-
আমি মনে করি যে কোন ব্যাবসাতেই লাভ লস থাকবেই। তেমনি ফরেক্স ট্রেডিং এও লস আছে। আর ফরেক্সে লস হলে আমাদের উচিত হবে কেন লস হলো সেটা খুঁজে বের করে সেই অনুসারে ট্রেড করা। তাই বলে লস হলে হতাশ হওয়ার কোন কারণ নেই। পরবর্তীতে জেন আর লস না হয় সেদিকে খেয়াল রাখাই হলো প্রকৃত দক্ষ ও অবিজ্ঞ ট্রেডারের কাজ। আমরা লস হলে একটুতেই হতাশ হয়ে পরি এটা আসলে সঠিক না। আর সবসময় খেয়ার রাখা উচিত ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে এবং নিউজ ফলো করে ট্রেড করা। তাহলে লসের পরিমাণ কম হবে। ধন্যবাদ
-
লসে পড়লে আমাদের হতাশ না হয়ে কিভাবে লস রিকভার করা যায় সেদিকে মনোযোগী হওয়া উচিত। কারন হতাশ হলে আরো বেশি লস হওয়ার সম্ভাবন তৈরি হবে। যে ট্রেডার নিজেকে যত শক্ত করে গড়ে তুলতে পারবে সেই ট্রেডার তত সফল হবে।
-
লস যে কোন ব্যবসা এর একটি অংশ,লস ছাড়া কোন ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়,তাই ফরেক্স বিজিনেস করতে হলে আপনাকেও লস স্বীকার করতে হবে,লস করলে ভেঙে না পড়ে আমাদের লস এর কারণ বের করতে হবে তারপর লস থেকে শিক্ষা নিয়ে,একই লস যেনো বার বার না হয় সেই দিক খেয়াল রাখতে হবে এবং লস রিকোভার করতে হবে।
-
লসে পড়লে মন খারাপ হবে স্বাভাবিক তবে ভেংগে পড়া ঠিক হবে না কি কারনে লস হলো তা খুজে বেড়াই তখন মুল উদ্দেশ্য হওয়া উচিত। আবার অনেকেই আছে যারা লসে পড়ে ওভার ট্রেডিং করে ফেলে এতে করে লস আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই হতাশ হয়ে ট্রেড না করে কিভাবে রিকোভার করা যায় সেদিকে মনোযোগ দেয়া উচিত।
-
ফরেক্স মার্কেটে আপনি অনেক পরিশ্রম করতে হবে, তারপর শিখা যাবে। ফরেক্সে লসে পড়লে আমাদের আগে লস করার কারন খুঁজে বের করতে হবে। যদি কারন খুঁজে পাওয়াা যায় সেই অনুপাতে সিদ্ধান্ত নিজে কাজ করতে হবে।
-
আমাদের যদি কোন ট্রেড লসের সম্মুখীন হয় এবং আমাদের যদি মনে হয় মার্কেট আমাদের অনুকুলে যাবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্য্য ধারণ করতে হবে কিন্তু সে সময় অবশ্যই আমাদেরকে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে হবে। যদি আমরা মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড অপেন করে না থাকি সেক্ষেত্রে যত তাড়াতাড়ি আমাদের ট্রেড লসে বন্ধ করে দেওয়া উচিত। কারণ সে সময় মার্জিন কল পাওয়া আশঙ্কা থেকে যায়। লস পরবর্তীতে পুনরুদ্ধার করা যাবে কিন্তু একবার মার্জিন খেলে তা আর পুনরুদ্ধার করা সম্ভব নয়।
-
আপনি কতবার হারাবেন তা আপনার সিস্টেম, আপনার ঝুঁকি / পুরষ্কার ইত্যাদির উপর নির্ভর করে এই নির্ধারণ করে যে আপনি কতবার বাণিজ্য করেন, আপনার স্টপ লস কত বড়, প্রবেশের মানদণ্ড, প্রস্থান বিধি ইত্যাদি
-
