-
ইংলিশ ার সাথে এই মার্কেট এ ভাল করার সম্পরক আছে । কিন্তু তার মানে এই নয় যে আপনি ইংলিশ জানেন না তাই এই মার্কেট আপনার জনা নয় । মনে রাখবেন ভাল ট্রেড করতে গেলে আপনাকে মার্কেট দেখে বুজতে হবে বা আনাল্যসিস ভাল করতে হবে । তবে যারা ইংলিশ এ ভাল তারা দ্রুত মার্কেট বুঝে যাবেন ।
-
ফোরেক্স এর জন্য ইংলিশটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আবার গুরুত্বপূর্ণ বটে। কারন অধিকাংশ ট্রেডার কিছু ইন্ডিগেটর আর মার্কেট নিউজের এবং ক্যান্ডেল স্টিকের উপর নির্ভর করে এর জণ্য ইংরেজী খুব বেশি যে জানতে হবে তা নয়। তবে প্রতিদিনের তথ্যাবলি জানতে হলে কিছু ইংরেজী জানতেই হবে। আর না জানলেো গুগোল আপনাকে ১৫% হেল্প করতে পারে।
-
ফরেক্স মার্কেট এ আপনি যদি পুরোপুরি সফল হতে চান তাহলে আপনার ইংরেজি তে ভালো জ্ঞান থাকার কিছু বিশেষ সুবিধা আছে । একজন ইংরেজি জানা মানুশ না জানা মানুসের থেকে বেশি ভালো করবে এটাই স্বাভাবিক । ফরেক্স মার্কেট এর সবকিছু যে আপনি বাংলা তে পারেন তা কিন্তু নয় । এমন অনেক কিছুই আছে যা শুধু ইংরেজিতেই । ধরুন আপনার কাছে একটি বিশেষ মেইল আসল আর সেটা ইংরেজিতে তাহলে । তখন আপনি যদি ইংরেজি ভালো বুঝেন তখন সেটা কাজ এ দিবে এবং আপনি সেটি ভালো বুঝবেন ।
-
আমার মতে কেউ যদি ফরেক্স শিখতে চাই তাহলে তার শেখার মনভাব থাকতে হবে । একজন ভালো ট্রেডার কাছ থেকে ফরেক্স এর প্রশিক্ষণ নিতে হবে । এবং ফরেক্স এর বিভিন্ন বাংলা সাইট আছে সেখান থেকে শিকতে হবে । ফরেক্স শিকতে ইংলিশ ভাষার দরকার হই না , শুধু সব নিয়ম কানুন ভালো ভাবে জানলেই ফরেক্স এ সফলতা পাওয়া যাই ।
-
আপনার জন্য ইংরেজিতে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস গুলো খুব ভালো মত করতে পারবেন । কারন বিভিন্ন নিউজ গুলো কিন্তু বাংলায় প্রকাশিত হয় না । এগুলো ইংরেজিতেই প্রকাশিত হয় । তাই আপনি যদি নিউজ ট্রেড করতে চান তাহলে আপনাকে নিউজ নিয়ে খুব বেশি বেশি এনালাইসিস করতে হবে এবং এই জন্যে আপনাকে ইংরেজিতে একটু ভালো হওয়া লাগবে । আপনি ইংরেজিতে ভালো হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা সুবুধা যে আপনি ভালো নিউজ ট্রেড করতে পারবেন ।
-
হ্যা বন্ধু ইংরেজি জানা তাকলে আপনি ফরেক্স মার্কেটে কিছু বাড়তি সুবিধা পেতে পারেন কারন ফরেক্স মার্কেটের সবকিছুেই ইংরেজিতে প্রকাশ করা হয় তাই আপনার ইংরেজিতে ভাল জ্ঞান অন্যদের তুলনায় আপনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে বলেই আমি মনে করি তবে সবকিছুর পরেও ফরেক্স মার্কেটের আসল চাবিকাঠি হল ভাল ট্রেডিং দক্ষতা। ধন্যবাদ।
