আমি আমার ট্রেডিং লাইফ শুরু করি ডেমো ট্রেড দিয়ে। তাই রিয়েল ট্রেড করতে খুব একটা বেগ পেতে হয়নি। আমার প্রথম ট্রেডে খুব একটা লাভ হয়নি তবে আস্তে আস্তে আমি আমার ট্রেডিং অনেক উন্নতি করি এবং এখন আমি সফল।
Printable View
আমি আমার ট্রেডিং লাইফ শুরু করি ডেমো ট্রেড দিয়ে। তাই রিয়েল ট্রেড করতে খুব একটা বেগ পেতে হয়নি। আমার প্রথম ট্রেডে খুব একটা লাভ হয়নি তবে আস্তে আস্তে আমি আমার ট্রেডিং অনেক উন্নতি করি এবং এখন আমি সফল।
আমার জীবনে প্রথম ট্রেড করছিলাম ডেমোতে এবং সেই ট্রেডে আমার অনেক লস হয়েছিল।আমি না জেনে আন্দাজে ৯.০০ভলিউমে বাই করেছিলাম এবং অনেক লস হয়েছিল।এরপর আমি ট্রেডিংয়ে অনেক মনযোগী হলাম। প্রচুর পরিমান ফরেক্স বিষয়ক পড়াশোনা করতে শুরু করলাম। মূলত আমার জীবনের প্রথম ঐ ডেমো ট্রেডের বিরাট লস থেকেই ট্রেডিংয়ে আমার আগ্রহ বেড়ে গিয়েছিল।
আমার ফরেক্স এর প্রথম ট্রেডের অভিজ্ঞতা হলো আমি প্রথমে খুব নার্ভাছ ছিলাম মাথায় চিন্তা ছিল যে লাভ হবে না লস হবে তারপর অনেক ভেবে চিন্তে ট্রেড করালাম তারপর আমি প্রথম ট্রেডয়ে লাভ করলাম আর আমি তখন অনেক আনন্দিত হয়েছিলাম। আর তারপর থেকে আমি ট্রেড করি অনেক ভেবে চিন্তে তারপর অবশ্য আমার অনেক বার লস হয়েছিল কিন্তু সেটা কোন বড় লস ছিলনা। তাই আমার মতে আপনারা যারা নতুন ট্রেড করবেন তারা একটু ভেবে *চিন্তে ট্রেড করবেন তাহলে আমার মনে হয আপনারা ভাল কিছু পেতে পারেন।
ফরেক্স মার্কেট সম্পর্কে আমি জানার পর প্রথমেই আমি রিয়েল ট্রেড শুরু করি। আর আমি প্রথমে ৫০ ডলার ডিপোজিট করি। আর প্রথম ট্রেডেই আমি ৬০ ডলার লাভ করি। তখন আমি অনেক আনন্দিত ছিলাম। পরের দিন ট্রেড করে আমি আমার অ্যাকাউন্ট ০ করে ফেলি। পরে অনেকবার ডিপোজিট করেও লাভ করতে পারি নি। তবে এখন আবার আমি ফরেক্স থেকে লাভ করতে পারি।
আমি যখন ট্রেড করা শুরু করেছিলাম তখন আমার লস হত। কিন্তু আমি প্রথমে খুব বেশি দিন ডেমো অনুশীলন করেছিলাম না। তাই আমি খুব বেশি ভাল এনালাইসিস করতে পারছিলাম না। তার পর আমি আবার নতুন করে ডেমোতে এনালাইসিস করে নিয়ে রিয়াল ট্রেডিং করা শুরু করলাম। তারপর আমি ভাল প্রফিট করা শুরু করলাম। ধন্যবাদ
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। ফোরাম পোস্টিং থেকে ১৪ ডলার মত বোনাস পেয়েছিলাম। সেইটা দিয়েই কোন রকম গা ছাড়া ভাবে ট্রেড করি। ফলাফল যা হবার তাইই হলো। দুই দিনের মাথাতেই একাউন্ট জিরো করে ফেলি। তবে আপনার অভিজ্ঞতা তো আসলেই দারুন। প্রথম ট্রেডে এমন অভিজ্ঞতা ক জনারই বা হয়?