ফরেক্স লাভ লস দুই আছে তাই আমি মনে করে লসে পড়লে আমাদের উচিত হবে লস থেকে উঠে দাড়ানোর চেষ্টা করা । আমি অনেক বেশি ফরেক্স মার্কেটে সফল হতে চেষ্টা করি । কিন্ত আসলে সফলতা এমন একটা জিনিস যেটা আল্লাহ প্রদত্ত । তবে আমাদেরকে অবশ্যই অবশ্যই বেশি বেশি পরিশ্রম এর মাধ্যমে চেষ্টা করতে হবে । আর লেগে থাকার মানষিকতা থাকলে আমি জানি একদিন না একদিন অবশ্যই সফল হতে পারব । লস হতে হতে একদিন আবিষ্কার করে ফেলবেন আপনি অনেক বেশি লাভবান হতে থাকবেন । কেনন ততদিনে কৈশলগুলো শিখা হয়ে যাবে ।
-
ব্যবসা মানেই লাভ - লস দুইটাই মিলে। তাই বলে এই নয় যে,,ব্যবসায় লস খেয়ে ওই ব্যসাকে একেবারের জন্যে ত্যাগ করে দিতে হবে। বরং আমাদের ধৈর্য ধারন করে ওই ব্যবসায় কেনো লস গেলো সেটা খুঁজে বের করা উচিৎ। তাহলে পরবর্তীতে ওই সমূহ লচের সম্মুখে আর পড়তে হবে না। আর যেখানে লসকে এড়িয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে,,, সেখানে লাভ অনিবার্য। ফরেক্স মার্কেট ঠিক একইরকম,,, এখানে প্রথমে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোকরে জ্ঞান অর্জন করে,,, এর পেছনে সময় ব্যয় করে,,শ্রম দিয়ে যদি আমরা ট্রেড করি,, তাহলে অবশ্যয় অবশ্যয় আমরা লাভকে জ্বয় করতে পারবো।নতুবা আমরা ফরেক্স মার্কেট থেকে কোনো প্রকার প্রফিট আশা করতে পারবো না। এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি। ধন্যবাদ।
-
সাধারনত আমি মনে করি যে কোন ব্যবসাতে লাভ লস আছে।আপনি যদি লসে পরেন তা হলে আপনাকে শক্ত হতে হবে নিজেকে কন্টল করতে হবে।লসে পরলে ভেঙ্গে পরা যাবেনা আপনাকে বুঝতে হবে আপনি কি ভাবে লসটা পরলেন আপনি কি ভাবে কাজটা করেছিলেন সেই অনুযায়ি আপনাকে আরো ভাল করে কাজ করতে হবে যেন আপনি আর লসে না পরেন।যে কাজটি আপনি পারবেন না সেই কাজটি আরো বেষি করে করবেন ।তাই আপনি আর লসে পরবেন না আমি মনে করি।
-
হ্যাঁ ভাই আমি যখন বাজারটি ক্র্যাশ করে নিচে নেমে গেলাম তখন আমি প্রচুর অর্থ হারিয়ে ফেলেছি তবে এটি আমার পক্ষে সন্ধ্যা পয়েন্ট my পয়েন্টটি কীভাবে আমার ব্যবসাকে সেট করতে হবে এবং বাজারের স্তর এবং ব্যাপ্তি ক্ষতি কীভাবে বোঝা যায় তা আপনার পক্ষে একসময় ভাল কারণ এটি আপনাকে সহায়তা করেছে এবং আপনাকে উত্সাহিত করবে বাজার থেকে বোনাস অর্জন করার জন্যই আমি আতঙ্কিত হই নি তবে একসময় হ্যাঁ আমি আতঙ্কিত হয়ে পড়ি কারণ বাজারে আমি অনেক টাকা হারাতে পেরেছিলাম তেমনি আমাকে প্রচুর অর্থোপার্জনও করতে হয়েছে তাই আমি এই প্ল্যাটফর্মে সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি
-
লাভ বাড়ানোর অন্যতম সেরা উপায় হ'ল আপনার ঝুঁকি যতটা সম্ভব হ্রাস করা, ট্রেডিং কেবল লাভজনক ব্যবসা করা নয়, ভাল কৌশল এবং কঠোর অর্থ পরিচালন পদ্ধতির সাহায্যে আপনার সম্ভাব্য ঝুঁকি কীভাবে হ্রাস করা যায় সে সম্পর্কেও এটি রয়েছে আপনার লাভ বাড়িয়েছে, তবে বেশিরভাগ ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি ঘটছে না কারণ তারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে অসুবিধা পান।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে লচের সম্মুখীন হলে ভেঙে না পড়ে কিভাবে লচের সম্মুখীন হলো তা বের করে সেই ভুলগুলোকে সংশোধন করা উচিত । ভুল মানুষের কাজ,, আর সেই ভুল থেকে মানুষ ভালো শিক্ষাটা বেশি অর্জন করে থাকে । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড করে লচের সম্মুখীন হলে ভেঙে না পড়ে,, চিন্তিত না হয়ে ধৈর্য ধারন করে টিকে থাকতে হবে এবং সেই ভুলগুলোকে সংশোধন করে পুনরায় ট্রেড ওপেন করতে হবে,,,, ধন্যবাদ ।