-
যে কোন কাজ করার জন্য আমাদের সবাই কে ভাল করে ইংলিশ জানা দরকার আছে । তবে আমার মনে হয় আপনি যদি ইংলিশ ভাল না জানেন হবে তার পরেও আপনি ফরেক্স করতে পারেন । আমার মনে হয় না যে আপনি ফরেক্স ভাল করতে পারেন না ।
-
ভাল ইংলিশ জানা না থাকলে ফরেক্সে উন্নতি করা যাবেনা তা নয় । কারন এখন বাংলাই ফরেক্স ট্রেডিং করা যায় । তবে আমার মনে হয় কিছুটা ইংলিশ জানা ভাল। ফরেক্সে জ্ঞান অর্জন করতে , মার্কেটের অনেক টার্ম জানতে বুঝতে ইংলিশ প্রয়োজন হয় । তাই একেবারে না জানলে ভাল কিছু করা অসম্ভব । ফরেক্সে যত ভাল জানতে পারবেন তত সফল হতে পারবেন।
-
ভাষা কোন ব্যাপার না । মুল ব্যাপার হচ্ছে আপনি কত তুকু জানেন বা আপনার জানার মাধ্যম কি । যদি আপনি বাংলা ভাষায় কার কাছে সিখে থাকেন সে ক্ষেত্রে আপনার ইংলিশ জানার দরাকার খুব আক্তা নাই । তবে জানা ভাল ।
-
বর্তমানে সারা বিশ্বে ইংলিস এর মাধ্যমে সকল প্রকার ব্যবসা পরিচালিত হয়ে থাকে তো এই ব্যবসা যেহেতু আমাদের দেশে মাত্র প্রায় বছর ১২-১৩ বছর তো এই ব্যবসা তেমন একটা সঠিক ভাবে এগোতে পারে নি কিন্তু বর্তমানে বেশ জোরে সোরে এই ব্যবসা মানুষের মাঝে এগিয়ে যাচ্ছে তো এই ব্যবসা করতে আপনার ফ্লুয়েন্ট ইংলিশ জানার দরকার নেই বেসিক ইংলিশ জানলেই হবে।
-
আমি মনে করি ফরেক্স এ ইংলিশ জানা না থাকলেও ফরেক্স ব্যাবসা করা সম্ভব। কারন ফরেক্স এর সব ক্ষেত্রে ইংলিশ দরকার হয়না। আর আপনি অতি সহজে বিডিপিপস থেকে বাংলাতে ফরেক্স শিক্ষতে পারে। কিন্তু ইংলিশ জানা থাকলে অনেক ভাল হয়। যেমন ইংলিশ দরকার হয় কোন সমস্যায় পরলে ফরেক্স এর Helpline এ ইংলিশ চেট করতে হয়। আরও বিভিন্ন সময়ে ইংলিশের দরকার হয়ে থাকে তাই ইংলিশ জেনে রাখা ভাল।
-
ফরেক্স ব্যবসায় বিদেশি ব্যবসায়। এর জন্য ইংরেজি জানা দরকার।কিন্তু বর্তমানে ফরেক্স ব্যবসার পরিধি বৃদ্ধি পেয়েছে। বাংলা ভাষায় অনেক ফরেক্স বিষয়ের বই বা পিডিএফ রয়েছে।ইংরেজি লেখকদের ইংরেজি বই বাংলা অনুবাদ হয়ে তৈরি হচ্ছে।এজন্য বর্তমানে তথ্য প্রযুক্তিগত কারনে ভাষাগত সমস্যা সমাধান হয়ে যাচ্ছে।সুতরাং ইংরেজি না জানলেও ফরেক্স বেশ ভালোভাবেই করা সম্ভব হচ্ছে।
-
মইনুদ্দিন আহ্মেদ
আগে ইংলিশ না জানলে ফরেক্স এ তেরেদ করতে অসুবিধা হত কিন্তু এখন ফরেক্স এর অনেক বাংলা সাইট আছে যেখানে আপনি ফরেক্স এর নিয়ম কানুন জানলে তেরেদ করতে পাব্বেন। তাই বর্তমানে ইংরেজি না জানলে ও ফরেক্স তেরেদ করতে পারবেন।