ভাই আমি আপনার মত প্রথম রিয়েল ট্রেডে ২৪.৪০ ডলারের ইনস্টা ট্রেডিং একাউন্ট ০.৫০ লট ব্যবহার করে ১৭ ডলার প্রফিট করেছিলাম কিন্তু স্টো ছিল আমার কপাল কারন ট্রেড অন করে ছিলাম বিকেল ৪ টার দিকে এবন তাতে প্রথমে আমার একাউন্ট লসে গিয়েছিল প্রয় ২০ ডলার এবং আমি একাউন্টের আশা ছেড়ে দিয়ে পাশের রুমে বসে টিভি দেখে টেনশন দুর করছিলাম কিন্তু ৬.৩০ মিনিটের পরে ইউ এস ডির একটা নিউজ পজেটিভ হওয়ায় আমার এই লাভ হয়ে ছিল কিন্তু তার পরের দিন এরুপ আর একটা ট্রেড নিয়ে বুঝেছিলাম ভাগ্য সব সময় সঙ্গ দেয় না। ধন্যবাদ।
ামি যখন প্রথম ট্রেড করি তখন আমার বেশি ভাল কোন অভিজ্ঞতা ছিল না কারন ফরেক্স মার্কেটে আমি প্রথম ট্রেড করি তখন আমার প্রথম ট্রেডে লস হয় ৫ ডলার তাই আমি প্রথমে ফরেক্স ট্রেডে লস করি ।
আমার প্রথম ট্রেড এ আমি ৪৫ ডলার লস করেছিলাম কারন আমার কোন অভিজ্ঞতা ছিল না আর আমি ভাল মানি ম্যানেজমেন্ট করতে পেরেচিলাম না যার ফলে আমার অ্যাকাউন্ট শুন্য হয়ে গেছিল। কিন্তু পরে আমি আমার ভুল গুলা বুঝতে পারি এবং আগাতে থাকি। এখন আমার ভাল অভিজ্ঞতা আছে এবং ভাল মানি ম্যানেজমেন্ট করতে পারি।
আমি ফরেক্স এ প্রথমে ১৫ ডলার দিয়ে বেশি লটে আমার ট্রেড ওপেন করে লসে এ পরি । তাই আমি বলব যে যারা ফরেক্স এ নতুন তারা ফরেক্স এ ট্রেড করার পর মনে রাখতে হবে যে কম লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া উচিত । কারন ফরেক্স মার্কেট এ যে কোন সময় লস হতে পারে । যখন প্রথম ট্রেড শুরু করি লাভ করলাত আবার লস ও করলাম এই ভাবে বেস কয়াক মাস কাটল, তারপর আমি আমার লস আর বের করি, এবং কিছু strategy তৈরি করি, আমি আগে অন্ন অন্ন ট্রেডার দার সিগনাল নিয়া ট্রেড করতাম।আমি ২৭ ডলার দিয়ে ট্রেড করা সুরু করি।
ফরেক্স মার্কেটে সবাই ট্রেড সুরু করে ডেমতে কারন ট্রেড শেখার জন্য ডেমো একমাত্র উপায় ডেমো না করে ফরেক্স ট্রেড অভিজ্ঞতা অর্জন করা খুভ কঠিন তাই আমার প্রথম ট্রেড আমি ডেমো ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করি।
প্রথম ট্রেড করে আমি লস করেছিলাম।প্রথমে আমি ফরেক্স সমপর্কে কিছুই জানতাম না।এজন্য আমি প্রথমে লস করি।এই হলো আমার অভিজ্ঞতা।আপ না দের অভিজ্ঞা কামন?
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল ০.৫ ডলার প্রফিট করা। বেশ লেগেছিল সেই দিন। মনে হয়েছিল আসলেই ইনকাম করা যায়। তার পর উইথড্র করেছিলাম ৩ ডলার। তখন এত খুশি লেগেছিল তা ভাষায় প্রকাশ করার মত নয়। এখন এক দিনে ৫০-৬০ ডলারের মত ইনকাম করলেও এতটা খুশি লাগে না। আসলে ফেলে আসা দিন গুলো কত চমৎকারই না ছিল।
আমি ফরেক্স মার্কেটে খুব কম সময় ডেমো প্রাক্টিস করে রিয়েল ট্রেড করি।আমি যখন রিয়েল একাউন্ট খুলে প্রথম ট্রেড করি তখন আমি প্রথম ট্রেডে ৩.৬০ ডলার লাভ করি।ফরেক্স মার্কেটে আমার জীবনের প্রথম লাভ করে আমি খুব অানন্দিত হয়ে ছিলাম।কিন্তু এই আনন্দ আমার বেশি দিন স্থায়ী হয়নি।আমি অল্প কয়েক দিনের মধ্যে প্রচুর লস করলাম।আর এই লসের মাধ্যমে আমি একটি বিড়াট শিক্ষা পেয়েছিলাম।
আসলে আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা খুব খারাব কারণ আমি আমার প্রথম্ন ট্রেডে ৫০ ডলার লস করেছিলাম যদি এর কারণ ছিল আমি তখুন খুব ভালো করে মার্কেট এনালাইসিস করতে পারতাম না আমি মার্কেটের মুভমেন্ট ধরতে পারতাম না এছাড়া লোভ করতাম অনেক এজন্য আমার মতে ফরেওক্স মার্কেটে ট্রেড করার আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করে নেওয়া খুব ভালো