-
লসে পরলে আমরা দিশেহারা হয়ে যাই, ধৈর্য্য হারিয়ে যায়, উল্টো পাল্টা ট্রেড ওপেন করা শুরু করি, ফলে ব্যালান্স হারিয়ে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হয়। কোনো ট্রেড যদি লসে থাকে এবং মার্জিন যদি বেশি থাকে ,তাহলে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে , দেখবেন লসের ট্রেড টি লাভ নিয়ে ক্লোজ হবে। আর মার্জিন কম থাকলে লসের ট্রেড টি ক্লোজ করে দিতে হবে।
-
ফরেক্সে কথা বলতে গেলে বলতে হবে যে পৃথিবীর সব ট্রেডরই কম বেশি লস করেছেন এবং এটা হল চরম সত্য কথা ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে লস হতে পারে তাই বলে লস করলে ধৈর্য হারালে চলবে না তাই লস হলে ধৈর্য ধারন করে অপেক্ষা করতে হবে যখন লস করি তখন আমাদের মানসিক অবস্থা ভালো থাকে না বলেই আমারা আবেগের বশবর্তী হয়ে কিংবা নেতিবাচক ধারণার প্রভাবিত হয়ে হলেও ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আমাদের প্রাথমিক অবস্থায় অর্থ্যাৎ যখন লস করব ঠিক তখনই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এমন নয় সাময়িক ট্রেডিং হতে বিরত থাকতে হবে ।
-
লস হলে ভেঙ্গে পড়া চলবে না। হতাশ হওয়া যাবে না। লস হওয়ার কারণ উদঘাটন করতে হবে। এখান থেকে প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়ে পরবর্তী স্টেপে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে।
-
ফরেক্স অবশ্যই ফুলটাইম। এটাকে পেশা হিসেবে নিতে আপত্তি থাকার কথা নয়। তবে প্রথম পর্যায়ে অন্য কাজের ফাঁকে পার্টটাইম হিসেবে নিতে হবে। কাজ পুরোপুরি শেখার পর ফুলটাইম হবে।
-
ফরেক্স এ শুধু অভিঙ্গ থাকলে হয় না তার সাথে সাথে আপনাকে কাজেও দক্ষ হতে হবে । আপনার মনে রাখা জরুরি যে আপনি যদি সত হয়ে কাজ করেন তাহলে আপনি এক দিন না এক দিন সফলতা পাবেন কিন্তু তার জন্য আপনার ধৈয্যকে সামাল দিতে হবে । তার মাধ্যমেই সব মম্ভব ।
-
নিজেকে সামলে নিয়ে ভুলের কারন খুজে বের করতে হবে । এ ধরনের ভুল যেন আর ভবিষ্যতে না হয় সেই পদক্ষেপ নিতে হবে । অ্যানালাইসিস করে বের করতে হবে কোন সিস্টেমে আপনার রিস্ক কম এবং প্রত্যাশা পরিমান প্রফিট করা সম্ভব । ষ্ট্রাট্রেজিক কোন ভুল আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে ।
-
ফরেক্স ট্রেড করে গিয়ে যদি আনি কোন কারনে লসের মুখে পতিত হন তাহলে আপনার অবশ্যই ধৈয্য ধারন করা উচিত।তবে একবার লস হলেই ধৈর্য্য ধরে লসের কারন খুজে বের করতে হবে পুনরাই শুরু করতে হবে। তাই বলব দমে না গিয়ে লসের কারণ নিরনয় করতে প্রস্তুত হয়ে যান এবং পরবর্তীতে যাতে একই ধরনের ভুল না হয় তার প্রতি বিশেষভাবে দৃষ্টি দিন ।
