন্ন পদ্ধতিতে আপনি ফরেক্সে ডিপোজিট করতে পারেন।যেমন-মানি বুকারস, পেইজা, লিবার্টি রিজার্ভ, পেপাল।
-
যেভাবে বাংলাদেশ থেকে ট্রেডিং একাউন্টে ডলার ডিপোজিট করবেন:-
(১) ইনস্টাফরেক্সর ওয়েব সাইটে আপনার ট্রেডিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
(২) ক্লিক করে ডিপোজিট অপশনে যান এবং বাংলাদেশ সিলেক্ট করুন।
(৩) একটি নতুন পেইজ ওপেন হবে। ঐখানে ইনস্টাফরেক্সের বাংলাদেশের অফিসের ঠিকানা পাবেন। ই-মেইল ঠিকানায় আপনার ডলারের চাহিদা জানিয়ে দিন। ডলারের মূল্য ফিরতি ই-মেইল পাবেন।
(৪) ব্রাক ব্যাংকের একটি হিসাব নম্বর আপনাকে ই-মেইলের মাধ্যমে দিবে।নির্ধারিত টাকা ব্যাংকে জমা দেয়ার পর লেনদেনের নম্বর সহ (টাকা জমা দেয়ার রশিদে পাবেন) আপনার ট্রেডিং আইডি দিয়ে একটি ফিরতি ই-মেইল করলে আপনার কাজ শেষ। ২৪ ঘন্টার মধ্যে আপনার একাউন্টে ডলার ডিপোজিট হয়ে যাবে।
(৫) বিকল্প ব্যবস্থা পরিচিত কারো নিকট থেকে নেটেলার , মানিবুকারস ডলার কিনে ডিপোজিট করতে পারেন।