আমার প্রথম ট্রেডে আমি ১১ পিপ প্রফিট সিয়েছিলাম। আমার মনে পড়ে আমি ২০১৪ এর প্রথম দিকে শুধুমাত্র ক্যান্পেল এর ডোজিন্টার দেখে ট্রেড করেছিলাম। এবং ৪/৫ মিনিট পরে প্রোফিট ক্লোজ করে দিয়েছিলাম ভয়তে। কিন্তু রেখে দিলে অনেক পিপ পেতাম। যাই হোক সেটা থেকেই আমার শুরু।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল ০.৫ ডলার প্রফিট
করা। আমার মনে পড়ে আমি ২০১৫এর প্রথম দিকে শুধুমাত্র
ক্যান্পেল এর ডোজিন্টার দেখে ট্রেড করেছিলাম। এবং
৪/৫ মিনিট পরে প্রোফিট ক্লোজ করে দিয়েছিলাম
ভয়তে। কিন্তু রেখে দিলে অনেক পিপ পেতাম। যাই হোক
সেটা থেকেই আমার শুরু।
আমি এখনো আসল ট্রেড শুরু করি নি । এখন আমি ডেমো ট্রেড করছি । এটাতে ভাল করতে পারলে আমি আসল ট্রেড এ দক্ষ হতে পারব । তাই ডেমো ট্রেড এ কাজ শিখছি ।
আমি আকজন নুতন ট্রেডার । আমি এখন পর্যন্ত রিয়াল ট্রেড করি নাই ।আমি ডেমো ট্রেড প্রাক্তিচ করছি। যখন আমি ভালোভাবে ডেমো ট্রেড করতে পারব তখন রিয়াল ট্রেড করার চিন্তা করব ।
আমি সফল হতে চাই ,আমার জন্য সবাই দুয়া করবেন ।
হাঁ, আমার প্রথম ট্রেড এর কথা মনে আছে। আমি প্রথম ট্রেড করি মাত্র ১২.২০ ডলার নিয়ে সেখানে আমি ০।১২ লট দিয়ে ট্রেড ওপেন করি এব্ং আমি তাতে মাত্র ০.৫০ ডলার লাভ হলে আমি তা বিক্রয় করে দিয়ে ছিলাম। এবং দেখি কয়েকবার লাভ করার পর এমনভাবে লসের সম্মুখীন হই কিছুতেই আমি লস রিকভার করতে পারিই না বরং একসময় একাউন্ট জিরো করে ফেলি।
আমি আমার প্রথম ট্রেড এ অনেক ডলার লস করি কিন্তু আমি কখন এই মার্কেট থেকে দূরে সরে জাই নি অনেকেয় লস করার ভএ এই মার্কেট থেকে দূরে চলে জাই ফলে তারা আর কখন লাভ করতে পারে না। আমাদের সব সময় সথিক নিওমে ত্রেড করতে হবে তাহলে আমাদের কন লস হবে না।
আমি যখন ফরেক্স ট্রেডিংয়ে প্রথম ট্রেড করি সেই সময় আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল মাত্র ৩০ ডলার আমি সেই সময় eur/usd এর মার্কেট প্রাইজ দেখেছিলাম ১.০৪০০/১.০৪০৩ আর আমি সেই সময় ০.০১ লর্ট দিয়ে মোট ৩টি বাইয়ে ট্রেড করে ছিলাম এবং আমি ঐ সময় লং টাইমফ্রেমে ট্রেড করে বেশ ভাল প্রফিট করেছিলাম। আমি ঐ সময় ট্রেডে ৩ ডলারের লস করেছিলাম তার পর ঐ অ্যাকাউন্টে তেমন একটা লস হয়নি আমার।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আরম্ভ করেছি এই বছর থেকে আমি এখন ডেমো একাউন্ট এ ট্রেড করে যাচ্ছি আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে ভাল করে ফরেক্স শিখে তারপরে এই মার্কেট হতে প্রসিক্ষন নিতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে ভাল করে ফরেক্স শিখতে পারব বলে মনে করি ।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আরম্ভ করেছি এই বছর থেকে আমি এখন ডেমো একাউন্ট এ ট্রেড করে যাচ্ছি আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে ভাল করে ফরেক্স শিখে তারপরে এই মার্কেট হতে প্রসিক্ষন নিতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে ভাল করে ফরেক্স শিখতে পারব বলে মনে করি ।
আমার প্রথম ট্রেডের কথা মনে আছে অমি যখন আমার প্রথম ট্রেডিং করেছিলাম তখন খুব বেশি নার্ভাস ছিলাম যার কারণে আমি আমার প্রথম ট্রেডেই লস করি এই লস করার অন্যতম কারণ ছিল অামি ডেমোতে ভালভাবে চর্চা না করেই রিয়েল মার্কেটে ট্রেড করা শুরু করে দিয়েছিলাম সম্ভবত আমি আমার প্রথম ট্রেডটা করেছিলাম সম্পূর্ণ নিজের খেয়াল খুশিমত এনালাইসিস ব্যাতিত
আমি আমার প্রথম ট্রেডটিতে সফল হয়েছিলাম।কিন্তু পরের দিন আবার আমার সব টাকা লস করেছিলাম।তাই আমি ফোরাম এর বোনাস টাকার জন্য অপেক্ষা করতেছি।আমি আবার সামনের মাস থেকে ফরেক্স এ লেন দেন করতে পারব।আপনারা ও কি আমার মত করেছেন কোনো সময়???