-
প্রতিটি বিজনেসেই যেমন দুঃখ, কষ্ট বা আনন্দ আছে । ঠিক তেমনি ফরেক্স এ ও আছে । আপনি যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে । যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন । ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন । তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না ।
-
ফরেক্স ব্যবসাতে যদি আমরা লস করি তাইলে আমাদের ভেঙ্গে না পরে আরো ভাল করে ফরেক্স ব্যবসা করতে হবে । মনে রাখতে হবে ব্যবসা করলে লাভ লস হবে তার পরেও আমাদের ফরেক্স ব্যবসা করতে হবে । কখন কখন লস থেকে শিক্ষা নেয়া যায়। ফরেক্স থেকে আপনি কিজন্য লস করছেন তা আপনাকে খুজে বের করতে হবে আর আপনি আপনার ভুলের সমাধান করেন দেখবেন আপনি ফরেক্স থেকে লাভ করতে পারছেন |
-
আমি মনে করি লসে পড়লে কিভাবে লস গেলো তা খুজে বের করে আরো সতর্ক হয়ে পুনঃরায় ট্রেড করতে হবে।
আপনার কি মনে হয় জানান।তাই লসে পড়লে আমাদের আগে লস করার কারন খুজে বের করতে হবে তারপর আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে লস থেকে উঠে এসে পুনরায় কাজ করে সফল হওয়ার চেষ্টা করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ লসে পারলে যা করনীয় তা হল যে যেখান থেকে লস করেছি সেখান থেকে ভাল করে শিক্ষা নেওয়া। ফরেক্স নতুন নতুন করে প্রতিদিন কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে। তাই যেখান থেকে লস হয় সেখান থেকে শিখতে পারলে ভবিষ্যতে আমরা সেখান থেকে সাফলতা অর্জন করতে পারব। তাহলে আমরা আর লস করব না।
-
লসে পড়লে আমাদের লসের কারনগুলো খুজে বের করা উচিত। আমরা কি কারনে লস করলাম লসের কারনগুলো খুজে বের করাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। আমরা যদি লসের কারন খুজে বের করতে পারি তাহলেই আমাদের পক্ষে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হবে।
-
ফরেক্স ট্রেড করে গিয়ে যদি আনি কোন কারনে লসের মুখে পতিত হন তাহলে আপনার অবশ্যই ধৈয্য ধারন করা উচিত।তবে একবার লস হলেই ধৈর্য্য ধরে লসের কারন খুজে বের করতে হবে পুনরাই শুরু করতে হবে। লস একবার হয়ে গেলে কেটে উঠা আসলে টাফ। আর এই কারনেই কিন্তু লসকে রিকোভার করতে গিয়ে আরো লসে পরিনত হতে থাকি আমরা। তো আমাদের দেখেশুনে ট্রেড করতে হবে।
-
লসে পড়লে আমাদের স্বাভাবিক থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে । কেননা অামরা যখন লস করি তখন আমাদের মানসিক অবস্থা ভালো থাকে না বলেই আমারা আবেগের বশবর্তী হয়ে কিংবা নেতিবাচক ধারণার প্রভাবিত হয়ে হলেও ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি । নিদিষ্ট জায়গায় ট্রেড লাভে ক্লোজ করে এবং লসে থাকা ট্রেড শুরুতেই ক্লোজ করে দেয়। এখানেই পার্থক্য একজন দক্ষ ট্রেডারের।ফরেক্স ব্যবসায় লস তো থাকবেই।যারা লসকে নিয়ন্ত্রন করতে
পারবে তারাই দক্ষ বা আদর্শ ট্রেডার।
-