-
ফরেক্স ব্যবসা ইংলিশ জানা না থাকলে আপনে সফল হতে পারবেন।ফরেক্স মার্কেট বিভিন্ন বাংলা ওয়েব সাইট আছে সেখান থেকে আপনে ফরেক্স ব্যবসা শিখতে পারবেন।ফরেক্স মার্কেট যেকেউ চাইলে ট্রেড করতে পারে।ফরেক্স ব্যবসা ইংলিশ বাধ্যতামূলক নয়।
-
আমরা সবাই এই বিষয়ে অভগত যে, ফরেক্স মার্কেট হচ্ছে একটি আন্তর্জাতিক অনলাইন ভিত্তিক বিজনেস। যেহেতু এখানে আমাদের সব ধরনের কাজ অনলাইনের মাধ্যমেই করতে হয় আর অনলাইনের ভাষা টাও হচ্ছে ইংলিশ তাই আমি মনে করি আমাদের সবারই ফরেক্স শেখার সময় পাশাপাশি ইংলিশ অনুশীলন করা। এতে আমরা মার্কেটের নিউজ , ট্রানজেকশন আরও বিষয়ে এগিয়ে যেতে পারব। তবে যারা ইংলিশ জানেন না উনারা যে ফরেক্স করতে পারবেন না তা কিন্তু নয়। উনারাও ফরেক্স করতে পারবেন।
-
ইংলিশ জানলে যে ফরেক্স ভাল লাভ পোয়ও যাই তা নয়। হাঁ ইংলিশ জানলে ফরেক্স মার্কেট এর নিউজ গুল বোঝা গেলে নিউজ অনুযায়ী ট্রেড করা সুবিধা হই। তাসারা ইংলিশ না জানলেও নিজেরও অবিজ্ঞতার মাধামা ফরেক্স এ ভাল সফলাতা পয়া যাই।
-
ফরেক্স ব্যবসা করতে হলে যে ইংলিশ জানা লাগবে
এমন কথা নয়, ইংলিশ জানা না থাকলেও ফরেক্স ব্যবসা করা
যায় শুধু এর কিছু নিয়ম অনুসরণ করলে আপনি সফল ট্রেডার হতে পারবেন। বলে আমি মনে করি।
-
আমরা যারা বাংলাদেশি ফরেক্স ট্রেডার তারা ইংলিশ তে খুবই দুর্বল। অনেকে আবার ইংলিশ জানে না। আপনি যদি সেই নিয়ম গুলো ফলো করে ফরেক্স ট্রড করেন তাহলে ইংরেজি দরকার হবে না আপনার। তার সাথে আপনি যদি একজন দক্ষ টেডারের কাছ থেকে শিখে থাকেন তাহলে তো খুবি ভালো।
-
ইংরেজী একটা আন্তর্জাতিক ভাষা। এটা জানা থাকলে আপনি বিভিন্ন ক্ষেত্রে অনেক সুবিধা পেতে পারেন। ইংরেজীর কারনে হয়ত আপনি ফরেক্স কিছুটা সুবিধা পেতে পারেন তার মানে এই নয় যে ইংরেজী না জানলে ফরেক্সে ট্রেড করা চলবে না। ইংরেজী ভালো জানলে বিভিন্ন সাইট থেকে আপনি ফরেক্স সম্পর্কে বিভিন্ন কৌশল ভালো জানতে পারবেন। তবে ভয়ের কারন নেই ফরেক্স সম্পর্কে বাংলায়ও ভালো ভালো অনেক সাইট আছে যা পড়লেও আপনি ভালো জানতে পারবেন।
-
ফরেক্স একটা ইন্টারন্যাশনাল ব্যবসা। আর সে জন্য আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। কারন ফরেক্স এর সব কিছু ইংরেজিতে। এখানে বাংলার কোন স্থান নেই। তবে ফরেক্স সম্পর্কে জানতে হলে আপনি বিভিন্ন বাংলা ফোরাম থেকে এ সম্পর্কে জানতে পারবেন। আর বিভিন্ন দেশের নিউজ সম্পর্কে জানতে হলে ইংরেজিতে দক্ষতা বাড়ানো প্রয়োজন। কারন প্রায় সব ফান্ডামেন্টাল নিউজ ই ইংরেজিতে পাবলিশ হয়।