আমি প্রথম ট্রেড এ ৫০$ ডিপোজিট করে ০.২ তে ১০০ পিপ প্রফিট হইছিল।
কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস এর কারনে পরের ট্রেড এ অ্যাকাউন্ট ক্লোজ।
ফরেক্স মার্কেট সম্পর্কে আমি ধারনা নেয়ার পর ফরেক্স মার্কেটে যখন রিয়াল ট্রেড করি তখন আমি প্রথম ট্রেড করি যে ফরেক্স মারকেটে আমার রিয়াল একাউন্টে ১০০ ডলার দিয়ে ট্রেড সুরু করি ভলিওম ০।০৩ দিয়ে ট্রেড করি কয়তা ট্রেড করার পর আমার একাউন্ট জির হয়ে যায়।
ভাইরে এটা এমন একটা মেমরিবল মোমেন্ট যে কখনই ভুল্বার নই।। তবে আমার গল্প টা একটু অন্য রকম হয়ে গাছে ।। এতে অবস্য আমার কিছুই করার ছিলোনা ।। কারন ভুলবসতো ভাবে হয়ে যাই ।। আসলে ভুল বললে ভুল হই্* , বেশি এক্সাইট্মেন্ট এর কারনে যা হয় আর কি ।। প্রথম ট্রেড বলে কথা ।। এক্সাইট্মেন্ট এর কারনে একটা ভুল ট্রেড করে ফেলি , এবং সাথে সাথে আবা ক্লোজ করে দি ।। তবে দ্বিতীয় ট্রেড এ আবার প্রফিট করি।। সে সময় কি কখনও ভহুলা যাই ।।
আমি আমার প্রথম ট্রেড ব্যলেন্স ২৩.৩০ সেন্ট নিয়ে ট্রেড করতে নামি আর এই ডলার দিয়ে প্রায় এক মাস এ ৭০ ডলার এর মত প্রফিট করেছিলাম কিন্তু পরবর্তীতে এই ডলার বেশি দিন ধরে রাখতে পারি নাই। এখন অনেক লস করে সব কিছু হারিয়ে ফেলেছি তাই আমি সকলকে বলছি একের অধিক ট্রেড ওপেন করবেন না তাহলে আর আমার মত সব হারাতে হবে না । অবশ্য আমি সব হারিয়ে এখন শিখতে পারছি কথাই আছে কিছু ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহন করা উচিত আর তাই আমি এটাই করছি।
ফরেক্স শেখার পর আমি ফরেক্স মার্কেটে একটি রিয়াল একাউন্ট করি আর এই রিয়াল একাউন্ট করে কিছু পরিমানের ডিপজিট করি কিন্তু ফরেক্স ট্রেড করে কোন লাভ করতে পারি আমি ফরেক্স নতুন ছিলাম তখন তাই আমার প্রথম ট্রেডে বড় ধরনের লস হয়।
আমি যখন প্রথম ট্রেড করা শুরু করেছিলাম তখন কেন জানি আমার আর সবার মত ভয় লাগে নি। কেন জানি নিজেকে তখন খুব জ্ঞানি জ্ঞানি লাগছিল। কিন্তু তার কিছু ক্ষণ পরেই কেন জানি ভয় ভয় লাগছিল। মনে হচ্ছিল আমি সফল হতে পারব না। কিন্তু না আমি সেই যাত্রায় আর বিফল হয় নি। সামান্য কিছু প্রফিট করতে পেরেছিলাম আমি। তখন আমার খুব খুব খুব হ্যাপি লাগছিল।
আমি যখন ফরেক্স মার্কেট এ আমার প্রথম ট্রেড করি তখন আমি ট্রেড করতে অনেক ভই পেতাম।কারন যদি আমার ট্রেড টি আমার বিপরীত যাই তাহলেত আমি ফরেক্স মার্কেট এ লস করবো।পরে ধিরে ধিরে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে সক্ষম হয়েছি।আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করতেছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমরা যদি মনে ভই রাখি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ লস করবো।তাই আমি এখন আর ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় ভই পাই না।