আমার মতে ফরেক্স এ লসে পরলে আমাদের উচিত যে, যেখান থেকে লস হয়েছে তা খুতিয়ে দেখা। কেননা, যেভাবে লস হয়েছে তা আমরা যদি ভাল করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে ভবিষ্যতে মার্কেট ঐ অবস্থায় থাকলে আমরা লস করব না বরং লাভ করব। তাই আমাদের উচিত যে যেখান থেকে লস হয়েছে সেখান থেকে ভাল করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা। তাহলে আমরা লসকে ঠেকাতে পারব এবং লাভ করতে পারব। ধন্যবাদ।
-
যদি ও বলা সহজ কিন্তু করা কঠিন সেটা হলো- লসে পড়লে তৎক্ষণাৎ মার্কেট থেকে ট্রেড ক্লোজ করে বেরিয়ে যাওয়া উচিত। কারণ মার্কেটের অবস্থা সব সময় এক রকম থাকে না। এখন হয়ত প্রতিকূলে মার্কেট, কিন্তু একটু পরে মার্কেট অনুকূলে যে হবে না তা বলা মুশকিল- এজন্য ওয়েট করতে হবে। এজন্য ধৈর্য্যটা ফরেক্সে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তা পারি না বরং লস হলে আরো বড় লটে অনেকগুলো এ্যান্ট্রি দিয়ে বসে থাকি রিকভার করার জন্য। ফলাফল হিতে বিপরীত হয় অথবা ভাগ্যগুনে যদি কিছুটা রিকভার হতে ও পারে তবে লসই বেশী হয়। ধন্যবাদ।
-
লস ব্যবসায়ের কমন একটি বিষয়। শুধু লাভে কোন ব্যবসায় হয় না। লাভ-ক্ষতি মিলিয়ে ব্যবসায় হয়। ফরেক্সে ব্যবসায় লাভের থেকে লস করা খুব সহজ। ফরেক্সে লস করলে হতাশ হওয়ার কিছু নেই। এখানে লস করলে প্রতিনিয়ত শিক্ষা অর্জন করা যায়। লস করতে করতে এক সময় ঠিকই লাভ করা যায়, সাথে ধৈর্য ধারণ করতে হবে। লস করলে আবেগের বশবর্তী হয়ে কিছু করা উচিত নয়। লস হলে অবশ্যই আর ভালভাবে এনালাইসিস করতে হবে। কি করনে লস হল তা দেখতে হবে। নিজেকে কন্ট্রোল করে ধীরে সুস্থে আবার ট্রেড করতে হবে। তবেই তো ফরেক্স ট্রেড করার জন্য অভিজ্ঞতা অর্জন হবে।
-
সব ব্যবসাতেই লাভ লস থাকে তেমনি ফরেক্স ব্যবসাতেও লাভ লস আছে । আমার কাছে মনে হয় ফরেক্স ব্যবসাতে যদি আমরা লস করি তাইলে আমাদের ভেঙ্গে না পরে আরো ভাল করে ফরেক্স ব্যবসা করতে হবে । মনে রাখতে হবে ব্যবসা করলে লাভ লস হবে তার পরেও আমাদের ফরেক্স ব্যবসা করতে হবে।আর লেগে থাকার মানষিকতা থাকলে আমি জানি একদিন না একদিন অবশ্যই সফল হতে পারব।লস হতে হতে একদিন আবিষ্কার করে ফেলবেন আপনি অনেক বেশি লাভবান হতে থাকবেন। কেনন ততদিনে কৈশলগুলো শিখা হয়ে যাবে।
-
অপেক্ষা করতে করতে যদি একাউন্ট ব্যলানস শুন্য হতে ধরে তখন ট্রেড টা লক করতে হবে। আপনি যদি ০.০৫ লট বাই করা থাকে তাহলে ০.০৫ আবার সেল কররেই ট্রেড লক হয়ে যাবে। আর সুযোগ বুঝে যেকোন একটা ছেড়ে দিলেই হবে। আমার কাছে মনে হয় ফরেক্স ব্যবসাতে যদি আমরা লস করি তাইলে আমাদের ভেঙ্গে না পরে আরো ভাল করে ফরেক্স ব্যবসা করতে হবে । মনে রাখতে হবে ব্যবসা করলে লাভ লস হবে তার পরেও আমাদের ফরেক্স ব্যবসা করতে হবে ।
-
আমার মতে আপনি যদি কোন লসের পরিনত হন তাহলে আপনি ধৈয্য ধরে থাকবেন এবং কোন ধরনের আর ট্রেড ওপেন করবেন না। এবং আপনি লাইভ এ থাকবেন। মার্কেট হয়তো যে কোন সময়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। যখন আগের অবস্থায় আসবে তখন আপনি আপনার লস গুলো নিয়ন্ত্রন করতে পারেন।