-
আমি মনে করি না কারন আপনি বাংলা তে ফরেক্স মার্কেট সিখতে পারবেন । ফরেক্স সিখতে হলে আপনার ভাষার তেমন জরুরি না ।আপনি ফরেক্স জানা থাকলে ভাষার কোন প্রভাব পরার কোন কারন নাই ।
তবে আন্তরজাতিক ভাবে জগাজগ করার জন্য ইংলিশ খুব গুরতপন । তাই আপনি যদি ইংলিশ জানা থাকে টা হলে আপনার জন্য খুবই ভাল হবে ।
-
আপনি যদি ফরেক্স ভালো ট্রডার এর কাছ থেকে শিখে থাকেন তাহলে আপনাকে ইংলিশ না জানলেো হবে। কেননা এখন অনেক অনলাইনে ফরেক্স এর ট্রড নিয়ে বাংলা ভাষায় নিয়ম কানুন দিয়া আছে। আপনি যদি সেই নিয়ম গুলো ফলো করে ফরেক্স ট্রড করেন তাহলে ইংরেজি দরকার হবে না আপনার। তার সাথে আপনি যদি একজন দক্ষ টেডারের কাছ থেকে শিখে থাকেন তাহলে তো খুবি ভালো।
-
ফরেক্স একটি মার্কেট পেলেস এবং এখানে আমরা বাংলা ব্যবহার করি তাই এখানে তেমন ইংরেজী দরকার নেই। আমরা জানি ইংরেজী আন্তর্জাতিক ভাষা তাই ইংরেজী ভাষা জানা বিশেষ প্রয়োজন । ইংরেজী ভাষা জানা থাকলে পূথিবীর যে কোনো স্থানে ঘুরে আসা যাবে । আর আমাদের ইংরেজী জানা থাকলে ফরেক্স এ কাজ করতে অনেক সুবিধা হবে। আর ইংরেজী শিখা থাকলে অবশ্যই ফরেক্স এ সাফল্য অর্জন করা যাবে।
-
ইংলিশ জানা না থাকলেও ফরেক্স এ সফল হওয়া শম্ভাব ফরেক্স ট্রেড করতে গেলে যে ইংলিশ জানা লাগবে এমন কথা নয় ইংলিশ জানা না থাকলেও এটা করা যায় শুধু এর কিছু নিয়ম আছে আপনি ইংলিশ না জানলেও ফরেক্স এ ট্রেড করতে পারবেন বলে আমি মনে করি কারন এখন অনেক বাংলা ভাষায় ফরেক্স এর সাইট আছে যেখানে ট্রেড করতে পারবেন বাংলাতে তাছাড়া আপনি শুধু নিয়ম কানুন জানলেও এই কাজ করতে পারবেন।
-
অবশ্যই সফল হওয়া যায়, আমি মনেকরি ফরেক্স শিক্ষতে হলে ইংরাজি জানা খুব দরকার নেই তবে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন যেমন আপনি কোন ব্রকারে একাউন্ট খোলার সময় অথবা একাউন্ট খোলার পর এই যনিত কারনে কোন সমস্যায় পরলে আপনাকে লাইভ ছাপোর্ট নিতে হয় সে ক্ষেত্রে ইংরেজি জানা দরকার । আবার পোষ্টিং এর ক্ষেত্রেও ইংরেজি জানা দরকার, তবে বর্তমানে আমরা বাংলাতেই ফ্রম পোষ্টিং করে থাকি তাই খুব একটা ইংরাজির প্রয়োজন হয়না । ইংরাজি ছাড়াই ফরেক্স এ সফল হওয়া যায় ।
-
আমি মনে করি ইংলিশ না জানলে ও ফরেক্স করা যাবে । ফরেক্স করতে ইংলিশ এর প্রয়োজন হয়না কেও যদি ফরেক্স এর ট্রেড ভাল করে করতে পারে তাহলে ফরেক্স এ লাভ করা যাবে ......