আমি অনেক দিন ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড করি আমার মনে আসে আমি আমার প্রতম ট্রেড এ ১.১৪ ডলার লাভ করে ছিলাম । অনেক বুজে আমি আমার প্রতম ট্রেড করে ছিলাম ট্রেড ওপেন করার পর ট্রেড যখন লস এ জাসচিল তখন অনেক ভয়ে এ ছিলাম। তারপর কিছু দিন ট্রেডে করা বাদ দেই। পরে এখন আবার সুরু করছি। এখন নিয়মত ট্রেডে করি।
আমি যখন ফরেক্স মার্কেটে ফরেক্স শেখার পর ফরেক্স মার্কেটে আমি যখন প্রথম ট্রেড ওপেন করি তখন আমি বড় ধরনের লস করি তাই আমি প্রথম ট্রেডে লস করার পর আমার মন খারাপ হয়ে জায় আমি মনে করি ফরেক্স ট্রেডে খাল লস হয় ।
আমি যখন আমার রিয়াল একাউন্টে প্রথম ট্রেডটি করি তখন একটা ট্রেড ওপেন ক্রতে আমার হাত কাপছিল । আমি খুব ভয় পাচ্ছিলাম জানি না কি করতে জাচ্ছি । শেষ পর্যন্ত আমি আমার প্রথন ট্রেডটিতে সফল হয়েছিলাম এবং কিছু লাভ করেছিলাম । সেই দিন সফল হয়েছিলাম কিন্তু তারকিছুদিন পরেই আমার একাউন্ট জিরো হয়ে যায় । আমি এখনও সফল না তবে অনেক অভিজ্ঞতা লাভ করেছি ।
জীবনের প্রথম ট্রেড কার কিভাবে লাভ হল নাকি লস হল সেটা একমাত্র তারাই জানে তবে আমার ফরেক্স মার্কেট ট্রেড করাটা ছিল অন্যরকম আমি ফরেক্স মার্কেট সর্বপ্রথম ৭.৮০ নিয়ে ট্রেড শুরু করি তবে সেই সময় মার্কেট সম্পর্কে আমি ঠিকমত বুঝতাম না তবে আমি জিবনের প্রথম ট্রেড ০.২৩ সেন্ট প্রফিট করে ছিলাম আবার একই দিনে প্রায় ২ ডলার লস করে বসি।
প্রথম ট্রেডে আসলে আমার অভিজ্ঞতা ছিল সত্যই বেশ দারুন কারন সেই সময় আমি সর্বপ্রথম মোট ০.০৬ লট দিয়ে ৩ টি ট্রেড করেছিলাম এবং আমি সেই ট্রেডগুলো থেকে মোট ৯ ডলার প্রফিট করেছিলাম যা আজ ও আমার মনে আছে।
ফরেক্স ট্রেডিং এ যখন প্রথম রিয়েল মার্কেটে ট্রেডিং করি অনেক ভেবেই ট্রেড নিয়েছিলাম । প্রথম ট্রেডে লাভও হয় । এরকম কিছু লাভ করার পর রিস্ক বাড়িয়ে দেই বেশি লাভের আশায় আর তখনই ভুলটা হয় । সব শেষ হয়ে যায় ।
আমার প্রথম ট্রেড ছিল ইউরো/ইউএসডি পেয়ারে। পিপ ভ্যলু ছিল ০.৫$ আর লট সাইজ ছিল ০.৫। অই ট্রেডে প্রায় ২৫/৩০ পিপ লাভ করা সম্ভব ছিল। কিন্তু আমার প্রথম ট্রেডে যেন কোন তিক্ত অভিজ্ঞতা না হয় তাই ১০ পিপ টার্গেট সেট করে দিয়েছিলাম। এবং ৩ মিনিটেই টার্গেট হিট করে। যখন দেখলাম যে আমার প্রথম ট্রেড এ সাকসেস আসলো তখন মনের ভেতর আলাদা তৃপ্তি পেলাম, যা প্রকাশ করা যায় না।