-
ফরেক্সে লস হলে করণীয়
আমরা সবাই জানি ফরেক্স হল একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। যেখানে লাভ এবং লস হতে পারে। সে ক্ষেত্রে লাভ করলে আমরা আনন্দ বোধ করি এবং লস হলে দুঃখ প্রকাশ করে। লস হলে দুঃখ প্রকাশ করার কিছু নেই, কারণ ফরেক্সে লস মানে সফলতার একটা অংশ।
আপনাকে লস থেকে শিক্ষা নিতে হবে এবং লস এর কারণ খুঁজে বের করতে হবে। পরবর্তীতে ট্রেড করার সময় উক্ত সমস্যার সমাধান করে ট্রেড করতে হবে এবং পরবর্তীতে একই ভুল হওয়া থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।
-
আসলে আমারা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করি তখন যদি লসে পরে যাই তবে আমার অনেক সেন্টিমেন্টাল হয়ে পরি জার কারনে আমাদের লসের পরিমানটা আর বেশি হয়ে পরে। তাই আমি মনে করি আপিনার যদি লস হয়ে পরে তবে আপনি সেন্টিমেন্টাল না হয়ে ট্রেডটি রেখে দেন দেখবেন আপনার লস উঠে যাবে।
-
ফরেক্স ট্রেড করার সময় লসে পড়লে। লস এড়ানোর জন্য অবশ্যই ফরেক্স এর নিয়ম মেনে ট্রেড করতে হবে। ট্রেড করার সময় ফরেক্স এর সকল সর্তকতা অবলম্বন করতে হবে। আর ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে।
-
ফরেক্স একটি অনলাইন ব্যবসা যেখানে আপনি যে শুধু লাভই করবেন তা কিন্তু নয়।ফরেক্স মার্কেটে আপনি অনেক পরিশ্রম করে তারপর শিখতে হয়।তাই লসে পড়লে আমাদের আগে লস করার কারন খুজে বের করতে হবে তারপর আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে লস থেকে উঠে এসে পুনরায় কাজ করে সফল হওয়ার চেষ্টা করতে হবে।
-
লস এ পড়লে আমাদের নিজেদের ইমোশন নিয়ন্ত্রণ করা উচিত.সাথে সাথেই লস উত্তোলন এ নেমে জাবিয়া উচিত নয়.কারণ তখন আমাদের মাথায় একটি চিন্তা থাকে কিভাবে লস উত্তোলন করা যায় ফলে আমরা পর্যবেক্ষণ করিনা মার্কেট এর অবস্থান,তবে একবার লস হলেই ধৈর্য্য ধরে লসের কারন খুজে বের করতে হবে পুনরাই শুরু করতে হবে। তাই বলব দমে না গিয়ে লসের কারণ নিরনয় করতে প্রস্তুত হয়ে যান এবং পরবর্তীতে যাতে একই ধরনের ভুল না হয় তার প্রতি বিশেষভাবে দৃষ্টি দিন
-
মার্কেট এও লাভ-লস উভঈটী রয়েছে। আমরা যদি ফরেক্স মার্কেট এ বার বার লস দিয়ে থাকি তাহলে আমরা আরও বেসি ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবো। আমি যখন ফরেক্স মার্কেট এ লস এ পরি তখন আমি কোন ভাবে ফরেক্স মার্কেট থেকে দুরে সরে যাই না। কারন ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি যত লস দিবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট থেকে শিখতে পারবেন।
-
লস হচ্ছে লাভের অন্যতম উৎস। কারণ কোন ভুলটার কারণে আমাদের লস হয়েছে ওই বিষয়টা যদি উদ্ঘাটন করা যায় তাহলেই সফল। যে জায়গাটার মধ্যে আমাদের লস হয়েছে ওই জায়গাটা হাইলাইট করে বিষয়গুলো নিয়ে আরো চিন্তাভাবনা এবং পড়াশোনা করা উচিত। আর আমরা লসে জায়গাগুলো যদি বের করতে পারি তাহলে অবশ্যই লাভ আমাদের হাতে ধরা দিবে।