-
ফোরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ইংরেজি জানা টা অবশ্যই জরুরী কারন সব ধরনের নিউজ আপডেট এর বেশির ভাগই ইংরেজীতে থাকে তাই এটির জন্য ইংরেজী জানাটা অবশ্যই জরুরী। এর পাশাপাশি আপনি যদি ভালো ভাবে মার্কেটের টেকনিকাল টা বুঝেনিতে পারেন তাহলে ইংরেজী না জানলেও আপনাকে কিছুটা হেল্প করবে টিকে থাকতে।
-
আপনি ইংলিশ না জানতেই পারেন। এটা ফরেক্সে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমি মনে করি ফরেক্সে টিকে থাকাটাই বড় ব্যাপার। আপনি মার্কেট এনালাইসিস পূর্বক ট্রেড করে প্রচুর প্রফিট করতে পারবেন যদি আপনি ফরেক্সে অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন। তাই ইংলিশ ফরেক্সে খুব বেশি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে না। ধন্যবাদ
-
আমাদের বাংলাদেশে বেসির ভাগ ট্রেডার ইংলিসে দুর্বল তাই আমাদের বাইংলাদেশে ফরেক্স ট্রেডার লস করে।তবে ফরেক্স ট্রেড করতে গেলে যে ইংলিশ লাগে সেতা না ইংলিশ ছাড়া ত্রেড করা জায় তবে ইংলিশ জানলে ভাল হয় কারন বিভিন্ন নিউজ বিভিন্ন পোস্ট সবকিছু ইংলিশে পোস্ট করে আর সেটা ভাল করে না জানলে পরতে না পারলে অনেক কিছু জানা জায় না তাই ইংলিশ জানলে ভাল ট্রেড করা জায়।
-
ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অনেক কিছু জানা লাগে তাই ফরেক্স মার্কেটে সফল হতে গেলে ফরেক্স মার্কেট সমরকে জানার জন্য ইংরেজি জানা লাগে জানলে ভাল হয় কারন ফরেক্স সম্পর্কে সকল কিছু ইংরেজিতে লেখা থাকে তাই ইংরেজি জানা দরকার আছে।
-
ইংলিশ না জেনে আপনি ফরেক্স ট্রেড করতে পারবেন । কেননা বাংলা ভাষায় অনলাইনে ফরেক্স মার্কেটের তথ্য পাওয়া যায় । ইংলিশ জানা থাকলে ভালো , না জানলেই আপনি ট্রেড করতে পারেন । আপনাকে একজন অভিজ্ঞ ট্রেডার থেকে জেনে ট্রেড করতে হবে ।
-
আরে ভাইয়া এই নিয়ে কোন ধরণের টেনশন নিবেন না ! আমরা আংরেজীতে দুর্বল বলেই তো বাংলাদেশ ফরেক্স ফোরম আমাদের জন্য বাংলায় পোস্ট করার ব্যবস্থা করেছে ফরেক্স করতে গেলে আপনাকে ইংরেজী জানতে হবে না তবে আপনাকে ইংরেজীর উপর কিছুটা দক্ষতা অর্জন করতে হবে কারণ আপনি আমি সবাই জানি এই যুগটা খুবই দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তাই ইংরেজীটা আয়ত্ত করতে পারলে ফরেক্স মার্কেটের আন্তর্জাতিক খবরগুলো সহজেই পড়তে পারব
-
ইংলিশ না জানা থাকলেও ফরেক্সে ট্রেড করা যায় কারণ ট্রেড করার জন্য কেননা বাংলা ভাষায় অনলাইনে ফরেক্স মার্কেটের তথ্য পাওয়া যায় আর ফরেক্স এ ট্রেড করার জন্য দরকার অভিজ্ঞতা এখানে ভাসা কোন বেপার না
-
ইংলিশ জানা না থাকলেও ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করা যায়।ফরেক্স মার্কেটে সফল হতে হলে ইংলিশ জানা বাধ্যতামূলক এমন কোন কথা নেই।আপনার ইংলিশ না জানা থাকলে ফরেক্স বিষয়ে বিভিন্ন বাংলা বই অনলাইনের মাধ্যমে এবং বাজার হতে সংগ্রহ করে পড়তে পারবেন।ফরেক্স বিষয়ে সমস্য থাকলে অনলাইনে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের বাংলা ফোরামের মাধ্যমে তা সমাধান করতে পারেন।তবে ইংলিশ জানা থাকলে ফরেক্সের অনেক কিছু জানতে সুবিধা হয়।
-
ইংলিশ জানা না থাকলে আমাদের ফরেক্স বাবসা করতে নানা দরনের সমস্যা হবে। কারন ফরেক্স এর সব কিছুতেয় ইংলিশ দরকার। আমরা জারা ইংলিশ এ ভাল তারা এই বাবসা থেকে অনেক টাকা আয় করতে পারবে। আতা একটা খুব ভাল বাবসা এবং আমরা এই বাবসা থেকে অনেক বর কিছু করে পারি। জারা ইংলিশ জানে না তাদের উচিত ইংলিশ জানা।
-
ফরেক্স ট্রেড করার জন্য ইংলিশ জানায় লাগবে এমন কোন কথা নেই ফরেক্স ট্রেড করার জন্য দরকার নিয়ম কানুন জানার মার্কেট সম্পর্কে ধারনা থাকতে হবে ইংলিশ না জানলে ও টেড করা য়ায শুধু নিজের ইচ্ছা শক্তি কে কাজে লাগাতে হবে..........
-
ইংলিশ জানা না থাকলেও ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করা যায়।ফরেক্স মার্কেটে সফল হতে হলে ইংলিশ জানা বাধ্যতামূলক এমন কোন কথা নেই।আপনার ইংলিশ না জানা থাকলে ফরেক্স বিষয়ে বিভিন্ন বাংলা বই অনলাইনের মাধ্যমে এবং বাজার হতে সংগ্রহ করে পড়তে পারবেন।ফরেক্স বিষয়ে সমস্য থাকলে অনলাইনে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের বাংলা ফোরামের মাধ্যমে তা সমাধান করতে পারেন।তবে ইংলিশ জানা থাকলে ফরেক্সের অনেক কিছু জানতে সুবিধা হয়।
-
ফরেক্স ট্রেড করতে বর্তমানে ইংলিশ জানতে হবে এটা বাদ্ধতামুলক না। বতমানে বাংলা ভাষায় ট্রেড করা যায় ।তবে ইংলিশ জানে থাকলে ভাল হয়।সব কিছু বুজতে ভাল হয়। তবে এখন অনলাইনে বাংলা ভাষায় ফরেক্স এর নিওমাবলি দাওয়া আসে।তাই এখন আর ইংলিশ এর উপর নিরভরশিল হতে হয় না।
-
অনেক ফরেক্স ট্রেডারই ইংলিশ এ খুবই দুর্বল। আর তাই তাদের উছিত ভাল ভাবে ইংলিশ জানা তবেই তারা ভালভাবে ফরেক্স করতে পারবে।
-
ফরেক্স মার্কেটে সফল হতে হলে ইংলিশ না জানলে ফরেক্স মার্কেটে সফল হয়া জায় তবে ইংলিশ না জানলে ফরেক্স সফল হয়া জায় ইংলিশ জানলে সফল হতে সহজ হয় তবে আজকাল আমাদের দেশে সবকিছু বাংলায় ফরেক্স সম্পরকে লেখা হয় তাই কোন সমস্যা হয় না।